Help Desk for TravelLovers

  • Home
  • Help Desk for TravelLovers

Help Desk for TravelLovers Travel lovers can join this page to explore the world, share their experiences, read other's experie

আমাদের সফরের আজ দ্বিতীয় দিন, প্রায় সারাটা দিনই আজ সারান্ডার অন্দরে থাকব আমরা। গতকাল জঙ্গলের যেটুকু ঝলক দেখেছি তার থেকে অ...
04/01/2024

আমাদের সফরের আজ দ্বিতীয় দিন, প্রায় সারাটা দিনই আজ সারান্ডার অন্দরে থাকব আমরা। গতকাল জঙ্গলের যেটুকু ঝলক দেখেছি তার থেকে অনেক গভীর আর নির্জন থলকোবাদে যাওয়ার প্ল্যান আজকে, সবাই তাই বেশ উত্তেজিত। সকাল ন'টার সময়েই বেড়িয়ে পরেছিলাম ফরেস্ট গেস্ট হাউস থেকে, প্রথম গন্তব্য কিরিবুরু SAIL গেস্ট হাউস - এখানে আগে পেট ভরে ব্রেকফাস্ট করলাম কারণ ফিরে লাঞ্চ করতে দুপুর তিনটে বেজে যাবে অন্তত। সারান্ডায় অন্দরে যেতে হলে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন লাগে, সেইমতন ফটো-আইডির কপি দিয়ে পারমিশনটাও করিয়ে রাখা হয়েছে আগে থেকেই, ফলে ব্রেকফাস্ট করেই বেড়িয়ে পড়া হল। …...

আমাদের সফরের আজ দ্বিতীয় দিন, প্রায় সারাটা দিনই আজ সারান্ডার অন্দরে থাকব আমরা। গতকাল জঙ্গলের যেটুকু ঝলক দেখেছি তা.....

জঙ্গল আমার বরাবরই খুব প্রিয় গন্তব্য, তাছাড়া রহস্যময় এই নামগুলোর প্রতি একটা টান অনুভব করেছিলাম শুনেই - তারসাথে জায়গাগুলো...
30/12/2023

জঙ্গল আমার বরাবরই খুব প্রিয় গন্তব্য, তাছাড়া রহস্যময় এই নামগুলোর প্রতি একটা টান অনুভব করেছিলাম শুনেই - তারসাথে জায়গাগুলোর বর্ণনা পড়ে একটা তীব্র ইচ্ছাও জেগেছিল বেশ কিছু বছর আগে থেকেই তবে যাওয়াটা আর হয়ে ওঠেনি। শেষমেশ ২০২৩ সালের ডিসেম্বার মাসের শেষ কটা দিন মনের সুখে সারান্ডায় কাটানোর সুযোগ পেছিলাম অবশেষে। স্থানীয় ভাষায় সারান্ডা কথাটির অর্থ দাঁড়ায় ‘সাতশ পাহাড়ের দেশ’ এবং এই জঙ্গল হল এশিয়ার সবচেয়ে বড় শালের জঙ্গল। শাল ছাড়াও পিয়াল, জারুল, মহুয়া, আমলা এবং আরো অনেক প্রজাতির গাছগাছালিতে পরিপূর্ণ এই সারান্ডা জঙ্গলের আলিঙ্গনে দাঁড়িয়ে আছে দুটি পাহাড় - কিরিবুরু ও মেঘেতাবুরু (মেঘাহাতাবুরু / মেঘাহতুবুরু)। কিরিবুরু পাহাড়টি ওড়িশার কেওনঝাড় জেলার অবস্থিত আবার অন্যদিকের মেঘেতাবুরুর অবস্থান ঝাড়খণ্ডের সিংভূম জেলায়। হো ভাষায় “বুরু” কথার অর্থ “জঙ্গল” আর “কিরি” কথার অর্থ হল “পোকা”, অর্থাৎ কিরিবুরু হল “পোকার জঙ্গল”। আর তার পাশের শৈলশহর “মেঘাতাবুরু” যার অর্থ হয় “মেঘের জঙ্গল”। যদিও অন্য একটি অর্থও আছে “বুরু” কথাটির, “ছোট পাহাড়” বা “টিলা” - সেক্ষেত্রে কিরিবুরু হল “পোকার পাহাড়” আর মেঘেতাবুরুর হল “মেঘের পাহাড়” তেমনই "কিরি" কথার আরেকটি অর্থ হল হাতি সেক্ষেত্রে কিরিবুরু হবে হাতিদের পাহাড়। …...

জঙ্গল আমার বরাবরই খুব প্রিয় গন্তব্য, তাছাড়া রহস্যময় এই নামগুলোর প্রতি একটা টান অনুভব করেছিলাম শুনেই – তারসাথে জ.....

আবহমান সময়কালে বড়ো ঘড়ির নীচে আমরা সবাই হয়তো কখনো না কখনো দাঁড়িয়েছি। এর নীচে আসার আগে তক একটা বুক দুরুদুরু ভাব থাকলেও এর...
13/12/2023

আবহমান সময়কালে বড়ো ঘড়ির নীচে আমরা সবাই হয়তো কখনো না কখনো দাঁড়িয়েছি। এর নীচে আসার আগে তক একটা বুক দুরুদুরু ভাব থাকলেও এর নীচে এসেই মন শরিফ। আমার যাত্রার শুরুটা এবারও অনেকটা এই রকমই ছিল, এবার বোলপুর- শান্তিনিকেতনে, প্রথমবারের জন্য।তা হটাৎ এই বড়ো ঘড়ির কাথা উঠলো কেন, আজকের নতুন প্রজন্ম স্টেশনে ঢুকে ফোন লাগায় সহযাত্রীকে, কোথায় আছো? আমার সহযাত্রিরা সবাই সিনিয়র সিটিজেন তাই মিটিং পয়েন্ট ঠিক ছিল সেই বড় ঘড়ি। হাওড়া- মালদা ইন্টারসিটির চেয়ার কারে টিকিট৷ কামরার ঠিক মাঝামাঝি পাঁচটা সিট, পাশাপাশি ৩+২ ফরম্যাটে, সামনে বা কায়দা টেবিল, তার উল্টো দিকে কামরার বাকিরা আমাদের মুখোমুখি।...

আবহমান সময়কালে বড়ো ঘড়ির নীচে আমরা সবাই হয়তো কখনো না কখনো দাঁড়িয়েছি। এর নীচে আসার আগে তক একটা বুক দুরুদুরু ভাব থাক...

https://sayantansharba.wordpress.com/2023/10/08/sandakphu-phalut-tumling-tonglu-manebhanjan-dhotray-land-rover-trekking-...
09/10/2023

https://sayantansharba.wordpress.com/2023/10/08/sandakphu-phalut-tumling-tonglu-manebhanjan-dhotray-land-rover-trekking-trekkers-hut-sleeping-buddha-kanchenjunga-everest-sunrise-hotel-sikhar-lodge/

আমার বাকেট লিস্টে সান্দাকফু ছিল বহু বছর আগে থেকেই আর অবশেষে ২০২১ এর নভেম্বর মাসে আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। একযুগ ...

আমার বাকেট লিস্টে সান্দাকফু ছিল বহু বছর আগে থেকেই আর অবশেষে ২০২১ এর নভেম্বর মাসে আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। একযুগ আগেও স...
08/10/2023

আমার বাকেট লিস্টে সান্দাকফু ছিল বহু বছর আগে থেকেই আর অবশেষে ২০২১ এর নভেম্বর মাসে আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। একযুগ আগেও সান্দাকফু যেতে চাইলে ট্রেক করে যাওয়া ব্যতীত আর কোনো উপায় ছিল না তবে বর্তমানে গৈরাবাস পর্যন্ত কংক্রিটের রাস্তা হয়ে যাওয়ার ফলে প্রায় পুরোটাই এখন মোটোরেবেল। যদিও এই পথে আপনি নিজের গাড়ি নিয়ে যেতে পারবেন না, সে আপনার গাড়ি ফোর উইল ড্রাইভ হলেও নিজে ড্রাইভ করে যেতে পারবেন না। গাড়ি আপনাকে নিতে হবে মানেভঞ্জনের ল্যান্ডরোভার এসোসিয়েশন থেকেই, সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত গাড়ি পাওয়া যায়। তবে এটাও জানতে পেরেছিলাম যে টংলু বা টুমলিং পর্যন্ত নিজেদের বা প্রাইভেট বড়ো গাড়ি (বোলেরো) নিয়ে আসা যায় - সেইসব গাড়ির যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো। গৈরাবাসের পর থেকে সান্দাকফুর রাস্তা খুবই বন্ধুর এবং স্টিপ, ফলে ফোর উইল ড্রাইভ গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি চলাচল করতে পারে না এই পথে। …...

আমার বাকেট লিস্টে সান্দাকফু ছিল বহু বছর আগে থেকেই আর অবশেষে ২০২১ এর নভেম্বর মাসে আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। একযুগ ...

সাঞ্চেল অভয়ারণ্যের ঘেরাটোপে লুকিয়ে থাকা একটা ছোট জনপদ এই চটকপুর - পাহাড়ের গায়ে, কিছুটা নিরিবিলি, খুব সুন্দর সূর্যোদয় - স...
23/09/2023

সাঞ্চেল অভয়ারণ্যের ঘেরাটোপে লুকিয়ে থাকা একটা ছোট জনপদ এই চটকপুর - পাহাড়ের গায়ে, কিছুটা নিরিবিলি, খুব সুন্দর সূর্যোদয় - সূর্যাস্ত আর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়ার লোভেই এখানে যাওয়া। খাতায় - কলমে কিছুটা অফবিট হলেও বহু ট্যুরিস্টের সমাগম দেখেছিলাম এবং তাদের মধ্যে কিছু মানুষের আচরণ দেখে বেশ উদ্বেগও জেগেছিল মনে। এনজেপি থেকে সোজা চটকপুরেই এসেছিলাম, যে হোমস্টেতে ছিলাম তাদের সাথেই কথা বলে গাড়ির ব্যবস্থা করে রেখেছিলাম, তাই বছরের শুরুতে গাড়ি ভাড়া খানিকটা বেড়ে যাওয়ার কথা থাকলেও পুরনো রেটেই পেয়েছিলাম। পরিচিত হিলকার্ট রোড ধরে ঘুম, সোনাডা তারপর ছোট্ট স্টেশন টুং পেড়িয়ে হঠাৎ একটা সবজির দোকানের পাশের অবিশ্বাস্য রকম সরু এবং খাড়া একটা গলির চড়াই পথ ধরলো আমাদের গাড়ি। এই শীর্ণকায় গলি দিয়ে কোনো গাড়ি যে যেতে পারে তা বিশ্বাসই করা যায় না। পাড়ার ভেতরের রাস্তার মতন রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ যাওয়ার পর একসময় পরিবেশটা বদলালো, এবার আর ঘর-বাড়ির দেখা নেই বরং আধা জঙ্গুলে রাস্তায় চলেছি। বোঝাই যাচ্ছিল যে সাঞ্চেল অভয়ারণ্যের ঘেরাটোপে ঢুকে পড়েছি এবার। একসময় চেকপোস্টের সামনে এসে থামলাম। এখানে I.D দেখিয়ে, গাড়ির চার্জ আর চটকপুরে থাকার চার্জ মিটিয়ে, চারপাশটা একটু ঘুরে দেখে চড়ে বসলাম গাড়িতে, চারিদিক কুয়াশাচ্ছন্ন। চেকপোস্টের পর থেকে আস্তে আস্তে প্রবেশ করলাম অভয়ারণ্যের আরো গভীরে, রাস্তা খুব খারাপ তবে গাড়িতে করে ফালুট ঘুরে আসার পর এই রাস্তা আর অতটা বেগ দেয় নি, উপরন্তু গাড়িটার কন্ডিশনও ভালো ছিল। …...

সাঞ্চেল অভয়ারণ্যের ঘেরাটোপে লুকিয়ে থাকা একটা ছোট জনপদ এই চটকপুর – পাহাড়ের গায়ে, কিছুটা নিরিবিলি, খুব সুন্দর সূর্.....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Help Desk for TravelLovers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share