উড়ালপঙ্খী-Uralponkhi

  • Home
  • উড়ালপঙ্খী-Uralponkhi

উড়ালপঙ্খী-Uralponkhi travel with trust �

পঞ্চগড়ের এই শীতকে খুব বেশি মিস করতেছি। ঢাকায় থাকলেও প্রতি বছর শীতে ২ ৩ দিনের জন্য হলেও পঞ্চগড় যাই। কিন্তু এবার আর যাওয়ার...
28/01/2024

পঞ্চগড়ের এই শীতকে খুব বেশি মিস করতেছি। ঢাকায় থাকলেও প্রতি বছর শীতে ২ ৩ দিনের জন্য হলেও পঞ্চগড় যাই। কিন্তু এবার আর যাওয়ার সময় হইলো না। মিস করছি হাড় কাঁপানো শীতকে!😰🥶

পঞ্চগড়ে ফের তাপমাত্রা নামল ৫ দশমিক ৫ সেলসিয়াসে। দেশের উত্তরের হিমাঞ্চলীয় সীমান্ত জেলায় তীব্র শৈত্যপ্রবাহ ও কুয়.....

ইন্দোনেশিয়ার বালি প্রদেশের উবুদ এলাকার বানরের জঙ্গল থেকে তোলা হয়েছে ছবিটি। পুরোটা জায়গায় লম্বা লেজের ম্যাকাক বানরের রাজত...
25/12/2023

ইন্দোনেশিয়ার বালি প্রদেশের উবুদ এলাকার বানরের জঙ্গল থেকে তোলা হয়েছে ছবিটি। পুরোটা জায়গায় লম্বা লেজের ম্যাকাক বানরের রাজত্ব। রাজার ভঙ্গিতেই আধশোয়া এই বানরকে ক্যামেরায় বন্দী করেছেন ডেলফাইন ক্যাসিমির।

Try a little bit 😊
13/08/2023

Try a little bit 😊

ঢাকা শহরের জলাবদ্ধতা। ১০ মিনিটের বৃষ্টির পরিনাম এই। বর্ষাকালে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। ভোগান্তিতে প...

তারিখটা ৯ ফেব্রুয়ারী ১৯৭২। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন প্রধানমন্ত্রী নাটোর সফর করেন। সে সফরে বঙ্গবন্ধু...
18/06/2023

তারিখটা ৯ ফেব্রুয়ারী ১৯৭২। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন প্রধানমন্ত্রী নাটোর সফর করেন।
সে সফরে বঙ্গবন্ধু ভারত বর্ষের রাজার দ্বারা নির্মিত (পরবর্তীতে বাংলাদেশের সম্পদ) এই রাজপ্রাসাদে ঘুরতে আসেন।
এসেই আশেপাশের নানান রকম গাছ দেখেন। যেই গাছগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না। সেই রাজা পৃথীবির নানান দেশ থেকে সংগ্রহ করে তার প্রাসাদের বাগানে হরেক রকম গাছ লাগায়।
যার মধ্যে এখনো নাটোরের এই প্রাসাদে এমন কিছু গাছ আছে যেগুলো বাংলাদেশের আর কোথাও নেই।

যাই হোক মূল কথায় ফিরে আসি। বঙ্গবন্ধু বৃক্ষপ্রেমী ছিল সেটা খুব কম মানুষেরই অজানা। বঙ্গবন্ধু নানান দেশ থেকে সংগ্রহ করে নানান গাছ সেখানে দেখলেও হৈমন্তি গাছ তার চোখে পরেনি।

তাই তৎক্ষনাৎ সিদ্ধান্ত নেয় এখানে একটি হৈমন্তি গাছ লাগাবে। যেই ভাবা সেই কাজ। শুরু হয়ে গেল চারার খোঁজ। দীর্ঘ সময় পর একটি হৈমন্তির চারা পাওয়া যায়। বঙ্গবন্ধু নিজ হাতে এই জায়গায় গাছটি রোপন করে।

দীর্ঘ ৫১ বছর ধরে সগৌরবে গাছটি দাঁড়িয়ে আছে নাটরের এই জমিদার বাড়ির বাগানে। যদিও সময়ের সাথে সাথে গাছটি মারা যাচ্ছে। তবে, এটিকে বাচিয়ে রাখতে সরকার জরুরি পদক্ষেপ নিচ্ছেন।

আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর নিজ হাতে লাগানো হৈমন্তি গাছটি দেখার। সে সাথে চোখ বন্ধ করে উপলব্ধি করার চেষ্টা করেছি গাছটির জন্মের ইতিহাস। যদি গাছ কথা বলতে পারতো তাহলে হয়তো গৌরবের সাথে বলতো এই তুই কি জানিস আমার জন্ম হয়েছে এই দেশের মহানায়ক, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হাতে। এখানে আমাকে প্রকৃতিকে বাচিয়ে রাখার দায়িত্ব দিয়ে গেছে। যেটি ৫১ বছর ধরে আমি পালন করে আসছি।

লম্বা ট্যুরের জন্য ভ্রমণে ইচ্ছুক আছে কে কে?
23/07/2022

লম্বা ট্যুরের জন্য ভ্রমণে ইচ্ছুক আছে কে কে?

Address


Telephone

8801841365780

Website

Alerts

Be the first to know and let us send you an email when উড়ালপঙ্খী-Uralponkhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share