Shib Sadhana Tour & Travel

  • Home
  • Shib Sadhana Tour & Travel

Shib Sadhana Tour & Travel We are Shib Sadhana Tour & Travel (A Group of Shib Sadhana Cultural Academy)

              খুব শীঘ্রই ট্রেনের টিকিট ওপেন হচ্ছে যেহেতু হরিদ্বার লাইনের ট্রেনের সংখ্যা কম দ্বিতীয়ত অক্টোবরের টিকিট তাই...
02/06/2024



খুব শীঘ্রই ট্রেনের টিকিট ওপেন হচ্ছে যেহেতু হরিদ্বার লাইনের ট্রেনের সংখ্যা কম দ্বিতীয়ত অক্টোবরের টিকিট তাই প্রচন্ড চাপ। খুললেই শেষ হয়ে যাচ্ছে বা ওয়েটিং লিস্ট হয়ে যাবে। ওয়েটিং লিস্ট হওয়ার আগেই অন্তত আপনার সীটটা কনফার্ম করিয়ে নিন
Contact: call & WhatsApp 👉 089020 67322 WhatsApp 👉 8902067385 call📱 8910493898/9330715699

#শিব #সাধনা #ট্যুর এন্ড #ট্রাভেলস এর এবারের আরেকটি অভিনব প্রয়াস🤩😍
🕉️📿🚩 #সমগ্র #দেবভূমী🛕 #তীর্থ #ভ্রমণ🚩📿🕉️

🪩এবারে আমাদের গন্তব্য🪩
#মিনি #সুইজারল্যান্ড🌄🏞️ #চোপতা #ভ্যালি #তুঙ্গনাথ🕉️🔱🛕 সহ #কেদারনাথ🕉️🔱🛕 #বদ্রিনাথ🕉️🔱🛕 ও #হরিদ্দার 🕉️🏞️🛕

👉শুভযাত্রা - 18ই অক্টোবর 2024
🧿আহারাদি সহ জনপ্রতি🧿

🔮15500/-(ট্রিপল শেয়ারিং)

🔮16500/-(ডবল শেয়ারিং)

👁️‍🗨️ দর্শনীয় স্থান 👇
🕉️হরিদ্বার,🕉️রুদ্রপ্রয়াগ ,🕉️শোনপ্রয়াগ , 🕉️গৌরীকুন্ডু,🕉️কেদারনাথমন্দির ,🕉️বদ্রীনাথ মন্দির ,🏞️চোপতা ভ্যালি(🌅🏞️মিনি সুইজারল্যান্ড) , 🕉️তুঙ্গনাথ, 🕉️ঋষিকেশ, 🕉️🌁লক্ষ্নঝুলা, 🕉️🌁রামঝুলা, ও আরো অনেক ।

🌀ভ্রমণসূচি🌀
👇
🚉 *প্রথম দিন*
হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু।
🚂🚃 *দ্বিতীয় দিন*
আজ সারাটা দিন ট্রেনেই কাটবে ।
🚉 *তৃতীয় দিন*
সময় অনুযায়ী ট্রেন থেকে নেমে হোটেলে ওঠা। সময় থাকলে ঘুরে আসতে পারেন মনসা দেবী মন্দির🛕 চন্ডী দেবী মন্দির🛕 । ও বিকালে ঘুরে আসুন *হারকিপৌরি ঘাট*🏞️ ও *সন্ধ্যা আরতি*🪔🪔 দর্শন করে আসুন, রাত্রি বাস হরিদ্দার হোটেল🏨🛏️।
⛰️🚌 *চতুর্থ দিন*
আজ খুব ভোরবেলায় হরিদ্বার হোটেল চেক আউট করে রওনা হব সীতাপুর/ রামপুর/ গুপ্ত কাশি/ র উদ্দেশ্যে, রাত্রি বাস সীতাপুর/ রামপুর/ গুপ্ত কাশি/ হোটেলে🏨🛏️।

⛰️🛕 *পঞ্চম দিন*
আজ খুব ভোর বেলায় হোটেল ছেড়ে আমরা *শোন প্রয়াগ* 🕉️🌅 হয়ে চলে যাব 🚐 *গৌরীকুন্ড‌* 🕉️🏞️ র উদ্দেশ্যে। *গৌরীকুন্ড‌* পৌঁছে হাঁটা🧑‍🦯 পথে *কেদারনাথ মন্দির* 🛕🕉️📿 (১৬কিমি )এর উদ্দেশ্য রওনা, *কেদারনাথ* পৌঁছতে বিকালে /সন্ধ্যা হয়ে যাবে, রাত্রি বাস *কেদারনাথ* 🏩🛏️ ।( সময় থাকলে *বাবা কেদারনাথ* 🙏দর্শন করে নিতে পারেন।)
🚫এই দিন দুপুরের, সন্ধ্যার ও রাত্রের খাবার (লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার ) নিজস্ব খরচায় 🚫

⛰️🛕 *ষষ্ঠ দিন*
আজ খুব ভোরবেলা (রাত্রি থাকতেই) বেরিয়ে *কেদারনাথ মন্দির*🛕🙏 দর্শন করে হাঁটা পথে গৌরীকুন্ড হয়ে শোন প্রয়াগ এর উদ্দেশ্য রওনা। দপুুর/বিকালে পৌঁছে গাড়ি তে 🚐করে রওনা হয়ে সীতাপুর/ রামপুর/ গুপ্ত কাশি/ হোটেলে ওঠা ও রাতে থাকা🏨🛏️।

🚫এই দিন সকাল, দপুুর ও সন্ধ্যার খাবার ( ব্রেকফাস্ট, লাঞ্চ ও স্নাক্স) নিজস্ব খরচায় 🚫

🗻🛕🚌 *সপ্তম দিন*
*আজকের গন্তব্য তুঙ্গনাথ🕉️🛕 সাথে (মিনি সুইজারল্যান্ড) চোপতা ভ্যালি*
সকাল 5 টায় হোটেল চেক আউট করে *চোপতা ( মিনি সুইজারল্যান্ড )* পৌঁছে সাইডসিন্ করতে পারেন। এরপর *তুঙ্গনাথ* 🕉️🛕 ট্রেক 🧑‍🦯এর উদ্দেশ্যে যাত্রা , তুঙ্গনাথ মন্দির দর্শন ও তুঙ্গনাথ ট্রেক সেরে দুপুরে তুঙ্গনাথ থেকে বেরিয়ে চোপতা ( মিনি সুইজারল্যান্ড ) এ রাত্রি বাস🏨🛏️।

⛰️🛕🚌 *অষ্টম দিন*
আজ খুব ভোরে বেরিয়ে পড়বো *বদ্রীনাথ ধাম*🛕 এর উদ্দেশ্যে রাত্রি বাস বদ্রিনাথ🏨🛏️।

⛰️🛕🚌 *নবম দিন*
আজ খুব ভোরে বদ্রিনাথ ধাম দর্শন করে আমরা বেরিয়ে পড়বো *রুদ্রপ্রয়াগ/ পিপুল কুঠি* 🕉️ 🏞️এর উদ্দেশ্যে। রাত্রিবাস *রুদ্রপ্রয়াগ/ পিপুল কুঠি/ শ্রীনগর* 🏨🛏️।

⛰️🚩🚌দশম দিন
আজ ও খুব সকাল সকাল হোটেল চেকআউট করে রওনা দেব🚐 *হরিদ্বার* এর উদ্দেশ্যে, রাস্তায় দেখে নেব *ঋষিকেশ*🕉️📿, *লক্ষ্নঝুলা* 🕉️🌁, *রামঝুলা* 🕉️🌁 রাত্রি বাস হরিদ্বার হোটেল🏨🛏️।

🚩🚉 *একাদশ দিন*
সকালে হোটেল চেকআউট করে, (চাইলে শপিং করতে পারেন/লোকাল মার্কেট ঘুরতে পারেন অথবা লোকাল সাইডসিন্ করতে পারেন) সন্ধ্যায় আমরা আমাদের সমস্ত সঞ্চিত পুণ্য 🙏ও দেবভূমি ও বাবার আশীর্বাদ✋🛐 সমেত রওনা দেব হরিদ্বার স্টেশনের উদ্দেশ্যে হাওড়া/কলকাতা গামী ট্রেন🚆 ধরবো বলে।

🚂🚃 *দ্বাদশ দিন*
পুরোদিন ট্রেন এ থাকা।

🚉 *ত্রয়োদশ দিন*
আজ আমাদের গন্তব্যে আমরা পৌঁছাব আর অবশ্যই সমস্ত সঞ্চিত পুণ্য আশীর্বাদ✋🛐 সমেত যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ।

🟢 প্যাকেজ অন্তর্ভুক্ত: 🟢
✅ ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্নাক্স ও ডিনার ( তৃতীয় দিনের লাঞ্চ থেকে একাদশ দিনের লাঞ্চ পর্যন্ত)
✅ সম্পূর্ণ নিরামিষ খাদ্য
✅ ফ্যামিলি অনুযায়ী রুম(3 sharing- 15500/- 2 sharing- 16500/-)
✅ কেদারনাথে ডরমেটরি বেড
✅ সমস্ত সাইট সিনের গাড়ি
✅ পার্কিং এবং টোল
✅ টুর ম্যানেজার (মহিলা ও পুরুষ উভয়)
🛑 প্যাকেজ বহির্ভূত: 🛑
❌ ট্রেনের টিকিট
❌ ট্রেনের খাবার
❌ মিনারেল ওয়াটার ও নিজস্ব খাওয়া খরচ
❌কোনরকম এন্ট্রি ফি, (পনি)ঘোড়া, কুলি, হেলিকপ্টার ও রোপওয়ে খরচ
❌ মানা গ্রাম ও অন্যান্য যেকোনো এক্সট্রা জায়গা(প্যাকেজে উল্লেখ নেই এমন জায়গা)র লোকাল সাইট সিন
❌কেদারনাথ তীর্থযাত্রীদের সেই দিনের দুপুরের সন্ধ্যার ও রাতের খাবার ও তার পরের দিনের সকালের দুপুরের ও সন্ধ্যার খাবার
❌ শোনপ্রয়াগ থেকে গৌরীকুন্ড যাবার গাড়ি ভাড়া
❌ আমিষ খাদ্য
❌ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
❌ Medicines
❌ Mineral Water
🔊 সমস্ত সাইট সিন সময়ের উপর নির্ভর করে করা হবে। প্রাকৃতিক কারণবশত বা ভ্রমণার্থীদের/ তীর্থযাত্রীদের দেরি করার কারণে সাইট সিন বাদ গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
📢 বিঃদ্রঃ এটা একটি সম্পূর্ণ তীর্থ ভ্রমণ যেহেতু আমরা তীর্থ উদ্দেশ্য নিয়ে এই ভ্রমণটি করছি মাথায় রাখতে হবে বিশাল লাক্সারিয়াস/প্রিমিয়াম কোয়ালিটি/স্টার কোয়ালিটি/ হোটেল পাবেন না তবে অবশ্যই স্ট্যান্ডার্ড হোটেল পরিস্কার পরিচ্ছন্ন হবে।
🎯বিশেষ কারণবশত অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভ্রমণসূচী পরিবর্তিত হতে পারে🎯

বিশদ জানতে whatsapp অথবা কল করুন
📲রুবি দাস : 8902067385(call & W.A.) প্রলয় মিত্র : call- 9330715699/ call & W.A.- 8902067322
🙏🙏🙏🙏🙏

, , , , , , , , , , , , , , ,

 #টিকিট  #ওপেন হয়ে গেছে, আর  #বেশি  #টিকিট নেই,  #আপনার  #সীটটা নিশ্চিন্ত করতে সত্তর  #বুকিং করুন।👉 8902067322,89020673...
13/05/2024

#টিকিট #ওপেন হয়ে গেছে, আর #বেশি #টিকিট নেই, #আপনার #সীটটা নিশ্চিন্ত করতে সত্তর #বুকিং করুন।👉 8902067322,8902067385

এবারে *সিল্কররুট* দেখব আমরা একটু অন্যরূপে মানে *প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজে*

প্রতিবছরের মত এই বছরও আবারো শিব সাধনা ট্যুর এন্ড ট্রাভেল এর উদ্যোগে 🇮🇳স্বাধীনতা দিবস 🇮🇳 উপলক্ষ্যে যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল এর দিকে তবে এবারের গন্তব্য **সিল্করুট ভ্রমণ** ⛰️😍ও একই সাথে উপভোগ করবেন **বর্ষার সুন্দরী পাহাড়** ⛰️😍 **অজস্র ফুলের শোভা** 💐🏵️🪻ও **পাহাড়ি ঝোরা**🌊

4Day 3Night **PREMIUM QUALITY SILK ROUTE TOUR**

**Date: 10.08.24-15.08.24**
(🚂🚋🚃🚋🚃🚋🚃 **Start HWH 👉10. 08.24 Reach NJP 👉11. 08.24**
**Strat NJP 👉14. 08.24 Back HWH 👉15.08.24)**

Call or whatsapp 📲 8902067385(Rubi Das),call & whatsapp- 8902067322, only call - 9330715699(Pralay Mitra)

🏔️প্রথমদিন:- Njp থেকে চলে যাবো *সিলাড়ীগাঁও*🌲 রাস্তায় যেতে যেতে চোখে পড়তে পারে প্রচুর *পাহাড়ি ঝোরা* ⛰️🌊আর অবশ্যই উপভোগ করবেন প্রাকৃতিক গারো সবুজ রং, আপনাদের ভাগ্য সহায় থাকলে দেখতে পাবেন *কাঞ্চনজঙ্ঘা* 🗻র মোহময় দৃশ্য যা আপনাদের স্মৃতিতে বহুদিন বাঁধা থাকবে।রাত্রিবাস *সিলাড়ীগাঁও* *প্রিমিয়াম কোয়ালিটি* র হোম স্টে তে🏡🛌

🏔️দ্বিতীয় দিন:- *সিলাড়ীগাঁও* থেকে আমরা চলে যাব *লিংথাম* 🏞️⛰️ এর দিকে, যেতে যেতে আমরা দেখে নেব *ঋষি খোলা*🏞️ এই *ঋষি খোলা* র *ঋষি নদী*🏞️ আপনাদের মুগ্ধ করবেই এরপর একে একে আমরা দেখে নেব *আড়িটার লেক* 🏞️ *Monastery*⛩️ *মাঙ্কিম ভিউ পয়েন্ট* *গণেশ টেম্পেল* 🛕 *রংলি মার্কেট* 🏬🛒🛍️ রাত্রি বাস *লিংথাম* হোম স্টে তে🏡 🛌

🏔️তৃতীয় দিন:- *লিংথাম* থেকে সকাল সকাল বেরিয়ে পড়বো *জুলুক* 🏔️সাইট সীনের উদ্দেশ্যে- রাস্তায় যাবার পথে দেখে নেব *কিও খোলা ফলস*🌊 এরপর *পদমচেন*(সময় থাকলে আপনারা যদি মনে করেন পদমচেন ইকোপার্ক থেকে ঘুরে আসতে পারেন) হয়ে দেখে নেব *থামবি ভিউ পয়েন্ট* থেকে *জিগজ্যাগ* রোডের দৃশ্য , এরপর *নাথাং ভ্যালি* হয়ে চলে যাব *ওল্ড বাবা মন্দির* ⛩️ এরপর একে একে দেখে নেব *এলিফ্যান্ট লেক* 🌅 *কুপুপ লেক* 🌅, রাত্রি বাস *লিংথাম* হোম স্টে তে🏡 🛌

🏔️চতুর্থ দিন:- ভোরবেলা অবশ্যই দেখতে ভুলবেন না লিংথাম এ আমাদের হোমস্টের পাশে *নদীর*🏞️ অভূতপূর্ব দৃশ্য ও *হ্যাঙ্গিং ব্রিজ*🌁 সাথে ঝর্ণার মনমোহিনী দৃশ্য, এরপর ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো NJP এবং কিছু সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফেরা 👍❤

🔷 প্যাকেজ অন্তর্ভুক্ত: 🔷
✅ ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্নাক্স ও ডিনার (11 তারিখ লাঞ্চ থেকে 14 তারিখ ব্রেকফাস্ট পর্যন্ত)
✅ সমস্ত সাইট সিনের গাড়ি
✅ পার্কিং
✅ বেঙ্গল সিন্ডিকেট পারমিট
✅ফ্যামিলি অনুযায়ী রুম
✅ টুর ম্যানেজার (মহিলা ও পুরুষ উভয়)

🛑 প্যাকেজ বহির্ভূত: 🛑
❌ ট্রেনের টিকিট
❌ ট্রেনের খাবার
❌ মিনারেল ওয়াটার ও নিজস্ব খাওয়া খরচ
❌ কোনরকম এন্ট্রি ফি
❌ এক্সট্রা সাইট সিন
❌ পারমিট
❌ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
❌ Medicine
🎯বিশেষ কারণবশত অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভ্রমণসূচী পরিবর্তিত হতে পারে🎯

বিশদ জানতে whatsapp অথবা কল করুন
📲রুবি দাস : 8902067385(call & W.A.) প্রলয় মিত্র :(call) 9330715699/(call & W.A) 8902067322
🙏🙏🙏🙏🙏

এবারে *সিল্কররুট* দেখব আমরা একটু অন্যরূপে মানে *প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজে*প্রতিবছরের মত এই বছরও  আবারো শিব সাধনা ট্...
06/04/2024

এবারে *সিল্কররুট* দেখব আমরা একটু অন্যরূপে মানে *প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজে*

প্রতিবছরের মত এই বছরও আবারো শিব সাধনা ট্যুর এন্ড ট্রাভেল এর উদ্যোগে 🇮🇳স্বাধীনতা দিবস 🇮🇳 উপলক্ষ্যে যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল এর দিকে তবে এবারের গন্তব্য **সিল্করুট ভ্রমণ** ⛰️😍ও একই সাথে উপভোগ করবেন **বর্ষার সুন্দরী পাহাড়** ⛰️😍 **অজস্র ফুলের শোভা** 💐🏵️🪻ও **পাহাড়ি ঝোরা**🌊

4Day 3Night

**Date: 10.08.24-15.08.24**
(🚂🚋🚃🚋🚃🚋🚃 **Start HWH 👉10. 08.24 Reach NJP 👉11. 08.24**
**Strat NJP 👉14. 08.24 Back HWH 👉15.08.24)**

Call or whatsapp 📲 8902067385(Rubi Das),call & whatsapp- 8902067322, only call - 9330715699(Pralay Mitra)

🏔️প্রথমদিন:- Njp থেকে চলে যাবো *সিলাড়ীগাঁও*🌲 রাস্তায় যেতে যেতে চোখে পড়তে পারে প্রচুর *পাহাড়ি ঝোরা* ⛰️🌊আর অবশ্যই উপভোগ করবেন প্রাকৃতিক গারো সবুজ রং, আপনাদের ভাগ্য সহায় থাকলে দেখতে পাবেন *কাঞ্চনজঙ্ঘা* 🗻র মোহময় দৃশ্য যা আপনাদের স্মৃতিতে বহুদিন বাঁধা থাকবে।রাত্রিবাস *সিলাড়ীগাঁও* *প্রিমিয়াম কোয়ালিটি* র হোম স্টে তে🏡🛌

🏔️দ্বিতীয় দিন:- *সিলাড়ীগাঁও* থেকে আমরা চলে যাব *লিংথাম* 🏞️⛰️ এর দিকে, যেতে যেতে আমরা দেখে নেব *ঋষি খোলা*🏞️ এই *ঋষি খোলা* র *ঋষি নদী*🏞️ আপনাদের মুগ্ধ করবেই এরপর একে একে আমরা দেখে নেব *আড়িটার লেক* 🏞️ *Monastery*⛩️ *মাঙ্কিম ভিউ পয়েন্ট* *গণেশ টেম্পেল* 🛕 *রংলি মার্কেট* 🏬🛒🛍️ রাত্রি বাস *লিংথাম* হোম স্টে তে🏡 🛌

🏔️তৃতীয় দিন:- *লিংথাম* থেকে সকাল সকাল বেরিয়ে পড়বো *জুলুক* 🏔️সাইট সীনের উদ্দেশ্যে- রাস্তায় যাবার পথে দেখে নেব *কিও খোলা ফলস*🌊 এরপর *পদমচেন*(সময় থাকলে আপনারা যদি মনে করেন পদমচেন ইকোপার্ক থেকে ঘুরে আসতে পারেন) হয়ে দেখে নেব *থামবি ভিউ পয়েন্ট* থেকে *জিগজ্যাগ* রোডের দৃশ্য , এরপর *নাথাং ভ্যালি* হয়ে চলে যাব *ওল্ড বাবা মন্দির* ⛩️ এরপর একে একে দেখে নেব *এলিফ্যান্ট লেক* 🌅 *কুপুপ লেক* 🌅, রাত্রি বাস *লিংথাম* হোম স্টে তে🏡 🛌

🏔️চতুর্থ দিন:- ভোরবেলা অবশ্যই দেখতে ভুলবেন না লিংথাম এ আমাদের হোমস্টের পাশে *নদীর*🏞️ অভূতপূর্ব দৃশ্য ও *হ্যাঙ্গিং ব্রিজ*🌁 সাথে ঝর্ণার মনমোহিনী দৃশ্য, এরপর ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো NJP এবং কিছু সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফেরা 👍❤

🔷 প্যাকেজ অন্তর্ভুক্ত: 🔷
✅ ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্নাক্স ও ডিনার (11 তারিখ লাঞ্চ থেকে 14 তারিখ ব্রেকফাস্ট পর্যন্ত)
✅ সমস্ত সাইট সিনের গাড়ি
✅ পার্কিং
✅ বেঙ্গল সিন্ডিকেট পারমিট
✅ফ্যামিলি অনুযায়ী রুম
✅ টুর ম্যানেজার (মহিলা ও পুরুষ উভয়)

🛑 প্যাকেজ বহির্ভূত: 🛑
❌ ট্রেনের টিকিট
❌ ট্রেনের খাবার
❌ মিনারেল ওয়াটার ও নিজস্ব খাওয়া খরচ
❌ কোনরকম এন্ট্রি ফি
❌ এক্সট্রা সাইট সিন
❌ পারমিট
❌ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
❌ Medicine
🎯বিশেষ কারণবশত অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভ্রমণসূচী পরিবর্তিত হতে পারে🎯

বিশদ জানতে whatsapp অথবা কল করুন
📲রুবি দাস : 8902067385(call & W.A.) প্রলয় মিত্র :(call) 9330715699/(call & W.A) 8902067322
🙏🙏🙏🙏🙏

শিব সাধনা ট্যুর এন্ড ট্রাভেলস এর মার্চ 2023 এ 40 জন গ্রুপের চরম সফলতার পর এই বছর এপ্রিল 2024 এ আবার আমাদের অভিনব প্রয়াস...
06/04/2024

শিব সাধনা ট্যুর এন্ড ট্রাভেলস এর মার্চ 2023 এ 40 জন গ্রুপের চরম সফলতার পর এই বছর এপ্রিল 2024 এ আবার আমাদের অভিনব প্রয়াস 🗻🏔️⛷️🌷 *ভূস্বর্গ কাশ্মীর*😍😍 সাথে *বৈষ্ণব দেবী* দর্শন 🙏🙏🙏

*12 Night 11 Days* *(18.04.24-29.04.24)*

🚂 *18/04/2024* - আজ আমাদের যাত্রা শুরুর দিন। স্বপ্নের ভূস্বর্গে কয়েক টা দিন হৈ হৈ করে কাটানোর উত্তেজনা সাথে করে ট্রেন সফর শুরু করব।

🚂 *19/04/2024* - আমাদের সারাদিন টাই কাটবে 🚞ট্রেন সফরে আর সাথে *ভূস্বর্গে* পৌঁছনোর তাড়া 😍।
🚉🚍 *20/04/2024* - সময় অনুযায়ীই ট্রেন থেকে নেমেই আমরা রওনা দেবো *পহেলগাঁম*🏞️🏔️ এর উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা কাশ্মীর উপত্যকার 🗻🏞🌲🪨🐑সৌন্দর্যের আভাস কিছুটা পেয়েই যাব।যাত্রা পথে আমরা একে একে পৌঁছব পামপুর - (জাফরান চাষের জন্য বিখ্যাত) , উইলো ব্যাটের 🏏
কারখানা🏭 দেখে আমরা দেখব সেই অভিনব *আপেল বাগান* 🍏🍎😍এখানে আপনারা আপেল কিনতে পারেন। এরপর পৌঁছবো পহেলগাঁম । পথে পড়বে *লিডার নদী*🏞️, এরপর হোটেলে ঢুকে মধ্যাহ্নভোজ করে সময় থাকলে *লিডার নদী* র তীরে ঘুরে নিন পায়ে হেঁটে। আজকের রাতটা থাকবেন পহেলগাঁম হোটেলে 🏨🛌😴 ।
🗻🚌 *21/04/2024* - আজ সকাল সকাল নিজেরা গাড়ি 🚗ভাড়া নিয়ে ঘুরে আসুন *আরু ভ্যালি* 🏔️🏞️, *বেতাব ভ্যালি*🏔️🏞️, *চন্দনওয়ারি* 🏞❄🏔।চারধারে তুষারবৃত পাহাড় ও হিমবাহ পরিবেষ্টিত চন্দনওয়ারি থেকেই শুরু হয় *অমরনাথ*🔱🕉🏔 যাত্রা। এরপর আমরা পহেলগাঁম কে বিদায় জানিয়ে চলে যাব শ্রীনগরের 🗻উদ্দেশ্যে। এরপর শ্রীনগর পৌঁছে প্রথমে নিজেদের পরিবার নিয়ে 🏨হোটেলে ঘরে ঢুকবো। আজকের রাত্রি আমরা থাকবো শ্রীনগর হোটেলে 🏨🛌😴 ।
🗻🚌 *22/04/2024* - আজ আমরা হোটেল ছেড়ে প্রথমে শ্রীনগর শহরে একে একে মোগল সম্রাটদের তৈরি *শালিমার বাগ*, নিশাত বাগ, *চশমাশাহি*, পরিমলহল সঙ্গে *টিউলিপ বাগান*🌷🌷( যদি প্রকৃতি সাথ দেয় ও আমাদের কপাল ভালো থাকে তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো)। *শংকরাচার্য মন্দির* 🛕 দেখে আমরা ডাল লেকে শিকারা ভ্রমণ 🚣‍♂️🛶(নিজস্ব খরচে)সেরে ফিরে আসব শ্রীনগর হোটেলে ।সন্ধ্যার সময় দেখবেন Sunset🌄 এর অপার্থিব সৌন্দর্য । রাত্রি বাস শ্রীনগর হোটেলে🏨 🛌😴।( *লোকাল সাইট সিন এর সমস্ত স্পট গুলি সময়ের উপর নির্ভর করে করতে হবে* )
🗻🚌 *23/04/2024* - আজকের গন্তব্য *গুলমার্গ* 🏔️🌲। শ্রীনগর থেকে রওনা দিয়ে পিরপঞ্জাল এর দৃশ্য, রাস্তার ধারে রংবাহারি ক্ষেতের শোভা দেখতে দেখতে নরবাল,
কুনজার, ট্যংমাগ পেরিয়ে আমরা পৌঁছে যাব *গুলমার্গ*🏔️🌲। এরপর আপনারা চাইলে নিজের খরচে গন্ডোলা 🚠চাপতে পারেন দেখে নিতে পারেন *Strawberry Valley*🍓, *Golf Course*⛳🏌️, *Maharaja Palace* 🏯 ইত্যাদি ( *গন্ডোলার টিকিট নিজো খরচ ও টিকিট কাটার দায়িত্ব নিজেদের কর্তৃপক্ষ কোন দায় দায়িত্ব নেবে না। এছাড়া গুল মার্গের সাইট সিন নিজস্ব খরচ* )। রাতের আস্তানা শ্রীনগর হোটেলে 🏨🛌😴
🗻🚌 *24/04/2024* - আজ আমাদের গন্তব্য 2730 মিটার উচ্চতার *সোনমার্গ* 🏔️🗻। শ্রীনগর থেকে Sonmarg এর 84 কিমি যাত্রা পথে সবুজ ঘাসে মোড়া পাহাড়ি ঢাল, পাইন গাছের বন 🌲, তাজিওয়াস হিমবাহের অপরূপ সৌন্দর্য, মুগ্ধ করবেই।শ্রীনগর থেকে সোনমার্গ গামী রাস্তাই হজরতবাল গান্দেরবাল হয়ে কারগিল, জোজিলা পাস যাচ্ছে। এরপর সোনমার্গ পৌঁছে আপনারা পায়ে হেঁটে বা ঘোড়ায়🏇 চেপে ঘুরে আসতে পারেন তাজিওয়াস হিমবাহ 🏔️🗻থেকে কিংবা আলাদা গাড়ি🚐 ভাড়া নিয়ে Zero Point 🏂🗻থেকে। সোনমার্গ ঘুরে আমরা এরপর ফিরে আসব শ্রীনগর হোটেলে। রাত্রি বাস শ্রীনগর হোটেল 🏨 🛌😴।
🗻🚌 *25/04/2024* -আজ খুব ভোরে এবার আমরা প্রাতরাশ সেরে শ্রীনগর থেকে রওনা দেব 🚌 আমাদের দুদিনের গন্তব্য *কাটরা* হোটেলের উদ্দেশ্যে
কাটরার হোটেলে পৌঁছে প্রত্যেকে নিজেদের পরিবার সহ ঘর 🏩নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করবেন এবং রাত নটা মধ্যে বেরিয়ে পড়ব মাতা *বৈষ্ণব দেবী* র 🕉 🛕 উদ্দেশ্যে। এরপর আমাদের পুজো দিয়ে ফিরে আসতে পরের দিন
( *26/04/2024*) প্রায় দুপুর একটা থেকে দুটো হয়ে যাবে। হোটেলে বিশ্রাম এবং রাত্রিবাস কাটরা হোটেলে 🏨🛌😴।
⛰️🚍 *27/04/2024* - আমাদের আজ মন খারাপ🥹 করার দিন।কয়েক টা দিন হৈ চৈ করে কাটানোর পর আমরা রওনা দেব জম্মুর উদ্দেশ্যে, রাতে কলকাতা গামী 🚉ট্রেন ধরব বলে।

🚂 *28/04/2024* - সারাটা দিন আমাদের ট্রেনে কাটবে।

🚉 *29/04/2024* - আজ আমরা গন্তব্যে পৌঁছব অনেক সুন্দর স্মৃতি নিয়ে 😍😍।

🟢 প্যাকেজ অন্তর্ভুক্ত: 🟢
✅ ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্নাক্স ও ডিনার ( তৃতীয় দিনের লাঞ্চ থেকে দশম দিনের লাঞ্চ পর্যন্ত)
✅ ফ্যামিলি অনুযায়ী রুম(3 sharing- 13000/- 2 sharing- 14000/-)
✅ সমস্ত সাইট সিনের গাড়ি
✅ পার্কিং এবং টোল
✅ টুর ম্যানেজার (মহিলা ও পুরুষ উভয়)
🛑 প্যাকেজ বহির্ভূত: 🛑
❌ ট্রেনের টিকিট
❌ ট্রেনের খাবার
❌ মিনারেল ওয়াটার ও নিজস্ব খাওয়া খরচ
❌কোনরকম এন্ট্রি ফি ঘোড়া গন্ডলা ও রোপওয়ে খরচ
❌ পেহেলগ্রামের লোকাল সাইট সিন, গুলমার্গ ও সোনমার্গের লোকাল সাইট সিন
❌ বৈষ্ণব দেবী তীর্থযাত্রীদের সেই রাতের খাবার
❌ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
❌ Medicines
🔊 সমস্ত সাইট সিন সময়ের উপর নির্ভর করে করা হবে। প্রাকৃতিক কারণবশত বা ভ্রমণার্থীদের দেরি করার কারণে সাইট সিন বাদ গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
🎯বিশেষ কারণবশত অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভ্রমণসূচী পরিবর্তিত হতে পারে🎯

বিশদ জানতে whatsapp অথবা কল করুন
📲রুবি দাস : 8902067385(call & W.A.) প্রলয় মিত্র : call- 9330715699/ call & W.A.- 8902067322
🙏🙏🙏🙏🙏

আমাদের ১৮ই এপ্রিল ২০২৪(18th April 2024) কাশ্মীর ট্যুরের কিছু যাত্রী ক্যান্সেল করেছেন তাদের আসা-যাওয়া দুপিঠের 6 টা স্লিপ...
06/04/2024

আমাদের ১৮ই এপ্রিল ২০২৪(18th April 2024) কাশ্মীর ট্যুরের কিছু যাত্রী ক্যান্সেল করেছেন তাদের আসা-যাওয়া দুপিঠের 6 টা স্লিপার টিকিট সমেত 6 টা সিট খালি আছে কেউ( কারোর পরিবারের লোক আত্মীয়-স্বজন বন্ধু) যদি যেতে আগ্রহী হন সত্তর যোগাযোগ করুন
call & whatsApp 👉8902067322/8902067385
Only call 📲 9330715699

মাত্র - 13000/-(Triple Sharing)
14000/-( Double Sharing)

Amader family👪+couple👫 group tour achhe chaile join korte paren,or Apnar pochhondo moto date/month a customized tour package hoye jabe,je kono jaygay,Aapni sob jaygay budget nie tarpor contact korun Ms Rubi das📱 8902067385, Apnar jemon budget sei onujai rate peye jaben
Sobcheye reasonable rate, ekdom family friendly behaviour, bengali cook & sob rokom arrangement paben
Contact korun asha korchhi khub valo lagbe

Address

GT Road

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shib Sadhana Tour & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shib Sadhana Tour & Travel:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share