#Kerala
Chill with your loved once at this place...
#kerala
#southindia
100 Miles Travels Bangladesh
"রাঙালে তুমি আবার ভালবাসায় মৃতপ্রায় হৃদয়টাকে
দেখালে স্বপ্ন সেসব হয়নি সাহস কখনো দেখার আগে"
ভোরবেলায় পাখির ডাকের সাথে গলা মিলিয়ে গান গাওয়ার চেষ্টা।
ভালো লাগলে শেয়ার করবেন। । আর কেমন হয়েছে জানাবেন 😍😍
এডমিন: হান্ড্রেড মাইলস ট্রাভেলস বিডি
ইত্যাদির - হানিফ সংকেত স্যার, যখন একজন রকস্টার এবং ড্যান্সার। 😍😍
বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি এবং সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। টেলিভিশন জগতের তার আবির্ভাব ঘটে ১৯৮৪ সালে বিটিভিতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান " যদি কিছু মনে না করেন" অনুষ্ঠানের মাধ্যমে। সেই অনুষ্ঠানের একটি পর্বে তাকে এভাবে নাচতে এবং গাইতে দেখা যায়। উপস্থাপনা নাচে গানে পারদর্শী হানিফ সংকেত স্যারের কি অসাধারণ পরিবেশনা ।
এই ধরনের কিংবদন্তি হয়তো বাংলাদেশ আর কখনো পাবে না।
আমেরিকার নিউইয়র্ক এ প্রবাসী বাংলাদেশীদের লাশের মিছিল। একসাথে জানাজা পড়ানো হচ্ছে করোনাভাইরাস মৃত্যুবরণ করা বেশ অনেক জন বাংলাদেশির।
আপনি যদি সচেতন হয়ে এখনই কোয়ারেন্টাইন পালন না করেন। কিছুদিন পর এই দৃশ্য দেখা যাবে আমাদের বাংলাদেশ এ।
যারা এখনো ভাবছেন। করোনাভাইরাস হলে কি আর হবে। তারা এই ভিডিওতে সরাসরি দেখে নিন। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর হাল। কিভাবে তারা বাঁচার জন্য ছটফট করছে।
শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন। আর সতর্ক করে দিন।
কে জানে হয়তো এরকম অবস্থা দেখতে হতে পারে আমাদের অনেক পরিবারের সদস্যদের।
ভুটান ! ভুটান! ভুটান!
১৫ টি কারণ ,আপনি কেন ভুটান যাবেন??
বাংলাদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থিত হিমালয় পর্বতমালায় ঘেরা ছোট্ট দেশ ভুটান । ভুটানের নাম উঠতেই তার সাথে চলে আসে ভুটানের অর্জন করে নেওয়া অনেকগুলো উপাধি, "সুখী মানুষের দেশ, একমাত্র কার্বন-ডাই-অক্সাইড নেগেটিভ দেশ, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন" এ ধরনের অনেক নাম আছে তাদের সাথে। অপার্থীব প্রাকৃতিক সৌন্দর্য, সহজ ও উন্নত যোগাযোগ ও হোটেল ব্যবস্থা, স্থানীয় মানুষদের পর্যটকদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব, উন্নত পর্যটন অবকাঠামো, সব মিলিয়ে ভুটান পৃথিবীর সেরা ট্রাভেল ডেস্টিনেশন গুলোর সংক্ষিপ্ত তালিকায় নিয়মিত ই স্থান পেয়েছে।
এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই উল্লেখ্য যে, কেবলমাত্র বাংলাদেশে মালদ্বীপ এবং ভারত ছাড়া পৃথিবীর প্রতিটা দেশকেই ভুটান ভ্রমণের ক্ষেত্রে করতে হয় দিন প্রতি 250 ডলার। এত ব্যয়বহুল হওয়া
ভুটানে আমাদের ২৩ তম ইভেন্ট এর সেরা এক মুহুর্ত <3
অপার্থিব ফোব্জিকায় গিয়ে আমরা আবেগে ভেসে কি করি দেখতে চোখ রাখুন পুরো ভিডিও তে।
আর ধন্যবাদ আমার সকল টুর মেট দের 100 Miles Travels bd তে ভরসা রাখার জন্যে ,♥ আর পুরো টুর এভাবে মাতিয়ে রাখার জন্যে।
হাহাহাহা ইগ্নোর মাই ভাঙ্গা গলার গান
Sanctuary in the mountains of Italy 🇮🇹.
Look like tiger nest
Sanctuary in the mountains of Italy 🇮🇹.
The Clearest Lagoon On Earth - Twin Lagoon in Palawan Philippines