MV Rezab Cruise

  • Home
  • MV Rezab Cruise

MV Rezab Cruise Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MV Rezab Cruise, Travel Company, .

Eid - Al - Adha Mubarak.❤️
16/06/2024

Eid - Al - Adha Mubarak.❤️

সুন্দরবনের উপর একটি গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি বই " সুন্দরবন বন্যপ্রাণী সংরক্ষন সহায়িকা" রচনা করেছেন জাহাঙ্গির...
09/06/2024

সুন্দরবনের উপর একটি গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি বই " সুন্দরবন বন্যপ্রাণী সংরক্ষন সহায়িকা" রচনা করেছেন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ও গবেষক ড. এম এ আজিজ। কিছুদিন আগে এই বইটি রচনা করার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর থেকে পুরস্কৃতও হয়েছেন। নিজ হাতে সেই বইটি তার কাছে থেকে সংগ্রহণ করেছি।

2024/2025 সালের বুকিং নেওয়া শুরু হয়েছে। যারা ফ্যামিলি নিয়ে সুন্দরবন ঘুরতে যেতে চান, এখনই আপনাদের পছন্দমত রুম বুকিং করার ...
06/06/2024

2024/2025 সালের বুকিং নেওয়া শুরু হয়েছে। যারা ফ্যামিলি নিয়ে সুন্দরবন ঘুরতে যেতে চান, এখনই আপনাদের পছন্দমত রুম বুকিং করার সুবর্ণ সুযোগ।
সম্পূর্ণ নতুন, বিলাশবহুল MV Rezab Cruise এ ভ্রমন করে ঘুরে আসুন পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে । যে সুন্দরবন আমাদেরকে বার বার বড় বড় ঝড়ের সামনে তার বিশাল বুক পেতে দিয়ে আমাদেরকে বড় ক্ষতির হাত থেকে আগলে রাখে, সেই বিশাল সুন্দরবন নিজের চোখে দেখতে আমদের সাথে চলুন।
2024: #
September 01-02-03 = রবি - সোম - মঙ্গল
September 06-07-08 = শুক্র - শনি - রবি
September 13-14-15 = শুক্র - শনি - রবি
September 19-20-21 = শুক্র - শনি - রবি
September 25-26-27 = শুক্র - শনি - রবি
শিগ্রই আপনার প্যকেজ এবং যেকোন কর্পোরেট/ফ্যামিলি ট্যুর বুকিং এর জন্য কল করুন।
ছুটির দিনগুলোকে করে রাখুন স্মরণীয় এবং আনন্দময়।
৩দিন ২ রাত, থাকবেন উন্নত মানের নতুন MV Rezab Cruise শিপে, সাথে শীতাতপ নিয়ন্ত্রিত সহ লাক্সারি রুম, এটাস্ট ওয়াশরুম, আকর্ষণীয় খাবার, লাইভ BBQ ডিনার, কনফারেঞ্চ রুম সহ আরো সাথে থাকছে অভিজ্ঞ গাইড।
দেখবেন এবং জানবেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন।
এখানে আপনি পাবেন এক সাথে চারটি সৌন্দর্য।
১) নৌ বিহার।
২) ওয়াইল্ড লাইফ।
৩) প্রকৃতি।
৪) সাগর।
বাংলাদেশের আর কোথাও নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ নাই একমাত্র সুন্দরবন ছাড়া, আপনি এখানে নৌ বিহার, প্রকৃতি, ওয়াইল্ড লাইফ, সমুদ্র সব একসাথে পাচ্ছেন। এই সময় খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যায়। এমন কি এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারও দেখা যাবার সম্ভবনা খুব বেশী।
এই সময় সমুদ্রকে পাবেন আপনার মনের মত করে।
আরও
ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত (খুলনা -সুন্দরবন -খুলনা)
আমাদের ভ্রমনের স্থানঃ
১ঃ হারবাড়িয়া/ আন্দার মানিক।
২ঃ কটকা জামতলা সী বিচ।
৩ঃ কটকা অফিস পাড়।
৪ঃ হিরন পয়েন্ট, দুবলার চর / কচিখালি, ডিমের চর
৫ঃ করমজল।
★১ম দিন :
নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়/রেল স্টেশন থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা/BIWTA ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা আন্ধারমানিক ফরেস্ট অফিস পৌছাবো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
★★২য় দিন :
ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী সাথে ওয়াচ টাওয়ার উপভোগ করা হবে। ব্রেকফাস্ট করে কটকার অফিস পাড় নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো,
এর পরে আমরা আবার জাহাজে করে কচিখালী দিকে রওনা করবো, কচিখালী এবং ডিমের চর ঘুরাঘুরি করে সন্ধ্যা নাগাদ ট্যুরিষ্ট শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনারের সাথে জাহাজ করমজলের দিকে রওনা করবে।
★★৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক বিকাল 3.30PM/4.00PM নাগাদ খুলনা পৌছাবো।
জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।
যেসকল প্রয়োজনীয় জিনিস সঙ্গে আনতে হবেঃ
আপনার ব্যক্তিগত মেডিসিন, সানগ্লাস, ক্যপ, বেবি ফুড, ছাতা, টেলিটক সিম, ওয়াকিং সু/সান্ডেল।
যেসকল জিনিস সঙ্গে আনা যাবেনাঃ
কোন ধরনের বন্দুক এবং ড্রন,।
আপনার রুম বুক করতে এবং বিস্তারিত জানতে কল করুন:
Mob: +8801914233535

For Explore The Great Mangrove Forest In The World "Sundarban" Call Or Whatsapp us on: +8801914233535
28/04/2024

For Explore The Great Mangrove Forest In The World "Sundarban"
Call Or Whatsapp us on: +8801914233535

Booking Going On For Explore Sundarban For Booking Call Or Whatsapp on: +8801914233535
27/04/2024

Booking Going On For Explore Sundarban
For Booking Call Or Whatsapp on: +8801914233535

নতুন রূপে MV Rezab CruiseBook your trip now...+8801914233535
20/04/2024

নতুন রূপে MV Rezab Cruise
Book your trip now...+8801914233535

Khulna- Sundarban- Khulna, 3 days and 2 Nights Package Available now. For Booking Call: +8801914233535
18/04/2024

Khulna- Sundarban- Khulna, 3 days and 2 Nights Package Available now. For Booking Call: +8801914233535

Make your Sundarban Trip Luxurious And Comfortable With MV Rezab CruiseBook your trip now...Call for More Info: +8801914...
16/04/2024

Make your Sundarban Trip Luxurious And Comfortable With MV Rezab Cruise
Book your trip now...Call for More Info: +8801914233535

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MV Rezab Cruise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share