Sundarban Elite Tourism

  • Home
  • Sundarban Elite Tourism

Sundarban Elite Tourism আমরা দিচ্ছি সব চেয়ে কম খরচ এ সব চেয়ে ভা?

সবাইকে বিশ্ব পর্যটন দিবস_২০২১এর শুভেচ্ছা। প্রকৃতিকে রক্ষা করে ভ্রমণ হোক নির্মল আনন্দের।ভ্রমণ করবো পরিবেশ রক্ষা করে বিনষ্...
27/09/2021

সবাইকে বিশ্ব পর্যটন দিবস_২০২১এর শুভেচ্ছা। প্রকৃতিকে রক্ষা করে ভ্রমণ হোক নির্মল আনন্দের।ভ্রমণ করবো পরিবেশ রক্ষা করে বিনষ্ট করে নয়।যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, পরিবেশ ধ্বংস করবো না এই হোক প্রত্যয়।

আমাদের প্রকৌশলীদের মাথায় এই ডিজাইন আসেনা কেন? নীচেও আরেকটি বড় রাস্তা পাওয়া যেতো.....
24/09/2021

আমাদের প্রকৌশলীদের মাথায় এই ডিজাইন আসেনা কেন? নীচেও আরেকটি বড় রাস্তা পাওয়া যেতো.....

সুন্দরবন ভ্রমন পর্যটকদের জন্য উন্মুক্ত এবং সর্বচ্ছ ৭৫ জন পর্যটক নিয়ে চলাচল করার অনুমতি দেওয়ায় মাননীয় বন সংরক্ষক খুলনা অঞ...
29/08/2021

সুন্দরবন ভ্রমন পর্যটকদের জন্য উন্মুক্ত এবং সর্বচ্ছ ৭৫ জন পর্যটক নিয়ে চলাচল করার অনুমতি দেওয়ায় মাননীয় বন সংরক্ষক খুলনা অঞ্চল, বিভাগীয় বন কর্মকর্তা সুন্দরবন পূর্ব ও পশ্চিম এবং সভাপতি, ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন (টোয়াস) সহ সবাইকে আন্তরিক অভিনন্দন

টানা ৯-১০ দিনের আগুনে পুড়ে ছাই ৮-১০ টি অঙ্গরাজ্য। শত শত বন্যপ্রাণী পুড়ে কাবাব হয়েছে, কয়েকজন সেচ্ছাসেবীও শাহাদাৎ বরণ করেছ...
12/08/2021

টানা ৯-১০ দিনের আগুনে পুড়ে ছাই ৮-১০ টি অঙ্গরাজ্য। শত শত বন্যপ্রাণী পুড়ে কাবাব হয়েছে, কয়েকজন সেচ্ছাসেবীও শাহাদাৎ বরণ করেছেন দাবানলে।

আগুন নেভাতে আন্তর্জাতিক কোন ফর্মুলা বাদ রাখেনি তুর্কি সরকার। কাজের কাজ কিছুই হয়নি।

আলী আঁরবাশ, তুর্কি ধর্ম মন্ত্রণালয়ের প্রধান ঘোষণা দিলেন। আল্লাহ ছাড়া কেউ আগুন নেভাতে পারবেনা, আল্লাহর রহমত ছাড়া এই দাবানল নেভানো সম্ভব না। সুতরাং বৃষ্টির জন্যে দেশব্যাপী 'সালাতুল ইসতিসক্বা' পড়ার আহ্বান জানালেন।

দেশব্যাপী মানুষ যখন কাঁন্নারত 'মোনাজাতে'

আর তুর্কি শাহবাগীরা তখন সোশ্যাল মিডিয়াতে ব্যাস্ত ধর্মপ্রাণ তুর্কিদের 'সালাত' নিয়ে ট্রল- আর সারকাজমে।

দোয়া করা দেখে টুইটারে এক তুর্কি শাহবাগী-লিখেছে- তুরস্কে বসবাসরত সবাই জানে যে আনতালিয়া অঞ্চলে আগষ্ট মাসে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। দু'য়া নয় বিজ্ঞানে বিশ্বাস করুন।

কারণ:- এএফপি, রয়টার্স সহ সব বড় বড় আন্তর্জাতিক মিডিয়ার আবহাওয়া নিউজে বৃষ্টি না হওয়ার শতভাগ সম্ভাবনার রিপোর্ট ছাপা হয়েছে।

এর পর পরই আজ শুরু হয়েছে-আল্লাহর রহমতের বৃষ্টি। টানা ৯-১০ দিনের আগুন এক নিমিষে নিভে গেছে।

এক হাদিসে এসেছে:- তোমরা যদি আল্লাহকে জানতে আর বুঝতে তাহলে তোমাদের দু'য়ায় পাহাড় নড়ে উঠতো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়। তাও আবার ঘরের মাঠে এবং ২ ম্যাচ হাতে রেখেই। অভিনন্দন, বাংলাদেশ!
06/08/2021

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়। তাও আবার ঘরের মাঠে এবং ২ ম্যাচ হাতে রেখেই। অভিনন্দন, বাংলাদেশ!

 #কেওড়াঃ-সুন্দরবনের বাসিন্দাদের মধ্যে অন্যতম বানর ও হরিণের প্রিয় খাবার কেওড়া ফল। বানরকুল দল বেঁধে লাফিয়ে লাফিয়ে কেওড়া গা...
25/05/2021

#কেওড়াঃ-
সুন্দরবনের বাসিন্দাদের মধ্যে অন্যতম বানর ও হরিণের প্রিয় খাবার কেওড়া ফল। বানরকুল দল বেঁধে লাফিয়ে লাফিয়ে কেওড়া গাছে ওঠে।
উল্লাস করে কেওড়া ফল ভক্ষণ করে। ওদের চিৎকারে ছুটে আসে হরিণের ঝাঁক। কিন্তু চতুর বানর হরিণকে একটি ফলও খেতে দেয় না। পরিবর্তে গাছ থেকে ছিঁড়ে নিচে ফেলে পাতা। তবে পাতার সঙ্গে ঝরে পড়ে ফলও।
কেওড়া গাছের পাতা ও ফল সুন্দরবনের হাজার হাজার বানর ও হরিণের প্রাণ বাঁচায়। এখন তাতে ভাগ বসাচ্ছে সভ্য জগতের মানুষ। সুন্দরবনের টক স্বাদযুক্ত কেওড়া ফল মিলছে যশোর-সাতক্ষীরার হাটবাজারে। সংলগ্ন এলাকার বাসিন্দারা সুন্দরবন থেকে এ ফল সংগ্রহ করে তা বিভিন্ন হাটবাজারে বিক্রি করছে।
আর এই ফলের চাটনি, টক আর ডাল রান্না করে রসনা মেটাচ্ছে অনেকেই।
সংশ্লিষ্টরা মনে করছেন, সুন্দরবন থেকে ব্যাপক হারে কেওড়া ফল সংগ্রহ করে বিক্রি অব্যাহত থাকলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনায়ন ব্যাহত হবে। কারণ, কেওড়া ফল পুষ্ট হওয়ার একপর্যায়ে আপনা থেকেই তা ঝরে পড়ে। এরপর জোয়ার-ভাটার মাধ্যমে সেই ফল চারা উৎপাদনে সক্ষম হয়ে প্রাকৃতিকভাবে নতুন বনায়ন সৃষ্টি করে।
কেওড়া গাছের আসল নাম সনেরেটিয়া অপিটালা। সুন্দরবনের সবচেয়ে সৌন্দর্যময় গাছ এটি। মাঝারি আকৃতির গাছটি ঝোপড়া হয়ে থাকে। এর পাতা জিওল গাছের পাতার মতো সরু লম্বাটে। ছোট ছোট হলুদ বর্ণের ফুল হয়। এ ফুলের মধুও সুস্বাদু। একপর্যায়ে তা থেকে ছোট ছোট ফলের ভারে গাছ নুয়ে পড়ে। ফলের আকৃতি ডুমুরের মতো। এ ফল সুন্দরবনের পশুপাখি খায়। তবে সবচেয়ে বেশি উপাদেয় খাদ্য হরিণ আর বানরের। বাওয়ালি ও মৌয়ালিরা (সুন্দরবনের পেশাজীবী) বনে থাকার সময়টাতে এ ফল রান্না করে খায়। সবুজ রঙের ফলের ওপরের মাংসল অংশটুকু অম্ল স্বাদের। ভেতরে বেশ বড় বিচি। এ ফলই এখন হাটবাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা দরে। 'কেওড়া বানরের প্রিয় খাদ্য। তবে এ ফল দিয়ে আচার, চাটনি তৈরি করা যায়। অনুমতি নিয়ে সুন্দরবন থেকে এ ফল সংগ্রহ করা যেতে পারে। তবে ব্যাপক হারে এ ফল সংগ্রহ ও বিক্রি করা হলে প্রাকৃতিক বনায়ন বাধাগ্রস্ত হতে পারে।

58 জনকে নিয়ে গ্রুপ টু র সম্পন্ন করলাম, লোকেশন: সুন্দরবন ডিমের চর
24/03/2021

58 জনকে নিয়ে গ্রুপ টু র সম্পন্ন করলাম,
লোকেশন: সুন্দরবন ডিমের চর

সুন্দরবনে বেড়েছে বাঘের আনাগোনা....😮প্রায় ৯ বছর পর সুন্দরবনের লোকালয়ের একেবারে কাছে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগার খ্যাত...
22/01/2021

সুন্দরবনে বেড়েছে বাঘের আনাগোনা....😮
প্রায় ৯ বছর পর সুন্দরবনের লোকালয়ের একেবারে কাছে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগার খ্যাত বাঘের।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে এই বাঘের দেখা মেলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাঘের গর্জন শুনে তা অনুসরণ করলে খালের পাশে বাঘটি দেখতে পান তারা। বাঘটি মাত্র কয়েক মিনিট সেখানে অবস্থান করে বনের ভেতরে চলে যায়। তাদের ধারণা খাবারের সন্ধানে বাঘটি লোকালয়ের কাছে চলে আসে। বাঘটি যেন নদী পার হয়ে লোকালয়ে আসতে না পারে সে বিষয়ে সবাই সতর্ক রয়েছে।

এ বিষয়ে বন বিভাগের মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ফরেস্টার আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা জানার পরই টাইগার টিমের সদস্যদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেছি। বাঘটি যাতে লোকালয়ে না আসতে পারে সে বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।’

প্রসঙ্গত, সর্বশেষ ২০১২ সালের ২২ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় একটি বাঘ সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসেছিল। এরপর এই অঞ্চলে আর কোনও বাঘের দেখা পাননি স্থানীয়রা।
তথ্য: বাংলা ট্রিবিউন

এদিকে গতকাল বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১১টার দিকে স্থানীয় একটি ইকো ট্যুরিজম সেন্টারের ট্রলার চালক আব্দুর রহিম, ফারুক ও প্রদীপ সুন্দরবনে ব্র্যাকের খাল পার হওয়ার সময় বাঘটি দেখতে পেয়ে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িকে ঘটনাটি জানান।

ফরেস্টার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইকো ট্যুরিজম সেন্টারের বিপরীতে লোকালয় সংলগ্ন মালঞ্চ নদীর ব্র্যাকের খাল পার হওয়ার সময় বাঘটিকে ছবির ফ্রেম বন্দি করা হয় (প্রথম কমেন্টে)। সেখানে বাঘটি অল্প কিছুক্ষণ অবস্থান করার পরে বনের গভীরে চলে যায়। বাঘটি নদী পেরিয়ে যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে সে জন্য টাইগার রেন্সপন্স টিমের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
তথ্য: দৈনিক ইত্তেফাক

ছবিঃ দৈনিক ইত্তেফাক (২০-০১-২১)

প্রকৃতির সৌন্দর্য যেন এখানে অনেক বেশি বিদ্যমান আছে🥰🥰🥰লোকেশন : রাজশাহী ( টি-বাধঁ)
01/11/2020

প্রকৃতির সৌন্দর্য যেন এখানে অনেক বেশি বিদ্যমান আছে🥰🥰🥰
লোকেশন : রাজশাহী ( টি-বাধঁ)

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক
31/07/2020

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক
ঈদ মোবারক
ঈদ মোবারক

বিশ্ব বাঘ দিবস আজআজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাঘ বাড়াতে পণ, রক্ষা করি সুন্দরবন’...
29/07/2020

বিশ্ব বাঘ দিবস আজ

আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাঘ বাড়াতে পণ, রক্ষা করি সুন্দরবন’। করোনার কারণে এবারের বাঘ দিবসে বড় কোনো অনুষ্ঠান থাকছে না। তবে ওয়েবিনারে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আলোচনায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিবেন।

এদিকে বাঘ বাঁচাতে সুন্দরবনের ৬০ কিলোমিটার এলাকায় এবার প্রথমবারের মতো নাইলনের নেট বসাতে যাচ্ছে বন বিভাগ। এর মধ্যে সুন্দরবন পূর্ব বন বিভাগের জয়মনির ঘোল থেকে দাসের ভাড়ানি পর্যন্ত ৪০ কিলোমিটার এবং পশ্চিম বন বিভাগের আওতায় কইখালী থেকে কদমতলা পর্যন্ত বাকি ২০ কিলোমিটার বসানো হবে। পাশাপাশি বাঘের সংখ্যা বাড়াতে ৪৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। বন বিভাগ জানায়, চলতি বছরের মধ্যে অনুমোদন পেলে ২০২৩ সালের মধ্যে শেষ করা যাবে প্রকল্পটি।

০১ লা জুলাই থেকে খুলছে ভারতের শৈল্য শহর নামে খ্যাত দাজিলিং ,তবে আপাতত এই সুযোগ পাচ্ছে না অন্য দেশের পর্যটকরা.এখন শুধু ভা...
25/06/2020

০১ লা জুলাই থেকে খুলছে ভারতের শৈল্য শহর নামে খ্যাত দাজিলিং ,তবে আপাতত এই সুযোগ পাচ্ছে না অন্য দেশের পর্যটকরা.এখন শুধু ভারতীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ...

জেলেদের জীবন---------------------সুন্দরবনের পার্শ্ববর্তী  জেলে পল্লীর পাশে  নদীতে চিংড়ি পোনা সংগ্রহ করছেন জেলেরা। সুন্দর...
13/06/2020

জেলেদের জীবন
---------------------
সুন্দরবনের পার্শ্ববর্তী জেলে পল্লীর পাশে নদীতে চিংড়ি পোনা সংগ্রহ করছেন জেলেরা। সুন্দরবনের পাশে গড়ে ওঠা ভ্রাম্যমাণ এ জেলে পল্লীর জেলেরা সুন্দরবন ও তার আশেপাশে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।

রহস্যময় সুন্দরবন
13/06/2020

রহস্যময় সুন্দরবন

ট্যুরিস্ট বিহীন জনশূন্য সাজেক 💚🌿
23/04/2020

ট্যুরিস্ট বিহীন জনশূন্য সাজেক 💚🌿


আমাদের এক গুলিয়াখালীর তিন রুপ 🌄১. জোয়ার, ২. পানি নেমে যাওয়া, ৩. ভাটা
23/04/2020

আমাদের এক গুলিয়াখালীর তিন রুপ 🌄

১. জোয়ার, ২. পানি নেমে যাওয়া, ৩. ভাটা

22/04/2020
বাঘ হরিণের সুন্দরবন💛💛💛💛সুন্দরবন আমাদের গর্ব🦀🐠🐧
22/04/2020

বাঘ হরিণের সুন্দরবন💛💛💛💛
সুন্দরবন আমাদের গর্ব🦀🐠🐧

ইয়ালা ন্যাশনাল পার্ক, শ্রীলঙ্কা ইয়ালা ন্যাশনাল পার্ক হচ্ছে বন্যপ্রাণীর অভায়ারণ্য। বনের রাস্তায় চলাচলের সময় প্রায়ই বিভিন্...
22/04/2020

ইয়ালা ন্যাশনাল পার্ক, শ্রীলঙ্কা

ইয়ালা ন্যাশনাল পার্ক হচ্ছে বন্যপ্রাণীর অভায়ারণ্য। বনের রাস্তায় চলাচলের সময় প্রায়ই বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মিলে।

কুঁড়েঘরের গল্প!লোকেশন: ডিম পাহাড়, বান্দরবান।
19/04/2020

কুঁড়েঘরের গল্প!
লোকেশন: ডিম পাহাড়, বান্দরবান।

আমাদের নাম পান্থুমাই আর ইন্ডিয়ান নাম বোরহিল ফলস এটা। অবস্থান যদিও ইন্ডিয়ার মেঘালয়তে তবুও কাছ থেকেই দেখা যায় পাসপোর্ট ভিস...
14/04/2020

আমাদের নাম পান্থুমাই আর ইন্ডিয়ান নাম বোরহিল ফলস এটা।
অবস্থান যদিও ইন্ডিয়ার মেঘালয়তে তবুও কাছ থেকেই দেখা যায় পাসপোর্ট ভিসা ছাড়াই।

কিভাবে যাবেনঃ
ঢাকা হতে সিলেট হয়ে বিছানাকান্দি যাবার সময় নৌকা ঠিক করার সময় পান্থুমাই পর্যন্ত যাবেন বললেই হবে। বিছানাকান্দি থেকে আরো উজানে জেতে হয়। পান্থুমাই গিয়ে সেখানে ছোট ডিঙ্গি নৌকা চলে বিজিবি ও বিএসএফ এর অনুমতি ক্রমেই। আর সেই নৌকায় করে বাংলাদেশের সীমানা পেরিয়ে নো ম্যান্স ল্যান্ডের শেষ সীমানা পেরিয়ে, ইন্ডিয়ার সীমানার ভেতরের ঝরনার অনেক কাছ পর্যন্ত যাওয়া যায়। নৌকায় থেকে নেমে ৫-৭ মিনিট পাবেন ঘোরার মত ফির ব্যাক করতে হবে। আর এক নৌকায় ২ জনের বেশি যাওয়া যায় না। ৪ জন ঘুরে ফিরলে পরে আবার দুই নৌকা বা ৪ জন কে যেতে দেয়।

পাহাড়ের অনেক পুরানো পদ্ধতি- 'লকডাউন'পাহাড়ী গ্রামে প্রায়শই লকডাউন করা হয় পাড়া। এটাকে বলা হয় পাড়া বন্ধ করন কর্মসূচি। এই সম...
26/03/2020

পাহাড়ের অনেক পুরানো পদ্ধতি- 'লকডাউন'

পাহাড়ী গ্রামে প্রায়শই লকডাউন করা হয় পাড়া। এটাকে বলা হয় পাড়া বন্ধ করন কর্মসূচি। এই সময়ে যদি কেউ পাড়াতে ঢুকে পড়েন তখন পাড়া বন্ধ নস্ট হয়। তাই যিনি পাড়াতে পাড়া বন্ধকালীন সময়ে ঢুকে পড়েন তাকে গুনতে হয় পাড়া বন্ধ করার জন্য যত খরচ হয়েছে তত টাকা।

নতুন করে আবার পাড়া বন্ধ করা হয় মন্ত্র পড়ে। করোনা ভাইরাসে যখন সরকারের নির্দেশ বাড়ীতে থাকতে হবে, ঠিক সেই মুহুর্তে পাহাড়ী গ্রাম গুলো হচ্ছে লকডাউন। পাড়ার মানুষ ব্যাতিরেক বহিরাগত কেউ প্রবেশ নিষেধ।

সারা দেশের মানুষ এই পাহাড়ের কড়া নিয়ম থেকে শিক্ষা নিতে পারি।

সূত্রঃ বান্দরবান ফেইসবুক পেইজ থেকে।

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন জাহাজ ঘাটে দেখা এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর সাথে শুরু হউক আজকের দিন এর সূচনা।  সম্প্রতি কক্সবা...
04/02/2020

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন জাহাজ ঘাটে দেখা এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর সাথে শুরু হউক আজকের দিন এর সূচনা।

সম্প্রতি কক্সবাজার শহর থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন অবধি নতুন এই সার্ভিস চালু হয়েছে, মান সম্পন্ন সমুদ্রগামী "রিনা ক্লাস " সার্টিফাইড জাহাজ এ ১১২ কিমি + নীল সমুদ্র ভ্রমনের এ্যাডভেঞ্চার নিতে বেছে নিতে পারেন এম ভি কর্নফুলী এক্সপ্রেস কে। জাহাজ টির পরিচালনায় রয়েছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ফারহান এক্সপ্রেস ট্যুরিজম, ( রুপসী বাংলা হোটেল এর নিচে, সুগন্ধা পয়েন্ট, কলাতলী, কক্সবাজার)।

কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে প্রতিদিন নিয়মিত ছেড়ে যাবে এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টি।

ভাড়ার তালিকা (যাওয়া ও আসা বা আপ - ডাউন):

ইকোনমি ক্লাস (শোভন) চেয়ার: ২০০০/-
বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার : ২৫০০/-

ইকোনমিক কেবিন (২য় শ্রেনী কেবিন) : ১২০০০/-
ভি আই পি (লাক্সারী) কেবিন: ১৫০০০/-
ভি ভি আই পি কেবিন: ২০০০০/-

(প্রতিটি ইকোনমি ও ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত জন প্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)

আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে হালকা স্ন্যাকস/ নাস্তা।

সময় সুচী:

কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়বে সকাল: ৭.০০ মিনিটে।

সেন্টমারটিন থেকে ছাড়বে বিকাল: ৩.৩০ মিনিটে।

৫ ঘন্টা (+,-) সময় লাগবে। আসার সময় ও একই সময় লাগবে।

সমুদ্র যাত্রা পথে ছোট বাচ্চা দের সব সময় সাবধানে ও কাছে রাখুন। নাস্তার খালি প্যাকেট, চিপস / জুস এর খালি প্যাকেট, কফি/ চা এর ওয়ান টাইপ কাপ সহ সকল ময়লা আবর্জনা পানিতে ও জাহাজের যেখানে সেখানে না ফেলে, ডাস্টবিন এ ফেলুন, প্রতিটি ফ্লোরেই পর্যাপ্ত ডাস্টবিন দেয়া আছে।

Address


Telephone

01979-467709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sundarban Elite Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundarban Elite Tourism:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

Our Services And Package

সুন্দরবন বিশেষ ভ্রমণ প্যাকেজ (৩ দিন ২ রাত)

প্যাকেজ মূল্য জন প্রতি ৬৯৯০ - ৭৯৯০ টাকা '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

# বুকিং হটলাইন : - ০১৭৯৯৪৬৭৭০৯ / ০১৯৭৯৪৬৭৭০৯ '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' আমরা আয়োজন করে থাকি গরুপ ট্যুর ও প্যাকেজ ট্যুর । আমাদের এই ট্যুরে আপনি পুরো সময় টা থাকবেন লঞ্চে, ঘুরে বেড়াবেন সুন্দরবনের গহীনে আকর্ষনীয় সব দর্শনীয় স্থান, এবং দেখতে পারবেন হরিণ, কুমির, বানর সহ অসংখ্য বন্যপ্রানী ও অতিথি পাখি (খুব বেশী ভাগ্যবান হলে বাঘ দেখাও সম্ভব)।

# ট্যুর প্ল্যানঃ