Rasif On The Go

  • Home
  • Rasif On The Go

Rasif On The Go Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rasif On The Go, Travel Company, .

13/05/2024

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions
৩। -কুয়েত http://www.moi.gov.kw
৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd
৯।- সাইপ্রাস http://moi.gov.cy/
১০। -নেপাল http://www.moic.gov.np/
১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/
১৩। -জর্দান http://www.moi.gov.jo/
১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। -কেনিয়া http://www.labour.go.ke/
১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/
১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
২১। -ইরান http://www.irimlsa.ir/en
২২। -ঘানা http://www.ghana.gov.gh/
২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th
২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।
২৫। -ভূটান http://www.molhr.gov.bt/
২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/
২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/
২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english
৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/
৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/
৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/
৩৭। -লেবানন http://www.labor.gov.lb/
৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। -স্পেন http://www.mtin.e

থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:  ব্যবসায়ীদের জন্য: ১। পার্সপোর্ট (সর্ব নিম্ন ০৭ মাস মেয়াদ সহ) পূরাতন পার্সপোর...
13/05/2024

থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
ব্যবসায়ীদের জন্য:
১। পার্সপোর্ট (সর্ব নিম্ন ০৭ মাস মেয়াদ সহ) পূরাতন পার্সপোর্ট থাকেলে সাথে দিতে হবে।
২। সম্প্রতি তোলা ২কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড (ফটো সাইজ ৩৫ এমএম X ৪৫ এমএম)
৩। ব্যাক্তিগত অথবা প্রতিষ্ঠানের ব্যাংক ষ্টেটমেন্ট (লাষ্ট ০৬ মাসের) সর্বনিম্ন ব্যালেন্স ৭০,০০০/- ফ্যামিলি ১,২০,০০০/- টাকা থাকতে হবে।
৪। ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
৫। ট্রেড লাইসেন্স এর কপি মেয়াদসহ। লিমিটেড কোম্পানী হলে মেমোরেন্ডাম এর কপি।
৬। ভিজিটিং কার্ড।
৭। প্রতিষ্ঠানের লেটারহেড প্যাড।
**********************************************************************
চাকুরীজিবীদের জন্য:
১। পার্সপোর্ট (সর্ব নিম্ন ০৭ মাস মেয়াদ সহ) পূরাতন পার্সপোর্ট থাকেলে সাথে দিতে হবে।
২। সম্প্রতি তোলা ২কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড (ফটো সাইজ ৩৫ এম এম X ৪৫ এম এম)
৩। ব্যাক্তিগত ব্যাংক ষ্টেটমেন্ট (লাষ্ট ০৬ মাসের) সর্বনিম্ন ব্যালেন্স ৭০,০০০/- টাকা থাকতে হবে।
৪। ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
৫। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নো অবজেকশন লেটার (এনওসি)
৬। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত আই.ডি কার্ডের কপি।
৭। সেলারী ব্যাংক এ না হলে সেলারী সার্টিফিকেট অথবা ০৬ মাসের পে স্লিপের কপি।
৮। ভিজিটিং কার্ড।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১।...
13/05/2024

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।
দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️
ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৩। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি/ বিদ্যুৎ বিলের কপি।
৪। লাস্ট ১ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৫। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৬। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৭। পাসপোর্ট কপি
৮। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
---------------------------------------------------------------
দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।
মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।
ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।
বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৪০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasif On The Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share