উচিৎ কথার ভাত নাই : পি

  • Home
  • উচিৎ কথার ভাত নাই : পি

উচিৎ কথার ভাত নাই : পি This page is dedicated to showcasing beautiful sights and tasty foods around the country and outside the country.

Our motto is -Live , love, travel, eat and repeat 😉

16/10/2023

ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার!😌
- আল হাদিস 🌸

10/07/2020

- শুধু টাকা-পয়সা থাকলেই ভালো থাকা যায় না 😑
- ভালো থাকতে হলে আল্লাহর রহমত প্রয়োজন♥

10/07/2020

কেউ পাত্তা দিলে ভাল্লাগে না; আবার কেউ পাত্তা না দিলেও ভাল্লাগে না৷ কেউ নক করলে ভাল্লাগে না; আবার কেউ নক না করলেও ভাল্লাগে না৷ 😑প্রেম করতে ভাল্লাগে না; আবার সিঙ্গেল থাকতেও ভাল্লাগে না!😒 মোবাইল টিপতে ভাল্লাগে না; আবার মোবাইল ছাড়াও ভাল্লাগে না।😇শুয়ে থাকতে ভাল্লাগে না; আবার বসে থাকতেও ভাল্লাগে না! খাইতে ভাল্লাগে না; আবার উপোস থাকতেও ভাল্লাগে না৷ পড়তে ভাল্লাগে না; আবার কতদিন হলো পড়তে বসি না এইটা মনে হলেও ভাল্লাগে না! কেউ যদি জিগায় "ক্যানো ভাল্লাগে না?'🤔

তখন "ক্যানো ভাল্লাগে না' এই প্রশ্নের উত্তর দিতেও ভাল্লাগে না! 😤🤷‍♀

27/06/2020

- কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥

"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

- সুবহানআল্লাহ❤

17/05/2020

*কোনো বিশ্ববিদ্যালয়ে না পড়েও😇
-পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক😌

- হযরত মুহাম্মাদ (সাঃ)❤

17/05/2020

ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার!😌

- আল হাদিস 🌸

16/05/2020

- রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা🥰😌

- ভালো থাকুক পৃথিবীর সকল বাবা "মা"💞

15/05/2020

আল্লাহ বলেন, "রোজা আমার জন্যই
আর আমি নিজ হাতে তার পুরষ্কার দিব"!😌

- বুখারি -১৭৬১ 🌸

14/05/2020

- আজ রাত থেকে তালাশ শুরু💕
- হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী,"লাইলাতুল-কদর"

- আল্লাহ্ এই রাত্রির সৌভাগ্যবান হিসেবে কবুল করুন,
- আমিন.!❤🤲

14/05/2020

একাকী হয়ে যাওয়ার অর্থ হলো
তুমি খারাপ সঙ্গ ত্যাগ করেছো!😌

হযরত ওমর (রা.)💝

12/05/2020

ইফতারের সময় কোনো দোয়া বাতিল করা হয় না!🌸
ইফতারের সময় দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়! ❤

- হযরত মোহাম্মদ (সাঃ) ❤

12/05/2020

এমন ভাবে দান কর
যেন ডান হাতে দান করলে বাম হাত না জানে "

হযরত মোহাম্মদ (সাঃ)🌸

12/05/2020

তোমার প্রকৃত বন্ধু তো সেই ব্যক্তি
যে তোমার ভুলগুলোকে সংশোধন করে দেয়.!😌💝

- ইমাম গাজ্জালী (রহ.) 🌸

12/05/2020

তোমাদের মধ্যে সে-ই উত্তম,
যে তার পরিবার পরিজনের কাছে উত্তম!😌

– ইবনে মাজাহ💝

10/05/2020

সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে'দামি হতে পারে না!😌

- হযরত মোহাম্মদ (সাঃ)🖤

09/05/2020

- প্রিয় মা😘
- ৭০০ কোটি মানুষের মাঝে তোমার হাসিটাই বেস্ট❤

💙HAPPY MOTHER'S DAY💙

08/05/2020

ঐ ব্যক্তি ধ্বংস হোক যে মাহে রমযান পেয়েও
নিজের পাপ সমূহকে ক্ষমা করাতে পারে নাই!🌸

—হযরত মোহাম্মাদ (সাঃ)🖤

04/05/2020

একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তারপুত্র
তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল ।
হঠাৎ একটি কাক এসে বসলো, তার
পিতা জিজ্ঞেস করলেন, "এটা কি ?"
পুত্র বলল - "এটি একটি কাক ।" কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস
করলেন , "এটা কি ?
পুত্র বলল - "আমি তো কেবলি বললাম
এটা একটা কাক ।"
একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন,
"এটা কি ?" এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই কর্কশগলায়
বলল ,"এটা একটা কাক, এটা একটা কাক ।"
এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন
"এটা কি ?"
এবার পুত্র প্রচণ্ড রেগে গেল, রাগের
চোটে কাঁপতে কাঁপতে চিৎকারকরে পিতাকে ধমক দিয়ে বলল "তুমি কেন বার বার
আমাকে একি কথা জিজ্ঞেস করছ ?
আমি তো তোমাকেবহুবার বললাম
এটা একটা কাক,এটা একটা কাক, চোখ নেই
তোমার,
বুঝতে পার না ?" বৃদ্ধ পিতা কোন
কথা না বলে তিনি হেঁটে হেঁটে চলে গেলেন ।
একটু পর ফিরে এলেন
একটা ডায়রি সাথে নিয়ে । তিনি তার পুত্র
কে বললেন "এটা পড়, মনোযোগ দিয়ে পড়বে ।"
"আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম । হটাৎ
একটা কাক এসে বসলো । আমার
ছেলে আমাকে ২৩বার জিজ্ঞেস করল "এটা কি?"
আর আমি ২৩ বারউত্তর দিলাম "এটা একটা কাক
।" তাকে প্রতিবার উত্তর দেবার সময়
তাকে গভীর ভালবাসায় জড়িয়ে ধরেছিলাম । আমার পুত্র আমাকে একি প্রশ্ন ২৩ বার জিজ্ঞেস
করেছে এবং আমি একটুও বিরক্ত বোধ
দেখাইনি আমার নিস্পাপ ছেলেটার প্রতি ।"
পুত্রের চোখের কোনে জল জমতেশুরু করল । পুত্র
ডায়রিটা বন্ধ করে গভীর ভালবাসায় তার
পিতাকে জড়িয়ে ধরল । আর ধরা গলায় বলল "Sorry Baba".
অনেক সময়ই আমরা আমাদের বাবা - মায়ের
সাথে খারাপ ব্যাবহারকরি, উচু গলায়
কথা বলি । কখনো কি ভেবে দেখেছেন
কি পরিমান ভালবাসা আর কষ্ট করেছেন
তারা আমাদের বড় করার জন্য ? পৃথিবীর কোনকিছু দিয়ে কি তাদের এই ঋণ শোধ
করা সম্ভব ?
→ ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুর সাথে

03/05/2020

রাসূল (সাঃ) বলেন "যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে,

তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে" 🌸🖤
-আবু দাউদ : ১৫৩৬

03/05/2020

- আধা পাগল তো হয়ে গেছি🙄

- September পর্যন্ত পুরো পাগল হয়ে যাবো..😕

Ramadan Kareem 💙
24/04/2020

Ramadan Kareem 💙

06/04/2020

জুমার নামাজের জামাতে ১০ জন ও প্রতি ওয়াক্ত নামাজে মসজিদে পাঁচজন যেতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় অনির্দিষ্ট কালের জন্য ২৪ ঘণ্টা কারফ...
03/04/2020

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় অনির্দিষ্ট কালের জন্য ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা দিতে পুরো দেশকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিরাজমান পরিস্থিতিতে চলতি বছরে হজ পালন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর আগে সর্বশেষ ১৭৯৮ সালে একবার হজ পালন স্থগিত করা হয়েছিল। চলতি বছর হজ পালিত না হলে তা হবে গত ২২২ বছরের মধ্যে প্রথম হজ স্থগিতের ঘটনা।

বিট্রিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়ছে, করোনাভাইরাসের কারণে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েত পবিত্র হজ স্থগিত হতে পারে। তবে সৌদি কর্তৃপক্ষ হক যাত্রীদের জুলাইয়ের শেষ নাগাদ পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দিয়েছে।

গত মাস থেকে পবিত্র দুটি শহর মক্কা ও মদিনা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। ১৯১৮ সালের মহামারীর সময়ও এ শহরগুলো বন্ধ রাখা হয়নি। হজের পূর্ব মুহূর্তে সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের জন্য দেশের সীমানা বন্ধ করে দিয়েছে। আর দেশের অভ্যন্তরে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যে ৭২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ইরানে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী মোহাম্মদ লালেহ বিন তাহের বাতেন বলেন, সৌদি আরব বিশ্বের সব মুসলিম ও নাগরিকদের নিরাপত্তার জন্য প্রস্তুত। আমরা বিশ্বের সব মুসলমানদের অনুরোধ করছি আমাদের উদ্দেশ্য পরিষ্কার করার আগে কোনো রকমের চুক্তিতে না যেতে।

কিংস কলেজ লন্ডনের ওয়ার স্ট্যাডিস বিভাগের লেকচারার সিরাজ মাহের বলেন, হজ বাতিলের সম্ভাবনা নিয়ে সৌদি কর্তৃপক্ষ মুসলিমদের মনস্তাতাত্ত্বিকভাবে প্রস্তুত করছে।

যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের তথ্যানুসারে, প্রতি বছর সৌদি আরবে বিশ্বের প্রায় ২০ লাখের বেশি মুসলিম পবিত্র হজ পালন করতে যান। প্রত্যেক সামর্থ্যবান ও সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ।

21/03/2020

!!করোনায় মৃত ব্যক্তিকে যেভাবে দাফন করা হবে !!

শুধু করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি নন, আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীর থেকেও এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই এই রোগে মৃত ব্যক্তিকে পরিষ্কার করা বা ধোয়া যাবে না, নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়া ছোঁয়াও যাবে না।

করোনা রোগে মৃত ব্যক্তির দাফন বা সৎকারসংক্রান্ত সরকারি নির্দেশনায় এমন সতর্কতার কথা বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী নির্দেশনাটি তৈরি করা হয়েছে। মৃতদেহ থেকে অতিরিক্ত ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে নির্দেশনাটি তৈরি করা হয়েছে উল্লেখ করে এতে হাসপাতাল বা বাড়ি থেকে মৃতদেহ সংগ্রহ, পরিবহন, দাফনসহ প্রতিটি পর্যায়ের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে বা সন্দেহভাজন কেউ মারা গেলে মৃতদেহ সরানো, সৎকার বা দাফন শুরুর আগে অবশ্যই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানাতে হবে। প্রতিষ্ঠানটির নির্দেশনা অনুযায়ী, চার সদস্যের একটি দল সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরে মৃতদেহ সৎকার বা দাফনের জন্য প্রস্তুত করবে। মৃত্যুর স্থানেই মৃতদেহ প্লাস্টিকের কাভার দিয়ে মুড়িয়ে রাখতে হবে। দলের নেতা মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে তাঁদের নির্দিষ্ট কোনো অনুরোধ থাকলে তা জেনে নেবেন। কোথায় কবর দেওয়া হবে, সেটিও ঠিক করে রাখতে হবে।

ভাইরাস ছড়িয়ে পড়া রোধে মরদেহ গোসল করানো যাবে না উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, পরিবারের অনুরোধ থাকলে মরদেহ গোসলের পরিবর্তে তায়াম্মুম বা পানি ছাড়া অজু করানো যাবে। আর পরিবারের পক্ষ থেকে কাফনের কাপড়ের জন্য অনুরোধ থাকলে সেলাইবিহীন সাদা সুতির কাপড় কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা যাবে। কাফনের কাপড় প্লাস্টিকের ব্যাগে রেখে তার ওপর মরদেহ রাখতে হবে এবং দ্রুত ব্যাগের জিপার বন্ধ করতে হবে। ব্যাগে কাফনের কাপড় দেওয়ার সময় যারা মরদেহ উঁচু করে ধরবেন, তাঁদের অবশ্যই সুরক্ষা পোশাক পরে থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মৃতদেহ সৎকারের জন্য মৃতদেহের সব ছিদ্রপথ (নাক, কান, পায়ুপথ ইত্যাদি) তুলা দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে কোনো তরল গড়িয়ে না পড়ে। এরপর সংক্ষিপ্ত রুটে দ্রুততম সময়ের মধ্যে মৃতদেহ সমাধিস্থলে নিয়ে যেতে হবে।

পরিবহনে ব্যবহৃত গাড়ি সম্পর্কে বলা হয়েছে, যাত্রাকালীন সুরক্ষা নিশ্চিত করতে মৃতদেহটি দাফন পরিচালনাকারী দলের কাছে হস্তান্তর করতে হবে। পরিবহনে ব্যবহৃত গাড়িতে দুটি অংশ থাকতে হবে, যাতে চালক ও পরিবহন কামরার মধ্যে প্রতিরক্ষামূলক কাচ বা প্লাস্টিকের আবরণ থাকে। পরিবহনের পর ব্যবহৃত বাহনটি জীবাণুমুক্ত করে নিতে হবে। এ সময় জীবাণুমুক্ত করার কাজে নিয়োজিত ব্যক্তিকে অবশ্যই প্রতিরক্ষামূলক পোশাক পরতে হবে। দাফনের সময় মৃতদেহ বহনকারী ব্যাগটি কখনোই খোলা যাবে না।

দাফনের পর কবর বা সমাধিস্থানটি ১০ থেকে ১৫ সেন্টিমিটার গভীর মাটির স্তর দিয়ে ঢাকার পাশাপাশি দাফন করা স্থানের আশপাশ উপযুক্ত জীবাণুনাশক দিয়ে পরিষ্কারও করতে বলা হয়েছে নির্দেশনায়। এ ছাড়া মৃত ব্যক্তি যে স্থানে মারা গেছেন, সেই স্থানটিও যত দ্রুত সম্ভব জীবাণুমুক্ত করা এবং মৃতদেহ দাফনের পর সেই স্থান ভালোভাবে ঘিরে রাখতে বলা হয়েছে।

অন্যদিকে নির্দেশনা অনুযায়ী, করোনায় সন্দেহভাজন কারও মৃত্যু হলেও সমান সতর্কতা অবলম্বন করতে হবে। আইইডিসিআরে যোগাযোগ করলে সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা এসে মৃত ব্যক্তির মুখের লালার নমুনা নিয়ে নিশ্চিত করবেন যে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

নির্দেশনা বলছে, করোনা আক্রান্ত মৃতদেহ কখনোই ময়নাতদন্ত করা যাবে না। আর মৃতদেহ পোড়ালে দেহাবশেষ বা ছাই থেকে করোনাভাইরাস ছড়ায় না।

20/03/2020

উচ্চারনঃ ‘আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া ছাইয়্যি ইল আসকম’

অর্থ: হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ,কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্নক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।

20/03/2020
20/03/2020

ছবিটির শিরোনামঃ The last sunset.
😥😓
যা তুলে ধরেছে চীনের Wuhan শহরের একটি হৃদয়বিদারক মুহূর্ত। ৮৭ বছর বয়সী Liu Kai করোনা(COVID-19) ভাইরাস দ্বারা আক্রান্ত ছিলেন। তার অবস্থা যখন ক্রিটিকাল তখন তার অন্তিম ইচ্ছা অনুযায়ী ডাক্তার তাকে শেষ বারের মত তার প্রিয় শহর উহানের সূর্যাস্ত দেখার সুযোগ করে দেয়। এবং এটিই ছিল তার জীবনের, " The last sunset".
❤❤

"মানুষের জীবন একটি রহস্যময় স্বপ্ন,যার শুরু বা শেষ মেলানোই ভার,সব ক্ষমতা যখন সৃষ্টিকর্তার,তাহলে কিসের জন্য এই ক্ষনিকের আত্ম-অহংকার।

প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হবার জন্য অনুরোধ করা হলো। সবাই সাবধানে থাকুন।
18/03/2020

প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হবার জন্য অনুরোধ করা হলো। সবাই সাবধানে থাকুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when উচিৎ কথার ভাত নাই : পি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share