Group De Madventurers - GDM

  • Home
  • Group De Madventurers - GDM

Group De Madventurers - GDM "ভ্রমণ আমার ছোট্ট চোখে বিশাল বড় স্বপ্ন,
GDM সে স্বপ্ন পূরণে ভ্রমনপাগলাদের এক রাজ্য"
(7)

21/09/2024

বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকেই কিছু কমন ভুল করে থাকে। এই ভিডিও টি তে কিছু কমন ভুলের কথা বলা হয়েছে। তাই যারা বিদেশ যাবেন ভাবছেন কাজের জন্যে বা পরালেখার জন্যে তাদের জন্যেই এই ভিডিও টি।

#প্রবাসি #বিদেশ

A village named 'Bangladesh' exists in Kashmir, 80 km from Srinagar, between Lake Wular and Mount Harmukh. It was founde...
15/09/2024

A village named 'Bangladesh' exists in Kashmir, 80 km from Srinagar, between Lake Wular and Mount Harmukh. It was founded by residents of Zurimanz after a fire destroyed their homes during the 1971 Bangladesh Liberation War. Inspired by Bangladesh's independence, they named the new settlement 'Bangladesh'. Officially registered in 2010, the village is home to around 70 families and 350 people. The livelihood of the villagers is tied to Wular Lake, the largest freshwater lake in South Asia, where efforts to enhance tourism and environmental protection are underway, boosting the village's visibility.

Source:
The Financial Express

Picture: It is symbolic and appeared in an article published by The Financial Express.

ছুটির দিনে কোথাও ঘুরতে যেতে চান? হ্যা আগামী ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটির দিনে চলুন একদিনে ঘুরে আসি সিলেটে। আগামী ১৫ সেপ্টে...
08/09/2024

ছুটির দিনে কোথাও ঘুরতে যেতে চান?

হ্যা আগামী ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটির দিনে চলুন একদিনে ঘুরে আসি সিলেটে।

আগামী ১৫ সেপ্টেম্বর রাতের বাসে করে ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে রওনা হব। সারাদিন সিলেটের মালনীছড়া চা বাগান, সাদাপাথর-ভোলাগঞ্জ ও রাতাগুল সোয়াম্প ফরেস্ট ঘুরে আবার রাতের বাসে করে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হব ইন শা আল্লাহ।

এক দিনের ট্যুর হওয়ায় আপনাকে বাড়তি কোনো ছুটি নিতে হবে না।

ট্যুর একদিনের হোক বা ৫ দিনের, আপনার মনকে চাঙ্গা করবেই। 🥰

তাহলে আর দেরি না করে নিজের আসন বুকিং করে নিন।

বুকিং এর জন্যে কল করুনঃ

Shohanur Rahman Sams +8801859999976
Mohammad Samsul Arefin 01674-948668

বিস্তারিত ইভেন্ট লিংক : https://feji.us/b7ndxw

🌿 ছুটির দিনে কোথাও ঘুরতে যেতে চান? হ্যা আগামী ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটির দিনে চলুন একদিনে ঘুরে আসি সিলেটে। 🌿🚍 আগামী ১৫ স...
08/09/2024

🌿 ছুটির দিনে কোথাও ঘুরতে যেতে চান?

হ্যা আগামী ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটির দিনে চলুন একদিনে ঘুরে আসি সিলেটে। 🌿

🚍 আগামী ১৫ সেপ্টেম্বর রাতের বাসে করে ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে রওনা হব। সারাদিন সিলেটের মালনীছড়া চা বাগান, সাদাপাথর-ভোলাগঞ্জ ও রাতাগুল সোয়াম্প ফরেস্ট ঘুরে আবার রাতের বাসে করে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হব ইন শা আল্লাহ।

🧳 এক দিনের ট্যুর হওয়ায় আপনাকে বাড়তি কোনো ছুটি নিতে হবে না।

ট্যুর একদিনের হোক বা ৫ দিনের, আপনার মনকে চাঙ্গা করবেই। 🥰

💺 তাহলে আর দেরি না করে নিজের আসন বুকিং করে নিন।

বুকিং এর জন্যে কল করুনঃ

Shohanur Rahman Sams +8801859999976
Mohammad Samsul Arefin 01674-948668

বিস্তারিত ইভেন্ট লিংক : https://feji.us/b7ndxw

🌿মেঘালয়ের অভূতপূর্ব সৌন্দর্যে আপনাকে স্বাগতম!🌿প্রকৃতির এক অনন্য স্নিগ্ধতা উপভোগ করতে চান? আমাদের মেঘালয়ের ট্যুরে যোগ দ...
21/08/2024

🌿মেঘালয়ের অভূতপূর্ব সৌন্দর্যে আপনাকে স্বাগতম!🌿

প্রকৃতির এক অনন্য স্নিগ্ধতা উপভোগ করতে চান? আমাদের মেঘালয়ের ট্যুরে যোগ দিন এবং আবিষ্কার করুন চেরাপুঞ্জির সবুজ পাহাড়, সেভেন সিস্টার ফলস এর শান্তিপূর্ণ দৃশ্য, এবং আরও অনেক কিছু।

🌺 অভিনব প্রাকৃতিক দৃশ্য,ঝর্না, আরামদায়ক আবাসন, এবং সুস্বাদু খাবারের সঙ্গে একটি স্মরণীয় অভিজ্ঞতার অপেক্ষায় আছি।

🗓️ ঢাকা থেকে যাত্রাঃ ২৯ আগস্ট,২০২৪,মঙ্গলবার রাতে।
🗓️ ঢাকায় ফেরাঃ ২ সেপ্টেম্বর,২০২৪,সোমবার ভোরে।
💰 ইভেন্ট ফিঃ ১৬০০০ থেকে ১৭৫০০ টাকা জনপ্রতি।

✅ এখনই আপনার আসন নিশ্চিত করুন।কনফার্ম করতে যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে -
📞01674948668
📞01834838592

🍀 আমাদের সাথে যোগ দিন এবং মেঘালয়ের এই বিশেষ মুহূর্তগুলো একসাথে উপভোগ করুন। চলুন মেঘালয়ের হৃদয় ছুঁয়ে আসা যাক!

👇 বিস্তারিত জানতে নিচে দেয়া ইভেন্ট লিংকে ক্লিক করুন -
https://shorturl.at/vxsPp

🌿 চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড় এবং নদীর সমন্বয়ে সেজে আছে অপরূপে। একদিকে পাহাড়ি ঝর্ণা অন্য দিকে নদীর কলতান দেশী বিদেশী পর্...
19/08/2024

🌿 চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড় এবং নদীর সমন্বয়ে সেজে আছে অপরূপে। একদিকে পাহাড়ি ঝর্ণা অন্য দিকে নদীর কলতান দেশী বিদেশী পর্যটককে মুগ্ধ করে তুলছে প্রতিনিয়ত।বর্ষা মৌসুমে মোহনীয় রূপ নেয় সীতাকুণ্ডের সহস্র ধারা ও সুপ্ত ধারা নামের দুটি পাহাড়ি ঝর্ণা। সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এই দুটি ঝর্ণা বর্ষাকালে তার রূপের পেখমমেলে ডাক দিয়ে যায় প্রকৃতি প্রেমীদের অবিরত। পাশাপশি দুটি ঝর্ণা কোন দুর্গম এলাকায় না হয়ে হাতের নাগালে , সিঁড়ি পথ বেয়ে নেমে খানিকটা নিরিহ ঝিরিপথ ধরে এগিয়ে গেলেই দেখা মেলে এমনই দুটি ঝর্ণা সুপ্তধারা এবং সহস্রধারা।

🚎 আগামী ২২ আগস্ট,বৃহস্পতিবার রাতে আমরা যাচ্ছি একদিনে সুপ্তধারা, সহস্রধারা ও নাপিত্তাছড়া ঝর্না বিলাসে।

✅ যা যা দেখবোঃ
-সুপ্তধারা ঝর্ণা,
- সহস্রধারা ঝর্ণা,
- নাপিত্তাছড়ার ৪ টা ঝর্ণা।

🗓️ ঢাকা থেকে যাত্রাঃ ২২ আগস্ট,২০২৪,বৃহস্পতিবার রাতে।
🗓️ ঢাকায় ফেরাঃ ২৩ আগস্ট,২০২৪,শুক্রবার রাতে।

✅ আমাদের সাথে যেতে চাইলে দেরি না করে দ্রুত কনফার্ম করে ফেলুন। 📞কনফার্ম করতে কল করুন এই নাম্বারে -01674948668

👇 যারা যেতে চান তারা নিচে দেয়া ইভেন্ট লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন-
https://shorturl.at/XUoPm

🌿 GDM এর সাথে আপনার ভ্রমন হোক চিরস্মরণীয়। আসুন এক নজরে দেখে নেই GDM এর আসন্ন ট্যুর সমূহ-১) ইভেন্টের নামঃ ১৯৯৯ টাকায় কমল...
09/07/2024

🌿 GDM এর সাথে আপনার ভ্রমন হোক চিরস্মরণীয়। আসুন এক নজরে দেখে নেই GDM এর আসন্ন ট্যুর সমূহ-

১)
ইভেন্টের নামঃ ১৯৯৯ টাকায় কমলদহের ০৩ টা স্পেশাল ঝর্ণায় ও সবুজ গুলিয়াখালী সমুদ্র সৈকতে GDM (07)
ঢাকা থেকে যাত্রাঃ ১১ জুলাই,২০২৪, বৃহস্পতিবার রাতে।
ঢাকায় ফেরাঃ ১২ জুলাই, শুক্রবার রাতে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ১৯৯৯ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/iG7DS

২)
ইভেন্টের নামঃ একদিনের রিলাক্স ট্রীপে সাদা পাথর, রাতারগুল এবং মালনীছড়া চা বাগানে GDM(09)
ঢাকা থেকে যাত্রাঃ ১১ জুলাই,২০২৪, বৃহস্পতিবার রাতে
ঢাকায় ফেরাঃ ১৩ জুলাই,২০২৪,শনিবার ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ২৯৬০ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/rJPDD

৩)
ইভেন্টের নামঃ সুপ্তধারা এবং সহস্রধারা হয়ে নাপিত্তাছড়া ঝর্ণায় GDM (২)
ঢাকা থেকে যাত্রাঃ ১১ জুলাই,২০২৪,বৃহস্পতিবার রাতে।
ঢাকায় ফেরাঃ ১২ জুলাই,২০২৪,শুক্রবার রাতে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ২৪০০ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/2gq8V

৪)
ইভেন্টের নামঃ ডে ট্রিপে জমিদার বাড়ির রাজ্য টাংগাইলে GDM(06)
ঢাকা থেকে যাত্রাঃ ১২ জুলাই,২০২৪,শুক্রবার সকালে।
ঢাকায় ফেরাঃ ১২ জুলাই রাতে ।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ২৬০০ টাকা
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/7hl5B

৫)
ইভেন্টের নামঃ ঝর্নার রাজ্য মেঘালয়ে GDM (07)
ঢাকা থেকে যাত্রাঃ ১৬ জুলাই,২০২৪,মঙ্গলবার সকালে।
ঢাকায় ফেরাঃ ২০ জুলাই,শনিবার, ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ১৬০০০ থেকে ১৭৫০০টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/yqgTb

৬)
ইভেন্টের নামঃ দামতুয়া ঝর্না, মারাইংছাতে ক্যাম্পিং, সাথে থানকোয়াইন - পালংখিয়্যং ঝর্নাতে GDM(01)
ঢাকা থেকে যাত্রাঃ ১৬ জুলাই,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২০ জুলাই,শনিবার, ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৭৫০০ টাকা
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/ZzR5k

৭)
ইভেন্টের নামঃ Alikodom Wilderness Trek 3.0 : Hills & Falls।
ঢাকা থেকে যাত্রাঃ ১৬ জুলাই,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২১ জুলাই,২০২৪,রবিবার ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৮৯৯৯ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/XUU18

৮)
ইভেন্টের নামঃ গগনে গরজে মেঘ ঘন বর্ষার সবুজ সিলেটে GDM (11)
ঢাকা থেকে যাত্রাঃ ১৬ জুলাই,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরাঃ ১৯ জুলাই,শুক্রবার ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৭৫০০ থেকে ৮৮০০ টাকা পর্যন্ত।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/17m3A

৯)
ইভেন্টের নামঃ চিম্বুকের কিরসা ও ধনেশ পাখিদের পাহাড় কিসর্তং - রুংরাং এ GDM (11)
ঢাকা থেকে যাত্রাঃ ১৬ জুলাই,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২০ জুলাই,শনিবার, ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৭০০০ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/nzHQI

১০)
ইভেন্টের নামঃ একদিনের রিলাক্স ট্রীপে সাদা পাথর, রাতারগুল এবং মালনীছড়া চা বাগানে GDM(10)
ঢাকা থেকে যাত্রাঃ ১৬ জুলাই,২০২৪,মঙ্গলবার।
ঢাকায় ফেরাঃ ১৮ জুলাই, বৃহস্পতিবার ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ২৯৬০ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/jxJTx

১১)
ইভেন্টের নামঃ একদিনের ট্রীপে বরিশালের ভিমরুলী পেয়ারা বাজার,দুর্গা সাগর দীঘি এবং গুটিয়া মসজিদে GDM(05)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুলাই,২০২৪ বৃহস্পতিবার রাতে।
ঢাকায় ফেরাঃ ১৯ জুলাই,২০২৪ শুক্রবার রাতে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ২৯০০ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/ccux1

১২)
ইভেন্টের নামঃ ভরা বর্ষায় বুনো ধুপ্পানী মুপ্পোছড়া ঝর্ণায় GDM(17)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুলাই,২০২৪ বৃহস্পতিবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২১ জুলাই,২০২৪, রবিবার, ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৫৯৯৯ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/0J8jv

১৩)
ইভেন্টের নামঃ লাংলোক, লিক্ষং, শৈনগং এবং রোমাক্রির কুমারী ঝর্ণায় GDM(8)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুলাই,২০২৪ বৃহস্পতিবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২২ জুলাই,২০২৪,সোমবার ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৯২০০ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/hc0Dp

১৪)
ইভেন্টের নামঃ ঝর্নার স্বর্গরাজ্য মেঘালয়ে GDM (06)
ঢাকা থেকে যাত্রাঃ ১৪ আগষ্ট,২০২৪,বুধবার রাতে।
ঢাকায় ফেরাঃ ১৯ আগষ্ট,২০২৪,সোমবার ভোরে।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ১৫০০০ রুপি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/nzPet

১৫)
ইভেন্টের নামঃ রহস্যময় সাইংপ্রা ঝর্না হয়ে ক্রিস্তং এবং রুংরাং পাহাড় সামিটে GDM(11)
ঢাকা থেকে যাত্রাঃ ১৪ আগষ্ট,২০২৪,বুধবার রাতে।
ঢাকায় ফেরাঃ ১৮ আগষ্ট,২০২৪,রবিবার ভোরে ।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৮০০০ টাকা।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/CEpYo

১৬)
ইভেন্টের নামঃ Adventurous BAMBOO TRAIL & Meghalaya with GDM (02)
ঢাকা থেকে যাত্রাঃ ২২ আগষ্ট,২০২৪ বৃহস্পতিবার।
ঢাকায় ফেরাঃ ২৫ আগষ্ট,২০২৪,রবিবার।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ১২০০০ রুপি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/kDGYo

১৭)
ইভেন্টের নামঃ KASHMIR GREAT LAKES WITH GDM : A walk through the heaven -(3)
ঢাকা থেকে যাত্রাঃ ৫ সেপ্টেম্বরে,২০২৪,বৃহস্পতিবার।
ঢাকায় ফেরাঃ ১৮ সেপ্টেম্বর,২০২৪,বুধবার।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৩৭০০০ রুপি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/hTXxn

১৮)
ইভেন্টের নামঃ NAMASTA Annapurna Base Camp trek with GDM (04)
ঢাকা থেকে যাত্রাঃ ২ অক্টোবর,২০২৪,বুধবার।
ঢাকায় ফেরাঃ ১০ অক্টোবর,২০২৪, বৃহস্পতিবার।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৩৫০ ইউএস ডলার (কাঠমুণ্ডু টু কাঠমুণ্ডু)।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/vN3VA

১৯)
ইভেন্টের নামঃ পুজোর ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিলাক্স ট্রীপে GDM (02)
ঢাকা থেকে যাত্রাঃ ৮ অক্টোবর,২০২৪,মঙ্গলবার।
ঢাকায় ফেরাঃ ১৩ অক্টোবর,২০২৪,রবিবার।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ২৫০ ইউএস ডলার (কাঠমুণ্ডু টু কাঠমুণ্ডু)।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/gORIc

২০)
ইভেন্টের নামঃ Everest Base Camp Trek with Gokyo lake & Chol La Pass - GDM (03)
ঢাকা থেকে যাত্রাঃ ১১ অক্টোবর,২০২৪,শুক্রবার।
ঢাকায় ফেরাঃ ২৭ অক্টোবর ,২০২৪,রবিবার।
ইভেন্ট ফিঃ জনপ্রতি ১২০০ ইউএস ডলার (কাঠমুন্ডু টু কাঠমুন্ডু)।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/Id5hW

✅ বিস্তারিত জানতে নীল লেখার ইভেন্ট লিংকে ক্লিক করুন।

✅ যেই ট্যুরে যেতে চান দ্রুত কনফার্ম করে ফেলুন।

☎️ কনফার্ম করতে যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে-
📞 01674948668
📞 01673898407

রাসেলস ভাইপার সম্পর্কে সঠিক তথ্য জানুন রাসেলস ভাইপারের কাছ থেকেই।প্রাণীCool আছে ইনস্টাগ্রামে:instagram.com/thepranicoolজ...
25/06/2024

রাসেলস ভাইপার সম্পর্কে সঠিক তথ্য জানুন রাসেলস ভাইপারের কাছ থেকেই।

প্রাণীCool আছে ইনস্টাগ্রামে:
instagram.com/thepranicool

জয়েন করুন প্রাণীCool গ্রুপে: https://tinyurl.com/4hryccbc
#প্রাণীCool

GDM এর সাথে ঈদের ছুটিতে ঘুরে আসুন প্রকৃতি কন্যা সিলেটে 🍀🗓️ ভ্রমণের তারিখ -ঢাকা থেকে যাত্রা: ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে।ঢা...
16/06/2024

GDM এর সাথে ঈদের ছুটিতে ঘুরে আসুন প্রকৃতি কন্যা সিলেটে 🍀

🗓️ ভ্রমণের তারিখ -
ঢাকা থেকে যাত্রা: ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরা: ২১ জুন,২০২৪,শুক্রবার ভোরে।

✅ যে যে স্থান দেখা হবে :
🌿 ভোলাগঞ্জ সাদাপাথর
🌿 জাফলং
🌿 রাতারগুল সোয়াম্প ফরেস্ট
🌿 লালাখাল
🌿 শ্রীপুর চা বাগান
🌿 হযরত শাহজালাল র. ও হযরত শাহপরান র. এর মাজার(অপশনাল)

📞 কনফার্ম করতে ইনবক্স অথবা কল করুন এই নাম্বারে -01674948668

🔴 যারা যেতে চান তারা নিচে দেওয়া ইভেন্ট লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন-
https://shorturl.at/FFh2R

অপরূপ সুন্দরের সম্মিলন রয়েছে আমাদের বাংলায়। বাংলাদেশের সৌন্দর্য নানা রকমভাবে ফুটে উঠছে বিভিন্ন অঞ্চলভেদে। সেখানে সিলেটের...
14/06/2024

অপরূপ সুন্দরের সম্মিলন রয়েছে আমাদের বাংলায়। বাংলাদেশের সৌন্দর্য নানা রকমভাবে ফুটে উঠছে বিভিন্ন অঞ্চলভেদে। সেখানে সিলেটের সৌন্দর্য বর্ণনাতীত। সমগ্র সিলেটই সবুজে ঘেরা।

🌳 প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। বাংলাদেশের যে কয়টি এলাকায় পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে সিলেট তার মধ্যে অন্যতম।আসন্ন ঈদের ছুটিতে জিডিএম যাচ্ছে সিলেটের বেশ কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণে।আগামী ১৮ জুন আমরা যাচ্ছি সিলেট ভ্রমণে।আপনারাও চাইলে ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন সিলেট আমাদের সাথে।

🔶 যে যে স্থান দেখা হবে :
📌 ভোলাগঞ্জ সাদাপাথর
📌 জাফলং
📌 রাতারগুল সোয়াম্প ফরেস্ট
📌 লালাখাল
📌 শ্রীপুর চা বাগান
📌 হযরত শাহজালাল র. ও হযরত শাহপরান র. এর মাজার(অপশনাল)

🗓️ ঢাকা থেকে যাত্রা: ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরা: ২১ জুন,২০২৪,শুক্রবার ভোরে।

📞 কনফার্ম করতে কল করুন এই নাম্বারে -01674948668

👇 যারা যেতে চান তারা নিচে দেওয়া ইভেন্ট লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন-
https://shorturl.at/FFh2R

আসন্ন ঈদের ছুটিতে কে কোথায় ঘুরতে যেতে চাচ্ছেন ??কিংবা এখনও ভাবছেন ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায়??🥁🥁আসুন একনজরে দে...
13/06/2024

আসন্ন ঈদের ছুটিতে কে কোথায় ঘুরতে যেতে চাচ্ছেন ??কিংবা এখনও ভাবছেন ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায়??

🥁🥁আসুন একনজরে দেখে নেই ঈদুল আযহার ছুটিতে আপনাদের জন্য কি কি ট্যুর আয়োজন করেছে টিম GDM -

📌 ইভেন্টের নামঃ ঈদের ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিলাক্স ট্রিপে GDM (01)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুন,২০২৪,মঙ্গলবার সকালে।
ঢাকায় ফেরাঃ ২৩ জুন,২০২৪,রবিবার রাতে।
ইভেন্ট ফিঃ $230 USD
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/r1NDA

📌 ইভেন্টের নামঃ ঈদের ছুটিতে মেঘের রাজ্য মেঘালয়ে GDM -(6)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে ।
ঢাকায় ফেরাঃ ২৩ জুন,২০২৪,রবিবার ভোরে।
ইভেন্ট ফিঃ ১৫,০০০ রুপি জনপ্রতি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/bQ3or

📌 ইভেন্টের নামঃ ঈদুল আযহার ছুটিতে চিম্বুকের কিরসা ও ধনেশ পাখিদের পাহাড় কির্সতং - রুংরাং এ GDM (10)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২২ জুন,২০২৪,শনিবার সকালে।
ইভেন্ট ফিঃ ৭০০০ টাকা জনপ্রতি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/3g0ze

📌 ইভেন্টের নামঃ Alikodom Wilderness Trek 2.0 : Hills & Falls (Eid ul Azha,2024)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২৩ জুন,২০২৪,রবিবার ভোরে।
ইভেন্ট ফিঃ ৮৯৯৯ টাকা জনপ্রতি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/6FEXQ

📌 ইভেন্টের নামঃ ঈদুল আযহার ছুটিতে গগনে গরজে মেঘ ঘন বর্ষায় সবুজ সিলেটে GDM (11)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২১ জুন,২০২৪,শুক্রবার ভোরে।
ইভেন্ট ফিঃ ৭০০০-৮০০০ টাকা জনপ্রতি
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/jlyrN

📌 ইভেন্টের নামঃ ঈদুল আযহার ছুটিতে ভরা বর্ষায় বুনো ধুপ্পানী, ন-কটা ও মুপ্পোছড়া ঝর্ণায় GDM (16)
ঢাকা থেকে যাত্রাঃ ১৯ জুন,২০২৪,বুধবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২২ জুন,২০২৪,শনিবার ভোরে।
ইভেন্ট ফিঃ ৫৯৯৯ টাকা জনপ্রতি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/6WKFw

📌 ইভেন্টের নামঃ ঈদের ছুটিতে ও ভরা পূর্ণিমায় নবাব হাউজবোটে করে নীল জলরাশির টাংগুয়ার হাওড়ে GDM (107)
ঢাকা থেকে যাত্রাঃ ২০ জুন,২০২৪,বৃহস্পতিবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২৩ জুন,২০২৪,রবিবার রাতে।
ইভেন্ট ফিঃ ৮২৫০-৯২৭০ টাকা জনপ্রতি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/BYj0C

✅ যেই ট্যুরে যেতে চান দ্রুত কনফার্ম করে ফেলুন।একঘেয়েমির জীবন থেকে মুক্তি পেতে, একটু প্রকৃতির সান্নিধ্য নিতে নির্ভাবনায় ট্যুর দিন জিডিএম এর সাথে।

☎️ কনফার্ম করতে যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে-
📞 01674948668
📞 01673898407

জাফলং এমন এক জায়গা যা প্রতি ঋতুতেই নতুন রূপে সেজে ওঠে। তবে বৃষ্টির মৌসুমে এই প্রকৃতি কন্যা নিজের সকল সৌন্দর্য যেন উজাড় ক...
12/06/2024

জাফলং এমন এক জায়গা যা প্রতি ঋতুতেই নতুন রূপে সেজে ওঠে। তবে বৃষ্টির মৌসুমে এই প্রকৃতি কন্যা নিজের সকল সৌন্দর্য যেন উজাড় করে দেয়। স্বচ্ছ স্রোতস্বিনীর নিচে পাথরের ছোঁয়াছুঁয়ি খেলা, আর সংগ্রামপুঞ্জীর মায়া দৃষ্টি ভরে নিতে চাইলে আসতে হবে বর্ষাকালে। তাছাড়া জুন থেকে অক্টোবরের এই সময়টাতে; এমনকি নভেম্বরেও পাহাড়ের সবুজটা যেন আরও বেশি করে ফুটে ওঠে।

🌿 জাফলং এবং সিলেট ভ্রমণের এখনই উপযুক্ত সময়।সিলেটের সৌন্দর্য উপভোগ করতে GDM এর সাথে ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও পর্যটন নগরী সিলেটে।

🔶 ঈদুল আযহার ছুটিতে আগামী ১৮ জুন রাতে আমরা যাচ্ছি সিলেটে রিল্যাক্স ট্রিপে।যেহেতু এটি একটি রিল্যাক্স ট্রিপ তাই আপনি চাইলে পরিবারের যেকোন বয়সী সদস্যদের নিয়ে এই ট্রিপে অংশগ্রহণ করতে পারবেন। ।তাই দেরি না করে নিজের আসন নিশ্চিত করে ফেলুন।

✅ যে যে স্থান ঘুরে দেখবোঃ
🌸 ভোলাগঞ্জ সাদাপাথর
🌸 শ্রীপুর চা বাগান
🌸 জাফলং
🌸 রাতারগুল সোয়াম্প ফরেস্ট
🌸 লালাখাল
🌸 হযরত শাহজালাল র. ও হযরত শাহপরান র. এর মাজার (অপশনাল)

📞 কনফার্ম করতে কল করুন এই নাম্বারে -01674948668(আরেফিন)

👇 বাকি আরো বিস্তারিত জানতে নিচে দেয়া নীল লেখার ইভেন্ট করুন প্লিজ-
https://shorturl.at/FFh2R

🍀 কাঠমান্ডু নেপালের রাজধানী ও বৃহত্তম নগরী যেখানে প্রায় ৫০ লাখ মানুষ বসবাস করে। কাঠমান্ডু শহরের পশ্চিম পাহাড়ের চূড়ায় স্ব...
10/06/2024

🍀 কাঠমান্ডু নেপালের রাজধানী ও বৃহত্তম নগরী যেখানে প্রায় ৫০ লাখ মানুষ বসবাস করে। কাঠমান্ডু শহরের পশ্চিম পাহাড়ের চূড়ায় স্বয়ম্ভূনাথ মন্দির অবস্থিত।নেপাল ভ্রমণের জন্য প্রথমে কাঠমান্ডুতেই আসতে হবে। পাহাড়, বন, ঐতিহ্য, বানিজ্য এবং আরকিটেকচারাল নিদর্শনের জন্য কাঠমান্ডু একবার হলেও ভ্রমণ করা উচিত।

এক অদ্ভুত মায়ার দেশ নেপাল। হিমালয় কন্যা নামেই তার পরিচিতি। বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় দেশটি।হিমালয় ঘেরা নেপাল দর্শনে GDM টিম যাচ্ছে নেপালের কাঠমুন্ডু এবং পোখরা সিটি ট্যুরে।

🗓️ সম্ভাব্য যাত্রার তারিখ - ১৮শে জুন,২০২৪,মঙ্গলবার।
🗓️ সম্ভাব্য রিটার্ন তারিখ - ২৩শে জুন,২০২৪,রবিবার।

➡️ যে সকল জায়গা ঘুরে বেড়াবোঃ
🟢 কাঠমুন্ডু দরবার স্কয়ার।
🟢 পশুপতিনাথ মন্দির।
🟢 ফেওয়া লেকের পাশে সন্ধ্যা আরতি
🟢 থামেল।
🟢 ফেওয়া লেক।
🟢 ডেবিস ফলস্।
🟢 গুপ্তেশ্বর মহাদেব কেভ।
🟢 শরনকোট।
🟢 ঘান্দ্রুক

🌿 ঈদের ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিল্যাক্স ট্রিপে চলুন GDM এর সাথে।আমাদের সাথে নেপালের অপরূপ সৌন্দর্য ঘুরে দেখতে দ্রুত কনফার্ম করে ফেলুন।

☎️ কনফার্ম করতে যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে-
📞 01674948668
📞 01834838592

✅ ট্যুরের বিস্তারিত জানতে নিচে দেয়া নীল লেখার ইভেন্ট লিংকে ক্লিক করুন-
https://shorturl.at/SAE6A

🌺 ঈদুল আযহার ছুটিতে চলুন GDM  এর সাথে বুনো ধূপ্পানী, ন- কটা,মুপ্পোছড়া ঝর্ণায় 🌺ধুপপানি ঝর্ণায় গেলে এটার বুনো সৌন্দর্য দে...
09/06/2024

🌺 ঈদুল আযহার ছুটিতে চলুন GDM এর সাথে বুনো ধূপ্পানী, ন- কটা,মুপ্পোছড়া ঝর্ণায় 🌺

ধুপপানি ঝর্ণায় গেলে এটার বুনো সৌন্দর্য দেখে মুগ্ধ হতেই হবে। প্রায় ১৬০ফিট উপর থেকে একটা গুহার উপর পানি আছড়ে পড়ে। কথিত আছে যে ঝর্ণার এই গুহায় বৌদ্ধ ধর্মের ধর্মগুরুরা ধ্যান করতো। যার কারণে এটাকে পবিত্র স্থান বলেও মনে করা হয়। নিশ্চিই দেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা গুলা থেকে এটা অন্যতম। তুলনামূলক অনেক কম ট্রেকিং করে এই ঝর্ণায় যাওয়া যায়।

🔶 আগামী ১৯ জুন,২০২৪ ঈদুল আযহার ছুটিতে টিম GDM যাচ্ছে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ধুপ্পানি,মুপ্পোছড়া এবং ন-কাটা ঝর্ণা দেখতে। তুলনামূলক সহজ ট্রেকিং এ জয়েন করতে চাইলে দ্রুত বুকিং করে ফেলুন।

🔴 এই ট্যুরে আমরা দেখবোঃ
✅ ধুপ্পানি ঝর্ণা
✅ মুপ্পোছড়া ঝর্ণা
✅ ন কাটা ঝর্ণা
✅ কাপ্তাই লেক।

📞 কনফার্ম করতে কল করুন এই নাম্বারে -01674948668(আরেফিন)

👇 যারা যেতে চান তারা নিচে দেয়া ইভেন্ট লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন-
https://shorturl.at/6WKFw

দেখতে হুবহু প্লাস্টিকের ব্যাগ মনে হলেও এটা প্লাস্টিক নয়। পাট থেকে তৈরি করা সোনালী ব্যাগ। ব্যবহারের পর মাটিতে ফেললে কিছুদ...
09/06/2024

দেখতে হুবহু প্লাস্টিকের ব্যাগ মনে হলেও এটা প্লাস্টিক নয়। পাট থেকে তৈরি করা সোনালী ব্যাগ। ব্যবহারের পর মাটিতে ফেললে কিছুদিনের মধ্যেই মাটির সঙ্গে মিশে জৈব সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। রাস্তাঘাটে ফেললে সেটা ড্রেনে পৌঁছুলেও জলাবদ্ধতা সৃষ্টি হবে না। কারণ কিছুদিন পরই জলের সাথে মিশে মাছের খাদ্যে পরিণত হবে। এ এক জাদুকরী উদ্ভাবন, যার উদ্ভাবক জনাব মোবারক আহমদ খান-- মানিকগঞ্জের কৃতি সন্তান, এ বছর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী।

স্যারের সঙ্গে আজ দীর্ঘ আলাপচারিতা হলো। মাটি রক্ষা না হলে গাছ বুনে প্রকৃতি বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না নদীনালাও। বাজারে গিয়ে পাঁচ পদের জিনিস কিনলে পাঁচটা পলিব্যাগ ধরিয়ে দেবে। সেগুলোর মেয়াদ বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত। পরবর্তী গন্তব্য বাংলার নদীনালা, খালবিল, পুকুর কিংবা জমিন। বিষয়গুলো সচেতন মানুষমাত্রই অনুভব করেন। কিন্তু, প্রশ্ন হচ্ছে, এর সমাধান কী? সোনালী ব্যাগ কোথায় পাওয়া যাবে? সাধারণ পলিব্যাগের সাথে দামের পার্থক্য কতটা?

আপনি চাইলে সোনালী ব্যাগ আপনার বাড়ির পাশের দোকানেই পাওয়া সম্ভব। কেবল আগ্রহটুকু দেখাতে হবে, প্লাস্টিকের পলিব্যাগ বর্জন করতে হবে। আপনার পক্ষ থেকে এটুকুই যথেষ্ট। ক্রেতার আগ্রহ থাকলে বিক্রেতা সে জিনিস দোকানে রাখবেই। সোনালী ব্যাগের দাম খুব বেশি নয়। ব্যবহার এবং আকারের ভিন্নতা অনুসারে বিভিন্ন রকম সোনালী ব্যাগ তৈরি করা হয়। ছবির ব্যাগটির দাম ৮/১০ টাকা, খানিকটা পুরু। এটা শুকনো বাজারের জন্য ব্যবহার করা যাবে, এবং কয়েকবার ব্যবহার করা যাবে। ওদিকে, পাতলা ব্যাগের দাম পড়বে ৫/৬ টাকা । মোবারক স্যার আজ বলছিলেন, সোনালী ব্যাগের দাম আরও কমিয়ে প্রায় শূণ্যের কোঠায় নামানো সম্ভব! কারণ, এক কেজি পাট থেকে এক কেজি সোনালী ব্যাগ তৈরি করা যায়। এক কেজি পাটের দাম ৬০/৭০ টাকার বেশি নয়।

পুরো ব্যাপারটা নির্ভর করছে ভোক্তা পর্যায়ে ব্যবহারের ওপর। আমরা যদি বেশি করে ব্যবহার করি, তাহলে সোনালী ব্যাগ বিনামূল্যেও পাওয়া যাবে। কিভাবে? বাজার করার সময় আপনি বিনামূল্যে যে প্লাস্টিকের পলিব্যাগগুলো পাচ্ছেন, দোকানদারকে সেগুলো ৩২০-৩৫০ টাকা কেজি দরে কিনতে হয়। অতএব, বুঝতেই পারছেন, ৬০/৭০ টাকা কেজি দরে কেনা সোনালী ব্যাগের দাম রাখার প্রশ্নই ওঠেনা। সেদিক থেকে দোকানদারের বরং লাভই হবে। এটা কেবল তখনই সম্ভব হবে যখন আমরা প্লাস্টিক ব্যাগের জায়গাটি সোনালী ব্যাগকে দেবো।

আলাপচারিতা শেষে আজ হরিরামপুর শ্যামল নিসর্গ'র পক্ষ থেকে মোবারক আহমদ স্যারকে ফুলেল ভালোবাসার পাশাপাশি উপহার দেয়া হলো 'নিসর্গপত্র'-- সংগঠনের পরিবেশ বিষয়ক পত্রিকা।

স্যারের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছিলো। ছেলেবেলা থেকে রচনা লেখায় 'Government should take some necessary steps' লাইনটা লিখেই তো সব দায় সারলাম! এবার নিজে কিছু করি। 'দেশ বদলাবো', 'সমাজ বদলাবো' এগুলো অনেক বড় কথা, দিনশেষে ফলাফলশূণ্য। তারচে ছোট্ট একটা কাজ করি, নিজেকে বদলাই। প্লাস্টিকের পলিব্যাগ বর্জন করি। নিজে সোনালী ব্যাগ ব্যবহার করি, অন্যকে উৎসাহিত করি। দোকানদারকে বারবার জিজ্ঞেস করি, 'ভাই, সোনালী ব্যাগ এনেছেন?'

# হিজুলি, মানিকগঞ্জ।

🌿 আসন্ন ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যেতে চান ??? আসুন একনজরে দেখে নেই ঈদুল আযহার ছুটিতে আপনাদের জন্য কি কি ট্যুর আয়োজন করেছে...
09/06/2024

🌿 আসন্ন ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যেতে চান ??? আসুন একনজরে দেখে নেই ঈদুল আযহার ছুটিতে আপনাদের জন্য কি কি ট্যুর আয়োজন করেছে টিম GDM -

০১) ইভেন্টের নামঃ ঈদের ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিলাক্স ট্রিপে GDM (01)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুন,২০২৪,মঙ্গলবার সকালে।
ঢাকায় ফেরাঃ ২৩ জুন,২০২৪,রবিবার রাতে।
ইভেন্ট ফিঃ $230 USD
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/r1NDA

২) ইভেন্টের নামঃ ঈদের ছুটিতে মেঘের রাজ্য মেঘালয়ে GDM -(6)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে ।
ঢাকায় ফেরাঃ ২৩ জুন,২০২৪,রবিবার ভোরে।
ইভেন্ট ফিঃ ১৫,০০০ রুপি জনপ্রতি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/bQ3or

৩) ইভেন্টের নামঃ ঈদুল আযহার ছুটিতে চিম্বুকের কিরসা ও ধনেশ পাখিদের পাহাড় কির্সতং - রুংরাং এ GDM (10)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২২ জুন,২০২৪,শনিবার সকালে।
ইভেন্ট ফিঃ ৭০০০ টাকা জনপ্রতি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/3g0ze

৪) ইভেন্টের নামঃ Alikodom Wilderness Trek 2.0 : Hills & Falls (Eid ul Azha,2024)
ঢাকা থেকে যাত্রাঃ ১৮ জুন,২০২৪,মঙ্গলবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২৩ জুন,২০২৪,রবিবার ভোরে।
ইভেন্ট ফিঃ ৮৯৯৯ টাকা জনপ্রতি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/6FEXQ

৫) ইভেন্টের নামঃ ঈদুল আযহার ছুটিতে গগনে গরজে মেঘ ঘন বর্ষায় সবুজ সিলেটে GDM (11)
ঢাকা থেকে যাত্রাঃ ১৯ জুন,২০২৪,বুধবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২২ জুন,২০২৪,শনিবার ভোরে।
ইভেন্ট ফিঃ ৭০০০-৮০০০ টাকা জনপ্রতি
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/jlyrN

৬) ইভেন্টের নামঃ ঈদুল আযহার ছুটিতে ভরা বর্ষায় বুনো ধুপ্পানী, ন-কটা ও মুপ্পোছড়া ঝর্ণায় GDM (16)
ঢাকা থেকে যাত্রাঃ ১৯ জুন,২০২৪,বুধবার রাতে।
ঢাকায় ফেরাঃ ২২ জুন,২০২৪,শনিবার ভোরে।
ইভেন্ট ফিঃ ৫৯৯৯ টাকা জনপ্রতি।
ইভেন্ট লিংকঃ https://shorturl.at/6WKFw

✅ যেই ট্যুরে যেতে চান দ্রুত কনফার্ম করে ফেলুন।একঘেয়েমির জীবন থেকে মুক্তি পেতে, একটু প্রকৃতির সান্নিধ্য নিতে নির্ভাবনায় ট্যুর দিন জিডিএম এর সাথে।

☎️ কনফার্ম করতে যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে-
📞 01674948668
📞 01673898407

🔶 ঈদুল আযহার ছুটিতে চলুন GDM  এর সাথে বুনো ধূপ্পানী, ন- কটা,মুপ্পোছড়া ঝর্ণায় 🔶🍀 যারা দীর্ঘ পথের ট্রেকিং ভয় পান বা কখনো ...
07/06/2024

🔶 ঈদুল আযহার ছুটিতে চলুন GDM এর সাথে বুনো ধূপ্পানী, ন- কটা,মুপ্পোছড়া ঝর্ণায় 🔶

🍀 যারা দীর্ঘ পথের ট্রেকিং ভয় পান বা কখনো কোন ট্রেকিং করেন নাই, তাদের জন্য চমৎকার একটা ট্রেইল হলো এই ধুপ্পানী। তুলনামূলক কম ট্রেকিং এবং কম পাহাড়ে উঠানামার ট্রেইল এটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ধুপ্পানী ঝর্ণা দেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা গুলার থেকে অন্যতম। এত্তো কম ট্রেকিং করে এত্তো চমৎকার ঝর্ণা দেখার সুযোগ ধুপ্পানী মুপ্পোছড়া ব্যাতিত আর নেই।

✅ আগামী ১৯ জুন,২০২৪ ঈদুল আযহার ছুটিতে টিম GDM যাচ্ছে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ধুপ্পানি,মুপ্পোছড়া এবং ন-কাটা ঝর্ণা দেখতে। তুলনামূলক সহজ ট্রেকিং এ জয়েন করতে চাইলে দ্রুত বুকিং করে ফেলুন।

📞 কনফার্ম করতে কল করুন এই নাম্বারে -01674948668(আরেফিন ভাই)

👇 যারা যেতে চান তারা নিচে দেয়া ইভেন্ট লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন-
https://shorturl.at/6WKFw

🌿 ধুপপানি অর্থ সাদা পানির ঝর্ণা। ঝর্ণার পানি স্বচ্ছ এবং যখন অনেক উচু থেকে তার জল আছড়ে পড়ে তখন তা শুধু সাদাই দেখা যায়।...
06/06/2024

🌿 ধুপপানি অর্থ সাদা পানির ঝর্ণা। ঝর্ণার পানি স্বচ্ছ এবং যখন অনেক উচু থেকে তার জল আছড়ে পড়ে তখন তা শুধু সাদাই দেখা যায়। তাই একে ধুপ পানির ঝর্ণা বলা হয়। সমতল থেকে এর উচ্চতা প্রায় ১৫০ মিটার। ঝর্ণা থেকে পানি আছড়ে পড়ার শব্দ প্রায় ২ কিলোমিটার দুর থেকে শোনা যায়।

🚎 আগামী ১৯ জুন,২০২৪ ঈদুল আযহার ছুটিতে টিম GDM যাচ্ছে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ধুপ্পানি,মুপ্পোছড়া এবং ন-কাটা ঝর্ণা দেখতে। তুলনামূলক সহজ ট্রেকিং এ জয়েন করতে চাইলে দ্রুত বুকিং করে ফেলুন।

🔶 এই ট্যুরে আমরা দেখবোঃ
✅ ধুপ্পানি ঝর্ণা
✅ মুপ্পোছড়া ঝর্ণা
✅ ন কাটা ঝর্ণা
✅ কাপ্তাই লেক।

📞 কনফার্ম করতে কল করুন এই নাম্বারে -01674948668(আরেফিন)

👇 যারা যেতে চান তারা নিচে দেয়া ইভেন্ট লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন-
https://shorturl.at/6WKFw

🌸 ঈদের ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিল্যাক্স ট্রিপে চলুন GDM এর সাথে 🌸এক অদ্ভুত মায়ার দেশ নেপাল। হিমালয় কন্যা নামেই তা...
06/06/2024

🌸 ঈদের ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিল্যাক্স ট্রিপে চলুন GDM এর সাথে 🌸

এক অদ্ভুত মায়ার দেশ নেপাল। হিমালয় কন্যা নামেই তার পরিচিতি। বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় দেশটি।এর সৌন্দর্য উপভোগ করতে আমরা যাচ্ছি ঈদুল আযহার ছুটিতে হিমালয়ের দেশ নেপালে।

➡️ যে সকল জায়গা ঘুরে বেড়াবোঃ
🟢 কাঠমুন্ডু দরবার স্কয়ার।
🟢 পশুপতিনাথ মন্দির।
🟢 ফেওয়া লেকের পাশে সন্ধ্যা আরতি
🟢 থামেল।
🟢 ফেওয়া লেক।
🟢 ডেবিস ফলস্।
🟢 গুপ্তেশ্বর মহাদেব কেভ।
🟢 শরনকোট।
🟢 ঘান্দ্রুক

🗓️ সম্ভাব্য যাত্রার তারিখ - ১৮শে জুন,২০২৪,মঙ্গলবার।
🗓️ সম্ভাব্য রিটার্ন তারিখ - ২৩শে জুন,২০২৪,রবিবার।

🌿 আমাদের সাথে নেপালের অপরূপ সৌন্দর্য ঘুরে দেখতে দ্রুত কনফার্ম করে ফেলুন।

☎️ কনফার্ম করতে যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে-
📞 01674948668
📞 01834838592

👇 ট্যুরের বিস্তারিত জানতে নিচে দেয়া নীল লেখার ইভেন্ট লিংকে ক্লিক করুন-
https://shorturl.at/SAE6A

কখনো আকাশের মতো নীল, কখনো আয়নার মতো স্বচ্ছ—এমন স্নিগ্ধ রঙে রাঙা পানিতে টইটুম্বর হাওড় -বাঁওড়। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়,...
03/06/2024

কখনো আকাশের মতো নীল, কখনো আয়নার মতো স্বচ্ছ—এমন স্নিগ্ধ রঙে রাঙা পানিতে টইটুম্বর হাওড় -বাঁওড়। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝরনা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, অগণিত পাখির কলতান আর করচ-হিজল বনের অপরূপ সৌন্দর্যের সমাহার দেখা যাবে শুধু টাঙ্গুয়ার হাওড়েই।

🌺 টাংগুয়ার হাওড় সিজন শুরু হয়ে গেলো বলে। এখন প্রতিদিনই হাওড়ে বৃষ্টি হচ্ছে।বৃষ্টিস্নাত টাংগুয়ার হাওড় অনেক স্নিগ্ধ সুন্দর। এখন হাওড়ে ট্যুরিষ্টের প্রেশার কম। যারা নিরিবিলি টাংগুয়ার হাওড় পছন্দ করেন, তারা চাইলে আগামী শুক্র-শনিবারের টাংগুয়ার হাওড়ের ট্রিপে অংশগ্রহণ করতে পারেন।

🗓️ আগামী ৬ জুন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাচ্ছি সুনামগঞ্জ। ৭ জুন- ৮জুন , শুক্র-শনি, এই দুইদিন টাংগুয়ার হাওড়ের সব স্পট ঘুরবো লাক্সারিয়াস ক্লাসিক হাউজবোট নবাব - The Haor Villa তে করে। ০৯জুন রবিবার ভোরে ঢাকায় থাকবো ইনশাল্লাহ।

✅ যারা এই ট্রিপে যেতে চান আর বাসের সামনে সিট পেতে চান, তারা কনফার্মেশন এর জন্য 01674948668 নম্বরে যোগাযোগ করুন।

👇 আর এই ট্যুরের সমস্ত বিস্তারিত জানতে নিচে দেয়া নীল লেখার ইভেন্ট লিংকে ক্লিক করুন-
https://shorturl.at/Bqb8v

🍀একদিনে ঘুরে আসুন মেলখুম,মহামায়া লেক ও গুলিয়াখালি সমুদ্র সৈকতে GDM এর সাথে🍀🗓️ ঢাকা থেকে যাত্রা : ৬ জুন,২০২৪, বৃহস্পতিব...
02/06/2024

🍀একদিনে ঘুরে আসুন মেলখুম,মহামায়া লেক ও গুলিয়াখালি সমুদ্র সৈকতে GDM এর সাথে🍀

🗓️ ঢাকা থেকে যাত্রা : ৬ জুন,২০২৪, বৃহস্পতিবার রাতে।
🗓️ ঢাকায় ফেরা : ৭ জুন,২০২৪,শুক্রবার রাতে।

📌 ৬ জুন,২০২৪,আমরা যাচ্ছি মেলখুম,মহামায়া লেক আর গুলিয়াখালি সমুদ্র সৈকত ভ্রমণে।মেলখুমের এডভেঞ্চার,মহামায়া লেকের সৌন্দর্য,সমুদ্রের বিশালতায় আপনি মুগ্ধ হতে বাধ্য।যারা বুনো ট্রেইল পছন্দ করেন,তাদের জন্য এক কথায় সেরা ট্রেইল হলো মেলখুম। তাই দেরি না করে কনফার্ম করে ফেলুন আর GDM এর সাথে ঘুরে আসুন মেলখুমে।

✅ কনফার্ম করতে কল করুন এই নাম্বারে -01674948668 (আরেফিন)

✅ যারা যেতে চান তারা নিচে দেওয়া ইভেন্ট লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন-
https://shorturl.at/6yxFz

ছবিগুলো দার্জিলিং এর। অনেকেই হোটেল না পেয়ে ঠান্ডার মধ্যে বাইরে রাত কাটাইছে সেদিন। ফেসবুকে "গিয়ে বুক করবেন" কমেন্ট দেখে খ...
01/06/2024

ছবিগুলো দার্জিলিং এর। অনেকেই হোটেল না পেয়ে ঠান্ডার মধ্যে বাইরে রাত কাটাইছে সেদিন।

ফেসবুকে "গিয়ে বুক করবেন" কমেন্ট দেখে খুশি হওয়া সিংগেলদের জন্য সহজ কিন্তু সাথে যখন ফ্যামিলি থাকে তখন সেটা ফলো করা বোকামি । একা একা কোথাও না কোথাও বসে শুয়ে কাটিয়ে দেয়া যায় কিন্তু সাথে ফ্যামিলি থাকলে সেটা সম্ভব না।

তাই কোথাও যেতে হলে আগেই সব বুকিং করে ফেলবেন। ভ্রমণ হবে সহজ ও সুন্দর।

P.C. তৌকির সাহেব

টাংগুয়ার হাওড় সিজন শুরু হয়ে গেলো বলে। এখন প্রতিদিনই হাওড়ে বৃষ্টি হচ্ছে।বৃষ্টিস্নাত টাংগুয়ার হাওড় অনেক স্নিগ্ধ সুন্দর। এখ...
01/06/2024

টাংগুয়ার হাওড় সিজন শুরু হয়ে গেলো বলে। এখন প্রতিদিনই হাওড়ে বৃষ্টি হচ্ছে।বৃষ্টিস্নাত টাংগুয়ার হাওড় অনেক স্নিগ্ধ সুন্দর। এখন হাওড়ে ট্যুরিষ্টের প্রেশার কম। যারা নিরিবিলি টাংগুয়ার হাওড় পছন্দ করেন, তারা চাইলে সপ্তাহের মাঝের টাংগুয়ার হাওড়ের ট্রিপে অংশগ্রহণ করতে পারেন।

আগামী ০৩-০৪ জুন ও ৫-৬ জুন কিছু সিট ফাকা আছে। বরাবরের মত নবাব - The Haor Villa হাউজবোটে করে আমরা টাংগুয়ার হাওড়ের সব স্পটে ঘুরবো।

যারা এই ট্রিপগুলায় যেতে চান আর বাসের সামনে সিট পেতে চান, তারা কনফার্মেশন এর জন্য 01674948668 নম্বরে যোগাযোগ করুন।

বাবর আলী মাউন্ট এভারেস্টের চুড়ায় উঠেছেন। এভারেস্টের ওঠার দুইদিন পরেই উঠেছে লোৎসে পর্বতের চুড়ায়। একইসাথে দুটি আট হাজার মি...
30/05/2024

বাবর আলী মাউন্ট এভারেস্টের চুড়ায় উঠেছেন। এভারেস্টের ওঠার দুইদিন পরেই উঠেছে লোৎসে পর্বতের চুড়ায়। একইসাথে দুটি আট হাজার মিটার পর্বতশৃঙ্গ আরোহনকারী প্রথম বাংলাদেশী তিনি। সে অভিজ্ঞতাই জানাচ্ছিলেন যমুনা টিডির সাক্ষাৎকারে।

বাবর আলী শুধু পপর্বতারোহী নন, ম্যারাথন আর সাইক্লিং নিয়েও তার ভীষণ আগ্রহ। হেঁটে হেঁটে ঘুরেছেন ৬৪ জেলা। পেশায় তিনি একজন ডাক্তার, পড়েছেন চট্টগ্রাম মেডিকেল থেকে।
আমি এভারেস্ট জয়ের গল্পের মধ্যেই তাকে চিনেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে আত হাজার মিটার ওপর থেকে পৃথিবীটা কেমন? এই অদম্য ইচ্ছাই বাবর আলীর মতো মানুষদের এভারেস্ট জয়ের মতো দু:সাহসী অভিযানে টেনে নেয়। তার কাছে জিজ্ঞাসার কতো কিছু জমে আছে মনের ভেতর! কখনও সুযোগ পেলে আমি যে মানুষদের সাক্ষাৎকার নিতে চাই তার মধ্যে বাবর আলী একজন।

যাহোক, দেখছিলাম যমুনা টিভির নেওয়া সাক্ষাৎকার। সেই নিউজের কমেন্টবক্সে ঢুকলে আমাদের শিক্ষার মান সম্পর্কে একটা ধারণা পাওয়া। কমেন্টকরা অধিকাংশ নেটিজনের মন্তব্য পড়তেও লজ্জা লাগে। বেশিরভাগই তার চুল-দাঁড়ি নিয়ে কথা বলছেন। কেউ কেউ পাবনা ফেরত বলে মন্তব্য করছেন। এই পাগলাটে চেহারা তাদের মেনে নিতে দারুণ কষ্ট হয়। যেন এভারেস্টে উঠলেও কোট-প্যান্ট পড়ে উঠতে হবে।

আইনস্টাইন এদেশে জন্মালে তাকেও এই নেটিজনদের ভ্রুকুটি সহ্য করতে হতো। হয়তো হতাশায় পরে বিজ্ঞানচর্চা ছেড়েই দিতে হতো। আচ্ছা, বাবর আলীর অর্জন দেখে আমাদের দেশের মানুষ মানতে পারছেনা কেন?

ঘুরিয়ে কথা বলা আমার অভ্যেস! তাই আসেন একটু কথা ঘুরাই। ফেসবুকে যারা যমুনা টিভির এই সাক্ষাৎকারে কমেন্ট করেছেন ধরে নেই তাদের প্রত্যেকেই ক্লাস ফাইভ পাশ। আর ক্লাস ফাইভ পাশ মানেই বাংলা বইয়ে তারা আমাদের জাতীয় কবি 'কাজী নজরুল ইসলাম' রচিত 'সংকল্প' কবিতাটি পড়েছেন। অথচ এই পাঠ তাদের মনোজগতে কোন প্রভাবই ফেলতে পারেনি। তাহলে এই পাঠের মানে কি? এই পাঠের কোন প্রয়োজনীয়তাই নাই।
আচ্ছা, বাংলায় রচিত একটা সহজ কবিতা আমাদের মনোজগতে কোন প্রভাব ফেলতে পারেনা তাহলে আরবিতে রচিত পবিত্র কুরআনের কোন প্রভাব কি আদৌ আমাদের ওপর পড়ে? যদি পড়তই তাহলে কি আমরা সৃষ্টি জগৎকে আরও গভীর ধ্যানমগ্ন দৃষ্টিতে দেখতাম না?

যাহোক, মূল প্রসঙ্গে ফিরি। আমাদের উচিৎ বাবর আলীকে নিয়ে স্কুলে স্কুলে ঘুরে বাচ্চাদের জানার পরিধিকে আরও বাড়িয়ে তোলা। তাদের কল্পনাকে এভারেস্টের চুড়ায় নিয়ে যাওয়া। খুব সম্প্রতি বাচ্চাদের সাথে খুব কাছে থেকে মেশার সুযোগ হয়েছিল। চারমাসের মতো পড়য়েছি। তাদের সাথে যখন আমাদের এডভেঞ্চারের গল্পগুলো করতাম তারা বুভুক্ষু শ্রোতার মতো গোগ্রাসে গিলত। শুধু গল্প শোনার লোভে মন দিয়ে পড়া করে আসত। বাবর আলীর এভারেস্ট জয়ে আমি বাচ্চাদের ভীষণ মিস করছি। তাদের সাথে বাবর আলীর গল্পটা বেশ জমত।

আমার মনে হয়, যমুনা টিভির জায়গায় দুরন্ত টিভির উচিৎ বাবর আলীকে নয়ে প্রোগ্রাম করা। এতে আমাদের পরবর্তী প্রজন্ম কৌতুহলী হয়ে উঠবে। তাদের জগৎ টা আরও বিস্তৃত হবে।

দ্বিতীয় ছবিটা কামার আহমেদ সাইমনের। উনি বুয়েট থেকে আর্কিটেকচারে পড়েছেন। সিনেমা বানান। জীবন কেন্দ্রীক সিনেমা। তার সিনেমা 'রংবাজী' না। 'শুনতে কি পাও' 'নীল মুকুট' 'অন্যদিন' প্রত্যেকটিই আন্তর্জাতিকভাবে বেশ আলোচিত। পৃথিবীর নামীদামি অনেক ফেস্টিভ্যালেই তার সুবাদে আমাদের গল্প গুলো ছড়িয়ে যাচ্ছে। আমাদের জীবনঘন মুহূর্তগুলোর সাথে বিশ্ববাসী পরিচিত হচ্ছে৷

এইটার গুরুত্ব আমরা দতে পারিনা! জাপান পুরো পৃথিবীতে নিজেদের কালচার ছড়িয়েছে এনিমে ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। কালচারের সাথে সাথে ছড়িয়েছে ব্যবসা আর রাজনৈতিক সম্পর্ক। জাপানে যে পর্যটকরা বেড়াতে যান তাদের বিশাল একটা অংশ এনিমে দ্বারা অনুপ্রাণিত। ফলে নির্মাণের শক্তিটা এখানে বোঝা যায়।
কামার আহমেদ সাইমনের 'শিকলবাহা' ছবিটি এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের 'গোল্ডেন গবলেট' এ নির্বাচিত হয়েছে। সেটির খবরই এসেছে যমুনা টিভির নিউজে। সেই নিউজে একঘন্টারও কম সময়ে ৩৩ টা হাহা রিয়্যাক্ট।

কারা এরা? যারা জীবনকে ঘোর একপেশে ভাবে দেখে তারাই। এরা নিজেরাও হয়তো জানেনা তারা কেন হাহা দিচ্ছে। এই হাহাগুলোই আমাদের দেশ থেকে প্রতিভাগুলোকে তাড়িয়ে দিয়ে দেশে অদ্ভুত সিনেমার বাজার তৈরী করে। অখাদ্য সব সিনেমা দেখে আবার এই হাহা গোষ্ঠীই বলে সব রসাতলে যাচ্ছে।
যাহোক- কথায় কথায় বাড়ে! কথা বাড়লে বাড়ে রাত! আর কথা বাড়িয়ে লাভ নেই।

মূল লেখা : জাফর মুহাম্মদ

29/05/2024

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র তারা আনতে পারবেন।

অনেকসময়ই দেখা যায় পরিবার বা বন্ধুদের জন্য শখ করে কিনে আনা বা নিজের প্রয়োজনীয় কোনো একটি পণ্য আইনি অনুমোদন না থাকায় আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আবার যথাযথ নিয়ম মেনে শুল্ক দিয়ে পণ্যটি ছাড়ানোর উদ্দেশ্য থাকলেও পূর্বপ্রস্তুতি না থাকায় অনেকসময় তাও সম্ভব হয় না।

বিদেশ থেকে দেশে ফেরার সময় বাংলাদেশের আইন অনুযায়ী শুল্ক না দিয়ে কোন ধরণের জিনিস কী পরিমাণ আনা যায় এবং শুল্ক প্রদান করে কোন ধরণের জিনিসপত্র আনা যায় তা এই ভিডিও টি তে দেওয়া আছে। তাই আশা করি ভিডিও টি না টেনে সম্পুর্ন দেখবেন এবং পেজ টি তে লাইক দিয়ে পাশে থাকবেন।

-24



Address


Alerts

Be the first to know and let us send you an email when Group De Madventurers - GDM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

Group De Madventurers (GDM)

ভ্রমণ, এক মারাত্মক রকমের নেশা। নতুনকে খুঁজে পাওয়ার, বৈরিতাকে জয় করে টিকে থাকার, সৌন্দর্য্য পান করার আর জীবনের স্বাদ নেওয়ার এক অপার্থিব মিশ্রণ। আর সে ভ্রমণ যদি হয় পার্থিব জগতের অপার্থিব স্থানগুলো? তবে?

এই গ্রুপের উদ্দেশ্য একটাই, সর্বনিম্ন খরচে একটি মনে রাখার মতো যাত্রার আয়োজন, যা আপনাকে দিবে উপরের সবটাই। সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনে আর মানুষের মুখে নিজ দেশ, পরদেশ নানা জায়গার গল্প শুনে আর কত দিন? আসুন, বেড়িয়ে পড়ি "থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগতটাকে" শপথ করে, গ্রুপ ডি ম্যাডভেঞ্চারারস পরিবারের সাথে।

এটি একটি ব্যক্তিগত উদ্যোগে চালিত গ্রুপ। উদ্যোম আর সাহসের সংমিশ্রণের মানুষগুলোকে একসাথে করে জীবনটাকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করাই আমাদের লক্ষ্য। দেশের দূর্গম থেকে সুগম, যে কোন এ্যাডভেঞ্চারাস ভেন্যুকে জয় করাই আমাদের উদ্দেশ্য। যে কোন ট্যুরে ছেলে মেয়ে সকলেই সতঃস্ফূর্তোভাবে অংশগ্রহণ করতে পারবে। আমাদের লক্ষ্য দেশের সেসব জায়গায় ট্যুর করা যেখানে সাধারণ মানুষ ইচ্ছের ঘুড়ি উড়ে বেড়ায়। আমাদের পরিবারে সবাই স্বাধীন, যে কোন মতামতে, যে কোন প্রশ্নে, যে কোন প্রস্তাবে কিংবা পরামর্শে। তবে সব কিছুই শালীনতার সীমা লঙ্ঘন না করে।

আপনি কি এ্যাডভেঞ্চার প্রিয় দূরন্ত একজন? তবে, আপনাকে স্বাগতম।