22/10/2022
ঝালকাঠির বন্ধুদের সহযোগিতা পেলে আমার পূর্বপুরুষের শেকড় এর সন্ধান পেতে পারি।
আমার পূর্বপুরুষ বাংলাদেশের ঝালকাঠি জেলার মহদিপুর
গ্রামের জমিদার ছিলেন।
জমিদার বিশ্বম্ভর রায় চৌধুরী আমার পূর্বপুরুষ।
বিশ্বম্ভর রায় চৌধুরীর পুত্র হিরালাল রায় চৌধুরী এবং তার পুত্র সূর্যকান্ত রায় চৌধুরী।
সূর্যকান্ত রায় চৌধুরী। ডাক্তার ছিলেন, ঝালকাঠি বন্দরে তার খুব বড় দোতলা চেম্বার ছিল।
মহদিপুর গ্রামে সূর্যকান্ত রায় চৌধুরী র পূর্বপুরুষদের ভস্ম নাকি এখনো রয়েছে নদীর ধারে।
যতদূর শুনেছি দেশভাগের পর তাদের ফেলে আসা বাড়িঘরে গণি নামে একভদ্রলোক বসবাস করতেন।
সূর্যকান্ত রায় চৌধুরীর সেই সময়ের ছবি দিলাম।বাংলাদেশের বৃহত্তর বরিশালের
ঝালকাঠিতে এনার ই চেম্বার ছিল।
প্রসেনজিৎ রায় চৌধুরী, কলকাতা https://www.facebook.com/prosenjit.roychowdhury.14