19/09/2022
ত্বকের বিভিন্ন ধরন কী কী?
ডঃ শারদ নিম্নলিখিত ত্বকের তালিকা দিয়েছেন।
*স্বাভাবিক ত্বক (Normal Skin)
*তৈলাক্ত ত্বক (Oily Skin)
*শুষ্ক ত্বক (Dry Skin)
*শুষ্ক এবং তৈলাক্ত ত্বকের মিশ্রণ (Combination Skin)
*সংবেদনশীল ত্বক (Sensitive Skin)
*ব্রণ প্রবণ ত্বক (Acne-prone Skin)
*পিগমেন্ট ত্বক (Pigment Skin)
আপনার ত্বকের ধরন বুঝবেন কীভাবে?
চর্মরোগ বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন, “যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনার মুখ ধুয়ে নিন এবং এক ঘণ্টা অপেক্ষা করুন। একটি টিস্যু পেপার নিন এবং আপনার ত্বকের চারপাশে ড্যাব করুন।”
*টিস্যু পেপার মসৃণ হলে আপনার ত্বক স্বাভাবিক থাকে।
*যদি এটি প্যাচপ্যাচে হয়, আপনার তৈলাক্ত ত্বক আছে।
*যদি টি-জোন প্যাচ থাকে, তা হলে কম্বিনেশন স্কিন।
*যদি আপনার ত্বক খুব শুষ্ক মনে হয়, তাহলে এটি স্বাভাবিকভাবেই শুষ্ক ত্বক।
*যদি আপনার ত্বকে খুব সহজেই ফুসকুড়ি হয়ে যায়, আপনার ত্বক সংবেদনশীল।
*যখন আপনি কোনো প্রোডাক্ট ব্যবহার করেন এবং আপনার ব্রণ হয়, তার মানে আপনার ব্রণপ্রবণ ত্বক আছে।
*যখন আপনি আহত হন এবং আপনি পিগমেন্টেশন পান, তাহলে আপনার পিগমেন্ট ত্বক রয়েছে।
ত্বকের ধরন কি পরিবর্তন হতে পারে?
ডাক্তারের মতে, “বয়স, জলবায়ু, হরমোনের সাথে ত্বকের ধরণ বদলায়। এছাড়াও গর্ভাবস্থায় কিংবা যদি আপনার PCOS বা হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে ত্বকের ধরন পরিবর্তিত হতে পারে। আপনি মুখে যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন সেটাও ত্বকের ধরন পরিবর্তন করার জন্য দায়ী হতে পারে। তাছাড়া, ঠাণ্ডা তাপমাত্রায় স্বাভাবিক ত্বক শুষ্ক হয়ে যায়, আর তৈলাক্ত ত্বক স্বাভাবিক হয়ে যায়।”
ত্বকের যত্ন নিতে যেসকল প্রোডাক্ট আপনি ব্যবহার করেন সেগুলির গুণগত মান সম্বন্ধেও সচেতন থাকুন। অনেক সময় সস্তার প্রোডাক্ট আপনার ত্বকে ক্যানসারের মতো রোগের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। আপনার ত্বকের ধরন জেনে নেওয়ার পরই কোনোরকম প্রোডাক্ট ব্যবহার করা শুরু করবেন। নয়তো ত্বকের যত্ন নেওয়ার বদলে পক্ষান্তরে ত্বকের ক্ষতিও হয়ে যেতে পারে।