Skin care Trips

  • Home
  • Skin care Trips

Skin care Trips Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Skin care Trips, .

ত্বকের বিভিন্ন ধরন কী কী?ডঃ শারদ নিম্নলিখিত ত্বকের তালিকা দিয়েছেন।*স্বাভাবিক ত্বক (Normal Skin)*তৈলাক্ত ত্বক (Oily Skin...
19/09/2022

ত্বকের বিভিন্ন ধরন কী কী?

ডঃ শারদ নিম্নলিখিত ত্বকের তালিকা দিয়েছেন।

*স্বাভাবিক ত্বক (Normal Skin)

*তৈলাক্ত ত্বক (Oily Skin)

*শুষ্ক ত্বক (Dry Skin)

*শুষ্ক এবং তৈলাক্ত ত্বকের মিশ্রণ (Combination Skin)

*সংবেদনশীল ত্বক (Sensitive Skin)

*ব্রণ প্রবণ ত্বক (Acne-prone Skin)

*পিগমেন্ট ত্বক (Pigment Skin)

আপনার ত্বকের ধরন বুঝবেন কীভাবে?

চর্মরোগ বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন, “যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনার মুখ ধুয়ে নিন এবং এক ঘণ্টা অপেক্ষা করুন। একটি টিস্যু পেপার নিন এবং আপনার ত্বকের চারপাশে ড্যাব করুন।”

*টিস্যু পেপার মসৃণ হলে আপনার ত্বক স্বাভাবিক থাকে।

*যদি এটি প্যাচপ্যাচে হয়, আপনার তৈলাক্ত ত্বক আছে।

*যদি টি-জোন প্যাচ থাকে, তা হলে কম্বিনেশন স্কিন।

*যদি আপনার ত্বক খুব শুষ্ক মনে হয়, তাহলে এটি স্বাভাবিকভাবেই শুষ্ক ত্বক।

*যদি আপনার ত্বকে খুব সহজেই ফুসকুড়ি হয়ে যায়, আপনার ত্বক সংবেদনশীল।

*যখন আপনি কোনো প্রোডাক্ট ব্যবহার করেন এবং আপনার ব্রণ হয়, তার মানে আপনার ব্রণপ্রবণ ত্বক আছে।

*যখন আপনি আহত হন এবং আপনি পিগমেন্টেশন পান, তাহলে আপনার পিগমেন্ট ত্বক রয়েছে।

ত্বকের ধরন কি পরিবর্তন হতে পারে?

ডাক্তারের মতে, “বয়স, জলবায়ু, হরমোনের সাথে ত্বকের ধরণ বদলায়। এছাড়াও গর্ভাবস্থায় কিংবা যদি আপনার PCOS বা হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে ত্বকের ধরন পরিবর্তিত হতে পারে। আপনি মুখে যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন সেটাও ত্বকের ধরন পরিবর্তন করার জন্য দায়ী হতে পারে। তাছাড়া, ঠাণ্ডা তাপমাত্রায় স্বাভাবিক ত্বক শুষ্ক হয়ে যায়, আর তৈলাক্ত ত্বক স্বাভাবিক হয়ে যায়।”

ত্বকের যত্ন নিতে যেসকল প্রোডাক্ট আপনি ব্যবহার করেন সেগুলির গুণগত মান সম্বন্ধেও সচেতন থাকুন। অনেক সময় সস্তার প্রোডাক্ট আপনার ত্বকে ক্যানসারের মতো রোগের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। আপনার ত্বকের ধরন জেনে নেওয়ার পরই কোনোরকম প্রোডাক্ট ব্যবহার করা শুরু করবেন। নয়তো ত্বকের যত্ন নেওয়ার বদলে পক্ষান্তরে ত্বকের ক্ষতিও হয়ে যেতে পারে।

মেথিআধা কাপ নারকেল তেলে ১ চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা ...
18/01/2022

মেথি
আধা কাপ নারকেল তেলে ১ চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল
সপ্তাহে দুইদিন অ্যালোভেরা জেল লাগান চুলে। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি ঝলমলে হবে চুল।

মেহেদি ও সরিষার তেল
২৫০ মিলি সরিষার তেলে ২০টি মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করুন এই তেল।

পেঁয়াজের রস
চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস ভীষণ কার্যকর। পেঁয়াজের রস সরাসরি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ঝাঁঝালো গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

ডিমের কুসুম ও মধু
ডিমের কুসুম ফেটিয়ে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তেল
কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে একদিন ম্যাসাজ করুন চুলে। আগে গরম করে নেবেন সামান্য। ম্যাসাজ শেষে গরম তোয়ালে দিয়ে জড়িয়ে নিন চুল। ১৫ মিনিট পর তোয়ালে খুলে অপেক্ষা করুন আরও ১০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল, জিরা ও মধু
১/৪ কাপ অলিভ অয়েলে ১ চা চামচ জিরা ভিজিয়ে রাখুন ৫ ঘণ্টা। এরপর মিশ্রণটি ছেঁকে তেল আলাদা করে নিন। তেলে খানিকটা মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে কাজ হবে দ্রুত।

Address


Telephone

01789465811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skin care Trips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skin care Trips:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share