07/05/2024
🎉 সরকারি ছুটির দিন উপলক্ষে।🎉
(টৈ টৈ ট্যুর এন্ড ট্রাভেলস) যাচ্ছে সীতাকুণ্ড,
🎀ইভেন্ট ফি মাত্র ১০৯৯😱
☑️ভ্রমণ_তারিখঃ
> ৯ ই মে রাত ১২ টায় ঢাকা সায়দাবাদ থেকে।
> ১০ই মে সন্ধ্যা ৬ টায় সীতাকুণ্ড থেকে।
ইনশাআল্লাহ ১০ই রাত ১২ টা নাগাদ আমরা সবাই ঢাকা পৌঁছাবো।
#যা_যা_দেখবোঃ 🌍🌍
> চন্দ্রনাথ মন্দির।
> চন্দ্রনাথ পাহাড়
> গুলিয়াখালি সী বিচ
> রূপসী ঝর্ণা /মহামায়া লেক
#প্যাকেজে_এর_মধ্যে_থাকছে।
> ঢাকা - সীতাকুন্ড - ঢাকা চেয়ারকোচ বাস।
> সকালের নাস্তা ও দুপুরের খাবার।
> অভিজ্ঞ হোস্ট,
#প্যাকেজে_এর_মধ্যে_থাকছেনা।
> লোকাল ট্রান্সপোর্ট সিএনজি খরচ(টাকা)
> হাইওয়ে বিরতিতে খাবার খরচ
যা_সাথে_নেওয়া_উচিতঃ
★যেহেতু এটা ট্র্যাকিং ট্রিপ, তাই সাথে এংলেট এবং ১ জোরা মুজা সাথে নিবেন
★ট্র্যাকিং/হাঁটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন এবং সাথে গ্লুকোজ, স্যালাইন।
#খাবারে_যা_যা_থাকবে
#সকালের_নাস্তা : পরোটা(২টা), ডিম ডাল/ভাজি,
#দুপুরের_খাবার : ভাত, মুরগী, সবজি, ডাল, সালাদ।
ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।
___________________🌍🌎___________________
*** বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার বেপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে ।
#বুকিং_প্রসিডিউরঃ
অফিসে এসে ও বুকিং দিতে পারেন বা বিকাশ এর মাধ্যমে ও বুকিং দিতে পারেন।
বুকিংয়ের উপর ভিত্তিকরে সিট প্লানিং করা হবে। যে আগে বুকিং দিবে তার সিট সামনে হবে।
➡️➡️ ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন
☎️01876081181(সাব্বির আহমাদ শিবলী)
সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং দিতে পারেন।
🏠 সোনারগাঁ,নারায়ণগঞ্জ ।
বুকিং মানি: ৫০০/- টাকা
মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে খরচ বাবদ অতিরিক্ত ১০/- টাকা সহ ৫১০/- টাকা পাঠাতে হবে। ( মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় )
➡️➡️ বিকাশঃ ( personal)
01876081181
⛔ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।