SHIB KALI TOUR

  • Home
  • SHIB KALI TOUR

SHIB KALI TOUR We also provide excellent service

22/07/2024

⛱ ⛱ বর্ষায় মন্দির নগরী #বিষ্ণুপুর, #মুকুটমণিপুর, #শুশুনিয়া ও #জয়রামবাটি , #কামারপুকুর যাওয়ার দুর্দান্ত সুযোগ 🚌🚘

জুলাই, আগস্ট সেপ্টেম্বর, যে কোনদিন।
প্যাকেজ স্টার্ট মাত্র 3499 টাকা 😳😳😳

বিষ্ণুপুর 🚉 স্টেশন থেকে পিকআপ এবং স্টেশনে ড্রপ 🚉

শুভযাত্রা জুলাই ,আগস্ট ও সেপ্টেম্বর, যেকোনো দিন চাইবে ,

🥪দুই রাত্রি ও তিন দিন থাকা খাওয়া ও সাইড সিন টুর প্লান

⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰
📌প্রথম দিন
সকালে বিষ্ণুপুর স্টেশন হইতে পিক আপ করে ,হোটেলে পৌঁছে গেলাম, তারপর ব্রেকফাস্ট করে ,একটু ফ্রেশ হয়ে নিলাম।
দুপুরে লাঞ্চ সেরে

🚌🚘🚌🚘🚌🚘🚌🚘🚌🚘
বিষ্ণুপুর মন্দির দর্শনে বেরিয়ে পড়লাম

১) মদনমোহন মন্দির, ২)মদন গোপাল মন্দির ৩)শ্যামরাই মন্দির ৪)মৃন্ময়ী ৫)পাঁচ চূড়া মন্দির ৬) জোড় বাংলা মন্দির ৭)জোড় শ্রেণী মন্দির ৮)দলমাদল কামান ৯)ছিন্নমস্তা মন্দির ১০)পোড়ামাটির হাট ১১)নন্দলাল মন্দির ১২)রাস মঞ্চ ১৩)রাধেশ্যাম মন্দির
১৪)কালাচাঁদমন্দির

📌হোটেলে ফিরে এসে সন্ধ্যেবেলায় ইভিনিং স্নাক্স এরপর। (চাইলে আপনারা নিজস্ব খরচে বালুচরী প্রোডাকশন হাউস ঘুরে আসতে পারেন)

📌তারপর আড্ডা দিয়ে রাতে ডিনার

⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰

📌 দ্বিতীয় দিন
সকাল বেলায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে, শুশুনিয়া পাহাড় ঘুরে আমরা যাব মুকুটমণিপুর ড্যাম এর উদ্দেশ্যে,

📌পথে মুকুটমণিপুর প্রবেশ করার আগে লাঞ্চ সেরে নেব।

মুকুটমণিপুর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা হোটেলে ফিরে এসে ইভিনিং স্নাক্স সেরে নেব,তারপর আড্ডা মেরে রাতে ডিনার সেরে নেব

⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰

তৃতীয় দিন

📌সকাল বেলায় ব্রেকফাস্ট এর পর ,আমরা বেরিয়ে পড়বো জয়রামবাটীর উদ্দেশ্যে মায়ের মন্দিরে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়বো

কামারপুকুর মন্দির দর্শন করে আসার পথে জঙ্গলে এ কিছুক্ষণ দাঁড়িয়ে বিষ্ণুপুর 🚉 স্টেশনে ড্রপ করব

📦📦প্যাকেজে থাকছে
।।।।।।।।।।।।।।
📌প্রথম দিন
ব্রেকফাস্ট থেকে শুরু শেষ দিনের লাঞ্চ পর্যন্ত ,

📌পরিবার ভিত্তিক রুম, নন এসি
📌(একটি রুমে পক্ষে তিনজন)
📌(একটি রুমে দুজন হলে এক্সটা চার্জ)

📌প্রথমে ১৫০০ টাকা দিয়ে জন প্রতি বুকিং করতে হবে, টাকা পাঠাতে 📌হবে আমাদের কোম্পানির নিজস্ব ব্যাংক একাউন্টে, বিল পাবেন 📌আপনার নামে

📌**প্রত্যেকের আধার কার্ডের জেরক্স ,বাচ্চার
📌বার্থ সার্টিফিকেট জেরক্স ,

**ট্যুরের বাকি টাকাপ্রথম দিন ,হোটেলে পৌঁছে নেয়া হবে

✂️✂️✂️****ক্যান্সলেশন policy

যাবার ৩০ দিন আগে ক্যান্সেল করলে অগ্রিম এর ৫০ শতাংশ টাকা কাটা হবে ,✂️
,যাবার 15 দিন আগে ক্যানসেল করলে ৭৫ শতাংশ টাকা কাটা হবে, ✂️যাওয়ার ৭ দিন আগে ক্যানসেল করলে অগ্রিমের ১০০ শতাংশ কাটা হবে ✂️✂️✂️✂️

📌বিষাদে জানতে আজই যোগাযোগ করুন

📌শিবকালী ট্যুর অ্যান্ড ট্রাভেল

📌আমাদের মোবাইল নাম্বার
📌৯০৬৪ ২২৬২৩৪, হোয়াটসঅ্যাপ নম্বর ৮৪৩৬ ৮৯ ৭৪ ৮৭

📌 আমাদের রেজিস্ট্রেশন লাইসেন্স চাইতে পারেন

📌প্রথম দিন, টোটোই করে বিষ্ণুপুর সাইড সিন ও মন্দির দর্শন করানো হবে (সময় তিন ঘন্টা)

🚌🚘🚌🚘🚌🚘🚌🚘🚌🚘📌দ্বিতীয়দিন এবং তৃতীয় দিন, ঘোরা হবে কমপক্ষে৭জন সিটিং , এবং ১১ জন সিটিং,(নন এসি গাড়ি)

📌প্যাকেজে থাকছে না

📌ট্রেনের টিকিট, কোনরকম কুলির চার্জ, তৃতীয় দিনের ইভিনিং স্ন্যাকস -📌তৃতীয় দিনের ডিনার, যেকোন স্থানের প্রবেশ মূল্য,

📌ইনক্লিউশন -যাযা নেই

📌এক্সট্রা কোন সাইড সিন ,,,,

****খরচ 📌 📌📌

📌৩৪৯৯ টাকা জন প্রতি খরচ
📌১ থেকে চার বছর ফ্রি (গাড়িতে কোন সিট পাবে না)
📌পাঁচ থেকে আট বৎসর ৭০% চার্জ লাগবে, আট বৎসর এর ওপর পুরো 📌টাকা লাগবে

📌 📌📌দয়া করে বাচ্চার রেট কমানোর জন্য ফোন করবেন না ,

📌 📌📌প্যাকেজ পছন্দ হলে ফোন করুন

🥘🥘🥘
খাবারের মেনু

📌প্রথম দিন
লুচি /কচুরি, তরকারি, রসগোল্লা একটি ও চা
দুপুরে -মিনিকেট রাইস, দুটো সবজি, ভাজা,ডাল,চিকেন কারী /ডিমের কারী, চাটনি, পাপড়

🥘🥘🥘সন্ধ্যেবেলা -ভেজ পকোড়া ,, চা

🥘🥘🥘রাত্রেবেলা -রুটি, ভাজা, চিকেন কারি,এগ কারি



🥘🥘🥘দ্বিতীয় দিন -
🥘🥘🥘ব্রেড টোস্ট /স্যান্ডউইচ, রসগোল্লা ও চা

🥘🥘🥘দুপুরে -ভাত, ডাল, সবজি ভাজা মাছের কারি/ ডিমের কারি, চাটনি

🥘🥘🥘সন্ধ্যেবেলা -পকোড়া, ও চা

🥘🥘🥘রাত্রে -ফ্রাইড রাইস /চিলি চিকেন

🥘🥘🥘তৃতীয় দিন -
🥘🥘🥘সকালে, ছোলা বাটোরা , মিষ্টিও চা,

🌺🌺🌺🌺🌺দুপুরে - মায়ের প্রসাদ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SHIB KALI TOUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share