Alfine Tours & Travels

  • Home
  • Alfine Tours & Travels

Alfine Tours & Travels Our Services

Recruiting Service:
It is stated earlier that ALFINE TOURS AND TRAVELS, originally a Recruiting Agent. Our Licence No. is RL 812. We do our

30/06/2024
17/06/2024
01/06/2024

যারা দীর্ঘ দিন আগে সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গেছেন বা কোম্পানি পাঠিয়ে দিয়েছে আপনাকে।
আপনি নতুন করে আবার আসতে চাচ্ছেন কিন্তু জানেন না যে, আপনি সৌদিতে ঢুকতে পারবেন কি না তাদের সুবিধার জন্য এই পোস্টটি।

আপনার পাসপোর্টটি নিয়ে সৌদি এম্বাসি বারিধারায় গিয়ে চেক করাতে পারবেন। অবশ্যই নিজে যেতে হবে পাসপোর্ট সাথে নিয়ে।। এম্বাসির গেটে গিয়ে দারোয়ানকে বলতে হবে সৌদি যেতে পারবো কি না চেক করাতে আসছি।
তখন আপনাকে উনারাই দেখায় দিবে কোন রুমে যেতে হবে। কোনো টাকা লাগবে না চেক করতে । ⭐⭐⭐

বিঃদ্রঃ বিষয়টা অনেকেই জানেন আবার বেশির ভাগ মানুষ জানেন না তাই পোস্ট করলাম।। হয়তো কারো উপকার হবে।।এবং নিজে সচেতন থাকুন অন্য জন কে সচেতন করুন!!

দেশে ও প্রবাসে সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারক,  ঈদ মোবারক........
09/04/2024

দেশে ও প্রবাসে সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক, ঈদ মোবারক........

সৌদি প্রবাসী কর্মীরা যারা ছুটিতে গিয়ে কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদিতে ফিরে এসে কাজে যোগ দিতে পারেনি তারা এখন থে...
21/01/2024

সৌদি প্রবাসী কর্মীরা যারা ছুটিতে গিয়ে কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদিতে ফিরে এসে কাজে যোগ দিতে পারেনি তারা এখন থেকে এক্সিট রি এন্ট্রি ভিসা এক্সপায়ার হওয়ার পর যেকোনো সময় নতুন কাজের ভিসায় পুনরায় সৌদিতে প্রবেশ করতে পারবেন। পূর্বের স্পন্সর বা কোম্পানির অধীনেই সৌদিতে প্রবেশ করতে হবে কিংবা এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর হতে তিন বছর পরে পুনরায় প্রবেশ করতে পারবে এমন শর্ত রহিত করা হয়েছে। ২১/০১/২০২৪.

17/01/2024

#ব্রেকিং
এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ উত্তীর্ণ হলে, অর্থাৎ ছুটিতে গিয়ে কেউ ফিরে আসতে না চাইলে বা কোন কারণে ফিরে আসতে না পারলে, পরবর্তীতে সৌদি আরব আসার জন্য ৩ বছর অপেক্ষা করতে হতো। সৌদি জাওজাতের বরাতে সৌদি আরবের একাধিক সংবাদপত্রের খবর মতে সে নিয়ম বর্তমানে আর কার্যকরী থাকবে না। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পরবর্তীতে যে কোন সময় নতুন ভিসাতে সৌদি আরবে প্রবেশ করতে আর কোন বাঁধা নেই। জাওজাত সূত্রমতে, ১৬ জানুয়ারি থেকেই এটি কার্যকর হয়েছে। তবে কিছু শর্ত প্রযোজ্য।

ই-পাসপোর্টের নির্ধারিত ফি বিভিন্ন ক্যাটাগরিতে।
23/07/2022

ই-পাসপোর্টের নির্ধারিত ফি বিভিন্ন ক্যাটাগরিতে।

03/06/2022

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?*

*১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ৩০মাস!*

*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

*৪)* যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!

*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!

*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!

*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।

ধন্যবাদ সবাইকে

জাতীয় পরিচয় পত্রের আলোকে পাসপোর্ট সংশোধন করার পরিপত্র প্রকাশ।
22/12/2021

জাতীয় পরিচয় পত্রের আলোকে পাসপোর্ট সংশোধন করার পরিপত্র প্রকাশ।

ম্যানপাওয়ার / BMET মানে কি❓ What is BMET❓উত্তরঃ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) ১৯৭৬ সালে গণপ্রজাতন্ত্রী ...
19/12/2021

ম্যানপাওয়ার / BMET মানে কি❓
What is BMET❓

উত্তরঃ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) ১৯৭৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দেশের জনশক্তির প্রয়োজন মেটানোর সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তৎকালীন জনশক্তি উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি সংযুক্ত বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং জনশক্তি রপ্তানির জন্যও। বিএমইটি দেশের জনশক্তির যথাযথ ব্যবহারের জন্য সমস্ত পরিকল্পনা এবং কৌশল বাস্তবায়নের জন্য নিযুক্ত রয়েছে।
কি কি ক্ষেত্রে কাজ❓
= বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য বিদেশী চাহিদার প্রক্রিয়াকরণ।

২.বিদেশী কর্মসংস্থানের জন্য নিয়োগকৃত কর্মীদের জন্য অভিবাসন ছাড়পত্র নিয়ন্ত্রণ করে।

৩. প্রাইভেট রিক্রুটিং এজেন্টদের নিয়ন্ত্রণ করে যারা বিদেশী নিয়োগকারীদের জন্য বাংলাদেশী কর্মী নিয়োগ করে।

৪. স্ব-কর্মসংস্থান কর্মসূচির বাস্তবায়ন করে।

৫. শ্রমবাজারের তথ্য সংগ্রহ ও প্রচার।

৬. বিদেশে বাংলাদেশী কর্মীদের কল্যাণ দেখাশোনা করে।

৭. বেকার ব্যক্তিদের নিবন্ধন এবং শূন্য পদে রেফারেল করে।

৮. বিভিন্ন নিয়োগযোগ্য ট্রেডে প্রতিষ্ঠান ভিত্তিক বৃত্তিমূলক এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান করা।

৯. প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য উন্নয়ন কর্মসূচী পরিকল্পনা ও বাস্তবায়ন করা।

১০. অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক এবং বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা।

১১. শিক্ষানবিশ প্রশিক্ষণ সমন্বয় করে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Alfine Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alfine Tours & Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share