Shah Alam Trade International

  • Home
  • Shah Alam Trade International

Shah Alam Trade International Shah Alam Trade International has more than 5 years of experience as the youth travel expert.

06/08/2017

সৌদি যে কোনো ভিসা আমরা process করে থাকি খুব কম সময় এ..মেডিকেল ,পুলিশ ক্লেয়ারেন্স এর বেপারে সাহায্য করা হয়.আমাদের ভিসা প্রসেস সময় 20 হতে 25 দিন . ইমো.01846566715

জরুরী ভিত্তিতে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করা হয়।  * এজেন্ট আবশ্যক। +8801826645115
09/05/2017

জরুরী ভিত্তিতে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করা হয়।
* এজেন্ট আবশ্যক।
+8801826645115

06/03/2017
30/01/2017

* আমরাই দিচ্ছে সেরা অফার ***
 ইন্ডিয়া ভ্রমণ করার কথা ভাবছেন ? ই- টোকেন এর ঝামেলা এড়াতে চাইলে কন্ট্রাক্টে ইন্ডিয়ার ভিসা পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
এজেন্ট আবশ্যক। অফিসে এসে যোগাযোগ করুন !!!!
আমরাই দিচ্ছে India 100% ভিসা , ভিসার পর টাকা

30/01/2017

ইন্ডিয়ান ভিসার ই-টোকেন পেতে যা প্রয়োজনঃ
১। পাসপোর্ট ফটোকপি।
২।পুরাতন পাসপোর্ট ফটোকপি।
৩। ইন্ডিয়া লাস্ট ভিসা ফটোকপি।
৪। ন্যাশনাল আইডি কার্ড/ জন্মনিবন্ধনী সার্টিফিকেট কপি।
৫। বিদ্যুৎ/ পানি/ টেলিফোন বিলের কপি।
৬। ভিজিটিং কার্ড/ পেশার বিস্তারিত।
৭। ছবি ১ কপি।
এখন খুব সহজেই পাচ্ছেন ইন্ডিয়ান ই-টোকেন।
আমাদের ঠিকানাঃ
121, Dit, Extension Road, 3rd Floor , Fakirapool, Dhaka-1000.

বি:দ্র: কস্ট্রাক্টে ইন্ডিয়ান ভিসা করা হয় স্বল্প সময়ে স্বল্প খরচে।

মোবাইলঃ +88 01826645115

22/01/2017

অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার।
বুধবার প্লান্টেশন খাতে ১০ হাজার কর্মীর ‘চাহিদাপত্র’ পাঠিয়েছে দেশটি। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সূত্র চাহিদাপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নতুন পদ্ধতিতে নিয়োগ করা হবে শ্রমিক। নিয়মানুযায়ী দেশের জনশক্তি রপ্তানির ইতিহাসে প্রথমবারের মতো চুক্তিপত্রে সই করবে গমনেচ্ছু কর্মীরা। সবকিছু ঠিকঠাক থাকলে ডিজিটাইজড পদ্ধতিতে নিয়োগ পাওয়া কর্মীদের প্রথম ব্যাচ আগামী মাসের প্রথমদিকে বাংলাদেশ ছাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র ও শ্রম কাউন্সেলর সাইদুল ইসলাম চাহিদাপত্র হাতে পাওয়ার বিষয়টি স্বীকার করে গতকাল মোবাইল ফোনে জানান, সম্পূর্ণ নতুন পদ্ধতি, তাই পরীক্ষামূলকভাবে কিছু কাজ সত্যায়ন করছি। অনলাইন সিস্টেম ঠিক থাকলে শিগগির মোটাদাগে কর্মী পাঠানো শুরু হবে।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি বেনজির আহমেদ জানান, কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে যেন বিপদে না পড়ে, তা নিশ্চিতে সব উদ্যোগ শেষ করা হয়েছে। আমরা আশাবাদী, কর্মীরা আর প্রতারিত হবে না।এর আগে কর্মী নেওয়ার সব প্রস্তুতির কথা জানিয়ে ১২ জানুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি দেয় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। বলা হয়, বাংলাদেশ থেকে কর্মী নিতে সব ধরনের কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে মালয়েশিয়া। চিঠিতে দ্রুত কর্মী পাঠাতে তৎপর হতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়। গত ১৬ জানুয়ারি চিঠির জবাব দেয় বাংলাদেশ। তাতে বাংলাদেশের প্রস্তুতির কথা জানানো হয়।প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ প্রসঙ্গে বলেন, শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে মালয়েশিয়া সরকারের একটি চিঠি পেয়েছি। এর মাধ্যমে কাক্সিক্ষত শ্রমবাজারের দ্বার উন্মোচন হচ্ছে। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে।

গত বছরের ১৮ ফেব্র“য়ারি সরকারের পাশাপাশি বেসরকারিভাবে কর্মী পাঠানোর সুযোগ রেখে উভয় দেশের মধ্যে ‘জিটুজি প্লাস’ চুক্তি স্বারিত হয়। এ চুক্তির পরের দিনই মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করে। কয়েক মাস আগে বিদেশি কর্মী না নেওয়ার ঘোষণাটি প্রত্যাহারের পর ‘জিটুজি প্লাস’ চুক্তির আওতায় কর্মী প্রেরণের বিষয়টি আবার সামনে আসে। প্লান্টেশন, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশনসহ ৫টি খাতে কর্মী নেওয়ার ঘোষণা রয়েছে মালয়েশিয়া সরকারের।নতুন চাহিদাপত্রে উল্লেখ রয়েছে শতভাগ অনলাইনের সহায়তায় কর্মীর নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করবে মালয়েশিয়া সরকার। বাংলাদেশের অনুকূলে যে চাহিদাপত্র ইস্যু করা হয়েছে তাতে ৩ বছর কাজের সুযোগ থাকছে, যা টানা ১০ বছর পর্যন্ত নবায়ন করা যাবে। কর্মীর দৈনিক কর্মঘণ্টা হবে ৮ ঘণ্টা, চাইলে ওভারটাইম করা যাবে। মালয়েশিয়া সরকারের শ্রম আইন কর্মীর ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য হবে। কর্মীর মাসিক বেতন চুক্তিপত্রে যা উল্লেখ থাকবে তাই-ই দেওয়া হবে। এর কম হলে কম্পিউটার কিক করবে না। হাতে নয়, কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে মজুরি জমা হবে এবং সঙ্গে সঙ্গে দুই দেশের সরকারের কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে। অনলাইন প্রক্রিয়ার কারণে একটি ধাপের সঙ্গে অন্যটি ম্যাচ না করলে সিস্টেম কাজ করবে না বলে জানা

গেছে।
অনলাইনেই কর্মী ব্যবস্থাপনা : সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কর্মী নিয়োগ হবে মালয়েশিয়ায়। ‘জিটুজি প্লাস’-এর আওতায় অনলাইনে কর্মীর ভিসা প্রসেস করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বর্তমান ম্যানুয়াল পদ্ধতিতে একজন কর্মীর নিয়োগে ৩ থেকে ৯ মাস সময় লাগলেও নতুন এ পদ্ধতিতে দুই সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মীর নিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন এ পদ্ধতিতে কর্মী নিয়োগের কারিগরি সহায়তা প্রতিষ্ঠান হিসেবে মালয়েশিয়া সরকারকে সহায়তা দিচ্ছে সে দেশের ৫টি বেসরকারি প্রতিষ্ঠান। এরা হলোÑ এস-ফাইভ, বায়োটেক বেস্টিনেট, সিনারফ্যাক্স ও ইউকেএসবি। অন্তত ১২ ধাপ অনুসরণ করে অনলাইন পদ্ধতিতে কর্মী নেওয়া হবে। অনলাইন প্রক্রিয়ায় কর্মী নেওয়া শুরু হলে জালিয়াতি আর অনিয়মের কোনো সুযোগ থাকছে না। অভিবাসন ব্যয় কমে যাওয়ার পাশপাশি মালয়েশিয়ায় গিয়ে কর্মীরা কাজের নিরাপত্তা, বীমা সুবিধাসহ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিধানমতে সব সুযোগ-সুবিধা পাবে। সরেজমিন মালয়েশিয়ায় গিয়ে দেশটির সরকার অনুমোদিত কারিগরি সহায়তা প্রতিষ্ঠান সিনারফাক্স ও বেস্টিনেট নামে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

মালয়েশিয়া সরকারের এসব প্রতিনিধি জানান, অনলাইন প্রক্রিয়ার প্রথমেই মালয়েশিয়ায় কোনো কোম্পানি কিংবা কারখানার মালিক কর্মীর চাহিদাপত্র সরকারের কাছে আবেদন করবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার প্রতিনিধি কারখানার বাস্তব অবস্থা যাচাই করে রিপোর্ট দেবে এবং চাহিদাপত্র ঠিক হলে মালয়েশিয়ান সরকার কর্মী নেওয়ার অনুমোদন দেবে। জানা গেছে, মালয়েশিয়ার সরকারই কর্মী নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মনোনীত করবে। যাদের অতীতের রেকর্ড ভালো, তারাই মনোনয়নের আওতায় আসবে। পরে সেই চাহিদাপত্র বাংলাদেশে মালয়েশিয়ান দূতাবাসে যাবে। ১২টি ধাপ পেরিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নেওয়া হবে। শুধু বাংলাদেশ নয়Ñ একই পদ্ধতিতে ইতোমধ্যে মালয়েশিয়ার সোর্স কান্ট্রি ১৪টি দেশ থেকে কর্মী নেওয়া হচ্ছে। মালয়েশিয়া সরকারের অনুমোদিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে দুটি প্রতিষ্ঠান না ৯০০ প্রতিষ্ঠান কর্মী পাঠাবে তা নির্ধারণ করবে মালয়েশিয়া সরকার। এটা অন্য কারো নির্ধারণ করার সুযোগ নেই। মূলত প্রতারণা এবং জালিয়াতি বন্ধ করা এবং প্রবাসী কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতেই উভয় সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে।
প্রতারণার সুযোগ নেই : বিদ্যমান বাস্তবতা বলছে, বিদেশ যেতে ইচ্ছুকদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহের পর থেকেই দালাল চক্র দফায়-দফায় টাকা নিচ্ছে। অনেক সময় রিক্রুটিং এজেন্সির কাছেও প্রতারণার শিকার হচ্ছেন কর্মীরা, যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মেডিক্যাল আর বহির্গমন ছাড়পত্র পাওয়ার আগে টাকা হাতিয়ে নেওয়া যেন নিয়মিত ঘটনা। দালালদের প্রতারণার শিকার হয়ে বিভিন্ন দেশে কর্মীদের মানবেতর জীবনযাপনের ঘটনা বহু পুরনো। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় এ দালাল চক্রের দৌরাত্ম্য অনেকদূর অবধি বিস্তৃত। তাদের প্ররোচনায় মোটা অঙ্কের টাকা খরচ করে মালয়েশিয়ায় এসে প্রতিশ্র“ত চাকরি পাওয়া তো দূরের কথা অনেকের ঠাঁই হয়েছে বনে-জঙ্গলে।

ব্রিজের নিচে ও ফুটপাতে রাত কাটানোর ঘটনাও রয়েছে। এসব প্রতারণার কারণে দেশের অন্যতম শ্রমবাজারটি কয়েকবার বন্ধও হয়েছে। এতে বাংলাদেশ সরকারকে যেমন খেসারত দিতে হচ্ছে, তেমনি মালয়েশিয়া সরকারও ওই ঘটনায় বিব্রত হয়েছে। এমন বাস্তবতায় দুই দেশের সরকার মালয়েশিয়ায় কর্মী নিয়োগে কঠোর অবস্থান নিয়েছে। কোনোভাবেই যাতে দালাল চক্র সুবিধা না করতে পারে সেজন্য ম্যানুয়াল বা পুরনো পদ্ধতি বাদ দিয়ে ডিজিটাল পদ্ধতিতে বায়োমেট্রিকের মাধ্যমে কর্মী বাছাই এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শ্রমবাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, জিটুজি প্লাস পদ্ধতিতে কর্মী মালয়েশিয়া এলে প্রথমে ৩ বছরের জন্য ভিসা দেওয়া হবে। পরে এক বছর করে ৫ বছর মালয়েশিয়ায় থাকতে পারবে তারা। ভিসা নবায়ন ফি মালিক প বহন করবে। মালিক প চাইলে কর্মীরা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কাজ করতে পারবে।

22/01/2017

১৪ দিনে স্টুডেন্ট ভিসা দেবে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি ২০১৭, ২১:৩১

মালয়েশিয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অনুমোদনের মেয়াদ ৩০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির বরাত দিয়ে জাতীয় বার্তা সংস্থা বার্নামা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

বার্নামার প্রতিবেদনে বলা হয়, উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বলেছেন, বিদেশি শিক্ষার্থীদের গ্রহণ করার বিষয়ে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। ভিসা দ্রুত দেওয়া নিশ্চিত করতে অভিবাসন বিভাগে অতিরিক্ত ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

আহমেদ জাহিদ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ভিসার জন্য অপেক্ষমাণ থাকলে প্রত্যেক আবেদনকারী বিদেশি শিক্ষার্থীর নাম ইন্টারপোলের সন্দেহভাজনদের তালিকার সঙ্গে যাচাই করার পর সরকার তাঁদের ক্ষণস্থায়ী ভিসা দেবে। ইন্টারপোলের তালিকার সঙ্গে যাচাই করতে আমরা অ্যাডভান্স প্যাসেঞ্জার স্ক্রিনিং সিস্টেম (এপিএসএস) ব্যবহার করব।’

আহমেদ জাহিদ একই সঙ্গে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনি বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ার মেয়াদ ৩০ দিন পর্যন্ত দেরি হওয়ার জন্য এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসকে (ইএমজিএস) দায়ী করেন। তিনি বলেন, ইএমজিএসের নিষ্ক্রিয়তার কারণে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের চার হাজার ভিসা আবেদন জমা রয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের কতগুলো আবেদন জমা পড়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। তবে দেশটিতে বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি পড়াশোনা করছে।

মার্কেটিং, প্রচার ও বিদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় আনতে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীন অলাভজনক কোম্পানি হিসেবে ইএমজিএস প্রতিষ্ঠা করা হয়।

Happy New Year 2017 Shah Alam Group
01/01/2017

Happy New Year 2017
Shah Alam Group

19/11/2016
🎉 🎉 🎉ট্যুরিষ্ট ভিসার আকর্ষণীয় অফার 🎉 🎉 🎉✷✷✷ ট্যুরিষ্ট বা ভিজিট ভিসা করুন খুব সহজেই ✷✷✷☎ -------------------------------...
14/11/2016

🎉 🎉 🎉ট্যুরিষ্ট ভিসার আকর্ষণীয় অফার 🎉 🎉 🎉
✷✷✷ ট্যুরিষ্ট বা ভিজিট ভিসা করুন খুব সহজেই ✷✷✷

-----------------------------------------------------------------------
(১০০% কন্টাক্ট) # # # # মালোশিয়া, চায়না,নেপাল,মাইনমার,ফিলিপাইন,ইন্ডিয়া,মিশর, # # # #
***********************************************************************************
♦♦♦♦♦♦কন্টাক্টে ১০০% ভিসা না হল কোন টাকা লাগবে না♦♦♦]
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
♦ মালোশিয়া 35,০০০/- নিশ্চিত ভিসা
২৬ বছর এর কম হল 38,০০০/- (পাসফুট আর ছবি, সমায় ৭ দিন)
♦ মালোশিয়া ৩ মাসের মাল্টিপল 35,০০০/-
♦ মালেয়শিয়া ৬ মাসের মাল্টিপল 60,০০০/-

♦ মিশর ৩7,০০০/- নিশ্চিত ভিসা
♦ ফিলিপাইন ২9০০০/- নিশ্চিত ভিসা
♦ ভিয়েতনাম 26০০০/-নিশ্চিত ভিসা সব পেপারস লাগবে
♦ নেপাল 12০০০/-ইস্টিকার ভিসা, নিশ্চিত
♦ শ্রীলংকা 14০০০/- নিশ্চিত ভিসা
♦ বার্মা 12০০০/- নিশ্চিত ভিসা

♦ ইন্দোনিশিয়া 25,০০০/-অন্যঅন্য ভিসা থাকলে,না থাকলে 29,০০০/- নিশ্চিত ভিসা

♦ হংকং আগে যাওয়া থাকলে 5০,০০০/- নিশ্চিত ভিসা
• চায়না ভিসা প্রথমবার (৭ দিন): 20,৫০০ /- (মিনিমাম ২ দেশ যাওয়া থাকতে হবে)
• চায়না ভিসা প্রথমবার (জরুরী ২-৩ দিন): 26,০০০ /- (মিনিমাম ২ দেশ যাওয়া থাকতে হবে)
• চায়না ভিসা দ্বিতীয়বার (৭ দিন):19,০০০ /- (আগে চায়না যাওয়া থাকতে হবে)
• চায়না ভিসা দ্বিতীয়বার (জরুরী ২-৩ দিন):20,৫০০ /- (আগে চায়না যাওয়া থাকতে হবে)
• চায়না ভিসা ৬ মাস ডাবল এনট্রি (৭ দিন): 24,০০০ /- (আগে চায়না যাওয়া থাকতে হবে)
• চায়না ভিসা ৬ মাস ডাবল এনট্রি (জরুরী ২-৩ দিন): 30,০০০ /- (আগে চায়না যাওয়া থাকতে হবে)
• চায়না ভিসা (এক বছর মাল্টিপল): 35,০০০/-(আগে চায়না যাওয়া থাকতে হবে)
• চায়না ভিসা (দুই বছর মাল্টিপল): 43,০০০ /- (আগে চায়না যাওয়া থাকতে হবে)
,চায়না ভিসা শুধু ইন্ডিয়া যাওয়া 42,০০০/- সব পেপারস লাগবে
South Kore Special Contact Us: Price

কন্ট্রাক্ট ব্যতীত
***********************
মালয়েশিয়া -9৫০০/-
থাইল্যান্ড -8,৫০০/-
সিংগাপুর -12০০০/-
আমরিকা -25,০০০/- প্রসেসিং
কানাডা 25,০০০/- প্রসেসিং
সেনজেন 15,০০০/- প্রসেসিং
অস্টোলিয়া 2০,০০০/- প্রসেসিং
ইংল্যান্ড 20,০০০/- প্রসেসিং
রাশিয়া 20,০০০/-প্রসেসিং
তুরুস্ক 15,০০০/- প্রসেসিং
জাপান 20,০০০/-প্রসেসিং
করিয়া 20,০০০/-প্রসেসিং
পেপারস লাগবে
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
১) ট্রেডলান্স এর ফটোকপি
২) চাকরিজীবী দের জন্য NOC
৩) প্যাড / ভিজিটিং কাড
৪) ব্যাংক ইস্টেটমেন্ট/ সলভেনসি
৫) এফ ডিয়ার যদি থাকে
৬)২ কফি ছবি
৭) গারির কাগজ যদি থাকে
৮) টিন সাটিফিকেট
৯) ভ্যাট পেপার
১০) জাগা জমিন এর দলিল এর ফটোকপি
১১) NID/ জন্মনিবন্দন
১২) ইত্যাদি

# # # # # # # # # # # # # # # # # # # # # # #
ফোন করুন সকাল ১০টা থেক সন্ধা ৬টা প্রযন্ত্
*******************************************

এ ছারা সকল দেশের ভিসা প্রসেস করা হয়,
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

অন্যান্য সেবাগুলো:- ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ এবং এয়ার টিকেট, হোটেল বুকিং।
SHAH ALAM TRADE INTERNATIONAL
RL-1335
MD. SHAH ALAM (MD) (+88 01703184292)
+88 01715377868
www.shahati.com
Phone: +880 2 7194060
Facebook:https://www.facebook.com
121 , Dit Extension Road, Panir Tankir Gali,(2nd Floor) Fakirapool, Motijheel Dhaka-1000 Bangladesh.


All kinds of Translation, Notary Public & Help for Foreign Ministry Attestation available hear.

আমরা আপনার এশিয়ার সকল দেশের ভ্রমন এর ইচ্ছাকে সম্পূর্ণ করি,আপনার পাসপোর্ট ও ছবি দিয়ে থাইল্যান্ড ভিসা, সকল ভিসা কন্ট্রাক্ট...
01/11/2016

আমরা আপনার এশিয়ার সকল দেশের ভ্রমন এর ইচ্ছাকে সম্পূর্ণ করি,
আপনার পাসপোর্ট ও ছবি দিয়ে থাইল্যান্ড ভিসা, সকল ভিসা কন্ট্রাক্ট এর মাধ্যমে,
বিস্তারিত আলোচনার জন্নে আমাদের অফিসে আসুন।
এছারা এশিয়ার সকল দেশের ভিসা শতভাগ গ্রান্টি দিয়ে করি।
SHAH ALAM TRADE INTERNATIONAL
RL-1335
MD. SHAH ALAM (MD) (+88 01703184292)
MD MAMUN MIA (IT OFFICER) (+88 01783728967)
www.shahati.com
Phone: +880 2 7194060
Facebook:https://www.facebook.com
121 , Dit Extension Road, Panir Tankir Gali,(2nd Floor) Fakirapool, Motijheel Dhaka-1000.


All kinds of Translation, Notary Public & Help for Foreign Ministry Attestation available hear.

18/10/2016

ন্যূনতম ১৮ বছর বয়সী বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থীদের ই-টোকেন ছাড়া আগামী ২২ অক্টোবর ভারতীয় ভিসা দেওয়া হবে।

আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (২২ অক্টোবর) কোনো ই-টোকেন বা আগাম অনলাইন সাক্ষাৎসূচি ছাড়াই উল্লিখিত শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওই দিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকার গুলশানে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই সুবিধা মিলবে।

শিক্ষার্থীদের তাঁদের বিশ্ববিদ্যালয় বা কলেজের দেওয়া মূল পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে আনতে হবে। ভিসার আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্রের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার সুবিধা দেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে সৌজন্যমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

27/09/2016

আমাদের প্রতিষ্ঠানের বর্তমান অফার সমূহ শুধুমাত্র এই মাসের ( সেপ্টেম্বর) জন্য:
১. প্রফেশনাল ক্যাটাগরি ওয়ান ২ বছরের একসাথে ভিসা মোট প্যাকেজ খরচ ৩ লাক 5০ হাজার টাকা আর শুদু ভিসা নিলে ২ লাক ৭০ হাজার টাকা।
২. প্রফেশানাল ক্যাটাগরি ২)- এক বছরের ভিসা মোট প্যাকেজ ২ লাক ৪০ হাজার টাকা।
৩. ট্রেনিং ভিসা আন্ডার কেডিএন ক্লাব মোট খরচ ২ লাক 90 হাজার টাকা।
৪. স্টুডেন্ট ভিসা ( ৩ বছরের ডিপ্লোমা) সার্টিফেকেট যাদের আছে তাদের জন্য টোটাল প্যাকেজ ২লাক ৫০ হাজার টাকা।

৫. স্টুডেন্ট ভিসা ( ৩ বছরের ডিপ্লোমা) সার্টিফেকেট যাদের নাই তাদের জন্য টোটাল প্যাকেজ 3 লাক 15 হাজার টাকা।
৬. ইনভাইটেশন দিয়ে ১ মাসের সিংগেল এন্ট্রি দিয়ে লোক আনা মোট খরচ ১ লাক ২০ হাজার টাকা
৭. লেংগুয়েজ কোর্স ৬ মাস +৬ মাস মোট খরচ ১ লাক ৮০ হাজার টাকা। (এস এস সি পাশ হতে হবে)
******* আমাদর গোল্ডেন অফার !!!!
৮. এশিয়ার রেটেড ওয়ান ইউনিভার্সিটি :এশিয়া ই ইউনিভার্সিটর আন্ডারে :ইন্টারন্যাশনাল ইনটার্নশীপ কোর্স (১৮ মাসের) জন্য মোট প্যাকেজ 3 লাক 2০ হাজার টাকা। আর যারা মালয়েশিয়াতে আচে অন্য যে কোন ভিসায় আছে তাদের জন্য ৮ হাজার রিঙগিত!!! ( এই কোর্স এ ১২ মাস থাকা খাওয়া ও ন্যূনতম ৩০ হাজার টাকার বেতন সহ ১২ মাস পর আমেরিকা, ইংল্যান্ড, নেদারল্যান্ট ও সুইজারল্যান্ড ১০০ % গ্যারান্টি দিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে।)

বি: দ্র: উপরের এ রেটগুলো শুধুমাত্র আমাদের বিশ্বস্থ প্রতিনিধিদের জন্য।
মো: সবুজ মিয়া
ইন্টারন্যাশনাল রিক্রুইটমেন্ট কনসাল্টেন্ট
মেজর পাথ এসডিএন, বিএইচডি
কুয়ালালামপুর, মালয়েশিয়া
+60169-757973
ই-মেইলঃ [email protected]
বাংলাদেশ এজেন্ট
শাহ আলম ট্র্রেড ইন্টারন্যাশনাল
121, ফকিরাপুল মতিঝিল ঢাকা-100
হ্যালো: +88 016 27 81 81 46

Address


Alerts

Be the first to know and let us send you an email when Shah Alam Trade International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share