Charaibeti Tour & Travels

  • Home
  • Charaibeti Tour & Travels

Charaibeti Tour & Travels The world is a book and those who do not travel read only one page.
(11)

25/12/2023
...দঙ্গলে, ঝর্ণা, নদী, পাহাড়, জঙ্গলে।পাহাড়, সমুদ্র, মরুভূমি, অফবিট এসব তো ঘোরা হল অনেক, তা এইবার একটা চমৎকার জঙ্গল সাফার...
22/12/2023

...দঙ্গলে,
ঝর্ণা, নদী, পাহাড়, জঙ্গলে।

পাহাড়, সমুদ্র, মরুভূমি, অফবিট এসব তো ঘোরা হল অনেক, তা এইবার একটা চমৎকার জঙ্গল সাফারি হয়ে যাক দেখি। না না, সুন্দরবন নয়, এছাড়াও হাতের নাগালেই আছে এক দুর্দান্ত অপশন - রাঁচি-নেতারহাট এবং বেতলা ফরেস্ট। প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের এক অনবদ্য ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে পাহাড়, নদী, জঙ্গল, ঝরণা, উপত্যকা - কি না নেই...! প্রকৃতিদেবী উজাড় করে সাজিয়েছে এই রাজ্যের আনাচেকানাচেকে।
শীতে বড় ছুটি পাবেন না, তাই ছোট্ট ছুটিতে ভ্রমণের এই লিস্টটা দেখুন। লোভ সামলাতে পারবেন না, হলফ করে বলা যায়। রাঁচি ও তার আশেপাশে - জোনহা, সীতা, হুন্ড্রু ও দশম ওয়াটার ফলস। তার সাথে তরঙ্গ ওয়াটার পার্ক, কাকে ও পাত্রাতু ড্যাম, রাজরাপ্পা মন্দির, জগন্নাথ মন্দির, রক গার্ডেন, টাইগার হিল - কী না নেই!
এ তো গেল রাঁচি পর্বের ভ্রমণ। চলে আসুন নেতারহাট। এখানে ঘুরুন ম্যাকক্লাক্সিগঞ্জ, আপার ও লোয়ার ঘাগরা ড্যাম, সানসেট পয়েন্ট, নেতারহাট স্কুল। এখানেই শেষ নয়। শেষ পর্বে আছে বিখ্যাত বেতলা ন্যাশনাল ফরেস্ট, মীরছায়া ও লোধা ওয়াটার ফলস এবং সুগা ড্যাম।
সুতরাং, জলদি জলদি রাঁচি-নেতারহাট ভ্রমণের জন্য বুকিংটা সেরে নিন। এবার আপনাদের পালা শীতের শুরুতে জমিয়ে ঘুরে নেওয়ার আর সেই খুশিটা পরিবার-প্রিয়জনের সাথে ভাগ করে নেওয়ার। বুকিং-এর নম্বরটা নিচে দিলাম।

Charaibeti Tour and Travels
+919433738365
+917003062232

মোহময়ী ছোটা মাঙ্গোয়াশীতের পদধ্বনি ইতিমধ্যেই শোনা গেছে পাহাড়ের সর্বত্র। আর নিম্নচাপের বৃষ্টির হাত ধরে সমতলেও শীত এসে পড়েছ...
19/12/2023

মোহময়ী ছোটা মাঙ্গোয়া

শীতের পদধ্বনি ইতিমধ্যেই শোনা গেছে পাহাড়ের সর্বত্র। আর নিম্নচাপের বৃষ্টির হাত ধরে সমতলেও শীত এসে পড়েছে। তা এ হেন পরিবেশে একটু পাহাড়ের দিকে না গেলে চলে নাকি...? অতএব চালাও পানসি উত্তরবঙ্গ। সেখানেই দার্জিলিং জেলার এক ছোট্ট গ্রাম ছোটা মাঙ্গোয়া। স্থানীয়রা বলে মোঙ্গমায়া। আর সেই গ্রামেই চারদিকে সবুজে মোড়া এক অনন্যসুন্দর পাহাড়বাসা। বেথসাইদা হোমস্টে। কাঞ্চনজঙ্ঘা আর তিস্তার ডুয়েল কম্বো তো বটেই, তার সাথে আছে ২-৩ টে দিন কাটানোর মত দারুণ সব আয়োজন। একবার এসে পড়লে আপনিও জড়িয়ে যাবেন এই অনন্যসুন্দর পাহাড়ি গ্রামের মোহমায়ায়। সাথে সুস্বাদু খাবার, ফ্রি ওয়াইফাই, পাওয়ার ব্যাক আপ, কম্পলিমেন্টারি টয়লেট কিট এবং বেড টিও আছে। সুতরাং চিন্তা নট। আন্তরিক আতিথেয়তা আছে আপনাদের মত সমস্ত ভ্রমণপ্রিয় মানুষের অপেক্ষায়। তিনচুলে, তাকদা, লামাহাট্টা, পেশক আর রংলি রংলিওট টি গার্ডেন, গুম্বাদাঁড়া ও ত্রিবেণী ভিউপয়েন্ট - সাইটসিয়িং করুন এইসব দুর্দান্ত জায়গা গুলোয়। অথবা ক'টা দিন রুটিন জীবন থেকে ছুটি নিয়ে কিঞ্চিৎ অবসর যাপন - কাটান যেমন আপনার খুশি। তাহলে ঐ কথাই রইল। দেখা হচ্ছে ছোটা মাঙ্গোয়ায়, বেথসাইদা হোমস্টেতে। ধন্যবাদ।
বুকিং-এর নম্বরটা এই যে দিলাম।

Charaibeti Tour & Travels
+919433738365
070030 62232

এই শীতে তুষার রাজ্যে।ফেলুদার বাক্স রহস্য গল্পটা পড়েছেন তো? সেই যেখানে শেষ পর্বে জটায়ু ওনার বুমেরাং ব্যবহার করে হীরে চোরক...
17/12/2023

এই শীতে তুষার রাজ্যে।

ফেলুদার বাক্স রহস্য গল্পটা পড়েছেন তো? সেই যেখানে শেষ পর্বে জটায়ু ওনার বুমেরাং ব্যবহার করে হীরে চোরকে ধরাশায়ী করলেন। তা সেটা কোন জায়গায় মনে পড়ে...? হিমাচল প্রদেশ এবং সেখানকার বিখ্যাত পর্যটন স্থল সিমলায় ছিল কাহিনীর বিস্তার। বরফে ঢাকা সিমলা, কুফরি, ফাগু কিংবা মানালি এই শীতে জাস্ট অনবদ্য। সিকিম, উত্তরবঙ্গের সৌন্দর্য তো চাক্ষুস করলেন বেশ কয়েকবার। তো এবার না হয় বরফে ঢাকা হিমাচলের এই অংশটা ঘুরে আসুন।
প্রথমে সিমলা এবং সেখানে থেকেই কুফরি ও ফাগু। তার সাথে সিমলা কালীবাড়ি এবং ম্যাল তো আছেই। তারপর ভায় মণিকরণ, পৌঁছে যান কাসোল-এ। অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া কাসোল এই ভ্রমণ পর্বের এক অন্যতম প্রধান আকর্ষণ। এরপরের গন্তব্য...! হ্যাঁ ঠিক ধরেছেন। বাঙালির প্রিয় মানালি। সেখানে সোলাং ভ্যালী, রোটাং পাস, অটল টানেল -- আর তুষার রাজ্যে চূড়ান্ত মজা ও হইচই। তার সাথে মানালির নিজস্ব দ্রষ্টব্য গুলো তো আছেই। তো সবমিলিয়ে ৬-৭ দিনের এক দুর্দান্ত প্যাকেজ, যা আপনার মনকে আনন্দ দেবেই দেবে।
তাহলে বুকিং-এর ব্যাপারটা এবার ঝটপট সেরে ফেলুন। কারণ সিট বাড়ন্ত, তাই দেরি করলে আপশোস করা ছাড়া গতি থাকবে না।
Contact us:
Charaibeti Tour and Travels
+919433738365
+917003062232

বিন্দাস বরন্তীখবরের কাগজে আর টিভির পর্দায় আবহাওয়ার খবরে চোখ রাখছেন তো? পুরুলিয়াতে কিন্তু জমজমাট ঠান্ডা পড়ছে এবার। এদিকে ...
12/12/2023

বিন্দাস বরন্তী

খবরের কাগজে আর টিভির পর্দায় আবহাওয়ার খবরে চোখ রাখছেন তো? পুরুলিয়াতে কিন্তু জমজমাট ঠান্ডা পড়ছে এবার। এদিকে গুটিগুটি পায়ে এগিয়ে আসছে বড়দিনের ছুটির মরশুম। ফলে মনটাও ছটফট করছে ক'টা দিনের জন্য ঘুরে আসতে...তাইনা...? অতএব বেশি দেরি না করে বরং বেড়িয়ে পড়ুন। এই পাতাঝরার মরশুমে দোসর হয়ে হাজির মনকেমন করা হিমেল বাতাস। যেন ডাক এসেছে রুটিন জীবন থেকে কিঞ্চিৎ ছুটি নেওয়ার। সে জন্যই চরৈবেতি ট্যুরস অ্যান্ড ট্র‍্যাভেলস-এর জমজমাট উপস্থাপনা ছোট্ট ছুটিতে বরন্তী - গড়পঞ্চকোট। পুরুলিয়ার এই জনপ্রিয় ডেস্টিনেশন আর তার আশেপাশে আপনার মনের মত করে ঘোরার দুর্দান্ত ব্যবস্থা এবার আমাদের পক্ষ থেকে। কেমন সে ব্যবস্থা...? তা সেই লিস্টে একবার চোখ বুলিয়ে নিন বরং।

প্রথম দিন:
বরন্তী সানসেট পয়েন্ট, বরন্তী বাঁধ
দ্বিতীয় দিন:
জয়চন্ডী পাহাড়, গড়পঞ্চকোট
তৃতীয় দিন:
মাইথন বাঁধ, পাঞ্চেত বাঁধ, কল্যাণেশ্বরী মন্দির। আর এর সাথে রাত্রিবাস এবং পেটপুজোর চমৎকার আয়োজন আছে অতিথিদের জন্য।

তাহলে আর অপেক্ষা কেন? ফোন করুন আমাদের আর বুকিং করে নিন দ্রুত।... তারপর সোওওজা পৌঁছে যাওয়া বরন্তী। আর পরিবার বা প্রিয়জনের সঙ্গে কাটান দারুণ একটা ছুটি। মোবাইল নম্বর দেওয়া রইল নিচে। ধন্যবাদ।

Charaibeti Tour & Travels
+919433738365
070030 62232

  Wishing all of you International Mountain DayGangotri 1,2,3 Peak from Bhujbasa, GarhwalContact us:Charaibeti Tour & Tr...
11/12/2023



Wishing all of you International Mountain Day
Gangotri 1,2,3 Peak from Bhujbasa, Garhwal

Contact us:
Charaibeti Tour & Travels
+919433738365
+917003062232

09/12/2023

ডুয়ার্স ডাকে আজ আমায়...

মেঘলা আকাশ, শিরশিরে বাতাস, ঝরা পাতার স্তুপ, রাতের হালকা কুয়াশা -- সবাই কিন্তু জানান দিচ্ছে শীত এসে গেছে। আর প্রকৃতিও নিজেকে সাজিয়ে তুলছে নানা উপকরণ দিয়ে। তা এ হেন অবস্থায় মন-প্রাণ কি একটু একটু উড়ু উড়ু করছে না...? করছে নির্ঘাত, তবে যাবেন কোথায় সেটা নিয়ে একটু দোটানা, হালকা আলস্য -- তাই তো...? তা বলি কি, কিঞ্চিৎ আড়মোড়া ভেঙে আপনিও এবার তৈরি হয়ে নিন শীতের সেরা ডেস্টিনেশনকে স্বাগত জানাতে। আজ্ঞে হ্যাঁ, ডুয়ার্সের কথা বলছি। শীতের ডুয়ার্স যে কি অনবদ্য সেটা যে একবার গেছেন সেই-ই জানেন। প্রকৃতি উজাড় করে সাজিয়েছে তাকে। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, ভ্যালি, চা বাগান, সুন্দর সব গ্রাম -- কি নেই ডুয়ার্সে। এই অনবদ্য রূপকে চাক্ষুস করে যদি সত্যিই একটা দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে ডুয়ার্সের কোনও বিকল্প নেই। তাই ট্রেনের টিকিটটা কেটে ফেলুন আর মাল জংশন নেমে পড়ুন। বাকিটা আমাদের, মানে চরৈবেতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর দায়িত্ব। সেরা রাত্রিবাস, সুস্বাদু খাবার, বার বি কিউ, জঙ্গল সাফারি, গাড়ি এবং আন্তরিক আতিথেয়তা এই সবকিছুই আপনার অপেক্ষায়। -- তাহলে চিন্তা বাদ দিন, আর ডুয়ার্সের মনভোলানো প্রকৃতির সান্নিধ্য পেতে রেডি হয়ে যান। ফোন নাম্বারটা নিচে দিলাম। ধন্যবাদ।

Contact us:
Charaibeti Tour and Travels
+919433738365
070030 62232

শীত পাহাড়ের বোরংনা না, মোটেও বোরিং নয়, বোরং। দক্ষিণ সিকিমের সবুজে মোড়া ছোট্ট পাহাড়ি হ্যামলেট যেখানে বসন্তে আসর সাজায় লাল...
05/12/2023

শীত পাহাড়ের বোরং

না না, মোটেও বোরিং নয়, বোরং। দক্ষিণ সিকিমের সবুজে মোড়া ছোট্ট পাহাড়ি হ্যামলেট যেখানে বসন্তে আসর সাজায় লাল টুকটুকে রডোড্রেনডন। আর শীতে নীল আকাশের ক্যানভাসে কাঞ্চনজঙ্ঘার অমোঘ হাতছানির সাথে দোসর হয় হাজারো পাখির কনসার্ট।
দক্ষিণ সিকিমের জনপ্রিয় ভ্রমণ স্থান রাবাংলা থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত বোরং। সুতরাং সিকিমের অন্যান্য জায়গায় শীতের দাপট থাকলেও এখানের ঠান্ডাটা বেশ উপভোগ্য। সাথে শহরের কোলাহল, দূষণ এসব থেকেও ক'টা দিনের মুক্তি নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চাইলে নিশ্চিতভাবেই তা মিলবে বোরংয়ে। ভোরবেলা ঘুম থেকে তুলে দিয়ে অতিথির কানকে ব্যস্ত রাখবে নাম না জানা বহু পাখির দল। যেন তাদের পক্ষ থেকে স্বাগত জানাবে নতুন অতিথিকে। এক কথায় বললে বোরং হল পক্ষীপ্রেমীদের স্বর্গরাজ্য। তার সাথে সূর্যোদয়ের দৃশ্য যে কোনো প্রকৃতিপ্রেমীর মন কেড়ে নিতে বাধ্য। - হোমস্টের বারান্দায় বেরোলেই ধরা দেবে তুষারাবৃত মাউন্ট নরসিং। তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ফ্রি। সেই তখন থেকেই শুরু হবে পাখিদের কলরব। বলা হয়, প্রায় ১৫০ প্রজাতির হিমালয়ান পাখির বাস এই বোরংয়ে।
এরপর বেলা যত বাড়বে মিঠে রোদ এসে ছুঁয়ে যাবে আপনাকে। সোনালি রোদের এই লুকোচুরি আপনি হোমস্টেতে বসেও উপভোগ করতে পারেন। আর যদি ইচ্ছে হয়, পা হেঁটেই ঘুরে দেখতে পারেন বোরং। অথবা রয়েছে সিলভার ফলস, টাইটানিক ভিউ পয়েন্ট, ঝুলন্ত ব্রিজের মত জায়গাও, যা বোরং থেকে সাইটসিয়িং-এ আপনি ঘুরে দেখতে পারেন। সিলভার জলপ্রপাতের স্বচ্ছ জল, ঝুলন্ত ব্রিজের স্নিগ্ধ মায়াবী রূপ আপনার মেজাজের যে পরিবর্তন করে দেবে তাতে কোনো সন্দেহই নেই। আরেকটু হেঁটে নিচে নামলেই পাওয়া যাবে নদী, আর তারপরেই রয়েছে চা-চু হট স্প্রিং।
এক গ্রাম থেকে অন্য গ্রামে হেঁটে চলে যাওয়ার সুযোগও রয়েছে এখানে। পাশেই রয়েছে ফ্যামটম গ্রাম। সেখানে গেলে দেখতে পাবেন এলাচ চাষ। আর চাইলে এখান থেকে রাবাংলা মনাস্ট্রিও ঘুরে আসতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হল, বোরং-এর গাছগাছালি। এখানে বিভিন্ন ধরনের ওষধি গাছ পাওয়া যায়। সুতরাং পাহাড়, ঝর্ণা, নদী, গাছপালা, পশুপাখি- সব কিছুর মিলিত হিট প্যাকেজ বোরং।
যেতে খুব ইচ্ছে করছে তো? তা কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন এইসব ভাবছেন তো? আহা কোনো চিন্তা নয়। আমাদের একটা ফোন করুন আর আপনার পছন্দের ছুটিতে পাড়ি জমান বোরং। আপনাদের সবাইকে সেরা আতিথেয়তার জন্য আমরা সর্বদাই হাজির। তাই শীতের জমজমাট ছুটিটা মিস করবেন না কিন্তু। ফোন নং এই যে নিচে দেওয়া হল।

Contact us:
Charaibeti Tour and Travels
+919433738365
+917003062232

01/12/2023

এভারগ্রীন দীঘা

আচ্ছা দীঘার কোনো বিকল্প আছে? উত্তর হল না। আজও এত ঘোরার জায়গার ভিড়ে দীঘাই বাঙালির সেরা চয়েস। অফিসের কর্পোরেট ট্যুর হোক বা কলেজের এক্সকারশন, ছোট হোক বা বড় পরিবার, বন্ধুদের গ্রুপ বা পাড়া থেকে গ্রুপ ট্যুর - গন্তব্য হিসেবে দীঘা তুলনাহীন। "উঠল বাই তো দীঘা যাই" - এ হচ্ছে দীঘার সেরা ট্যাগলাইন। কারণ শীত, গ্রীষ্ম, বর্ষা - দীঘাই বাঙালির সেরা ভরসা। আর হোটেল? দীঘাতে রাত্রিবাসের বহু অপশন থাকলেও আপনার কিন্তু সেরা পছন্দ হবে নিউ দীঘার হোটেল সি প্যালেস। কেন? কেন আবার! সাধ্যের মধ্যে সাধ ও স্বাদ পূরণের সেরা গন্তব্য তো এটাই। চমৎকার বড় বড় এসি ও নন এসি রুম, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, আন্তরিক আতিথেয়তা, সুস্বাদু সব খাবার - আপনার প্রয়োজন এবং ইচ্ছেপূরণের সব আয়োজনই এখানে মিলবে সুলভে। আর সমুদ্র থেকে মাত্র মিনিট পাঁচেকের দূরত্বে হোটেল সি প্যালেস। অতএব আর দেরি কেন...! শীতের রোদ গায়ে মেখে দীঘার সমুদ্র আর নতুন-পুরনো নানা আকর্ষণীয় জায়গা গুলো ঘুরে নিন অনায়াসেই। আর থাকাটা হোক হোটেল সি প্যালেস-এ। তাহলে জলদি বুকিংটা সেরে ফেলুন বরং। আর আতিথেয়তার দায়িত্বটা থাকুক আমাদের ওপরই। সুতরাং দেখা হচ্ছে দীঘায়, হোটেল সি প্যালেসে।
ধন্যবাদ।
Charaibeti Tour & Travels
+91 7003062232
+919433738365

মোহিনী মোহমায়াছোটা মাঙ্গোয়া...! নামটা শোনা শোনা ঠেকলেও কিছুটা অচেনা, তাইনা! তাহলে এবারের মিঠেকড়া শীতে তাকে বরং চিনে নিন।...
28/11/2023

মোহিনী মোহমায়া

ছোটা মাঙ্গোয়া...! নামটা শোনা শোনা ঠেকলেও কিছুটা অচেনা, তাইনা! তাহলে এবারের মিঠেকড়া শীতে তাকে বরং চিনে নিন। কীভাবে আর কতটা পরিচয় করবেন? বলছি। তিনচুলে থেকে মাত্র ২০ মিনিটের দূরত্ব। যেখানে বারান্দা বা ঘরে বসেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন, ঘরের বাইরে বেরিয়ে বেড়ার পাশ দিয়ে নিচে উঁকি দিলেই তিস্তা নদী আর সেই নদীতে নেমে আসা ঝরণার পিকচার পারফেক্ট ভিউ। জঙ্গলের মধ্যে ৫ মিনিটের আঁকাবাঁকা ট্রেকপথ পেরিয়ে এক শিহরণ জাগানো ভিউপয়েন্ট আর সেখান থেকে তিস্তা ভ্যালীর দুর্দান্ত রূপ ক্যামেরাবন্দির সুযোগ, কাছেই কমলালেবুর বাগান - যেখানে হাতের নাগালেই অসংখ্য কমলালেবু আর বাতাসের আনাচেকানাচে ছড়িয়ে থাকা তার মিষ্টি গন্ধ, অপার সবুজ ও অসংখ্য ফুলের মাঝে খেলে বেড়ানো রঙবেরঙ-এর প্রজাপতি, বিশাল বড় সবুজ লন আর সাজানো হোমস্টে। সেই চৌহদ্দীতেই আবার ছোট্ট একটা চার্চ। রাতে উল্টোদিকের কালিম্পং পাহাড়ের হাজারো হীরে, চুনি, পান্নার নেকলেস। মেঘলা আকাশে পাহাড়ের খাঁজে খাঁজে আটকে থাকা পেঁজা তুলোর মত খামখেয়ালি মেঘের দল। এমন মায়াময় পরিবেশেই তিনটে কটেজে ১২ জনের থাকার সুব্যবস্থা, যেখানে আন্তরিক আতিথেয়তাই মূলধন। আর অতিথিদের জন্য আছে কম্পলিমেন্টারি বেড টি ও টয়লেট কিট-এর আয়োজন। আছে পাওয়ার ব্যাক-আপ এবং ফ্রি ইন্টারনেটও। আর সেই সঙ্গে সুস্বাদু সব খাবারের আয়োজন। কোথায়...? কোথায় এমন সব পেয়েছির দেশ...?
বেথসাইদা হোমস্টে, ছোটা মাঙ্গোয়ায়। স্থানীয়রা বলেন মোহমায়া। একবার এলে মোহ আর মায়াতে জড়িয়ে পড়বেন নিশ্চিত। তাই এ স্বাদের ভাগ হবেনা তা হলফ করে বলা যায়।
এর সাথে তিনচুলে, তাকদা, লামাহাট্টা, গুম্বাদাঁড়া ভিউপয়েন্টসহ সাইটসিয়িং-এর ব্যবস্থা তো আছেই। এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা এই সব জায়গা থেকেই আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে পিক-আপ ও ড্রপের ব্যবস্থাও আছে।
তাহলে আর দেরি কেন। চরৈবেতি ট্যুর অ্যান্ড ট্র‍্যাভেলস-এর সাথে যোগাযোগ করুন আর দারুণ একটা ভ্রমণ অভিজ্ঞতা লাভ করুন। ধন্যবাদ।

Connect with us:
Charaibeti Tour & Travels
+919433738365
070030 62232

রঙবাহারি রাজস্থানফেলুদা অ্যান্ড কোং-এর সোনার কেল্লা অভিযান দিয়ে সেই যে বাঙালির শয়নে, স্বপনে, জাগরণে রাজস্থানের অধিষ্ঠান,...
22/11/2023

রঙবাহারি রাজস্থান

ফেলুদা অ্যান্ড কোং-এর সোনার কেল্লা অভিযান দিয়ে সেই যে বাঙালির শয়নে, স্বপনে, জাগরণে রাজস্থানের অধিষ্ঠান, সেই দুর্নিবার প্রেম আজও বর্তমান। যত দিন গেছে রাজস্থান হয়ে উঠেছে বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন। তা সেই রঙিন রাজস্থানেই এবার পাড়ি জমানোর পালা আপনার। সঙ্গী হব আমরা, মানে চরৈবেতি ট্যুর অ্যান্ড ট্র‍্যাভেলস। শুরু যোধপুর দিয়ে। তারপর জয়সালমীর, আজমেঢ়, জয়পুর। ৬ রাত, ৭ দিনের এই প্যাকেজ বৈচিত্র‍্যে ঠাসা। কেন? তালিকাটায় চোখ বোলান, তাহলেই বুঝবেন। - ব্লু সিটি যোধপুর, মহারানগড় ফোর্ট, উমেদ ভবন, ক্লক টাওয়ার। তারপরের দিন সোনার কেল্লা, পাতওয়ান কি হাভেলি, মরুভূমিতে উটে চড়া, সূর্যাস্ত দেখা, রাজস্থানী ফোক ড্যান্স। এখানেই শেষ নয়। আজমেঢ় শরীফ, আনা সাগর এবং পুষ্কর লেক দর্শন। এরপর শেষ পাতে পিঙ্ক সিটি জয়পুরে প্রবেশ এবং হাওয়া মহল, অম্বর ফোর্ট ও যন্তর মন্তর-এ গিয়ে ইতিহাসকে ছুঁয়ে দেখা।
পাহাড়-পর্বত তো অনেক হল। এবার স্বাদ বদলের পালা। তাই আসন্ন শীতে পাড়ি জমান রাজস্থান। বিস্তারিত জানার জন্য আর বুকিং-এর জন্য এই যে নম্বর। তবে বেশি দেরি করবেন না যেন। শীত প্রায় এসেই গেল আর সিটও ভরে যাচ্ছে দ্রুত। অতএব... শুভস্য শীঘ্রম। ধন্যবাদ।

Contact us:
Charaibeti Tour and Travels
+917003062232
+919433738365

Heven of Earth
21/11/2023

Heven of Earth


17/11/2023
ডোরাকাটা রাজার ডেরায়"ও বাঘমামা,তুমি যে ঘরে কে তা জানত...!"হীরক রাজার দেশে'র এই গানটা উপভোগ করেননি এমন দর্শক মেলা ভার। তা...
16/11/2023

ডোরাকাটা রাজার ডেরায়

"ও বাঘমামা,
তুমি যে ঘরে কে তা জানত...!"
হীরক রাজার দেশে'র এই গানটা উপভোগ করেননি এমন দর্শক মেলা ভার। তা সেই বাঘমামা'র ডেরায় একবার যাবেন নাকি? ঘরের কাছেই, সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগারের খাসতালুকে।
‘জলে কুমীর, ডাঙায় বাঘ!’
সুন্দরবন সম্পর্কে এ বহু প্রাচীন প্রবাদ। শীত আসছে। সুতরাং এসে গেছে সুন্দরবনে যাওয়ার মরশুম। এ হেন সুন্দরবনেই আবার যাচ্ছি আমরা, মানে চরৈবেতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ভ্রমণপিপাসু মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি ২ রাত, ৩ দিনের এক দুর্দান্ত এবং লোভনীয় প্যাকেজ। যার যাত্রা শুরু ও শেষ হচ্ছে ক্যানিং-এ। সেখান থেকেই আমাদের লঞ্চে সওয়ার হয়ে আপনারা ৩ দিন ঘুরবেন সুন্দরবনের আনাচেকানাচে। এবার একবার সেই ভ্রমণ সূচিতে চোখ বুলিয়ে নেবেন নাকি?
সজনেখালি, সুধন্যখালি, ঝড়খালি, হ্যামিলটন বাংলো, দোঁবাকি, দেউলভারানি, পীরখালি, রবীন্দ্রনাথ ভবন, বনবিবি-র থান, গাজীখালি, সড়কখালি, পঞ্চমুখানি, মাতলা নদী এবং পাখিরালয়। - অর্থাৎ একই সঙ্গে অনেকগুলো জনপ্রিয় স্পট এবং স্বল্পপরিচিত দুর্দান্ত জায়গা ঘুরে নেওয়া যাবে। তাই এ সুযোগ মিস না করাই ভাল।
ঘোরার জায়গা গুলো তো জানলেন। এবার লোভনীয় মেনু-র দিকে একবার তাকানো যাক, কি বলেন!

রসনা তৃপ্তি-র আয়োজন

১ম দিন
প্রাতঃরাশ - লুচি, ছোলার ডাল, মিষ্টি, চা
লাঞ্চ - ভাত, ভেজ ডাল, ঝুরো আলুভাজা, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়
লাঞ্চ-এর পর - ফ্রুট স্যালাড
বিকেলের স্ন্যাক্স - এগ চাউমিন ও কফি
ডিনার - ফ্রায়েড রাইস, মটন কারী, স্যালাড, চাটনি, পাঁপড়

২য় দিন

বেড টি, বিস্কুট
ব্রেকফাস্ট - কচুরি, আলুর দম, মিষ্টি, চা
বেলার স্ন্যাক্স - আমোদী মাছ ভাজা, লেবু চা
লাঞ্চ - ভাত, নন ভেজ ডাল, আলুভাজা, ফুলকপির রোস্ট, ভেটকি মাছের ঝাল, চাটনি, পাঁপড়
লাঞ্চের পর - ডাব (১ পিস্)
ইভিনিং স্ন্যাক্স - ঝালমুড়ি, বেগুনি, কফি
ডিনার - পোলাও, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়

৩য় দিন
বেড টি, বিস্কুট
ব্রেকফাস্ট - লুচি, তরকারি, মিষ্টি, চা
বেলার স্ন্যাক্স - চিংড়ি পকোড়া, লেবু চা
লাঞ্চ - ভাত, ভেজ ডাল, আলুভাজা, আলু পোস্ত, সরষে-পারশে / সরষে-পমফ্রেট, চাটনি, পাঁপড়
লাঞ্চের পর
কেক (১পিস)
----
তালিকাটা দেখে জিভে জল আসছে তো! আসবারই কথা। আর হ্যাঁ, থাকার সুব্যবস্থা সজনেখালিতে। এছাড়া গ্রুপ বা অফিস ট্যুর, কলেজ থেকে ঘোরা কিংবা পরিবার বা বন্ধুবান্ধব - সবার জন্যই কিন্ত এ এক চমৎকার উইকএন্ড ট্যুরের মোক্ষম সুযোগ।
সুতরাং বেশি দেরি নয় কিন্তু। শীতের বুকিং শুরু হয়ে গেছে। অতএব তাড়াতাড়ি।
ধন্যবাদ।

Contact
Charaibeti Tour and Travels
7003062232
9433738365

Magical Silk Route with Charaibeti Tour & Travels                      Our beloved guests were at Silk Route during Durg...
15/11/2023

Magical Silk Route with Charaibeti Tour & Travels

Our beloved guests were at Silk Route during Durgapuja for 04 N and shared some glimpses of the tour with us.
(M) 7003062232 / 9433738365

Picture Courtesy : Mr. Tanmoy Das

জঙ্গল, ঝরণা, নদী, পাহাড়সুন্দরী ঝাড়খণ্ড বারবার।শীতে বড় ছুটি পাবেন না, তাই ছোট্ট ছুটিতে কোথাও একটা ঘোরার পরিকল্পনা করছেন, ...
14/11/2023

জঙ্গল, ঝরণা, নদী, পাহাড়
সুন্দরী ঝাড়খণ্ড বারবার।

শীতে বড় ছুটি পাবেন না, তাই ছোট্ট ছুটিতে কোথাও একটা ঘোরার পরিকল্পনা করছেন, তাই তো? কিন্তু মনের মত জায়গা খুঁজে পাচ্ছেন না। চিন্তা নট...! আমাদের আশেপাশের রাজ্যেই তো আছে দুর্দান্ত সব ঘোরার জায়গা। যেমন - ঝাড়খন্ডের কথাই ধরুন। পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল, ড্যাম, ভ্যালী, সাজানো পার্ক - কী নেই সেখানে। অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের আকর এই রাজ্য। আর ভ্রমণের লিস্টটা দেখুন। লোভ সামলাতে পারবেন না, হলফ করে বলা যায়। রাঁচি ও তার আশেপাশে - জোনহা, সীতা, হুন্ড্রু ও দশম ওয়াটার ফলস। তার সাথে তরঙ্গ ওয়াটার পার্ক, কাকে ও পাত্রাতু ড্যাম, রাজরাপ্পা মন্দির, জগন্নাথ মন্দির, রক গার্ডেন, টাইগার হিল - কী না নেই!
এ তো গেল রাঁচি পর্বের ভ্রমণ। চলে আসুন নেতারহাট। এখানে ঘুরুন ম্যাকক্লাক্সিগঞ্জ, আপার ও লোয়ার ঘাগরা ড্যাম, সানসেট পয়েন্ট, নেতারহাট স্কুল। এখানেই শেষ নয়। শেষ পর্বে আছে বিখ্যাত বেতলা ন্যাশনাল ফরেস্ট, মীরছায়া ও লোধা ওয়াটার ফলস এবং সুগা ড্যাম।
সুতরাং, জলদি জলদি রাঁচি-নেতারহাট ভ্রমণের জন্য বুকিংটা সেরে নিন। এবার আপনাদের পালা শীতের শুরুতে জমিয়ে ঘুরে নেওয়ার আর সেই খুশিটা পরিবার-প্রিয়জনের সাথে ভাগ করে নেওয়ার। বুকিং-এর নম্বরটা নিচে দিলাম।
Charaibeti Tour and Travels
+919433738365
070030 62232

11/11/2023

মিঠেকড়া শীতের রোদ গায়ে মেখে আপনি ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ি পথের আঁকেবাঁকে আর চারপাশে ভরে আছে অসংখ্য কমলালেবুর বাগান। তার মিষ্টি গন্ধে ম ম করছে চারদিক। খেতে ইচ্ছে হলে অনুরোধ করছেন আর বাগানের লোকটি হাসিমুখে এগিয়ে দিচ্ছেন গোটা কয়েক কমলা।... আহা কী অপূর্ব তার স্বাদ।... না না স্বপ্ন নয়, বাস্তব। উত্তরবঙ্গে সিটং-অহলদাঁড়া নামের এই যমজ সুন্দর পাহাড়ি গ্রামের আনাচেকানাচে চাষ হয় কমলালেবুর। দার্জিলিং-এর কমলালেবুর মূল ঘাঁটি এখানেই। সবুজ গ্রাম, কমলালেবু আর কাঞ্চনজঙ্ঘার অমোঘ আকর্ষণ - এ হাতছানি এড়ানো দায়। তাই আগামী শীতের যে কোন দিন আপনার গন্তব্য হোক না সিটং-অহলদাঁড়া। একবার গেলে এ জায়গার প্রেমে পড়ে যাবেন গ্যারান্টি। আর সাথে সুন্দর সাজানো হোমস্টেতে রাত্রিযাপন, দুর্দান্ত স্বাদের খাবার এবং যত্ন সবই মিলবে সুলভে। শীতের রাতে বার বি কিউ-এর আঁচে আগুন পোহানো আর চিকেনের জুড়ি জমে যাবে সন্দেহ নেই। বাকিটা বিস্তারিত জানার জন্য স্রেফ একটা ফোন আর টুক করে সেরে নিন বুকিং।নাম্বার নিচে দেওয়া হল।

Contact
Charaibeti Tour and Travels
7003062232
9433738365

Send a message to learn more

দার্জিলিং জমজমাট                     লালমোহন বাবুর দুম করে একটা  অবান্তর প্রশ্ন করে বসলেন  'শীতকালে কখনো দার্জিলিং গেছেন...
10/11/2023

দার্জিলিং জমজমাট


লালমোহন বাবুর দুম করে একটা অবান্তর প্রশ্ন করে বসলেন 'শীতকালে কখনো দার্জিলিং গেছেন মশাই ?'
নিশ্চয়ই ভাবছেন, ঠান্ডার মধ্যে আরও ঠান্ডার জায়গায় যাওয়ার কি দরকার? আমি বলছি, কেনো যাবেন?
১. শীতকালীন দার্জিলিংএর আকাশ থাকে মেঘমুক্ত। ভোরের আকাশের ঝকঝকে সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আছড়ে পড়ে, তার অনবদ্য রূপ একমাত্র শীতকালেই দেখা মেলে।

২. ভিড়ভাট্টাহিন দার্জিলিং উপভোগ করতে হলে শীতকাল হলো উপযুক্ত সময়। হোটেলের আর গাড়ির রেটও থাকে মধ্যবিত্তের নাগালের মধ্যে।

তাই, প্রিয়জনের সাথে কেভেন্টার্সের ছাতে বসে শীতকালের রদ্দুর পিঠে নিয়ে গরম কফিতে চুমুক দেওয়ার রোমান্টিসম উপভোগ করতে চলে আসুন দার্জিলিং। আপনি শুধু মনস্থির করুন, বাকি দায়িত্ব আমাদের। মল থেকে মাত্র ৭ মিনিটের হাঁটাপথে রয়েছে আমাদের সাজানো গোছানো হোটেল। সবশুদ্ধ ২২ টা রুমের মধ্যে ১৪ টি ভিউ রুম। বয়স্ক পর্যটকদের জন্য় রয়েছে হোটেল পর্যন্ত গাড়ি পৌঁছানোর সুবিধা। রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট এবং ফ্রী WiFi এর সুবিধাও।
মুঠোফোন : 7003062232 / 9433738365

হেমন্তে বরন্তীপুজোর রেশ ফিকে হওয়ার ফাঁকেফাঁকেই পাতাঝরার মরশুম এসে হাজির। সাথে দোসর মনকেমন করা বাতাস। সেই ডাকে সাড়া না দি...
07/11/2023

হেমন্তে বরন্তী

পুজোর রেশ ফিকে হওয়ার ফাঁকেফাঁকেই পাতাঝরার মরশুম এসে হাজির। সাথে দোসর মনকেমন করা বাতাস। সেই ডাকে সাড়া না দিয়ে উপায়ই বা কী...তাইনা? সে জন্যই চরৈবেতি ট্যুরস অ্যান্ড ট্র‍্যাভেলস-এর জমজমাট উপস্থাপনা ছোট্ট ছুটিতে বরন্তী - গড়পঞ্চকোট। পুরুলিয়ার এই জনপ্রিয় ডেস্টিনেশন আর তার আশেপাশে আপনার মনের মত করে ঘোরার দুর্দান্ত ব্যবস্থা এবার আমাদের পক্ষ থেকে। তা সেই লিস্টে একবার চোখ বুলিয়ে নিন বরং।
প্রথম দিন:
বরন্তী সানসেট পয়েন্ট, বরন্তী বাঁধ
দ্বিতীয় দিন:
জয়চন্ডী পাহাড়, গড়পঞ্চকোট
তৃতীয় দিন:
মাইথন বাঁধ, পাঞ্চেত বাঁধ, কল্যাণেশ্বরী মন্দির। আর এর সাথে থাকা ও খাওয়ার চমৎকার ব্যবস্থা আপনাদের জন্য। তাহলে আর অপেক্ষা কেন? ফোন করুন আমাদের আর বুকিং করে নিন দ্রুত।... তারপর সোওওজা পৌঁছে যাওয়া বরন্তী। ধন্যবাদ।
Contact:
Charaibeti Tour & Travels
070030 62232
+919433738365

04/11/2023

Send a message to learn more

03/11/2023

পুজো কেটে গেল আর সবাই হইহই করে কাটিয়েছেন নিশ্চিত। তবে শীত আসছে আর কিঞ্চিৎ আড়মোড়া ভেঙে আপনিও তৈরি হয়ে নিন শীতের সেরা ডেস্টিনেশনকে স্বাগত জানাতে। আজ্ঞে হ্যাঁ, ডুয়ার্সের কথা বলছি। শীতে ডুয়ার্স যে কি অনবদ্য সেটা যে এসেছেন সেই-ই জানেন। তাই ট্রেনের টিকিটটা কেটে ফেলুন আর মাল জংশন নেমে পড়ুন। বাকিটা আমাদের, মানে চরৈবেতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর দায়িত্ব। তাহলে চিন্তা নট, আর ডুয়ার্সের দুর্দান্ত প্রকৃতির সান্নিধ্য পেতে রেডি হয়ে যান। ফোন নাম্বারটা নিচে দিলাম। ধন্যবাদ।

Charaibeti Tour & Travels
070030 62232
+919433738365

            কার্শিয়াং যেনো উত্তরবঙ্গের দুয়োরানী। নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৪৪ কিমি দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮৬৪ ফুট উচ্...
31/10/2023


কার্শিয়াং যেনো উত্তরবঙ্গের দুয়োরানী। নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৪৪ কিমি দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮৬৪ ফুট উচ্চতায় অবস্থিত এই শৈলশহর। আমরা অনেকেই জানিনা, প্রকৃতিদেবী অকৃপণ ভাবে সাজিয়েছেন কার্শিয়াংকে। কার্শিয়াং বললেই প্রথমে মনে আসে মেঘে ভেজা একটা শহর। পাহাড়ের গায়ে, সবুজ মাখা জঙ্গল ও নীল আকাশ নিয়ে উত্তরবঙ্গের এই ছবির মতো শহরটি আজও দু হাত বাড়িয়ে অপেক্ষা করে আছে আপনাদের জন্য়। তবে এর আরেকটি নামও রয়েছে। LAND OF ORCHID। লেপচা ভাষায় কার্শিয়াং এর আার এক নাম খার্সাং, যার অর্থ 'সাদা অর্কিডের দেশ।
কার্শিয়াং থেকে ৫.২ কিলোমিটার দূরত্বে অবস্থিত পর্যটকদের আরেকটি জনপ্রিয় গন্তব্য ডাউহিল। কুয়াশা ঘেরা এই জায়গাটির সৌন্দর্য্য এটির মায়াবী রূপে।
বেশ কিছু গা ছমছমে ঘটনা এই জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে। একদিকে পাইন বনের সারি, আরেক দিকে গভীর খাদ। মাঝে ডাউ হিলের ওই রাস্তা রহস্যে মোড়া। ডাও হিল থেকে ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তাকে ডেথ রোড বা মৃত্যু সড়ক বলে থাকে। কেন বলে? আরে দাদা, পৃথিবীতে সবকিছু কি আর যুক্তিতক্কের ধার ধরে হয়েছে? লোকমুখে শোনা যায়, এই আর কি। জঙ্গলের ধারের এই রাস্তাতেই অনেকে গা ছমছমে অভিজ্ঞতার শিকার হয়েছেন। অনেক দূর্ঘটনার কাহিনীও শোনা গেছে এই রাস্তাকে ঘিরে। সূর্যাস্তের পরে এই রাস্তা একা যাওয়ায় নিষেধাজ্ঞা আজও বলবত্ আছে। এই মেঘের রাজ্যে রহস্যেঘেরা মোহময়ি এই কার্শিয়াং এ রয়েছে আমাদের সাজানো গোছানো হোম স্টে।

ও: একটা কথাতো লেখাই হয়নি। পৃথিবী বিখ্যাত মকাইবাড়ীর চা এর জন্মভূমি কিন্তু এই কার্শিয়াং। সুতরাং আর দেরি কিসের? হোম স্টের বারান্দায় বসে মকাইবাড়ীর বিখ্যাত চা আর ধূঁয়াধার মোমো সঙ্গতে কাটিয়ে যান দুটি কি তিনটি রাত আপনার প্রিয়জনকে সাথে নিয়ে এই শৈলশহর কার্শিয়াংএ।
মুঠোফোন : ৭০০৩০৬২২৩২ / ৯৪৩৩৭৩৮৩৬৫/7003062232/9433738365

এবার শীতেপাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদীতে।শীতকাল আর জঙ্গল...এক ডেডলি কম্বিনেশন। আর আসন্ন শীতে যদি বেতলার জঙ্গল সাথে ঝাড়খন্ডের ...
27/10/2023

এবার শীতে
পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদীতে।

শীতকাল আর জঙ্গল...এক ডেডলি কম্বিনেশন। আর আসন্ন শীতে যদি বেতলার জঙ্গল সাথে ঝাড়খন্ডের আরো কিছু দুর্দান্ত জায়গা ঘোরার সুযোগ আমাদের সাথে। ভ্রমণের লিস্টটা দেখুন। লোভ সামলাতে পারবেন না, হলফ করে বলা যায়। রাঁচি ও তার আশেপাশে - জোনহা, সীতা, হুন্ড্রু ও দশম ওয়াটার ফলস। তার সাথে তরঙ্গ ওয়াটার পার্ক, কাকে ও পাত্রাতু ড্যাম, রাজরাপ্পা মন্দির, জগন্নাথ মন্দির, রক গার্ডেন, টাইগার হিল - কী না নেই!
এ তো গেল রাঁচি পর্বের ভ্রমণ। চলে আসুন নেতারহাট। এখানে ঘুরুন ম্যাকক্লাক্সিগঞ্জ, আপার ও লোয়ার ঘাগরা ড্যাম, সানসেট পয়েন্ট, নেতারহাট স্কুল। এখানেই শেষ নয়। শেষ পর্বে আছে বিখ্যাত বেতলা ন্যাশনাল ফরেস্ট, মীরছায়া ও লোধা ওয়াটার ফলস এবং সুগা ড্যাম। সুতরাং এবার আপনাদের পালা সেই খুশিটা পরিবার-প্রিয়জনের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ধন্যবাদ।

বুকিং-এর নম্বর -
Charaibeti Tour and Travels
+919433738365
070030 62232

শুভ মহাষ্টমী।    থিম প্যান্ডেল, জাঁকজমক, পেটপুজো, সেলফি, হইচই, আড্ডা - এসবই যেন ফিকে হয়ে যায় এই বিশালতার কাছে। পুজো সবার...
22/10/2023

শুভ মহাষ্টমী।


থিম প্যান্ডেল, জাঁকজমক, পেটপুজো, সেলফি, হইচই, আড্ডা - এসবই যেন ফিকে হয়ে যায় এই বিশালতার কাছে। পুজো সবার ভাল কাটুক।

সবাইকে দুর্গাপুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পুজো সবার ভাল কাটুক।
20/10/2023

সবাইকে দুর্গাপুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
পুজো সবার ভাল কাটুক।

ভালবাসার ভূস্বর্গ"কিতনি খুবসুরত ইয়ে তসবির হ্যায়,মৌসম বেমিশাল, বেনাজির হ্যায়,ইয়ে কাশ্মীর হ্যায়, ইয়ে কাশ্মীর হ্যায়...!"বেম...
17/10/2023

ভালবাসার ভূস্বর্গ

"কিতনি খুবসুরত ইয়ে তসবির হ্যায়,
মৌসম বেমিশাল, বেনাজির হ্যায়,
ইয়ে কাশ্মীর হ্যায়, ইয়ে কাশ্মীর হ্যায়...!"

বেমিশাল সিনেমার এই বিখ্যাত গানটা মনে পড়ে...? আজ্ঞে হ্যাঁ, কাশ্মীর মানে "জন্নত।" এবার সেই ভূস্বর্গ-এর ভুবনভোলানো রূপকে চাক্ষুষ করার হাতেগরম সুযোগ আপনার সামনে। চরৈবেতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের পরিচয় করাবে কাশ্মীর-এর সঙ্গে। সেই কাশ্মীর যাকে নিয়ে ইতিহাস, কাব্য, সাহিত্য, সংস্কৃতির এক সুবিশাল সৃষ্টি। শ্রীনগর, পহেলগাম, গুলমার্গ, সোনমার্গসহ কাশ্মীরের অন্দরমহলে ঘুরে বেড়ানোর দুর্দান্ত সুযোগ আপনার মুঠোয়। আমাদের অতিথি মধুসূদন ভট্টাচার্য তাঁদের কাশ্মীর ভ্রমণের অসাধারণ স্মৃতিকে ভাগ করে নিয়েছেন আমাদের সাথে। এবার আপনার পালা ভূস্বর্গের প্রেমে পড়ার। ভালবেসে ফেলবেন নিশ্চিত। তাই দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক। আর বিস্তারিত সবকিছু জানার জন্য ফোন নম্বরটা জানেন তো। এই যে নিচে দিলাম। জাস্ট ক্রিং ক্রিং আর পাড়ি দিন ভালবাসার ভূস্বর্গে।

Charaibeti Tour and Travels
+919433738365
+917003062232

মোহময়ী ছোটামাঙ্গোয়া"...মোহমায়া স্যার জী, মোহমায়া...!"স্থানীয়রা বলেন মোহমায়া। এখানে এলে মায়ার বাঁধনে জড়িয়ে যাবেন নিশ্চিত।...
14/10/2023

মোহময়ী ছোটামাঙ্গোয়া

"...মোহমায়া স্যার জী, মোহমায়া...!"

স্থানীয়রা বলেন মোহমায়া। এখানে এলে মায়ার বাঁধনে জড়িয়ে যাবেন নিশ্চিত। কারণ...? কারণ অনেকগুলোই।
বারান্দা বা ঘরে বসেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন, ঘরের বাইরে বেরিয়ে বেড়ার পাশ দিয়ে নিচে উঁকি দিলেই তিস্তা নদী আর সেই নদীতে নেমে আসা ঝরণার পিকচার পারফেক্ট ভিউ। জঙ্গলের মধ্যে ৫ মিনিটের আঁকাবাঁকা ট্রেকপথ পেরিয়ে এক শিহরণ জাগানো ভিউপয়েন্ট আর সেখান থেকে তিস্তা ভ্যালীর দুর্দান্ত রূপ ক্যামেরাবন্দির সুযোগ, কাছেই কমলালেবুর বাগান - যেখানে হাতের নাগালেই অসংখ্য কমলালেবু আর বাতাসের আনাচেকানাচে ছড়িয়ে থাকা তার মিষ্টি গন্ধ, অপার সবুজ ও অসংখ্য ফুলের মাঝে খেলে বেড়ানো রঙবেরঙ-এর প্রজাপতি, বিশাল বড় সবুজ লন আর সাজানো হোমস্টে। সেই চৌহদ্দীতেই আবার ছোট্ট একটা চার্চ। রাতে উল্টোদিকের কালিম্পং পাহাড়ের হাজারো হীরে, চুনি, পান্নার নেকলেস। মেঘলা আকাশে পাহাড়ের খাঁজে খাঁজে আটকে থাকা পেঁজা তুলোর মত খামখেয়ালি মেঘের দল। এমন মায়াময় পরিবেশের প্রতি মোহ আর মায়া জন্মাবে না তা কি হয়...?

তিনটে কটেজে ১২ জনের থাকার সুব্যবস্থা, যেখানে আন্তরিক আতিথেয়তাই আমাদের মূলধন। আর অতিথিদের জন্য আছে কম্পলিমেন্টারি বেড টি ও টয়লেট কিট-এর আয়োজন। আছে সুস্বাদু সব খাবারের জোগান। কোথায়...? কোথায় এমন সব পেয়েছির দেশ...?
কমলিনী বেথসাইদা হোমস্টে, ছোটা মাঙ্গোয়ায়।পুজোর বুকিংটা তাই ঝটপট সেরে ফেলুন। বর্ণনা আর ছবি তো দেখলেন...! সিকিম বিপর্যয়ের কারণেও আমাদের চমৎকার পাহাড়বাসা ভরে যাচ্ছে দ্রুত। সুতরাং... শুভস্য শীঘ্রম। নাম্বারটা দিলাম।
Contact us:
Charaibeti Tour and Travels
+919433738365
+917003062232

দুর্গাপুজোয় দাড়াগাঁওসেখানে চারপাশে ধাপে ধাপে নেমে যাওয়া সিঙ্কোনার বাগান, সকাল হয় ঢং ঢং ঘন্টার গুরুগম্ভীর শব্দে। এখান থেক...
11/10/2023

দুর্গাপুজোয় দাড়াগাঁও

সেখানে চারপাশে ধাপে ধাপে নেমে যাওয়া সিঙ্কোনার বাগান, সকাল হয় ঢং ঢং ঘন্টার গুরুগম্ভীর শব্দে। এখান থেকে পায়ে হেঁটে দু'পা গেলেই একই ফ্রেমে কাঞ্চনবাবু ও তিস্তার দর্শন, সেখানেই চোখ ঘোরালে চারদিকে সবুজে সবুজ উপত্যকা, আর তার খাঁজে খাঁজে আটকে থাকা সাদা মেঘের দল, অজস্র পাখির কিচিরমিচির, রঙবেরঙ-এর ফুলে সাজানো বারান্দা, মৃদুমন্দ বাতাসে টুংটাং শব্দে বেজে ওঠা চীনা ঘন্টার সুর, একটা চমৎকার ভিক্টোরিয়ান দেওয়াল ঘড়ি, পাশাপাশি ছিমছাম ও সুসজ্জিত ৩ টি ঘর, যেখানে বড় বড় জানলা দিয়ে আসাযাওয়া করে পাহাড়িয়া বাতাসের দঙ্গল - এইসব মিলিয়ে এক চমৎকার পাহাড়বাসা। পিসফুল হোমস্টে, দাড়াগাঁও। ১২ জন থাকার সুন্দর ব্যবস্থা। কালিম্পং থেকে সাকুল্যে ৩৫ মিনিট। তারপরেই মন ভালো করে দেওয়া এই আস্তানায় পৌঁছে যাওয়া। আছে সুস্বাদু পেটপুজোর আয়োজন, সাথে ইচ্ছে হলে চিকেন বা পর্কের কোনও ডিশ অর্ডার করা। কিংবা বার-বি-কিউ। অথবা নরম, তুলতুলে মোমোতে কফি সহযোগে কামড় বসানো। রুটিন জীবনের চাপকে ভো-কাট্টা করে বেশ কিছুটা অলস দিনযাপন। আবার ইচ্ছে হলে সাইটসিয়িং-এ লাভা, কোলাখাম, ছাঙ্গে ফলস কিংবা কালিম্পং শহর, ডেলো পার্ক, দুরপিন মনাস্ট্রি, জলসা বাংলো, পাইন ভিউ নার্শারিসহ বেশ কিছু টুরিস্ট স্পট ঘুরে নেওয়া। ইচ্ছে হলে ঘুরে আসা যায় ডুক্কা ফলস, রেলি নদী ও ব্রিজ, পাবং ও চারখোল। হাতে অপশন কিন্তু প্রচুর। কিংবা নিদেনপক্ষে শান্ত নির্জন দাড়াগাঁও পায়ে হেঁটে ঘুরে নেওয়া। - হোমস্টে থেক্রসুব্যবস্থা আছে ওয়াই ফাই, কম্পলিমেন্টারি বেড টি, টয়লেট কিটেরও। তাহলে...আর কি চাই...?
সিকিম বিপর্যয়ে মন খারাপ করা নয়, ট্যুর বাতিল করাও নয়, শুধু রুটটা একটু বদলে নেওয়া। আর পজোর মরশুমে ছোট-বড় আনন্দ ও খুশির মুহূর্ত গুলো প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া। চরৈবেতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস সর্বদাই ভ্রমণপিপাসু মানুষের সেবায় নিয়োজিত। সুতরাং,
যোগাযোগ ও বুকিং-এর থেকে মাত্র এক ফোন দূরে আছি আমরা। তাই বেশি দেরি করলে কিন্তু...পস্তাবেন।
ধন্যবাদ।
Contact - Charaibeti Tour and Travels
+919433738365
+917003062232

দুগগা পুজোর কটা দিন,রাঁচি-নেতারহাট-এ পাড়ি দিন।দুর্গাপুজো তো প্রায় দোরগোড়ায়। এদিকে উত্তরবঙ্গ ভিড়ে ঠাসা। সর্বত্র ঠাঁই নেই,...
07/10/2023

দুগগা পুজোর কটা দিন,
রাঁচি-নেতারহাট-এ পাড়ি দিন।

দুর্গাপুজো তো প্রায় দোরগোড়ায়। এদিকে উত্তরবঙ্গ ভিড়ে ঠাসা। সর্বত্র ঠাঁই নেই, ঠাঁই নেই রব। আর সিকিম প্রাকৃতিক দুর্যোগের কারণে বিধ্বস্ত। তাহলে পুজোয় কি করা যায়, কোথায় ঘুরতে যাওয়া যায়, কত খরচ - এইসব নিয়ে মাথার মধ্যে অপার চিন্তা তাই তো...? আমরা বলি কি...চিন্তা নট! আমাদের আশেপাশের রাজ্যেই তো আছে দুর্দান্ত সব ঘোরার জায়গা। যেমন, ঝাড়খন্ডের কথাই ধরুন। পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল, ড্যাম, ভ্যালী, সাজানো পার্ক - কী নেই সেখানে। সব মিলিয়ে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের আকর এই রাজ্য। আর ভ্রমণের লিস্টটা দেখুন। লোভ সামলাতে পারবেন না, হলফ করে বলা যায়। রাঁচি ও তার আশেপাশে - জোনহা, সীতা, হুন্ড্রু ও দশম ওয়াটার ফলস। তার সাথে তরঙ্গ ওয়াটার পার্ক, কাকে ও পাত্রাতু ড্যাম, রাজরাপ্পা মন্দির, জগন্নাথ মন্দির, রক গার্ডেন, টাইগার হিল - কী না নেই!
এ তো গেল রাঁচি পর্বের ভ্রমণ। চলে আসুন নেতারহাট। এখানে ঘুরুন ম্যাকক্লাক্সিগঞ্জ, আপার ও লোয়ার ঘাগরা ড্যাম, সানসেট পয়েন্ট, নেতারহাট স্কুল। এখানেই শেষ নয়। শেষ পর্বে আছে বিখ্যাত বেতলা ন্যাশনাল ফরেস্ট, মীরছায়া ও লোধা ওয়াটার ফলস এবং সুগা ড্যাম।
সুতরাং মন খারাপ বাদ দিন আর জলদি জলদি রাঁচি-নেতারহাট ভ্রমণের জন্য পুজোর বুকিংটা সেরে নিন। দেরি করলে কিন্তু আপশোস করতে হতে পারে। আর হ্যাঁ, আমাদের গত সপ্তাহের অতিথিরা কিন্তু আমাদের ব্যবস্থাপনায় এই ভ্রমণ করে খুবই খুশি। এবার আপনাদের পালা সেই খুশিটা পরিবার-প্রিয়জনের সাথে ভাগ করে নেওয়ার জন্য। বুকিং-এর নম্বর -
Charaibeti Tour and Travels
+919433738365
+917003062232

Address


Alerts

Be the first to know and let us send you an email when Charaibeti Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Charaibeti Tour & Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share