Charaibeti Tour & Travels

  • Home
  • Charaibeti Tour & Travels

Charaibeti Tour & Travels The world is a book and those who do not travel read only one page.

Last day of Bali tour
23/01/2025

Last day of Bali tour

Last day tour of Bali | Indonesia Travel Vlog | Indonesia Bali best tourist spot | Best view of Bali ...

                Bali tour
15/01/2025


Bali tour

Indonesia travel I Bali Tour I Bali Kuta I Charaibeti Tour and travels I Uluwatu ...

01/01/2025
Bali day 3rd             (M)7003062232 / 9433738365
30/12/2024

Bali day 3rd

(M)7003062232 / 9433738365

Visit Nusa Penida I Nusa Penida Travel I Bali Tour I Indoneshia Tour I Charaibeti Tour And Travels ...

Kashmir Group Tour
18/12/2024

Kashmir Group Tour

Bali tour 3rd day
09/12/2024

Bali tour 3rd day

Indonesia Travel I Ubud Swing I Kintamani view Point I Charaibeti tour & Travels ুদ বালির আধ্যাত্মিক কেন্দ্রভূমি হিসাব...

Batu Cave of Kuala lumpur                   মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় ১৩ কিমি উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পা...
01/12/2024

Batu Cave of Kuala lumpur

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় ১৩ কিমি উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড়। সাংহাই বাটু নদী থেকে এর নাম নেওয়া হয়েছে। এছাড়াও গ্রামটির নামও বাটু। এই থেকেই গুহাটির নাম হয়েছে বাটু গুহা। এর বয়স আনুমানিক ৪০ কোটি বছর। এর বয়স আনুমানিক ৪০ কোটি বছর। ভারতের বাইরে পরিচিত মন্দির গুলোর মধ্যে এটি অন্যতম। এখানে বিশ্ব অবতারে মুরুগানের মূর্তি রয়েছে। এর মূল আকর্ষণ ওই রঙের গুহা বমি থেকে ১০০ মিটার উচ্চতায় গুহা গুলো অবস্থিত। পুণ্যার্থীদের মন্দিরে পৌঁছতে২৭২ টা সিড়ি বেয়ে উঠতে হয়।
(M) 9433738365 / 070030 62232

চরৈবতি ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালনায় ২০২৫ র প্রথম নিবেদন TULIP FESTIVAL 2025.মুঠোফোন : 070030 62232 / 9433738365
28/11/2024

চরৈবতি ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালনায় ২০২৫ র প্রথম নিবেদন TULIP FESTIVAL 2025.
মুঠোফোন : 070030 62232 / 9433738365

চরৈবতি ট্যুর এন্ড ট্রভেলসের পরিচালনায়  সুন্দরবন (২ রাত্রি ৩ দিন) ভ্রমন। ক্যানিং থেকে ক্যানিং                            ...
28/11/2024

চরৈবতি ট্যুর এন্ড ট্রভেলসের পরিচালনায় সুন্দরবন (২ রাত্রি ৩ দিন) ভ্রমন।
ক্যানিং থেকে ক্যানিং
👉প্রথম দিন আপনি এবং আপনার ফ্যামিলি ক্যানিংয়ে স্টেশনে আসার পর, আমরা আপনাদেরকে পিকআপ করে সঙ্গে নিয়ে যাবো সোনাখালি/গদখালি জেটিঘাটে। সেখানে আমাদের লঞ্চ রেডি থাকবে। লঞ্চ ছেড়ে দেয়া হবে সকাল ১০.৩০ নাগাদ

👉প্রথম দিনের ভ্রমণ:- সোনাখালি/গদখালি থেকে লঞ্চ ছেড়ে গোসাবা, হ্যামিল্টন বাংলো ,রবীন্দ্রনাথ টেগোর বাংলো, পাখির জঙ্গল এবং পাখিরালয় রিসোর্টে রাত্রি বাস।

👉দ্বিতীয় দিন:
সকালে সজনেখালি ওয়াচ টাওয়ার ঘুরে দেখে আবার বোটে ওঠা,এরপর সুধন্যখালি (ওয়াচ টাওয়ার) পীর খালি, গাজিখালি ,চোরাগাজীখালি, দোবাঁকি (ওয়াচ টাওয়ার) ঘুরে আবার পাখিরালায় রিসোর্টে রাত্রি বাস।

👉তৃতীয় দিন :- সকালে লঞ্চ ছেড়ে বঙ্গোপসাগরে মোহনা, পঞ্চমুখানী,ঝড়খালি (টাইগার রেসকিউ সেন্টারের টিকিট নিজ খরচে, প্রবেশমূল্য় ৩০ টাকা) ঘুরে হেরোভাংগা, পার্শ্বেমারী, সাইটসিন করে সোনাখালি ফেরত । তিন দিনের ভ্রমণের সমাপ্তি

☕🍽️🥣মেনু🍢🍧🥧 প্রথম দিন :- প্রাতঃরাশ ঃ -
পুরি, সবজি ,মিষ্টি ,চা অথবা কফি। বেলায় ঃ- আমুদে মাছ ভাজা সাথে কফি। মধ্যাহ্নভোজন - ভাত, ডাল ,ভাজা ,সবজি ,ভেটকি মাছকারি,রুই মাছের কালিয়া, চাটনি ,পাপড়
বিকেলে -ফল
‌ ‌‌ সন্ধেবেলা ঃ- চিকেন পকোড়া ,কফি
রাত্রে -ভাত, ডাল ,ভাজা, সবজি, মটন, সালাড, চাটনি, পাপড়।
দ্বিতীয় দিন :- ভোরে চা বিস্কুট
প্রাতঃরাশ ঃ - রাধাবল্লভী, আলুরদম, মিষ্টি।
বেলায় -ভেজ পকোড়া চা
মধ্যাহ্নভোজন ঃ- ভাত ,ডাল, ভাজা, সবজি, সর্ষে পার্শে, বাগদা চিংড়ি মালাইকারি চাটনি, পাপড় ।
বিকেলে - ফল
সন্ধেবেলা -চাউমিন আর চা .
রাত্রে -ফ্রাইডরাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাপড় , ।
তৃতীয় দিন :- ভোরে চা কফি বিস্কুট।
প্রাতঃরাশ - কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল ,মিষ্টি
বেলায় -আমোদি মাছ ভাজা চা
মধ্যাহ্নভোজন -ভাত ,ডাল, ভাজা, সবজি, সর্ষে ভেটকি কাঁকড়া কারি, চাটনি, পাপড়।
বিকেলে - ডাব

আমাদের প্যাকেজে থাকছে ঃ-
১/ক্যানিং থেকে ক্যানিং অটো ভাড়া
২/ Forest Permit
৩/ Forest Guide
৪/ লঞ্চ সাফারী
৫/ আদিবাসী নৃত্য / বাউল গান
৬/ Packaged Drinking Water
৭/ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার

আমাদের প্যাকেজে যা থাকছেনা ঃ
১. ঝড়খালি প্রবেশমূল্য়
২. গরমজলের মূল্য (২০ টাকা প্রতি বালতি)
৩. সুন্দরবন উন্নয়ন মূল্য (১০ টাকা জনপ্রতি)

★ অতিথিদের পছন্দ অনুসারে উপরোক্ত খাদ্যতালিকার পরিবর্তন হতে পারে ★

আমরা যাচ্ছি :-

👉 December to January Session Package....

December :- 3,4,5 // 6,7,8 // 7,8,9 // 10,11,12 // 13,14,15 // 14,15,16 // 17,18,19 // 20,21,22 // 24,25,26 // 27,28,29 // 31,1,2...

January :- 3,4,5 // 7,8,9 // 10,11,12 // 14,15,16 // 17,18,19 // 21,22,23 // 24,25,26 // 28,29,30 // 31,01,02

👉For more details, please contact on following nos.......
👉 We are working with best services inclusive 15 years.....

Call:- 9433738365 / 7003062232

North Sikkim will be open for tourists w.e.f. 01.12. 2024
27/11/2024

North Sikkim will be open for tourists w.e.f. 01.12. 2024

বালি ভ্রমণের পথে ঝটিকা সফরে ঘুরে এলাম কুয়ালালামপুর।               গন্তব্য ইন্দোনেশিয়ার বালি....কিন্তু চলে গেলাম  মালয়ে...
20/11/2024

বালি ভ্রমণের পথে ঝটিকা সফরে ঘুরে এলাম কুয়ালালামপুর।


গন্তব্য ইন্দোনেশিয়ার বালি....
কিন্তু চলে গেলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরে।

ভাবছেন সেটা আবার কি করে? তবে খোলসা করেই বলি।
বালি যাওয়ার ফ্লাইট ছিল রাত একটা দশে। পরের দিন কুয়ালালামপুরে গিয়ে পৌঁছলাম সকাল সাড়ে সাতটায়। এরপর আমাদের ফ্লাইট আবার রাত সাড়ে আটটায়। এত ঘন্টা সময় এয়ারপোর্টে বসে থাকার কোন মানেই হয় না। আগে থেকেই কুয়ালালামপুরে ঘোরার পারমিশন (MDAC) নিয়ে রাখতে হয়েছিল রওনা দেবার ৭২ ঘণ্টা আগে থেকে। সেইমত কুয়ালালামপুরের IMMIGRATION এর ঝামেলা মিটিয়ে, ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দিলাম কুয়ালালামপুর ভ্রমণের উদ্দেশ্যে। হাতে সময় কম। তাই প্রথমে দেখে নিলাম টুইন টাওয়ার। টুইন টাওয়ার না দেখলে কুয়ালালামপুর আসাই বৃথা। সুউচ্চ দুটি TOWER, পুরোটাই স্টিল দ্বারা নির্মিত, মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কুয়ালালামপুরের বুকে। এরপরে চলে গেলাম কে এল টাওয়ার। হাতে সময় কম থাকার জন্য ভেতরে প্রবেশ করতে পারলাম না। তবে হলফ্ করে বলতে পারি ভেতরে ঢুকতে পারলে অনেক বেশি আনন্দ পেতাম।
এরপরে চলে যাই বাটু কেভে। বিদেশে হিন্দু দেবদেবীর এতো সমারোহ, তাও আবার পাহাড়ের গুহার মধ্যে, না দেখলে বিশ্বাস হয়না। কুয়ালালামপুরের ঝাঁচকচকে রাস্তাঘাট দেখে মনে হচ্ছিল, এত ঝাঁ চকচকে একটা শহর আমাদের কলকাতা কবে হতে পারবে! কুয়ালালামপুরের রাস্তাঘাটে মানুষজনের সংখ্যাও খুব একটা বেশি নয়। তবে সমস্তটা বুঝে উঠতে না উঠতেই ফেরার সময় হয়ে গেল । একটু ভুল বললাম বাড়ি ফেরা নয় বালির উদ্দেশ্যে প্লেন ধরার সময় হয়ে গেল।😄
অনুলেখিকা : শ্রাবণী চ্যাটার্জি
মুঠোফোন : 070030 62232 /9433738365

*বালি(ইন্দোনেশিয়া)* বেড়াতে যাচ্ছেন? তার আগে গুরুত্বপূর্ণ  কয়েক টি  তথ্য  জেনে নিন।                  *কাঁধে নিয়ে রুকস্...
15/11/2024

*বালি(ইন্দোনেশিয়া)* বেড়াতে যাচ্ছেন? তার আগে গুরুত্বপূর্ণ কয়েক টি তথ্য জেনে নিন।


*কাঁধে নিয়ে রুকস্যাক*....
*বালি* ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। অপূর্ব সমুদ্র তট, সমৃদ্ধ সংস্কৃতি, এবং প্রাণবন্ত শহরের জন্য বালি ভ্রমণ পিপাসুদের এতটা প্রিয়। কাঁধে রুকস্যাকটি ফেলার আগে তাই ভালো করে জেনে নিন কি করবেন, আর কি করবেন না।
ইন্দোনেশিয়া ভিসা ফ্রি কান্ট্রি। ওখানে প্রবেশ করার জন্য এয়ারপোর্টে ভিসা দেওয়া হয় ১৪ থেকে ৩০ দিনের জন্য যাকে ভিসা 'অন এরাইভাল' বলে। আপনার পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে সে দেশে প্রবেশ করার আগে এবং একটি অব্যবহৃত ভিসা পেজ রেখে দিতে হবে। বিভিন্ন রকমের ভিসা এখানে দেওয়া হয় ট্রাভেল সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত, প্রত্যেকের আলাদা করে ভ্যালিড পিরিয়ড আছে তবে টুরিস্ট ভিসা ৩০ থেকে ৬০ দিনের জন্য ভ্যালিড থাকে ব্যবসা সংক্রান্ত ভিসার ৬০ দিন পর্যন্ত সময়সীমা থাকে।

*কখন যাবেন?*
ইন্দোনেশিয়া তাদের জন্য একটা প্রিয় গন্তব্য হতে পারে যারা কিনা দ্বীপে ঘুরতে ভালোবাসে সমুদ্র সৈকতে রোদ পোহাতে ভালোবাসে এবং সমুদ্রের গভীরে যেতে ভালবাসে। বলা হয়ে থাকে ইন্দোনেশিয়া ভ্রমণের বেস্ট সময় হল এপ্রিল থেকে অক্টোবর যখন এখানকার আবহাওয়া মনোরম থাকে। যদিও এই ধারণা খুব একটা ঠিক নয়। কারণ ইন্দোনেশিয়া বিষুব রেখায় অবস্থান করার জন্য সারা বছর এখানে গরম থাকে। যেহেতু এদের এখানে শীতকাল নেই, শুধু গরমকাল এবং বর্ষাকাল দুটো ঋতু, এবং নভেম্বর থেকে মার্চ অব্দি বর্ষাকাল বলা হলেও বৃষ্টি সেরকম না হওয়ার দরুন এখানে গরমটাই সারা বছর বিরাজমান।

*কি ভাষায় কথা বলবেন?*
ইন্দোনেশিয়া যাওয়ার আগে ছোটখাটো কিছু ইন্দোনেশন ভাষা শিখে নিতে পারেন। তবে ওখানে ইংরেজি ভাষাটাই বেশি চলে টুরিস্টদের জন্য। ভাঙ্গা ভাঙ্গা আধো আধো বুলিতে ইন্দোনেশিয়ানদের ইংরেজি ভাষা বেশ লাগে। ইন্দোনেশিয়ানরা খুব শান্ত স্বভাবের হয়। তাই এখানে উচ্চ গলায় কথা বলা বা বাজে ভাষায় কথা বলা বর্জন করতে হবে। ইন্দোনেশিয়ায় কিছু অংশ মুসলিম অধ্যুষিত আর কিছু অংশ হিন্দুদের। এরা খুবই ধর্ম প্রানা। বিশেষত বালি অঞ্চলে প্রচুর হিন্দু মন্দির রয়েছে।

*কি কি জিনিস নিয়ে যাবেন সঙ্গে* :-
যেহেতু ইন্দোনেশিয়া খুবই গরম তাই চেষ্টা করবেন হালকা পোশাক বহন করতে। সঙ্গে থাকুক ছাতা, সানগ্লাস, সানস্ক্রিম। জলের দাম চড়া, তাই চেষ্টা করবেন বড় একটা ১০ লিটার জেরিকেন কিনে সেখানে ছোট ছোট বোতলে ভরে নিয়ে জল ক্যারি করতে। যেখানেই যাবেন সমুদ্রর জলে একবার হলেও পা ডোবাতে ইচ্ছে
হবে আপনার, তাই চেষ্টা করবেন সেই ধরনের জুতো নিয়ে যেতে। মোবাইলে চার্জ দেওয়ার জন্য ২২০ভি এবং ৫০৮ z পাওয়ার এডাপ্টার অবশ্যই সঙ্গে নিতে হবে।

*কিভাবে ভ্রমণ করবেন*

দুজন গেলে সেক্ষেত্রে গাড়ির ভাড়া টা একটু বেশি পড়ে যায়। তাই এখানে স্কুটি চালাতে জানলে স্কুটি ভাড়া পাওয়া যায়। এটা অনেকটাই সাশ্রয় দেবে। এছাড়াও ওখানকার লোকাল ট্রান্সপোর্ট ও আপনি নিতে পারেন। আছে ট্যাক্সিও I

যাওয়ার আগে অবশ্যই মোবাইল international রোমিং করে নিতে হবে কিংবা ওখানে গিয়েও ওখানকার সিম কার্ড একটা নিয়ে নিতে পারেন। ফরেক্স কার্ডও ক্যারি করতে পারেন। এখান থেকে ডলার নিয়ে যাবেন। ওখানে গিয়ে সেগুলোকে ইন্দোনেশিয়ান কারেন্সি (IDR) করে নিতে হবে। যে কোন অথেন্টিক জায়গা থেকেই এটা করবেন। নাহলে ফ্রডের পাল্লায় পড়ারো সম্ভবনা রয়েছে। আর হ্যাঁ, আগে থেকে GRAB APP ও আপলোড করে নিতে পারেন মোবাইলে। তাহলেও যাতায়াতের সুবিধা হবে। সুতরাং দেরি কেন এবার বেরিয়প পড়লেই হয়। আর আছে *চরৈবতি ট্যুর এন্ড ট্রাভেলস*, আপনাদের সাহায্য করার জন্য
ক্রমশ......
অনুলেখিকা : শ্রাবণী চ্যাটার্জি
মুঠোফোন : 7003062232 / 9433738365

09/11/2024

On the way to North Bali

Bali 5th day Tour
08/11/2024

Bali 5th day Tour

Nusa Penida Island (Bali)              Some glimpses of Nusa Penida Island
07/11/2024

Nusa Penida Island (Bali)

Some glimpses of Nusa Penida Island

Address


Alerts

Be the first to know and let us send you an email when Charaibeti Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Charaibeti Tour & Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share