#charaibetitourtravels #dooars #reels #trending #northnengal #safari #junglesafari #himalayan #Charaibeti
ডুয়ার্স ডাকে আজ আমায়...
মেঘলা আকাশ, শিরশিরে বাতাস, ঝরা পাতার স্তুপ, রাতের হালকা কুয়াশা -- সবাই কিন্তু জানান দিচ্ছে শীত এসে গেছে। আর প্রকৃতিও নিজেকে সাজিয়ে তুলছে নানা উপকরণ দিয়ে। তা এ হেন অবস্থায় মন-প্রাণ কি একটু একটু উড়ু উড়ু করছে না...? করছে নির্ঘাত, তবে যাবেন কোথায় সেটা নিয়ে একটু দোটানা, হালকা আলস্য -- তাই তো...? তা বলি কি, কিঞ্চিৎ আড়মোড়া ভেঙে আপনিও এবার তৈরি হয়ে নিন শীতের সেরা ডেস্টিনেশনকে স্বাগত জানাতে। আজ্ঞে হ্যাঁ, ডুয়ার্সের কথা বলছি। শীতের ডুয়ার্স যে কি অনবদ্য সেটা যে একবার গেছেন সেই-ই জানেন। প্রকৃতি উজাড় করে সাজিয়েছে তাকে। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, ভ্যালি, চা বাগান, সুন্দর সব গ্রাম -- কি নেই ডুয়ার্সে। এই অনবদ্য রূপকে চাক্ষুস করে যদি সত্যিই একটা দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে ডুয়ার্সের কোনও বিকল্প নেই। তাই ট্রেনের টিকিটটা কেটে ফেলুন আর মাল জংশন নে
এভারগ্রীন দীঘা
আচ্ছা দীঘার কোনো বিকল্প আছে? উত্তর হল না। আজও এত ঘোরার জায়গার ভিড়ে দীঘাই বাঙালির সেরা চয়েস। অফিসের কর্পোরেট ট্যুর হোক বা কলেজের এক্সকারশন, ছোট হোক বা বড় পরিবার, বন্ধুদের গ্রুপ বা পাড়া থেকে গ্রুপ ট্যুর - গন্তব্য হিসেবে দীঘা তুলনাহীন। "উঠল বাই তো দীঘা যাই" - এ হচ্ছে দীঘার সেরা ট্যাগলাইন। কারণ শীত, গ্রীষ্ম, বর্ষা - দীঘাই বাঙালির সেরা ভরসা। আর হোটেল? দীঘাতে রাত্রিবাসের বহু অপশন থাকলেও আপনার কিন্তু সেরা পছন্দ হবে নিউ দীঘার হোটেল সি প্যালেস। কেন? কেন আবার! সাধ্যের মধ্যে সাধ ও স্বাদ পূরণের সেরা গন্তব্য তো এটাই। চমৎকার বড় বড় এসি ও নন এসি রুম, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, আন্তরিক আতিথেয়তা, সুস্বাদু সব খাবার - আপনার প্রয়োজন এবং ইচ্ছেপূরণের সব আয়োজনই এখানে মিলবে সুলভে। আর সমুদ্র থেকে মাত্র মিনিট পাঁচেকের দূরত্বে হোটেল সি প্যালেস। অতএব আর দেরি কেন...! শীতের র
পুজো কেটে গেল আর সবাই হইহই করে কাটিয়েছেন নিশ্চিত। তবে শীত আসছে আর কিঞ্চিৎ আড়মোড়া ভেঙে আপনিও তৈরি হয়ে নিন শীতের সেরা ডেস্টিনেশনকে স্বাগত জানাতে। আজ্ঞে হ্যাঁ, ডুয়ার্সের কথা বলছি। শীতে ডুয়ার্স যে কি অনবদ্য সেটা যে এসেছেন সেই-ই জানেন। তাই ট্রেনের টিকিটটা কেটে ফেলুন আর মাল জংশন নেমে পড়ুন। বাকিটা আমাদের, মানে চরৈবেতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর দায়িত্ব। তাহলে চিন্তা নট, আর ডুয়ার্সের দুর্দান্ত প্রকৃতির সান্নিধ্য পেতে রেডি হয়ে যান। ফোন নাম্বারটা নিচে দিলাম। ধন্যবাদ।
Charaibeti Tour & Travels
070030 62232
+919433738365
#charaibetitourandtravels #charaibeti #northbengaltourism #weekendtour #tourism #dooars #jungle #uttarbangahomestay #forest
দীঘা ডিলাইট
দেখছেন তো, পুজোর বড় ছুটির আগেই আগামী কদিন কেমন একটা ছোট্ট ছুটির হাতছানি। অথচ আপনার কোথাও বুকিং করা নেই, টিকিটও কাটা নেই, গোছগাছ তো দূর অস্ত! তাহলে উপায়...! উপায় আর কী? চরৈবেতি ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস আছে তো। আর আছে দীঘা। যেখানে শুধু পৌঁছে যাওয়া আর টুক করে ঢুকে পড়া আমাদের নিজস্ব হোটেল নিউ দীঘার হোটেল সী প্যালেস-এ। চমৎকার বড় বড় এসি ও নন-এসি রুম, সুস্বাদু খাবারের আইটেমে সাজানো রেস্টুরেন্ট এবং আন্তরিক আতিথ্য। সাথে সূর্যোদয়, সূর্যাস্ত, সমুদ্রে দাপাদাপি, নানা কিছু কেনাকাটা আর নবকলেবরে সেজে ওঠা দীঘার বেশ কিছু জায়গা ঘুরে নেওয়া। আর এইসব ইচ্ছে না হলে সমুদ্রের পাড়েই কাটিয়ে দেওয়া অনেকটা সময়। হাতে অপশন প্রচুর। তাই বলি কি, আর দেরি না করে বুকিং করে ফেলুন। নাহলে এই ছুটিতেও রুটিন জীবন থেকে একটু নিস্তার পাওয়াটা মিস হয়ে যাবে। তাছাড়া, দীঘা যাওয়ার জন্য কোনো প্ল্য
এভারগ্রীন দীঘা
অফিসের কর্পোরেট ট্যুর হোক বা কলেজের এক্সকারশন, ছোট হোক বা বড় পরিবার, বন্ধুদের গ্রুপ বা পাড়া থেকে গ্রুপ ট্যুর - গন্তব্য হিসেবে দীঘা তুলনাহীন। আর সেখানে থাকার বহু অপশন থাকলেও সেরা পছন্দ হোক হোটেল সি প্যালেস। কেন? কেন আবার! সাধ্যের মধ্যে সাধ ও স্বাদ পূরণের সেরা গন্তব্য তো এটাই। অতএব দেরি না করে জলদি বুকিংটা সেরে ফেলুন বরং। আর আতিথেয়তার দায়িত্বটা থাকুক আমাদের ওপরই। সুতরাং দেখা হচ্ছে দীঘায়, হোটেল সি প্যালেসে।
ধন্যবাদ।
Charaibeti Tour & Travels
+91 7003062232
+919433738365
#charaibeti #weektours #weekendtravels #tours #travels #digha #dighatrip #Dighatour #dighatourguide
ডুয়ার্সের অন্দরমহলে
উত্তরবঙ্গের "হিডেন জেমস" কোনটা বলুন তো? ঠিক ধরেছেন। ডুয়ার্স। কাঞ্চনজঙ্ঘার রাজকীয় রূপের আকর্ষণে শয়ে শয়ে পর্যটক উত্তরবঙ্গে ছুটে গেলেও ডুয়ার্স তুলনায় উপেক্ষিতই থেকে যায়। তবে তার আকর্ষণ তাতে কমেনা মোটেও। সত্যি বলতে কী, ডুয়ার্সের মত বৈচিত্র্যময় সৌন্দর্যশোভিত জায়গা ভূ-ভারতেও আর একটাও নেই। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, উপত্যকা এবং সর্বোপরি কাঞ্চনজঙ্ঘাও এখানে উপস্থিত স্বমহিমায়। আর এই ডুয়ার্সের আনাচেকানাচেই এবার ভ্রমণের আয়োজন করেছি আমরা। চার রাত, পাঁচদিনের এই ভ্রমণ সূচীতে ঠাঁই পেয়েছে ডুয়ার্সের প্রতিটা সুন্দর সুন্দর ঘোরার জায়গা গুলো। সাথে থাকার জন্য দুর্দান্ত সব হোটেল ও পেটপুজোর ব্যবস্থাও। আর এই সবকিছুই একদম সাধ্যের মধ্যেই। দেখুন এই ভিডিও আর ঝটপট বুকিংটা সেরে ফেলুন। বেশি দেরি করবেন না কিন্তু। তাহলে আসছে পুজোয় ডুয়ার্স মিস।
Contact:
Charaibeti
"উঠল বাই, তো দীঘা যাই।"
"দীপুদা"কে চেনেন না এমন বাঙালি বিরল! আর "দী" অর্থাৎ দীঘা অবশ্যম্ভাবী ভাবে বাঙালির সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশন। শুধু ওল্ড দীঘা বা নিউ দীঘার সমুদ্র সৈকতই নয়, এখনকার দীঘা আরও সুন্দর, আরও জমজমাট, আরও আকর্ষণীয়। নবকলেবরে সেজে ওঠা অমরাবতী পার্ক বা নতুন ঢেউসাগর পার্ক, দীঘা মেরিন ড্রাইভ, মেরিন অ্যাকোয়ারিয়াম, দীঘা তোরণ, মোহনা, চন্দনেশ্বর মন্দির, নেহরু মার্কেটের হস্তশিল্প, সমুদ্রের ধারে থরে থরে সাজানো সি-ফিশ - যা ভাজা হয়ে সোজা চালান হয় পেটে - এবং আরও অনেক কিছু মিলিয়ে আজও উইকএন্ড ডেস্টিনেশনের সেরা ঠিকানা দীঘা। যদিও দীঘা যাওয়া যায় এবং যাওয়া হয় সপ্তাহের যে কোনও দিন। অতএব রুটিন জীবনের যাঁতাকল থেকে একটু বিরতি নিয়ে টুক করে দীঘাটা ঘুরে আসবেন নাকি...? তা ঘোরার জায়গা গুলো তো জানলেন। এবার থাকার জায়গাটাও জেনে নিন বরং। হোটেল সি প্যালেস - নিউ দীঘায় থাকার এক চমৎকা
"রেশম ফিরিরি, রেশম ফিরিরি...!"
একসময় এই গানের মধুর সুর শোনা যেত পুরনো রেশম পথের আনাচেকানাচে। প্রাচীন ভারতের সাথে পূর্ব সিকিমের এই পথ ধরেই বাণিজ্য চলত সুদূর তিব্বতের সাথে। আদানপ্রদান হত রেশমসহ আরও বিভিন্ন সামগ্রী। তারপরে তো তিস্তা দিয়ে বয়ে গেছে অনেক জল। কালের প্রবাহে সেই রেশম পথ আজ ভ্রমণপিপাসুদের অত্যন্ত প্রিয় গন্তব্য। আগামী পুজোর ছুটিতে যা "হটকেক!" তবে কীভাবে যাবেন, কোথায় থাকবেন আর কোন কোন জায়গায় ঘুরবেন - সেই সব ভাবনা আর চাহিদার কথা মাথায় রেখেই এক অনবদ্য ভ্রমণ সূচী সাজিয়েছে চরৈবেতি ট্যুর ও ট্র্যাভেলস। যেখানে ছুঁয়ে যাবেন ইতিহাসকে আর লাভ করবেন বহুদিন মনে রাখার মত এক অনবদ্য ভ্রমণ অভিজ্ঞতা। তাহলে আর দেরি কেন...? আপনার পুজোর ছুটির দিনগুলো স্মরণীয় ও রঙিন করে তুলুন চরৈবেতি ট্যুর ও ট্র্যাভেলস-এর সাথে "ওল্ড সিল্ক রুট" ভ্রমণ করে। বাকিটা জানার জন্য চোখ রাখুন এই পো
Our beloved guests are njoying at our Hotel Sea Palace, New Digha
For booking, Please contact (M) 7003062232 / 9433738365
We have completed another 05 N 06 D Silk Route tour. Our guests have experienced heavy snow fall Zaluk onwards.
Some valuable reviews about our hotel Sea Palace, New Digha. We are really proud to serve our guest and looking forward to serve again
(M) 7003062232 / 9433738365
Today is the last day of 04 N 05 D Silk Route tour. This kind of appreciation by our beloved guests will really encourage us to do better in future also
This is the 03rd N of our 04 N 05 D Silk Route tour. Our guests are njoying at the Home Stay of Rolep
Many many thanks to our beloved guest Mrs. Atreyee who has spared her valuable time for making this video and encourage us to continue our good service in future also🙏🏽🙏🏽🙏🏽
Contact : 7003062232 / 9433738365
শুরু হোলো চরৈবতি ট্যুর এন্ড ট্রাভেলসের নতুন পথ চলা। নিউ দীঘায় আমাদের নিজস্ব হোটেল 'SEA PALACE'। আপনারা আসুন। আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। আশা করি নিরাশ করবো না
১. ১২ টি ঘর AC
২. ১০ টি ঘর NON AC
২. সবকটি ঘরে Geyser
৩. নিজস্ব Restaurant
৪. WiFi
৫. ড্রাইভার'স Rest Room
৬. Free Parking Place
যোগাযোগ ঃ
অমিত চ্যাটার্জী ঃ ৭০০৩০৬২২৩২ / ৯৪৩৩৭৩৮৩৬৫
শ্রাবণী চ্যাটার্জী📞৯৪৩৩৫৮৬৮২৫
৭০০৩৪৫৪৮৩২
Alkananda river cruise at Varanasi which covers 84 ghats of Varanasi
Our 05 N 06 D Silk Route (East Sikkim) tour with comprising 23 nos. of guests has ended today. We are thankful to all our beloved guests for keeping belief in us. We are also thankful to those, who help us to make the tour very successful. We are committed to put our best efforts to recreate these kinds of joyful moments in the future also.
Our beloved guests are enjoying at Dalepgaon while exploring the magical Silk Route of East Sikkim.
PC : Mr. Basant Pradhan
বেনারসে গঙ্গাবক্ষে Evening River Cruise, যা না করলে বোধহয় ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যেতো। এক কথায় অসাধারণ
#takdah orchid centre
#charaibeti tour & travels
#tinchuley
#north bengal tourism
#daejeeling