চলো মুসাফির

  • Home
  • চলো মুসাফির

চলো মুসাফির Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চলো মুসাফির, Travel Agency, .
(1)

05/12/2023

মসজিদে আরিশ, বদর প্রান্তর

02/12/2023

মদিনার উপকণ্ঠে যে স্থানে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাগত জানিয়ে ছিলো এবং বিখ্যাত কাসিদা(কবিতা) "طلع البدر علينا " পাঠ করা হয়েছে সেই মসজিদ বানি আনিফ/ সানিয়্যাতু ওয়াদা যা মসজিদে কুবা থেকে ৬৫০ মিটার দূরে অবস্থিত।

02/12/2023

যে পথে চলেছেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের নিয়ে যাচ্ছি সে পথে। মসজিদে কোবার পথে।

02/12/2023

জান্নাতুল বাক্বী তে বিভিন্ন সাহাবা (রাঃ) ও উম্মাহাতুল মুমিনিনগণের কবর মোবারক জিয়ারত

01/12/2023

মদিনাতুল মুনাওয়ারা থেকে জুমা'র খুতবা লাইভ

01/12/2023
30/11/2023

রিয়াজুল জান্নাতে প্রবেশের পথে চলো মুসাফির এর হাজ্বী সাহেব গন

30/11/2023

মসজিদ আন্ নববী থেকে ফজরের আজান

আলহা'ম্দুলিল্লাহ ওয়াস্সালাতু ওয়াস্সালামু আ'লা রাসূলিল্লাহহাজীদের কাফেলা নিয়ে আছি পবিত্র ভূমি মদিনাতুল মুনাওয়ারার পথে।ছবি...
29/11/2023

আলহা'ম্দুলিল্লাহ ওয়াস্সালাতু ওয়াস্সালামু আ'লা রাসূলিল্লাহ

হাজীদের কাফেলা নিয়ে আছি পবিত্র ভূমি মদিনাতুল মুনাওয়ারার পথে।

ছবি ফর এটেনশন 😊 অগ্রবর্তী কাফেলার

📣আলহামদুলিল্লাহ,বেসরকারী হজ প্যাকেজ ঘোষণাঃবি প্যাকেজ- ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকাএ প্যাকেজ- ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
15/11/2023

📣আলহামদুলিল্লাহ,
বেসরকারী হজ প্যাকেজ ঘোষণাঃ
বি প্যাকেজ- ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা
এ প্যাকেজ- ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

এ বছর হজের বিমান ভাড়া আরও ৪৫ হাজার টাকা কমানোর দাবি জানিয়েছে এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ...
10/11/2023

এ বছর হজের বিমান ভাড়া আরও ৪৫ হাজার টাকা কমানোর দাবি জানিয়েছে এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ বিষয়ে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দিয়েছে সংগঠনটি।
চলো মুসাফির চলো মুসাফির (হজ্ব ও ওমরাহ্‌ পরামর্শ গ্রুপ)

উল্লেখ যে, হজ্জের বিমান ভাড়া প্রায় ২ লক্ষ( ১৯৭৭৯৭ টাকা) থেকে থেকে ২৯৯৭ টাকা কমিয়েছে।

১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন আর বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার।

২০২৪ সালে সরকারি ও বেসরকারী হজ্জ(১৪৪৫ হিজরি.) যাত্রিদের সর্বোচ্চ "এ" প্যাকেজ  হচ্ছে (৯৩৬৩১৬) নয় লক্ষ ছত্রিশ হাজার তিনশত ...
02/11/2023

২০২৪ সালে সরকারি ও বেসরকারী হজ্জ(১৪৪৫ হিজরি.) যাত্রিদের সর্বোচ্চ "এ" প্যাকেজ হচ্ছে (৯৩৬৩১৬) নয় লক্ষ ছত্রিশ হাজার তিনশত ষোল টাকা।
এবং সর্বনিন্ম প্যাকেজ ক্যাটাগরি বি তথা ফেতরা প্যাকেজ হচ্ছে (৫৮৭১০১) পাঁচ লক্ষ সাতাশি হাজার একশত এক টাকা।

#ধর্ম_বিষয়ক_মন্ত্রণালয়।
#হজ্জ
#ওমরাহ
#হজ্জ_২০২৪

পবিত্র হজ্জ ও ওমরাহয় গমনেচ্ছু ভাই ও দুস্ত বুজুর্গ, সবাই প্রতারণা / জালিয়াতি থেকে সাবধান হোন।
02/11/2023

পবিত্র হজ্জ ও ওমরাহয় গমনেচ্ছু ভাই ও দুস্ত বুজুর্গ, সবাই প্রতারণা / জালিয়াতি থেকে সাবধান হোন।

আমাদের দেশের খেটে খাওয়া মানুষেরা সাধারণত মহা পবিত্র ও বরকতময় জমজম এর পানি থেকে বঞ্চিত থাকেন। কেননা পবিত্র হজ্ব বা উমরাহ্...
21/08/2023

আমাদের দেশের খেটে খাওয়া মানুষেরা সাধারণত মহা পবিত্র ও বরকতময় জমজম এর পানি থেকে বঞ্চিত থাকেন। কেননা পবিত্র হজ্ব বা উমরাহ্‌ এর সফরের সামর্থ তাদের থাকে না। এমনকি অনেকের নিকটাত্মীদেরও থাকে না। আমরা চলোমুসাফির এর পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি আপাতত ৫০০ খেটে খাওয়া মানুষক জমজমের পানি বিতরণ করবো।

জমজমের পানির ব্যাপারে পবিত্র হাদিস শরীফে আছেঃ
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘জমিনের বুকে জমজমের পানি সর্বোত্তম পানি। (তাবরানি ফিল কাবির : ১১১৬৭; সহিহুত তারগিব ওয়াত তারহিব : ১১৬১)
ইবনে আব্বাস (রা.) থেকে আরোও বর্ণিত , রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই তা সুখাদ্য খাবার এবং রোগের শিফা।
(মুসলিম, হাদিস : ২৪৭৩)

আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বাররা কিছুদিন পরপর কাফেলা নিয়ে পবিত্র উমরাহ্‌ বা হজও পালনে যান তাই পানি সংগ্রহ করা অনেকটা সহজ হয়ে গেছে। আমাদের হয়তো কিছু বলান্টিয়ার লাগতে পারে পানি বিতরণের জন্য। এই উদ্দ্যোগে আমাদের পাঁশে থাকবেন আশা করি।

আমরা পানির পাশাপাশি আজওয়াও বিতরণ করবো ইনশাল্লাহ। কেউ চাইলে আজওয়া বিতরণে আমাদের সাথে আর্থিকভাবে শরিক হতে পারেন।

আপনাদের নিকট এখন যে পরামর্শ ভাই তা হলো আমরা ঢাকা এবং চিটাগাং কোন কোন লোকেশনে বিতরণ করতে পারি।

ইনশাল্লাহ আরও পানি সোর্স করতে পারলে এই কার্যক্রম চলমান থাকবে। জাজাকাল্লাহ খায়ের।

Sheikh Abdul Rahman Al-Sudais and the officials breaks fast on the ninth day of   at Masjid Al Haram!Haramain Sharifain ...
28/07/2023

Sheikh Abdul Rahman Al-Sudais and the officials breaks fast on the ninth day of at Masjid Al Haram!
Haramain Sharifain
Haramain
Madinatul-Munawwarah

রাসূল (ﷺ) বলেছেন:  “(আল্লাহ্‌র নৈকট্য লাভের উদ্দেশে) তিনটি মাসজিদ ব্যতীত আর কোথাও সফর করা যাবে নাঃ মাসজিদুল হারাম, আমার ...
21/07/2023

রাসূল (ﷺ) বলেছেন: “(আল্লাহ্‌র নৈকট্য লাভের উদ্দেশে) তিনটি মাসজিদ ব্যতীত আর কোথাও সফর করা যাবে নাঃ মাসজিদুল হারাম, আমার এই মাসজিদ এবং মাসজিদুল আকসা।”

ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত - অতএব তারা যেন এই ঘরের পালনকর্তার এবাদত করে....
18/07/2023

ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত - অতএব তারা যেন এই ঘরের পালনকর্তার এবাদত করে....

16/07/2023

তাওয়াফের স্রোতপ্রবাহ। যা মুমিনের হৃদয়কে আবেগতাড়িত করে। কবে যাবে জিয়ারতে বায়তুল্লাহতে।

এবারের হাজীরা যে হোটেলে ছিলেন তার ছাদ থেকে জম জম টাওয়ারের ভিউ। এই টাওয়ারটি মেহমানের বাসার টিভির মত মনে হয়। অনেক দিন পর আ...
08/07/2023

এবারের হাজীরা যে হোটেলে ছিলেন তার ছাদ থেকে জম জম টাওয়ারের ভিউ। এই টাওয়ারটি মেহমানের বাসার টিভির মত মনে হয়।

অনেক দিন পর আমার বাসায় আমার সবচেয়ে প্রিয় মেহমান আসবে। আমি মেহমানের জন্য অপেক্ষমাণ। বাসার দস্যদের মেহমানকে কিভাবে তুষ্ট করা যায় তা নিয়ে প্লান পরিকল্পনা ইতিমধ্যে শেষ করেছি। মেহমানের সাথে প্রানভরে কথা হবে। কেউ মেহমানের প্রিয় খাবার রান্না নিয়ে নিয়ে ব্যস্ত, কেউবা ঘরদোর পরিপাটি করার কাজে। এক কথায় মেহমানকে বরণ করার জন্য সাজ সাজ রব।

যথাসময়ে মেহমান বাসায় আসলো, আমাদের সাথে আবশ্যকীয় কুশল বিনিময় হলো। ড্রয়িং রুমে বসে হাতে নিলো টিভির রিমোট। সানন্দে টিভি দেখা শুরু হলো। আশা অনুযায়ী মেহমানের সাথে গল্প হচ্ছে না। মেহমানের সাথে আমার সম্পর্কটা যে আন্তরিক না তা স্পষ্ট ফুটে উঠছে। এই সম্পর্কের এবং আগমনের ফিকে দিকটা স্পষ্ট ফুটে উঠছে। মেহমান যেনো আমার চেয়ে আমার আসবাব নিয়ে বেশি ব্যস্ত।

এক সময় বাসায় টিভি ছিলোনা। মেহমান, মেজবানের মুগ্ধতা ছিলো একে অন্যকে ঘিরে। আন্তরিকতা ছিলো অনন্য।
.........

জমজম টাওয়ার মনে হয় মেহিমানের বাসার টিভির মত। পবিত্র হেরেমের মাঠের এক কর্ণারে অবস্থিত। বায়তুল্লাহ, আল্লাহর ঘরে মানুষজন আসে। কেউ কেউ সাড়া জীবনের সঞ্চয় ব্যয় করে আসে। কারো লাইফের এক মাত্র সাধনা খোদার ঘরের মেহমান হয়ে আসা।

অনেক আশা নিয়ে জীবনের সঞ্চয় খরচ করে খোদার মেহমানের হোওয়ার সৌভাগ্য নিয়ে মানুষজন মক্কায় আসেন। তাদের বরণ করে নেওয়ার জন্য ফেরেশতাদের মধ্যে সাজসাজ রব থাকে।

এক সময় বাইতুল্লাহতে আশা মানুষজনের সমস্ত মুগ্ধতা ছিলো বায়তুল্লাহকে ঘিরে। আন্তরিকতা ছিলো আল্লাহর প্রতিটি নিদর্শনের দিকে। যার বর্ণনা আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। ইবাদতে, তাওয়াফে, জিকিরে ছিলো একনিষ্ঠ মনোযোগ।

এখন পবিত্র হেরেমের আসপাশে অনেক আসবাব ঘরে উঠেছে। হাজীদের সেবার প্রয়োজনেই হয়তো। মাঝে মাঝে মনে হয় মক্কায় আসারপর আমাদের সকল মুগ্ধতা যেনো এই আসবাবকে ঘিরে। টিভির মত মুগ্ধ হয়ে আসপাশের আসবাব দেখি, জমজম টাওয়ার দেখি, ঘড়ি দেখি, চাদ দেখি।

মেহমান হয়ে মেজবানের এই আহবানে, আয়োজনে মুগ্ধ হয় না। মুগ্ধ হই না বায়তুল্লাহতে। মগ্ন হইনা তাওয়াফে, ইবাদতে, জিয়ারতে।

তাওয়াফ করার সময়, মাতাফে বসে একনিষ্ঠ হয়ে মেজবানের সাথে সম্পর্কোন্নয়েনের চেস্টা করি না। টিভির মত জমজম টাওয়ারে মুগ্ধ হই, ছবি তুলি, তলা গুনি।

দুনিয়ার মেজবানের সাথে মেহমানের সম্পর্কটা যেমন ফিকে হয়ে যাচ্ছে। বায়তুল্লাহতে আল্লাহর মেহমান হয়েও এখানে আসলেও এসব আসবাবের মুগ্ধতা আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ফিকে দিকটা স্পষ্ট হয়ে উঠছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন। তার সাথে সম্পর্ক উন্নয়নে সকল ফিতনা থেকে আমাদের হিফাজত করুন। আমিন।

আলহামদুলিল্লাহ। বায়তুল্লাহর মাতাফ কানায় কানায় পূর্ণ। কেউ কেউতো এমন আছেন একদিনে ৭/৮ বারও তাওয়াফ করছেন।
07/07/2023

আলহামদুলিল্লাহ। বায়তুল্লাহর মাতাফ কানায় কানায় পূর্ণ। কেউ কেউতো এমন আছেন একদিনে ৭/৮ বারও তাওয়াফ করছেন।

➤➤ হজের খরচ ৪ লাখের মধ্যে পুনর্নির্ধারণ করতে নোটিশ!সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে নির্ধারণ করা হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ...
06/03/2023

➤➤ হজের খরচ ৪ লাখের মধ্যে পুনর্নির্ধারণ করতে নোটিশ!
সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে নির্ধারণ করা হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে চার লাখের মধ্যে পুনর্নির্ধারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান সোমবার (০৬ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় বরাবরে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে হজ প্যাকেজ-২০২৩ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের সিদ্ধান্ত জানান প্রতিমন্ত্রী।

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পাবেন।
এদিন এ বিষয়ে স্মারক জারি করে মন্ত্রণালয়। সেখানে বিমান ভাড়া দেখানো হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

নোটিশ প্রেরণকারী আইনজীবী জানান, বর্তমানে বাংলাদেশ-সৌদি-বাংলাদেশ রুটে প্লেন ভাড়া ৭৬ হাজার টাকা থেকে এক লাখ ১০ হাজার টাকা। প্রতি বছর দুই দেশের সরকার হজ যাত্রীদেরকে সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট কিনতে বাধ্য করে। এ কারণে টিকেট কিনতে হজ যাত্রীদের স্বাধীনতা ধ্বংস হয়।

এসব কারণসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে নোটিশে অনুরোধ করা হয়, চার লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ-২০২৩ সংশোধন,পরিবর্তন এবং পুর্ননির্ধারণ করতে বলা হয়। সাত দিনের মধ্যে করতে ব্যর্থ হলো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া ই-মেইল ও ফ্যাক্সযোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাজকীয় সৌদি আরব সরকার, সব মুসলিম দেশগুলোর বাংলাদেশ অ্যাম্বেসি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হাসান রুহানি, সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ আল সউদ, কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি, সংযুক্ত আরব-আমিরাতের প্রেসিডেন্ট (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বরাবরে এ নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।
চলো মুসাফির (হজ্ব ও ওমরাহ্‌ পরামর্শ গ্রুপ)

জাবালে ছুর এ চলো মুসাফির হজ্ব কাফেলা, সাফা-মারওয়া ট্রাভেলসে্।
28/02/2023

জাবালে ছুর এ চলো মুসাফির হজ্ব কাফেলা, সাফা-মারওয়া ট্রাভেলসে্।

বর্তমানে যারা সচারাচর ১ লাখ ২৫/৩০/৪০ এর প্যাকেজের হাজিদের জন্যে  এসব জায়গায় হোটেল রাখতেন/থাকতেন সে সব মুয়াল্লিম, হাজ্বীদ...
06/02/2023

বর্তমানে যারা সচারাচর ১ লাখ ২৫/৩০/৪০ এর প্যাকেজের হাজিদের জন্যে এসব জায়গায় হোটেল রাখতেন/থাকতেন সে সব মুয়াল্লিম, হাজ্বীদের জন্যে দুঃসংবাদ😓😭

অনেকেই কম টাকায় উমরাহ করার ইচ্ছে করে এবার তাদের জন্যেও আরেকটু কষ্টকর হয়ে গেল 😞 .......

মদিনায় যারা হোটেল ঠিক করছেন একটু চিন্তা করে ঠিক করিয়েন।বাঙালি, মার্কেট, বাবুর তামুর এসব এলাকা ভাঙার নোটিশ ঝুলিয়েছে......

এই সমস্ত হোটেল ভেঙে ফেললে হোটেল ভাড়া অনেক বেশি হয়ে যাবে।

যে হোটেল ১২০-১৫০ রিয়ালের ছিলো তা এখনই ২৫০-৩০০ রিয়ালে নিতে হচ্ছে 😞😞

চলো মুসাফির চলো মুসাফির (হজ্ব ও ওমরাহ্‌ পরামর্শ গ্রুপ) Gias Bin Burhan
#হজ্ব #হজ্জ #ওমরাহ্ #উমরাহ

হজ্জ প্যাকেজ ২০২৩চলো মুসাফির (হজ্ব ও ওমরাহ্‌ পরামর্শ গ্রুপ)  #হজ্জ  #উমরাহ
03/02/2023

হজ্জ প্যাকেজ ২০২৩
চলো মুসাফির (হজ্ব ও ওমরাহ্‌ পরামর্শ গ্রুপ)
#হজ্জ
#উমরাহ

07/01/2023

মদিনার গোলামী আমায় দে...ও মুর্শিদ ও....
মদিনার গোলামী আমায় দে...

বাংলাদেশ সহ বিশ্বের ৫টি দেশের ওমরাহ যাত্রীদের জন্যে বাধ্যতামূলক হলো বায়োমেট্রিক তথা ফিঙ্গার প্রিন্ট রেজিষ্ট্রেশন। পাঁচ ট...
06/12/2022

বাংলাদেশ সহ বিশ্বের ৫টি দেশের ওমরাহ যাত্রীদের জন্যে বাধ্যতামূলক হলো বায়োমেট্রিক তথা ফিঙ্গার প্রিন্ট রেজিষ্ট্রেশন।

পাঁচ টি দেশ হলো বাংলাদেশ, ব্রিটেন,মালোশিয়া,তিউনিসিয়া,কুয়েত

Umrah Pilgrims Registration for 5 Countries
সূত্রঃ-Haj.gov.sa, Haramain

16/11/2022

আল্লাহু আকবার কাবিরা....

পবিত্র মক্কাতুল মুকাররময় মাসজিদুল হারামের ছাদে সালাতের স্থানে কবুতরের সিজদাহ্ করার মতো সুন্দর মূহুর্ত, সুবাহানআল্লাহ।

تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ ۚ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا

অর্থ : সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যাকিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষনা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ।
(সূরা বানী ইসরাইল,আয়াত-৪৪)

15/11/2022

City of the Prophet: Blessings at Dawn in Masjid Al Nabawi.
___

وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِن بَعْدِ مَا قَنَطُوا وَيَنشُرُ رَحْمَتَهُ ۚ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيدُ {28}

And it is He who sends down the rain after they had despaired and spreads His Mercy. And He is the Protector, the Praiseworthy.

(Surah Ash-Shura - Verse 28) سورة الشورى

Haramain

24/10/2022

পবিত্র ওমরাহ্ পালনার্থে দেশের খ্যাতনামা আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান মা.জি.আ কতকাল রওনা দিয়ে বর্তমানে পবিত্র মক্কাতুল মুকাররমতে অবস্থান করছেন....আলহা'ম্দুলিল্লাহ

সফরসঙ্গী হিসেবে আছেন আমার মেজু চাচা হাফেজ মাওলানা মোঃ মাঈনুদ্দীন ( সেজু হুজুর), ফুফা মাওলানা মোঃ আবু বকর হানাফি সহ আরও অনেক শুভাকাঙ্ক্ষী ভক্তগণ।

ভালোকাজে ভালো সঙ্গী, উত্তম আলেম পাওয়াও সৌভাগ্যের বিষয়।

সবার জন্যে শুভ কামনা

আল্লাহ আমাদেরকেও কবুল করুন।

মন ছুটে যায় ঐ মদিনারওলি গোলিতে.....ওলি গোলিতেপ্রান চাহে একবার নবিজীররওজা দেখিতে..... রওজা দেখিতে..........আল্লাহ আমাদের ...
24/10/2022

মন ছুটে যায় ঐ মদিনার
ওলি গোলিতে.....ওলি গোলিতে
প্রান চাহে একবার নবিজীর
রওজা দেখিতে..... রওজা দেখিতে....
......

আল্লাহ আমাদের মদীনায় হাজীরা দেওয়ার তাওফিক দান করুন।

ছবি: হারামাইনশরিফাইন

🕋🕋- - ওমরাহ বুকিং ও হজ প্রি-রেজিস্ট্রেশন চলছে  - -🕋🕋চলো মুসাফির  হজ্জ ও  ওমরাহ  কাফেলায় আমাদের পরবর্তী ওমরাহ ফ্লাইট সমূহ...
20/10/2022

🕋🕋- - ওমরাহ বুকিং ও হজ প্রি-রেজিস্ট্রেশন চলছে - -🕋🕋
চলো মুসাফির হজ্জ ও ওমরাহ কাফেলায় আমাদের পরবর্তী ওমরাহ ফ্লাইট সমূহঃ-
১। ২৩ অক্টোবরে ২০২২ (কোটা পূর্ণ) আলহা'ম্দুলিল্লাহ
২। ২৮ অক্টোবরে ২০২২ (কোটা পূর্ণ) আলহা'ম্দুলিল্লাহ
৩। ০২ নভেম্বর ২০২২ (কোটা পূর্ণ) আলহা'ম্দুলিল্লাহ
পরবর্তী সম্ভাব্য ফ্লাইটের তারিখঃ-
২য় গ্ৰুপ: ১০ - ১৫ নভেম্বর
৩য় গ্ৰুপ: ২০ - ২৫ নভেম্বর
ডিসেম্বর প্রথমার্ধে- ১টি
ডিসেম্বর ২০২২ এর শেষার্ধে ১টি
আলহামদুলিল্লাহ্‌ ইতোমধ্যে জানুয়ারির সম্ভাব্য ১৫-২০ তারিখের জন্যে একটি বড় গ্রুপ প্রস্তুত হয়েছে...
আমাদের চলমান প্যাকেজ সমূহঃ-
✈️ A প্যাকেজ ১ খরচ : ১,৫০,০০০/- হাজার টাকা বিমান বাংলাদেশ বা সাউদিয়া এয়ারলাইন্স (সরাসরি ফ্লাইট)
✈️ প্যাকেজ B ১ খরচ : ১,৩৮,০০০/- হাজার টাকা থার্ড ক্যারিয়ার (ট্রানজিট ফ্লাইট)
* ২ - ৩ স্টার মানের হোটেল*
বিঃদ্রঃ ডলার / রিয়ালের রেট এবং টিকিট রেট পরিবর্তনে প্যাকেজ রেট পরিবর্তন হয়ে গেছে এবং এরপরেও কম / বেশী হতে পারে।
# প্রতি রুমে ৪-৬ জনের অবস্থান। এক রুমে ১ / ২ / ৩ জন করে থাকলে চাইলে কিছুটা খরচ বাড়বে।
# (বাঙ্গালী খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়)।
 বাচ্চাদের খরচ : ২ বছরের উপরে কিছু কম খরচ হবে এবং ২ বছরের নিচে খরচ বয়স অনুসারে আলোচনা সাপেক্ষে।
হোটেলের দুরুত্ব -
 প্যাকেজ - ১ : মদীনা - ৩৫০ থেকে ৫৫০ মিটার,
মক্কা - ৪৫০ থেকে ৬৫০ মিটার মাসজিদুল হারামের চত্বর থেকে।
 কতদিনের সফর : ১৩ থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তিতে নির্ভর করবে)।
 প্যাকেজে যা থাকছে :
🍽️🍱 খাবার ব্যবস্থা।
✈️ বিমান টিকিট (বিমান বাংলাদেশ বা সাউদিয়া এয়ারলাইন্স বা অন্য থার্ড ক্যারিয়ার)।
📖 ওমরাহ ভিসা
🏬 হোটেল রিজার্ভেশন
🏥 মেডিকেল ইনস্যুরেন্স।
🚌 এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা - যাওয়া, মক্কা থেকে মাদীনা আসা - যাওয়ার ট্রান্সপোর্ট।
🕋মক্কা - 🏝️🕌মদীনাহ এর বিভিন্ন ঐতিহাসিক স্থানে🏞️⛰️ যিয়ারত (পরিদর্শন) করানো।
🏔️🗾 জিদ্দা, তায়েফের বিভিন্ন স্থান, বদর, বীরে শিফা, বীরে রাওহায় যিয়ারতে যেতে চাইলে ব্যবস্থা করে দেওয়া।
* ফ্রি এক্সক্লুসিভ ওমরাহ প্রশিক্ষণ ( যার প্রয়োজন হবে তার জন্যে)
👮‍♂️ যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ ময়াল্লিম/ গাইড এর তত্ত্বাবধান।
 বুকিং দেওয়ার নিয়ম :
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং চলছে।
বুকিং দেওয়ার প্রয়োজনীয় কাগজ -
১. পাসপোর্টের কপি।
২. ৫০,০০০ হাজার টাকা জন প্রতি।
*হজ্বের( বড় হজ্ব) প্রি- রেজিষ্ট্রেশন চলছেঃ-
* প্রি-রেজিস্ট্রশন করার নিয়ম
১. NID CARD এর কপি ও মোবাইল নম্বর
২. ৩১ হাজার টাকা
৩. NID CARD না থাকলে পাসপোর্টের কপি, জন্ম নিবন্ধনের কপি ও এক কপি ছবি।
যোগাযোগ - 01989056121,01781744200 (হোয়াটসএ্যাপ) বা ইনবক্সে ম্যাসেজ দিন

বরকত পূর্ণ  রবিউল আওয়াল  মাস শুরু হয়েছে❤️❤️ আমাদের অক্টোবরের উমরাহ  কাফেলার কোটা পূর্ণ হয়ে গেছে আলহা'ম্দুলিল্লাহ, কেবল  ...
27/09/2022

বরকত পূর্ণ রবিউল আওয়াল মাস শুরু হয়েছে❤️❤️

আমাদের অক্টোবরের উমরাহ কাফেলার কোটা পূর্ণ হয়ে গেছে আলহা'ম্দুলিল্লাহ, কেবল #নভেম্বরের ০২ তারিখ কয়েকটি কোটা রয়েছে।

আগ্রহীগণকে দ্রুত যোগাযোগ করুন😊

মেসার্স সাফা মারওয়া
হজ্ব লাইসেন্স নাম্বার
(360),সিটি পোর্ট বিল্ডিং, হাজ্বী ক্যাম্প রোড, আশকোনা, ঢাকা

মেসার্স কে বি এস ইন্টারন্যাশনাল
হজ্ব লাইসেন্স নাম্বার (931),শতাব্দীর সেন্টার, ফকিরাপুল,ঢাকা

যোগাযোগ করুন:
01989056121

বিশেষ সুখবর : ৩ তারিখ রাত থেকে কাবা ঘরের চারিদিকের বেড়া তুলে দেওয়া হয়েছে। এখন কাবা ঘর, হাজরে আসওয়াদ,  মুলতাজাম, মুছল্লায়...
04/08/2022

বিশেষ সুখবর : ৩ তারিখ রাত থেকে কাবা ঘরের চারিদিকের বেড়া তুলে দেওয়া হয়েছে। এখন কাবা ঘর, হাজরে আসওয়াদ, মুলতাজাম, মুছল্লায়ে জিবরাইল, রুকনে ইয়ামানী, হাতিম, দরজার চৌকাঠ স্পর্শ করা যাবে ইচ্ছেমতো।হজ্ব ও ওমরাহ পালনকারী তথা সমগ্র মুসলমানদের জন্য সুখবর.
আলহা'ম্দুলিল্লাহ

দীর্ঘ আড়াই বছর পর কাবার চারপাশের বাধা অপসারণের আদেশ।

Coinciding with the start of the Umrah season; the President-General Sheikh Abdul Rahman Sudais orders the approval to lift the barriers around the Ka’bah.

تزامناً مع بدء موسم العمرة؛ الرئيس العام يعلن صدور الموافقة الكريمة على رفع الحواجز الوقائية حول الكعبة المشرفة

সবাইকে জানাই নতুন হিজরী সনের শুভেচ্ছা ও অভিনন্দন  💛🥀১ই মুহাররম ১৪৪৪ হিজরি 🌙 নতুন বছর সকলের জন্য বরকতময় হউক ✨تقبل الله من...
30/07/2022

সবাইকে জানাই নতুন হিজরী সনের শুভেচ্ছা ও অভিনন্দন 💛🥀
১ই মুহাররম
১৪৪৪ হিজরি 🌙

নতুন বছর সকলের জন্য বরকতময় হউক ✨
تقبل الله منا ومنكم صالح الاعمال وكل عام انتم بخير والعافية.

18/07/2022

আজ থেকে ৮৫ বছর আগে হজের সময় আরাফার ময়দানের পরিবেশ।

ভিডিওতে হাজিদের শৃঙ্খলার কাজে নিয়োজিত সৌদি পুলিশকে ইহরামের কাপড় পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।

সেই সময় হাজিদের আসা-যাওয়া ও স্থানান্তরিত হবার জন্য বাহন হিসেবে উটের ব্যবহার হতো।

ভিডিওর শুরুতে হাজিদেরকে মিনার ময়দান অভিমুখে আসতে দেখা যাচ্ছে, আর শেষে মিনা থেকে মুযদালিফা অভিমুখে যেতে দেখা যাচ্ছে। পথিমধ্যে শয়তানকে মারার জন্য কঙ্কর তালাশ করতেও দেখা যাচ্ছে।

আহ, সেই সময়ের হজে কতইনা রুহানিয়াত ছিল! আধুনিক এই যুগে কি তা পাওয়া যায়?

এই দুর্লভ ভিডিওটি টুইটারে থেকে সংগ্রহ করেছেন মাওলানা আইনুল হুদা কাসেমী ভাই।

16/07/2022

রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়,

অল্পের জন্যে নিজ কণ্যার হত্যাকারী হতে বেঁচে গেলেন. আলহা'ম্দুলিল্লাহ, আল্লাহু আকবার।

আল্লাহ আমাদের ধৈর্য্য দান করুন
এবং মদিনার কামলিওয়ার সাথে যোগাযোগ করে দিন😞😞

Address


Alerts

Be the first to know and let us send you an email when চলো মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share