মসজিদে আরিশ, বদর প্রান্তর
মদিনার উপকণ্ঠে যে স্থানে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাগত জানিয়ে ছিলো এবং বিখ্যাত কাসিদা(কবিতা) "طلع البدر علينا " পাঠ করা হয়েছে সেই মসজিদ বানি আনিফ/ সানিয়্যাতু ওয়াদা যা মসজিদে কুবা থেকে ৬৫০ মিটার দূরে অবস্থিত।
যে পথে চলেছেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের নিয়ে যাচ্ছি সে পথে। মসজিদে কোবার পথে।
জান্নাতুল বাক্বী তে বিভিন্ন সাহাবা (রাঃ) ও উম্মাহাতুল মুমিনিনগণের কবর মোবারক জিয়ারত
মদিনাতুল মুনাওয়ারা থেকে জুমা'র খুতবা লাইভ
রিয়াজুল জান্নাতে প্রবেশের পথে চলো মুসাফির এর হাজ্বী সাহেব গন
মসজিদ আন্ নববী থেকে ফজরের আজান
তাওয়াফের স্রোতপ্রবাহ। যা মুমিনের হৃদয়কে আবেগতাড়িত করে। কবে যাবে জিয়ারতে বায়তুল্লাহতে।
মদিনার গোলামী আমায় দে...ও মুর্শিদ ও....
মদিনার গোলামী আমায় দে...
আল্লাহু আকবার কাবিরা....
পবিত্র মক্কাতুল মুকাররময় মাসজিদুল হারামের ছাদে সালাতের স্থানে কবুতরের সিজদাহ্ করার মতো সুন্দর মূহুর্ত, সুবাহানআল্লাহ।
تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ ۚ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا
অর্থ : সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যাকিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষনা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ।
(সূরা বানী ইসরাইল,আয়াত-৪৪)
পবিত্র ওমরাহ্ পালনার্থে দেশের খ্যাতনামা আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান মা.জি.আ কতকাল রওনা দিয়ে বর্তমানে পবিত্র মক্কাতুল মুকাররমতে অবস্থান করছেন....আলহা'ম্দুলিল্লাহ
সফরসঙ্গী হিসেবে আছেন আমার মেজু চাচা হাফেজ মাওলানা মোঃ মাঈনুদ্দীন ( সেজু হুজুর), ফুফা মাওলানা মোঃ আবু বকর হানাফি সহ আরও অনেক শুভাকাঙ্ক্ষী ভক্তগণ।
ভালোকাজে ভালো সঙ্গী, উত্তম আলেম পাওয়াও সৌভাগ্যের বিষয়।
সবার জন্যে শুভ কামনা
আল্লাহ আমাদেরকেও কবুল করুন।
আজ থেকে ৮৫ বছর আগে হজের সময় আরাফার ময়দানের পরিবেশ।
ভিডিওতে হাজিদের শৃঙ্খলার কাজে নিয়োজিত সৌদি পুলিশকে ইহরামের কাপড় পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।
সেই সময় হাজিদের আসা-যাওয়া ও স্থানান্তরিত হবার জন্য বাহন হিসেবে উটের ব্যবহার হতো।
ভিডিওর শুরুতে হাজিদেরকে মিনার ময়দান অভিমুখে আসতে দেখা যাচ্ছে, আর শেষে মিনা থেকে মুযদালিফা অভিমুখে যেতে দেখা যাচ্ছে। পথিমধ্যে শয়তানকে মারার জন্য কঙ্কর তালাশ করতেও দেখা যাচ্ছে।
আহ, সেই সময়ের হজে কতইনা রুহানিয়াত ছিল! আধুনিক এই যুগে কি তা পাওয়া যায়?
এই দুর্লভ ভিডিওটি টুইটারে থেকে সংগ্রহ করেছেন মাওলানা আইনুল হুদা কাসেমী ভাই।
রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়,
অল্পের জন্যে নিজ কণ্যার হত্যাকারী হতে বেঁচে গেলেন. আলহা'ম্দুলিল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ আমাদের ধৈর্য্য দান করুন
এবং মদিনার কামলিওয়ার সাথে যোগাযোগ করে দিন😞😞
হে রব....
এ বয়সেই এই বাবুকে তোমার মেহমান করেছো....অথচ আমাদের জীবন থেকে প্রায় ২-৩ যুগ চলে গেছে তবুও পারলাম না😓😓😓
আমাদেরকে তোমার ঘর,তোমার বন্ধু রসূল সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম, আরাফাহ,মিনা,মুজদালিফা জিয়ারত নসিব করুন।
"লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান্নিয়ামাতা , লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা, লাব্বাইক।"
.
অর্থাৎ "হে আল্লাহ! আমি উপস্থিত। তোমার কোন অংশীদার নেই। যাবতীয় প্রশংসা ও নেয়ামত তোমারই জন্য। গোটা দুনিয়ার বাদশাহী তোমার। তোমার কোন অংশীদার নেই।"
আমার তো টাকা ছিলো না, ছিলো কেবল দু'টো চোখের পানি.... 😞😞
প্রথম Haramain Sharifain সফর তথা হজ্জের সুখকর স্মৃতিচারণ.. 🥰
প্রাণপ্রিয় উস্তাজ, শত-শহস্র আলেম গড়ার কারিগর
মাওলানা মুহাম্মাদ মনিরুল ইসলাম
প্রধান মুফাসসির: দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
ধন্যবাদ প্রিয় ভাই Muhammad Jannatun Naiem ❤️
#HajjMubarak
#হাজ্জ
#হজ্জ
#হজ্জ_ও_উমরাহ
চলো মুসাফির (ইসলামী ভ্রমন গ্রুপ)
আমাদের সেবা গ্রহণকারী সম্মানিত হাজীসাহেবদের রিভিউ - ১