14/02/2024
#মেঘালয়া_ভ্রমণ_১১৯৯৯_টাকায়_TvT_এর_সাথে।
★ভ্রমণের সময়কাল: ৪ রাত ৩ দিন। (মেঘালয় ২ রাত থাকা)
🔘 ইন্ডিয়ান ভিসার পোর্ট হতে হবেঃ ডাউকি (Entry/Exit)
🔘যে সকল স্থান ঘুরে দেখবো:
★বড়হিল ফলস- Borhill Falls.
★উম্ক্রেম ফলস - Umkrem Falls.
★মাউলিংনং ভিলেজ -Mawlynnong village.
★লিভিংরুট ব্রিজ -Living Root
bridge.
★ সেভেন সিস্টার ফলস- Seven sister falls
★মাসুমাই গুহা - Mawsmi Cave.
★শিলং ভিও পয়েন্ট- Shillong view point.
★ওহাকাভা ফলস -Wahkaba Falls.
★নয়াকালিকায় ফলস -Nohkalikai Falls.
★মকডক ভিও পয়েন্ট
★লাইটলুম ক্যানিয়ন- Laitlum Canyon
★উমগট নদী- Umngot River.
★ক্রাংসুরি ফলস -Krang Suri Falls.
★সোনেংপেডেং -Shnongpedeng.
🔘 সময় সাপেক্ষে:
★গলফ ক্লাব - Golf club.
★ মেঘালয় ভিউ পয়েন্ট - Cloud view point.
🔘ভ্রমণের খরচঃ
★ ১ রুমে ৩ জন শেয়ারিং জনপ্রতি --
•সিলেট থেকে সিলেট - ১০,৮০০ টাকা।
•ঢাকা থেকে ঢাকা - ১১,৯৯৯ টাকা।
★ ১ রুমে ২ জন শেয়ারিং [কাপল] জনপ্রতি --
•সিলেট থেকে সিলেট - ১২,৮০০ টাকা।
•ঢাকা থেকে ঢাকা - ১৪,০০০ টাকা।
★ঢাকা থেকে ইকনোমিক ক্লাস এসিতে যাতায়াত করলে প্যাকেজ এর সাথে ১,০০০ টাকা যুক্ত হবে।
★ঢাকা থেকে বিজনেস ক্লাস এসি বাসে যাতায়াত করলে আসা-যাওয়া মিলে ১,৮০০ টাকা যুক্ত হবে।
🔘 চাইল্ড পলিসিঃ ৫ বছরের নিচে আলোচনা সাপেক্ষে যে যে সার্ভিস লাগবে সে অনুযায়ী ট্যুর ফি নির্ধারিত হবে। ৫ বছরের উপরে হলে এডাল্ট হিসেবে গণ্য হবে। তবে যদি বাবা-মায়ের সাথে বেড শেয়ার করে সেক্ষেত্রে খরচ কমে আসবে।
🔘কনফার্মেশন প্রক্রিয়া: এডভান্স ৫,০০০ টাকা প্রদানের মাধ্যমে আপনার আসন কনফার্ম করতে হবে।
প্যাকেজটির বুকিং নিচের উপায়ে কনফার্ম করতে পারেনঃ
🔘বুকিং করতেঃ
★ Bkash Personal - 01893544456
*মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বুকিং করলে ক্যাশ আউট চার্জ সহ দিতে হবে। *
🔘 ব্যাংক একাউন্টঃ
★ব্যাংক নামঃ One Bank
একাউন্ট নামঃ THE VACATION TOURS
একাউন্ট নাম্বারঃ 0451020006268
ONE BANK BASABO BRANCH
★ব্যাংক নামঃ City Bank
একাউন্ট নামঃ Rahanuzzaman Nayeem
একাউন্ট নাম্বারঃ 2303750606001
CITY BANK JATRABARI BRANCH
_________________________________________
🔘 ট্রিপের ব্যাপারে বিস্তারিত যোগাযোগঃ
📲 01896-296661 (What's app available)
📲 01896-296662
🏢 Office Address :-
154, Motijheel C/A , Dhaka - 1000, Motijheel Masjid Market , 2nd floor, Beside Bangladesh Water Development board,
🔘⚜️ সম্ভাব্য ট্যুর প্লানঃ
১ম রাতঃ ঢাকা থেকে রাতের বাসে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা।
১ম দিনঃ
তামাবিল বর্ডারে পৌছে নাস্তা করে ইমিগ্রেশন এর জন্য যাব। কাজ শেষ করে আমরা চলে যাব সাইটসিন করতে করতে চেরাপুঞ্জি। রাতে সেখানেই থাকা হবে। দুপুরের খাবার মাওলিলং ভিলেজে, ডিনার রাতের হোটেলের কাছাকাছি। এদিন আমরা মাওলিলং ভিলেজ, বোরহিল ফলস, উমক্রেম ফলস, নওয়িয়েট ভিউ পয়েন্ট, ব্যালেন্সিং রক দেখব।
🍲 Food: Breakfast, Lunch, Dinner
২য় দিনঃ
সকালে চেরাপুঞ্জি হোটেল চেক আউট করে চেরাপুঞ্জি সাইট সিন করতে করতে শিলং যাব। রাতে শিলং থাকব। আর সবাই এদিন কিছু কিনার থাকলে কিনে নিব। সময় করে নাস্তা, দুপুরের খাবার ও রাতের ডিনার করে নিব। এদিন আমরা মাওসায়া ফলস, মাওসোয়ামাই কেভ, সেভেন সিস্টার্স ফলস, নোয়াকালিকাই ফলস, ওয়াকাবা ফলস,উই স্নাডং ফলস দেখব।
🥙 Food: Breakfast, Lunch, Dinner
৩য় দিনঃ
শিলং এর ২ টা প্লেস দেখতে দেখতে আমরা চলে যাব স্নোনেংপেডেং গ্রামে। স্বচ্ছ পানির এই জায়গায় কেউ চাইলে বট রাইডিং ও করতে পারবেন। ফিরার পথে ক্রাংসুরি ফলস দেখে নিব। এখানে সবাই জিপলাইনিং করতে পারবেন।
খাবার পথে করে নিব সময় করে।
বিকাল ৫টার দিকে আমরা বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে আসব।
🍔 Food: Breakfast, Dinner
সোনাংপেডাং এ রাতে তাবুতে ক্যাম্পিং করা যায়। কেউ যদি একদিন এক্সট্রা থাকতে চান তাহলে থাকতে পারবেন, এটি বর্ডারের খুব কাছে। বুকিং এর সময় উল্লেখ করতে হবে, সেভাবে ফিরতি বাসের টিকেট করা হবে।
*** তবে অবস্থা বিচারে প্ল্যান আগে পিছে হতে পারে। তবে প্লেস এগুলোই থাকবে।
** ** পরিস্থিতি,আবহাওয়া বিচারে মূল পরিকল্পনায় কোন স্থান ভ্রমণ আগে পরে হতে পারে ।তবে যাহাই হবে সবাই আলোচনা করেই হবে। প্রকৃতিগত কারন বা স্থানীয় কোন কারনে অতিরিক্ত কোন খরচ প্রয়োজন হলে অতিরিক্ত খরচ সবাই সমান ভাবে বহন করবে, হোস্টের খরচ সহ।
★ প্যাকেজে যা যা থাকছেঃ
১/ ঢাকা তামাবিল ঢাকা বাসে যাতায়াত খরচ
২/ সব ধরনের ট্রান্সপোর্ট (পর্যটন কেন্দ্রের সকল সাইট সিন করার জন্য রিজার্ভ গাড়ি)
৩/ ঘুরে বেড়ানোর জন্য ট্রান্সপোর্ট
৪/ ৩ দিনের সকালের নাস্তা,দুপুরের খাবার, রাতের খাবার,মোট ৮ বেলা খাবার।
৫/ ট্যুরিস্ট স্ট্যান্ডার্ড হোমস্টে বা হোটেলে ২ রাত থাকার খরচ।
৬/ গাড়ি পার্কিং এর খরচ
৭/ সার্বক্ষণিক দক্ষ হোস্ট।
★ প্যাকেজের অন্তর্ভুক্ত যা যা থাকছে নাঃ
১) ট্রাভেল ট্যাক্স ( ঢাকা থেকেই দিয়ে যাওয়া যাবে)
২) ভিসা প্রসেসিং ফি। যাদের ভিসা নাই তারা আমাদের মাধ্যমেই ভিসা প্রসেসিং করে নিতে পারবেন।
৩) প্যাকেজে উল্লেখ নাই এমন স্পট, শপিং অথবা ফুড
৪) ইমেগ্রেশন ঘুষ ( ভারত বাংলাদেশ মিলে ৪০০+- লাগে)
৫)ব্যাক্তিগত খরচ
৬) ব্যাক্তিগত মেডিসিন
৭) স্পট এন্ট্রি ফি
🔘 প্রয়োজনীয় কাগজপত্র যা যা সাথে নিতে হবেঃ
-- পাসপোর্ট সাইজ ছবি (৫ কপি)
-- ভিসার পাতার কপি (৫ কপি)
-- পাসপোর্ট এর ২, ৩ নং পাতার কপি (৫ কপি)
🔘 যেসকল প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে পারেন
-- ট্রাভেল ব্যাগ।
- মেঘালয় শীত প্রধান এলাকা, তাই সাথে ভারী শীতের কাপড় রাখতে হবে।
- সানগ্লাস, হ্যাট, সান্সক্রিম।
- প্রয়োজনীয় ঔষধ।
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক ।
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)