Ghoraghuri Unlimited

  • Home
  • Ghoraghuri Unlimited

Ghoraghuri Unlimited আমরা যারা ঘুরতে পছন্দ করি, হুটহাট ঘুরত
(1)

সবাই মিলে ঘুরতে যাই না কতোদিন, কতোকাল! আবার সবাই যদি কখনো এক হই, কখনো ঘুরতে যাই দলবেধে, আর সেটা যদি হয় কক্সবাজারে; আমি ক...
31/07/2022

সবাই মিলে ঘুরতে যাই না কতোদিন, কতোকাল! আবার সবাই যদি কখনো এক হই, কখনো ঘুরতে যাই দলবেধে, আর সেটা যদি হয় কক্সবাজারে; আমি কোরাল স্টেশনে নিয়ে যাবোই।

কোরাল স্টেশন- আমার ভালো লাগার জায়গা। এক উচ্ছ্বল বিকেল আর এক নিঃসঙ্গ সন্ধ্যা কাটানোর জায়গা।

#মুনিফ

্সবাজারের মেরিন ড্রাইভ রোড ধরে ইনানী বীচ পার হয়ে কক্সবাজারের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত পাট...

সাতসকালে বৃষ্টি মাথায় নিয়ে কক্সবাজারের মারমেইড ইকো রিসোর্টে গিয়ে পৌঁছালাম। সারারাত গাড়ি চালিয়ে যাওয়ার কষ্ট এক নিমেষেই উধ...
27/07/2022

সাতসকালে বৃষ্টি মাথায় নিয়ে কক্সবাজারের মারমেইড ইকো রিসোর্টে গিয়ে পৌঁছালাম। সারারাত গাড়ি চালিয়ে যাওয়ার কষ্ট এক নিমেষেই উধাও। কী চমৎকার প্রাকৃতিক পরিবেশ! অজান্তেই মুখ দিয়ে ‘ওয়াও’ বেরিয়ে এলো।

সবুজ পাতার ছড়াছড়ি, সোঁদা মাটির গন্ধ আর বুনোফুলের বাগান যেনো মারমেইড। একপাশে মেরিন ড্রাইভ রোড। অন্যপাশে বঙ্গোপসাগর থেকে ছুটে আসা রেজুখাল। প্যাঁচার দ্বীপ নামক এই জায়গাতে গড়ে তোলা হয়েছে কক্সবাজারের প্রথম ইকো রিসোর্ট মারমেইড।

এমনিতেই কক্সবাজার গেলে মন ভালো হয়ে যায়। সাগরের বিশালতার কাছে নিজেকে খুব বিলিয়ে দিতে ইচ্ছে হয়। আর সেখানে মারমেইডের মতো থাকার আবাস পেলে তো রীতিমতো ‘স্বর্গ স্বর্গ’ লাগে। মারমেইডের কটেজগুলো বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। ভেতরেও যতোখানি সম্ভব প্রাকৃতিক আবহ ধরে রাখার আপ্রাণ প্রয়াস। কটেজের বারান্দায় হ্যামক ঝুলানো। আর পুরো রিসোর্ট জুড়ে আঁকাবাঁকা পথগুলো কাঠ আর মাটিতে তৈরি। ঠিক যেনো নিজের গ্রামের মতো।

কটেজ থেকে খানিকটা পথ হেঁটে গিয়ে রেস্টুরেন্ট। রেজুখালের ওপরে চারপাশ খোলামেলা এই রেস্টুরেন্টে খেয়ে পেট ভরার চাইতেও মন ভরে যায় খুব সহজে। শীতল বাতাস আর রেজুখালের পানির আনাগোনা দেখে দেখেই সারাদিন কাটিয়ে দেয়া যায়।

মারমেইড জুড়ে শান্তি আর শান্তি।

আমাদের অল্প সময়ের স্মৃতি এই ভিডিওতে ধরে রাখার চেষ্টা...। আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো কিছু করার প্রচেষ্টা থাকবে।

স্বপ্নিল সৌন্দর্যের এক আবাসভূমি মারমেইড ইকো রিসোর্ট। কক্সবাজারের প্যাঁচার দ্বীপে প্রাকৃতিক কোলে গড়ে উঠেছে এই ...

কক্সবাজারটা ভাল্লাগে কেন, জানেন? এখানে আর যা-ই হোক, হাতের নাগালে প্রয়োজনীয় সব পাওয়া যায়। ঘুরতে গিয়ে যদি ‘এটা নাই, ওটা পা...
16/07/2022

কক্সবাজারটা ভাল্লাগে কেন, জানেন? এখানে আর যা-ই হোক, হাতের নাগালে প্রয়োজনীয় সব পাওয়া যায়। ঘুরতে গিয়ে যদি ‘এটা নাই, ওটা পাওয়া যাচ্ছে না’ এমন সংকটে পড়তে হয়, তাহলে ঘোরার আনন্দে ভাটা পড়ে। কক্সবাজারে এই ঝামেলাটা নেই অন্তত।

তবে এখানে দাম অনেক চড়া। হোটেল প্রাইস থেকে শুরু করে সবকিছু। আর সময় সুযোগ বুঝে ব্যবসায়ীরা এমন গলা হাঁকায়, যেনো ঘুরতে গিয়েই টুরিস্টরা মহা অন্যায় করেছে। ৩০-৫০ টাকার যেনো তেনো আলু ভর্তা ভাতের দামই ৩০০-৪০০ টাকা হয়ে যায়। বাসের সিট কিনে রাত কাটাতে হয়। আরও কতো যন্ত্রণা।

তবুও মানুষ কক্সবাজার যায়। দেশের আর সব ভ্রমণ স্পটের চাইতে কক্সবাজারের যাওয়ার রেটিং অনেক বেশি। এটা পজেটিভ। এই পজিটিভ দিকটা ক্যাপিটালাইজ করতে হবে। না হলে একটা সময় কলকাতার নিউ মার্কেট কিংবা থাইল্যান্ডের পাতায়া, ক্রাবিতে কেবল বাংলাদেশীদেরই পাওয়া যাবে। দেশের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের মান, দাম, উন্নয়ন, সুবিধা নিশ্চিত করে এটাকে আরও ভ্রমণবান্ধব করতে মোটেও দেরি করা উচিত না। কক্সবাজারের ৫ তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসে ছিলাম সর্বশেষ ভ্রমণে। ভিডিওতে তুলে ধরা চেষ্টা করেছি। কেমন কি, কমেন্টে কথা হবে।

Thanks For watching Hope you guys enjoy this video, & thumbs up to the like button & please subscribe to our YouTube channel for more videos and also share t...

ঘুরতে তো যেতে চান। কোথায় যাওয়া যায়, এমন প্রশ্নের শেষ নেই। বাজি ধরে বলতে পারি, এই জায়গাটা ঘুরে এসে ভালোন্না লাগলে- পয়সা ফ...
28/06/2022

ঘুরতে তো যেতে চান। কোথায় যাওয়া যায়, এমন প্রশ্নের শেষ নেই। বাজি ধরে বলতে পারি, এই জায়গাটা ঘুরে এসে ভালোন্না লাগলে- পয়সা ফেরত। আমার কাছে কক্সবাজারের আসল রূপ এই মেরিন ড্রাইভ রোড মনে হয়েছে। পাহাড় আর সাগরের এ এক অদ্ভুত মিলনমেলা। কী অদ্ভুত সুন্দর, কী অসাধারণ।

আপাতত ভিডিওতে দেখে আসতে পারেন।

https://youtu.be/2d3qwx4ovW4

Thanks For watching Hope you guys enjoy this video, & thumbs up to the like button & please subscribe to our YouTube channel for more videos and also share t...

ঘুরতে ঘুরতে প্রায়ই যাই কুমিল্লায়। এছাড়া কুমিলার ওপর দিয়ে যাওয়া হয় চট্টগ্রাম, কক্সবাজারসহ অনেক জায়গায়। এই পথেই দেখা মেলে ...
21/06/2022

ঘুরতে ঘুরতে প্রায়ই যাই কুমিল্লায়। এছাড়া কুমিলার ওপর দিয়ে যাওয়া হয় চট্টগ্রাম, কক্সবাজারসহ অনেক জায়গায়। এই পথেই দেখা মেলে ছন্দুর।

'ছন্দু' নামটা শুনলে খুব একটা ভালো নাও লাগতে পারে। তবে এই নামটি এখন বিখ্যাত। এর চমৎকার সুস্বাদু গরুর মাংসের জন্য সবার কাছে জনপ্রিয়। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লা পদুয়ার বাজারে খুব সাদামাটা অনাড়ম্বর হোটেল ছন্দু। ২৪ ঘণ্টা খোলা থাকা এ হোটেলে সারাক্ষণই থাকে মানুষের আনাগোনা। বিশেষ করে ভোজনপ্রেমী মানুষের প্রিয় হোটেল এটি। যে একবার ছন্দু হোটেলের গরুর মাংসের স্বাদ নিয়েছেন, তার স্বীকার করতেই হবে- এটা সেরা।

এই ভিডিওতে ছন্দু নিয়ে ছোট্ট আয়োজন। ভালো লাগুক কিংবা মন্দ- কমেন্টে আপনার মতামত পেলে ভালো লাগবে। পরবর্তীতে আপনার মতামতকে গুরুত্ব দিয়ে ভিডিও বানানোর প্রয়াস থাকবে।

https://youtu.be/ZDI4clYK2zY

'ছন্দু' নামটা শুনলে খুব একটা ভালো নাও লাগতে পারে। তবে এই নামটি এখন বিখ্যাত। এর চমৎকার সুস্বাদু গরুর মাংসের জন্য সব.....

কালে কালে কতো কিছু দেখলাম! ছোটবেলায় দেখলাম 'সালাদ' একপ্রকারের এক্সট্রা খাবার। মূল খাবারের সৌন্দর্য বাড়ানোর জন্য বাড়তি হি...
01/06/2022

কালে কালে কতো কিছু দেখলাম!
ছোটবেলায় দেখলাম 'সালাদ' একপ্রকারের এক্সট্রা খাবার। মূল খাবারের সৌন্দর্য বাড়ানোর জন্য বাড়তি হিসেবে সালাদ থাকে। আর এখন দেখি- 'সালাদ' নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ খাবার হিসেবে জায়গা দখল করেছে। শুধু কি তাই! সালাদ এখন বুফে-তেও পাওয়া যাচ্ছে। মানুষ লাইন ধরে কিনে খাচ্ছে।

সময়ে সময়ে আরও কতো কি দেখবো!
আপাতত আমার সালাদ ভক্ষণের এই ভিডিও দেখে প্রকাশ্যে বা গোপনে চৌদ্দগুষ্ঠি উদ্ধার করতে পারেন।

https://youtu.be/fhp5knbYkuE

নগর জুড়ে খাবারের দোকান। কিন্তু একছাদের নিচে হরেক রকম খাবার পেতে হলে যেতে হবে 'শেফ'স টেবিলে'। রাজধানীর গুলশান, ১০০ ফ....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ghoraghuri Unlimited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

আমাদের ঘোরাঘুরি

ঘোরাঘুরি আমাদের কাছে আনন্দের সবচেয়ে বড় অনুষঙ্গ। নাওয়া, খাওয়া, আরাম, ঘুম...সবকিছু বাদ দিতে পারি এই ঘোরাঘুরির জন্য। জীবনের শেষ প্রান্তে গিয়ে হলেও প্রমাণ করতে চাই ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ শব্দটি ভুল। দুচোখ ভরে পুরো পৃথিবী দেখার স্বপ্নে বিভোর। কী পাহাড়, কী জল, কী জঙ্গল, কী সমতল...সব, সবখানে আমরা পা ফেলতে চাই। আমাদের এই চাওয়াতেই আনন্দ।

‘ঘোরাঘুরি আনলিমিটেড’ আমাদের সেই স্বপ্নের প্রাথমিক ক্যানভাস। এখানে এক কলম, দু’কলম করে স্বপ্ন এঁকে একদিন ভরিয়ে ফেলবো। প্রাথমিকভাবে আমরা দেশের ভেতরের সব দর্শনীয়, জনপ্রিয় বা আকর্ষণীয় জায়গাগুলো ঘোরার পরিকল্পনা করেছি। আমাদের এই পরিকল্পনায় প্রতিদিন কেউ না কেউ যুক্ত হবেন, আমাদের এই ঘোরার মিছিল একদিন এতোটাই দীর্ঘ হবে যে, বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকতে বাধ্য হবে।

এইসব স্বপ্ন দিনরাত বুক পকেটে হেঁটে চলি আমরা। বিশ্বাস করি, একদিন এইসব স্বপ্ন আলো হয়ে ফুটবে। ফুটবে না? আপনি সাথে থাকলেই সম্ভব।

আসুন, দেখি। দুচোখ ভরে দেখি। সবার আগে স্বদেশ দেখি। বিদেশ দেখি। পৃথিবী দেখি। বিশ্বাস করেন, দেখার চাইতে আনন্দ আর কিছুতে নেই।