Travel With Hossain's Family

  • Home
  • Travel With Hossain's Family

Travel With Hossain's Family Join & Follow us on a Journey of exploration, unforgettable memories, and wanderlust inspiration. Welcome to "Travel With Hossain's Family"!

Join us on an extraordinary journey as we explore stunning destinations, create unforgettable memories, and inspire your wanderlust. Our unique travel vlog takes you on a captivating adventure, showcasing the beauty and diversity of our planet. From tropical paradises to rugged mountains, each episode transports you to a new destination, immersing you in its culture, traditions, and natural wonder

s. As a family, we believe in the transformative power of travel. Our vlog captures the joy of experiencing the world together, sharing laughter, bonding, and making cherished memories. From thrilling outdoor adventures to indulging in local flavors and cuisines, we celebrate the joy of togetherness and exploration. "Travel With Hossain's Family" is not just a travel vlog; it's a source of inspiration and valuable travel tips. We provide practical advice, packing hacks, and budget-friendly itineraries to enhance your own travel experiences. Subscribe to our channel and be part of our global community of travel enthusiasts. Let us take you on a virtual journey, where you'll witness the beauty of our world and feel a sense of connection and inspiration. Get ready to pack your bags, fasten your seatbelts, and embark on an incredible adventure. Join "Travel With Hossain's Family" and let the wanderlust in your soul come alive. Let the adventure begin!

05/06/2025
Very nice place with delicious foods.
03/06/2025

Very nice place with delicious foods.

Good afternoon
02/06/2025

Good afternoon

04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

[collected]

𝗔𝗿𝗿𝗶𝘃𝗮𝗹 𝗖𝗮𝗿𝗱 ও 𝗖𝘂𝘀𝘁𝗼𝗺𝘀 𝗗𝗲𝗰𝗹𝗮𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝗿𝗺::যেসব দেশে আমরা নিয়মিত ভ্রমণ করি, সেসব দেশের মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাই...
28/04/2025

𝗔𝗿𝗿𝗶𝘃𝗮𝗹 𝗖𝗮𝗿𝗱 ও 𝗖𝘂𝘀𝘁𝗼𝗺𝘀 𝗗𝗲𝗰𝗹𝗮𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝗿𝗺::
যেসব দেশে আমরা নিয়মিত ভ্রমণ করি, সেসব দেশের মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে অনলাইনে 𝗔𝗿𝗿𝗶𝘃𝗮𝗹 𝗖𝗮𝗿𝗱 ও 𝗖𝘂𝘀𝘁𝗼𝗺𝘀 𝗗𝗲𝗰𝗹𝗮𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝗿𝗺 পূরণ করা বাধ্যতামূলক। অনেকে এই বিষয়টি না জানার কারণে ইমিগ্রেশন প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার সম্মুখীন হন।

বাংলাদেশে কিছু এয়ারলাইন্স বোর্ডিং পাস ইস্যু করার সময় এই ফর্ম পূরণের বিষয়টি চেক করে থাকে। তবে, যদি লম্বা লাইনে দাঁড়ানোর পর ইমিগ্রেশন অফিসারের ডেস্ক থেকে শুধুমাত্র ফর্ম পূরণ না থাকার কারণে ফেরত আসতে হয়, তাহলে সেটা অত্যন্ত অস্বস্তিকর হতে পারে।

তাই, যেকোনো আন্তর্জাতিক ভ্রমণের আগে নির্দিষ্ট দেশের 𝗔𝗿𝗿𝗶𝘃𝗮𝗹 𝗖𝗮𝗿𝗱 ও 𝗖𝘂𝘀𝘁𝗼𝗺𝘀 𝗗𝗲𝗰𝗹𝗮𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝗿𝗺 যথাসময়ে অনলাইনে পূরণ করে রাখার পরামর্শ দেয়া হচ্ছে। এতে ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ এবং ঝামেলামুক্ত হবে।

নিচে কিছু দেশের 𝗔𝗿𝗿𝗶𝘃𝗮𝗹 𝗖𝗮𝗿𝗱 ও 𝗖𝘂𝘀𝘁𝗼𝗺𝘀 𝗗𝗲𝗰𝗹𝗮𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝗿𝗺 -এর অথেনটিক লিংক শেয়ার করা হলো, যা আপনাদের সকলের জন্য সহায়ক হবে বলে আশা করছি।

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇲🇻Maldives-
https://imuga.immigration.gov.mv/traveller

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/

🇧🇳Brunei - https://www.imm.gov.bn/

১লা মে থেকে থাইল্যান্ড প্রবেশের ক্ষেত্রে ডিজিটাল এরাইভেল কার্ড (TDAC) কার্যকর হবে, বিস্তারিত কমেন্টে।
31/03/2025

১লা মে থেকে থাইল্যান্ড প্রবেশের ক্ষেত্রে ডিজিটাল এরাইভেল কার্ড (TDAC) কার্যকর হবে, বিস্তারিত কমেন্টে।

05/08/2024

আলহামদুলিল্লাহ
আমরা স্বাধীন 🥰😍😍

Address


Alerts

Be the first to know and let us send you an email when Travel With Hossain's Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share