12/11/2023
ঘোর অন্ধকারের নিবিড় অমা নিশিতে আলোর স্পর্শে প্রদীপ প্রজ্বলিত হয়ে ঘুচে যাক করাল অন্ধকারের ভ্রুকুটি।দীপাবলির উৎসবের আলোয় আলোকিত হয়ে অবির্ভুতা হলেন করালবদনী মা খর্গ ধারিণী মা শ্যামাময়ী।কি অপরূপ জ্যোতি মায়ের আলোক জ্যোতির ছটায়।তার রক্তিম আভায় অনুভবের অনুকম্পায় যেন টের পাই মায়ের উপস্থিতি।মা আছেন জগতের মাঝে তিনি তো অনন্ত ব্রম্ভ্যান্ডের শক্তি রুপিনী অশুভ শক্তির বিনাশ কারী রূপে।নিবিড় অমার তিমির নিশির সমস্ত অন্ধকার ঘুচে যাক দীপাবলির প্রদীপ প্রজ্বলিত আলোক মালায়।তামাম বিশ্ব মেতে উঠুক আজকের আলোর উৎসবে।মা আছেন হৃদয় বীণার সুরের সংগীতে অন্তরের অন্তঃস্থলে মায়ের গান বেজে উঠলেই টের পেয়ে যায়।মৃন্ময়ী মা আজ চিন্ময়ীরূপে পুজিতা হবেন।যেদিকে চোখ মেলে টাকায় ভেসে উঠবে সেই আলোর রোশনাই।তাই রবীন্দ্রনাথের ভাষায় বলি---
("যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো--
জ্বালাও আলো, আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে॥
জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে॥")
সকল ভক্তদের আমার তরফ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
পলাশ চন্দ্র ব্যানার্জী।