06/12/2023
মালয়েশিয়া ভ্রমণে নতুন নিয়ম!!
৭ ডিসেম্বর ২০২৩ থেকে, মালয়েশিয়ায় ভ্রমণকারী সমস্ত বিদেশী নাগরিকদের মালয়েশিয়া ডিজিটাল আগমন কার্ড (MDAC) পূরণ করতে হবে, ঘোষণা করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আগমনের আগে অনলাইন ফরম পূরণ করতে হবে।
অনলাইন ফরম পূরণের লিংক -
https://imigresen-online.imi.gov.my/mdac/main?register
ইমিগ্রেশন বিভাগের MDAC ওয়েবসাইট অনুসারে, মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা বা দীর্ঘমেয়াদী পাস হোল্ডার, মালয়েশিয়ান অটোমেটেড ক্লিয়ারেন্স সিস্টেম (এমএসিএস) পাস হোল্ডার এবং যারা অভিবাসন ছাড়পত্র না নিয়ে সিঙ্গাপুরের মধ্য দিয়ে ট্রানজিট বা স্থানান্তর করছেন তাদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য নয়।
MDAC কার্ডটি অবশ্যই মালয়েশিয়ায় আসার আগে তিন দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
এছাড়াও সহজে এবং সুলভ মূল্যে সব ধরনের ভিসা, টিকেট ও প্যাকেজ এর যাবতীয় তথ্য ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
For Any Query-
📞+8801748 585584