Itechsbd24

Itechsbd24 Technology Update News পেতে এই page এ চোক রাখুন ।>>>>>>>>>>> Get Any Update Technology News

শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি..click this link.
22/11/2016

শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি..click this link.

20/11/2016

It appears that you have an advert blocking browser extension enabled. Our Publishers use this revenue in order to monetize their websites and provide you with their content. We understand the reasons why you might use this software, so now we have created an 'ad lite' version of the AdFly advertisi...

15/11/2016

চলতি বছর অক্টোবরে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপ উন্মোচন করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এই ল্যাপটপের নতুন আনা ফিচার আর এটি গ্রাহকদের প্রত্যাশা কতটা মিটিয়েছে তা নিয়েই এই প্রতিবেদন।

http://linkshrink.net/7UUuZG
15/11/2016

http://linkshrink.net/7UUuZG

Strongest panel of journalist in Bangladesh put their hands together to reveal the best out of the facts for the nation Kaler kantho .

সর্বাধিক পরিচিত কি-বোর্ড শর্টকাট— November 9, 2016পিসি সহজে চালানোর জন্য ব্যবহারকারীকে বেশী বেশী কি-বোর্ড শর্টকাট জানা দ...
09/11/2016

সর্বাধিক পরিচিত কি-বোর্ড শর্টকাট
— November 9, 2016
পিসি সহজে চালানোর জন্য ব্যবহারকারীকে বেশী বেশী কি-বোর্ড শর্টকাট জানা দরকার। এখানে প্রত্যেক ব্যবহারকারীর জন্য কিছু আবশ্যক পরিচিত কীবোর্ড শর্টকাট দেয়া হল

স্ক্রিনশট নিতে Alt + print screen key শুধুমাত্র একটিভ উইন্ডো ক্লিপবোর্ডে কপি করে।
Alt + Tab চলমান প্রোগ্রামকে সার্কেল করে।
চলমান কোন প্রোগ্রাম কাজ না করলে Alt + Ctrl + Delete কী প্রোগ্রাম টাস্ক ম্যনেজারের মাধ্যমে বন্ধ করতে সাহায্য করে। সরাসরি টাস্ক ম্যানেজার কাজ করতে চাইলে Ctrl + Shift + Esc।
Windows + D সব উইন্ডো মিনিমাইজ করতে ব্যবহার করা হয়।
সিস্টেম ইনফরমেশন দেখতে Window + Pause/ Break
সেকেন্ড ডিসপ্লে অথবা প্রজেক্টর সেট করতে Windows + P ব্যবহার করতে হবে।
ফাইল নেম পরিবর্তন করতে আমরা রাইট ক্লিক করি কিন্তু F2 বাটন চেপে এই কাজ সরাসরি করা যায়।
Windows + L অন্য প্রোগ্রামের বিরক্তি থেকে বাঁচতে।
Run Programs On Infected Pc: ভাইরাসের কারণে কোন প্রোগ্রাম চালু না হলে নাম পরিবর্তন করে .exe দিলে চালু করা যাবে।

Private Browsing Window: ব্রাউজারে আপনি কোন ওয়েবসাইট ব্রাউজ করছেন তা গোপন করতে চাইলে

Ctrl + Shift + N নতুন প্রাইভেট উইন্ডো গুগল ক্রোম ব্রাউজারের জন্য।
Ctrl + Shift + P প্রাইভেট উইন্ডো মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের জন্য।

যুক্তরাষ্ট্র থেকে আইসিটি ফর ডেভেলপমেন্ট পুরস্কার পেলেন জয়বর্তমান বিশ্বে  বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতকে সামনে এগিয়ে ন...
09/11/2016

যুক্তরাষ্ট্র থেকে আইসিটি ফর ডেভেলপমেন্ট পুরস্কার পেলেন জয়

বর্তমান বিশ্বে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতকে সামনে এগিয়ে নিয়ে ডিজিটাল বিশ্বের পথে অভাবনীয় অগ্রগতি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ জন্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এই পুরস্কারটি প্রদান করেছে।এর আগে সজীব ওয়াজেদ জয়কে আইসিটি ফর ডেভেলপমেন্ট পুরস্কারের জন্য মনোনিত করে জানানো হয়েছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

ফেসবুক লাইভে পলক: তরুণ উদ্যোক্তাদের ২৫ লক্ষ টাকা অর্থ সহায়তা দিবে সরকারবাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রনালয়ের সমন্বয়ে ইকু...
31/08/2016

ফেসবুক লাইভে পলক: তরুণ উদ্যোক্তাদের ২৫ লক্ষ টাকা অর্থ সহায়তা দিবে সরকার
বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রনালয়ের সমন্বয়ে ইকুইটি অ্যান্ড এন্ট্রপ্রেনরশিপ ফান্ডটি তরুণ উদ্যেক্তাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য চালু করা হয়েছে। বেসিসের পরিচালক শামীম আহসান বলেন, ফান্ডটি পেতে কোন জামানত দেওয়া লাগে না। এটি সুদমুক্ত।
পুরো ১ ঘন্টা ধরে ফেসবুক এবং গুগল হ্যাঙ্গআউটে লাইভে থেকে জনগণের তথ্য-প্রযুক্তি সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন বাংলাদেশ সরকারের তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশে হিসেবে কি দেখতে চান? এবং ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে ডিজিটাইজেশনে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে বা নিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কথা বলেন মন্ত্রী।

লাইভ ভিডিওর শুরুতে বিডব্লিউআইটি সভানেত্রী লুনা শামছুদ্দোহা প্রতিমন্ত্রীকে তরুণদের সাথে অনলাইন প্লাটফর্মে লাইভ ভিডিওর মতো একটি উদ্যোগ চালু করার জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, তরুণ প্রজন্ম আপনার সাথে ভবিষ্যত ডিজিটাল বাংলাদেশে নিয়ে কথা বলবে এটি একটি অসাধারণ উদ্যোগ।

প্রশ্নোত্তর পর্বের শুরুতে অর্ক চৌধুরী নামে এক ফেসবুক ইউজার তরুণ উদ্যোক্তাদের দিকে আলোকপাত করার জন্য মন্ত্রীকে অনুরোধ রাখেন। দীপু রাজশাহী থেকে প্রশ্ন রাখেন, তরুণ উদ্যোক্তা তথা ক্ষুদ্র ব্যবসায়ীদের লোন দেওয়ার বিষয়ে। প্রশ্নের উত্তরে বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান জানান, বাংলাদেশ ব্যাংকের ইইএফ ফান্ড, এসএমই ফাউন্ডেশন তরুণ উদ্যোক্তাদের লোন দিচ্ছে। তিনি বলেন, মন্ত্রীকে ধন্যবাদ তিনি প্রত্যেকটা আইসিটির উদ্যোগে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। প্রতিমন্ত্রী জানান, সরকারের এলআইসিটি প্রকল্প, ইইএফ এবং বেসিসেস কানেক্টিং স্টার্টআপের তরফ থেকে তরুণ উদ্যোক্তাদের ১ বছরের ফান্ডিং প্রদান করা হবে। তাছাড়া এখান থেকে প্রথম ১০টা স্টার্টআপকে কালিয়াকৈর হাইটেক ফার্মে বিনামূল্যে স্থান দেওয়া হবে। প্রতিমন্ত্রী তরুণ উদ্যেক্তাদের অনলাইন এবং সরাসরি ফান্ড চেয়ে আবেদন পত্র জমা দেওয়ার জন্য আহবান জানান। এসময় সব প্রকল্পের ওয়েবপেজগুলো ফেসবুকে শেয়ার করা হয়। তাছাড়া সারা বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের এক প্লাটফর্মে আনার প্রয়া্স থেকে তৈরি শপআপে আসার জন্যও উদ্যোক্তাদের প্রতি আহবান জানান পলক।

বাংলাদেশে গেমিং শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলাদেশী গেম ‘হিরোজ অব ৭১’ নিয়েও কথা বলেন মন্ত্রী। এসময় ‘হিরোজ অব ৭১’-এর নির্মাতা প্রতিষ্ঠান পোর্ট ব্লিজের পরিচালক মাশা মোস্তাকিম লাইভে যোগ দেন। তিনি বলেন, গেমিংয়ের মতো একটি শিল্পে আমাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই আমরা। হিরোজ অব ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চিত্রায়িত করেছি আমরা। পলক বলেন, গুগল প্লে স্টোরে ‘হিরোজ অব ৭১’ লিখে সার্চ দিলেই গেমটি পাওয়া যাবে। এটি লক্ষ লক্ষা বার ডাউনলোড হচ্ছে। এন্টারটেইনমেন্টকে তরুণ প্রজন্মের কাছে অর্থবহুল করে উপস্থাপনের লক্ষেই এই গেমটি সৃষ্টি করা হয়েছে।’

শহীদুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী ইএফএ ফান্ড সম্বন্ধে জানতে চান। মন্ত্রী প্রত্যুত্তরে জানান, বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রনালয়ের সমন্বয়ে ইকুইটি অ্যান্ড এন্ট্রপ্রেনরশিপ ফান্ডটি তরুণ উদ্যেক্তাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য চালু করা হয়েছে। বেসিসের পরিচালক শামীম আহসান বলেন, ফান্ডটি পেতে কোন জামানত দেওয়া লাগে না। এটি সুদমুক্ত। প্রাইভেট এবং সরকারের রিপ্রেজেন্টেটিভরা একসাথে আলোচনার মাধ্যমে এই ফান্ড পাশ করে থাকে।

এসময় টাঙ্গাইল থেকে তপু তার আইপি ভিত্তিক টেলিভিশনের উদ্যোগের কথা জানান। কমেন্টটি দেখে মন্ত্রী বলেন, এরকম অসাধারণ উদ্যোগের জন্য ২৫ লক্ষ টাকা পর‌্যন্ত ফান্ড দিতে প্রস্তুত আইসিটি ডিভিশন। আপনারা অনলাইন এবং সরাসরি এই ফান্ডে আবেদন করতে পারবেন।

এসময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম লাইভ ভিডিওতে যোগ দেন। তিনি বাংলাদেশে আউটসোর্সিংয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ ২০ লাখ আউটসোর্সিং আউটপুট দেওয়ার মাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ।

বেসিসের পরিচালক শামীম আহসান বলেন, এলআইসিটির মতো স্কিল এনহ্যাঞ্চমেন্ট প্রকল্পের আওতায় ২৩ হাজার তরুণকে ৩-৬মাস মেয়াদে আইটি ট্রেনিং দেওয়া হবে।

ন্যাশনাল ডাটা সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক তারেক বরকতুল্লাহ আইডিয়া প্রজেক্ট সম্বন্ধে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করছে কিন্তু তারা এর সঠিক বাণিজ্যিকিকরণ করতে পারছে না। আমরা এই বাণিজ্যিকিকরণে তাদের পাশে দাঁড়াব। নতুন উদ্ভাবনে উদ্ভাবকদের পাশে থেকে তাদেরকে মেন্টরিং করব।

অন্যদিকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) প্রেসিডেন্ট রাজিব আহমেদ বলেন, বাংলাদেশে বর্তমানে হাজারখানেক ই-কমার্স সাইট আছে। এর মধ্যে ৪০০টি সাইট ইক্যাবের সদস্য। তাছাড়া ফেসবুকে ৭-৮ হাজার এফ কমার্স সাইট বিদ্যমান। প্রতিমন্ত্রী পলক জানান, সরকার ই-কমার্স গাইডলাইন তৈরি করছে।

মালয়েশিয়া থেকে অনিক বসাক প্রতিমন্ত্রীর কাছে অটোমেশেন এবং রোবোটিকসের উপর কার‌্যক্রম নিয়ে প্রশ্ন রাখেন। প্রতুত্ত্যরে মন্ত্রী জানান, রোবোটিকসের উপর কার‌্যক্রমের অংশ হিসেবে বুয়েটে রোবোটিকস ল্যাব তৈরি করছে সরকার। তাছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার টেস্টিং ল্যাবসহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার।

দেশ বরেণ্য সাংবাদিক মুন্নী শাহ কোয়ালিটি কানেকশন জোরদার করার জন্য মন্ত্রীর প্রতি আহবান জানান। মন্ত্রী জানান, কানেকটিং বাংলাদেশের আওতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাইস্পিড ইন্টারনেট পৌছে দেওয়ার জন্য কাজ করছে সরকার। ইনফো সরকার ২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইন্টারনেট স্পিড ১ এমবিপিএস থেকে বাড়িয়ে ৫ এমবিপিএস করেছেন।

উপজেলা লেভেলে উচ্চমানের ইন্টারনেট সেবা পৌছে দিতে ১ হাজার ইউনিয়নে ফাইবার অপ্টিক লাইন গেছে। তাছাড়া ২০১৩ সালে থ্রিজি প্রযুক্তি উন্মোচন করা হয়েছে। ২০১৯ সালের মধ্যে জিজিটাল কান্টেভিটি আওতায় বাংলাদেশের সকল এলাকাকে যুক্ত করা হবে বলেও জানান প্রতিমমন্ত্রী মহোদয়।

কম্পিউটার প্রকৌশল পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাকরির ব্যাপারে সরকারের পরিকল্পনা সম্বন্ধে প্রশ্ন রাখেন হৃদয় তাকাওয়াত। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাদের জন্য চাকুরীর অগ্রাধিকার আছে। বিসিসির ওয়েবসাইট থেকে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তাছাড়া তাদের জন্য কোটার ব্যবস্থা আছে। অটিস্টিটিক বাচ্চাদের ট্রেনিং দেওয়ার জন্যও নতুন প্রকল্প হাতে নিয়েছে কম্পিউটার কাউন্সিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালে থেকে লাইভ ভিডিওতে যোগ দেন মোহাম্মদ কাউসার। তিনি বাংলাদেশের ডিজিটাইজেশনের সাথে যুক্তরাষ্ট্রের এনআরবিকে সংশ্লিষ্ট করা যায় কিনা এ ব্যাপারে প্রশ্ন রাখেন। পলক বলেন, বর্তমানে সরকার কানেক্টিভিটি, হিউম্যান রিসোর্স উন্নতিকরণ, চাকুরী, উদ্যোক্তা এসব বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে। আগামী ৫ বছরে সরকার ৭ হাজার দক্ষ কর্মী তৈরি করবে। কালিয়াকৈরসহ প্রায় ১২টি জেলাতে হাইটেক পার্ক তৈরির পরিকল্পনা আছে সরকারের। পলক যশোরের ২ লক্ষ ৩২ হাজার একরের হাইটেক পার্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইতোমধ্যে সিলেটে ইলেক্ট্রনিক সোসাইটি করার পরিকল্পনা পাশ করেছেন প্রধানমন্ত্রী। পাবলিক-প্রাইভেট চুক্তির মাধ্যমে হংকংস্থ একটি প্রতিষ্ঠান এটি বাস্তবায়নে কাজ করছে। আমার ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংযোগ করার চেষ্টা করছি। পলক জানান, পুরো বাংলাদেশকে একটি সিঙ্গেল উইন্ডো করার জন্যও কাজ করার পরিকল্পনা করছে সরকার। অর্থাৎ, একটি স্থান থেকে শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ বাংলাদেশের সব ধরণের তথ্য পাবে জনগণ। প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তরুণদের যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। তরুণরাই গড়বে বাংলাদেশ, ডিজিটাল হবে বাংলাদেশ।’

গুগলের শীর্ষ বক্তা বাংলাদেশের রাখশান্দাপৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন 'গুগল আইও'। আর এই প্রযুক্তি সম্মেলন আয়োজন করে...
01/08/2016

গুগলের শীর্ষ বক্তা বাংলাদেশের রাখশান্দা

পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন 'গুগল আইও'। আর এই প্রযুক্তি সম্মেলন আয়োজন করে গুগল। বুধবার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গুগল আইও-এর ডেভলপার সামিটে বক্তব্য রাখেন জিডিজি ঢাকার ম্যানেজার এবং বাংলাদেশের উইমেন টেকমেকারস লিড রাখশান্দা।

গত ১৭ মে ডেভলপার সামিট দিয়ে শুরু হয়ে ১৮ থেকে ২০ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে হচ্ছে দশম বারের মতো গুগলের বার্ষিক এই সম্মেলন। অংশ নিচ্ছে গুগল প্ল্যাটফর্মে যুক্ত বিশ্বের শীর্ষ ডেভেলপার, ডিজিটাল এক্সপার্টস এবং প্রযুক্তি পেশাজীবীরা। এই সম্মেলনে ১০০টি দেশের ভোটে শীর্ষ বক্তা হিসাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গুগল ওমেন টেকমেকারস গ্রুপের লিড গুগল ডেভলপার গ্রুপের অন্যতম ম্যানেজার রাখশান্দা রচ্খাম। ডেভলপার সামিটে প্রায় ৫০০ ডেভলপার গ্রুপ ম্যানেজার গুগল ডেভলপার রিলেশন টিমের সদস্যরা এবং গুগল ডেভলপার এক্সপার্টরা অংশ নেন। বাংলাদেশের চারজন অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

বক্তব্য রাখেন ডেভলপার রিলেশন টিমের গ্লোবাল ম্যানেজার আদ্রিয়ানা সেরানদোলো, সেলে গ্রে এবং সামি কিজিলবাস। ডেভেলপার সাকসেস স্টোরিসে উঠে আসে বাংলাদেশের নাম। বড় পর্দায় ভেসে ওঠে বাংলাদেশ টিমের ছবি। রাখশান্দা রচ্খাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেলিকমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

27/04/2016

তারানা হালিম কোন জায়গা থেকে আইটি ডিগ্রী নিয়েছেন: ফেসবুকে ব্যারিস্টার পারভেজ আহমেদের প্রশ্ন
খুন হয়েছে চট্রগ্রামে, আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী, পরদিন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেলো, কারণ তদন্তে আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে, যদিও আপনি জীবনেও দেখেন নি তাকে….! ঢাকার পরিত্যক্ত এলাকায় একজন তরুণীর লাশ পাওয়া গেল, সাথে একটি ছুরি। সেই ছুরিতে আপনার আঙুলের ছাপ বসিয়ে আপনাকে আসামী বানিয়ে হাজতে চালান করল। আপনার ডিফেন্স কি? ঢাকা শহরের দশ কাঠা জমির মালিক আপনি, কয়েকদিন পর এক লোক এসে আপনার জায়গা দখল করলো, তারা বললো আপনি তাদের কাছে জমি বিক্রি করেছেন, দলিলে আপনার আঙ্গুলের ছাপ স্পষ্ট, মামলা করলেন, বাংলাদেশের
মামলা যুগ যুগ ধরে চলতেই থাকবে….. অথবা ধরুন আগামীতে এমন একটি আইন হলো যে ভোট হবে বায়োমেট্রিক দিয়ে। আপনার হাতের ছাপ তো ফোন কোম্পানী আর বিটিআরসি’র কাছ আছেই। ভোটের দিন আপনি বাসায় ঘুমাবেন..আর আপনার ভোট কাস্টিং হয়ে যাবে…. ইহা কি সম্ভব? অসম্ভবের কিছু নাই, আপনি আপনার সর্বোচ্চ সিকিউরিটি তুলে দিচ্ছেন বিদেশী চোরদের কাছে, এই লিলিপুটদের কাছ থেকে হ্যাকিং করা কোন ব্যাপার? কিন্তু ম্যাডাম তারানা হালিম যে বললো আঙ্গুলের ছাপ সেভ রাখা হচ্ছেনা? তারানা হালিম কোন জায়গা থেকে আইটি ডিগ্রি নিছেন? বলবেন কি? সিম কোম্পানি গুলোর ভেরিফিকেইশন করার জন্য হলেও সার্ভারে জমা রাখতে হয়, ধরুন সিকিউরিটি লেয়ার তৈরি করা কর্পোরেট ডাটাবেইজের আড়ালে সব লুকিয়ে রাখলে, তখন যদি ম্যালওয়ার বা রুটকিটের সাহায্যে সকল ডাটাবেজ ডাউনলোড করে রাখে, সেটার খবর গভর্নমেন্ট কিভাবে নিবে? তাতে সমস্যা কি?? সমস্যা না বুঝলে মুড়ি খান, এয়ারটেল যদি তাদের গোয়েন্দা সংস্থা “র” এর কাছে সব তথ্য দিয়ে দেয়, গ্রামীণফোন যদি সিআইএর কাছে আপনার আঙ্গুলের ছাপ বিক্রি করে, কাল যদি ভারতে কোন হামলা হয়, কিংবা ইংল্যান্ডে আত্মঘাতী আঘাত করে কেউ, দোষটা আপনার ঘাড়ে পড়লে মোটেও আশ্চর্য হওয়ার কিছু নেই….! আর যদি বিদেশে নিয়মিত যাওয়া আসা থাকে, তাইলে….
(কবি এখানে নিরব) অথবা কেউ আপনার হাতের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করা সিম/ফোন চুরি করে নিয়ে গিয়ে কোনো হত্যাকান্ড ঘটালে…বাসায় এসে আপনাকেই চ্যাংদোলা করে নিয়ে যাবে…!! মানুষের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা এবং ডিএনএ তথ্য একান্ত ব্যক্তিগত সম্পদ। এ তথ্য নিজস্ব ও রাষ্ট্র ছাড়া কারো কাছে থাকাই নিরাপদ নয়। রাষ্ট্র শুধু এটা প্রটেক্ট করতে পারে বা স্টোর করতে পারে। ওই ডেটাবেজ থেকে যদি কেউ পেয়ে যায় তাহলে তো ডেফিনেটলি ক্রাইম। আঙ্গুলের ছাপ তৃতীয় পক্ষের কাছে চলে গেলে নানারকম অপব্যবহার হতে পারে। রিস্কটা হলো অন্য একটা অজানা লোক আপনাকে ইমপার্সনেট করতে পারে সে প্রিটেন্ড করতে পারে যে আপনি অমুক বা আপনি তমুক। কোটি কোটি টাকা কর ফাঁকি দেওয়া বিদেশী চোর সিম কোম্পানি গুলো নিশ্চই আপনার আমার দুলাভাই লাগেনা???? (কবি আবার নিরব) হ্যাঁ, তারানা হালিম বলেছে আঙুলের ছাপের অপব্যবহার করলে ফোন কোম্পানির ৩০০ কোটি টাকা জরিমানা…LOL যেই সিম কোম্পানি হাজার কোটি টাকা কর ফাঁকি দেয় তারা দিবে জরিমানা… প্রশ্ন করতে পারেন তাইলে কি করবো? সিম তো বন্ধ করে দিবে… কাঁক যেমন ভাতের কাঁঙ্গাল, তেমনি মোবাইল কোম্পানি গ্রাহকের কাঁঙ্গাল। ৭ কোটির ভিতরে এক কোটি গ্রাহকও সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেনি। ৬ কোটি সিম বন্ধ করার মত কলিজা মোবাইল কোম্পানি গুলোর আছে??? মাস খানেক আগে ফিলিপাইনের দ্য ফিলিপাইন্স কমিশন অন দ্য ইলেকশন্সের ওয়েবসাইট হ্যাক করে ৭ কোটি মানুষের আঙ্গুলের ছাপ চুরি করেছে একদল হ্যাকার, লুজসেক নামের গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে সরকার বেশি তেড়িবেড়ি করলে সব ইনফরমেশন প্রকাশ করে দিবে….. ব্যাপার না, আমাদের সরকার অনেক বেশি সিকিউরিটি সম্পন্ন, আমাদের হ্যাকিংয়ের সম্ভাবনা জিরো…. (!) কারণ আমাদের আছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা বেতনের আন্তর্জাতিক মানের কম্পিউটার বিজ্ঞানী….. ওয়েল, যুক্তরাষ্ট্রের ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টর হ্যাকিংয়ে মাত্র দুই কোটি মানুষের আঙ্গুলের ছাপ এবং সামাজিক নিরাপত্তা নম্বর হ্যাক করা হয়েছিলো ! ক্যান ইউ ইমাজিন? পাকিস্তান বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছে সন্ত্রাসী হামলা থেকে বাঁচার জন্য, পরে তারাই সারা বিশ্বে ফেঁসেছে..বিশ্বের অনেক হামলায় তাদের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে…. বাংলাদেশের কি সন্ত্রাসী হামলা হচ্ছে যার জন্য আত্মঘাতি সিদ্ধান্ত নিতে হবে? জানিনা আমি, জানার ইচ্ছাও নেই, কারণসামনের হত্যাকান্ড/সন্ত্রাসী হামলা গুলোতে আমার/আপনার নাম আসলেও খুব বেশি অবাক হবো না… হাতের ছাপ কেন? নাকের ছাপও নিক..দেশ তো ডিজিটাল হচ্ছে…
লেখাটি সুপ্রিমকোর্ট এর অাইনজীবী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রূপসী বাংলা অনলাইন টেলিভিশনের সম্মানিত প্রধান উপদেষ্টা ব্যারিস্টার পারভেজ অাহমেদের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইন থেকে নেয়া।

তারানা হালিম কোন জায়গা থেকে আইটি ডিগ্রী নিয়েছেন: ফেসবুকে ব্যারিস্টার পারভেজ আহমেদের প্রশ্নখুন হয়েছে চট্রগ্রামে, আপনার...
27/04/2016

তারানা হালিম কোন জায়গা থেকে আইটি ডিগ্রী নিয়েছেন: ফেসবুকে ব্যারিস্টার পারভেজ আহমেদের প্রশ্ন
খুন হয়েছে চট্রগ্রামে, আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী, পরদিন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেলো, কারণ তদন্তে আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে, যদিও আপনি জীবনেও দেখেন নি তাকে….! ঢাকার পরিত্যক্ত এলাকায় একজন তরুণীর লাশ পাওয়া গেল, সাথে একটি ছুরি। সেই ছুরিতে আপনার আঙুলের ছাপ বসিয়ে আপনাকে আসামী বানিয়ে হাজতে চালান করল। আপনার ডিফেন্স কি? ঢাকা শহরের দশ কাঠা জমির মালিক আপনি, কয়েকদিন পর এক লোক এসে আপনার জায়গা দখল করলো, তারা বললো আপনি তাদের কাছে জমি বিক্রি করেছেন, দলিলে আপনার আঙ্গুলের ছাপ স্পষ্ট, মামলা করলেন, বাংলাদেশের
মামলা যুগ যুগ ধরে চলতেই থাকবে….. অথবা ধরুন আগামীতে এমন একটি আইন হলো যে ভোট হবে বায়োমেট্রিক দিয়ে। আপনার হাতের ছাপ তো ফোন কোম্পানী আর বিটিআরসি’র কাছ আছেই। ভোটের দিন আপনি বাসায় ঘুমাবেন..আর আপনার ভোট কাস্টিং হয়ে যাবে…. ইহা কি সম্ভব? অসম্ভবের কিছু নাই, আপনি আপনার সর্বোচ্চ সিকিউরিটি তুলে দিচ্ছেন বিদেশী চোরদের কাছে, এই লিলিপুটদের কাছ থেকে হ্যাকিং করা কোন ব্যাপার? কিন্তু ম্যাডাম তারানা হালিম যে বললো আঙ্গুলের ছাপ সেভ রাখা হচ্ছেনা? তারানা হালিম কোন জায়গা থেকে আইটি ডিগ্রি নিছেন? বলবেন কি? সিম কোম্পানি গুলোর ভেরিফিকেইশন করার জন্য হলেও সার্ভারে জমা রাখতে হয়, ধরুন সিকিউরিটি লেয়ার তৈরি করা কর্পোরেট ডাটাবেইজের আড়ালে সব লুকিয়ে রাখলে, তখন যদি ম্যালওয়ার বা রুটকিটের সাহায্যে সকল ডাটাবেজ ডাউনলোড করে রাখে, সেটার খবর গভর্নমেন্ট কিভাবে নিবে? তাতে সমস্যা কি?? সমস্যা না বুঝলে মুড়ি খান, এয়ারটেল যদি তাদের গোয়েন্দা সংস্থা “র” এর কাছে সব তথ্য দিয়ে দেয়, গ্রামীণফোন যদি সিআইএর কাছে আপনার আঙ্গুলের ছাপ বিক্রি করে, কাল যদি ভারতে কোন হামলা হয়, কিংবা ইংল্যান্ডে আত্মঘাতী আঘাত করে কেউ, দোষটা আপনার ঘাড়ে পড়লে মোটেও আশ্চর্য হওয়ার কিছু নেই….! আর যদি বিদেশে নিয়মিত যাওয়া আসা থাকে, তাইলে….
(কবি এখানে নিরব) অথবা কেউ আপনার হাতের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করা সিম/ফোন চুরি করে নিয়ে গিয়ে কোনো হত্যাকান্ড ঘটালে…বাসায় এসে আপনাকেই চ্যাংদোলা করে নিয়ে যাবে…!! মানুষের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা এবং ডিএনএ তথ্য একান্ত ব্যক্তিগত সম্পদ। এ তথ্য নিজস্ব ও রাষ্ট্র ছাড়া কারো কাছে থাকাই নিরাপদ নয়। রাষ্ট্র শুধু এটা প্রটেক্ট করতে পারে বা স্টোর করতে পারে। ওই ডেটাবেজ থেকে যদি কেউ পেয়ে যায় তাহলে তো ডেফিনেটলি ক্রাইম। আঙ্গুলের ছাপ তৃতীয় পক্ষের কাছে চলে গেলে নানারকম অপব্যবহার হতে পারে। রিস্কটা হলো অন্য একটা অজানা লোক আপনাকে ইমপার্সনেট করতে পারে সে প্রিটেন্ড করতে পারে যে আপনি অমুক বা আপনি তমুক। কোটি কোটি টাকা কর ফাঁকি দেওয়া বিদেশী চোর সিম কোম্পানি গুলো নিশ্চই আপনার আমার দুলাভাই লাগেনা???? (কবি আবার নিরব) হ্যাঁ, তারানা হালিম বলেছে আঙুলের ছাপের অপব্যবহার করলে ফোন কোম্পানির ৩০০ কোটি টাকা জরিমানা…LOL যেই সিম কোম্পানি হাজার কোটি টাকা কর ফাঁকি দেয় তারা দিবে জরিমানা… প্রশ্ন করতে পারেন তাইলে কি করবো? সিম তো বন্ধ করে দিবে… কাঁক যেমন ভাতের কাঁঙ্গাল, তেমনি মোবাইল কোম্পানি গ্রাহকের কাঁঙ্গাল। ৭ কোটির ভিতরে এক কোটি গ্রাহকও সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেনি। ৬ কোটি সিম বন্ধ করার মত কলিজা মোবাইল কোম্পানি গুলোর আছে??? মাস খানেক আগে ফিলিপাইনের দ্য ফিলিপাইন্স কমিশন অন দ্য ইলেকশন্সের ওয়েবসাইট হ্যাক করে ৭ কোটি মানুষের আঙ্গুলের ছাপ চুরি করেছে একদল হ্যাকার, লুজসেক নামের গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে সরকার বেশি তেড়িবেড়ি করলে সব ইনফরমেশন প্রকাশ করে দিবে….. ব্যাপার না, আমাদের সরকার অনেক বেশি সিকিউরিটি সম্পন্ন, আমাদের হ্যাকিংয়ের সম্ভাবনা জিরো…. (!) কারণ আমাদের আছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা বেতনের আন্তর্জাতিক মানের কম্পিউটার বিজ্ঞানী….. ওয়েল, যুক্তরাষ্ট্রের ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টর হ্যাকিংয়ে মাত্র দুই কোটি মানুষের আঙ্গুলের ছাপ এবং সামাজিক নিরাপত্তা নম্বর হ্যাক করা হয়েছিলো ! ক্যান ইউ ইমাজিন? পাকিস্তান বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছে সন্ত্রাসী হামলা থেকে বাঁচার জন্য, পরে তারাই সারা বিশ্বে ফেঁসেছে..বিশ্বের অনেক হামলায় তাদের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে…. বাংলাদেশের কি সন্ত্রাসী হামলা হচ্ছে যার জন্য আত্মঘাতি সিদ্ধান্ত নিতে হবে? জানিনা আমি, জানার ইচ্ছাও নেই, কারণসামনের হত্যাকান্ড/সন্ত্রাসী হামলা গুলোতে আমার/আপনার নাম আসলেও খুব বেশি অবাক হবো না… হাতের ছাপ কেন? নাকের ছাপও নিক..দেশ তো ডিজিটাল হচ্ছে…
লেখাটি সুপ্রিমকোর্ট এর অাইনজীবী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রূপসী বাংলা অনলাইন টেলিভিশনের সম্মানিত প্রধান উপদেষ্টা ব্যারিস্টার পারভেজ অাহমেদের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইন থেকে নেয়া।

Bangladesh Bank hackers compromised SWIFT software, warning issuedBy Jim Finkle(Reuters) - The attackers who stole $81 m...
26/04/2016

Bangladesh Bank hackers compromised SWIFT software, warning issued

By Jim Finkle
(Reuters) - The attackers who stole $81 million from the Bangladesh central bank probably hacked into software from the SWIFT financial platform that is at the heart of the global financial system, said security researchers at British defense contractor BAE Systems.
SWIFT, a cooperative owned by 3,000 financial institutions, confirmed to Reuters that it was aware of malware targeting its client software. Its spokeswoman Natasha Deteran said SWIFT on Monday released a software update to thwart the malware, along with a special warning for financial institutions to scrutinize their security procedures.
The developments coming to light the unprecedented cyber-heist suggest that a lynchpin of the global financial system could be more vulnerable than previously understood because of weaknesses that enabled attackers to modify a SWIFT software program installed on bank servers.
The new evidence suggests that hackers manipulated the Alliance Access server software, which banks use to interface with SWIFT's messaging platform, in a bid to cover up fraudulent transfers that had been previously ordered.
The findings from BAE and SWIFT do not explain how the fraudulent orders were created and pushed through the system. That remains a key mystery in ongoing probes into the heist.
Deteran told Reuters on Sunday that SWIFT was issuing the software update “to assist customers in enhancing their security and to spot inconsistencies in their local database records." She said "the malware has no impact on SWIFT’s network or core messaging services."
The software update and warning from Brussels-based SWIFT,or the Society for Worldwide Interbank Financial Telecommunication, come after researchers at BAE (BAES.L), which has a large cyber-security business, told Reuters they believe they discovered malware that the Bangladesh Bank attackers used to manipulate SWIFT client software known as Alliance Access.
BAE published its findings on Monday in a blog post on malware that it said thieves used to cover their tracks and delay discovery of the heist.
The cyber criminals tried to make fraudulent transfers totaling $951 million from the Bangladesh central bank's account at the Federal Reserve Bank of New York in February.
Most of the payments were blocked, but $81 million was routed to accounts in the Philippines and diverted to casinos there. Most of those funds remain missing.
Investigators probing the heist had previously said the still-unidentified hackers had broken into Bangladesh Bank computers and taken control of credentials that were used to log into the SWIFT system. But the BAE research shows that the SWIFT software on the bank computers was probably compromised in order to erase records of illicit transfers.
The SWIFT messaging platform is used by 11,000 banks and other institutions around the world, though only some use the Alliance Access software, Deteran said.
SWIFT may release additional updates as it learns more about the attack in Bangladesh and other potential threats, Deteran said.
It is also reiterating a warning to banks that they should review internal security.
“Whilst we keep all our interface products under continual review and recommend that other vendors do the same, the key defense against such attack scenarios is that users implement appropriate security measures in their local environments to safeguard their systems,” Deteran said.
Adrian Nish, BAE's head of threat intelligence, said he had never seen such an elaborate scheme from criminal hackers.
"I can't think of a case where we have seen a criminal go to the level of effort to customize it for the environment they were operating in," he said. "I guess it was the realization that the potential payoff made that effort worthwhile."
A Bangladesh Bank spokesman declined comment on BAE's findings.
A senior official with the Bangladesh Police’s Criminal Investigation Department said that investigators had not found the specific malware described by BAE, but that forensics experts had not finished their probe.
Bangladesh police investigators said last week that the bank's computer security measures were seriously deficient, lacking even basic precautions like firewalls and relying on used, $10 switches in its local networks.
Still, police investigators told Reuters in an interview that both the bank and SWIFT should take the blame for the problems.
"It was their responsibility to point it out but we haven't found any evidence that they advised before the heist," said Mohammad Shah Alam, head of the Forensic Training Institute of the Bangladesh police's criminal investigation department, referring to SWIFT. [L2N16S0OR]
THWARTING FUTURE ATTACKS
Monday's alert from BAE includes some technical indicators that the firm said it hopes banks could use to thwart similar attacks. Those indicators include the IP address of a server in Egypt the attackers used to monitor use of the SWIFT system by Bangladesh Bank staff.
The malware, named evtdiag.exe, was designed to hide the hacker's tracks by changing information on a SWIFT database at Bangladesh Bank that tracks information about transfer requests, according to BAE.
BAE said that evtdiag.exe was likely part of a broader attack toolkit that was installed after the attackers obtained administrator credentials.
It is still not clear exactly how the hackers ordered the money transfers.
Nish said that BAE found evtdiag.exe on a malware repository and had not directly analyzed the infected servers. Such repositories collect millions of new samples a day from researchers, businesses, government agencies and members of the public who upload files to see if they are recognized as malicious and help thwart future attacks.
Nish said he was highly confident the malware was used in the attack because it was compiled close to the date of the heist, contained detailed information about the bank's operations and was uploaded from Bangladesh.
While that malware was specifically written to attack Bangladesh Bank, "the general tools, techniques and procedures used in the attack may allow the gang to strike again, "according to a draft of the warning that BAE shared with Reuters.
The malware was designed to make a slight change to code of the Access Alliance software installed at Bangladesh Bank, giving attackers the ability to modify a database that logged the bank's activity over the SWIFT network, Nish said.
Once it had established a foothold, the malware could delete records of outgoing transfer requests altogether from the database and also intercept incoming messages confirming transfers ordered by the hackers, Nish said.
It was able to then manipulate account balances on logs to prevent the heist from being discovered until after the funds had been laundered.
It also manipulated a printer that produced hard copies of transfer requests so that the bank would not identify the attack through those printouts, he said.
(Reporting by Jim Finkle in Boston. Additional reporting by Serajul Quadir in Dhaka.; Editing by Jonathan Weber and Martin Howell)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Itechsbd24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share