Destination Tours & Travels

  • Home
  • Destination Tours & Travels

Destination Tours & Travels We Started as Tours & Traveling business in 2016 as a limited Company Named destination Tours & Travels registered in Bangladesh.
(19)

23/04/2022
Apartment Interior Design.New Eskaton Dilu Road Project 2022.Check out this review of CCL interior design | Best Interio...
16/04/2022

Apartment Interior Design.New Eskaton Dilu Road Project 2022.

Check out this review of CCL interior design | Best Interior Design Company in Dhaka, Bangladesh. on Google Maps

https://goo.gl/maps/fLYuqAmgYcLf5F4L7

Creative Circle Ltd.
creative engineering solution.
1,New Eskaton, Rain Razzak Plaza,3rd Floor 4-B, Dhaka-1217
PHONE: +88-02 9348747 | MOBILE: +8801611254936, +8801612254936, +8801712254936
E-MAIL:[email protected], [email protected]
fb/creativecirclebd | www.creativecirclebd.com
www.creativecirclebd.com

07/04/2022

আসসালামুয়ালাইকুম আপনার বাড়ি, অফিস, শোরুম, রেস্টুরেন্ট কিংবা হোটেলে ইন্টেরিয়র ডিজাইনের জন্য দক্ষ ,অভিজ্ঞ ও সৃজনশীল কম্পানি খুঁজছেন ? একটি সুন্দর বিলাসবহুল বাড়ি, কিংবা অফিস বসবাস ও কাজ করতে দিবে অতিরিক্ত আনন্দ । তাই ইন্টেরিয়র ডিজাইনে তৈরি করুন এবং একটি উদ্ভাবনী ডিজাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনার জায়গাটা কে সাজাতে পাশে আছে CCL Interior Design. আপনাকে দিবে নিখুঁত ডিজাইন , শৈল্পিক চিন্তা চেতনার ইনটেরিয়ার ডিজাইনটি এবং মানসম্পন্ন সার্ভিস। CCL interior এর রয়েছ দক্ষ ও ক্রিয়েটিভ ডিজাইনার । আমাদের রয়েছে লাক্সারিয়াস বাড়ি, কর্পোরেট অফিস, ব্র্যান্ড শপ বা শোরুম, রেস্টুডেন্ট এবং হোটেল ইন্টেরিয়র ডিজাইনার যারা দক্ষতা , অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পূর্ণ। তাই আর দেরি কেন? আপনার স্পেস টা নান্দনিক ইনটেরিয়ার ডিজাইনে সাজতে আজই ভিজিট এবং কল করুন ।

Creative Circle Ltd.
creative engineering solution.
1,New Eskaton, Rain Razzak Plaza,3rd Floor 4-B, Dhaka-1217

PHONE: +88-02 9348747 | MOBILE: +8801611254936, +8801612254936, +8801712254936
E-MAIL:[email protected], [email protected]
fb/creativecirclebd | www.creativecirclebd.com

নতুন বছরে কে কোথায় কোথায় যেতে চান??আর কি কি এড করা যেতে পারে মতামত দিতে পারেন।
30/12/2021

নতুন বছরে কে কোথায় কোথায় যেতে চান??
আর কি কি এড করা যেতে পারে
মতামত দিতে পারেন।

খুম রাজ্যের নাফাখুম-আমিয়াখুমে দাঁড়কাক ট্রাভলার্স- মাত্র ৬৯৯৯/-দাঁড়কাক ট্রাভলার্স মানুষকে ভ্রমনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ব...
09/12/2021

খুম রাজ্যের নাফাখুম-আমিয়াখুমে দাঁড়কাক ট্রাভলার্স- মাত্র ৬৯৯৯/-

দাঁড়কাক ট্রাভলার্স মানুষকে ভ্রমনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বদ্ধ পরিকর। ভ্রমণই কেবল একজন মানুষকে প্রকৃত সুখী করতে পারে। নতুন স্থান দেখা, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এসব অনেকের কাছেই স্বপ্নের মতন। দাঁড়কাক ট্রাভলার্স সব সময় ভিন্ন কিছু করার প্রয়াশ রাখে। তারই পরিক্রমায় এবার শীতের শুরুতেই যাচ্ছে খুমের রাজ্যে নাফাখুম-আমিয়াখুম। সাথে থাকছে রেমাক্রি ফলস, সাতভাইখুম, ভেলাখুম, নাইক্ষ্যংমুখ, দেবতাপাহাড়, সাঙ্গু নদী ভ্রমণ, বড়পাথর, রাজাপাথর ও নাম না জানা অসংখ্য ঝর্ণা । যেতে চাইলে ইভেন্ট ডিটেইল ভালোভাবে পড়ে আপনার আসন কনফার্ম করুন।

★ যাত্রা শুরুঃ ১৫-১২-২০২১ ইং রাত ৯ টায়।
★ যাত্রা শেষঃ ১৯-১২-২০২১ ইং ভোর ৬ টায়।

আসন সংখ্যাঃ ১৪ জন।

* ট্যুর কনফার্ম করার শেষ তারিখ ১০ ডিসেম্বর রাত ১২ টা।

** বুকিং মানি ৩০৬০ টাকা ( অফেরতযোগ্য)
*
ট্রিপের দিন ফুল টাকা পেমেন্ট করতে হবে।
★পেমেন্ট সিস্টেমঃ

বিকাশঃ +8801911222218(Personal)

মৌখিক বা মেসেজ কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।

বি দ্রঃ পেমেন্ট কনফার্ম করে ফোন কিংবা মেসেজ দিয়ে নিজের বুকিং কনফার্ম করুন।😊
‌‌★★বুকিং করতে বা যেকোন প্রয়োজনে কল করুন +8801670821242

**ট্রেকিং এর অভিজ্ঞতা আছে কিংবা ট্রকিং করতে পারবেন এমন মন-মানসিকতার যে কেউ জয়েন করতে পারবেন আমাদের সাথে।**
❍ এই ট্রিপে বেশ হাটতে হবে। প্রতিদিন ৬-৭ ঘন্টার মতো কিংবা তার চেয়েও বেশি। এটি হার্ড ট্রেক, তাই কনফার্ম করার আগে ভালো মতো ভেবে নিন।
❍ এটি ট্রেকিং ট্রিপ হওয়ায় খাবার দাবারের টাইমিং ঠিকঠাক হবেনা। থাকার যায়গাও খুবই সাধারণ মানের হবে।
❍ ট্রেকিং চলাকালীন দুইদিনই দুপুরের খাবার হিসেবে ভাত খাওয়ার সুযোগ থাকবেনা। এক্ষেত্রে কেক, বিস্কিট, কলা, পেপে, আনারস, সেদ্ধ ডিম এগুলোর মধ্যে যেটা এভেইলাবল থাকবে সেটিই লাঞ্চ হিসেবে খেয়ে ট্রেক করতে হবে। তবে খরচ আমরাই বহন করবো।
(এই নেগেটিভ বিষয়গুলো মাথায় রেখে যারা যেতে পারবেন, কথা দিচ্ছি ফিরে এসে গল্প করার মতন অনেক বিষয় নিয়ে আসতে পারবেন এই ট্রিপ থেকে)
❑ আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং করবেন তাদেরকেই প্রাধান্য দেয়া হবে। আসন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে।
❑ বাসের সিট FCFS ভিত্তিতে বন্টন করা হবে। তারমানে হলো যে আগে বুকিং কনফার্ম করবেন সেই বাসে সামনে সিট পাবেন।

★এই ট্যুর সম্পর্কে স্পেশাল কিছু কথাঃ
------------------------------------------------------
করোনার এই সময়ে আমরা যতটা সম্ভব সুরক্ষিত থেকে ট্যুরটি শেষ করবো।
নারী পুরুষ ও কাপল সব ধরনের মানুষের জন্যই এই ট্যুরটি সেইফ সো নিশ্চিন্তে আপনি যেতে পারেন।
------------------------------------------------------------------------------

#ট্যুর বৃত্তান্ত:

★ ১৫ ডিসেম্বর
ঢাকা ফকিরাপুল থেকে বান্দরবানের উদ্দেশ্যে বাসে উঠবো রাত ৯-১১ টার মাঝে।

★১৬ ডিসেম্বর
সকালে বাস থেকে নেমে যত দ্রুত সম্ভব নাস্তা সেরে রির্জাভ চান্দের গাড়িতে করে চলে যাবো থানচি, সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে পার্মিশন নিয়ে নৌকায় করে করে চলে যাব রেমাক্রি। হাটা শুরু এখান থেকে। টানা ৪-৫ ঘন্টা হাটা পথ। পাহাড়ী পথ আর ঝিরির রোমাঞ্চকর পথ পেরিয়ে আমরা পৌছাব নাফাখুম পাড়া। রাতে নাফাখুম পাড়ায় আদিবাসীদের কটেজে থাকা হবে।

★১৭ ডিসেম্বর
খুব ভোরে উঠে সকালের নাস্তা সেরে আমিয়াখুম দেখার উদ্দেশ্যে রওনা দিবো। যেহেতু আমরা ট্রেকিং অবস্থায় থাকবো তাই দুপুরে তেমন কোনো ভারি খাবার থাকবে না। শুকনা খাবার খেয়ে থাকতে হবে। আমিয়াখুম দেখার পর আমরা ভেলাখুম ও সাতভাইখুম দেখবো। সেদিন থুইসা পাড়ায় পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খাব সবাই। রাতে এখানেই ভুতের গল্পের আসর তারপর ঘুম।

★১৮ ডিসেম্বর
ঘুম থেকে উঠে নাস্তা করে রেমাক্রির উদ্দেশ্যে হাটা শুরু করব। রেমাক্রি পৌছে বোটে থানছি এসে দুপুরের খাবার খেয়ে চাঁদের গাড়িতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা। রাতের খবার খেয়ে ঢাকার বাসে উঠে বসব।

★১৯ ডিসেম্বর
সব ঠিকঠাক থাকলে ভোর ৫ টার মাঝে আমরা ঢাকায় পৌছাব ইনশাআল্লাহ।

❑ যা সাথে নিতে পারেনঃ
১. ন্যাশনাল আইডি কার্ড। না থাকলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি। কারন পরিচয় পত্র না থাকলে আর্মি আপনাকে যাওয়ার পার্মিশন দিবে না।(৫ কপি)
২. হালকা ব্যাকপ্যাক।
৩. ছোট টর্চ।
৪. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
৫. ব্রাশ।
৬. প্রয়োজনীয় ঔষধ।
৭. ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
৮. চার্জের জন্য পাওয়ার ব্যাংক।(কোন রকম বিদ্যুৎ সংযোগ থাকবে না)
৯. হেডফোন।
১০. ওডোমাস ক্রিম
১১.পলি ব্যাগ
১২. ট্রেকিং ট্রিপে নিজের সাথে সব সময় শুকনা খাবার যেমন খেজুর, কিসমিস, বাদাম কিংবা বিস্কিট রাখা ভালো। আর অবশ্যই পানির বোতল সাথে রাখতে হবে।
১৩.ভালো মানের গ্রিপযুক্ত জুতা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিবে ট্রেকিং এ এজন্য পানিতে সমস্যা হয়না গ্রিপযুক্ত জুতো নিবেন ,চামড়ার স্যান্ডেল পরিহার করবেন ।
১৪.কাপড় হিসেবে নরমাল কাপড়ের বাইরে থ্রি কোয়ার্টার এবং গেন্জি নিয়ে নিবেন যা ট্রেকিং এর জন্য উপযোগী
১৫. গামছা ,রোদ থেকে বাঁচতে ক্যাপ,পানির পট ,ট্রেকিং পোল এসব যদি থাকে নিয়ে নিতে পারেন ।

★★বিদ্রঃ ট্যুরে যার ব্যাগ যত বেশি হাল্কা সে তত বেশি রিল্যাক্সে ঘুরতে পারবে★★

❑ গুরুত্বপূর্ণ কিছু কথাঃ
কোন রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা ও সরকারি কোন নিয়মের সম্মুখীন হলে ইভেন্ট বাতিল করা হবে। সকলের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর সেক্ষেত্রে যদি কোন ভর্তুকি যায় তা বুকিং মানি থেকেই কর্তন করা হবে।

#যা_যা_থাকছে
* ঢাকা-বান্দরবান-ঢাকা (নন এসি বাসের টিকেট)
* বান্দরবান-থানচি-বান্দরবান রিজার্ভ চান্দের গাড়ি
* গাইডের খরচ
* প্রতিবেলা খাবার খরচ
* বোট খরচ

# ইভেন্টে যা যা থাকছে না
❌ কোনো প্রকার ব্যাক্তিগত খরচ।
❌ হাইওয়ে যাত্রা বিরতির নাস্তা।
❌ লাইফ জ্যাকেটের খরচ
❌ ফেরার দিন রাতের খাবার।
❌ ইভেন্ট লিস্টের বাহিরের কোনো স্পটে যাওয়ার খরচ।
❌ ঔষধ
❌ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ), সড়ক দুর্ঘটনা ইত্যাদি কারণে যদি ইভেন্ট খরচ বৃদ্ধি পায় কোন খরচ সকলে মিলে তাৎক্ষণিক ঘটনাস্থলেই বহন করতে হবে।

❑ ভ্রমন নির্দেশিকাঃ
---------------------------
১. স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২. ভ্রমণের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪. দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫. পাহাড়িদের ঘরে মিলেমিশে একসাথে রাত্রি যাপন করবো।
৬. সবসময় চেষ্টা থাকে খাবারের মান যতটা ভালো রাখা যায়।
৭. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা করে নেয়া হবে এবং সেক্ষেত্রে ট্যুর গাইডের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলবো।
৯. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো স্বভাবের লোক এই ট্যুর থেকে দূরে থাকুন। আমরা চাই সবার সহযোগীতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে।
১০. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশাকরি, এক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন।
১১. আমরা চেষ্টা করছি একটি বেষ্ট প্ল্যানের মাধ্যমে দারুন ট্যুর আয়োজন করার। সবার সহযোগীতা একান্ত কাম্য।

# #কেন আমাদের সাথে যাবেন তার কারন হলোঃ
১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষণিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২. আমাদের প্রতিটি ট্যুর অত্যন্ত পরিকল্পনামাফিক হয়ে থাকে। সবক্ষেত্রে পরিকল্পনামাফিক লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা থাকে। যার কারনে কোথাও কোন ধরনের ভোগান্তি পোহাতে হয় না।
৩. স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যবস্থা করা হয়ে থাকে।
৪. ট্যুর মেম্বারদের ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেয়া হয়।
৫. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৬. কোন ধরনের হিডেন চার্জ নেই।
৭. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৮. সর্বপরি, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন হয়ে থাকে।
*** মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।
★ আমরা বিভিন্ন ধরনের ভ্রমনের আয়োজন করে থাকি, এবং প্রতি ট্যুরের ব্যাপারেই ভিন্ন ভিন্ন বয়ান দিয়ে থাকি যা ভ্রমন শুরু ২-১ দিন আগে গ্রুপে দেয়া হয় তাই সকলকে বয়ান পড়ে বয়ান অনুযায়ী পরবর্তী কার্যকর্মে অংশ গ্রহন করতে হবে।
★ অনুগ্রহ পূর্বক জানাচ্ছি যে বুকিং করার পর দয়া করে কেউ যদি ট্যুরে যেতে না পারেন তবে বুকিং মানি ফেরত চাইবেন নাহ, আমরা হয়তো আপনাদের মুখের উপর দেবো নাহ বলতে পারি নাহ তবে এই জন্য আমাদের অনেক ক্ষতি সাধন হয়, আপনি হয়তো ভাবছেন বাসের টিকিট আর হোটেল রুম তো ছেড়ে দেওয়া যায় তাহলে কেনো বুকিং মানি ফেরত হবে নাহ, কারনটা হলো আমাদের রুম কিন্তু শেয়ার বেসিস থাকে, বাসে কিন্তু একটা মিনিমাম সিট বুকিং রাখতে হয় ভালে সিটের জন্য, রিজার্ভ জীপ/বোট থাকে যেখানে আপনার একটা ভাগ থাকে সর্বপরি হোস্টের যে খরচ সেখানে ও কিন্তু আপনার একটা অংশ থাকে আপনি না যেতে পারলে আপনার টাকাটা গ্রুপ মেরে দিলো এমন কিন্তু কোনে অপশন নাই, আশাকরি বুঝতে পেরেছেন।
★ আমরা বরাবরই চেষ্টা করি একটি সুন্দর পরিমার্জিত ভ্রমণ উপহার দেয়ার জন্য এবং চেষ্টা থাকে সকলকে নিরাপদে ভ্রমন শেষে নিজ গন্তব্যে পৌছে দেয়ার সেই সুবাদে আমরা বরাবর-ই প্রয়োজনের তুলুনায় কখনো অধিক মজা করি নাহ আর করতে চাই ও নাহ আর আশাকরি আপনারা ও চাইবেন নাহ। ইকটু কম আনন্দে একটা নিরাপদ ভ্রমন শেষ করা কি উত্তম নাহ? সেই জন্য কোনো অবস্থাতে ভ্রমন চলাকালীন সময় হোস্ট/এডমিন এর অনুমতি ছাড়া গ্রুপ ত্যাগ করা যাবে নাহ, এবং যেতে হলে নিজের রিস্ক নিজে নিয়ে যাবেন যাতে করে কোনো প্রকার সমস্যা হলে আমাদের দাঁড়কাক ট্রাভেলার্স কৃর্তপক্ষ দায়ী থাকবে নাহ।

#যোগাযোগঃ
মো সাকিব রহমান
01670821242

12/11/2021

Cottage interior design.
best Master Bedroom interior design Ideas ,luxury best Master Bedroom interior design Ideas,
৳ 1,400.00
Categories: INTERIOR- EXTERIOR,
TOP INTERIOR- EXTERIOR
Tags: , designs, best Master Bedroom Ideas 12, best Master Bedroom interior design Ideas, designmaster bedroom ideas 2020, designs simple master bedroom, luxury best Master Bedroom interior design Ideas, master bedroom furniture design, master bedroom ideas 2020, Master Bedroom Ideas Tips And Accessories for Help You home interior Design, modern bedroom designs 2020, modern bedroom designs for small rooms, modern luxury masterbedroom, modern luxury master bedroom designs, small bedroom interior design

Creative Circle Ltd
1,NEW ESKATION, RAIN RAZZAK PLAZA,3RD FLOOR 4-B, DHAKA-1217 PHONE: +88-02 9348747 | MOBILE: +8801611254936, +8801612254936, +8801712254936 E-MAIL:[email protected], [email protected] fb/creativecirclebd | www.creativecirclebd.com
FB :
https://www.facebook.com/creativecircleltd
WEB:
https://www.creativecirclebd.com/.../top-interior-exterior/
YOUTUBE:
https://www.youtube.com/channel/UC5ZrP8UDjey16ckqrqICgjA design in Bangladesh.

27/09/2021

Architect/ Interior Designer
Creative Circle Ltd.

Job information;
Creative Circle Ltd is looking for an efficient Architect/ Interior Designer who has sound knowledge on Architecture and Interior design.

CCL INTERIOR DESIGN
Location; 1, New Eskaton, Mogbazar DhakaBangladesh
Deadline;30/10/2021
Vecancy; one
Salary; Negotiable
Job nature; full time
Experience; 5/6 Years
Education; Bachelor of architect .
Outher benefits;
• Salary Review: Yearly
• Festival Bonus: 2
Job Responsibility;

Prepare Architectural and Interior Design Concept, Plan, Elevation and Section, with Detail Working drawing.

• Excellent graphical representation skill.

• Good 3D visualization and rendering skill.

• Innovative and skilled in design development.

• Develop concepts and detailed design and drawings.

• Have the passion about green architecture.

• Periodic supervision of ongoing work.

• Coordinate with other departments.

• Drafting the drawings as required.

• Can work under pressure.

• Rajuk / CDA Drawings preparation.

• Research & source materials independently according to the project type & budget.

• Prepare detailed working design & specifications from start to finish.

• Skilled in Auto Cad 2D, 3D, sketchup,Max,v-ray, Lumion and Photoshop.

Job Requirements;
• Age 20 to 30 years
• Only males are allowed to apply.
• The applicants should have experience in the following business area(s):
• Architecture Firm, Developer, Interior Design
• Sound knowledge in modern Architecture and Interior Design, drawing and must have
• interior related materials idea.
• Visit Construction Sites and supervise.
• Attend Client Meeting.
• Auto cad
• 3D Studio Max / Sketch up.

Company information;
Creative Circle Ltd.
1,NEW ESKATION, RAIN RAZZAK PLAZA,3RD FLOOR 4-B, DHAKA-1217
PHONE: +88-02 9348747 | MOBILE: +8801611254936, +8801612254936, +8801712254936
EMAIL:[email protected], [email protected]
fb/creativecirclebd | www.creativecirclebd.com
LOCATION MAP

!!এক চমকপ্রদ ইতিহাস!!হজ্জ কিংবা উমরাহ করতে যাঁরা মক্কায় হারাম শরীফে গিয়েছেন, তাঁরা সবাই নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করে...
03/07/2021

!!এক চমকপ্রদ ইতিহাস!!

হজ্জ কিংবা উমরাহ করতে যাঁরা মক্কায় হারাম শরীফে গিয়েছেন, তাঁরা সবাই নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছেন- চামড়া পোড়ানো প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময় পায়ের তলাটা পুড়ে যায় না, বরং বেশ ঠান্ডা অনুভূত হয়।
কারণ, এর নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস।
ড. মোহাম্মাদ কামাল ইসমাইল (১৯০৮-২০০৮) একজন মিশরীয় প্রকৌশলী ও স্থপতি; লোকচক্ষুর অন্তরালে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। মিশরের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম সর্বকনিষ্ঠ শিক্ষার্থী- যিনি হাইস্কুল শেষে ‘রয়েল স্কুল অব ইঞ্জিনিয়ারিং’-এ ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। ইউরোপে পাঠানো ছাত্রদের ভেতরেও তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, ইসলামি আর্কিটেকচার-এর ওপর তিনটি ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত প্রথম মিশরীয় প্রকৌশলী।

ড. মোহাম্মাদ কামাল ইসমাইল প্রথম প্রকৌশলী- যিনি হারামাইন (মক্কা-মদিনা) সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। এই সুবিশাল কর্মযজ্ঞ তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি; মোটা অংকের চেক উনি ফিরিয়ে দেন! তাঁর সততা ও কাজের প্রতি আন্তরিকতা তাঁকে বাদশাহ ফাহাদ, বাদশাহ আব্দুল্লাহসহ সকলের প্রিয়পাত্র ও বিশেষ আস্থাভাজন করে তোলে।

তিনি বাকার বিন লাদেনকে বলেছিলেন, এই দু’টি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক নিলে শেষ বিচারের দিনে আমি কোন মুখে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো?

ব্যক্তিগত জীবনে তিনি ৪৪ বছর বয়সে বিয়ে করেন। তাঁর স্ত্রী সন্তান জন্ম দিয়ে মারা যান। এরপর তিনি আর বিয়ে করেননি। মৃত্যু পর্যন্ত তাঁর পুরোটা জীবন আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণে উৎসর্গ করেন। অর্থ-বিত্ত, খ্যাতি-যশ, মিডিয়ার লাইম লাইট থেকে দূরে সরে থেকে তিনি তাঁর ১০০ বছরের জীবনের পুরোটা সময় মক্কা ও মদীনার দুই মসজিদের সেবায় বিনিয়োগ করে গেছেন।

মক্কা-মদিনার হারাম শরীফের মার্বেলের কাজের সঙ্গে উনার জীবনের একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। উনি চেয়েছিলেন- মাসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে- যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না। এই ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে।

ড. মোহাম্মাদ কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার চুক্তিস্বাক্ষর করে মক্কায় ফিরে এলেন এবং সাদা মার্বেলের মজুদও চলে এলো। যথাসময়ে বিশেষ নকশায় মাসজিদুল হারামের মেঝের সাদা মার্বেলের কাজ সম্পন্ন হলো।

এর ঠিক ১৫ বছর পরে সৌদি সরকার তাঁকে মাসজিদুন নব্বীর চারদিকের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বললেন। কিন্তু ড. মোহাম্মাদ কামাল ইসমাইল দিশেহারা বোধ করলেন! কেননা ওই বিশেষ ধরনের মার্বেল কেবলমাত্র গ্রিসের ওই ছোট্ট জায়গা বাদে গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না এবং সেখানে যতটুকু ছিল, তার অর্ধেক ইতোমধ্যেই কিনে মক্কার হারাম শরীফে কাজে লাগানো হয়ে গেছে। যেটুকু মার্বেল অবশিষ্ট ছিল- সেটা মাসজিদুন নব্বীর প্রশস্ত চত্বরের তুলনায় সামান্য!

ড. মোহাম্মাদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন। সেই কোম্পানির সি.ই.ও-র সঙ্গে দেখা করে জানতে চাইলেন, ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে? সি.ই.ও জানালেন, ১৫ বছর আগে উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকুও বিক্রি হয়ে যায়! এই কথা শুনে তিনি এতটাই বিমর্ষ হলেন যে, তাঁর কফি পর্যন্ত শেষ করতে পারলেন না! সিদ্ধান্ত নিলেন- পরের ফ্লাইটেই মক্কায় ফিরে যাবেন। অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে কী মনে করে যেন অফিস সেক্রেটারির কাছে গিয়ে সেই ক্রেতার নাম-ঠিকানা জানতে চাইলেন- যিনি বাকি মার্বেল কিনেছিলেন।

যদিও এটা অনেক দুরূহ কাজ, তবু কামালের পুনঃপুন অনুরোধে সে পুরোনো রেকর্ড চেক করে জানাবে বলে কথা দিলো। নিজের নাম এবং ফোন নম্বর রেখে বেরিয়ে আসার সময় কামাল মনে মনে ভাবলেন- কে কিনেছে, ১৫ বছর পরে তা জেনেই-বা আর লাভ কী?

পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অফিস সেক্রেটারি ফোনে জানাল, সেই ক্রেতার নাম-ঠিকানা খুঁজে পাওয়া গেছে! কামাল ধীর গতিতে অফিসের দিকে যেতে যেতে ভাবলেন- ঠিকানা পেয়েই-বা লাভ কী? মাঝে তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে...।

অফিসে পৌঁছলে সেক্রেটারি তাঁকে ওই ক্রেতার নাম-ঠিকানা দিলেন। ঠিকানা হাতে নিয়ে ড. মোহাম্মাদ কামাল ইসমাইলের হৃদ্স্পন্দন বেড়ে গেল, যখন তিনি দেখলেন- বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি!

কামাল সেদিনই সৌদি আরব ফিরে গেলেন। সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর এডমিন-এর সঙ্গে দেখা করে জানতে চাইলেন- মার্বেলগুলো দিয়ে তাঁরা কী করেছেন, যা অনেক বছর আগে গ্রিস থেকে কিনেছিলেন?

ডিরেক্টর এডমিন প্রথমে কিছুই মনে করতে পারলেন না। কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন- ১৫ বছর আগে গ্রিস থেকে আনা সাদা মার্বেলগুলো দিয়ে কী করা হয়েছিল? তারা খোঁজ করে জানাল- সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে, কোথাও ব্যবহার করা হয়নি!

এই কথা শুনে কামাল শিশুর মতো ফোঁপাতে শুরু করলেন। কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা কোম্পানির মালিককে খুলে বললেন। ড. কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি ব্লাংক চেক দিয়ে ইচ্ছেমতো অংক বসিয়ে নিতে বললেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন- এই সাদা মার্বেলে রাসূল (সা.)-এর মসজিদ চত্বর বাঁধানোর জন্য ব্যবহৃত হবে, তৎক্ষণাৎ তিনি এর বিনিময় মূল্য নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আল্লাহ্ সুবহানুতায়ালা আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন আবার তিনিই আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন; কেননা এই মার্বেল রাসূল (সা.)-এর মসজিদের উদ্দেশ্যেই এসেছে…!

-সংগৃহীত

13/04/2021
25/03/2021
ভাষান চর
25/02/2021

ভাষান চর

Address


Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801612254936

Alerts

Be the first to know and let us send you an email when Destination Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Destination Tours & Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share