09/12/2021
খুম রাজ্যের নাফাখুম-আমিয়াখুমে দাঁড়কাক ট্রাভলার্স- মাত্র ৬৯৯৯/-
দাঁড়কাক ট্রাভলার্স মানুষকে ভ্রমনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বদ্ধ পরিকর। ভ্রমণই কেবল একজন মানুষকে প্রকৃত সুখী করতে পারে। নতুন স্থান দেখা, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এসব অনেকের কাছেই স্বপ্নের মতন। দাঁড়কাক ট্রাভলার্স সব সময় ভিন্ন কিছু করার প্রয়াশ রাখে। তারই পরিক্রমায় এবার শীতের শুরুতেই যাচ্ছে খুমের রাজ্যে নাফাখুম-আমিয়াখুম। সাথে থাকছে রেমাক্রি ফলস, সাতভাইখুম, ভেলাখুম, নাইক্ষ্যংমুখ, দেবতাপাহাড়, সাঙ্গু নদী ভ্রমণ, বড়পাথর, রাজাপাথর ও নাম না জানা অসংখ্য ঝর্ণা । যেতে চাইলে ইভেন্ট ডিটেইল ভালোভাবে পড়ে আপনার আসন কনফার্ম করুন।
★ যাত্রা শুরুঃ ১৫-১২-২০২১ ইং রাত ৯ টায়।
★ যাত্রা শেষঃ ১৯-১২-২০২১ ইং ভোর ৬ টায়।
আসন সংখ্যাঃ ১৪ জন।
* ট্যুর কনফার্ম করার শেষ তারিখ ১০ ডিসেম্বর রাত ১২ টা।
** বুকিং মানি ৩০৬০ টাকা ( অফেরতযোগ্য)
*
ট্রিপের দিন ফুল টাকা পেমেন্ট করতে হবে।
★পেমেন্ট সিস্টেমঃ
বিকাশঃ +8801911222218(Personal)
মৌখিক বা মেসেজ কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
বি দ্রঃ পেমেন্ট কনফার্ম করে ফোন কিংবা মেসেজ দিয়ে নিজের বুকিং কনফার্ম করুন।😊
★★বুকিং করতে বা যেকোন প্রয়োজনে কল করুন +8801670821242
**ট্রেকিং এর অভিজ্ঞতা আছে কিংবা ট্রকিং করতে পারবেন এমন মন-মানসিকতার যে কেউ জয়েন করতে পারবেন আমাদের সাথে।**
❍ এই ট্রিপে বেশ হাটতে হবে। প্রতিদিন ৬-৭ ঘন্টার মতো কিংবা তার চেয়েও বেশি। এটি হার্ড ট্রেক, তাই কনফার্ম করার আগে ভালো মতো ভেবে নিন।
❍ এটি ট্রেকিং ট্রিপ হওয়ায় খাবার দাবারের টাইমিং ঠিকঠাক হবেনা। থাকার যায়গাও খুবই সাধারণ মানের হবে।
❍ ট্রেকিং চলাকালীন দুইদিনই দুপুরের খাবার হিসেবে ভাত খাওয়ার সুযোগ থাকবেনা। এক্ষেত্রে কেক, বিস্কিট, কলা, পেপে, আনারস, সেদ্ধ ডিম এগুলোর মধ্যে যেটা এভেইলাবল থাকবে সেটিই লাঞ্চ হিসেবে খেয়ে ট্রেক করতে হবে। তবে খরচ আমরাই বহন করবো।
(এই নেগেটিভ বিষয়গুলো মাথায় রেখে যারা যেতে পারবেন, কথা দিচ্ছি ফিরে এসে গল্প করার মতন অনেক বিষয় নিয়ে আসতে পারবেন এই ট্রিপ থেকে)
❑ আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং করবেন তাদেরকেই প্রাধান্য দেয়া হবে। আসন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে।
❑ বাসের সিট FCFS ভিত্তিতে বন্টন করা হবে। তারমানে হলো যে আগে বুকিং কনফার্ম করবেন সেই বাসে সামনে সিট পাবেন।
★এই ট্যুর সম্পর্কে স্পেশাল কিছু কথাঃ
------------------------------------------------------
করোনার এই সময়ে আমরা যতটা সম্ভব সুরক্ষিত থেকে ট্যুরটি শেষ করবো।
নারী পুরুষ ও কাপল সব ধরনের মানুষের জন্যই এই ট্যুরটি সেইফ সো নিশ্চিন্তে আপনি যেতে পারেন।
------------------------------------------------------------------------------
#ট্যুর বৃত্তান্ত:
★ ১৫ ডিসেম্বর
ঢাকা ফকিরাপুল থেকে বান্দরবানের উদ্দেশ্যে বাসে উঠবো রাত ৯-১১ টার মাঝে।
★১৬ ডিসেম্বর
সকালে বাস থেকে নেমে যত দ্রুত সম্ভব নাস্তা সেরে রির্জাভ চান্দের গাড়িতে করে চলে যাবো থানচি, সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে পার্মিশন নিয়ে নৌকায় করে করে চলে যাব রেমাক্রি। হাটা শুরু এখান থেকে। টানা ৪-৫ ঘন্টা হাটা পথ। পাহাড়ী পথ আর ঝিরির রোমাঞ্চকর পথ পেরিয়ে আমরা পৌছাব নাফাখুম পাড়া। রাতে নাফাখুম পাড়ায় আদিবাসীদের কটেজে থাকা হবে।
★১৭ ডিসেম্বর
খুব ভোরে উঠে সকালের নাস্তা সেরে আমিয়াখুম দেখার উদ্দেশ্যে রওনা দিবো। যেহেতু আমরা ট্রেকিং অবস্থায় থাকবো তাই দুপুরে তেমন কোনো ভারি খাবার থাকবে না। শুকনা খাবার খেয়ে থাকতে হবে। আমিয়াখুম দেখার পর আমরা ভেলাখুম ও সাতভাইখুম দেখবো। সেদিন থুইসা পাড়ায় পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খাব সবাই। রাতে এখানেই ভুতের গল্পের আসর তারপর ঘুম।
★১৮ ডিসেম্বর
ঘুম থেকে উঠে নাস্তা করে রেমাক্রির উদ্দেশ্যে হাটা শুরু করব। রেমাক্রি পৌছে বোটে থানছি এসে দুপুরের খাবার খেয়ে চাঁদের গাড়িতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা। রাতের খবার খেয়ে ঢাকার বাসে উঠে বসব।
★১৯ ডিসেম্বর
সব ঠিকঠাক থাকলে ভোর ৫ টার মাঝে আমরা ঢাকায় পৌছাব ইনশাআল্লাহ।
❑ যা সাথে নিতে পারেনঃ
১. ন্যাশনাল আইডি কার্ড। না থাকলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি। কারন পরিচয় পত্র না থাকলে আর্মি আপনাকে যাওয়ার পার্মিশন দিবে না।(৫ কপি)
২. হালকা ব্যাকপ্যাক।
৩. ছোট টর্চ।
৪. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
৫. ব্রাশ।
৬. প্রয়োজনীয় ঔষধ।
৭. ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
৮. চার্জের জন্য পাওয়ার ব্যাংক।(কোন রকম বিদ্যুৎ সংযোগ থাকবে না)
৯. হেডফোন।
১০. ওডোমাস ক্রিম
১১.পলি ব্যাগ
১২. ট্রেকিং ট্রিপে নিজের সাথে সব সময় শুকনা খাবার যেমন খেজুর, কিসমিস, বাদাম কিংবা বিস্কিট রাখা ভালো। আর অবশ্যই পানির বোতল সাথে রাখতে হবে।
১৩.ভালো মানের গ্রিপযুক্ত জুতা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিবে ট্রেকিং এ এজন্য পানিতে সমস্যা হয়না গ্রিপযুক্ত জুতো নিবেন ,চামড়ার স্যান্ডেল পরিহার করবেন ।
১৪.কাপড় হিসেবে নরমাল কাপড়ের বাইরে থ্রি কোয়ার্টার এবং গেন্জি নিয়ে নিবেন যা ট্রেকিং এর জন্য উপযোগী
১৫. গামছা ,রোদ থেকে বাঁচতে ক্যাপ,পানির পট ,ট্রেকিং পোল এসব যদি থাকে নিয়ে নিতে পারেন ।
★★বিদ্রঃ ট্যুরে যার ব্যাগ যত বেশি হাল্কা সে তত বেশি রিল্যাক্সে ঘুরতে পারবে★★
❑ গুরুত্বপূর্ণ কিছু কথাঃ
কোন রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা ও সরকারি কোন নিয়মের সম্মুখীন হলে ইভেন্ট বাতিল করা হবে। সকলের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর সেক্ষেত্রে যদি কোন ভর্তুকি যায় তা বুকিং মানি থেকেই কর্তন করা হবে।
#যা_যা_থাকছে
* ঢাকা-বান্দরবান-ঢাকা (নন এসি বাসের টিকেট)
* বান্দরবান-থানচি-বান্দরবান রিজার্ভ চান্দের গাড়ি
* গাইডের খরচ
* প্রতিবেলা খাবার খরচ
* বোট খরচ
# ইভেন্টে যা যা থাকছে না
❌ কোনো প্রকার ব্যাক্তিগত খরচ।
❌ হাইওয়ে যাত্রা বিরতির নাস্তা।
❌ লাইফ জ্যাকেটের খরচ
❌ ফেরার দিন রাতের খাবার।
❌ ইভেন্ট লিস্টের বাহিরের কোনো স্পটে যাওয়ার খরচ।
❌ ঔষধ
❌ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ), সড়ক দুর্ঘটনা ইত্যাদি কারণে যদি ইভেন্ট খরচ বৃদ্ধি পায় কোন খরচ সকলে মিলে তাৎক্ষণিক ঘটনাস্থলেই বহন করতে হবে।
❑ ভ্রমন নির্দেশিকাঃ
---------------------------
১. স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২. ভ্রমণের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪. দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫. পাহাড়িদের ঘরে মিলেমিশে একসাথে রাত্রি যাপন করবো।
৬. সবসময় চেষ্টা থাকে খাবারের মান যতটা ভালো রাখা যায়।
৭. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা করে নেয়া হবে এবং সেক্ষেত্রে ট্যুর গাইডের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলবো।
৯. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো স্বভাবের লোক এই ট্যুর থেকে দূরে থাকুন। আমরা চাই সবার সহযোগীতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে।
১০. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশাকরি, এক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন।
১১. আমরা চেষ্টা করছি একটি বেষ্ট প্ল্যানের মাধ্যমে দারুন ট্যুর আয়োজন করার। সবার সহযোগীতা একান্ত কাম্য।
# #কেন আমাদের সাথে যাবেন তার কারন হলোঃ
১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষণিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২. আমাদের প্রতিটি ট্যুর অত্যন্ত পরিকল্পনামাফিক হয়ে থাকে। সবক্ষেত্রে পরিকল্পনামাফিক লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা থাকে। যার কারনে কোথাও কোন ধরনের ভোগান্তি পোহাতে হয় না।
৩. স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যবস্থা করা হয়ে থাকে।
৪. ট্যুর মেম্বারদের ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেয়া হয়।
৫. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৬. কোন ধরনের হিডেন চার্জ নেই।
৭. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৮. সর্বপরি, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন হয়ে থাকে।
*** মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।
★ আমরা বিভিন্ন ধরনের ভ্রমনের আয়োজন করে থাকি, এবং প্রতি ট্যুরের ব্যাপারেই ভিন্ন ভিন্ন বয়ান দিয়ে থাকি যা ভ্রমন শুরু ২-১ দিন আগে গ্রুপে দেয়া হয় তাই সকলকে বয়ান পড়ে বয়ান অনুযায়ী পরবর্তী কার্যকর্মে অংশ গ্রহন করতে হবে।
★ অনুগ্রহ পূর্বক জানাচ্ছি যে বুকিং করার পর দয়া করে কেউ যদি ট্যুরে যেতে না পারেন তবে বুকিং মানি ফেরত চাইবেন নাহ, আমরা হয়তো আপনাদের মুখের উপর দেবো নাহ বলতে পারি নাহ তবে এই জন্য আমাদের অনেক ক্ষতি সাধন হয়, আপনি হয়তো ভাবছেন বাসের টিকিট আর হোটেল রুম তো ছেড়ে দেওয়া যায় তাহলে কেনো বুকিং মানি ফেরত হবে নাহ, কারনটা হলো আমাদের রুম কিন্তু শেয়ার বেসিস থাকে, বাসে কিন্তু একটা মিনিমাম সিট বুকিং রাখতে হয় ভালে সিটের জন্য, রিজার্ভ জীপ/বোট থাকে যেখানে আপনার একটা ভাগ থাকে সর্বপরি হোস্টের যে খরচ সেখানে ও কিন্তু আপনার একটা অংশ থাকে আপনি না যেতে পারলে আপনার টাকাটা গ্রুপ মেরে দিলো এমন কিন্তু কোনে অপশন নাই, আশাকরি বুঝতে পেরেছেন।
★ আমরা বরাবরই চেষ্টা করি একটি সুন্দর পরিমার্জিত ভ্রমণ উপহার দেয়ার জন্য এবং চেষ্টা থাকে সকলকে নিরাপদে ভ্রমন শেষে নিজ গন্তব্যে পৌছে দেয়ার সেই সুবাদে আমরা বরাবর-ই প্রয়োজনের তুলুনায় কখনো অধিক মজা করি নাহ আর করতে চাই ও নাহ আর আশাকরি আপনারা ও চাইবেন নাহ। ইকটু কম আনন্দে একটা নিরাপদ ভ্রমন শেষ করা কি উত্তম নাহ? সেই জন্য কোনো অবস্থাতে ভ্রমন চলাকালীন সময় হোস্ট/এডমিন এর অনুমতি ছাড়া গ্রুপ ত্যাগ করা যাবে নাহ, এবং যেতে হলে নিজের রিস্ক নিজে নিয়ে যাবেন যাতে করে কোনো প্রকার সমস্যা হলে আমাদের দাঁড়কাক ট্রাভেলার্স কৃর্তপক্ষ দায়ী থাকবে নাহ।
#যোগাযোগঃ
মো সাকিব রহমান
01670821242