Work permit visa processing from bangladesh

  • Home
  • Work permit visa processing from bangladesh

Work permit visa processing from bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Work permit visa processing from bangladesh, Passport and visa service, .

আপনাকে স্বাগতম। আমরা স্বল্পব্যয়ে, বৈধ পন্থায় দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ কর্মীদেরকে বিদেশে প্রেরণ করে থাকি। আমরা ইতালি, পর্তুগাল,ক্রোয়েশিয়া, সাইপ্রাস, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকি। আপনাকে স্বাগতম। আমরা স্বল্পব্যয়ে, বৈধ পন্থায় দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ কর্মীদেরকে বিদেশে প্রেরণ করে থাকি। আমরা ইতালি, পর্তুগাল,ক্রোয়েশিয়া, সাইপ্রাস, সৌদি আরব,

ওমান, কুয়েত, কাতার, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকি।

✈ দক্ষতা ও পূর্ণ অভিজ্ঞতা নিয়ে দ্রুততার সাথে ১০০% নিশ্চয়তায় সৌদি আরবের ভিসা প্রসেসিং করা হয়

▶ হাউস ড্রাইভার,
▶ আমেল মঞ্জিল,
▶ আমেল আদি,
▶ খাদ্দামা
▶ জেয়ারা ভিসা সহ সকল প্রকার ভিসা প্রসেসিং এর মাধ্যমে
আপনাদের সেবা দানের সুযোগ দিতে পাসপোর্ট, ছবি, ভিসার
নাম্বার ও কফিলের ID সহকারে আমাদের অফিসে আসার
আমন্ত্রন রইল।
------------------------------
✔আমাদের বৈশিষ্ট্য সমূহ :

🔹 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স।
🔹 স্বল্প খরচে দ্রুততার সহিত কাজ সম্পন্ন করা হয়,
🔹 কাজের অগ্রগতি /আপডেট গ্রাহককে সব সময় অবহিত করা হয়,
🔹 সেবা গ্রহন পরবর্তী সময়ে যে কোন সমস্যা সমাধানে আন্তরিকভাবে সহযোগিতা করা হয়,
🔹 অভিবাসন সংক্রান্ত সকল তথ্যদিয়ে সহযোহিতা প্রদান করা হয়।
------------------------------

🎯 আমাদের প্রতিশ্রুতি
------------------------------
“প্রচলিত সার্ভিস থেকে বের হয়ে
নতুন ধারায় সর্বোত্তম সেবার মান
নিয়ে আমরা আছি আপনার পাশে”

Assalamualaykum…কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পার...
23/10/2024

Assalamualaykum…

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..

বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:

ধাপ ১: আবেদন ফর্ম পূরণ
১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ
প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

১.২. রেজিস্ট্রেশন
যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের তথ্য দিতে হবে:
- নাম
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড তৈরি করতে হবে

এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

১.৩. ফর্ম পূরণ
লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:
- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)
- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)
- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)

১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট
আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।

ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা
২.১. ফি নির্ধারণ
আপনার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারিত থাকে। এর উপর নির্ভর করে আপনার জমা দিতে হবে:
- ৫ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৩,৪৫০ টাকা (দ্রুত ফি ৬,৯০০ টাকা)
- ১০ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৫,৭৫০ টাকা (দ্রুত ফি ৯,২০০ টাকা)

২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি
আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:
- ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।
- অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।

ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান
৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি
আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।

৩.২. প্রয়োজনীয় কাগজপত্র
বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:
- প্রিন্ট করা আবেদন ফর্ম
-জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ
- আগের পাসপোর্ট (যদি থাকে)
- পাসপোর্ট ফি জমার রশিদ

৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া
সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:
- আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)
- আপনার ছবি তোলা হবে
- স্বাক্ষর প্রদান

ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ
৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়
বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।

৪.২. এসএমএস নোটিফিকেশন
পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।

৪.৩. পাসপোর্ট সংগ্রহ
এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:
- সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।
- ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।
- ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।

আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।

আকাশ পথ নজরদারি রাখার জন্য ৭৩০ কোটি টাকা দিয়ে দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে,একটি রাডার বসানো হয়েছে শাহজালাল...
19/10/2024

আকাশ পথ নজরদারি রাখার জন্য ৭৩০ কোটি টাকা দিয়ে দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে,একটি রাডার বসানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে,আরেকটি চট্টগ্রাম বিমানবন্দরে রাডার বসানোর কাজ চলছে।
এখন থেকে ভারতের বিমান বাংলাদেশের আকাশ সীমা পাড়ি দিতে হলে কর দিতে হবে,যা আগে কখনো ভারত বাংলাদেশকে কর দিতো না, বরং তারা উল্টো আকাশ পথের কর আমাদের কাছ থেকে নিয়ে যেতো, তাদের রাডারের মাধ্যমে। কিন্তু এখন থেকে তাদের বিমান ৭শ ডলার করে প্রতিদিন কর দিতে হবে বাংলাদেশকে।।
ভারতের ১শ বিমান উঠানামা করে আমাদের ভূখণ্ডে ১০০×৭০০=৭০ হাজার ডলার বাংলাদেশকে ভারত কর দিতে হবে,শুধু ভারত না এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো দেশের বিমান চলাচল করলে বাংলাদেশকে কর দিতে হবে।
কালেক্টেড
Collected post

16/10/2024

#সুন্দর_সমাজ_গঠনে_রাষ্ট্রের_করণীয়:

১. সামাজিকভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিবিড় ভাতৃত্ববোধ উন্মেষ ঘটানো।
২. সমাজের ইতিবাচক সকল কর্মকান্ডে অংশগ্রহণের জন্য সবাইকে আগ্রহী করা এবং তরুণ ও যুবকদের মধ্যে ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বদানে উদ্বুদ্ধ করা।
৩. সমাজের দারিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অন্ন, বস্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসায় সহযোগিতায় এগিয়ে আসা।
৪. দারিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা, শিক্ষার মান প্রসারে ভর্তি বাবদ, শিক্ষা উপকরণ, ফরম ফিলাপ, কোচিং ইত্যাদি ও সেই সাথে উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষায় উৎসাহ প্রদানে আলোকিত সমাজ গঠন করা।
৫. বেকার ও যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ও কর্মমুখী করার বিভিন্ন উদ্ধেগ গ্রহণ করা।
৬. সমাজের অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধকরণ।
৭. সাহিত্য, শিল্প - সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, খেলাধুলা এবং শিক্ষায় সমাজ উন্নয়নের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ সৃষ্টি করতে বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা করা।
৮. মাদকদ্রব্য, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিকভাবে সদা-সজাগ দৃষ্টি রাখতে জনসচেতনতায় উদ্বুদ্ধ করা।
৯. জনসাধারণকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত রাখতে সামাজিক উদ্ধেগ গ্রহণের ব্যবস্থা করা।
১০. সমাজের প্রত্যেক স্তরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা।
১১. প্রাকৃতিক বিপর্যয় থেকে পরিবেশকে রক্ষা করতে গ্রাম ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা।
১২. প্রাকৃতিক দুর্যোগ সহ বৃহৎ সমস্যা সমাধানে সামাজিকভাবে উদ্ধেগ গ্রহণের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।
১৩. ধর্মীয় ও জাতীয় দিবস পালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করা।

কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন১)  #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থ...
10/10/2024

কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন

১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।
২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।
৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।
৬) #মিরপুর_১০ (Mirpur 10): বর্তমানে বন্ধ আছে। তারপরও বলে রাখি, মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।
**প্রতি ষ্টেশন বেশি সময় থাকলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।
(সংযোজন চলবে)
বিঃদ্রঃ মেট্রো স্টেশন থেকে নেমে সময় ও খরচ বুঝে রিক্সা, অটো রিক্সা, সিএনজি চালিত অটো, লোকাল বাস, উবার, পাঠাও নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
আপনার যাত্রা নিরাপদ হউক।



পাকিস্তানের ভিসা এখন খুব দ্রুত হচ্ছে🇧🇩❤️
14/09/2024

পাকিস্তানের ভিসা এখন খুব দ্রুত হচ্ছে🇧🇩❤️

11/09/2024

✈ দক্ষতা ও পূর্ণ অভিজ্ঞতা নিয়ে দ্রুততার সাথে ১০০% নিশ্চয়তায় সৌদি আরবের ভিসা প্রসেসিং করা হয়
▶ হাউস ড্রাইভার,
▶ আমেল মঞ্জিল,
▶ আমেল আদি,
▶ খাদ্দামা
▶ জেয়ারা ভিসা সহ সকল প্রকার ভিসা প্রসেসিং এর মাধ্যমে
আপনাদের সেবা দানের সুযোগ দিতে পাসপোর্ট, ছবি, ভিসার
নাম্বার ও কফিলের ID সহকারে আমাদের অফিসে আসার
আমন্ত্রন রইল.
✔আমাদের বৈশিষ্ট্য সমূহ :

আপনাকে স্বাগতম। আমরা স্বল্পব্যয়ে, বৈধ পন্থায় দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ কর্মীদেরকে বিদেশে প্রেরণ করে থাকি। আমরা ইতালি, পর্তুগাল,ক্রোয়েশিয়া, সাইপ্রাস, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকি..
🔹 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স।
🔹 স্বল্প খরচে দ্রুততার সহিত কাজ সম্পন্ন করা হয়,
🔹 কাজের অগ্রগতি /আপডেট গ্রাহককে সব সময় অবহিত করা হয়,
🔹 সেবা গ্রহন পরবর্তী সময়ে যে কোন সমস্যা সমাধানে আন্তরিকভাবে সহযোগিতা করা হয়,
🔹 অভিবাসন সংক্রান্ত সকল তথ্যদিয়ে সহযোহিতা প্রদান করা হয়.
🎯 আমাদের প্রতিশ্রুতি.
“প্রচলিত সার্ভিস থেকে বের হয়ে
নতুন ধারায় সর্বোত্তম সেবার মান
নিয়ে আমরা আছি আপনার পাশে”
#যোগাযোগ_ব্যবস্থা:
কর্পোরেট অফিসঃ
উত্তর বঙ্গ গ্রুপ
লুবনা ওভারসিস আর এল-৬৪৯
আল আমানা ওভারসিস আর এল-৪৪৩
আল ইমরান ওভাসিস আর এল-৭৮০
মেসার্স তাফসির ওভারসিস আর এল-১২৪২

বনানী অফিস
- বাসা # ১০৩, রোড #১৩/এ, ৩য় তলা (বনানী নতুন পোস্ট অফিস) ব্লক # সি বনানী মডেল টাউন ঢাকা-

08/09/2024

মুসলিমদের রাষ্ট্রভাবনা: স্বপ্ন ও বাস্তবতা

মুসলিম হিসেবে রাষ্ট্রভাবনার শুরুতেই আমাদের চোখে ভেসে ওঠে খুলাফায়ে রাশেদীনের স্বর্ণালী যুগের কথা। সংগত কারণেই খিলাফতকেই আমরা রাষ্ট্র ভাবনার চূড়ান্ত সফলতা হিসেবে চিন্তা করি। চিন্তাটা অবশ্যই সুন্দর, কারণ সত্যিই যদি আমরা উমার (রা.) এর মতো খিলাফত কায়েম করতে পারতাম, তাহলে সমাজের সবচেয়ে দুর্বল ব্যক্তিও সমাজের সর্বোচ্চ ব্যক্তিকে চ্যালেঞ্জ করতে পারতো, ন্যায়বিচার তার চূড়ায় পৌঁছাতে পারতো, বিচারক এমনকি খলিফার মতের বিরুদ্ধেও রায় দিতে পারতো, খলিফা রাতে দুর্বল জনগোষ্ঠীর দুর্দশা অনুসন্ধান করে বের হতেন… এ যেন একটা স্বপ্ন। কিন্তু খিলাফতের চিন্তাটাকে বর্তমান বাস্তবতার সাথে মিলিয়ে চিন্তা করতে গেলে শুধু উমার (রা.) এর খিলাফত চিন্তা করলেই হবে না, আব্দুল মালিক ইবনে মারওয়ানের খিলাফতে হাজ্জাজ বিন ইউসুফের নির্বিচারে সাহাবীদের হত্যার কথাও মাথায় রাখতে হবে। খিলাফতের আদলে আমাদের কাছে বর্তমান সৌদি আরবের রাষ্ট্রব্যবস্থা থেকেও কিছু চিন্তার খোরাক নেয়া যেতে পারে। সৌদি আরবের সংবিধান হলো কুরআন এবং সুন্নাহ যা তারা লিখেও রেখেছে-saudiembassy.net/basic-law-governance | তাহলে সৌদি আরবে জনগণই সকল ক্ষমতার উৎস নয়, কারণ লেখাই আছে কুরআন ও সুন্নাহ তাদের সংবিধান। কিন্তু আমরা যে দেখছি সৌদি আরবে 'General Entertainment Authority' তৈরি করে সিনেমা হল, মহিলাদের রেসলিং, অশ্লীল নাচ গান এগুলো যে হচ্ছে, সেটা কোন আইন বা সংবিধানের অধীনে হচ্ছে? উত্তর খুব সহজ, এখানে আল্লাহর আইন বা আদেশের বিপরীতে চলছে সৌদি শাসকের আইন। তার মানে এখানেও কুরআন ও সুন্নাহ সকল ক্ষমতার উৎস নয়, বরং সৌদি শাসককেই সকল ক্ষমতার উৎস বানানো হয়েছে। তার মানে সংবিধান হিসাবে যা লেখা আছে তা আসলে ধোঁকা। হাজ্জাজ বিন ইউসুফ যখন অনাচারগুলো করেছিলো তখন সেটাও কুরআন সুন্নাহ বিরোধী ছিলো এবং islamqa বলছে অনেক স্কলার মনে করেন তিনি কাফির ছিলেন। তাহলে সেই খিলাফতেও আল্লাহর বিধানের বিপরীতে খলিফার ইচ্ছা প্রাধান্য পেতো অর্থাৎ খলিফাই চূড়ান্ত ক্ষমতার উৎস ছিলো, আল্লাহর কিতাব নয়। খোলাফায়ে রাশেদার পরে অধিকাংশ খিলাফতেই এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে।

এবার আসি আর একটি বাস্তবতায়। কয়েকদিন আগে আমার এক পাকিস্তানি সহকর্মী বলছিলেন তার এক শিক্ষক তাকে বলেছিলেন, জিন্নাহ যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করছিলেন তখন একজন স্কলার তাকে জিজ্ঞেস করেছিলেন, "কি দিয়ে আপনি দেশ শাসন করবেন"? তিনি নাকি বলেছিলেন কেন কুরআন সুন্নাহ দিয়ে। তখন সেই স্কলার জিজ্ঞেস করেছিলেন কাদের কুরআন সুন্নাহ দিয়ে অর্থাৎ কুরআন সুন্নাহর ব্যাখ্যা তো বিভিন্ন ইসলামিক দলের বিভিন্ন রকম, আপনি কোনটা দিয়ে করবেন? ইসলাম সম্পর্কে আবেগ থাকলেও সেটা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তিনি সেদিন খুব অবাক হয়েছিলেন। এরপর আমার সেই সহকর্মী বললেন, "পাকিস্তানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে কি কারণে জানেন? সেটা হলো ইসলামিক বিভিন্ন গ্রুপের ধর্মীয় কলহে, মসজিদে বোমা বিস্ফোরণ জাতীয় ঘটনায়।" এই বাস্তবতা থেকে বাংলাদেশও মুক্ত নয়। গত ফ্যাসিস্ট আমলে যে কয়টি মসজিদ ভাংচুর ও পুড়িয়ে দেবার ঘটনা ঘটেছে তা কোন রাম বা বামরা করেনি। বরং একটি সুন্নী ইসলামিক গ্রুপ আরেকটি সুন্নী ইসলামিক গ্রুপের মসজিদ পুড়িয়েছে, যেটা তারা করেছে মসজিদে দিরার নাম দিয়ে, সুন্নাহ হিসেবে করেছে। মনে করেছে এটা তাদের অনেক ফজিলতপূর্ণ কাজ। এমনকি আলেমদের মারধর, হত্যা ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন ইসলামিক গ্রুপের শত্রুতার কারনে। জামাত, তাবলীগ, হেফাজত, চরমোনাই, বেরেলভী, আহলে-হাদিস সকলের কুরআন-সুন্নাহর ব্যাখ্যা ভিন্ন। এবং এক গ্রুপ আরেক গ্রুপের কাছে নিজেদের ইসলামিক কর্মকান্ড নিরাপদ মনে করে না, যতটা নিরাপদ তারা একটি ইসলাম সম্পর্কে সচেতন নয় এমন রাজনৈতিক দলকে মনে করে। জামাতের প্রতিষ্ঠাতাকে কাফেরও উপাধি দিয়েছিলো কওমী গ্রুপ, আবার আহলে-হাদিসের কাছে কওমী গ্রুপ হলো ভ্রান্ত মাতুরীদি আক্বীদার আর বেরেলভী গ্রুপকে তো অধিকাংশই শিরকী দল মনে করে। এই বিভেদগুলো একদম আক্বীদা পর্যায়ের অর্থাৎ যে বিষয়গুলিতে বিশ্বাসে ঘাটতি থাকলে তার ঈমান নিয়ে প্রশ্ন আসবে। তাই এখানে একটি গ্রুপের পক্ষে আরেকটি গ্রুপের সংবিধান মানা অত্যন্ত দূরহ কাজ। কাজেই একটি গ্রুপের নেতাকে বাকি সকল ইসলামী গ্রুপের খলিফা হিসেবে মেনে নেওয়াও কিছুটা অলিক কল্পনা এবং কার খিলাফত বা কোন কুরআন-সুন্নাহর ব্যাখ্যা অনুযায়ী দেশ চলবে তা ইসলামী গ্রুপগুলি নির্ধারণ না করে শুধু খিলাফা স্বপ্ন দেখলে, তা নার্সারীর ছাত্রের ইঞ্জিনিয়ারিংয়ের ফরম নিয়ে গবেষণা শামিল বলেই বাস্তবতার নিরিখে মনে হতে পারে। এমনকি বাংলাদেশের ইতিহাস দেখলেও দেখা যাবে বিভিন্ন সরকার পরিবর্তনের সময় এই গ্রুপগুলি ভিন্ন ভিন্ন বলয়ে ছিলো, এমনকি এই ফ্যাসিস্ট আসার পেছনে এই ইসলামী গ্রুপগুলির অনৈক্য কাজ করেছে। ভিন্নমতের আলেমগণ জেলে বসে যত সহজে বিভেদকে ভুলে থাকতে পারেন বিষয়টা ততই কঠিন হয় যখন ক্ষমতা হাতের কাছে আসে।

আরেকটি বাস্তবতাও আমাদের ভেবে দেখতে হবে। তা হলো ১৮ কোটি মানুষের এই জনপদে যদি ৯৩% মুসলিম থাকে, তাদের কত পারসেন্ট প্রাকটিসিং মুসলিম? মানে প্রকৃত অর্থেই ইসলাম তাদেরকে এবং তাদের পরিবারকে পরিচালিত করে অথবা ইসলাম তাদের জন্য খুব ম্যাটার করে। কত পারসেন্ট? আমরা যদি মসজিদে ফজরের সালাতের মুসল্লীদের সাথে জুমার সালাতের উপস্থিত মুসল্লীদের তুলনা করি তাহলে কিছুটা ধারণা পেতে পারি। তাহলে এই বিশাল জনগোষ্ঠীর ইসলাম বিমুখতার দ্বায়িত্ব কে নেবে? এবং এই বিশাল জনগোষ্ঠিকে ইসলাম বিমুখ রেখে কি আমরা খিলাফাহ কায়েম করতে পারবো? ভেবে দেখার অবকাশ আছে। রাসুল (সা.) এবং সাহাবীদের আচরণ দেখে যেখানে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে এসেছে সেখানে আমাদের দেখে মানুষ আসছে না কেন? কেন আমরা সেই আখলাক মুসলিম কমিউনিটির মাঝে তৈরি করতে পারছি না? কেন এদেশের সাধারণ মানুষ দ্বীনের দাঈদের যারা ইসলামকে রিপ্রেজেন্ট করে তাদেরকে দেশের সাথে দেশের অর্জনের সাথে রিলেভেন্ট মনে করতে পারছে না? চিন্তা করার যথেষ্ট অবকাশ আছে।

আমাদের আরেকটি চ্যালেঞ্জ আছে, তা হলো বৈশ্বিক। মিশরে একটি ইসলামিক দল গণ-মানুষের ম্যান্ডেট নিয়ে জাতিসংঘের নিয়ম মেনেই ক্ষমতায় এসেছিলো। কিন্তু বিশ্ব মোড়লদের স্বার্থ সংরক্ষণ না হওয়ায় তাদেরকে চরমপন্থী দল হিসেবে চিহ্নিত করে তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছিলো এবং এই উদ্যোগে কিছু তথাকথিত ইসলামিক রাষ্ট্রও জড়িত ছিলো এবং অনেক অর্থ তারা খরচ করেছে বলে তথ্য প্রকাশ পেয়েছে। বাংলাদেশের সম্প্রতি পরিবর্তনে সাথে সাথে সেই একই প্রচারণা শুরু করেছিলো আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র। এমনকি বিশেষ ধর্মের ওই গোষ্ঠি আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে বাংলাদেশ বিরোধী বিশাল বিশাল আন্দোলনও করেছে, যেখান থেকে দাবী তোলা হয়েছিলো বাংলাদেশে সামরিক অভিযান চালানোর জন্য। এই বিষয়গুলোও আমাদের মাথায় রাখতে হবে। তার মানে দেশের ভেতরের ইসলাম বিমুখ/উদাসিন জনগোষ্ঠী সামাল দিলেই হবে না, একই সাথে বৈশ্বিক চাপও মোকাবেলা করতে হবে।

তাহলে প্রশ্ন আসতে পারে আমরা কি উমার (রা.) এর মত খিলাফার স্বপ্ন বাদ দিয়ে দিবো? আসলে বাদ দেয়ার দরকার নেই। বরং ভালো উদাহরণগুলি চোখের সামনে থাকা দোষের কিছু না বরং উপকারী। কিন্তু বাস্তবতা বিবর্জিত অতি উৎসাহিতা পরিহার করা হয়ত কল্যাণকর। কিন্তু গাছের উপরে ঝুলে থাকা উত্তম ফলগুলো পাড়তে পারছি না বলে বসে না থেকে নিচে ঝুলে থাকা সহজলভ্য ফলগুলো আমরা নিতে পারি। বিদ্যমান ব্যবস্থায় উম্মার জন্য কতটুকু কল্যাণ অর্জন করা যায় তা নিয়ে কাজ করা উচিত। গত ১৫ বছরে আমরা দেখেছি ইসলামপন্থীদের অনৈক্য, বিভেদ এবং নিষ্ক্রিয়তা কিভাবে আদতে সকল মুসলিমদের ক্ষতি করে, শুধু টুপি-দাড়ি থাকার কারণে কিভাবে ২য় শ্রেণীর নাগরিকের মত এবং জঙ্গী ভয় নিয়ে বেঁচে থাকতে হয়, শুধু মুসলিম হওয়ার কারণে কত নির্যাতন সহ্য করতে হয়, স্কুলের বইতে কিভাবে শিরকের পাঠ সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, কিভাবে মুসলিমদের হালাল উপার্জনের আমানতগুলি বিদেশে পাচার হয়ে যায়, কিভাবে মুসলিম ভুখন্ড অন্য একটি অমুসলিম রাষ্ট্রের করতলগত হয় এবং স্বাধীনতা বিপন্ন হয়।

তাহলে আমাদের করণীয় কি?
এটা একটা কঠিন প্রশ্ন এবং এর হয়ত Yes/No মার্কা কোন উত্তর নেই। কিন্তু মোটা দাগের কিছু বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন-

১. কিছুদিন আগে যখন পুলিশ পালিয়েছিলো তখন আমরা সবাই মিলে নিরাপত্তার জন্য পাহাড়া বসিয়েছিলাম, কে কোন আক্বীদার বা ধর্মের না দেখে সমাজের কল্যানে একসাথে কাজ করেছিলাম। এতে সবাই উপকৃত হয়েছি। আমাদের পরিবারগুলো রক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ। 'ঐক্য' শব্দটি সম্পর্কে আপনাদের এলার্জি থাকলে এই পাহারা দেবার উদাহরণটিকে ভিন্ন একটি নাম দেই, এবং এই উদাহরণকে অনুসরণ করে এই মুসলিম জনপদের বৃহত্তর কল্যানের স্বার্থে একযোগে কাজ করি। এই একই কাজটি আমরা অনেক জায়গায় করি বা করতে বাধ্য হই। যেমন- আমরা যেই বিল্ডিংয়ে থাকি, সেটার লিফট নষ্ট হয়ে গেলে বা পানির সমস্যা হলে আমরা সকল মালিক বা ভাড়াটিয়ার একসাথে বসি না? সেখানে সবাই কি আমার আক্বীদার থাকে? থাকে না। বসে সমস্যা সমাধানে দুএকজনকে দ্বায়িত্ব দেই, তারপর তাদেরকে সহায়তা করি। এই একই প্রক্রিয়া আমাদের এই মুসলিম জনপদের স্বার্থে জারি রাখতে হবে। আমাদের মতের পার্থক্যকে একাডেমিক পর্যায়ে রেখে নিজেদের দাওয়াতি কাজ এমনভাবে করে যেতে হবে যাতে সমাজের শৃঙ্খলা নষ্ট না হয় এবং ইসলাম বিদ্বেষীরা আমাদের নিয়ে হাসাহাসি করতে না পারে।

২. তিনদিকে অমুসলিম রাষ্ট্র দিয়ে ঘিরে থাকা এই মুসলিম জনপদের নিরাপত্তার প্রশ্নে এবং মোটা দাগের ইসলামী স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যেমনটি আমরা করেছিলাম মুর্তির প্রশ্নে, রাসুলকে অবমাননার প্রশ্নে।

৩. রাষ্ট্রের জন্য নিজেদের (আলেম, দাঈ) রিলেভেন্ট করতে হবে। সাধারণ মানুষদের কাছে এই রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বোভৌমত্বে এবং মানুষের কল্যানে ইসলামের রিপ্রেজেন্টেটিভদের প্রাসঙ্গিকতা প্রমান করতে হবে। যার কিছু করে যাওয়ার চেষ্টা করছেন শায়খ আহমাদুল্লাহ। এরকম আরও আরও উদাহরণ আমাদের মানুষের সামনে নিয়ে আসতে হবে। আমাদের রাসুল (সা.) তো কাফেরদের কাছেও আল-আমীন ছিলেন। মানুষের মন থেকে এই ধারণা দুর করতে হবে, যে আলমগণ শুধু মাদ্রাসার তৈরির টাকা চাওয়ার জন্যই আছেন কিন্তু রাষ্ট্রকে কিছু দেবার সময় নেই অথবা তারা তো শুধু ওয়াজ, খুতবাহ বা মসজিদ এগুলোর জন্যই প্রাসঙ্গিক কিন্তু রাষ্ট্রের জন্য নয়।

৪. রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে অংশগ্রহন করতে হবে এবং কুরআন সুন্নাহর প্রতিফলন যতটুকু সম্ভব নিশ্চিত করতে হবে।

৫. নিজেদের মধ্যে আরও আলোচনা ও গবেষনার মাধ্যমে নতুন নতুন করণীয় ঠিক করতে হবে।

সবশেষে একজন দুধওয়ালীর গল্প বলে শেষ করছি। একদিন, একজন দুধওয়ালী তার মাথায় দুধের পাত্র নিয়ে বাজারে যাচ্ছিল। সে ভাবতে লাগলো, “এই দুধ বিক্রি করে আমি অনেক টাকা পাবো। সেই টাকা দিয়ে আমি মুরগি কিনবো। মুরগি ডিম পাড়বে, সেই ডিম থেকে বাচ্চা ফুটবে। বাচ্চাগুলো বড় হয়ে আরও ডিম দেবে। তারপর আমি সেই ডিম বিক্রি করে আরও টাকা উপার্জন করবো।”

এইসব ভাবতে ভাবতে, দুধওয়ালী খেয়াল করলো না যে সে কিভাবে হাঁটছে। হঠাৎ, তার পা পিছলে গেল এবং দুধের পাত্রটি পড়ে গেল। সব দুধ মাটিতে পড়ে গেল এবং দুধওয়ালী খুব দুঃখ পেলো। সে বুঝতে পারলো, ভবিষ্যতের স্বপ্ন দেখা ভালো, কিন্তু বর্তমানের কাজগুলো ঠিকভাবে করা আরও গুরুত্বপূর্ণ।

ঠিক তেমনি দেশের গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা যেন সুদূর-পরাহত ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে এমন কিছু না করি যা আমাদের সম্ভবনাকে নষ্ট করে এবং বর্তমানের নতুন বাস্তবতায় জরুরী করনীয়গুলি করতে যেন কার্পণ্য না করি। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আমীন।

29/08/2024

🟥**ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে।**

একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।

বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।

অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।

আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।

আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।

আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।

আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।

আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।

আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর।

আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পয পর হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে এয়ারপোর্টে যাত্রীদের জন্য ওয়াক পারমিট  ভিসা  স্টুডেন্ট সংক্রান্ত সকল আপডেট পেতে পেইজট...
28/08/2024

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে
এয়ারপোর্টে যাত্রীদের জন্য
ওয়াক পারমিট ভিসা স্টুডেন্ট সংক্রান্ত সকল আপডেট পেতে পেইজটি ফলো করে পাশে থাকুন। ১.ফ্রি টেলিফোন
২. ফ্রি ওয়াইফাই
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস
৪. দ্রুত ল্যাগেজ প্রধান
৫. ভালো ব্যবহার
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মীদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনা ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। ডক্টর ইউনুস স্যার 🌺

15/10/2023

Assalamualaikum...
Everyone... Work permit information..??

👉Coming soon Bangladesh new terminal Hazrat Shahjalal ✈️✈️✈️
02/02/2023

👉Coming soon Bangladesh new terminal Hazrat Shahjalal ✈️✈️✈️

আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর...  রোমানিয়া, ✈️
13/01/2023

আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর... রোমানিয়া, ✈️

20/09/2022

"সরাসরি ডেলিগেট
কর্তৃক ইন্টারভিউ"

প্রি সিলেকশন চলছে তাং - ১৯/০৯/২২- ২৭/০৯/২২ ইং পর্যন্ত।
ফাইনাল ইন্টারভিউ তারিখ :
২৮,২৯/০৯/২২ ইং

কোম্পানী নাম : আল বাইক কো : নামে ভিসা স্ট্যাম্পিং হবে ইনশাল্লাহ।

পদের নাম :
১! রেস্টুরেন্ট সুপারভাইজার
স্যালারি :১৬৫০
ফুড:১৭০
ডিউটি: ০৯ ঘন্টা
বয়স:২১-৩২
অভিজ্ঞতা: হসপিটালিটি ম্যানেজমেন্ট/রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা থাকতে হবে।অথবা রেস্টুরেন্ট সুপারভাইজার পদে ০৩-০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

০২!সার্ভিস ক্রু(টীম মেম্বার )
স্যালারি :১০০০
ফুড: ১৭০
ডিউটি :০৯ ঘন্টা
বয়স :২১-৩২
অভিজ্ঞতা :এসএসসি পাস

বি দ্রঃ:
ইন্টারভিউয়ের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সার্টিফিকেট সনদের ফটোকপি ও কোভিড ১৯ ভ্যাকসিন সার্টিফিকেট সাথে আনতে হবে।
সৌদি আরবে ডিরেক্ট আল বাইক কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে লোক নিচ্ছে।ওয়েটার,সুপারভাইজার পদে।বেতন ৮ ঘন্টায় ১২০০ ও ২০০০ রিয়াল।খরচ মাত্র ১ লাক ৫০ হাজার টাকা।বয়স ২১-৩৫ বছর,স্মার্ট লাগবে

04/07/2022

💜 কলিং ভিসার মেডিকেল মুলত শুরু হয়েছে। মন্ত্রণালয়ে প্রায় ৭০/৭৫ টি মেডিকেল সেন্টারের আবেদন পড়েছিল। এত দিনে মাত্র ১০ টি মেডিকেল সেন্টার ভিজিট শেষ হয়েছে অর্থাৎ কাজের অগ্রগতি একেবারেই স্লো।

💜 এদিকে মালয়েশিয়া আগে থেকেই কিছু মেডিকেল সেন্টারের অনুমোদন দিয়েছিল। যারা এ্যাটাস্টেশন সহ ডিমান্ড লেটার হাতে পেয়েছেন তারাই মুলত মেডিকেল করাচ্ছেন। তবে ইদের পরে প্রচুর ডিমান্ড আসতে থাকবে এবং পুরোপুরি মেডিকেল শুরু হয়ে যাবে।

বিস্তারিত 01720654017 WhatsApp.

একটা সুখবর দ্রুত ই আসবে বলে মনে হচ্ছে। মালয়েশিয়া গমন প্রত্যাসিরা প্রস্তুত হোন। পাসপোর্ট রেডি করুন...
03/07/2022

একটা সুখবর দ্রুত ই আসবে বলে মনে হচ্ছে। মালয়েশিয়া গমন প্রত্যাসিরা প্রস্তুত হোন। পাসপোর্ট রেডি করুন...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Work permit visa processing from bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Work permit visa processing from bangladesh:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share