17/05/2022
মধ্যপ্রাচ্যের একটা দেশে বাংলাদেশী শ্রমিকদের বিপুল চাহিদা থাকার কারনে সুযোগ বুঝে তারা প্রতি কর্ম দিবসে সে দেশের এম্বেসীতে জমাকৃত হাজার হাজার পাসপোর্টে এমপ্লয়মেন্ট ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য নির্ধারিত ভিসা ফি নেওয়ার পরেও কথিত কন্টাক্ট বাবদ যে বই প্রতি একেবারেই ফাও ২৫০ ইউএস💲ডলার নগদে আদায় করে নিচ্ছে সে কথা নিয়ে কোথাও কোন আলোচনা নাই। খোলা মার্কেট থেকে কি পরিমাণ ডলার তারা সুকৌশলে সিস্টেমিক ওয়েতে হাতিয়ে নিচ্ছে তা কল্পনাও করা যায় না। ডলারের লাগামহীন মূল্যবৃদ্ধির এও এক কারণ। এজেন্সীরা এ নিয়ে মুখ খুললেই এম্বেসী কর্তৃক তাদের কোটি টাকা দামের লাইসেন্স ব্ল্যাকলিস্ট হওয়ার শংকা ও সম্ভাবনা। তাই সবাই জেনেও চুপ থেকে চেপে যায়। এ এখন ওপেন সিক্রেট। অনৈতিক উপায়ে দ্রুত অবৈধ টাকা কামানোর জন্য বাংলাদেশ যেন সারা বিশ্বের কাছে এক আদর্শ!