Cosmic Traveller

  • Home
  • Cosmic Traveller

Cosmic Traveller Actually ai page ta amr parsonal ami Pranto fb id Jason isbell...sob korom update pate amr satay thakun sesta korbo sobaik always happy rake all the best

সাদ বিন মুয়াজ (রা.) এর পরিচয় সাদ বিন মুয়াজ (রা.) ৩১ বছর বয়সে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন মদিনার একজন আনসার সাহাব...
15/05/2024

সাদ বিন মুয়াজ (রা.) এর পরিচয়
সাদ বিন মুয়াজ (রা.) ৩১ বছর বয়সে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন মদিনার একজন আনসার সাহাবি। তার মাধ্যমে বনু আবদুল আশহাল গোত্রের সব নারী-পুরুষ ইসলাম গ্রহণ করেছেন। বদর, উহুদ ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি।
সাদ ইবনে মুয়াজ (রা.) সব সময় মহানবী (সা.)–কে রক্ষার চেষ্টা করতেন। মহানবী (সা.)-এর যেকোনো সিদ্ধান্তে সমর্থন জানাতেন। বিশেষ করে মদিনার আনসারদের সঙ্গে মক্কার মুহাজিরদের কোনো মনোমালিন্য তৈরি হলে সাধ্যমতো সমাধানের চেষ্টা করতেন। আনসারদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন তিনি। অথচ এই মহৎ চরিত্রের সাহাবি ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ বছর জীবিত ছিলেন। এ কারণেই আমাদের নবী (সা.) বললেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।
মদিনার ‘জান্নাতুল বাকি’ নামক কবরস্থানে সাদ ইবনে মুয়াজকে (রা.) দাফন করা হয়। মুত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। মুত্যর পর জিবরাঈল (আ.) রেশমি পাগড়ি পরিধান করে রাসুল (সা.)-এর দরবারে উপস্থিত হয়ে বলেন, কে মৃত্যুবরণ করেছে, যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়েছে এবং আরশে কম্পন সৃষ্টি হয়েছে? রাসুল (সা.) দৌঁড়ে যান সাদ (রা.)-এর কাছে। গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই। (বুখারি, হাদিস : ৩৮০৩; মুসলিম, হাদিস : ২৪৬৬)
সাদ ইবনে মুয়াজ (রা.) এর জানাজার ব্যাপারে সাহাবিরা বলেছিলেন, ‘আমরা যখন তার মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যেন শরীরের কোনো ওজন নেই। মনে হচ্ছিল, আমরা কোনো তুলা বহন করে নিয়ে যাচ্ছি।’ এটা শুনে মদিনায় কিছু মুনাফেক তামাশার ছলে বলেছিল, ‘দেখলে তো, সাদ ইবনে মুয়াজের কোনো ওজন নেই। একইভাবে তার কাজেও কোনো ওজন ছিল না।’

পরে মহানবী (সা.) বিষয়টি পরিষ্কার করলেন, ‘সেদিন ফেরেশতারা সাদ ইবনে মুয়াজকে বহন করেছিল। তাই তোমরা কোনো ওজন অনুভব করনি।’

কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠল কীভাবে?

মহানবী (সা.) এই কথা বলেননি যে সাদ (রা.)–এর মৃত্যুর কষ্টে বা ভয়ে আরশ কেঁপে উঠেছিল। বরং মহানবী (সা.) বলেন, ‘সাদ ইবনে মুয়াজের রুহ আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, এই খুশিতে আরশ কেঁপে উঠেছিল।’

ইমাম হাসান বসরী (র.) হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আরশ আসলে কষ্টে বা ভয়ে কেঁপে ওঠেনি, বরং এটি খুশিতে কেঁপে উঠেছিল। একইভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানবী (সা.), আবু বকর (রা.), ওমর (রা.) এবং উসমান (রা.) পাহাড়ে উঠেছিলেন। আমাদের নবী (সা.) পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন, ‘তোমার কম্পন বন্ধ করো, হে উহুদ, তোমার ওপর একজন নবী, একজন সিদ্দিক এবং দুজন শহীদ আরোহণ করেছে।’

সাদ ইবনে মুয়াজ (রা.) মারা গিয়েছিলেন খন্দকের যুদ্ধের সময়ের এক আঘাতের ফলে। সেই আঘাতে আক্রান্ত হয়ে পরে তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ তিনি শহীদ হয়েছিলেন।

16/02/2024
11/01/2024

সবার সুখে (মূল কবিতা- শিশুর সংকল্প)
__জসীম উদ্‌দীন

লেখা পড়া শিখবো মাগো কিনবো নাকো গাড়ি,
গড়বো নাকো মন্ত বড় আকাশ ছোঁয়া বাড়ি,
সবার সাথে মিশবো বলে থাকবো সবার সনে,
গাছের তলে ঘর বাঁধিয়ে মিলবো যে ভাই-বোনে।
সবার মুখে হাসবো আমি কাঁদবো সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দিবো অনাহারীর মুখে।
আমার বাড়ি ফুল বাগিচা,ফুল সকলের হবে,
আমার ঘরে মাটির প্রদীপ, আলোক দিবে সবে।
আমার বাড়ি বাজবে বাঁশি,সবার বাড়ির সুর,
আমার বাড়ি সবার বাড়ি,রইবে না ক দুর।

06/01/2024

আপনি যদি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত না থাকেন, তাহলে ৭ তারিখ আপনাকে ভোট কেন্দ্রে না যাওয়াই নিরাপদ।
আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলের ফলে সঙ্ঘটিত যেকোনো নাশকতার জন্য আপনাকে ফাঁসানো হতে পারে।
আপনি বিএনপি, জামায়াত অথবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকেন কিংবা অরাজনৈতিক কেউ হোন, আপনার জন্য ভোট কেন্দ্র নিরাপদ নয়।
৭ তারিখ সারাদিন— পরিবারকে সময় দিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।পুরুষ মানুষের ভালোবাসা ভয়ানক সুন্দর।
05/01/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
পুরুষ মানুষের ভালোবাসা ভয়ানক সুন্দর।

রাসূল ﷺ ইরশাদ করেন— তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও। কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। [আবূ দাউদ : ...
30/12/2023

রাসূল ﷺ ইরশাদ করেন— তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও। কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। [আবূ দাউদ : ১৬৯৮]

14/11/2023

মুসলিম উম্মার উদ্দেশ্য হজরত খালিদ বিন ওয়ালিদ রা.এর বার্তা
যদি তাকদির এ মৃত্যু লেখা না থাকে তাহলে খোদ মৃত্যুই জীবনকে নিরাপদ রাখবে।
আর যদি ভাগ্যলিপিতে মৃত্যু লেখা থাকে তাহলে জীবন দৌড়ে এসে মৃত্যুকে বুকে জড়িয়ে নিবে।
জীবনের নির্দিষ্ট সময়ের অধিক যেমন কেউ বাঁচতে পারবে না তদ্রূপ মৃত্যুর নির্দিষ্ট সময়ের আগেও কেউ মৃত্যুবরন করবে না। পৃথিবীর সকল কাপুরুষের কাছে আমার এ বার্তা পৌছে দাও যে যদি রনাঙ্গনে আমার মৃত্যু লেখা থাকতো তাহলে এই খালিদ ইবনে ওয়ালিদের মৃত্যু বিছানায় হতো না।

19/10/2023

Professor Mofizur Rahman

18/10/2023
12/08/2023

বিয়ের আগে ইনকাম করুন। প্রচুর (যথেষ্ট) ইনকাম করুন। আয়-রোজগারের পথ খুলে এরপর বিয়ে করুন। অন্যথায় বিয়ের পর বেকার বসে থাকলে ঘরের প্রিয়তমাও একপর্যায়ে আপনাকে অসহ্য মনে করবে। টাকার চিন্তায় ধীরে ধীরে আপনার ভেতর থেকে আমল ছুটে যাবে।
তখন আর বিবিকে নিয়ে একসাথে কুরআন তিলাওয়াত, শেষরাতে তাহাজ্জুদ আর বারান্দা-বিলাস ভালো লাগবে না। শীতের কুয়াশা ভেজা সকালে একসাথে হাঁটতেও ইচ্ছে করবে না। তখন শুধু চিন্তা থাকবে ঘরে চাল নেই, তেল নেই, বাচ্চার ওষুধ নেই৷ কীভাবে এসবের ব্যবস্থা করা যায়।
বিয়েকে সহজ করতে হলে চাই যথাযথ প্রস্তুতি। শারীরিক, মানসিক, আর্থিক–প্রস্তুতির সবগুলো ধরনই যথাসাধ্য পূর্ণ করে তবেই বিয়ের পথে এগোনো উচিত। বিয়ে নিয়ে এরকম বাস্তবসম্মত বেশ কিছু বিষয়ের আলোচনা নিয়েই
_ বই :- বিয়ের আগে : ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি

27/01/2023

আল্লাহ্‌র রাসূল (সা.) বলেছেন এক ব্যবসায়ী ছিলেন যিনি মানুষকে টাকা ধার দিতেন। যখন দেখতেন যে তাদের কেউ কষ্টে আছে তখন তার ছেলেদের বলতেন অমুককে মাফ করে দাও, হয়তো আল্লাহ্‌ও আমাদের মাফ করে দেবেন।' তাই আল্লাহ্‌ তাকে মাফ করে দিলেন। [বুখারী]

Mujibnagor
14/01/2023

Mujibnagor

08/01/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Cosmic Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share