GREEN HILL TOURS

  • Home
  • GREEN HILL TOURS

GREEN HILL TOURS Package Tour,Guided Tour,Hotel Reservation,Study Tour,Rent-A-Car,Bus Ticketing, Air Ticketing & Event Management in Chittagong Hill Tract.

ভ্রমণ পিপাষু মানুষের জন্য এক অবিচল আস্থার নাম গ্রীন হীল ট্যুরস। পাহাড়ে ভ্রমণের শতভাগ আনন্দ পেতে আমরা সকল ধরণের ভ্রমণ এর সহযোগিতা করে থাকি।

সেবাসমুহঃ
১।ভ্রমণ পরিকল্পনা
২।প্যাকেজ ট্যুর
৩।শিক্ষা সফর
৪। রেন্ট - এ- কার
৫।বাস টিকেটিং
৬।এয়ার টিকেটিং
৭।হোটেল বুকিং
৮।এডভ্যাঞ্চার ট্যুরস

" চলো যাই মেঘের দেশ সাজেকে " (ঢাকা-খাগড়াছড়ি-সাজ়েক-ঢাকা)নবদম্পত্তিদের জন্য গ্রীন হীল ট্যুরস নিয়ে এল সুখবর(Honeymoon+ Adv...
26/01/2016

" চলো যাই মেঘের দেশ সাজেকে " (ঢাকা-খাগড়াছড়ি-সাজ়েক-ঢাকা)

নবদম্পত্তিদের জন্য গ্রীন হীল ট্যুরস নিয়ে এল সুখবর
(Honeymoon+ Adventure) এই দুই মিলে আমাদের Honeyventure প্যাকেজ

সময়ঃ ২ রাত, ৩ দিন(ঢাকা-খাগড়াছড়ি-সাজ়েক-ঢাকা) ।
প্যাকেজ মুল্যঃ ১৪,৯৯৯ (চৌদ্দ হাজার নয়শত নিরানব্বই টাকা) মাত্র।

প্যাকেজের অন্তভুক্তিঃ
১।ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা বাসের টিকেট।
২।সাজেকে উপজাতি রিসোর্টে এবং খাগড়াছড়িতে বিলাসবহুল হোটেল এ থাকার সু-ব্যবস্থা।
৩।স্পট সমুহে যাওয়ার পরিবহনের ব্যবস্থা।
৪।সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের ব্যবস্থা।

স্পটসমুহঃ
সাজেক, কংলাক,হাজাছড়া ঝরনা, আলুটিলা গুহা, রিছাং ঝরনা, ঝুলন্ত ব্রিজ, অরন্য কুটির, নিউজিল্যান্ড।

বিঃদ্রঃ শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা।

বুকিং এর জন্যঃ
০১৮৩৭-৯৯-৫৪-০৬ (বিকাশ-পারসনাল)
০১৭৯৭-৪১-৮৭-১১

" চলো যাই মেঘের দেশ সাজেকে " (চট্টগ্রাম-খাগড়াছড়ি-সাজ়েক-চট্টগ্রাম)নবদম্পত্তিদের জন্য গ্রীন হীল ট্যুরস নিয়ে এল সুখবর(Hone...
26/01/2016

" চলো যাই মেঘের দেশ সাজেকে " (চট্টগ্রাম-খাগড়াছড়ি-সাজ়েক-চট্টগ্রাম)

নবদম্পত্তিদের জন্য গ্রীন হীল ট্যুরস নিয়ে এল সুখবর
(Honeymoon+ Adventure) এই দুই মিলে আমাদের Honeyventure প্যাকেজ

সময়ঃ ২ রাত, ৩ দিন(চট্টগ্রাম-খাগড়াছড়ি-সাজ়েক-চট্টগ্রাম) ।
প্যাকেজ মুল্যঃ ১২,৯৯৯(বার হাজার নয়শত নিরানব্বই টাকা) মাত্র।

প্যাকেজের অন্তভুক্তিঃ
১।চট্টগ্রাম-খাগড়াছড়ি-চট্টগ্রাম বাসের টিকেট।
২।সাজেকে উপজাতি রিসোর্টে এবং খাগড়াছড়িতে বিলাসবহুল হোটেল এ থাকার সু-ব্যবস্থা।
৩।স্পট সমুহে যাওয়ার পরিবহনের ব্যবস্থা।
৪।সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের ব্যবস্থা।

স্পটসমুহঃ
সাজেক, কংলাক,হাজাছড়া ঝরনা, আলুটিলা গুহা, রিছাং ঝরনা, ঝুলন্ত ব্রিজ, অরন্য কুটির, নিউজিল্যান্ড।

বিঃদ্রঃ শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা।

বুকিং এর জন্যঃ
০১৮৩৭-৯৯-৫৪-০৬ (বিকাশ-পারসনাল)
০১৭৯৭-৪১-৮৭-১১

বিশেষ অফার (চট্টগ্রাম - খাগড়াছাড়ি-সাজেক-চট্টগ্রাম ভ্রমণ প্যাকেজ ) সময়ঃ ২ দিন , ১ রাত (প্রতিজন ৩৩৯৯ টাকা) কমপক্ষে ১২ জনের...
25/01/2016

বিশেষ অফার (চট্টগ্রাম - খাগড়াছাড়ি-সাজেক-চট্টগ্রাম ভ্রমণ প্যাকেজ )

সময়ঃ ২ দিন , ১ রাত (প্রতিজন ৩৩৯৯ টাকা)
কমপক্ষে ১২ জনের বুকিং দিতে হবে।

প্যাকেজের অন্তরভুক্তিঃ
১। চট্টগ্রাম - খাগড়াছড়ি-চট্টগ্রাম বাসের টিকেট।
২। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, বার বি কিউ।
৩।স্পটসমুহে যাওয়ার পরিবহনের সুবিধা(চাদের গাড়ী/ মাহিন্দ্র জ়ীপ)।
৪। উপজাতি বাড়িতে থাকার সু-ব্যবস্থা (সাজেকে)। রুম শেয়ারিং করতে হবে।

স্পট সমুহঃ
সাজেক, কংলাক,হাজাছড়া ঝরনা, আলুটিলা, রিছাং ঝরনা, ঝুলন্ত ব্রিজ।

বুকিং এর জন্যঃ
০১৮৩৭-৯৯-৫৪-০৬ (বিকাশ-পারসনাল)
০১৭৯৭-৪১-৮৭-১১

বিশেষ অফার (ঢাকা- খাগড়াছাড়ি-সাজেক-ঢাকা ভ্রমণ প্যাকেজ ) সময়ঃ ৩  দিন , ২ রাত (প্রতিজন ৪৯৯৯ টাকা) কমপক্ষে  ১২ জনের বুকিং দি...
25/01/2016

বিশেষ অফার (ঢাকা- খাগড়াছাড়ি-সাজেক-ঢাকা ভ্রমণ প্যাকেজ )

সময়ঃ ৩ দিন , ২ রাত (প্রতিজন ৪৯৯৯ টাকা)

কমপক্ষে ১২ জনের বুকিং দিতে হবে।

অন্তরভুক্তিঃ
১। ঢাকা - খাগড়াছড়ি-ঢাকা ( নন এসি) বাসের টিকেট।
২। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, বার বি কিউ।
৩।স্পটসমুহে যাওয়ার পরিবহনের সুবিধা(চাদের গাড়ী/ মাহিন্দ্র জ়ীপ)।
৪। উপজাতি বাড়িতে থাকার সু-ব্যবস্থা (সাজেকে)। রুম শেয়ারিং করতে হবে।

স্পট সমুহঃ সাজেক, কংলাক,হাজাছড়া ঝরনা, আলুটিলা, রিছাং ঝরনা, ঝুলন্ত ব্রিজ, অরন্য কুটির, নিউজিল্যান্ড।

বুকিং এর জন্যঃ
০১৮৩৭-৯৯-৫৪-০৬ (বিকাশ-পারসনাল)
০১৭৯৭-৪১-৮৭-১১

24/01/2016

সাজেকে ভ্রমন ইচ্ছুক পর্যটকদের প্রতি দৃষ্টি আকর্ষন করছি

নিরাপত্তা জনিত কারনে সাজেকে প্রবেশের সময় সকাল ১০(বাঘাইর হাট চেক পোষ্ট থেকে) টা ও বিকাল ৩.৩০ টা(বাঘাইর হাট চেক পোষ্ট থেকে)।
এবং সাজেক থেকে বের হওয়ার সময় সকাল ১০ টা ও বিকাল ৩ টা(সাজেক রিসোর্টের সামনে থেকে)।
তাই যারা সাজেকে ভ্রমনের সিদ্ধান্ত নিয়েছেন তারা এই সময় টা বিবেচনা করে খাগড়াছড়ি অথবা দীঘিনালা থেকে রওনা দেবেন।এই সময়ের আগে বা পরে সাজেকে প্রবেশ অথবা সাজেক থেকে প্রস্থান করা যাবে না।

বিঃদ্রঃ এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা আপনাদের যানিয়ে দিব।

গ্রীন হীলস ট্যুরস( ০১৮৩৭ ৯৯ ৫৪ ০৬) এর সাথে থাকুন ।রিছাং ঝরনাখাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা থেকে প্রায় ১০ কিলোমিটার পূর...
24/01/2016

গ্রীন হীলস ট্যুরস( ০১৮৩৭ ৯৯ ৫৪ ০৬) এর সাথে থাকুন ।

রিছাং ঝরনা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে ঢাকা-মাটিরাঙ্গা-খাগড়াছড়ি মূল সড়কের পাশে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত রিসাংঝর্নার শিরশির ছন্দে হিম শীতল বহমান স্বচ্ছ পানির আওয়াজ পর্যটকদের মন আকর্ষণ করে। আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত রিসাং ঝর্না । মূল সড়ক থেকে নেমে খানিকটা উত্তরে গেলেই শোনা যায় ঝর্নার পানির শব্দ। ঝর্ণার সমগ্র যাত্রা পথটাই দারুণ রোমাঞ্চ কর ।যাত্রাপথে দূরের উঁচু-নীচু সবুজ পাহাড়,বুনোঝোঁপ,নামহীন রঙ্গীন বুনোফুলের নয়নাভিরাম অফুরন্ত সৌন্দর্য্য যে কাউকে এক কল্পনার রাজ্যে নিয়ে যায় । ঝর্ণার কাছে গেলে এক পবিত্র স্নিগ্ধতায় দেহ মন ভরে উঠে । ২৫-৩০ হাত উঁচু পাহাড় থেকে আছড়ে পড়ছে ঝর্ণার জলরাশি, ঢালুপাহাড় গড়িয়ে নীচে মেমে যাচ্ছে এই প্রবাহ। কাছাকাছি দুটো ঝর্ণা রয়েছে এ স্থানে, প্রতিদিন বহু সংখ্যক পর্যটক এখানে এসে ভীড় জমান এবং ঝর্ণার শীতল পানিতে গাভিজিয়ে প্রকৃতির সাথে একাত্মহন। মারমা ভাষায় এর নাম রিছাং ঝর্ণা, ‘রি’ শব্দের অর্থ পানি আর ‘ছাং’ শব্দের অর্থ গড়িয়ে পড়া। মূল সড়ক হতে রিছাং ঝর্ণায় যাওয়ার পথে চারিদিকের পাহাড়ী প্রকৃতি মনের মাঝে এক অনুপম অনুভূতির সৃষ্টি করে। ইচ্ছে করে প্রকৃতির মাঝেই কাটিয়ে দিই সারাক্ষণ। ঝর্ণা ছেড়ে মন চায়না ফিরে আসতে কোলাহল মূখর জনারণ্যে । এখানে পাশাপাশি দুটি ঝর্নার মধ্যে পর্যটকদের সুবিধার জন্য একটি ঝর্নায় যাওয়ার জন্য পাকা সিঁড়িতৈ রিকরা হয়েছে। আর প্রথম এই ঝর্নাটি থেকে আর ও প্রায় ২০০ গজ ভেতরে গেলে দেখা মেলে দ্বিতীয় ঝর্নাটির । খাগড়াছড়ি জেলা শহর এবং মাটিরাঙ্গা উপজেলা পরিষদ থেকে রিসাং ঝর্নার এই স্থানটির দূরত্ব মাত্র ১১ ও ১০ কিলোমিটার । তবে একেবারে ঝর্নার উত্ সমুখে যাওয়ার জন্য স্রেফ গাড়িতে বসে থাকলে চলবে না। বরংঅল্প বিস্তর পথ পায়ে হেঁটেও চলতে হবে । রিসাং ঝর্নায় যেতে চাইলে খাগড়াছড়ি শহর কিংবা মাটিরাঙ্গা থেকে সকাল সকাল বাস বা চাঁদের গাড়িতে চড়ে বেরিয়ে পড়াই ভালো । ঢাকার দিককার রাস্তায় দশ কিলোমিটার পথ এভাবে এসে আলুটিলার গুহা পার হলেই মূল রাস্তা থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে রিসাং। রিসাং ঝর্নার সৌন্দর্যের পাশাপাশি পাহাড়ি পথে দুই কিলোমিটার হাঁটা টাও কম মোহনীয় নয়। তাই একদিকে সবুজ পাহাড়ও পাহাড়ী মানুষের জীবন ধারা আর অন্যদিকে হাজার ফুট নিচের উপত্যকার সৌন্দর্য দেখতে দেখতে এই পথ টুকু খুব সহজেই হেঁটে যাওয়া যায় । রিসাং এর মূল প্রাকৃতিক ঝর্নাটি প্রায় ১০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ছে । আর এক বার জলের ধারা নিচে পড়ার পর তা আর ও প্রায় ১০০ ফুট পাথরেরও পর গড়ি য়ে নেমে এসেছে সমতলে । মূলত ঝর্নাটির বিশেষ এই বৈশিষ্ট্যটির কারণেই অনেকে ঢালু এই পথে পিছল খেয়ে পড়ার মতো করে প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং করতে ভালোবাসেন । যদিও পাথুরে স্লাইড বলে পিছল খেয়ে নামার জন্য মোটা কাপড় বা ছালার মতো কোনো সামগ্রী ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ । এ ছাড়া রিসাং ঝর্নার পাদদেশে যেখান থেকে ঝর্নার পানি সমতলের উদ্দেশ্যে যাত্রা করেছে সেখানে চাইলে সাঁতার কাটা বা গোসল করার সুবিধাও আছে। কিভাবে যাওয়া যায়: মহাসড়ক হতে হেরিংবো

ন রাস্তায় জীপ, প্রাইভেট কার, মাইক্রোবাস বা পায়ে হেঁটে যাতায়াত করা যায়।

ঘুড়ে আসুন মেঘের দেশ সাজেক থেকে। সাজেক ভ্রমনের সকল ধরনের ভ্রমন সহযোগিতা করে থাকি। মোবাইলঃ ০১৮৩৭ ৯৯ ৫৪ ০৬Sajek Valley-সাজে...
24/01/2016

ঘুড়ে আসুন মেঘের দেশ সাজেক থেকে। সাজেক ভ্রমনের সকল ধরনের ভ্রমন সহযোগিতা করে থাকি।
মোবাইলঃ ০১৮৩৭ ৯৯ ৫৪ ০৬

Sajek Valley-সাজেক ভ্যালী

সাজেক রাংগামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক আয়তনে বিশাল, বাংলাদেশের অনেক উপজেলার চেয়েও আয়তনে বড়। এটির অবস্থান খাগড়াছড়ি জেলা থেকে উত্তর-পুর্ব দিকে। মুল সাজেক বলতে যে স্থানকে বুঝায় সেটি হলো ‘রুইলুই’ এবং ‘কংলাক’ নামের দুটি বসতি, স্থানীয় ভাষায় ’পাড়া’। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ১৮০০ ফুট।সাজেকে মূলত লুসাই,পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।সাজেক থেকে ভারতের মিজোরাম সীমান্তের দুরত্ব ১০ কি.মি.।কমলা চাষের জন্য বিখ্যাত সাজেক।

সাজেক এমন একটি জায়গা যেখানে ভাগ্য ভাল হলে ২৪ ঘণ্টায় আপনি প্রকৃতির তিনটা রূপই দেখতে পারবেন । কখনো খুবই গরম একটু পরেই হটাৎ বৃষ্টি এবং তার কিছু পরেই হয়তো চারদিকে ঢেকে যাবে কুয়াশার চাদরে । রাতে এই দুর্গম পাহাড়ের চুড়ায় যখন সোলারের কল্যাণে বাতি জ্বলে উঠে তখন সৃষ্টি হয় অসাধারণ এক পরিস্থিতি । অনেক বাচ্চারা রোড লাইটের নিচে বই নিয়ে বসে পড়ে অথবা ঐ টুকু আলোর ভিতরেই খেলায় মেতে উঠে । সাজেকে ৩টা হ্যালি প্যাড আছে ৩টার সৌন্দর্য তিন রকম । এছাড়া রুইলুই পারা হতে হেটে আপনি কমলং পারা পর্যন্ত যেতে পারেন এই পারাটিও অনেক সুন্দর এবং অনেক উচুতে অবস্থিত । কমলার সিজনে কমলা খেতে ভুলবেন না । সাজেকের কমলা বাংলাদেশের সেরা কমলা । বাংলাদেশ আর্মিদের দারা রুইলুই পারার অধিবাসীদের জন্য একটা ছোট তাত শিল্প গরে তোলা হয়েছে । সুন্দর সুন্দর গামছা ,লুঙ্গী পাওয়া এখানে ।

আলুটিলা রহস্যময় গুহা খাগড়াছড়ি শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পযর্টন কেন্দ্রে রয়েছে একটি রহস্যময়...
22/01/2016

আলুটিলা রহস্যময় গুহা

খাগড়াছড়ি শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পযর্টন কেন্দ্রে রয়েছে একটি রহস্যময় গুহা। স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। তবে আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত বলে আমরা একে আলুটিলা গুহা বলেই চিনি। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি বেড়াতে এলে সবাই অন্তত এক বার হলেও এখানে ঘুরে যায়। এটি একটি চমৎকার পিকনিক স্পট। তাই সারা বছরই এখানে ভীড় লেগে থাকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, হৃদয় ছুয়ে যায়। দেখলেই মুহুর্তের মাঝে মন ভাল হয়ে যাবে। আলুটিলা খাগড়াছড়ি জেলার সব চাইতে উচু পর্বত। নামে এটি টিলা হলেও মূলত এটি একটি পর্বতশ্রেনী। আলুটিলার পূর্বের নাম ছিল আরবারী পর্বত। এর সর্বোচ্চ উচ্চতা সমুদ্র সমতল হতে ৩০০০ ফুট। এখান হতে খাগড়াছড়ি শহরের বেশ কিছুটা অংশ দেখা যায়। শুধু তাই নয় পাহাড়ের সবুজ আপনার চোখ কেড়ে নেবে। আকাশ পাহাড় আর মেঘের মিতালী এখানে মায়াবী আবহ তৈরি করে।
আলুটিলা রহস্যময় সুগঙ্গে যেতে হলে প্রথমেই আপনাকে পর্যটন কেন্দ্রের টিকেট কেঁটে ভীতরে প্রবেশ করতে হবে। ফটকের দুই পাশে দুটি শতবর্ষী বটবৃক্ষ আপনাকে স্বাগত জানাবে। ফটক দিয়ে পর্যটন কেন্দ্র প্রবেশের সময় আপনাকে মশাল সংগ্রহ করতে হবে। কারন রহস্যময় গুহাটিতে একেবারেই সূর্যের আলো প্রবেশ করে না। পর্যটন কেন্দ্রের ফটক দিয়ে প্রবেশ করে ডান পাশের রাস্তা দিয়ে মিনিট খানে হাঁটলেই চোখে পড়বে একটি সরু পাহাড়ীপথ। পাহাড়ের ঢাল বেয়ে নীচে নেমে গেছে এই পথটি। এই পথটি বেয়ে নিচে নামলেই আপনার জন্য অপেক্ষা করছে প্রথম চমকটি। হঠাৎ চোখে পড়বে একটি ছোট ঝর্না। ঝর্নার পানি নেমে যাচ্ছে নিচের দিকে ঝিরি বরাবর। তবে এখানে পাহাড়ী লোকজন ঝর্নার পানি আটকে রাখার জন্য একটি বাঁধ দিয়েছে। তারা এই পানি খাবার ও অন্যান কাজে ব্যবহার করে।
আর ফটক হতে বাম দিকের রাস্তা বরাবর হাঁটলে পরে পাবেন রহস্যময় সেই গুহা। গুহাতে যাবার আগে আপনি পাবেন একটি বিশ্রামাগার ও ওয়াচ টাওয়ার। এর সামনে দিয়ে রাস্তা চলে গেছে আলুটিলা গুহা মুখে। আগে পাহাড়ের ঢাল বেয়ে নামতে হতো গুহামুখে। কিন্তু এখন পর্যটন কর্পোরেশন একটি পাকা রাস্তা করে দিয়েছে। ফলে খুব সহজেই হেঁটে যাওয়া যায় গুহামুখে।
পাকা রাস্তা শেষ হলে আপনাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। প্রায় ৩৫০টি সিঁড়ি বেয়ে নিচে নামলে পরে পাওয়া যাবে কাঙ্খিত সেই গুহা। আলুটিলা গুহা। গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোন প্রকার সূর্যের আলো প্রবেশ করে না তাই মশাল নিয়ে ভীতরে প্রবেশ করতে হয়। একেবারেই পাথুরে গুহা এটি। গাঁ ছম ছম করা পরিবেশ। খুব সাবধানে পা ফেলে সামনে এগুতে হয়। কারন সুরঙ্গের ভীতরে কোন আলো নেই। সুরঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে। এর তলদেশে একটি ঝর্না প্রবাহমান। তাই খুব সাবধানে মশাল বা আলো নিয়ে গুহা পাড়ি দিতে হবে। পা ফসকে গেলেই আহত হতে হবে। তবে অন্য কোন ভয় নেই। গুহাটি একেবারেই নিরাপদ। আলুটিলার এই মাতাই হাকড় বা দেবতার গুহা সত্যিই প্রকৃতির একটি আশ্চর্য খেয়াল। দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মত যার দৈর্ঘ প্রায় ৩৫০ ফুট। গুহার ভীতরে জায়গায় জায়গায় পানি জমে আছে, রয়েছে বড় বড় পাথর। রিতিমত রূপকথার সেই গুহার মতই। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে সময় লাগবে ১০ থেকে ১৫ মিনিট। গুহাটি উচ্চতা মাঝে মাঝে এতটাই কম যে আপনাকে নতজানু হয়ে হাটতে হবে। সব কিছূ মিলিয়ে মনে হবে যেন সিনেমার সেই গুপ্তধন খোঁজার পালা চলছে। বিশ্বে যতগুলো প্রাকৃতিক রহস্যময় গুহা আছে আলুটিলা সুরঙ্গ তার মধ্যে অন্যতম। কিন্তু খুব একটা প্রচার না থাকাতে আমরা এই সুন্দর ও রহস্যময় গুহাটি দেখা থেকে বঞ্চিত হচ্ছি।

গ্রীণ হীল ট্যুরস
০১৮৩৭ ৯৯৫৪০৬

10/01/2016

Welcome to Richang Waterfalls.Khagrachari

Welcome to country of cloud's(SAJEK).For Details: 01797418711
14/11/2015

Welcome to country of cloud's(SAJEK).
For Details: 01797418711

visiting card for  GREEN HILL TOURS . Tnx Asif vy for designing
13/11/2015

visiting card for GREEN HILL TOURS . Tnx Asif vy for designing

খাগড়াছড়ি থেকে ৬৫ কিমি গহীনে ভারতের মিজোরাম সীমান্তে সাজেকে  মেঘের সাথে পাহাড়ের খেলা দেখতে আগ্রহী ভ্রমন পিপাসু দের সব ...
29/07/2015

খাগড়াছড়ি থেকে ৬৫ কিমি গহীনে ভারতের মিজোরাম সীমান্তে সাজেকে মেঘের সাথে পাহাড়ের খেলা দেখতে আগ্রহী ভ্রমন পিপাসু দের সব ধরনের সহযোগিতা(থাকা,খাওয়া ,গাড়ি) করতে প্রস্তুত আমরা। এখনি যোগাযোগ করুন ।

হটলাইন নাম্বার (গ্রীন হীল ট্যুরস)
01797418711
see more- http://greenhilltours.blogspot.com/

অপরূপ খাগড়াছড়ি দেখতে ইচ্ছুকরা যোগাযোগ করুন :01797418711
24/02/2015

অপরূপ খাগড়াছড়ি দেখতে ইচ্ছুকরা যোগাযোগ করুন :01797418711

24/02/2015

অপরূপ খাগড়াছড়ি দেখতে ইচ্ছুকরা যোগাযোগ করুন :01797418711

সাজেকের অপরুপ সৌন্দর্য় উপভোগ করতে চান । খাগড়াছড়ি থেকে ৬৫ কিমি গাড়ী পথে যেতে হয়। আমরা সাজেকে যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যব...
06/02/2015

সাজেকের অপরুপ সৌন্দর্য় উপভোগ করতে চান । খাগড়াছড়ি থেকে ৬৫ কিমি গাড়ী পথে যেতে হয়। আমরা সাজেকে যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকি। এখনি যোগাযোগ করুন: 01797418711

সাজেক পর্বত
13/01/2015

সাজেক পর্বত

13/01/2015

পার্বত্য চট্টগ্রাম (খাগড়াছড়ি,রাংগামাটি,বান্দরবান) ভ্রমন করতে চান । তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা গাইড টু্যর,পেকেজ টু্যর, স্টাডি টু্যর এর ব্যবস্থা করি। এছাড়া টু্যরিস্টদের সকল ধরনের সহযোগিতা করে থাকি।

যোগাযোগ করুন:
01797418711

Address


Alerts

Be the first to know and let us send you an email when GREEN HILL TOURS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share