23/06/2024
উপ সাগর।
ছাত্রজীবনে অতীতে ভূগোলে পড়ানো হতো হোয়াং হো নদী চীনের দুঃখ।এখন চীনের সেই দুঃখের দিন আর নেই। এখন আমাদের সিলেট শহর ও ছাতক সুনামগঞ্জের দুঃখ হিসাবে আর্বিভূত হয়েছে আমাদের সুরমা নদী। সিলেট শহর সহ নিম্নাঞ্চল জলবদ্ধতার অন্যতম কারণ হিসাবে কিশোরগঞ্জ গঞ্জের ইটনা ও মিঠামইন অঞ্চলে অপরিকল্পিত সড়ক নির্মান দায়ী বলে অনেকের অভিমত। প্রতি বছরই বন্যায় সিলেট শহরের উপশহর বন্যায় আক্রান্ত হয় বিধায় এই এলাকার নাম অনেকেই উপসাগর দিয়েছেন।
এখন সিলেটের বন্যায় ত্রান নিয়ে হাজির হয়েছেন ব্যারিস্টার সুমন। স্থানীয় কথিত জনপ্রতিনিধিদের তৎপরতা খুব একটা লক্ষনীয় ছিল না,হলেও ছবি সর্বস্ব অর্থাৎ সামান্য ত্রানের পেকেট তুলে দিতে ডজন খানেক হাত ও ফটোসেশন।
সিলেট অঞ্চলের বন্যার আশু সমাধানের পথ কারা খুঁজবেন? জনগনের প্রতিদায়বদ্ধতা ছাড়াই জনপ্রতিনিধি হওয়া যায়! এহেন পরিস্থিতিতে কেউ উদ্যোগ নিতে উৎসাহী না হলেও জনতার কিছু করার নেই।