Travel Bangladesh

  • Home
  • Travel Bangladesh

Travel Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel Bangladesh, Travel Company, .

ট্রাভেলিং অথবা ট্যুরস এর নেশা যাদের তাদের জন্য এই গ্রুপটি করা হয়েছে।আমাদের একটি লক্ষ্য আছে।বাংলাদেশের ৭বিভাগের ৬৫টি জেলাতেই আমরা আমাদের ট্যুরস চালাবো।

যেকোন আগ্রহী ব্যাক্তিই আমাদের এই ট্যুরস দলের সদস্য হতে পারবে।তবে অবশ্যই নিচের নিয়মগুলো মেনে চলার শর্তে......


¤যে কেউ আমাদের এই দলটির সদস্য হতে পারবে,তবে প্রথমেই join করা ব্যক্তিকে আমারা "অস্থায়ী সদস্য" বলে গণ্য করবো ।পরপর দুটি ট্যুর করার পর তাকে

আমাদের গ্রুপের "নিয়মিত সদস্য" এবং পরপর পাঁচটি ট্যুর করার পর "স্থায়ী সদস্য" বলে গণ্য করা হবে।

¤যেকোন ট্যুর এই গ্রুপটি কর্তৃক গ্রুপওয়ার্ক বলে তখনই স্বীকৃতি পাবে যখন কমপক্ষে তিনজন সদস্য ঐ ট্যুরে যেতে সম্মত হবে।

¤গ্রুপের ট্যুরে খরচ হওয়া ব্যয় ট্যুরে যাওয়া প্রত্যেক সদস্যের মধ্যে সমহারে বন্টিত হবে।তবে অবশ্যই বিলাসিতাজনিত খরচ,সিগারেট,শৌচাগার,নিজ বাসা হতে যাতায়াত ব্যয়,নিজের পোশাকজনিত ব্যয়,ভ্রমনকালীন কেনা বিভিন্ন ব্যক্তিগত দ্রব্যের ক্রয়মূল্য নিজ দায়িত্বে বহন করতে হবে।

¤ভ্রমনকালীন স্বাধীনতা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়।ভ্রমন ব্যাপারটিই এক প্রকার স্বাধীনতা।তবে সদস্যদের নিরাপত্তা বিধান করাটা গ্রুপের এডমিনদের (ট্যুর এ থাকা এডমিন) দায়িত্ব।অতএব ভ্রমনকালীন কোন কাজ করা হতে বিরত থাকতে এডমিনদ্বয় নির্দেশ দিলে তা অবশ্যই মান্য করতে হবে।অন্যথায় ট্যুর থেকে ঐ সদস্যকে বাতিল বলে ঘোষণা করা হবে।

¤ভ্রমন সর্বদাই পরিশ্রম এবং ফিটনেসের ব্যাপার।তারাই অবশ্যই আমাদের সাথে ভ্রমনে যাবেন যাদের পরিশ্রম করার সামর্থ্য আছে।আপনার যদি একটানা পাঁচ থেকে সাত কিলোমিটার রোদে হাঁটার সামর্থ্য থাকে,যদি বৃষ্টিতে ভিজতে আপনার কোন সমস্যা না থাকে,যদি একটানা অনেকক্ষণ উপোস থাকতে পারেন তবে চিন্তা করতে পারেন join করার ব্যাপারে।

¤একেবারে প্রাথমিক একটা কথা বলি।ভ্রমনকালে নিজস্ব সম্পদ নিজস্ব দায়িত্বে রাখবেন।ক্ষতিগ্রস্ত হলে বা হারিয়ে গেলে কেউ দায়ী নয়।

¤ভ্রমণকালীন অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া,পরিবেশ এইসবের সাথে হাসিমুখেই মানাতে পারার মত মানসিকতা সৃষ্টি করবেন।

¤ভ্রমণকালীন দুর্ঘটনা অবশ্যই কাম্য নয়।যদি দুর্ঘটনাজনিত কেউ আঘাতপ্রাপ্ত হন তবে আমরা দায়ী নই।তবে প্রাথমিক চিকিত্‍সার ব্যয়দায় সকলের ওপর সমহারে ন্যস্ত করা হবে।

¤দয়াকরে কোন ভাবসাব.কোন কাজের তাড়া নিয়ে ট্যুর করতে আসবেন না।

¤সবাইকেই যে সদস্য হিসেবে গ্রহণ করা হবে বা সবাইকেই একটি ট্যুরে নেয়া হবে ব্যাপারটা সর্বদাই এমন নয়।এডমিনবৃন্দ নিজে বিবেচনা করে কোন ব্যক্তিকে সদস্য হিসেবে গ্রহণ না করার অথবা কোন সদস্যকে বিশেষ কোন ট্যুরে না নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে।
সিদ্ধান্তক্রমে--
এডমিনবৃন্দ ·

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share