Al Shamag Typing - الشماغ للطباعة- আল শামাগ টাইপিং

Al Shamag Typing - الشماغ للطباعة- আল শামাগ টাইপিং আমাদের পেজে আপনাকে স্বাগতম

31/10/2024
1 জুলাই থেকে দামানের ফি বাড়তে যাচ্ছে...যাদের দামান শেষ দিকে এ মাসের মধ্যে করে ফেলেন পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযো...
25/06/2024

1 জুলাই থেকে দামানের ফি বাড়তে যাচ্ছে...
যাদের দামান শেষ দিকে এ মাসের মধ্যে করে ফেলেন

পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন

   কোকের ব্যাপারে এই মুহুর্তে ব্যাপক নেগেটিভ প্রচারণা চালানো উচিত। সেক্ষেত্রে শর্ট ফিল্ম ও ডিজাইন হলো মোক্ষম একটা মাধ্যম...
10/06/2024



কোকের ব্যাপারে এই মুহুর্তে ব্যাপক নেগেটিভ প্রচারণা চালানো উচিত। সেক্ষেত্রে শর্ট ফিল্ম ও ডিজাইন হলো মোক্ষম একটা মাধ্যমে। শর্ট ফিল্মের ৩টা আইডিয়া আমি দিচ্ছি-
দৃশ্য-০১
দোকানে গিয়ে ড্রিংক কিনতে চাইলেন। দোকানদার কোক দিল। আপনি সেটা ফিরিয়ে দিয়ে অন্য কোনটা চাইলেন এবং কেন ফিরিয়ে দিলেন দুই/তিন বাক্যে কারণটা বলে দিলেন। দোকানদারও বলল, সামনে থেকে সে আর এটা বেচবে না।
দৃশ্য-০২
রাস্তায় একজনকে কোক খেতে দেখলে তাকে থামালেন এবং কোকের ইস্র কানেকশনের বিষয়টা বললেন। সে তখন ঘৃণা ভরে এটা ছুঁড়ে মারল।
দৃশ্য-০৩
'আমি কোক এবং পেপসিকো কোম্পানির সকল প্রোডাক্টকে ঘৃণা করি। এটা খাওয়া থেকে বিরত থাকুন' কথাটা ভিডিও আকারে রেকর্ড করুন এবং ছড়িয়ে দিন। এটি যেন ট্রেন্ড হয়ে যায়।
----------
যারা ভালো ডিজাইন বানাতে পারেন, তারা কোককে বয়কট করার উপর বিভিন্ন আইডিয়ার ডিজাইন বানাতে পারেন। মানুষের ছবিতে চোখ মুখ দিবেন না। এগুলোর কোনো কোনোটা শর্ট ভিডিওর কন্টেন্টও হতে পারে। আমি কিছু নমুনা বলে দিচ্ছি-
১. কোকের বোতলের ভিতরে ফি‧লি‖স্তিনি শিশুদের রক্তাক্ত দেহ, বোতলের মুখ দিয়ে পানীয় আকারে বের হয়ে আসছে তাদের রক্ত।
১. কোকের একটা ফ্যাক্টরি, যেটা ফি‧লি‖স্তিনিদের উচ্ছেদ করা বসতভিটায় তৈরি।
৩. কোকের বোতলে বুট জুতা দিয়ে লাথি মারা পায়ের ছবি। ক্যাপশনে হবে, আমরা কোক খাই না।
৪. কোক কেউ কমোডে ঢালছে। ক্যাপশন হবে- কোকের উপযুক্ত স্থান টয়লেট, আপনার পেট নয়।
৫. কোকভর্তি একটা দোকান। দোকানদার মাথায় হাত দিয়ে বসে আছে। ক্যাপশন- মানুষ আর কোক খায় না। ডিলারদের মাথায় হাত।
৬. দোকানদার ও কাস্টমারের কথোপকথন দিয়ে একটা পিক-
'ভাই একটা কোক দেন।'
'ফি‖লিস্তি‧নিদের রক্ত আমি বেচি না।'
৭. দুই বন্ধুর কথোপকথন দিয়ে একটা পিক-
'দোস্ত কোক খাবি?'
'হারপিকের বিকল্প আমি খাই না।'
৮. এক ছেলে কোক খাচ্ছে। বন্ধু এসে বলছে, ছিহ! তুই কোক খাস? কী লজ্জার কথা!
৯. ডাক্তারের চেম্বারে রোগী এসেছে।
'ডাক্তার সাব, পেটের ব্যাথায় মরে গেলাম।'
'নিশ্চয়ই আপনি কোক খেয়েছেন। সেজন্যই এই অবস্থা!'
১০. বউ বলছে, 'এই শুনো, আসার সময় একটা হারপিক নিয়ে এসো!।
'আমার আসতে দেরি হবে। আপাতত মেহমানের আনা কোক ঢেলে টয়লেট পরিষ্কার করে নাও। ওটা হারপিকের মতো কাজ করে।'
-------
এছাড়া যারা ডকুমেন্টারি বানান, তারা সম্প্রতি প্রকাশিত কোকের এডের লাইন ধরে ধরে পয়েন্ট আউট করুন। কীভাবে তারা মানুষকে বোকা বানাচ্ছে।
©আবদুল্লাহ আল মাসউদ
(লেখাটিকে ছড়িয়ে দিতে শেয়ার বা কপি করে পোস্ট করতে পারেন)

07/03/2024

ব্রেকিং নিউজ : আরব আমিরাতে ব্লক ভিসাগুলোর ব্লক আপাদত উঠিয়ে দিয়েছে।

আপনারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ভিসা লাগিয়ে নিতে পারেন।

নতুন করে ভিসা কেন্সেল করা, ট্রান্সফার করা, লেবার ভিসার জন্য লেনদেন থেকে বিরত থাকুন।  গত দুই দিন থেকে সাধারণ লেবার ভিসার ...
17/01/2024

নতুন করে ভিসা কেন্সেল করা, ট্রান্সফার করা, লেবার ভিসার জন্য লেনদেন থেকে বিরত থাকুন। গত দুই দিন থেকে সাধারণ লেবার ভিসার জন্য আবেদন করা গেলেও আজ থেকে আবার আবেদন করা যাচ্ছে না।
তবে ভালো প্রফেশনাল ভিসা বা পাটনার ভিসা দুবাইতে হচ্ছে।

নতুন কোন আপডেট আসলে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ।
১৭/০১/২০২৪

আপনি যদি আরব আমিরাতে থাকেন তাহলে এই এ্যাপটি আপনার কাছে থাকা জরুরী।এ এ্যপ্সের মাধ্যমে আপনি গাড়ির ফাইন চেক করা, আইডি কপি, ...
09/11/2023

আপনি যদি আরব আমিরাতে থাকেন তাহলে এই এ্যাপটি আপনার কাছে থাকা জরুরী।
এ এ্যপ্সের মাধ্যমে আপনি গাড়ির ফাইন চেক করা, আইডি কপি, ইকামা (ভিসা) কপি ও দামান কপি বের করা সহ আরো অনেক কাজ করতে পারবেন।

এ্যাপ্সটি কিভাবে তৈরি করবেন নিচের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন:

https://youtu.be/sEYjtoSUs60?si=KfLdgZREwOctLUBZ

সংযুক্ত আরব আমিরাতে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম আগামী জুলাই ২০২৩ থেকে শুরু হব...
04/06/2023

সংযুক্ত আরব আমিরাতে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম আগামী জুলাই ২০২৩ থেকে শুরু হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম ভাই-বোনকে জানাই 🥰ঈদ মোবারক 🥰
20/04/2023

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম ভাই-বোনকে জানাই
🥰ঈদ মোবারক 🥰

আমিরাতে ই-পাসপোর্ট করতে যা যা ডকুমেন্টস এবং ফি প্রয়োজন।চলে আসুন Al Shamag Typing - الشماغ للطباعة- আল শামাগ টাইপিং  এ অথ...
23/02/2023

আমিরাতে ই-পাসপোর্ট করতে যা যা ডকুমেন্টস এবং ফি প্রয়োজন।

চলে আসুন Al Shamag Typing - الشماغ للطباعة- আল শামাগ টাইপিং এ অথবা যোগাযোগ করুন 0589811696 এই নাম্বারে।

আলহামদুলিল্লাহ আজ আরও একটি বাংলাদেশের ডাইরেক ভিসা বের করলাম আবুধাবির।আরব আমিরাতের সকল আপডেট পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখ...
23/02/2023

আলহামদুলিল্লাহ আজ আরও একটি বাংলাদেশের ডাইরেক ভিসা বের করলাম আবুধাবির।

আরব আমিরাতের সকল আপডেট পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ

আমিরাতের সকল কাজ করা হয়। চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন ওয়াটসএ্যাপ নাম্বারে..
22/02/2023

আমিরাতের সকল কাজ করা হয়। চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন ওয়াটসএ্যাপ নাম্বারে..

Typing service

22/02/2023

বাংলাদেশের ডাইরেক ভিসা এখন একটা এপ্লায় করছি, এপ্রোভ হলে জানাবো ইনশাআল্লাহ।

21/02/2023

ই- পাসপোর্ট এর আবেদন করতে চলে আসুন

Al Shamag Typing - الشماغ للطباعة- আল শামাগ টাইপিং
বানিয়াছ, আবুধাবি

21/02/2023

বাংলাদেশীদের জন্য সুখবর!

এখন বাংলাদেশ থেকে ডাইরেক্ট ভিসায় আরব আমিরাতে আসতে পারবেন।

Address

Baniyas 08, UAE
Abu Dhabi
57247

Opening Hours

Monday 08:30 - 13:00
17:00 - 23:00
Tuesday 08:30 - 13:00
Wednesday 08:30 - 13:00
17:00 - 23:00
Thursday 08:30 - 13:00
17:00 - 23:00
Friday 08:30 - 12:00
17:00 - 23:00
Saturday 17:00 - 23:00
Sunday 08:30 - 13:00
17:00 - 23:00

Telephone

+971589811696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Shamag Typing - الشماغ للطباعة- আল শামাগ টাইপিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Shamag Typing - الشماغ للطباعة- আল শামাগ টাইপিং:

Share