UAE With GIAS

UAE With GIAS information on UAE rules and regulations including details/visit or tourist places to visit in UAE

04/04/2024

ইউনাইটেড আরব আমিরাতে ভিসা ট্রান্সফার চালু হয়ে গিয়েছে। যারা কোম্পানি থেকে ভিসা ট্রান্সফার করতে চান তারা অন্য জায়গায় ভিসা লাগাতে পারবেন। তবে নিকটস্থ টাইপিং সেন্টারের সাথে আগে পরামর্শ করুন। এবং দালাল চক্রের হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। দালালের হাতে লেনদেন করে প্রচারিত হবেন না। এতে দেশের সুনামের সাথে সাথে আবার ভিসা বন্ধ করে দিতে বাধ্য হবে আমিরাত সরকার।

04/04/2024
01/04/2024

যারা রমজান মাসে ইমাম মুয়াজ্জিনের নাম দিয়ে টাকা তুলে মসজিদ ফান্ডে টাকা রেখে দেই, সেই সেক্রেটারি এবং সভাপতিদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

29/03/2024

ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট আবুধাবির শেখ জায়েদ মসজিদে সাধারণ মানুষের সাথে ইফতার করতে বসছেন। যাদের কাছে অহংকারের কোন বিন্দু পরিমাণ ছাপ নেই। এরাই হচ্ছে প্রকৃত মানুষ।

25/03/2024

হিজাব এবং পর্দা নিয়ে বাড়াবাড়ি করলে সন্তানদের শিক্ষা দিবেন কখন। ভারতের নাগরিক যখন লন্ডনের প্রধানমন্ত্রী আর তখন আমাদের পরিকল্পনা আরবের মরুভূমিতে উটকে খাবার দেওয়া।

21/03/2024

ইফতারের আগ মুহূর্তে ইফতার বিতরণ করছেন আমিরাতের নাগরিকেরা। যারা নিজেদের আনন্দ কে পরিবারের ভাগাভাগি না করে, রোজাদারকে সেবা দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের এই সেবাকে কবুল করুন আমীন।

24/02/2024

স্ত্রী বাইরে খাওয়ার জন্য যেতে চাইলে স্বামী তার কাছ থেকে প্রকার কথা জিজ্ঞেস করে সে বলে আমি তো দূরে কোথাও যচ্ছি না। তখন তার স্ত্রী জবাব দিল ছোট বিষয় নিয়ে এত রাগ দেখানোর প্রয়োজন কি ? তখন সে বলল তারকার বিষয়টা যদি ছোট হতো তাহলে আল্লাহ এত বড় কিতাবের মধ্যে হিজাবের জন্য বলতো না।

24/02/2024

এই মহিলাটি বাংলাদেশী ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছেন তার বড় শখটা কি এবং সে কত টাকা করতে চাই কিন্তু ইংলিশ না জানার কারণে বাংলাদেশী ভাই কিছুই জবাব দিতে পারল না তাই আমাদের ইংলিশ শিক্ষায় শিক্ষিত হওয়াটা বেশি প্রয়োজন

17/02/2024

দীর্ঘ ২৭ বছর পর ২৫৫ কিলোমিটার গতিবেগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানিতে আরব আমিরাতের রাস্তার গাড়িগুলো পানিতে ডুবে গেছে

17/02/2024

এটি হচ্ছে আবুদাবির নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যাত্রীদের সেবার একটি কার্যক্রম। একটি ব্যাগের সাথে অন্য একটি ব্যাগের জন্য ক্ষতি না হয় সেভাবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেবা দিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি ইয়ারপোর্ট কর্তৃপক্ষকে

17/02/2024

গত সপ্তাহের বৃষ্টিতে প্রত্যেকটি প্রবাসী মধ্যরাতে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। কেউ ভালোভাবে ঘুমাতে পারেনি। প্রত্যেকটি প্রবাসী মধ্যরাতে উঠে সারারাত না ঘুমিয়ে রুমে পানি না ঢোকার জন্য পানি সেচ নিয়ে ব্যস্ত ছিল। এটি হচ্ছে প্রবাস জীবনের বাস্তবতা

16/02/2024

#

Address

Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when UAE With GIAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Tourist Information Centers in Abu Dhabi

Show All