Pleasant Travel

Pleasant Travel A Better Flight Support Air Ticket,Hotel Booking,Umrah,Insurance

 #আচ্ছালামুআলাইকুম🇧🇩আপনাদের কে Pleasant travel এর পক্ষ থেকে স্বাগতম।দুবাইয়ের যেকোনো ধরনের ভিসা প্রসেসিং এবং আন্তর্জাতিক...
03/12/2023

#আচ্ছালামুআলাইকুম🇧🇩
আপনাদের কে Pleasant travel এর পক্ষ থেকে স্বাগতম।

দুবাইয়ের যেকোনো ধরনের ভিসা প্রসেসিং এবং আন্তর্জাতিক রুটের যে কোন এয়ার টিকিট Plesant travel দিচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজে 🇦🇪✈️

আমাদের সার্ভিস সমূহ:-
✅ এয়ার টিকেটিং
✅এয়ারপোর্ট সার্ভিস
✅ ট্রাভেল ইন্সুরেন্স
✅ দুবাই ভিজিট ভিসা
✅ফ্যামিলি ভিসা প্রসেসিং
✅২ বছর ফ্রিল্যান্স ভিসা
✅ ভিসা রিনিওয়াল
✅ পাসপোর্ট রিনিওয়াল
✅হজ, ওমরাহ সার্ভিস

📢 আমাদের যে কোন সার্ভিস নিতে যোগাযোগ করুন :
What's app ☎️056 7789 167
05 6672 1053

🚩Office Address
Ndood Jham, Road 13, Plot 10, Hili Industrial Area,
🗾Al-Ain.

বন্ধ হবার আগেই সৌদি ভিসা নিয়ে নিন।   সৌদি ১ বছরের মাল্টিপল ভিসাশুধু পাসপোর্ট আর ছবি কপি লাগবে। অফিস PLEASANT TRAVEL (SOL...
10/11/2023

বন্ধ হবার আগেই সৌদি ভিসা নিয়ে নিন।

সৌদি ১ বছরের মাল্টিপল ভিসা
শুধু পাসপোর্ট আর ছবি কপি লাগবে।
অফিস PLEASANT TRAVEL (SOLE PROPRIETORSHIP LLC)

☎️037841949
☎️050 218 1949
☎️+971 567789167

12/10/2023

Welcome to Pleasant Travel from Al Ain

০১ অক্টোবর'২৩ তারিখ থেকে আবুধাবি-মাস্কাট বাস সার্ভিস চালু হচ্ছে,ভাড়া- ১০৯ দিরহাম----------------------------------------...
27/09/2023

০১ অক্টোবর'২৩ তারিখ থেকে আবুধাবি-মাস্কাট বাস সার্ভিস চালু হচ্ছে,ভাড়া- ১০৯ দিরহাম
-----------------------------------------------------------------------------
'ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া' এবার আমিরাতের প্রতিবেশী সালতানাত অব ওমান ঘুরে আসার প্ল্যান করে ফেলুন ঝটপট,যখন পারদ নামতে শুরু করেছে মনোরম আবহাওয়ার পয়গাম দিয়ে। 👉❤️👈
👌পাথুরে পাহাড়,স্বচ্ছতোয়া জল আর সমতল এই ত্রিবেণী সঙ্গমের সমাহার দেশটির রাজধানী শহর, নয়নাভিরাম মাস্কাট আপনার তনুমন জুড়াবে,মেটাবে ভ্রমণপিয়াসী চোখের তৃষ্ণা। দীর্ঘদিন ধরে আমিরাতে আছেন কিন্তু আপনার সবচে' নিকটতম প্রতিবেশী দেশটি দেখলেন না,এদেশ ছেড়ে কখনো চলে গেলে সে মনস্তাপ আপনাকে ভোগাবেই।
>>আপনার সাধ এখন সাধ্যের মধ্যেইঃ
ড্রাইভ করে যেতে চান না অত দূরের পথ,সঙ্গী নেই সাথে যাওয়ার,উঁহু মোটেই ভাবনা নেই আর!!
ওমানের পাবলিক ট্রান্সপোর্ট অপারেটর MWASALAT
আগামী ০১ অক্টোবর, রবিবার থেকে আবুধাবি-মাস্কাট রুটে ফের নিয়মিত বাস সার্ভিস চালু করছে। আল আইন বুরেইমি সীমান্ত হয়ে এই আরামদায়ক বাস ট্রিপের ওয়ান ওয়ে ভাড়া পড়বে ১১.৫ ওমানী রিয়াল বা ১০৯ দিরহাম।
>>বাস কখন ছাড়বে আবুধাবি থেকেঃ
আবুধাবি বাস স্টেশন থেকে বাস ছাড়বে প্রতিদিন সকাল ১০-৪০ টায়। বাসটি আল আইন পৌঁছাবে বেলা ১-০০টায় এবং মাস্কাট পৌঁছাবে রাত ৮-৩৫ টায়।
>> আর মাস্কাট থেকে আবুধাবির উদ্দেশে বাস ছাড়বে কখনঃ
ওমানের রাজধানী মাস্কাটের আজাইবা বাস স্টেশন থেকে আপনার বাস ছাড়বে সকাল ০৬-৩০টায়। এবং তা ওমানের সীমান্ত চেক পয়েন্ট বুরেইমি পৌঁছাবে সকাল ১১-০০টায়। সীমান্তের আনুষ্ঠানিকতা শেষে বাসটি বেলা ১-০০ টায় আবুধাবির গ্রীন সিটি আল আইনে এবং বেলা ০৩-৪০ টায় পৌঁছাবে শেষ গন্তব্য আবুধাবি বাস স্টেশনে।
>>বাসে ব্যাগেজ সুবিধা কি পাবেনঃ
যাত্রীরা টিকেট পিছু ২৩ কিলো ব্যাগেজ এবং ৭ কিলো হ্যান্ড লাগেজ বহন করতে পারবেন।
>> টিকেট কিভাবে পাবেনঃ
আপনার হাতের মোবাইলটিতে গুগল প্লে থেকে MWASALAT অ্যাপটি ডাউনলোড করুন টিকেট এবং সব ধরণের তথ্য সেবার জন্য।
>> বাস পরিসেবা এতদিন ছিল না?
ছিল,তবে কোভিডের পর থেকে তা বন্ধ ছিল। আবুধাবির সাথে বাস চালু হলেও দুবাই থেকে আবার বাস চালুর ঘোষণা এখনো দেয়া হয়নি।
>>ভিসার ব্যাপারে কিছু জানানঃ
ওমান সীমান্তে আমিরাতের রেসিডেন্স ভিসাধারীদের অন এরাইভাল ভিসা দেয়া হয়। এ জন্য সহজ ফরম পূরণ করে পাসপোর্ট সহ তা জমা দিতে হবে। এমিরেটস আইডি সাথে নিতে ভুলবেন না যেন। ভিসা ফি ৫০ দিরহাম। আবুধাবি থেকে যাওয়ার সময় এক্সিট ফি দিতে হবে ৩৫ দিরহাম। তবে সীমান্ত চেক পয়েন্টে দীর্ঘ কিউতে কালক্ষেপণ করার চে' ভাল হয় যদি আপনি যাওয়ার আগে ওমানের ই-ভিসা নিয়ে নেন।
>>আর যদি আমি প্রাইভেট গাড়ি নিয়ে যাইঃ
তাহলে আপনার গাড়ির ইন্স্যুরেন্স করতে হবে। গাড়ি আপনার নামে হতে হবে। কমপক্ষে দুজন চালক থাকতে হবে যাতে অদল বদল করে ড্রাইভ করে দীর্ঘ পথ পাড়ি দেয়া যায়। আর একটা কথা খেয়াল রাখবেন,আল আইন ছাড়ার আগে আপনার ফিউয়েল ট্যাংক পূর্ণ করে নেবেন,কোন ঝুঁকি নেয়া যাবে না। বিস্তারিত আরো জানতে Pleasant travel ☎️ 037841949 📞 0567789167 📞 0566106800

19/09/2023

VISA☆ CONTRACT☆ BORN VISA☆ EJARI☆ Business SETUP☆ VISA ☆ VISA ☆ PRO ☎️037841949
Affordable Price ✅
100% Work Guaranteed®️
W/c ☎️037841949

UAE Family Residence Visa Services 🇦🇪

💁🏻‍♂ Wife & kids Visa
💁🏻‍♂ Born Baby Visa
💁🏻‍♂ Sponsor Visa
💁🏻‍♂ & Freelance visa
💁🏻‍♂ Contract
💁🏻‍♂ Ejari
💁🏻‍♂ Renewal & Stamping
💁🏻‍♂ & Emirates ID Typing
💁🏻‍♂ permit & Visa Pasting
💁🏻‍♂ Setup & Trading License
💁🏻‍♂ clearing & Attestation
💁🏻‍♂ PRO SERVICES

If you want to avail any of our visa services, Please leave a Message so that I can get back to you soon.
And for more details please call or whatsapp us.if you have any questions don’t hesitate to ask me.
Thank You 🙏

By: arman

Call or whatsapp
Land line ☎️037841949
00971567789167
📲 +971 0502181949
📧 [email protected]
Contract eating Baby Visa freelance visa business News newspaper mall ai Safari marina #ট্রাভেল #বাংলাদেশী #প্লেসেন্ট #ট্রাবেল
visa visa family visa Visa visa
Isa Dhabi
freelance family visa
services
visa services Dubai visa

A Better Flight Support Air Ticket,Hotel Booking,Umrah,Insurance

দুবাইয়ের অবস্থানরত বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ!কাতারের ভিজিট ভিসা করুন খুব সহজেই।ভ্রমণ পিপাষুদের সর্বোচ্চ সেবায় পাশে আছে ...
18/09/2023

দুবাইয়ের অবস্থানরত বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ!
কাতারের ভিজিট ভিসা করুন খুব সহজেই।
ভ্রমণ পিপাষুদের সর্বোচ্চ সেবায় পাশে আছে Pleasant travel
Qatar Visit Visa Available
1 Years Multiple
1 Month Visit Visa
Office Address: Al Ain Hili Sanaiya, Ndood Jham, road 13, Hili Industrial Area
বিস্তারিত জানতে এখনই কল অথবা WhatsApp করুন নিম্নোক্ত নম্বরেঃ
https://wa.me/+971567789167
https://wa.me/+971502181949

সহজেই ``দুবাই `` ভিসা করুন প্লেজেন্ট ট্রাভেল থেকে।২ মাস দুবাই নো ব্যাক ।২ বছরের ফ্রিল্যান্স ভিসা।Get Dubai visa easily f...
13/09/2023

সহজেই ``দুবাই `` ভিসা করুন প্লেজেন্ট ট্রাভেল থেকে।
২ মাস দুবাই নো ব্যাক ।
২ বছরের ফ্রিল্যান্স ভিসা।

Get Dubai visa easily from Pleasant Travel.
2 Month KB Visa
2 Years Freelance Visa

Office Address: Al Ain Hili Sanaiya. Ndood Jham, road 13 - Hili Industrial Area

ভিসা প্রসেসিং সম্পর্কিত বিস্তারিত জানতে এখনই কল অথবা WhatsApp করুন নিম্নোক্ত নম্বরেঃ
https://wa.me/+971567789167
https://wa.me/+971502181949

🗞️ছোটবেলায় শিশুকে (কিছু) শিখালে সে তা ভুলে যায় না:রাসূল ﷺএর বাণী: হে বৎস!বিসমিল্লাহ বলো এবং তোমার ডান হাত দ্বারা আহার কর...
06/09/2023

🗞️ছোটবেলায় শিশুকে (কিছু) শিখালে সে তা ভুলে যায় না:

রাসূল ﷺএর বাণী: হে বৎস!বিসমিল্লাহ বলো এবং তোমার ডান হাত দ্বারা আহার কর।__ সহিহ বুখারী

__✍️শায়েখ বিন উসাইমিন রহিমাহুল্লাহ বলেন:

জানতে হবে যে,ছোটদেরকে এধরনের আদব(শিষ্টাচার) শিক্ষা দিলে তারা তা ভুলে যায় না।ছোট থাকা অবস্থায় যখন কোনো শিশু আদব শিখবে বা জানবে সে তা ভুলে যাবে না।কিন্তু বড় হওয়ার পর শিখালে সে কখনো কখনো তা ভুলে যেতে পারে।তাকে আদবের বিষয়গুলো বড় হওয়া অবস্থায় শিখালে সে কখনো কখনো অবাধ্য হতে পারে-বিদ্রোহী হয়ে উঠতে পারে।কিন্তু তাকে ছোটবেলায় শিক্ষা দিলে তা অধিক গ্রহণীয়তা পাবে।

📚(শারহু রিয়াদ্বিস স্বলেহীন ৩/১৭২)

🖊️অনুবাদক: খন্দকার খালেদ Khandaker Khaled

الطفل لا ينسى إذا علمته وهو صغير ✅

📚 قال العلامة ابن_عثيمين- رحمه الله تعالى- :

قَـالَ ﷺ : (يا غُلَامُ، سَمِّ اللَّهَ، وكُلْ بيَمِينِكَ.)

وليعلم أن تعليم الصغار لمثل هذه الآداب لا ينسى، يعني أن الطفل لا ينسى إذا علمته وهو صغير، لكن إذا كبر ربما ينسى إذا علمته، وربما يتمرد عليك بعض الشيء إذا كبر، لكن ما دام صغيرا وعلمته يكون أكثر إقبالا.

📚 المصدر: شرح رياض الصالحين (٣ / ١٧٢)

মাত্র ৫ ঘন্টা ৫০ মিনিটে ঢাকা টু টোকিও, প্রশান্তি 😌বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটকে এভাবেই ওয়াটার ফোয়ারা স্যালুট দিয়ে টোকি...
03/09/2023

মাত্র ৫ ঘন্টা ৫০ মিনিটে ঢাকা টু টোকিও, প্রশান্তি 😌
বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটকে এভাবেই ওয়াটার ফোয়ারা স্যালুট দিয়ে টোকিওর নারিতা এয়ারপোর্টে বরণ করে নেয় সূর্যদ্বয়ের দেশ জাপান💚

Abu Dhabi 🇦🇪Then & Now 🤔~~ #ট্রাভেল
02/09/2023

Abu Dhabi 🇦🇪
Then & Now 🤔
~
~

#ট্রাভেল

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইটের শুভ উদ্বোধনবিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা হতে জাপানের নারিত...
02/09/2023

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইটের শুভ উদ্বোধন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা হতে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বিজি৩৭৬ শুক্রবার স্থানীয় সময় রাত ১১:৪৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জাপানের নারিতা পৌঁছেছে স্থানীয় সময় শনিবার সকাল ০৯:০৫টায়। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি৩৭৭ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শনিবার সকাল ১১:০০টায় উড্ডয়ন করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে আজ দুপুর ০৩:০০টায়।

নারিতা ফ্লাইটের উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি ‍হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইওয়ামা কিমিনোরি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বিমান বোর্ড অব ডাইরেক্টরস এর সদস্য ও বিজিএমইএ- এর সভাপতি জনাব ফারুখ হাসান, বিমানের বোর্ড মেম্বার ব্যরিস্টার তানজিবুল আলম ও পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রাহাত আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাপানিজ ডেলিগেটস, মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, বিমান ও সরকারি বিভিন্ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ।

বিমান ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করায় সম্মানিত অতিথিবৃন্দ বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। নতুন এই রুটটি চালুর মধ্যে দিয়ে বন্ধুপ্রতীম দেশ জাপানের সাথে আকাশপথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। এর ফলে সম্মানিত যাত্রীবৃন্দের ট্রানজিট জনীত জটিলতার অবসান ঘটবে এবং দুই দেশের মধ্যে নিবীড় যোগাযোগ স্থাপিত হবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই ২০২৩ তারিখ থেকে এই রুটের টিকেট বিক্রয় শুরু হয়। বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করা যাচ্ছে। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার উপর ৫% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১:৪৫টায় বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশ্যে যাত্রা করছে এবং নারিতা থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১:০০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা ফ্লাইট পরিচালিত হচ্ছে। এই রুটটি চালুর ফলে ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীগণও সুফল পাবেন।

অফার 🗣️🗣️🗣️Us bangla Dubai to Dhaka যাওয়া 17 to 23 September  (40+10kg)আসা 1.2 3.4.5.6 মাস (🧳30+10kg)  1650 Aed অফার 🗣️🗣...
02/09/2023

অফার 🗣️🗣️🗣️
Us bangla
Dubai to Dhaka
যাওয়া 17 to 23 September (40+10kg)
আসা 1.2 3.4.5.6 মাস (🧳30+10kg)
1650 Aed

অফার 🗣️🗣️🗣️
Air Arabia
Sharjah to Dhaka
যাওয়া 17 to 23 September (46+10kg)
আসা 1.2 3.4.5.6 মাস (🧳30+10kg)
1550 Aed

অফার 🗣️🗣️🗣️
Air Arabia
Abu Dhabi to Dhaka
যাওয়া 17 to 30 September (46+10kg)
আসা 1.2 3.4.5.6 মাস (🧳30+10kg)
1450 Aed

Pleasant travel Travel Agency Co L.L.C
Alain hili sanaiya . alain , UAE.
+971567789167 Call & WhatsApp
+9710502181949 Call & WhatsApp
+971 037841949 land line

01/09/2023

••• UAE জুমা’র খোৎবা ০১/০৯/২০২৩ •••*** বিষয়ঃ দেশপ্রেম । *** সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য । যিনি আমাদেরকে ঈমান...
01/09/2023

••• UAE জুমা’র খোৎবা ০১/০৯/২০২৩ •••

*** বিষয়ঃ দেশপ্রেম ।

*** সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য । যিনি আমাদেরকে ঈমান দ্বারা সম্মানিত করেছেন এবং শান্তি ও নিরাপত্তার নেয়ামতের চাদরে আবৃত করেছেন ।

*** পরিপূর্ণ দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হোক মহানবী সাঃ, তাঁর পরিবার রাঃ, তাঁর সাহাবীবৃন্দ রাঃ, তাবেঈনগণ রাঃ সহ সমগ্র মুসলিম জাতির উপর ।

*** মহান আল্লাহপাক বলেন “ হে ঈমানদারগণ ! আল্লাহকে ভয় করো এবং সৎ কর্মপরায়ণদের সংগে থেকো ।”

সূরা আত তাওবা ১১৯

*** প্রিয় ভায়েরা !

দেশপ্রেম আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত স্বভাব । এটি একটি ইবাদত ও সু্ন্নত বটে । যেখানে মানুষ জন্মগ্রহণ করে, সেটাকে জন্মভূমি বলা বলা হয় ।

মহানবী সাঃ কোথাও সফরে গেলে খুব দ্রুত মদীনায় ফিরে আসার চেষ্টা করতেন ।”

ছহীহুল বোখারি ১৮০২

এটা ছিলো নবী সাঃ’র দেশপ্রেম । মদীনায় তাঁর সবচে’ বেশী ভাল লাগতো ।

*** দেশের জন্য কাজ করা ও দোয়া করা দেশপ্রেমিক মানুষের বৈশিষ্ট্য ।

আল্লাহপাক বলেন “ তোমরা কল্যাণকর যাই করোনা কেন, আল্লাহপাক অবগত আছেন ।”

সূরা আল্ বাক্বারা ২১৫

*** সাইয়্যিদুনা ইব্রাহিম আঃ আল্লাহর দরবারে দোয়া করতে গিয়ে বলেছিলেন “ হে আমার প্রতিপালক ! এ নগরীকে ( মক্কা ) নিরাপদ করুন এবং নগরবাসীকে ফলমূলে ভরিয়ে রাখুন ।”

সূরা আল্ বাক্বারা ১২৬

*** সাইয়্যিদুনা ইব্রাহিম আঃ মক্কার জন্য দোয়া করেছিলেন আর আমি ( মুহাম্মদ সাঃ ) মদীনার জন্য দোয়া করছি হে আল্লাহ ।”

ছহীহ মুসলিম ১৩৭৩

*** নিশ্চয়ই আল্লাহপাক প্রত্যেক দায়িত্বশীলদেরকে তাঁদের অধিনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন । হেফাজত করেছিলো নাকি ধ্বংস করেছিলো ।”

ছহীহ ইব্নে হিব্বান ৪৮৭/১৮

*** দুটো চক্ষুদ্বয়কে জাহান্নামের আগুন স্পর্শ করবেনা । এক. যে চক্ষু আল্লাহর ভয়ে রোদন করে । দুই. যে চক্ষু আল্লাহর পথে পাহারা দেয় ।”

সুনানে তিরমিযি ১৯৩৯

*** সংযুক্ত আরব আমীরাতের জাতির পিতা ও স্থপতি শায়খ যায়েদ রহঃ বলেন “ দেশ আমাদের কাছে অনেক কিছু চায় । দেশের সবকিছু পূরণে আমরা যেনো সচেষ্ট হই ।”

*** হে আল্লাহ ! আমাদের সবাইকে মাফ করে দিন । আমাদের মা বাবাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন ।

সংযুক্ত আরব আমীরাতকে কবুল করুন । শায়খ যায়েদ রহঃ সহ বিগত সকল শাসকদের ক্ষমা করুন এবং জান্নাত দান করুন । আমিন ।

MQM Saifullah Mehruzzaman
Khateeb
Sharjah Sustainable City Camp. UAE

Morning A380
29/08/2023

Morning

A380

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে ব...
26/08/2023

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
এরি মধ্যে তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ঢাকা থেকে বিশ্বের ৩১ টি নতুন এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ।
1. Lufthansa Airlines ( Germany)
2. ITA Airways ( Italy)
3. Swiss Air ( Switzerland)
4. virgin Atlantic ( UK)
5. British Airline ( UK)
6.American Airlines ( USA)
7. Cyprus Air ( Cyprus)
8. Finn Air ( Finland)
9. Royal Brunei Air ( Brunei)
10. Japan Airlines ( Japan)
11. Korean Air ( South Korea)
12. Azur Air ( Russia)
13.Air Canada ( Canada)
14. ANA air ( Japan)
15.Qantas Airlines ( Australia)
16. Spirit of Australia Airlines ( Australia)
17.Air France ( France)
18. United Air ( USA)
20.Alaska Air ( Alaska)
European Airlines list
21. Wiss air ( Hungary)
22.KLM ( Netherlands)
23.Pegasus Airlines
24. Eurowings Airlines
25.EsyJet
26.LOT polish Airlines ( Poland)
27.Danish Air ( Denmark)
28. Greece Air ( Greece)
29. Austrian Airlines ( Austria)
30. TAROM Air ( Romania)
31.SAS Airlines ( Sweden)

বিশ্বের সকল বিমানের মিলনমেলায় পরিনত হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

Address

Ndood Jham 13
Al Ain
00000

Opening Hours

Monday 09:30 - 22:30
Tuesday 09:30 - 22:30
Wednesday 09:30 - 22:30
Thursday 09:30 - 22:30
Friday 04:30 - 22:30
Saturday 09:30 - 22:30
Sunday 09:30 - 22:30

Telephone

+971567789167

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pleasant Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pleasant Travel:

Videos

Share