Al Madina Travel LLC

Al Madina Travel LLC We help you to plan your trip in your favorite destination. We just don't serve you,we go beyond your expectations.

16/06/2024

Eid Mubarak ,Eid Payer Ajman

15/06/2024
ভূটান। এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত এই দেশটিতে গত কয়েক বছরে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। কারন একটাই। দেশটি ভ্রমণ...
11/06/2024

ভূটান। এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত এই দেশটিতে গত কয়েক বছরে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। কারন একটাই। দেশটি ভ্রমণে প্রতিদিন ১০০ ডলার দিতে হত সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি। সম্প্রতি, এই ফি কমিয়ে মাত্র ১৫ ডলার করা হয়েছে। ফলে, এখন বাংলাদেশি পর্যটকদের সাধ্যের মধ্যে চলে এসেছে। তো, হবে নাকি একটা ভূটান ট্যুর? কে কে যেতে চান? আওয়াজ শুনতে চাই।

06/06/2024

জিলহজের চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ ১৬ জুন , বাংলাদেশে ১৭ জুন ইনশাআল্লাহ

ভ্রমণ ভিসা কিংবা সেনজেন ভিসার সুযোগ নিয়ে পর্তুগালে এসে অভিবাসন সুবিধা নেয়ার পথ বন্ধ হয়ে গেলো। এ নিয়ে নতুন নীতিমালা এনেছে...
06/06/2024

ভ্রমণ ভিসা কিংবা সেনজেন ভিসার সুযোগ নিয়ে পর্তুগালে এসে অভিবাসন সুবিধা নেয়ার পথ বন্ধ হয়ে গেলো। এ নিয়ে নতুন নীতিমালা এনেছে দেশটির সরকার।

নতুন নীতিমালায় অভিবাসন ইস্যুতে ৪১টি প্রস্তাব কাউন্সিলর মিনিস্টাররা পাশ করার পর সোমবার (০৩ জুন) রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য তা পাঠানো হয়। পাঠানোর ঠিক ৩ ঘণ্টার মধ্যেই স্বাক্ষর করে দেন রাষ্ট্রপতি।

দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন, পর্তুগালের দরজা বন্ধ হচ্ছে না। তবে যেরকম অরক্ষিত ছিলো এখন আর সেরকম থাকবে না। ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগাল আসা যাবে, তবে থাকতে হবে কাজের কন্ট্রাক্ট ও আবাসনের নিশ্চয়তা। চাকরি বা নিয়োগ দেয়া কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোকেও কড়া নির্দেশনা দেয়ার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী।

পর্তুগালে এতদিন ভ্রমণ ভিসায় কিংবা অন্য যেকোনোভাবে গিয়ে কাজের চুক্তি করলে তুলনামূলক ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সহজে মিলতো বৈধ হওয়ার সুযোগ। এ কারণে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের ভিড় পর্তুগালে সব সময়েই লেগে থাকতো। পর্তুগালে বর্তমানে প্রায় অর্ধ লক্ষ প্রবাসী বাংলাদেশির বসবাস।

অন্যদিকে বাংলাদেশিরাও ইউরোপের এই দেশটিতে যাচ্ছে সহজে নাগরিকত্ব পাওয়ার আশায়। তবে ইতোমধ্যেই যারা বৈধ হওয়ার জন্য অভিবাসন ও ইমিগ্রেশন সংস্থায় সেফ এন্ট্রি করে ফেলেছেন তাদের আতঙ্কিত বা চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পর্তুগালে বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন।

সংগঠনটি জানিয়েছে, যারা সেফ এন্ট্রি করেছেন তাদের কার্যক্রম আগের নিয়মেই চলমান থাকবে। বর্তমানে পর্তুগালে অতিরিক্ত অভিবাসী প্রত্যাশী হওয়ায় বাসস্থান ও কর্মসংস্থান সংকট দেখা দিয়েছে। এছাড়াও অভিবাসন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কিছু চাপও রয়েছে দেশটিতে। বেশ কিছু কারণে দেশটির নতুন সরকার অভিবাসন নীতিমালায় এই পরিবর্তন আনছে।

নতুন এ প্রস্তাবে অদক্ষ কর্মীর পরিবর্তে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের জন্য সুযোগ সৃষ্টি হবে। ভোগান্তি কমবে পর্তুগালে বসবাসরত নাগরিকদের পরিবারের সদস্যদের পর্তুগাল আসাসহ অন্যান্য ইস্যুতেও। সেই সঙ্গে বিভিন্ন দেশে থাকা পর্তুগালের কনস্যুলেটগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়টিও উঠে এসেছে নতুন প্রস্তাবে।

ইউরোপের অন্য দেশের ভিসা নিয়ে পর্তুগাল এসে রেসিডেন্স পারমিটের আবেদন করতে পারবে না শিক্ষার্থীরা। তবে নিজ দেশে পর্তুগীজ কনস্যুলেট থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে আসা যাবে। নতুন এ প্রস্তাবে-সুযোগ বাড়বে পর্তুগিজ ভাষাভাষী বা সিপিএলপি দেশের অভিবাসীদের। সিপিএলপি দেশের শিক্ষার্থীদের জন্য রাখা হচ্ছে বৃত্তির ব্যবস্থাও। পড়াশোনা শেষ না করে কোন শিক্ষার্থী রেসিডেন্স স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না এমন বিষয়ও রয়েছে নতুন প্রস্তাবে।

এদিকে, এরইমধ্যে বৈধ হওয়ার অপেক্ষায় থাকা অভিবাসীদের কাছ থেকে ৩০ মিলিয়ন ইউরো সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা করেছে পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা। এখনো ৪ লাখের বেশি আবেদনের নিষ্পত্তি করতে কাজ করছে সংস্থাটি। দ্রুত এসব আবেদনের নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী।

আল মদিনা ট্রাভেলসের স্বত্বাধিকারী জনাব আতাউর রহমান  দুবাই থেকে  আজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। দুবাই  বিমানবন্দরে ...
24/05/2024

আল মদিনা ট্রাভেলসের স্বত্বাধিকারী জনাব আতাউর রহমান দুবাই থেকে আজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। দুবাই বিমানবন্দরে উনাকে বিদায় দিতে আসেন উনার বড় দুই ভাই।

মাত্র একদিনেই মিলবে ভারতের ভিসা...
20/05/2024

মাত্র একদিনেই মিলবে ভারতের ভিসা...

Big shout out to my newest top fans! 💎Alex Fahim
17/05/2024

Big shout out to my newest top fans! 💎

Alex Fahim

জনপ্রিয় ইসলামী বক্তা জনাব আব্দুল আহাদ জিহাদী সাহেব আজ আল মদিনা ট্রভেলসে ভিজিট করে সৌজন্য সাক্ষাত করেন আল মদিনা ট্রাভেলসে...
29/04/2024

জনপ্রিয় ইসলামী বক্তা জনাব আব্দুল আহাদ জিহাদী সাহেব আজ আল মদিনা ট্রভেলসে ভিজিট করে সৌজন্য সাক্ষাত করেন আল মদিনা ট্রাভেলসের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আতিকুর রহমান ও আতাউর রাহমানের সাথে। উপস্থিত ছিলেন মামুরা গ্রুরুপের চেয়ারম্যান জনাব আবু সুফিয়ান।

ইউরোপের দেশ আলবেনিয়ার ই ভিসা পাওয়ার জন্য যা লাগে।১. পাসপোর্ট ২. এক কপি পাসপোর্ট সাইজ ছবি ৩. আবেদন ফর্ম ফিলাপ৪. ব্যাংক স্...
27/04/2024

ইউরোপের দেশ আলবেনিয়ার ই ভিসা পাওয়ার জন্য যা লাগে।

১. পাসপোর্ট
২. এক কপি পাসপোর্ট সাইজ ছবি
৩. আবেদন ফর্ম ফিলাপ
৪. ব্যাংক স্টেটমেন্ট
৫. ভ্রমণ স্বাস্থ্য বীমা
৬. প্রুফ অব এ্যাকোমোডেশন
৭. ফ্লাইট ইটিনারি

25/04/2024

ঢাকা- শারজাহ-ঢাকা
(রাউন্ড ট্রিপ)
মাত্র ৮৫০ দিরহাম ।
(অফারটি সীমিত সময়ের জন্য)

দুবাই ভিত্তিক এয়ারলাইনস ফ্লাই দুবাই কেনসেল হওয়া সকল ফ্লাইটের টিকেট ফুল রিফানড করার ঘোষণা দিয়েছে বিমান সংস্থাটি।
22/04/2024

দুবাই ভিত্তিক এয়ারলাইনস ফ্লাই দুবাই কেনসেল হওয়া সকল ফ্লাইটের টিকেট ফুল রিফানড করার ঘোষণা দিয়েছে বিমান সংস্থাটি।

13/04/2024

BOOKING FOR UMRAH-উমরাহ্‌ বুকিং চলিতেছে
Ajman Office:0586945603
Abudhabi Office:0586945602
More information :0586945601

Our Service:
Umrah package
Dubai visit visa
Investor visa
Airline Ticket
World wide Tour
Travel Insurance
UAE Trade Licence processing
World wide visa processing

Address

Nakeel1 ( AL Karama Road)
Al Ajman
6263

Alerts

Be the first to know and let us send you an email when Al Madina Travel LLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Madina Travel LLC:

Videos

Share

Nearby travel agencies