06/08/2022
আলহামদুলিল্লাহ, দায় মুক্ত হলাম,,,
গত ০৩ আগষ্ট'২২ তারিখে কেউ আমার এ্যাকাউন্টে ৩০,০০০ টাকা জমা দেয়। আমার অনেক কাষ্টমার রয়েছেন যারা টাকা জমা দেয়ার পরে আমাকে জানান। তাই অপেক্ষা করি। কিন্তু কারো কোনো সারা পেলাম না। খুব চিন্তায় পরে গেলাম। সিটি ব্যাংক ফান্ড ট্রান্সফারে কোনো নাম বা নম্বর আসে না। আমিও আছি দেশের বাইরে। ব্যাংক তো অন্য কারো কাছে তথ্য দিবে না। মহা চিন্তায় পরে গেলাম। সব গুলো সোস্যাল মিডিয়াতে এ্যাক্টিভিটি বাড়িয়ে দিলাম। হঠাৎ একটি মেইল পেলাম। সেখানে তেমন কিছুই লিখা নেই। শুধু একটি ফোন নম্বর দিয়ে নিচে লিখা আছে "প্লীজ কল মি"। একটু সশ্তি পেলাম। ফোন করলাম দুবাই থেকে ঢাকা সেই নম্বরে। সন্দেহ একদম সত্যি। সেটা একটা ট্রাভেল এজেন্সী ছিলো। তাদের বেনিফিশারিতে আমার এ্যাকাউন্ট যুক্ত ছিলো। আমার মেইল আইডি টা শুধু তাদের কাছে ছিলো। কিন্তু টাকা ফেরত পাওয়ার কোনো পথ বা আশা তাদের ছিলো না। তাদের হয়তো জানা ছিলো না যে টাকা টা "Traveller Swapno" মনোয়ারের কাছে এসেছে। তারা টাকা ফেরৎ পাওয়ার জন্য যতটা না চিন্তা করেছে, মনোয়ার টাকা ফেরৎ দিতে তার থেকে ২০ গুণ বেশি চিন্তা করেছে। অবশেষে আজ ফেরৎ দিয়ে দায় মুক্ত হলাম।
কথা গুলো বলার অর্থ এটাই যে, পরের অর্থ আপনার পকেটে থাকলেও সেটা পরেরই। সে ত্রিশ হাজার হোক বা ত্রিশ লাখ হোক। এটা যদি মেনে চলতে পারেন তবে আপনি নিজের কাছেই সম্মানিত হবেন। আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। ধন্যবাদ।