10/10/2023
প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।
আপনারা যারা ই পাসপোর্ট বানাতে চাচ্ছেন তাদেরকে নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখতে অনুরোধ করা হলো।
১. বাংলাদেশের ভোটার আইডি কার্ডের নাম, পিতার নাম, ঠিকানা, আপনার বর্তমান পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। এই দুটি ডকুমেন্টসের ভিতর কোনো পার্থক্য থাকলে আপনি ই পাসপোর্ট বানাতে পারবেন না।
২. ই পাসপোর্ট বানাতে প্রথমে আপনাকে বাংলাদেশ কনসুলেটের পেছনে একটা টাইপিং সেন্টার আছে, ওখান থেকে ৩৫/- দিরহামের বিনিময়ে একটা অনলাইন ফরম সংগ্রহ করবেন।
ওখানে শুধুমাত্র ভোটার আইডি কার্ড টি ওদের ওয়াটসআপে শেয়ার করতে হবে, ওরা বাংলাদেশের একটা মোবাইল নাম্বর চাইবে, এই নাম্বার টা গুরুত্বপূর্ণ, আপনার নিকটবর্তী থানা থেকে বাংলাদেশ পুলিশ ওই নাম্বারে ফোন করবে তথ্য যাচাই বাছাই করার জন্য।
৩. যদি আপনার রেসিডেন্স ভিসাতে পদবি একটু ভালো থাকে, যেমন- ডাইরেক্টর, ম্যানেজার, অফিসার, এক্সিকিউটিভ, পার্টনার তবে পাঁচ বছরের জন্য ৪০৫/- দিরহাম এবং ১০ বছরের জন্য ৫১০/- দিরহাম কাউন্টারে জমা দিতে হবে।
যদি আপনার রেসিডেন্স ভিসাতে পদবি নরমাল হয়, যেমন- সাধারণ লেবার, ক্লিনার, মেসেঞ্জার, সেলসম্যান, অফিসবয়, বাইক রাইডার, ক্লার্ক বা ছাত্র তবে পাঁচ বছরের জন্য ১২৫/- দিরহাম এবং ১০ বছরের জন্য ২০৫ দিরহাম কাউন্টারে জমা দিতে হবে।
৪. কাউন্টারে টাকা জমা দিয়ে দুইটি ছোট্ট ফরম সহ দ্বিতীয় তলায় ২৩ নং রুমে যেতে ছবি এবং বায়োমেট্রিকের জন্য, ওখানে কোনো টাকা দিতে হবে না, ওখানের কাজ শেষ হয়ে গেলে আপনাকে ছোট্ট, রঙিন আকারের একটা রিসিট দেয়া হবে যা দিয়ে আপনি আপনার ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
৫. মনে রাখবেন, উপরের উল্লেখিত পেমেন্ট ছাড়া আর কোথাও কোনো পেমেন্ট করতে হয় না, তাই দয়া করে দালালের প্ররোচনায় না পড়ে নিজের কাজ নিজে করুন।
*** বাংলাদেশ কনসুলেটের কোনো কর্মকর্তা যদি আপনার সাথে খারাপ আচরণ করে তবে চিৎকার চেচামেচি না করে, বাংলাদেশ কনসুলেটের প্রথম সেক্রেটারি জনাব কাজী ফয়সাল সাহেবের অফিসে লিখিত অভিযোগ করুন এবং অভিযোগ জমা দেয়ার সময় আপনার কাছে একটা রিসিট কপি রেখে দিবেন।
ওনাদের কোনো ব্যবহারে উত্তেজিত হয়ে চিৎকার করলে, হট্টগোল করলে এটা কোনো সমাধান হবে না, বরং আমরা যদি ভদ্রতা বজায় রেখে লিখিত অভিযোগ জমা দেই তাহলে সিনিয়র কর্মকর্তার জন্য সহজ হবে একশন নেয়ার এবং একটা প্রমাণ থাকলো যে এই কর্মকর্তার বিরোধ্যো কতোজন অভিযোগ জমা দিয়েছে।
Consulate General of Bangladesh, Dubai Consulate General of Bangladesh - Dubai, UAE Bangladeshi Dubai Vlogger