Legal Visa Bazar

Legal Visa Bazar Freelance Visa, Residence, Work Permit, Medical & EID, WPS, Quota, EJARI, Fines, Golden Visa, Fml vs
(6)

Always proud and happy to be a part of this country. It is such a special day, it is our UAE National Day. I am sending ...
02/12/2023

Always proud and happy to be a part of this country. It is such a special day, it is our UAE National Day. I am sending my congratulations and best wishes on your way.

Happy National Day my UAE

৫০০-১০০০ টাকা বাঁচানোর জন্য কোনো আদা ব্যাপারির কাছে যাবেন না, পরে ৩ গুনেরও বেশী দিয়ে সমস্যা সমাধান করতে হবে।আমরা বিশ্বস্...
26/10/2023

৫০০-১০০০ টাকা বাঁচানোর জন্য কোনো আদা ব্যাপারির কাছে যাবেন না, পরে ৩ গুনেরও বেশী দিয়ে সমস্যা সমাধান করতে হবে।

আমরা বিশ্বস্তার সাথে আপনার একান্ত চাহিদার মেটাতে কাজ করছি।

আসুন, আমরা সবাই একটু সতর্ক হই।
25/10/2023

আসুন, আমরা সবাই একটু সতর্ক হই।

24/10/2023
🇭🇺 মধ্য ইউরোপের শেনজেন (Schengen) ভুক্ত একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হাঙ্গেরি, যার বুকচিরে বয়ে গেছে ইউরোপের দ...
24/10/2023

🇭🇺 মধ্য ইউরোপের শেনজেন (Schengen) ভুক্ত একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হাঙ্গেরি, যার বুকচিরে বয়ে গেছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিউব।

হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর হলো বুদাপেস্ট, যা দানিউব নদীর উভয় তীরে অবস্থিত। শহরটি পূর্ব-মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। হাঙ্গেরি মোটামুটি সমৃদ্ধ দেশ। হাঙ্গেরিতে রয়েছে উন্নত শিক্ষাব্যবস্থা ও সার্বজনীন চিকিৎসাব্যবস্থা।

বাংলাদেশের নাগরিকদের হাঙ্গেরিতে যেতে ভিসার দরকার হয়। বাংলাদেশের নাগরিকরা যেসব ভিসায় হাঙ্গেরিতে যেতে পারেন - স্টাডি ভিসা, ওয়ার্ক ভিসা, বিজনেস ভিসা, ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ভিসা ইত্যাদি। আজকে আমরা জানব হাঙ্গেরির ওয়ার্ক (কাজের) ভিসা সম্পর্কে

✈️ হাঙ্গেরিতে কেন যাবেন?

◾ হাঙ্গেরি ইউরোপের শেনজেন ভুক্ত একটি দেশ। হাঙ্গেরিতে নির্দিষ্ট সময় (১০ থেকে ১২ মাস) কাজ করার পর আপনি ইউরোপের অন্যান্য দেশে শর্তসাপেক্ষে সহজেই যেতে পারবেন।

◾ হাঙ্গেরিতে তিন মাসের মধ্যেই আপনি TRC (টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাবেন)।

◾ হাঙ্গেরিতে ৮ বছর থাকার পর আপনি পার্মানেন্ট রেসিডেন্সি এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

◾ আপনার স্ত্রী এবং সন্তানদের ফ্যামিলি ভিসায় হাঙ্গেরি নিয়ে যেতে পারবেন।
হাঙ্গেরির জীবন যাত্রার মান উন্নত, এছাড়া দেশটি নিরাপদ ও রাজনৈতিকভাবে স্থিতিশীল।

✈️ হাঙ্গেরিতে কোন ধরনের কাজের সুযোগ রয়েছে?

হাঙ্গেরিতে বাংলাদেশিদের জন্য মূলত বিভিন্ন ধরনের ব্লু-কলার জবের সুযোগ রয়েছে। যেসব সেক্টরে ব্লু-কলার জবের সুযোগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য- কন্সট্রাকশন, অটোমোবাইল ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডিং, এগ্রিকালচার, লজিস্টিকস (ট্রাক ড্রাইভিং/ওয়ারহাউজ), প্রোডাকশন (সিএনসি), মেইন্টেনেস এন্ড ক্লিনিং ইত্যাদি।

◾ হাঙ্গেরিতে বেতন কত?

হাঙ্গেরিতে ২০২৩ সালে এভারেজ গ্রস স্যালারি ৩ লাখ ৭৪ হাজার ফরিন্ট। যেটা বাংলাদেশি টাকায় ১ লাখ ১৫ হাজার টাকা। ট্যাক্স পে করার পর নেট স্যালারি ৩ লাখ ৪ হাজার ফরিন্ট ( ৯৩ হাজার টাকা )
অভিজ্ঞতার উপর ভিত্তি করে স্যালারি কম বেশি হতে পারে।

◾ হাঙ্গেরিতে কত ঘণ্টা কাজ করতে হয়?

হাঙ্গেরিয়ান আইন অনুযায়ী আপনাকে প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে । প্রতিদিন ৮ ঘণ্টা করে সপ্তাহে ৫ দিন । আপনি চাইলে হাঙ্গেরিতে ওভারটাইমও কাজ করতে পারবেন। এর জন্য অতিরিক্ত স্যালারি পাবেন।

✈️ হাঙ্গেরির ভিসার প্রসেস কিভাবে হয়?

হাঙ্গেরিতে ভিসার প্রসেসের জন্য আপনাকে প্রথমে একটি কোম্পানি খুঁজে বের করতে হবে। তাদের কাছে আপনার সিভি জমা দেয়ার পর, তারা যদি আপনাকে চাকুরীতে নিতে রাজি হয় , তাহলে আপনার পাসপোর্ট ও ছবি দিতে হবে।

এরপর হাঙ্গেরিয়ান কোম্পানি লোকাল ইমিগ্রেশন অফিসে ওয়ার্ক ফোর্স লেটার (ইগাজোলাস) এর জন্য আবেদন করবে। এরপর ওয়ার্ক ফোর্স লেটার , জব কন্ট্রাক্ট পেপার, একোডোমেশন পেপার সহ ভিসার জন্য অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে পাঠাবে।

হাঙ্গেরির ওয়ার্ক ফোর্স লেটারের মেয়াদ থাকে ২ মাস, ২ মাস পর তা আবার ২ মাসের জন্য একবার রিনিউ করা যায়। এই ৪ মাসের ভিতরেই ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আপনাকে বাংলাদেশে অবস্থিত হাঙ্গেরিয়ান এমব্যাসিতে এপয়েন্টমেন্ট নিতে হবে।

এপয়েন্টমেন্টের দিন পাসপোর্ট সহ সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে এমব্যাসিতে উপস্থিত হতে হবে। সেখানে একটি ইন্টার্ভিউ নেওয়া হয়। ইন্টার্ভিউতে খুব ব্যাসিক কিছু প্রশ্ন করা হয়। আপনি চাইলে ইংরেজি অথবা বাংলাতে ইন্টার্ভিউ ফেইস করতে পারবেন।

◾ হাঙ্গেরির ওয়ার্ক ফোর্স লেটার ও অন্যান্য ডকুমেন্টস আসতে কতদিন লাগে?

কোম্পানি ভেদে ওয়ার্ক ফোর্স লেটার ও অন্যান্য ডকুমেন্টস আসতে সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ৩/৪ মাস পর্যন্ত লাগতে পারে।

◾ এমব্যাসি ফেইসের পর ভিসার ডিসিশন/স্ট্যাম্পিং আসতে কতদিন লাগে?

ভিসার ডিসিশন আসতে এমব্যাসি ফেইস করার পর ৬০ থেকে ১০০ কর্মদিবস লাগতে পারে অর্থাৎ ২ থেকে ৩ মাস ১০ দিন।

◾ হাঙ্গেরির ভিসা রেশিও কেমন ?

হাঙ্গেরির ভিসা রেশিও সম্পর্কে ভেরিফাইড/অফিসিয়াল কোন তথ্য নেই। তবে বিগত দিনে ভিসা প্রাপ্তদের সংখ্যা পর্যালোচনা করে দেখে গেছে, কোম্পানি প্রোফাইল যদি ভালো হয়ে তাহলে ভিসা প্রাপ্তির সম্ভাবনা ৯৫% এর চেয়েও বেশি ।

◾ হাঙ্গেরির ভিসার জন্য কি ইন্ডিয়া যেতে হবে?

হাঙ্গেরির ভিসার জন্য ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। হাঙ্গেরি এম্বব্যাসীর ঢাকা অফিসের মাধ্যমেই ভিসার আবেদন করা যাবে। হাঙ্গেরির ঢাকা অফিস গুলশান ২ নাম্বারে অবস্থিত।

23/10/2023

ইউরোপ নিয়ে দুটো পরামর্শ!!!

ও'য়ার্কারদের জন্য একটি এবং স্টুডেন্টদের জন্য একটি!!!

তো চলুন, দেখে আসি...

🅰️ যদি আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকে, কখনোই ইউরোপ এর প্র'সেসিং এ যাবেন না।

কেননা ৬-৭ মাসে ইউরোপের ও'য়ার্ক ফাইল প্র'সেসিং একটি স্বাভাবিক বিষয়। আর যদি এ'ম্বেসীগত জটিলতা সৃষ্টি হয়, তবে সেক্ষেত্রে এটা ১ বছর - ১.৫ বছর হয়ে যাবে।

🅱️ স্টুডেন্ট ভি'সায় যেতে চাইলে, কখনোই IELTS ছাড়া যাওয়ার চিন্তা করবেন না, কেননা এগুলোর ভি'সা রেশিও খুব কম থাকে এবং টিউশন ফি অনেক হাই থাকে। আর সুযোগ খুবই সীমিত।

অনেক এজেন্সিই আছে, যারা একটি- দুটি এ ধরনের ফাইলের সফলতা দেখিয়ে ২০০-৩০০ গ্রাহক কে আকৃষ্ট করার ধান্দা করে থাকে।

#ইউরোপ

আলহামদুলিল্লাহ!  Alhamdulillah! হ্যাপি কাস্টমার / Happy Customer  !!!ধন্যবাদ প্রিয় দুই ভাই আমাদের কে বিশ্বাস করে, আমাদের...
22/10/2023

আলহামদুলিল্লাহ! Alhamdulillah!

হ্যাপি কাস্টমার / Happy Customer !!!

ধন্যবাদ প্রিয় দুই ভাই আমাদের কে বিশ্বাস করে, আমাদের মাধ্যমে আপনাদের নতুন ব্যবসার লাইসেন্স এবং অন্যান্য কাগজগুলো প্রসেস করার জন্য।

লিগ্যাল ভিসা বাজার আপনাদের ব্যবসায়িক সফলতা কামনা করছে।

আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই এক অতি সাধারণ এবং অমায়িক ব্যাক্তিত্বের অধিকারি জনাব Manik Ranjan Barua সাহেবের সঙ...
15/10/2023

আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই এক অতি সাধারণ এবং অমায়িক ব্যাক্তিত্বের অধিকারি জনাব Manik Ranjan Barua সাহেবের সঙ্গে। ওনি Consulate General of Bangladesh - Dubai, UAE এ Second Secretary হিসেবে নিযুক্ত আছেন।

আপনার যে কোনো বৈধ সমস্যা বা জটিলতা নিয়ে ওনার সাথে দেখা করতে পারেন।

Consulate General of Bangladesh, Dubai

প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।আপনারা যারা ই পাসপোর্ট বানাতে চাচ্ছেন তাদেরকে নিম্নোক্ত বিষয়গুলো ম...
10/10/2023

প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।

আপনারা যারা ই পাসপোর্ট বানাতে চাচ্ছেন তাদেরকে নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখতে অনুরোধ করা হলো।

১. বাংলাদেশের ভোটার আইডি কার্ডের নাম, পিতার নাম, ঠিকানা, আপনার বর্তমান পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। এই দুটি ডকুমেন্টসের ভিতর কোনো পার্থক্য থাকলে আপনি ই পাসপোর্ট বানাতে পারবেন না।

২. ই পাসপোর্ট বানাতে প্রথমে আপনাকে বাংলাদেশ কনসুলেটের পেছনে একটা টাইপিং সেন্টার আছে, ওখান থেকে ৩৫/- দিরহামের বিনিময়ে একটা অনলাইন ফরম সংগ্রহ করবেন।
ওখানে শুধুমাত্র ভোটার আইডি কার্ড টি ওদের ওয়াটসআপে শেয়ার করতে হবে, ওরা বাংলাদেশের একটা মোবাইল নাম্বর চাইবে, এই নাম্বার টা গুরুত্বপূর্ণ, আপনার নিকটবর্তী থানা থেকে বাংলাদেশ পুলিশ ওই নাম্বারে ফোন করবে তথ্য যাচাই বাছাই করার জন্য।

৩. যদি আপনার রেসিডেন্স ভিসাতে পদবি একটু ভালো থাকে, যেমন- ডাইরেক্টর, ম্যানেজার, অফিসার, এক্সিকিউটিভ, পার্টনার তবে পাঁচ বছরের জন্য ৪০৫/- দিরহাম এবং ১০ বছরের জন্য ৫১০/- দিরহাম কাউন্টারে জমা দিতে হবে।

যদি আপনার রেসিডেন্স ভিসাতে পদবি নরমাল হয়, যেমন- সাধারণ লেবার, ক্লিনার, মেসেঞ্জার, সেলসম্যান, অফিসবয়, বাইক রাইডার, ক্লার্ক বা ছাত্র তবে পাঁচ বছরের জন্য ১২৫/- দিরহাম এবং ১০ বছরের জন্য ২০৫ দিরহাম কাউন্টারে জমা দিতে হবে।

৪. কাউন্টারে টাকা জমা দিয়ে দুইটি ছোট্ট ফরম সহ দ্বিতীয় তলায় ২৩ নং রুমে যেতে ছবি এবং বায়োমেট্রিকের জন্য, ওখানে কোনো টাকা দিতে হবে না, ওখানের কাজ শেষ হয়ে গেলে আপনাকে ছোট্ট, রঙিন আকারের একটা রিসিট দেয়া হবে যা দিয়ে আপনি আপনার ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

৫. মনে রাখবেন, উপরের উল্লেখিত পেমেন্ট ছাড়া আর কোথাও কোনো পেমেন্ট করতে হয় না, তাই দয়া করে দালালের প্ররোচনায় না পড়ে নিজের কাজ নিজে করুন।

*** বাংলাদেশ কনসুলেটের কোনো কর্মকর্তা যদি আপনার সাথে খারাপ আচরণ করে তবে চিৎকার চেচামেচি না করে, বাংলাদেশ কনসুলেটের প্রথম সেক্রেটারি জনাব কাজী ফয়সাল সাহেবের অফিসে লিখিত অভিযোগ করুন এবং অভিযোগ জমা দেয়ার সময় আপনার কাছে একটা রিসিট কপি রেখে দিবেন।
ওনাদের কোনো ব্যবহারে উত্তেজিত হয়ে চিৎকার করলে, হট্টগোল করলে এটা কোনো সমাধান হবে না, বরং আমরা যদি ভদ্রতা বজায় রেখে লিখিত অভিযোগ জমা দেই তাহলে সিনিয়র কর্মকর্তার জন্য সহজ হবে একশন নেয়ার এবং একটা প্রমাণ থাকলো যে এই কর্মকর্তার বিরোধ্যো কতোজন অভিযোগ জমা দিয়েছে।

Consulate General of Bangladesh, Dubai Consulate General of Bangladesh - Dubai, UAE Bangladeshi Dubai Vlogger

🤔🤔 ট্রেড লাইসেন্স করবেন❓ পার্টনার ভিসা লাগবে❓🤔🤔 কতোদিন লাগবে❓ কতো দিরহাম লাগবে❓ ডকুমেন্টস কি❓🤔🤔 এমারতি, লকাল পার্টনার বা...
07/10/2023

🤔🤔 ট্রেড লাইসেন্স করবেন❓ পার্টনার ভিসা লাগবে❓
🤔🤔 কতোদিন লাগবে❓ কতো দিরহাম লাগবে❓ ডকুমেন্টস কি❓
🤔🤔 এমারতি, লকাল পার্টনার বা এজেন্ট নিয়ে দুশ্চিন্তায়❓

✅ এরকম শত প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে যোগাযোগ করুন, বিনামুল্যে, সম্পূর্ণ ফ্রী তে আপনার চিন্তা দুর করতে আমরা আছি আপনার পাশে।

WhatsApp: - 00971 55 9495 601
Email: - [email protected]

Your trust and faith is our assets.
02/08/2023

Your trust and faith is our assets.

আপনার বিশ্বাস আর আস্থা, আমাদের একমাত্র সম্বল। #ভিসা  #দুবাই  #আমিরাত
02/08/2023

আপনার বিশ্বাস আর আস্থা, আমাদের একমাত্র সম্বল।

#ভিসা #দুবাই #আমিরাত

ইউনাইটেড আরব আমিরাতের লেবার, ইমিগ্রেশন, আইডি কার্ড, ভিসা, ইজারি, ডাব্লিউপিএস সহ যে কেনো লিগ্যাল কিছু জানতে চাইলে, আমাদের...
01/08/2023

ইউনাইটেড আরব আমিরাতের লেবার, ইমিগ্রেশন, আইডি কার্ড, ভিসা, ইজারি, ডাব্লিউপিএস সহ যে কেনো লিগ্যাল কিছু জানতে চাইলে, আমাদের সাথে যোগাযোগ করুন।

Address

Al Rigga
Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Legal Visa Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Legal Visa Bazar:

Videos

Share


Other Passport & Visa Services in Dubai

Show All