Al Helal Travel And Typing Service

Al Helal Travel And Typing Service ✅Our Service
Visit | Air Ticket | Licences
Al Helal Travel and Typing Service

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:  প্রথম ধাপ:প্...
07/01/2025

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ:
প্রথমে আপনাকে নীচের এই ওয়েবসাইট তে ভিজিট করতে হবে: [https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)
১. এখান থেকেই আপনাকে রেজিস্ট্রেশন এবং আবেদন সম্পুর্ণ করতে হবে।

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg File 3 MB এর মধ্যে হতে হবে)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। এর পরেও তথ্য সঠিকভাবে যাচাই করে নিবেন।

৩. তথ্য এবং ডকুমেন্টস আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।

৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): 3,500
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): 17,000
আপনি যদি অন্য ধরণের ভিসার আবেদন করতে চান যেমন মেডিকেল / বিজনেস ইত্যাদি তবে সেখানেই অর্থাৎ অন্যান্য সেই সকল ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।

৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর QR কোড এবং রেফারেন্স নাম্বার সম্বলিত একটি শীট পাবেন।

২. পেমেন্ট করুন: [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ই- মেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য মিনিমাম ১০ কার্যদিবস সময় লাগবে।
- এম্বাসি প্রয়োজন মনে করলে অতিরিক্ত ডকুমেন্ট চাইতে হতে পারে।

২. ই-ভিসা গ্রহণ:
- যদি আবেদন এপ্রোভাল হয় তবে ই- মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পেয়ে যাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

আবেদন পত্র সম্পুর্ণ হলো কিনা তা নিশ্চিত হতে পারবেন।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।
★পেমেন্টের পর: ই-রিসিপ্ট
★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড।

AssalamualaikumHappy New Year 2025Al Helal Travel And Typing Service Dubai UAE -📞+97155 745 2973
31/12/2024

Assalamualaikum
Happy New Year 2025

Al Helal Travel And Typing Service
Dubai UAE -
📞+97155 745 2973

30/12/2024

Important Update: Tomorrow is the last day of UAE Amnesty 2024.

বাংলাদেশিদের ভিসা খোলার সু খবর -বিস্তারিত কমেন্টে লিনক দেওয়া আছে।
25/12/2024

বাংলাদেশিদের ভিসা খোলার সু খবর -
বিস্তারিত কমেন্টে লিনক দেওয়া আছে।

আমিরাতে বাংলাদেশি ভিসা খোলার সু খবর দিলেন রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল হামুদি-বিস্তারিত কমেন্টে
25/12/2024

আমিরাতে বাংলাদেশি ভিসা খোলার সু খবর দিলেন রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল হামুদি-

বিস্তারিত কমেন্টে

বাংলাদেশিদের ই-ভিসা চালু করতে যাচ্ছে থ্যাইল্যান্ড আরব আমিরাত থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত জমা দিলে সুন্দর এই স্টিকার ভিসা পা...
19/12/2024

বাংলাদেশিদের ই-ভিসা চালু করতে যাচ্ছে থ্যাইল্যান্ড আরব আমিরাত থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত জমা দিলে সুন্দর এই স্টিকার ভিসা পাবেন।

বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন - +971557452973

মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে-
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে-

বিশ্বের সবচাইতে দৃষ্টিনন্দন বিমানবন্দর আবুধাবী "জায়েদ আন্তর্জাতিক বিমান বন্দর" ছবি -ইত্তেফাক
07/12/2024

বিশ্বের সবচাইতে দৃষ্টিনন্দন বিমানবন্দর আবুধাবী "জায়েদ আন্তর্জাতিক বিমান বন্দর"
ছবি -ইত্তেফাক

05/12/2024

আসসালামু আলাইকুম
🇦🇪 সম্মানিত প্রবাসী ভাইবোন বন্ধুরা -
পবিত্র উমরাহ পালনের যাদের ইচ্ছে এখনই উত্তম সময়। রমজানের আগ পর্যন্ত সহজে উমরাহ পালন করতে পারবেন। ঠান্ডা থাকার কারণে উমরাহ পালন করতে কষ্ট হয় না যেভাবে গরমে কষ্ট হয়। তাই প্রতি সাপ্তাহের গ্রুপে যেতে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন -

🕋 🕌 প্রতি বুধবারের আমাদের গ্রুপ যাচ্ছে আবুধাবি, শারজাহ ও দুবাই থেকে ১০ দিনের এই গ্রুপে যাওয়া আসা ১+১= দুই দিন মক্কা ৫ ও মদিনায় ৩ দিন।

✅ গ্রুপে যা থাকছে!
1️⃣ উমরাহ ভিসা
2️⃣ বাস সার্ভিস
3️⃣ হোটেল
4️⃣ জিয়ারাহ

❌ যা থাকছে না গ্রুপে!
1️⃣ বর্ডার ফি ৩৫ দিরহাম
2️⃣ এহরামের কাপড়
3️⃣ খাবার

📱বিস্তারিত জানতে যোগাযোগ করুন
Al Helal Travel And Typing Service
📍Nakhil Dera, Dubai UAE.
Call or what's the
+97155 745 2973

দিল্লি না ঢাকা - ঢাকা ঢাকা! এখন সরাসরি ঢাকা থেকেই শেনজেন ভিসা!!🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র চালু হয...
05/12/2024

দিল্লি না ঢাকা - ঢাকা ঢাকা!

এখন সরাসরি ঢাকা থেকেই শেনজেন ভিসা!!🇪🇺
ঢাকায় আনুষ্ঠানিকভাবে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে।
এখন থেকে ঢাকা থেকে সরাসরি ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাবে।
আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন এক ধাপ এগিয়ে গেল!
• আর নয় দিল্লি যাওয়ার ঝামেলা।
• দ্রুত, সহজে এবং সুবিধামত আবেদন করতে পারবেন।
• শেঞ্জেন ভিসা নিয়ে ২৭টি দেশে ভ্রমণের সুযোগ রয়েছে।

EID Al ETTIHADUAE
03/12/2024

EID Al ETTIHAD
UAE

ইলেক্ট্রিক বাস, আবুধাবি।
19/11/2024

ইলেক্ট্রিক বাস, আবুধাবি।

বাংলাদেশ দূতাবাস
18/09/2024

বাংলাদেশ দূতাবাস

আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকা...
11/08/2024

আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দৈনিক ইত্তেফাক

নাহিদ এবং সজীবকে অভিনন্দন ও শুভেচ্ছা । আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা উভয়কে যোগ্যতা বাড়িয়ে দিন, সম্মানিত করুন এবং তারা জাতির...
08/08/2024

নাহিদ এবং সজীবকে অভিনন্দন ও শুভেচ্ছা । আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা উভয়কে যোগ্যতা বাড়িয়ে দিন, সম্মানিত করুন এবং তারা জাতির নতুন দিশারী হোক, আমিন ।

08/08/2024

প্রবাসীরদের ৮ দফা দাবি মেনে নিতে হবে!

১. প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে ১০০%
২. এয়ারপোর্টতে সম্মান দিতে হবে ১০০%
৩. বিমানে টিকেট দাম কমিয়ে আনতে হবে ১০০%
৪. প্রবাসীর ফ্যামেলীর নিরাপত্তা দিতে হবে ১০০%
5. ১২ বৎসর পর অবশরে দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে।
৬, সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কাট করে দিতে হবে।
৭. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে।
৮. সিন্ডিকেট ভেঙ্গে নতুন ভিসার দাম সীমিত করতে হবে।

সবার কাছে অনুরোধ রইল এটা নজরে আনার রাখার জন্য ধন্যবাদ সবাইকে

বিটিভির ভারপ্রাপ্ত সভাপতি সময় টিবি এই নিউজ কোথায় পেলো???দুটি বাংলাদেশি মিডিয়া দেখুন কিভাবে সংবাদ প্রচার করছে।
24/07/2024

বিটিভির ভারপ্রাপ্ত সভাপতি সময় টিবি এই নিউজ কোথায় পেলো???
দুটি বাংলাদেশি মিডিয়া দেখুন কিভাবে সংবাদ প্রচার করছে।

15/07/2024

Address

Nakhil Dera Dubai
Dubai

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Al Helal Travel And Typing Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Helal Travel And Typing Service:

Videos

Share

Category