20/01/2023
আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার? জানুন এদের মধ্যে সঠিক পার্থক্য
আপনি দেশে বা বিদেশে কোথাও ভ্রমনে গেলেন। আপনার সাথে প্রসঙ্গতই কোনো বিদেশীর সাথে দেখা হলো বা এমন কারো সাথে আলাপ শুরু হল যে কিনা আপনাকে জিজ্ঞেস করে বসল আপনি কি ট্রাভেলার। আপনি মাথা নেড়ে বলে দিলেন হ্যাঁ আপনি ট্রাভেলার। ওদিকে আপনি মনে মনে ভাবছেন আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার সে তো আপনি নিজেও জানেন না। আর তাই আমরা আজকে আপনাদের জানাব আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার। পড়তে থাকুন আপনার অজ্ঞতা দূর করবে আমাদের আজকের পরামর্শটি।
ব্যস্ততার মধ্যে একটু বিরাম পেলেই আমরা ছুটে চলি দিগন্ত থেকে দিগন্ত। কখনো কখনো শত কাজ ফেলেও নিজেকে একটু রিফ্রেশমেন্ট এর জন্য কোনো কিছুর তোয়াক্কা না করে বেড়িয়ে পড়ি সুন্দর সুন্দর দর্শনীয় স্থানে।
অনেকে ভাবতে পারেন ভ্রমন করব তা আবার আমি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার এটা জেনে কি করব! একটা হলেই হল। আমার শুধু আনন্দ উপভোগ, রিফ্রেশমেন্ট এর দরকার এটা পেলেই হয়!
এমনটাই অনেকে ভাবছেন তো তাই না? তাদের জন্য আমাদের আজকের পোস্ট। জেনে নিন আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার এবং আর কোনো দ্বিধাদ্বন্দ ছাড়াই সঙ্গীর সাথে আলাপ জমিয়ে তুলুন।
কিন্তু আপনি কি জানেন আপনার না জানাটাই ভয়,ক্ষতি। আপনি যদি আপনার নিজের বিষয়ে, আপনি যখন ভ্রমণ করছেন আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন জানা থাকে দেখবেন নিজের মধ্যে একটা ভাল লাগা কাজ করবে।
তাছাড়া আমারা সকলেই জানি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নামে একটি বিভাগ আছে। এই সাব্জেক্টি একটি আন্তর্জাতিক সাব্জেক্ট।
অসংখ্য শিক্ষার্থী এখন এই বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন। বিদেশে রয়েছে এই সাব্জেক্টির অনেক কদর। তাই এসব শিক্ষার্থীদের যেমন জানা দরকার আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার তেমনি এসব শিক্ষার্থীদের পাশাপাশি একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শিক্ষার্থীকেই জানা দরকার আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার হচ্ছেন আপনার ভ্রমনের সময়।
মনে করুন আপনি দেশে বা বিদেশে কোথাও ভ্রমনে গেলেন। আপনার সাথে প্রসঙ্গতই কোনো বিদেশীর সাথে দেখা হলো বা এমন কারো সাথে আলাপ শুরু হল যে কিনা আপনাকে জিজ্ঞেস করে বসল আপনি কি ট্রাভেলার। আপনি মাথা নেড়ে বলে দিলেন হ্যাঁ আপনি ট্রাভেলার।
ওদিকে আপনি মনে মনে ভাবছেন আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার সে তো আপনি নিজেও জানেন না।
কিন্তু আপনি যখন সঙ্গীর সাথে আলাপে ব্যস্ত কথা বলতে বলতে একসময় আপনার বাজেট কেমন ছিল, কয় দিনের ট্রিপে এসেছেন, কি ধরনের ছবি তুলছেন এসব সম্পর্কে যখন কথা বলা শুরু করলেন সে দেখল আপনি ট্রাভেলার
নয় আপনি ট্যুরিস্ট। তখন কিন্তু আপনাকে বেশ লজ্জায় পড়তে হয় নিজের অজ্ঞতার কারনে।
আর তাই আমরা আজকে আপনাদের জানাব আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার। পড়তে থাকুন আপনার অজ্ঞতা দূর করবে আমাদের আজকের পরামর্শটি।
আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার? ট্যুরিস্ট ও ট্রাভেলারের মধ্যে পার্থক্য জেনে নিন
১. কোথায় থাকবেন ট্যুরিস্ট ও ট্রাভেলাররা
আমরা ভ্রমনে যাওয়ার আগে কোথায় থাকব, কি করব, কিভাবে থাকব এসব নিয়ে একদিকে যেমন নানা উত্তেজনা কাজ করে অন্যদিকে থাকা খাওয়ার বন্ধোবস্তও করে ফেলি আগে থেকেই।আসুন জেনে নিই কোথাও ভ্রমনে যাওয়ার আগে একজন ট্যুরিস্ট ও ট্রাভেলারের থাকা খাওয়ার বন্ধোবস্তের দিকে কি ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন যার কারনে তাদের দুই ক্যাটাগরিকে সহজেই আলাদা করা যায়।
ট্যুরিস্টরা সব সময় ভাল জায়গায় থাকা খাওয়ার চিন্তা করেন। কোথাও বেড়াতে গেলে নামী-দামী হোটেল,গেস্ট হাউজে থাকার বন্দোবস্ত করে থাকেন।
অন্যদিকে ট্রাভেলাররা যেখানে রাত সেখানে কাইত এমন চিন্তা ভাবনা করেই থাকা খাওয়ার দিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে ভ্রমনে বেড়িয়ে পড়েন।
২. ব্যাগ-প্যাক বা তল্পিতল্পা কেমন হয়?
ট্যুরিস্টরা ব্যাগিং,প্যাকিং করে থাকেন অনেক বেশি। যারা ট্যুরিস্ট তারা দুইদিনের জন্য ভ্রমনে গেলেও লাগেজ নিয়ে বেড়িয়ে পড়েন।
পক্ষান্তরে ট্রাভেলরা কোথাও যাওয়ার মনস্থির করলে কাধে একটা খুবই প্রয়োজনীয় জিনিসের ব্যাগ ঝুলিয়ে নিয়ে ভ্রমনে বেড়িয়ে পড়েন।
৩. হোটেল বুকিং
ট্যুরিস্টরা সাধারণত কোথাও যাওয়ার আগেই হোটেল বুকিং দিয়ে থাকেন। এরা সব পরিবেশে যেখানেই থাকুক না কেন আরামদায়ক ভাবে থাকতে পছন্দ করেন।অন্যদিকে ট্রাভেলাররা আগে-ভাগে হোটেল বুকিং না দিয়েই বেড়িয়ে পড়েন ভ্রমনে। আরামদায়ক পরিবেশ সবসময় কাম্য নয় ট্রাভেলারদের। রেল স্টেশনে রাত কাটাতেও এদের কোনো সমস্যা নেই।
৪. কার সাথে ঘুরতে পছন্দ করেন?
ট্যুরিস্টরা যখন ভ্রমনে যান তখন একা যেতে খুবই বিরক্ত অনুভব করেন। এরা যেখানেই ভ্রমনে যাক না কেন কারো না কারো সাথে যেতে পছন্দ করেন। তবে ভ্রমনের বেলার উত্তম সঙ্গী ভ্রমনের আনন্দকে দ্বিগুন করে তোলে।
ট্রাভেলাররা বেশিরভাগ সময় একা একাই ঘুরতে বেশি পছন্দ করেন। তাদের সাথে সঙ্গী খুব কমই থাকে।
৫. ব্যাগে কি থাকে?
ট্যুরিস্টরা কোনো স্থান দর্শন করতে গেলে তার ব্যাগ-প্যাক, থাকা- খাওয়ার বাহারি বন্দোবস্ত আর ব্যাগের মধ্যের জিনিষ দেখলেই আপনি সহজেই বুঝে যাবেন যে সে একজন ট্যুরিস্ট
কিভাবে প্রশ্ন জাগছে মনের মধ্যে তাই না? প্ৰশ্ন দূর করছি সহজ উদাহরণের মাধ্যমে।
ট্যুরিস্টদের ব্যাগে ছোট বই বা খাতার পরিবর্তে ল্যাপটপ, আইপ্যাড থাকে। এগুলো ছাড়া সে চলতেই পারে না ৷অন্যদিকে ট্রাভেলারের ব্যাগে এগুলোর পরিবর্তে থাকে নোটবুক, বই। যেখানে সে বিভিন্ন স্থানের তথ্য তুলে রাখেন এই নোটপ্যাডে।
৬. বাজেট ট্রিপ
বাজেট ট্রিপ কেমন হয় এই দুই ক্যাটাগরির নিশ্চয় জানতে ইচ্ছে করছে তাই না? ইচ্ছা হওয়ারই কথা!
ট্যুরিস্টরা ব্যাজেট ট্রিপ একদমই পছন্দ করেন না। তারা যেখানে যাবে আনলিমিটেড খরচ করতে চান।
ট্রাভেলারদের সব ট্রিপই বাজেট ট্রিপ। তাদের পূর্বপরিকল্পিত কোনো বাজেট ট্রিপ থাকে না।
৭. নেটওয়ার্ক সিগন্যাল
ট্যুরিস্টরা কোথাও ঘুরতে গেলে সেখানে গিয়ে ও ফোনের নেটওয়ার্ক পাচ্ছে কিনা তা নিয়ে বিচলিত থাকেন। এমনকি দূর্গম মরু-পাহাড়ে গেলেও তারা বার বার ফোনের সিগন্যাল চেক করতে থাকেন।
ট্রাভেলাররা নিজে থেকেই চেষ্টা করেন ফোনের সিগন্যাল এয়ারপ্লান মোডে রাখতে। বার বার ফোনের নেটওয়ার্ক চেক করেন না ট্রাভেলাররা এবং এরা চেষ্টাই করেন নো সিগন্যাল স্থানে যাওয়ার জন্য।
৮. কার ছবি বা সেলফি বেশি তোলেন?
ফোন যদি কাছে থাকে তাহলে ঘুরতে গেলে ছবি তুলবে না তা কি হয়! এমন মানুষ পাওয়াও দুষ্কর। কিন্তু ভ্রমন শেষে কার ছবি আপনার ফোন গ্যালারিতে বেশি থাকে তা বলে দিবে আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার।
ঘুরতে গেলে ছবি না তুললে যেন আজকাল ঘোরার স্বার্থকতা পাওয়া যায় না।
যায়হোক ট্যুর শেষে ট্যুরিস্টদের কাছে নিজের সেলফি, ছবিই বেশি থাকে যেখানে ঘুরতে গিয়েছিল সেই স্থানের পরিবর্তে।
পক্ষান্তরে, ট্রাভেলারদের কাছে বেশি থাকে যেখানে ঘুরতে গিয়েছিল সেখানকার ছবি নিজের ছবি খুবই কম থাকে।
৯. অভিজ্ঞতা
অভিজ্ঞতা অর্জন করতে সবারই ভাল লাগে। তবে ভ্রমনও করেন কেউ কেউ অভিজ্ঞতা অর্জনের জন্য আবার কেউ শুধু কয়েকটা ছবিতে নিজেদের বন্ধি করার জন্য কেউবা শুধুমাত্র ঘোরার উদ্দ্যেশ্যেই ঘুরে থাকেন।
কি অভিজ্ঞতা অর্জিত হল না হল তা সে নিজেও বলতে পারেন না।
তবে একজন ট্যুরিস্ট ভ্রমনে যাওয়ার আগে অন্যদের কাছ থেকে পরামর্শ নিয়ে বা যাদের ঐ স্থান সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা আছে এমন মানুষের কাছ থেকে শুনে কোথাও বেড়াতে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ট্রাভেলাররা নিজেই অভিজ্ঞতা আবিষ্কার করেন। বুঝলেন না তো? ট্রাভেলাররা কারও কাছ থেকে কোনো কিছু না শুনেই ভ্রমনে ট্রাভেলাররা নিজেই অভিজ্ঞতা আবিষ্কার করেন। বুঝলেন না তো? ট্রাভেলাররা কারও কাছ থেকে কোনো কিছু না শুনেই ভ্রমনে বেড়িয়ে পড়েন ও অভিজ্ঞতা অর্জন করে এবং তারাই পরবর্তীতে ট্যুরিস্টদেরকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন।
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ এই ছিল আমাদের আজকের পরামর্শ আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার ও ট্যুরিস্ট ও ট্রাভেলারের মধ্যে পার্থক্য সম্পর্কিত বিষয়। যদি পোস্টটি মন দিয়ে পড়ে থাকেন তাহলে আশাবাদী আপনি অবশ্যই বুঝতে পারছেন ট্যুরিস্ট ও ট্রাভেলারের মধ্যে ভিন্নতা এবং আশাবাদী আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার সে সম্পর্কেও ধারনা হয়েছে।
আশা করি পোস্টটি পড়ে জ্ঞানার্জনের মাধ্যমে আপনাদের ভ্রমন সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি পাবে ও ভ্রমন আনন্দকে বাড়িয়ে তুলবে।
খুব শীগ্রই আসব পরবর্তী পোস্টে নতুন কিছু নিয়ে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। সাথেই থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি সুপ্রিয় পাঠকগণ।