Bony Amin

Bony Amin This Page Created For Tourist & Travelling information Share. Please do support & like comment share.
(2)

31/08/2024
29/08/2024

আলহামদুলিল্লাহ
ভিজিট ও রেসিডেন্সি ভিসা সহ সকল ভিসার ফাইন মাফ হবে।

আপনি যদি  🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো কেউ আগে বিষয়গুলো ন...
14/01/2024

আপনি যদি 🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো কেউ আগে বিষয়গুলো নিয়ে এত খোলামেলা কথা বলেনি যা আজকে আমরা বলতে যাচ্ছি। তাই ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়বেন আশা করি। যা আপনার ভিসা পাওয়ার পূর্বশর্ত হিসেবে কাজ করবে, আর আপনি পেতে পারেন আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা ইনশাল্লাহ।
আমেরিকার ভিসা নিয়ে আমাদের অনেক কৌতূহল থাকে। আবার আমাদের অনেকের ড্রিম কান্ট্রি আমেরিকা। সবার একবার হলেও আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে। তাই হয়তো আমাদের সবার চেষ্টা থাকে আমেরিকা যাওয়ার। আর সত্যি কথা হচ্ছে আমরা চাইলেই আমেরিকা যেতে পারি, হ্যাঁ আমরা সত্যি বলছি, চাইলে আপনিও যেতে পারেন। এখন আপনি বলতে পারেন এতই কি সহজ আমেরিকা যাওয়া? আমরা বলবো হ্যাঁ আসলেই সহজ আমেরিকা যাওয়া। যদি আপনি আমেরিকা যাওয়ার একজন যোগ্য ব্যক্তি হন। আমরা কিন্তু আমেরিকার টুরিস্ট ভিসার কথা বলছি।
এখন বলি সঠিক যোগ্যতার মাপকাঠি কি? আসলে এই ব্যাপারে কোন দিক নির্দেশনা নেই, ইউএস এম্বাসির ওয়েবসাইটেও এর কোন চেকলিস্ট বা ক্রাইটেরিয়াও নেই। যেইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই এই ক্রাইটেরিয়া ও চেকলিস্ট গুলো ফুলফিল করলে আমেরিকার টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তাহলে আপনি বলতে পারেন আমি তাহলে কোন যোগ্যতার কথা বলছি? আসলে যোগ্যতার কোন মাপকাঠি নেই এই ক্ষেত্রে আমি আপনাকে দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে বলছি যেহেতু আমরা অনেক ফাইল প্রসেস করেছি তাই কেন ভিসা পেয়েছে বা রিফিউজ হয়েছে তা বুঝতে পারছি, তাই একজন ব্যক্তি বা একটি পরিবার যে বিষয় গুলো মেনে তার প্রোফাইল গুলো ঘুছাতে পারলে তার কাঙ্খিত ভিসাটি পেতে পারে, তার একটি বিস্তর ধারণা দিচ্ছি।
আর হ্যাঁ, মাঝখানে ছোট করে একটি কথা বলি আমেরিকার টুরিস্ট ভিসাটি মূলত ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। ৫ থেকে ৭ মিনিটের ছোট একটি ইন্টারভিউ এর মাধ্যমে ভিসাটি হয়ে থাকে। অন্যান্য দেশের মতো ডকুমেন্ট ভিত্তিক ভিসা নয়। ইন্টারভিউটি আপনি বাংলা অথবা ইংলিশে দিতে পারবেন।
যাক আগের কথায় আসি, আমরা প্রথমেই যে ভুল কাজটি করে থাকি সেটি হলো সঠিক যোগ্যতা না থাকা সত্ত্বেও আমেরিকার ভিসার জন্য আবেদন করে ফেলি। যে কারণে রিফিউজও হয়ে যাই। তাহলে অল্প করে ধারণা দিচ্ছি কি কি যোগ্যতা না থাকার কারণে ভিসা রিফিউজ হয়।

🔮প্রথমত আমরা একেবারে সাদা পাসপোর্টে কোন দেশ ট্রাভেল করা ছাড়া ইউএস ভিজিট ভিসার জন্য দাঁড়িয়ে যাই, যেই ভুলটি আমরা অনেকে করে থাকি। আবার অনেকে আপনার ফাইল প্রসেস করার জন্য বলে, সাদা পাসপোর্টে ভিসা হয় এটি একবারে ভুল কথা। আপনি ভিসা অফিসারের কাছে একজন ট্রাভেলার হিসেবে কিভাবে প্রমাণ করবেন যে আপনি আমেরিকা গিয়ে আবার ফিরে আসবেন? যেহেতু এটি একটি টুরিস্ট ভিসা আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ট্রাভেলার। আর প্রমাণ করার একটি ভালো মাধ্যম হলো আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো টুরিস্ট ভিসায় ভিজিট করা। আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলো ট্রাভেল না করে আমেরিকার মতো প্রথম সারির দেশে কেন ঘুরতে যাবেন? হয়তো আপনি উত্তরটি পেয়ে গেছেন।
তবে আপনার যদি বয়স বেশী থাকে বা নিজ পরিবার ও আত্মীয়র মধ্যে কেউ যদি আমেরিকায় থাকে সেক্ষেত্রে তেমন একটা ভিজিট না থাকলেও হবে, যেমন ধরেন আপনার বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন, চাচা-চাচি, কাজিন কেউ যদি আমেরিকায় থাকেন সেখানে ওনাদের দেখতে যাবেন বা ওনারা কোন প্রোগ্রাম এরেঞ্জ করেছেন সেখানে আপনি উপস্থিত থাকার কারণ দেখিয়ে আমেরিকা ভিজিট ভিসায় যেতে পারেন যদিও তার যুক্তিযুক্ত কারণ থাকতে হবে।
অনেকে বলে আমেরিকা থেকে আপনার জন্য ইনভাইটেশন এনে ভিসা করিয়ে দিবে, এটিও ভুল কথা। আপনি চিন্তা করে দেখেন অচেনা লোক বা দূর সম্পর্কের কেউ কেন আপনাকে ইনভাইটেশন দিবেন? যদি দিয়েও দেন সেই ইনভাইটেশনে কোন কাজে আসবে না। আর ইনভাইটেশন ব্যাপারটি শুধুমাত্র মেডিকেল ইমারজেন্সি, বিজনেস, কনফারেন্স, বিয়ে, জন্মদিন এবং ট্রেড ফেয়ার এর ক্ষেত্রে কিছুটা কার্যকর হয়।
🔮 দ্বিতীয়ত আপনি আপনার দেশে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে হচ্ছে আপনি বাংলাদেশে একজন ব্যবসায়ী বা ভালো কোন জব করেন, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আপনার আমেরিকাতে গিয়ে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য আপনার আছে, এর মানে আপনি আমেরিকাতে যাবেন এবং ফিরে আসবেন। আমার এই কথাটি পড়ে হয়তো চিন্তা করছেন অনেক টাকা থাকলে বা অনেক টাকা ইনকাম করলে হয়তো আমেরিকায় যেতে পারব। তাই না? কথাটি যদিও সত্য, কিন্তু আমরা যারা ভালো কোন দেশে যাওয়ার চিন্তা করি, তখনি যখন এটলিস্ট কিছু ভালো পরিমাণ টাকা আমাদের কাছে থাকে। তাহলেই আমেরিকার ভিসা নিয়ে চিন্তা করি। সেক্ষেত্রে আমরা ভালো জব বা ভালো ব্যবসা দেখাতে পারি। হয়তো আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পারছেন।
যাইহোক প্রতিষ্ঠিত হওয়ার গল্পটি এই কারণেই বললাম। বলার কারণ কি জানেন? ভিসা অফিসার চিন্তা করেন আপনি আপনার দেশে যে পরিমাণ টাকা উপার্জন করেন, হয়তো সেখানে গিয়ে আরো ভালো পরিমাণ টাকা উপার্জন করলে আপনি দেশে ফিরবেন না। এটা চিন্তা করে ভিসা অফিসার আপনাকে ভিসাটি নাও দিতে পারে। ইউএস এম্বাসির ওয়েবসাইটে লেখা আছে আপনি যখন নন ইমিগ্রেন্ট তথা টুরিস্ট ভিসায় (B1/B2) আবেদন করেন, ইন্টারভিউর আগের সময় পর্যন্ত ভিসা অফিসার ধরে নেন আপনি আমেরিকাতে গিয়ে আর ফিরে আসবেন না।
🔮 তৃতীয় কথাটি খুব গুরুত্বপূর্ণ আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে ফর্ম টিকে বলা হয় DS-160, ভিসা অফিসারের সামনে নিজেকে প্রেজেন্ট করার সবথেকে বড় একটি মাধ্যম, তবে একটি দুঃখের বিষয় কি জানেন? আমরা DS-160 ফর্মটিকে নিয়ে অবহেলা করি। যেমন অনভিজ্ঞ কাউকে দিয়ে DS-160 ফর্মটি পূরণ করানো এবং অনভিজ্ঞ কারো সাথে পরামর্শ নেওয়া। অনেকেই এই ক্ষেত্রে খরচ কমানোর জন্য যেখানে সেখানে মোটামুটি ব্রাউজ করতে পারে বা কোন এক কম্পিউটার দোকান থেকে DS-160 ফর্মটি পূরণ করে। এমন কারো কাছ থেকে পরামর্শ নেয় সে হয়তো আমেরিকা টুরিস্ট ভিসা সম্পর্কে তেমন অভিজ্ঞ নন, হয়তো বা তিনি একবার ভিসা পেয়েছে, কিন্তু ভিসা পাওয়ার মানে এই নয় যে তিনি সব ব্যাপারে জেনে গেছেন। তাই এরকম অনেকের পরামর্শ নিয়ে ভিসা আবেদন ফর্ম পূরণ করে বা ইন্টারভিউ দিয়ে অনেকেই রিফিউজ হয়েছে। কেননা DS-160 ফর্মটি ওভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে ভিসা অফিসার আপনার সম্পর্কে যা জানার বা ডিসিশন নেওয়ার দরকার তা সব ইনফরমেশন DS-160 ফর্মটি থেকে পেয়ে যান।
🔮চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো ইন্টারভিউ, যেহেতু আমেরিকার টুরিস্ট ভিসা একটি ইন্টারভিউ নির্ভর ভিসা সে ক্ষেত্রে আপনার ইন্টারভিউতে ভিসা অফিসারকে কনভেন্স করতে হবে যে আপনি যাবেন আবার ফিরে আসবেন, এজন্য অবশ্যই আপনার একটি বিশ্বাসযোগ্য গল্প থাকতে হবে। এটির মাধ্যমে ভিসা অফিসারকে বোঝাতে হবে -আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত, -আমেরিকা যাওয়ার আমার যৌক্তিক কারণ আছে এবং -আমি আমেরিকাতে গিয়ে ঘুরে ফিরে আসবো।
এই যে আমি বললাম আপনি যে ফিরে আসবেন, এটা কনভেন্স করতে হবে, এটা কনভেন্স করার উপায় কি? কাজ হচ্ছে DS-160 ফর্মটি সুন্দর ভাবে, নির্ভুল ভাবে পূরণ করা। অনেকেই (DS-160 ফর্ম ও ইন্টারভিউ) এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়কে আলাদাভাবে পার্সেন্টেজ করে। আমরা এই কাজটি করব না কারণ এই দুইটির কম্বিনেশনে কাঙ্খিত ভিসাটি আপনার হবে।
আমরা আরেকটা বড় ভুল করি ডকুমেন্টকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া ও প্রচুর ডকুমেন্ট রেডি করা, যেগুলো আসলে ইন্টারভিউতে ধরেও দেখবেন না, তবে কিছু ডকুমেন্ট ভিসা ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো কোন যুক্তি সঙ্গত কারণ থাকলে ভিসা অফিসার দেখতে চাইবে। অনেকের মাথায় চিন্তাটি থাকে ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে, ট্রানজেকশন কেমন করতে হবে, ব্যাংকে কত টাকা রাখতে হবে। এই প্রশ্নের আসলে কোন উত্তরই নেই, ডকুমেন্ট এর মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্সও ভিসা অফিসার ধরেও দেখবেন না। যদিও দেখে খুব রেয়ার কেসে। আমাদের কথাটি হয়তো বুঝতে পেরেছেন ইউএস টুরিস্ট ভিসা ক্ষেত্রে এইসব ডকুমেন্টারি ইস্যু আপনার জন্য কোন ধরনের ভ্যালু রাখে না।
আমেরিকার ভিসার ব্যাপারে কোনভাবে আপনারা কন্ট্রাকে কারো সাথে যোগাযোগ করবেন না। কোনভাবে কন্ট্রাকে আমেরিকার ভিসা নিবেন এই বিষয়টি মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন। আমেরিকার ভিসা কন্ট্রাকে বা টাকা পয়সা দিয়ে কোনভাবে নেওয়া যায় না। সঠিকভাবে আবেদন করে ও সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে আপনি পেতে পারেন আমেরিকার টুরিস্ট (B1/B2) ভিসা।
💲 আমেরিকার টুরিস্ট ভিসার বর্তমান এম্বাসি ফি ১৮৫$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে যা আসে। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দেওয়া যায়। এই টাকা জমা দিয়ে ইন্টারভিউ এর ডেট নিতে হয়।
🔷 সর্বপরি একটা কথা বলবো, আমেরিকার টুরিষ্ট ভিসার ক্ষেএে যদি DS-160 ফর্মটি একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পূরণ করাতে পারেন, কারণ এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে ও আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ দেখাতে পারেন। এবং ইন্টারভিউতে ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে পারলে, আপনার ভিসাটি হবে ইনশাল্লাহ।
আপনারা যারা ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ❤️

🟢 আবেদন করার জন্য প্রথমে আপনার যা প্রয়োজনঃ-
১। পাসপোর্ট এর রঙিন কপি।
২। দুইটা ফোন নাম্বার।
৩। একটা ই-মেইল আইডি।
৪। ছবি (২x২ সাইজ) সাদা ব্যাকগ্রাউন্ড (সফট কপি)।
এগুলো থাকলেই আপনি আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আবেদনটি করতে পারেন।

Telegram 👇
https://t.me/TouristTravelling

Whatsapp👇
https://chat.whatsapp.com/F4dwTebdORjGXuNQRHnjDA

Facebook 👇
https://www.facebook.com/BonyAminShaikh

vfs global এর নুতুন আইন -
13/01/2024

vfs global এর নুতুন আইন -

🇨🇦 LMIA/JOB Offer verification কিভাবে করবেন ? LMIA verificatio করার তেমন কোন বিশেষ টুল বা প্রসেস নাই তবে LMIA দেখতে পারল...
13/01/2024

🇨🇦 LMIA/JOB Offer verification কিভাবে করবেন ?

LMIA verificatio করার তেমন কোন বিশেষ টুল বা প্রসেস নাই তবে LMIA দেখতে পারলে বলে দেওয়া যাবে আসল না নকল। আপনার হয়তো মনে হতে পারে যদি বিশেষ টুল না থাকে তাহলে কিভাবে আমি বলতে পারবো সেটা আসল না নকল !

কিছু বেসিক জিনিস আছে যেমন ধরুন
____________________________________

LMIA ইস্যু করে Employment and Social Development Canada (ESDC)। গত সপ্তায় একজন আমাকে তার LMIA দিয়ে বললো চেক করে দিতে আমি তো প্রথমেই ধরে ফেলছি সেটা নকল। কারন তার LMIA was issued by Singapore Visa Office ! তার ধান্দাবাজ এজেন্সি তাঁকে হয়তো বোকা বানিয়েছে কিন্তু সবাইকে তো বোকা বানানো সম্ভব না। সোজা বাংলায় LMIA যেই দিক না কেনো সেটা আপনি কোন যোগ্যতার ভিত্তিতে নিয়েছেন সেটাই আসল ব্যাপার।

🔰আপনার কি EE profile আছে ?
🔰IELTS Exam দিয়েছেন ?
🔰Job Bank এর মাধ্যমে জব এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন ?

LIMA টা আপনাকে Job Bank এর মাধ্যমেই দেখানো হবে। যদি উপরের প্রশ্নগুলোর উত্তর না হয় তাহলে বুঝবেন আপনাকে LIMA বলে যে কাগজ ধরানো হয়েছে সেটা নকল। IRCC তে স্পষ্ট বলা আছে ''Workers must apply for a work permit at IRCC'' আপনি যদি এইসব কিছুই করে না থাকেন তাহলে আপনি যেটা পেয়েছেন সেটা আসল LMIA নয়। সুতরাং, কাকে LMIA এর জন্য কষ্টার্জিত টাকা দিচ্ছেন ভেবে চিন্তে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

🟥 কি কি করবেন না যখন আপনাকে কেউ ভ্যালিড LMIA বলে ভুয়া ডকুমেন্ট হাতে ধরিয়ে দেয়...........................
১। মেডিক্যাল ফি দেবেন না।
২। সিকিউরিটি আমাউন্ট দেবেন না।
৩। ভিসা প্রসেসিং ফি দেবেন না।

🟥 কিভাবে বুঝবেন আপনাকে যেটা দেওয়া হচ্ছে সেটা ফেক জব অফার লেটার ?
১। ওয়েবসাইট চেক করুন
২। কোম্পানি রিভিউ চেক করেন
৩। কোম্পানির ডোমেইন নাম চেক করুন।
৪। প্রিন্টেড লেটারের প্রিন্টিং কোয়ালিটি চেক করুন।
৫। লেটারের গ্রামাটিকাল ভুল চেক করুন।
৬। অফিসের লোকেশন চেক করুন।
৭। কোম্পানিকে সরাসরি ফোন করুন।
৮। যে কোম্পানি থেকে আপনাকে জব অফার লেটার দেওয়া হচ্ছে সেই কোম্পানির বিল্ডিং ম্যানেজারের সাথে কথা বলে দেখুন ওই নামের কোন কোম্পানি তাঁদের বিল্ডিংয়ে আছে কিনা।

কোনকিছু বুঝতে না পারলে অথবা কোন অ্যাপ্লিকেশনে আপনার আমাদের সাহায্যের প্রয়োজন হলে।

🔴 স্টুডেন্ট ভিসা
🔴 ভিজিটর ভিসা
🔴 পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা

যেকোনো ধরনের ভিসা অ্যাপ্লিকেশনের সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

https://t.me/TouristTravelling

WhatsApp Group Invite

10/01/2024

জরুরী বিজ্ঞপ্তি
❌❌আপনারা যারা রোমানিয়ার ভিসা প্রত্যাশী আপনাদের জন্য একটা ব্যাড নিউজ। ❌❌
রোমানিয়া এম্বাসি অফিশিয়াল ভাবে ঘোষণা করেছেন🔪 মেডিকেল ভিসা দিয়ে এম্বাসি ফেস করতে আর পারবেন না।❌❌
তাই যাদের মেডিকেল ভিসা অলরেডি আছে, আপনারা অনথা দিল্লিতে গিয়ে ফেরত আসার কোন প্রয়োজন নেই।

✅✅আর যাদের ডাবল এন্ট্রি এবং টুরিস্ট ভিসা আছ, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন দিল্লিতে । ✅✅

২০২৩ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় পর্তুগাল এর পাসপোর্ট টপ ৫ এ| ১৮৮ দেশে ভিসা ফ্রি ট্রাভেল একজন পর্তু...
09/10/2023

২০২৩ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় পর্তুগাল এর পাসপোর্ট টপ ৫ এ| ১৮৮ দেশে ভিসা ফ্রি ট্রাভেল একজন পর্তুগিজ নাগরিক করতে পারে | কৃতজ্ঞতা জানাই পর্তুগীজদের নাগরিকত্ব দেওয়ার জন্য |

05/10/2023

🇮🇹 ইতালি অথবা ইউরোপের ভিসা এপ্লিকেশন করার জন্য কোন সাইজের কেমন টাইপের ছবি দিতে হবে তার একটি উদাহরণ উপস্থাপন করলাম আপনাদের জন্যঃ

🟢 পাসপোর্ট কপি
১ঃ সদ্য তোলা ছবি হতে হবে
২ঃ ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে
৩ঃ ছবির ন্যাচেরাল অথবা কোন ধরনের এডিট করা যাবে না,
৪ঃ ছবির সাইজ ৩৫ × ৪৫ হতে হবে
৫ঃ কোনরকম বর্ডার থাকা যাবেনা
৬ঃ পুরো ছবিতে অন্তত ৮০% মুখমন্ডল থাকতে হবে,
৭ঃ ছবিটি অবশ্যই ল্যাবে প্রিন্ট করতে হবে এবং উন্নত মানের কাগজ (ম্যাট পেপার) ব্যবহার করতে হবে
৮ঃ ছবি তোলার সময় পোশাক পরিধানের ব্যাপারে সচেতন থাকুন কোট টাই লাগানো থেকে বিরত থাকুন যেহেতু আপনি কোন ডাক্তার ইঞ্জিনিয়ার পোষ্টের জবের জন্য আবেদন করেননি। আমার মতে ফরমাল শার্ট পরে ছবি তোলা উত্তম।
৯ঃ ছবি তোলার সময় চশমা, টুপি, মাফলার, পড়া থেকে বিরত থাকুন।
১০ঃ সোজা হয়ে বসে ছবি তুলুন যাতে আপনার পুরো মুখমণ্ডলটি স্পষ্টভাবে বুঝা যায়।

আসসালামু আলাইকুম। আপনি জেনে আনন্দিত হবেন, *বর্তমানে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করা যা...
01/10/2023

আসসালামু আলাইকুম।

আপনি জেনে আনন্দিত হবেন, *বর্তমানে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করা যাচ্ছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই, সংযুক্ত আরব আমিরাত হতে এ সেবা প্রদান করা হচ্ছে*।

এজন্য কাঙ্ক্ষিত তথ্যসহ ই-পাসপোর্টের আবেদন করতে হবে। এর সাথে তথ্য পরিবর্তনের কারণ ও যৌক্তিকতা উল্লেখ করে একটি লিখিত আবেদন এবং দাবিকৃত তথ্যের সঠিকতা ও আবেদনের ফলে সৃষ্ট সম্ভাব্য সৃষ্ট জটিলতার দায়িত্ব গ্রহণ করে নির্ধারিত ফরমে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। উভয় ফরমের নমুনা www.dubai.mofa.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

_মনে রাখবেন, পাসপোর্টের তথ্য পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে সাধারনত অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। এছাড়া, পূর্ববর্তী পাসপোর্টের তথ্য ও চাহিত তথ্যের মধ্যে মৌলিক পার্থক্য পরিলক্ষিত হলে বিষয়টি পুলিশ বা বিশেষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো হবে। এজন্য অনির্ধারিত অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে।_

আপনাকে সবিনয়ে মনে করিয়ে দিতে চাই, পাসপোর্টের তথ্য পরিবর্তন হলে পাসপোর্টধারী ভিসা প্রাপ্তিসহ দেশে ও বিদেশে আইনি ও সামাজিক জটিলতার সম্মুখীন হতে পারেন। এছাড়া, আবেদন অনুমোদিত বা বাতিল যাই হোক না কেন আবেদন ফি কখনই ফেরতযোগ্য নয়। সুতরাং, আবেদনের পূর্বে বিস্তারিত জেনে-বুঝে আবেদন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

এ ধরনের আবেদন নিষ্পত্তিতে সাধারণ আবেদনের চেয়ে কয়েকটি অতিরিক্ত ধাপ প্রয়োজন হয়। তাই, প্রক্রিয়াটি তরান্বিত করার স্বার্থে পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য *এক্সপ্রেস আবেদন* দাখিলের পরামর্শ প্রদান করা যাচ্ছে।

ধন্যবাদান্তে
মোহাম্মদ কাজী ফয়সাল
প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং)
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই

Bangladesh E- Passport All Details
27/09/2023

Bangladesh E- Passport All Details

রোমানিয়ায় "ইউরোপা ফ্যাশন কোম্পানি"-এর মাধ্যমে কর্মী প্রেরণ সংক্রান্ত সতর্কতামূলক বিজ্ঞপ্তি ।
23/09/2023

রোমানিয়ায় "ইউরোপা ফ্যাশন কোম্পানি"-এর মাধ্যমে কর্মী প্রেরণ সংক্রান্ত সতর্কতামূলক বিজ্ঞপ্তি ।

সুখবর 🎊🎉২৪ আগস্ট ২০২৩ থেকে বাংলাদেশ দূতাবাস, সুইডেনে আপনারা সবাই  ই-পাসপোর্ট 🇧🇩(E-Passport) করতে পারবেন।
22/08/2023

সুখবর 🎊🎉
২৪ আগস্ট ২০২৩ থেকে বাংলাদেশ দূতাবাস, সুইডেনে আপনারা সবাই ই-পাসপোর্ট 🇧🇩(E-Passport) করতে পারবেন।

আল আইন-এ কনস্যুলেট সেবা পুনরায় চালু
18/08/2023

আল আইন-এ কনস্যুলেট সেবা পুনরায় চালু

Only For Abu Dhabi  Airport Not Dubai
03/08/2023

Only For Abu Dhabi Airport Not Dubai

আলবেনিয়া ব্যান বাংলাদেশিদের জন্যো।
16/07/2023

আলবেনিয়া ব্যান বাংলাদেশিদের জন্যো।

এখন থেকে ঢাকাতেই পাওয়া যাবে 🇬🇷 গ্রিসের ভিসা। গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের একচেটিয়া বহিরাগত সেবা প্রদানকারী ...
06/07/2023

এখন থেকে ঢাকাতেই পাওয়া যাবে 🇬🇷 গ্রিসের ভিসা।

গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের একচেটিয়া বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ভিএফএস গ্লোবালের সাথে অংশীদারিত্বে সকল ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণের জন্য ঢাকায় একটি ডেডিকেটেড সেন্টার চালু করেছে।

ঢাকায় গ্রিসের কনস্যুলেট সূত্রে এই তথ্য জানা গেছে।

এজন্য এখন থেকে পর্যটন, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, পড়াশোনাসহ সব ধরনের ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা এখন ঢাকায় নতুন চালু হওয়া গ্রিসের ভিসা আবেদনকেন্দ্র থেকে আবেদন করতে পারবেন।

ভিসা আবেদনকারীদের ঢাকার বোরাক মেহনুর টাওয়ারের ৮ম তলায় (৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী) ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (জেভিএসি) পরিদর্শন করার আগে আবেদন ও ফিংগারের জন্য অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

এই লিংকে ক্লিক করে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।👇👇

https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application

ভিএফএস গ্লোবালের চিফ অপারেটিং অফিসার (দক্ষিণ এশিয়া) প্রবুদ্ধ সেন বলেন, ‘যারা কাজ, শিক্ষা, ব্যবসা ও অবসর সময় কাটানোর জন্য গ্রিস ভ্রমণে আগ্রহী, নতুন কেন্দ্রটি বাংলাদেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে। এই উন্নয়ন জিভিডব্লিউসির সঙ্গে আমাদের বিশ্বস্ত অংশীদারিত্বের আরেকটি অধ্যায়, যার সঙ্গে আমরা ২০১৮ সাল থেকে কাজ করছি।’

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

উল্লেখ্য, জিভিসিডাব্লু বিশ্বের ১৮টি দেশ ও ৮২ টি শহরে কাজ করে। এর অপারেশনাল সক্ষমতা এবং অংশীদারদের মূল্যবান অবদানের ওপর ভিত্তি করে, বিশেষত হেলেনিক টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন (ওটিই), ইউরোপের বৃহত্তম টেলিকম সংস্থা এবং ভিএফএস গ্লোবাল, জিভিসিডাব্লু প্রতিদিন হাজার হাজার ভিসা আবেদনকারীকে সেবা দিচ্ছে।

জিভিসিডব্লিউ’র ৮২টি ভিএসি এবং এর অত্যাধুনিক অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন প্রযুক্তি রক্ষণাবেক্ষণকারী প্রায় ৩০০ ভিসা হ্যান্ডলিং কর্মীর নিরন্তর প্রচেষ্টা আরও দক্ষ কর্মপ্রবাহের অনুমতি দেয় এবং সংশ্লিষ্ট গ্রিক কনস্যুলেটের কাজের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সক্ষম হয়েছে, যার ফলে ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর হয়েছে।

প্রসঙ্গত, গ্রীস বাংলাদেশের জন্য একটি উদীয়মান গন্তব্য স্থল। দেশটি প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭ হাজার গ্রিস ভিসা আবেদন গ্রহণ করছে।

Join Our Whatsappe 👇

https://chat.whatsapp.com/F4dwTebdORjGXuNQRHnjDA

Join Our Telegram 👇

https://t.me/TouristTravelling

Beauty of Nature
05/07/2023

Beauty of Nature

04/07/2023

Welcome To Everyone This Page

Address

Dubai
.

Alerts

Be the first to know and let us send you an email when Bony Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like