Sadika Tour & Travel Ltd

Sadika Tour & Travel Ltd We are consultant to all students. We are sharing about student visa very smoothly. You can communicate with us.

হাজারো যুবকের স্বপ্নের দেশ সার্বিয়া 🇪🇺🇷🇸এই বছর হাজারো মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে! সার্বিয়া নতুন গন্তব্য হিসেবে জনপ...
02/01/2025

হাজারো যুবকের স্বপ্নের দেশ সার্বিয়া 🇪🇺🇷🇸

এই বছর হাজারো মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে! সার্বিয়া নতুন গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু মনে রাখবেন—এখনই সুযোগ গ্রহণ করার সময়! ভবিষ্যতে ধীরে ধীরে রোমানিয়ার মত কঠিন শর্ত আরোপ হতে পারে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে! তাই যারা নতুন করে এই দেশে আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য বিশেষ অনুরোধ—

✔️ কাজ করবেন!
❌ পালাবেন না!

সার্বিয়ায় এসে পালিয়ে যাওয়া আপনার এবং অন্যদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে! দেশটিতে কাজের সুযোগ নিতে আসুন এবং আপনার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করুন।

আশা করি, আপনারা সবাই দেশের ইমেজ বজায় রাখবেন এবং সুযোগকে কাজে লাগাবেন! 🙏🇪🇺

31/12/2024

🇧🇩✈️✈️আলহামদুলিল্লাহ আগামী ১জানুয়ারি ২০২৫ থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে।

তাছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে জানুয়ারি ১ তারিখ থেকে বসবে রাজধানী ঢাকাতে ইউরোপ গামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ।
মোট ৯টি দেশে 🇧🇩✈️✈️

25/12/2024

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে:
একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।
বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।
অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।
আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।
আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।
আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।
আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।
আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।
আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।
আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পর পর হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।

02/12/2024

ক্রোশিয়ার ভিসা পেতে যেতে হবে না দিল্লি বা নেপালে, বাংলাদেশ থেকেই হবে আপনার স্বপ্নের দেশ ক্রোয়েশিয়ার ভিসা! 🇭🇷🇪🇺👈

এটি ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ" এই দেশে বাংলাদেশী কর্মীরা মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারে গড়ে ! সাথে কোম্পানি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আছে! গত কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে অনেক কর্মী যাচ্ছে এই দেশে! 🇭🇷🇧🇩

কিভাবে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এ নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়া হল আজকের পোস্টে " 🇭🇷👈🤝

✅ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়ার সম্পূর্ণ ভিসা প্রসেসঃ

🟢আজকে ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়ার সম্পূর্ণ ভিসা প্রসেস নিয়ে আলোচনা করব। যারা নতুন এপ্লাই করবেন বা করেছেন, অথবা ধারনা নিতে চান তারা পড়ুন।

১. আবেদন করতে পাসপোর্ট, অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স,ছবি লাগে। বাংলাদেশের বাইরে বসবাসরত থাকলে অই দেশের পুলিশ ক্লিয়ারেন্স এবং ইকামা/আইডি কপি লাগবে।

২. অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স নিকটস্থ বাংলাদেশ এম্বাসি+ ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেশন করতে হবে। বাংলাদেশ থেকে দিল্লিতে করতে হয়।

৩. পাসপোর্ট কপি, এটাস্টেশন করা পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, অন্য দেশে থাকলে ইকামা/ইকামা/আইডির কপি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে সব সহ কোম্পানিতে জমা করতে হয়।

৪. কোম্পানি কাজের ভেকেন্সি অনুযায়ী কনট্রাক্ট লেটার রেডি করবে এবং ওয়ার্ক পারমিটের জন্য HZZ ( Harvatski Zavod za Zaposlzavanje ) পোর্টালে অনলাইন করবে।

৫. ওয়ার্ক পারমিট ইস্যু হতে ২-৬ মাস সময় লাগবে। শহর ভেদে কমবেশি হয়। অনেক সময় পারমিট রিজেক্ট হতে পারে।

৬. পারমিট, কন্ট্রাক্ট লেটার, একোমোডেশন ডকুমেন্টস, গ্যারান্টি লেটার এসব আনুষাঙ্গিক ডকুমেন্টস দিবে। যা আপনার এজেন্ট//এজেন্সি ভিএফএস বা এম্বাসির সাবমিশনের সময় আপনাকে দিবে।

৭. ওয়ার্ক পারমিটের ইস্যু তারিখ থেকে ৬০ দিনের মধ্যে এম্বাসিতে জমা দিতে হবে। সেই জন্য এম্বাসির এপয়েন্টমেন্ট নিতে হবে।

৮. এপয়েন্টমেন্ট নরমাল ও আর্জেন্ট সিস্টেম আছে। যে দেশের যে সিস্টেম আর কি। নরমাল এপয়েন্টমেন্ট ইন্ডিয়া বা নেপালের জন্য ১৫/২০ হাজার লাগতে পারে। ইমেইল/আর্জেন্ট এপয়েন্টমেন্ট নিতে মোটা দাগে টাকা লাগে। সুতরাং একান্ত সমস্যা না থাকলে নরমাল এপয়েন্টমেন্ট করুন।

৯. ভিএফএস/ এম্বাসিতে জমার পর কোম্পানিতে ইনকোয়ারি করবে এম্বাসি থেকে। সব কিছু ঠিক থাকলে এবং এম্বাসি যদি চায় তাহলে ভিসা ইস্যু করবে। মনে রাখবেন, সব ঠিক থাকার পরেও এম্বাসি রিজেক্ট করার ক্ষমতা রাখে। এটা সম্পুর্ন এম্বাসির হাতে।

১০. একেক দেশে ডেলিভারি একেক সময় লাগে। ইন্ডিয়া//নেপাল বর্তমানে ২ মাস লাগতেছে।

১১. ভিসা নিয়ে বাংলাদেশ এসে BMET (Bureau of Manpower, Employment and Training) থেকে ক্লিয়ারেন্স কার্ড করতে হবে। যাকে আমরা ম্যানপাওয়ার বলি।

১২. ক্রোয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী ১ লক্ষ টাকা জামানত হিসেবে নিজের একাউন্টে দেখাতে হবে। যা ১ বছর পর তুলতে পারবেন।

১৩. যারা বাংলাদেশের বাইরে থেকে আসবেন তাদের নিয়ম ১০, ১১ লাগবেনা।

১৪. কোম্পানির সাথে আলোচনা করে এজেন্সি তারিখ অনুযায়ী টিকেট ইস্যু করে দিবে। আপনার মত ফ্লাই করবেন।

১৫. এয়ারপোর্টে রিসিভ করুক বা না করুক ইমিগ্রেশন কোন সমস্যা করবেনা।

১৬. কোম্পানির কাছে আসার পর ইমিগ্রেশনে/পুলিশ স্টেশনে আপনার ফিংগারের এপয়েন্টমেন্ট নিবে। সেই অনুযায়ী উপস্থিত থেকে ফিংগার দিবেন।

১৭. নরমালি ১৫-২০ দিন এবং আর্জেন্ট হলে ৩ দিনের মধ্যে ক্রোয়েশিয়ার TRC কার্ড হাতে পাবেন।

১৮. মনে রাখবেন, কার্ড পাওয়ার আগে কাজ করার অনুমতি নাই। তবে কোম্পানি যদি দায়িত্ব নেয় তাহলে সমস্যা নেই।

১৯. কোম্পানিতে কাজ না পেলে অন্য কোম্পানির কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে নতুন কোম্পানি ট্যাক্স, কনট্রাক্ট দিবে।

২০. প্রতিবছর কোম্পানি TRC রিনিউ করে দিবে।

টোটাল প্রসেস মিনিমাম ১ বছর সময় ধরে ফাইল জমা দিবেন। ২০২৫ এর কিছু পরিবর্তন নিয়ে আরও কিছু বিষয় সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যাতে প্রতিটি বিষয়ে জেনেবুঝে কাজ করতে আপনাদের সুবিধা হয়।

এদেশ নিয়ে আরো কোন প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো 😊✅

🇪🇺🇷🇴✈️

02/12/2024

🇸🇦সৌদি আরবে জরুরী নিয়োগ🇸🇦

কাজের ধরণ:⤵️
আবাসিক হোটেল
💰বেতন ১৩০০।
🟣 ডিউটি ১২ ঘন্টা।
🍚 খাবার নিজের।
🏠 থাকা কোম্পানির।

মাদ্রাসা ক্লিনার
💰বেতন ১২০০।
🟣 ডিউটি ৯ ঘন্টা।
🍚 খাবার নিজের।
🏠 থাকা কোম্পানির।

🔷পাসপোর্ট জমা চলছে
Sadika Tour & Travel Ltd

*যোগাযোগঃ*
📱 +8801575025467
চায়না টাউন, পূর্ব টাওয়ার (লিফটের-১১),
সুইটঃ ই-১২/৩, ৬৭/১, নয়া পল্টন, ঢাকা-১০০০।

নিশ্চিতভাবে বলা যাচ্ছে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া,রোমানিয়া,বুলগেরিয়া ভিসা প্রক্রিয়া আরো সহজতর হতে যাচ্ছে ইন শাহ আল্লাহ...
02/12/2024

নিশ্চিতভাবে বলা যাচ্ছে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া,রোমানিয়া,বুলগেরিয়া ভিসা প্রক্রিয়া আরো সহজতর হতে যাচ্ছে ইন শাহ আল্লাহ।কারণ বাংলাদেশ থেকেই ভিসা প্রক্রিয়া চালু হবে খুব শীঘ্রই।

কিভাবে কানাডার ১০ বছর মেয়াদি ভিজিট ভিসা পাবেন।কানাডার ভিসা এপ্লিকেশন প্রক্রিয়া:আমার এই পর্যন্ত এপ্লাই করা সবচেয়ে ভেজাল ...
16/11/2024

কিভাবে কানাডার ১০ বছর মেয়াদি ভিজিট ভিসা পাবেন।

কানাডার ভিসা এপ্লিকেশন প্রক্রিয়া:

আমার এই পর্যন্ত এপ্লাই করা সবচেয়ে ভেজাল এপ্লিকেশন প্রসেস ছিল কানাডার এপ্লিকেশন । তবে একটা সুবিধা বেশ সুন্দর, সেটা হলো ভিসার অবস্থান ট্র‍্যাক করার সুবিধা কানাডার প্রসেসে ইজি । আপনার এপ্লিকেশন কোন পর্যায়ে আছে বর্তমানে তার অবস্থা নিজে নিজে যাচাই করা যায় ।

কানাডায় ভিসার আবেদন করার আগে কি কি কাগজ লাগবে তা গুগল করে সহজেই জানা যায় । বিভিন্ন ক্যাটাগরিতে (স্টুডেন্ট, ভিজিটর, ব্যবসা ইত্যাদি) ভিসা দেয়া হয় । আপনি যে ক্যাটাগরিতে যেতে চান, সেটা সিলেক্ট করলে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে সব তথ্য দেখাবে । তখন আপনি সেই অনুসারে কাগজপত্র রেডি করে তারপর ভিসার জন্য আবেদন পূর্ণ করবেন । আমি ভিজিটর ভিসায় এপ্লাই করেছিলাম । আজকে ভিজিটর ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে লিখব ।

এপ্লিকেশন প্রসেস: কানাডার ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বেসিতে যেতে হবে না । ঘরে বসেই ভিসার আবেদন করতে পারবেন । কানাডায় ভিসা এপ্লিকেশন করার জন্য আপনাকে প্রথমে IRCC তে একাউন্ট ক্রিয়েট করতে হবে । একাউন্ট ক্রিয়েট করার জন্য www.canada.ca ওয়েবসাইটে যাবেন । এখানে গেলে আপনি ভিসা আবেদনের বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন । যে ক্যাটাগরিতে আবেদন করতে চান সেই ক্যাটাগরিতে ক্লিক করলে কি কি ডকুমেন্টস লাগবে তা দেখাবে । প্রথমে আপনাকে একাউন্ট তৈরি করতে হবে ৷ একাউন্ট দিয়ে আপনি আপনার এপ্লিকেশন সাবমিশন করতে পারবেন ।

একাউন্ট খোলা: দুইভাবে খোলা যায় । আমি GCKey দিয়ে ওপেন করেছি । IRCC তে একাউন্ট Open with GCKey দিয়ে খুলবেন । যারা প্রথম একাউন্ট ক্রিয়েট করছেন তারা পাবেন " Don't have an account? এই অপশনের নিচেই রেজিস্ট্রার অপশন পাবেন । সেখানে গিয়ে একাউন্ট খুলবেন । একাউন্ট ক্রিয়েট করতে গিয়ে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিবেন । এখানে কিছু টার্মস এবং কন্ডিশন পাবেন, সেগুলো accept করবেন । একাউন্ট সাইন আপ করে (Not sign in, যিনি একদম নতুন একাউন্ট ক্রিয়েট করছেন তিনি Sign up) একাউন্ট ক্রিয়েট করতে হবে । পাসওয়ার্ড (ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সাইন, সংখ্যা) দিয়ে করতে হয় । এভাবে GCKey একাউন্ট ক্রিয়েট হবে । এখানে কিছু রিকভারি প্রশ্ন থাকে। যদি আপনি ইউজার নেম, পাসওয়ার্ড ভুলে যান তাহলে রিকভারি প্রশ্নের উত্তর দিয়ে একাউন্ট উদ্ধার করতে পারবেন ।

একাউন্ট হবার পর এবার আপনি sign in with GCKey তে গিয়ে যাবেন । এখানে গেলে Create an account option পাবেন । এখানে Given Name, Last Name, Email Address ইত্যাদি দিলে এরপর আপনি Start an application option পাবেন । এখানে পার্সোনাল চেকলিস্ট (ডকুমেন্টস কি কি লাগবে) পাবেন । এরপর Find out if you are eligible to apply এই অপশনে গিয়ে বিভিন্ন প্রশ্ন পাবেন, সেগুলো উত্তর দিয়ে কন্টিনিউ করতে থাকবেন ( এই অপশন টা ঠিক অটোমেটিক আপনাকে টার্গেটে নিয়ে যাবে৷। যেমন প্রথম শ্রেণির পর, ২য় শ্রেণি, তারপর ৩য় শ্রেণি ) । প্রশ্নের ধরন অনুযায়ী কি উত্তর দিতে হবে আপনি নিজেই বুঝবেন । খুবই সিম্পল প্রসেস । এরপর আপনাকে খরচ দেখাবে (Visitor Visa Fee) । এরপর কন্টিনিউ করতে থাকবেন । এরপর আপনি Submitting your application option পাবেন ৷ এখানে আপনি Upload your documents option পাবেন । সব ডকুমেন্টস রেডি থাকলে আপনি তখনই আপলোড দিতে পারেন , না হলে পরে দিতে পারবেন । তবে ৬০ দিনের মধ্যে এপ্লিকেশন সাবমিট করতে হবে ।

যেসব ডকুমেন্টস দিতে হবে:

১. পাসপোর্ট: আপনার পাসপোর্ট এর ফ্রন্ট পেজ স্ক্যান কপি দিতে হবে । আপলোড অপশনে গিয়ে আপলোড দিবেন ।

২. ট্রাভেল হিস্ট্রি : আপনি যত দেশ ঘুরেছেন তার ভিসা এবং ইমিগ্রেশন সিল সহ আপলোড দিতে হবে । এখানে সব গুলো মিলে আপনাকে একটা ফাইল বানাতে হবে,যে ফাইলের সাইজ Not more than 4MB হতে হবে । কি সাইজ, কি ফরম্যাট তা ডকুমেন্টস অপশনেই বলা আছে । এরপর সব গুলো স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বানিয়ে নির্ধারিত সাইজের মধ্যে আপলোড দিবেন ।

৩. ফিনানশিয়াল স্টেটমেন্ট: এখানে আপনার Employment letter, ব্যাংক একাউন্ট সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, প্রপার্টি ভ্যালু, টিন সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট ( যদি থাকে, যেমন আপনি ডাক্তার তার সার্টিফিকেট) ইত্যাদি একটা ফাইল করে আপলোড করে দিবেন ।

৪. নিজের ছবি:৪২০× ৫৪০ সাইজের নিজের ছবি আপলোড দিবেন ।

৫. পারপাজ অফ ট্রাভেল: এখানে তারা বিমান টিকেট, ভ্রমণ বর্ণনা ইত্যাদি চায় । তবে আপনি Statement of Purpose এই আকারে পারপাজ অফ ট্রাভেল দিতে পারেন । সেখানে আপনি ভ্রমণ কারণ লিখবেন, কান্ট্রি টাই দিবেন । কানাডায় আপনার থাকার ইচ্ছা নাই ইত্যাদি লিখবেন । নিজের ভ্রমণ খরচ নিজে বহন করবেন, নাকি যিনি ইনভাইটেশন দিয়েছেন তিনি করবেন এসব লিখবেন । আমি এসব লিখে ডক ফাইল আপলোড দিয়েছি । বিমান টিকিট এসব দেয়নি ।

৬. ইনভাইটেশন লেটার: আমার ইনভাইটেশন লেটার ছিল সেটা আপলোড করেছি । কানাডা থেকে মামাতো ভাই দিয়েছেন৷

৭. IMM 5645 ফর্ম পূর্ণ: এটা ইংরেজি এবং বাংলায় লিখতে হয় । পরিবারের সবার তথ্য । আমি অভ্র দিয়ে লিখেছি । লিখে ইংরেজিতে পুরো নাম Nazmul Islam লিখে দিয়েছি । আপনি চাইলে সিগনেচারও দিতে পারেন ।

৮. IMM 5257 ফর্ম পুর্ণ : এখানে সব প্রশ্ন পূরণ করে আপলোড দিতে হয় । এখানে যে সমস্যা ফেইস করতে হয়, তা হলো ফর্মটি ভ্যালিডেট করা । এটা শিখতে গিয়ে আমার টানা ৭ দিন লেগেছে । কোন তথ্য ভুল হলে বা অপূর্ণ থাকলে ভ্যালিডেট হয় না । ভ্যালিডেট করার জন্য আপনি ফর্মটি open with acrobat adobe reader দিয়ে ওপেন করবেন । এরপর ভ্যালিডেট করবেন ।

৯। প্রুফ অফ রিলেশনশিপ: এটা আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক কাগজ গুলো দিবেন । যেমন আমি আমার স্ত্রীর পাসপোর্ট, মেয়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়েছি ।

আপলোড ডকুমেন্টস করার পর পেমেন্ট অপশন পাবেন । পেমেন্ট হবার পর ফাইল সাবমিশন হবে । ইমেইলে পেমেন্ট রশিদ এবং ফাইল সাবমিশন কনফার্ম পাবেন । এরপর আপনার একাউন্টে ঢুকে পেমেন্ট রশিদ ডাউনলোড করে নিবেন । একদিন পর বায়োমেট্রিক ইন্সট্রাকশন লেটার পাবেন । এটা পাবার পর VFS Global Dhaka তে আপনি Appointment নিবেন বায়োমেট্রিক দেয়ার জন্য । VFS এ Appointment লেটারে কি কি নিতে হবে তার একটা বর্ণনা আছে ( বায়োমেট্রিক ইন্সট্রাকশন লেটার, পেমেন্ট রিসিপ্ট, বায়োমেট্রিক appointment লেটার, পাসপোর্ট মূল কপি, পাসপোর্ট প্রথম পাতা একটা ফটোকপি) । নির্ধারিত দিনে গিয়ে VFS এ বায়োমেট্রিক দিবেন ।

VFS কথকতা: VFS এ কোন টাকা লাগবে না । ক্লায়েন্টদের বলবে এই সার্ভিস কি আপনি একাই নিবেন, নাকি আমাদের হেল্প নিবেন? আসলে কোন কাজই না । একটা ট্র‍্যাপ এটা । আপনি বলবেন আমি নিজেই করব । একটা ফর্ম দিবে তারা(কনসেন্ট ফর্ম, আপনার অনুপস্থিতিতে আপনার পাসপোর্ট আপনার প্রতিনিধি জমা দিতে পারবে, পাসপোর্ট কালেকশন করতে পারবে)৷ সেটা পুর্ণ করে ফটোকপি করে জমা দিবেন । এই ফর্ম চাইলে আপনি আগে থেকেও ডাউনলোড করে পুরণ করে নিয়ে যেতে পারেন । এরপর বায়োমেট্রিক এর জন্য অপেক্ষা । বায়োমেট্রিক দিয়ে আসার পর মূল অপেক্ষা শুরু ।

বায়োমেট্রিক দেয়ার পর করণীয়: আমার এপ্লিকেশন নিজে নিজে করার উৎসাহ দেন কানাডা প্রবাসী মামাতো ভাই । ৭ তারিখ ফাইল সাবমিশন করি । ৮ তারিখ বায়োমেট্রিক ইন্সট্রাকশন লেটার পাই । এরপর VFS এ ১৩ জুলাই বায়োমেট্রিক দেয়ার তারিখ পাই । আমি বায়োমেট্রিক দিয়েছিলাম ১৩ জুলাই । বায়োমেট্রিক দেয়ার ৯ দিন পর (২১ জুলাই) অরজিনাল পাসপোর্ট রিকুয়েষ্ট পাই । ২৩ জুলাই পাসপোর্ট জমা দেয়ার পর VFS থেকে ইমেইলে নিয়মিত পাসপোর্ট এখন কি অবস্থায় আছে তা ইমেইলে জানতে পাই । ২৬ তারিখ পাসপোর্ট সিংগাপুর পৌঁছে । ২৭ জুলাই ভিসা স্টিকার মারা হয় । যথারীতি আমার IRCC ACCOUNT এ তখন এপ্লিকেশন স্ট্যাটাস চেইঞ্জ হয়ে যায় । কত বছরের ভিসা পেলাম তখনই IRCC ACCOUNT থেকে জানতে পারি । তারপর ৩১ জুলাই VFS থেকে পাসপোর্ট কালেকশন ইমেইল পাই । ১০ বছরের জন্য ভিসা পাই । সাধারণত পাসপোর্ট জমা দেয়ার ৭-১০ দিনের মধ্যে পাসপোর্ট রিটার্ন পাওয়া যায় ।

যোগাযোগ করুন আমাদের সাথে। Al Naif building 2 nd floor , 207 Room Deira Dubai ,UAE +971509822731 (what's app )
09/11/2024

যোগাযোগ করুন আমাদের সাথে।

Al Naif building 2 nd floor , 207 Room Deira Dubai ,UAE +971509822731 (what's app )

23/10/2024

মনযোগ সহকারে পোস্টটি পড়ে তারপর কমেন্ট করিয়েন।

নতুন যারা সার্বিয়া যাবেন
আপনাদের কাছি বিনীতভাবে অনুরোধ আপনারা ৬ মাস সার্বিয়াতে অবস্থা করেন।
কারন একটা কোম্পানি তে ১০০-২০০ জন লোক নিবে দেখা যায় প্রথম ১৫ জনকে ফ্লাইট দেওয়া পরে বাকি ৮৫ জনের পারমিট বাতিল করে এই জন্য হাজারো মানুষের সপ্ন নিমিষেই শেষ হয়ে যাচ্ছে এবং এজেন্সি বদনাম হয়। কিন্তু আপনারা যারা আগে যাইতে পারবেন তার যদি ৬ টা মাস অপেক্ষা করবেন তাহলে আমাদের মত হাজার হাজার বাঙালি ভাইদের সপ্ন পূরণ হবে , নয় তো এই রাস্তায়ও বন্ধ হয়ে যাবে। এতে করে আমাদের দেশে বদনাম আমাদের বদনাম। তাই সবার কাছ অনুরোধ আপনারা সবার দিকে তাকিয়ে ৬ মাসের আগে গেম দিবেন না।💟 ধন্যবাদ 🌹
🤝সাদিকা ট্রুরস এন্ড ট্রাবেলস 🤝
👉Now Our Office Address.
China Town, Est Tower, (Lift-11), Suit: E-12/3, 67/1 Noya Palton, Dhaka-1000.

🇦🇪আমাদের আরেকটি শাখা রয়েছে দুবাইয়ে 🇦🇪
Al Naif building 2 Nd Floor , 207 Room Deira Dubai ,
UAE 🌹
বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন , ধন্যবাদ।
BD Number = +8801868481048 (Call)
Dubai Number = +971509822731 (what's app)

হাজারো যুবকের স্বপ্নের দেশ সার্বিয়া 🇪🇺🇷🇸এই বছর এবং আগামী বছর হাজারো মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে! সার্বিয়া নতুন গন্ত...
22/10/2024

হাজারো যুবকের স্বপ্নের দেশ সার্বিয়া 🇪🇺🇷🇸

এই বছর এবং আগামী বছর হাজারো মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে! সার্বিয়া নতুন গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু মনে রাখবেন—এখনই সুযোগ গ্রহণ করার সময়! ভবিষ্যতে ধীরে ধীরে রোমানিয়ার মত কঠিন শর্ত আরোপ হতে পারে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে! তাই যারা নতুন করে এই দেশে আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য বিশেষ অনুরোধ—

✔️ কাজ করবেন!
❌ পালাবেন না!

সার্বিয়ায় এসে পালিয়ে যাওয়া আপনার এবং অন্যদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে! দেশটিতে কাজের সুযোগ নিতে আসুন এবং আপনার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করুন।

আশা করি, আপনারা সবাই দেশের ইমেজ বজায় রাখবেন এবং সুযোগকে কাজে লাগাবেন! 🙏🇪🇺

সার্বিয়ার ফাইল জমা দিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

06/10/2024

Important
🇨🇦

কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।

প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC)

ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application
এ যাবেন। Apply to come to Canada
ক্লিক করবেন।অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:

1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)

আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন।

What is your current country/territory of residence?এখানে Bangladesh সিলেক্ট করুন।

তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী।

ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।

কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ।আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম।আবেদন ফরম ডাউনলোড করে।টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।

1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)



Note It's depends on visa catagory

1)Application from
2)Travel history visa and Immigration entry exit stamps.
3)Passport copy
4)Bank statement bank solvency.

If student Certificate of enrollment and Student ID card.

Certificate of employee.Satff ID card,NOC

5)Digital photo.
6)Purpose of Travel/flight booking,hotel reservation/Travel itinerary
If invitation or sponsorship
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover lettter

সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না।আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

আবেদন ফি।100 CAD Biometrics fee (VFS) global 85 CAD total 185 CAD

পেমেন্ট করার পর biomimetic request
আসবে।তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।

প্রসেসিং টাইম।কারও ক্ষেত্রে দেখা যায় 10 দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়।যদি Visa Application approved করে তাহলে পাসপোর্ট রিকুয়েস্ট করবে।তখন আবার VFS global এ পাসপোর্ট সাবমিশন করতে হবে।দশ দিন থেকে দুই সপ্তার মধ্যে হাতে ভিসা সহকারে পাসপোর্ট পাবেন।যদি কোন কারণে রিজেক্ট করা হয়।তাহলে GCkey একাউন্টে রিজেকশন লেটার দেওয়া হবে।

ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়।
তবে আগে থেকে করতে হয় না ircc থেকে যখন মেডিকেল রিকুয়েস্ট করবে তখনই করতে হবে।

একবার বায়োমেট্রিক্স দিলে 10 বছর মেয়াদ থাকে।কোন কারণে যদি রিজেক্ট হন।দ্বিতীয়বার অর্থাৎ reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না।

Airport immigration experience

আমেরিকা তুলনায় কানাডা সেরকম কোন প্রশ্ন করে না।আমাকে আমেরিকাতে যতবার গিয়েছি কমবেশ প্রশ্ন করেছিল।কানাডার ভিসা পাওয়া আমেরিকার ভিসা তুলনায় জটিল।একবার যদি ভিসা হয়।এয়ারপোর্ট ইমিগ্রেশনে সমস্যা হয় না।তবে কিছু খেতে দেখা যায়।Server error or visa suspended.এগুলা বিশেষ করে কন্ট্রাক্ট ভিসার ক্ষেত্রে হয়।উল্টাপাল্টা ডকুমেন্ট দেওয়ার কারণে।
সবাই কন্টাক ভিসা থেকে দূরে থাকবেন।

🇦🇪শুধুমাএ যারা দুবাইয়ে আছেন তাদের  জন্য 🇦🇪👍 দুবাইয়ে ২ বছরের ফ্রী ভিসা 👍 কোম্পানির ভিসা 👈🇦🇪👍 ক্যানসেল ভিসা থেকে ভিসা প্রস...
01/09/2024

🇦🇪শুধুমাএ যারা দুবাইয়ে আছেন তাদের জন্য 🇦🇪
👍 দুবাইয়ে ২ বছরের ফ্রী ভিসা
👍 কোম্পানির ভিসা 👈🇦🇪

👍 ক্যানসেল ভিসা থেকে ভিসা প্রসেসিং এর কাজ।
👍 বিজনেস লাইসেন্স ওপেন করা সহ ভিসা রিলেটেড সকল সুবিধা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
what's app( +971509822731)
Al Naif building 2 nd floor, 207 Room, deira dubai, UAE

আমরা সকল দেশের ভিসা প্রসেসিং করে থাকি 👈👈
28/08/2024

আমরা সকল দেশের ভিসা প্রসেসিং করে থাকি 👈👈

27/08/2024

ভালো লাগলো🤏🤏🤲🤲

আলহামদুলিল্লাহ
27/08/2024

আলহামদুলিল্লাহ

যোগাযোগ করুন 🤲🤲🤲✍️✍️✍️✍️💓
24/08/2024

যোগাযোগ করুন 🤲🤲🤲✍️✍️✍️✍️💓

প্রিয় লিডার
23/08/2024

প্রিয় লিডার

Address

Dubai

Opening Hours

09:00 - 17:00

Telephone

+971509822731

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadika Tour & Travel Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadika Tour & Travel Ltd:

Videos

Share

Category