Sadika Tour & Travel Ltd

Sadika Tour & Travel Ltd We are consultant to all students. We are sharing about student visa very smoothly. You can communicate with us.
(3)

09/06/2024

একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলতেছিলাম।।। উনি যখন ইন্টার্নীতে পাঁচ হাজার টাকা বেতন পেতেন তখন দুই হাজার টাকা ঘাটতি থাকতো।।। এখন বিশ লাখ টাকা আয় করেও দুই লাখ টাকা ঘাটতি থাকে।।।

সতেরশ টাকায় যখন মাস চলতো।।। তখনও পকেটে একটা টি-শার্ট কেনার মতো টাকা থাকতো না।।। আর আজ নিজের খরচই হয় ষোল হাজার টাকা।।। আজও টি-শার্ট কেনার টাকা নাই।।।

সংগৃহীত।।।

সবশেষে বলবো- পুরুষ মানুষের সুখ শান্তি পকেটের অবস্থার সাথে উঠানামা করে,,, আপনজনের জন্য খরচ করতে পারলেই বেশিরভাগ পুরুষের মন ও শরীর ভালো থাকে।।।🤲🤲🤲🤲🤲

08/06/2024

ভি এফ এস গ্লোবাল নিয়ে আপডেট ইনফরমেশন

VFS global এ আপনার পাসপোর্ট কিভাবে জমা করবেন,
পরামর্শঃ
১ঃ 👉এপয়েন্টমেন্টের দেয়া সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত থাকবেন

২.👉এপ্লিকেশন ফর্মে ছোটখাটো ভূল করা যাবে না

৩👉ছবির সাইজ ৩৫*৪০ বর্ডারলেস হতে হবে, পিছন সাদা
এধরনের ছোট ভুলের জন্য, আপনি নরমালে (১৭৯৮০টাকার প্যাকেজে) জমা করতে গেলেও তারা আপনাকে VIP তে (২২৩১৫ টার প্যাকেজে) পাঠিয়ে দিবে, অবশ্য তারা আপনার ভুল ও সংশেধন করে দিবে ।
তাই জমা করার সময় ২২৫০০ টাকা সাথে রাখবেন।

৪👉নিজের বা পরিবারের ২ টা মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখবেন।

৫👉সেখানে গিয়ে হুড়োহুড়ি না করে মনযোগ সহকারে তাদের নির্দেশ মোতাবেক কাজ করবেন আর স্ক্রিন বোর্ডে খেয়াল রাখবেন।
ভাল লাগলে পোস্ট টি শেয়ার করুণ।

06/06/2024

**ইউরোপ যাওয়া আহামরি কোনো বিষয় না**

আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।

ইউরোপের ভিসার জন্য আপনাকে কি কি করতে হবে তা বলে দিচ্ছি
১/ নিজেকে মানষিক ভাবে প্রস্তুত করতে হবে
২/ কে কি বলছে বা বলবে তা পরিহার করতে হবে।

নিম্নে আবেদনের প্রক্রিয়ার একটা সেম্পল দেওয়া হইলো

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়াঃ

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস,

সেনজেন টুরিস্ট ভিসা পেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়, তার সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো। এই নির্দেশিকাটি আপনাকে সহজে এবং সঠিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা:

১. পাসপোর্ট
- মেয়াদ: আবেদন করার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- খালি পাতা: পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পাতা থাকতে হবে।
- পূর্বের ভিসা কপি: পূর্বের শেঞ্জেন বা অন্য দেশের ভিসা থাকলে তার কপি সংযুক্ত করতে হবে।

২.সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
- ডাউনলোড: পর্তুগিজ MFA ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। অথবা যে দেশের জন্য জমা দিবেন ঐদেশের ওয়েবসাইটে পাবেন।
- পূরণ ও সাইন: ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হয়, তবে গার্ডিয়ানের সাইন প্রয়োজন।

৩. ছবি
- সাইজ: ভালো কোয়ালিটির ছবি, ৩৫x৪৫ মিমি সাইজ।
- ব্যাকগ্রাউন্ড: সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা।

৪. ট্রাভেল হেলথ ইন্সুরেন্স
- কভারেজ: কমপক্ষে ৩০,০০০ ইউরো সমপরিমাণ মেডিকেল এবং ইমারজেন্সি সিচুয়েশন কাভার করবে।
- ভ্যালিডিটি: শেঞ্জেনভুক্ত সব দেশে কাভার হবে এবং ভ্রমণের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময়ের জন্য ভ্যালিড থাকবে।

৫. পেমেন্ট
- ফি: আশি ইউরো (প্রায় ১০,৪০০ টাকা)।
- পেমেন্ট মেথড: ভিসা আবেদন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করতে হবে।

৬. রিটার্ন এয়ার টিকেট
- বুকিং প্রমাণ: রিটার্ন এয়ার টিকেটের কপি সংযুক্ত করতে হবে।

৭. সেনজেন টুরিস্ট ভিসা কাভার লেটার
- ব্যক্তিগত তথ্য: আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
- ভ্রমণের কারণ: সেনজেন ভ্রমণের কারণ উল্লেখ করতে হবে।
- ভ্রমণের সময়সূচি: কোন তারিখে ভ্রমণ করবেন এবং কত তারিখে ফিরে আসবেন তা উল্লেখ করতে হবে।
- অন্য দেশ ভ্রমণ: পর্তুগাল ছাড়াও শেঞ্জেনের অন্য কোন দেশ ভ্রমণ করবেন কিনা তা উল্লেখ করতে হবে।
- পর্যটন পরিকল্পনা: কোন কোন দেশ ভ্রমণ করবেন তার তথ্য প্রদান করতে হবে।

৮. ব্যাংক স্টেটমেন্ট
- সাধারণত ৩-৬ মাসের: সাম্প্রতিক ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

৯. হোটেল রিজার্ভেশন বা টুরিস্ট অ্যাপার্টমেন্ট বুকিং কপি
- বুকিং প্রমাণ: থাকার ব্যবস্থা প্রমাণ করার জন্য হোটেল বা অ্যাপার্টমেন্ট বুকিংয়ের কপি সংযুক্ত করতে হবে।

১০. প্রোফেশন সম্পর্কিত তথ্য
- পেশাগত প্রমাণ: আপনার বর্তমান পেশা সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। যেমনঃ চাকরির সার্টিফিকেট, ব্যবসা হলে ব্যবসার লাইসেন্স।

সবগুলো ডকুমেন্ট অবশ্যই ইংরেজিতে সাবমিট করতে হবে। যে ডকুমেন্টগুলো বাংলায় রয়েছে সেগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে করতে হবে।

সেনজেন ভিসার সুবিধা:

একটি মাত্র শেঞ্জেন ভিসা দিয়ে ইউরোপের ২৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এটি আপনাকে ইউরোপীয় দেশগুলোতে অবাধে ঘুরতে এবং উপভোগ করতে সহায়তা করবে।

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এই ডকুমেন্টগুলি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন। এতে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সফল হবে।





সাব্বাশ বাংলাদেশ - আরো বেশী ভ্যাট আর ট্যাক্স বাড়ানো দরকার,এদেশের মানুষের টাকার অভাব নেই।পৃথিবীর সবচাইতে ব্যায়বহুল ও নামক...
04/06/2024

সাব্বাশ বাংলাদেশ - আরো বেশী ভ্যাট আর ট্যাক্স বাড়ানো দরকার,এদেশের মানুষের টাকার অভাব নেই।

পৃথিবীর সবচাইতে ব্যায়বহুল ও নামকরা এয়ারলাইনস এর একটি নাম -- Bangladesh Biman.
এটি এতই ব্যায়বহুল যে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের দামে অন্যান্য ফ্লাইটে আপনি ২/৩ বার আসা যাওয়া করতে পারবেন।

Kualalumpur To Dhaka = 12,000৳
Dhaka To Kualalumpur = 1,20,000৳

Dubai To Dhaka = 28,000/-
Dhaka to Dubai = 1,12,000/-

Oman to Dhaka = 30,000/-
Dhaka to Oman = 80,000/-

Qatar to Dhaka = 24,000/-
Dhaka to Qatar = 92,000/-

এই দেশে সব কিছুই সম্ভব 😥

03/06/2024

জার্মানিতে আসার পর অটোমোটিভে জব করার সুবিধাগুলো বলি?
প্রথম কথা হচ্ছে যে কোম্পানিতে জব করবেন, সে কোম্পানির সব লেটেস্ট মডেলের পার্সোনাল কার পাবেন। জেনারেলি যে কার ড্রাইভ করতে ৫০ হাজার ইউরো লাগবে, সে কার আপনি নামমাত্র খরচে পার্সোনালি ব্যবহার করতে পারবেন। ৬ মাস পর এই কার ভালো লাগছে না? জাস্ট কোম্পানির পোর্টালে ঢুকে নতুন কারের রিকোয়েস্ট দিয়ে নতুন কার নিয়ে নিবেন। যারা কার Enthusiast তাদের জন্যে মার্কেটের নতুন কার ড্রাইভ করা একটা ক্রেজ, এবং এই সিস্টেমে অলঅয়েজ আপনি লেটেস্ট কারগুলো ড্রাইভ করতে পারবেন।
দ্বিতীয় কথা হচ্ছে, হোম অফিস। বেশিরভাগ কোম্পানিতেই হোম অফিস। বাসায় বসে, ঘরের খাবার খেয়ে, ট্রাফিকের প্যারা আর বরফের দিনে ওই ঠাণ্ডার কষ্ট ছাড়া জব করার শান্তি যারা হোম অফিস করে শুধু তারাই বোঝে।
তৃতীয় হচ্ছে, ইংরেজি মাধ্যম। জার্মানির নাম শুনলেই অনেকে এখনো ভয় পায় জার্মান ভাষা শিখার নাম শুনে। কিন্তু অটোমোটিভ কোম্পানিতে হাজার হাজার জব আছে ইংরেজিতে। কিন্তু শুধু মার্সেডিজ-ব্যাঞ্জেই যতগুলো ইংরেজি জব, সেগুলো এপ্লাই করে শেষ করতে করতে আপনার এক-দেড় মাস লেগে যেতে পারে।
চতুর্থ হচ্ছে, ইন্টার্নেশনাল কালচার। একটি টিমে বিভিন্ন দেশের মানুষ পেয়ে যাবেন। সবার থেকে তাদের কালচার, খাবার-দাবার, এবং ভাষা সম্পর্কে জানতে পারবেন। আর ইন্টার্নেশনাল কালচারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে কিছুর জন্যে জাজ করা হবেনা। আপনি চুল বড় রাখেন, বা হাফ প্যান্ট করে অফিসে জান, কারো কিছুই যায় আসে না।
পঞ্চম হচ্ছে, জার্মান ভাষা ফ্রীতে শেখার সুযোগ। জার্মানিতে জার্মান ভাষা শিখতে সাধারণত মাসে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মতো খরচ হয়। কিন্তু কোম্পানিতে জার্মান ভাষা ফ্রীতেই শেখানো হয়, তাও আবার অনলাইন বা অফলাইন - আপনার যেভাবে সুবিধা। কোর্স এবং পরীক্ষার সব খরচ কোম্পানির - তাতে আপনার যতদিনই লাগুক না কেনো।
ষষ্ঠ হচ্ছে, ক্যারিয়ার গ্রোথ। সাধারণত ভার্সিটির পর, ক্যারিয়ার গ্রোথের জন্যে বিভিন্ন প্রফেশনাল কোর্স এবং সার্টিফিকেশনের দরকার পর। প্রতিটা কোম্পানিতে সবাইকে প্রায় ২ লাখ থেকে ৩ লাখ টাকার লার্নিং বাজেট দেওয়া হয়। এই টাকা দিয়ে আপনি যা ইচ্ছা শিখতে পারেন এবং সার্টিফিকেশন নিতে পারেন।
সপ্তম হচ্ছে, কোম্পানির টাকায় ঘুরাঘুরি, ঐ যে লার্নিং বাজেটের কথা বললাম? এটা দিয়ে অনেকে বিভিন্ন দেশ ঘুরেও আসে। কিভাবে? লার্নিং বাজেট হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। কোন কোর্স করতে এতো টাকা লাগে? কোর্স নেয়া যায় অন্য একটা দেশে, তাতে করে সেই দেশে যাওয়া, থাকা, কোর্স করা, এবং আনুষঙ্গিক সব খরচ এই টাকা দিয়ে কাভার করা যায়। আমার মনে হয় ২৫০০ ইউরো দিয়ে ইউরোপ, সুইজারল্যান্ড, বা ইউকে থেকে কোর্স করে আসতে এর চেয়ে বেশি খরচ লাগার কথা না। আর বাড়তি কিছু লাগলে আপনি নিজে কাভার করতে পারবেন।
অষ্টম হচ্ছে, প্রতি মাসেই আলাদা কিছু টাকা দেওয়া হয় Health Coverage এর জন্যে। যেমন জিম, Yoga - বা এমন স্বাস্থ্য বিষয়ক খাতে এই টাকা আপনি ব্যয় করতে পারেন।
নবম হচ্ছে, জব সিকিউরিটি। জার্মান অটোমোটিভ কোম্পানিগুলোতে জব সিকিউরিটি অনেক হাই। ম্যাক্সিমাম কোম্পানিত IG Metall - এর আওতাভুক্ত। তাই জব সিকিউরিটি অনেক বেশি। এ ব্যপারে আরও জানতে 'IG Metall' দিয়ে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।
দশম হচ্ছে, জার্মানির বাইরে থেকেও জব করার সুযোগ। জার্মানির নিয়ম হচ্ছে, জার্মানিতে রিমোট জব করতে হলেও জার্মানিতে অবস্থান করতে হয়। তবে বেশিরভাগ কোম্পানিতে বছরে অন্তত ৩০ দিন জার্মানির বাইরে থেকেও জব করার পার্মিশন দেয়।
পরিশেষে একটা পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আত্মতৃপ্তি। ঘরে বসে বসে কোন ফিচারে কাজ করছেন, কিন্তু বাইরে বেরুলেই যখন দেখবেন এই গাড়িগুলোতে আপনার কন্ট্রিবিউশনগুলো হাতছানি দিয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে, এই অনুভূতিতা ভাষায় প্রকাশ করার মতো না। আর ওয়ার্ক-লাইফ ব্যালেন্স অনন্য। সারা জার্মানিতেই ওভারটাইম বা উইকেন্ডে কাজ করা তেমন একটা এপ্রিশেয়েট করা হয়না। ওয়ার্ক-লাইফ ব্যালেন্স খুবই ভালো।
উল্লেখ্য শুধু অটোমোটিভ নয় জার্মানিতে অন্যান্য ইন্ড্রাস্ট্রিও এই সুবিধাগুলোর অনেকগুলোই দিয়ে থাকে। তবে আমি যেহেতু অটোমোটিভ আছি, তাই এই ইন্ড্রাস্ট্রি নিয়ে লিখলাম।
লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ❤
স্কেচ: এই পোস্টের জন্যেই স্কেচটি করেছি। দেখে মনে হতে পারে আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু আমার কাছে নিজেকে সেই আট বছরের বাচ্চাই লাগে যে মায়ের আঁচল ধরে খেলনা গাড়ির আবদার করতো। 😊

03/06/2024

🇧🇩🇧🇩🇧🇩💥💥💥🇧🇩🇧🇩🇧🇩
হাই প্রফেশনাল ভিসা
পার্টনার ভিসা
ইনভেস্টর ভিসা

Available 💥💥💥💥🇧🇩🇧🇩

যোগাযোগ : 01575025467
+971509822731 / what's app

আলহামদুলিল্লাহ  পার্টনার ভিসা সাকসেসফুল ❤️❤️
03/06/2024

আলহামদুলিল্লাহ পার্টনার ভিসা সাকসেসফুল ❤️❤️

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ: ১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।  ২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানা...
03/06/2024

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ:

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

02/06/2024

**ইউরোপ যাওয়া আহামরি কোনো বিষয় না**

আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।

ইউরোপের ভিসার জন্য আপনাকে কি কি করতে হবে তা বলে দিচ্ছি
১/ দালাল থেকে দূরে থাকতে হবে।
২/ নিজেকে মানষিক ভাবে প্রস্তুত করতে হবে
৩/ কে কি বলছে বা বলবে তা পরিহার করতে হবে।

আপনারা চাইলে এটা নিয়ে আমি একটা ভিডিও করে দিতে পারি।

নিম্নে আবেদনের প্রক্রিয়ার একটা সিম্পল দিলাম

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস

শেঞ্জেন টুরিস্ট ভিসা পেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়, তার সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো। এই নির্দেশিকাটি আপনাকে সহজে এবং সঠিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা:

১. পাসপোর্ট
- মেয়াদ: আবেদন করার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- খালি পাতা: পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পাতা থাকতে হবে।
- পূর্বের ভিসা কপি: পূর্বের শেঞ্জেন বা অন্য দেশের ভিসা থাকলে তার কপি সংযুক্ত করতে হবে।

২.সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
- ডাউনলোড: পর্তুগিজ MFA ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। অথবা যে দেশের জন্য জমা দিবেন ঐদেশের ওয়েবসাইটে পাবেন।
- পূরণ ও সাইন: ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হয়, তবে গার্ডিয়ানের সাইন প্রয়োজন।

৩. ছবি
- সাইজ: ভালো কোয়ালিটির ছবি, ৩৫x৪৫ মিমি সাইজ।
- ব্যাকগ্রাউন্ড: সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা।

৪. ট্রাভেল হেলথ ইন্সুরেন্স
- কভারেজ: কমপক্ষে ৩০,০০০ ইউরো সমপরিমাণ মেডিকেল এবং ইমারজেন্সি সিচুয়েশন কাভার করবে।
- ভ্যালিডিটি: শেঞ্জেনভুক্ত সব দেশে কাভার হবে এবং ভ্রমণের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময়ের জন্য ভ্যালিড থাকবে।

৫. পেমেন্ট
- ফি: আশি ইউরো (প্রায় ১০,৪০০ টাকা)।
- পেমেন্ট মেথড: ভিসা আবেদন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করতে হবে।

৬. রিটার্ন এয়ার টিকেট
- বুকিং প্রমাণ: রিটার্ন এয়ার টিকেটের কপি সংযুক্ত করতে হবে।

৭. সেনজেন টুরিস্ট ভিসা কাভার লেটার
- ব্যক্তিগত তথ্য: আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
- ভ্রমণের কারণ: সেনজেন ভ্রমণের কারণ উল্লেখ করতে হবে।
- ভ্রমণের সময়সূচি: কোন তারিখে ভ্রমণ করবেন এবং কত তারিখে ফিরে আসবেন তা উল্লেখ করতে হবে।
- অন্য দেশ ভ্রমণ: পর্তুগাল ছাড়াও শেঞ্জেনের অন্য কোন দেশ ভ্রমণ করবেন কিনা তা উল্লেখ করতে হবে।
- পর্যটন পরিকল্পনা: কোন কোন দেশ ভ্রমণ করবেন তার তথ্য প্রদান করতে হবে।

৮. ব্যাংক স্টেটমেন্ট
- সাধারণত ৩-৬ মাসের: সাম্প্রতিক ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

৯. হোটেল রিজার্ভেশন বা টুরিস্ট অ্যাপার্টমেন্ট বুকিং কপি
- বুকিং প্রমাণ: থাকার ব্যবস্থা প্রমাণ করার জন্য হোটেল বা অ্যাপার্টমেন্ট বুকিংয়ের কপি সংযুক্ত করতে হবে।

১০. প্রোফেশন সম্পর্কিত তথ্য
- পেশাগত প্রমাণ: আপনার বর্তমান পেশা সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। যেমনঃ চাকরির সার্টিফিকেট, ব্যবসা হলে ব্যবসার লাইসেন্স।

ডকুমেন্টসের ভাষা

সবগুলো ডকুমেন্ট অবশ্যই ইংরেজিতে সাবমিট করতে হবে। যে ডকুমেন্টগুলো বাংলায় রয়েছে সেগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে করতে হবে।

শেঞ্জেন ভিসার সুবিধা

একটি মাত্র শেঞ্জেন ভিসা দিয়ে ইউরোপের ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এটি আপনাকে ইউরোপীয় দেশগুলোতে অবাধে ঘুরতে এবং উপভোগ করতে সহায়তা করবে।

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এই ডকুমেন্টগুলি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন। এতে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সফল হবে।

Raju Italy 🇮🇹

29/05/2024

একটি ভালো চাকুরি ই দিতে পারে আপনার ভবিষ্যৎ জীবন এর সুনিশ্চয়তা।

দুবাই ভিসা পেতে খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে,।
১. ভিজিট ভিসা
২. পার্টনার ভিসা
৩.হাই প্রাফেশন ভিসা

আপনি যদি দুবাই আসতে চান বা দুবাই আছেন এ জব টি করতে চান যোগাযোগ করুন আজই আমাদের সাথে
What's app : 0543601509 ( Dubai)
Bd: 01575025467

শুধু মাত্র ৬ জন ( পুরুষ / মহিলা) আ্যপ্লাই কারি এই জবটি করতে পারবেন যাদের কম্পিউটার এ টাইপিং মোটামুটি ভালো ( মিন প্রতি ২৮ টি শব্দ যারা টাইপ করতে পারেন) এবং যারা মিডিয়াম টাইপের ইংরেজি জানেন।

যোগ্যতা - নূন্যতম এইচ এস সি পাশ যারা কম্পিউটার চালনায় পারদর্শী।

পদ : কাস্টমার পরিসেবা ( বিদেশী কাস্টমার কে হোয়াটসাপ / মেসেঞ্জার / টেলিগ্রাম এর মাদ্ধমে পরিসেবা দেওয়া। )

যোগদানের স্থান : দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

👉 যোগদানের তারিখ : আগামি ১ জুলাই ২০২৪।
যারা বাংলাদেশ থেকে দুবাই গিয়ে জব করতে চান।

👉 যারা এই সময়ে ডুবাই তে আছেন তারাও আবেদন করতে পারবেন। এবং চাইলে ১ জুন ২০২৪ এ যোগদান করতে পারবেন।

বেতন - বেসিক ৩০০০ আরব আমিরাত দিরহাম ( বাংলাদেশি টাকায় ৯৬,০০০+)

খাদ্য ভাতা - ৬০০ আরব আমিরাত দিরহাম ( বাংলাদেশি টাকায় ১৯,০০০+)

থাকা - কোম্পানির নির্ধারিত থাকার জায়গায় থাকতে হবে। কোম্পানির বাস এ বিনামূল্য এ যাতায়াত সুযোগ রয়েছে।

চাকুরী সময় - ১২ ঘন্টা সর্বমোট।

ভিসা - চাকরি পার্থির নিজের ভিসা থাকতে হবে অথবা ভিজিট ভিসা / কেন্সেল ভিসা ধারিরাও আবেদন করতে পারবেন।
বাংলাদেশ থেকে আগ্রহিরা জব ভিসা বা ভিজিট ভিসা করেও এই জবটি করার সুযোগ রয়েছে।

যদি কারো ভিসা করার জন্য সহযোগীতার প্রয়োজন হয় সে ক্ষেত্রে আমরা সাহায্য / সহযোগীতা করে থাকবো ।

আগ্রহির দের যে কোনো বিষয় সম্পর্কে জানতে নিমোক্ত what's app button এ ক্লিক করতে
অথবা সরাসরি -01575025467 কল করতে অনুরোধ করা হচ্ছে।

for better future.... you need to join a good and luxurious job.

শুধু মাত্র ৬ জন আ্যপ্লাই কারি এই জবটি করতে পারবেন যাদের কম্পুউটার এ টাইপিং মোটামুটি ভালো এবং যারা মিডিয়াম টাইপের ইংরেজি জানেন।

post - customer care.
job location - dubai, united arab emirates.

👉 ( group A) joining date - 1st june 2024 ( who are living dubai right now. ( only 6 persons)

👉( group B) joining date - 1st july 2024 from bangladesh candidates. ( only 6 person)

As sal

16/05/2024

আহা গল্পরে ভালোই লাগলো বাংলাদেশ বিমানের গল্প
বাংলাদেশ বিমানে জাপান যাওয়ার ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি।

বাচ্চাটা ২ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে ওর মায়ের কাছে না গিয়ে ভুল করে উল্টা দিকে চলে গেল🙆🏿‍♂️

এদিকে প্রথমবার প্লেনে চড়ে আমাদের রাজু মিয়া (৩২) জাপান যাইতেছিলো, হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে সে টয়লেটে ঢুকলো🙄

পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, হয়ে গেছে নাকি? তাহলে দরজা খোল, আমি ধুইয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দেব🤭

টয়লেটের ভিতর থেকে বিস্মিত রাজুমিয়া ভাবছে, উফ! একেই বলে সার্ভিস!🫠🫠
কে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্ভিস খারাপ?🌚

07/05/2024

দুবাইয়ে ভিজিট ভিসা আপাতত সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ খুব শীগ্রই ঠিক হয়ে যাবে। 🇦🇪

আলহামদুলিল্লাহ নতুন পার্টনার ভিসা সাকসেস। শোকর  আলহামদুলিল্লাহ আজকে আরো একটা পার্টনার ভিসা এপ্রুভাল পেলাম। যারা দ্রুত সম...
27/04/2024

আলহামদুলিল্লাহ নতুন পার্টনার ভিসা সাকসেস। শোকর আলহামদুলিল্লাহ আজকে আরো একটা পার্টনার ভিসা এপ্রুভাল পেলাম। যারা দ্রুত সময়ের মধ্যে পার্টনার ভিসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স এবং পার্টনার ভিসা করে থাকি।
যোগাযোগ :
+971509822731
+88 01575025467 / what's app

11/04/2024
11/04/2024

#মদিনা কত সুন্দর আল্লাহ 🤲🤲🤲

10/04/2024

নবীজীর কবর জিয়ারত
ইয়া নবী সালামুআলাইকা 🥰🤲🤲🇸🇦🇸🇦🇸🇦

04/04/2024

বাংলাদেশ থেকে 🇦🇩রোমানিয়াতে উচ্চশিক্ষা ও ইউরোপীয় ডিগ্রি নেওয়ার সুযোগ এখনই 🇷🇴
২০২৪ সাল হচ্ছে বেস্ট একটা সময় কেননা এখন রোমানিয়া সেনজেন হয়ে গেছে। ৩১ এ মার্চের পর থেকে রোমানিয়া সেনজেন ভিসা দেওয়া শুরু করবে যার কারণে সেনজেনের যেকোনো দেশে ভিসা ছাড়া ট্রাভেল করতে পারবেন। এছাড়া এখন থেকে এই TRC দিয়ে ৩৩-৩৫ টা দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে।

#রোমানিয়াতে যাওয়ার বেনিফিট:

1. ২০০০-৩০০০ ইউরো টিউশন ফি যা অন্য দেশের তুলনায় অনেক কম। তবে স্কিছু সাব্জেক্ট এ ৪০০০-৬০০০ ইউরো।
2. রোমানিয়ান ভাষায় আবেদন করা যাবে।
3. ভিসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে সেই ক্ষেত্রেও আমরা সাহায্য করবো‌ ইনশাআল্লাহ।
4. পড়া চলাকালীন সপ্তাহে ২০ ঘন্টা জব করা যায়। এবং অনেক সময় ফুল টাইমও কাজ করা যায়।
5. এসএসসি এবং এইচএসসি তে ৩.৫০ থাকলে আবেদন করতে পারবেন এবং ব্যাচেলর এর জন্য ৩.০০।
6. ব্যাংক স্টেটমেন্ট মাত্র ৮-১০ লাখ টাকা দেখালে হবে।
7. ইংরেজি প্রোগ্রামে IELTS লাগবে।
8. স্টুডেন্ট ভিসায় এসে জবে কনভার্ট করতে পারবেন।

রোমানিয়াই একমাত্র দেশ যারা বিগত কয়েক বছর প্রচুর পরিমাণে ভিসা দিয়েছে বাংলাদেশ থেকে। যারা ফাইল দিবেন তারা ডকুমেন্টস রেড়ি এখন থেকে শুরু করেন। রোমানিয়ান ভাষায় হলে আইলস ছাড়া আসতে পারবেন আর ইংরেজি মাধ্যমে পড়তে হলে আইলস লাগবে। তাই এখন থেকে প্রস্তুতি নেন কি করবেন। আপনি রোমানিয়ান ভাষায় এসে ১ বছর পরে চাইলে চেঞ্জ করে ইংরেজি সাব্জেক্টে ট্রান্সফার হতে পারবেন এতে আপনার জব পেতেও সুবিধা হবে যেহেতু ভাষাটা জানবেন।

নিচে রোমানিয়ার ভালো ইউনিভার্সিটি গুলোর একটি list দেওয়া হল। এসব ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
#যা যা ডকুমেন্টস আমাদের দিবেনঃ

১) সকল একাডেমিক ডকুমেন্টস ( বাংলাদেশের বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে সত্যায়িত)।
২) মেডিকেল সনদ (HIV,X-ray, CBC Blood, Hepatitis, Etc..)যেকোনো ল্যাব থেকে এই টেস্ট করিয়ে একটা মেডিকেল সনদ যেটাতে বলা থাকবে আপনি ফিট।
৩) পাসপোর্ট কপি।
৪) পাসপোর্ট সাইজ ছবি।
৫) যারা ইংরেজি তে আবেদন করবেন, ইউনিভার্সিটি ভেদে IELTS 5-6 লাগতে পারে।
৬) জন্মনিবন্ধন। ইংরেজি এবং নোটারি পাবলিক।
৭) যাদের IELTS বা কোন ইংরেজি প্রফিসিয়েন্সি সনদ নাই তাদের রোমানিয়ান ভাষায় পড়াশোনা করতে হবে।

আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে পাটনার ভিসা করলে কোন রকম ঝামেলা ছাড়াই ক্যান্সেল করে নিতে পারবেন 🥰🥰🥰তাই যোগাযোগ করুন বিশ্বস...
28/02/2024

আলহামদুলিল্লাহ
আমাদের মাধ্যমে পাটনার ভিসা করলে কোন রকম ঝামেলা ছাড়াই
ক্যান্সেল করে নিতে পারবেন 🥰🥰🥰
তাই যোগাযোগ করুন বিশ্বস্ত প্রতিষ্ঠান সাদিকা ট্রুর এন্ড ট্রাবেলের সাথে 🥰🥰🥰🥰🇰🇼🇰🇼🇰🇼

21/02/2024

🇦🇪 বিশ্বের সবচেয়ে আধুনিক শহর ও ধনী পর্যটন গন্তব্য দুবাইতে স্পন্সর ভিসা, স্পাউস ভিসা, পার্টনার ভিসা, ফ্রি ভিসা বা বিজনেস ভিসা জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন 🇧🇩

📞 Call: +971509822731
📱 WhatsApp: +971509822731

আমাদের অফিস ভিজিট করুন:

📍 ডেরা দুবাই, দুবাই, সংযুক্ত আরব আমিরাত

আমরা সংযুক্ত আরব আমিরাতের নিয়ম ও নীতি অনুসরণ করে আমাদের দক্ষ ভিসা বিশেষজ্ঞদের দ্বারা ভিসা প্রদান করি।

HELLO ... ...... HELLO ... ...... HELLOযারা পাটনার ভিসাতে আছেন লাইসেন্স রেনু করেন নাই তারা ট্রাভেল করা থেকে বিরত থাকুন। ...
20/02/2024

HELLO ... ...... HELLO ... ...... HELLO
যারা পাটনার ভিসাতে আছেন লাইসেন্স রেনু করেন নাই তারা ট্রাভেল করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ , আরো তথ্য পেতে আমাদের পেইজে ফলো দিয়ে রাখুন। 🇰🇼🇰🇼🇰🇼

আলহামদুলিল্লাহ🇸🇦 সৌদি আরব মাল্টিপল ভিসা চালু হয়েছে 🇸🇦১ বছরের মালটিপল ই-ভিসা চালু হলো। যারা ১ বছরের মাল্টিপল  ভিজিট ভিসা ...
20/02/2024

আলহামদুলিল্লাহ
🇸🇦 সৌদি আরব মাল্টিপল ভিসা চালু হয়েছে 🇸🇦
১ বছরের মালটিপল ই-ভিসা চালু হলো।
যারা ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসা করতে চান তাঁরা খুবই দ্রুত যোগাযোগ করুন। যে-কোন সময়ে আবার বন্ধ হয়ে যাবে।
*প্রতি এন্ট্রিতে ৯০ দিন থাকা যাবে।
*ইচ্ছে মতো ওমরা করা যাবে।
*বছরে যতোবার ইচ্ছে যাওয়া যাবে।
আপনার ভিসা আজই নিশ্চিত করুন!
👉 আমাদের কার্যক্রম
* পবিত্র হজ্ব সেবা
* আকর্ষনীয় ওমরাহ্ প্যাকেজ
* আন্তর্জাতিক যেকোনো এয়ার টিকেট
* যে কোন দেশের ভিসা প্রসেসিং
========================================
📞যোগাযোগ করুনঃ 0543601509
হোয়াটসঅ্যাপ : +971509822731
🏢আমাদের অফিসের ঠিকানাঃ
আল নাখিল বিল্ডিং, ডেইরা, দুবাই,

আলহামদুলিল্লাহ আবারো শুরু করলাম 🤲🤲🤲👈🇸🇦🇸🇦🇸🇦
19/02/2024

আলহামদুলিল্লাহ
আবারো শুরু করলাম 🤲🤲🤲👈🇸🇦🇸🇦🇸🇦

🇷🇴🇪🇺   2024-2025 প্রতি বছরের মতো এই বছরেও রোমানিয়ার সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে। আজকে এই ...
19/02/2024

🇷🇴🇪🇺
2024-2025

প্রতি বছরের মতো এই বছরেও রোমানিয়ার সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো।


★Undergraduate
★Master
★PhD


★ IELTS প্রয়োজন নেই
★ রেজিস্ট্রেশন ফি নেই
★ টিউশন ফি নেই
★ একোমোডেশন ফ্রী
★ মাসিক উপবৃত্তি
→Undergraduate (65 euro)
→Master (75 euro)
→ PhD (85 euro)
★ ভিসা ফি নেই
★ TRC কার্ড এর জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে না।
এছাড়াও আরো অনেক সুযোগ-সুবিধা আছে।


★ Passport
★ Birth Certificate
★ Certificate & Transcript
★ Europass CV
★ Extra Curriculum Activities (not mandatory)

Dateline: 16 January - 16 March
Application link: https://scholarships.studyinromania.gov.ro/scholarship-home





Contact dubai :+971509822731
What's app bd : 01575025467

The annual scholarship programme for foreign citizens offered by the Romanian state, through the Ministry of Foreign Affairs, based on Government Decision no. 288/1993

আলহামদুলিল্লাহ দুবাইয়ে ভালো প্রপেশন আইডি থাকলেই করে দিতে পারবো মালয়েশিয়া মাল্টিপল ভিসা ১০০%।  🇦🇪🇦🇪🇦🇪+971509822731 (what'...
19/02/2024

আলহামদুলিল্লাহ
দুবাইয়ে ভালো প্রপেশন আইডি থাকলেই করে দিতে পারবো মালয়েশিয়া মাল্টিপল ভিসা ১০০%। 🇦🇪🇦🇪🇦🇪
+971509822731 (what's app)

আলহামদুলিল্লাহ 🤲🤲আমাদের এই লোকগুলা Sadika Tour & Travel Ltd পেইজের মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দুবাইতে এসে কাজ করছে,...
19/02/2024

আলহামদুলিল্লাহ 🤲🤲
আমাদের এই লোকগুলা Sadika Tour & Travel Ltd পেইজের মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দুবাইতে এসে কাজ করছে,,, বর্তমানে তারা ভালো আছে,,,,
যারা যারা ওয়ার্ক পারমিট,হাই প্রফেশন, ফ্রিলান্স ভিসা নিয়ে দুবাই আসতে চান তারা ইনবক্সে যোগাযোগ করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন। (WhatsApp +971509822731
(বি:দ্র:আমাদের এই লোকদের ভিসা ও লেবার কার্ড আমাদের পেইজে দেওয়া আছে।)

❤️❤️অফার 💥অফার💥 অফার ❤️❤️🇦🇪🇦🇪🇦🇪দুবাই টু রোমানিয়া  🇦🇪🇦🇪🇦🇪❤️❤️রোমানিয়া  সরাসরি কাজের ভিসা বা ভিজিট ভিসা  যেতে চাইলে  আমাদে...
19/02/2024

❤️❤️অফার 💥অফার💥 অফার ❤️❤️🇦🇪🇦🇪🇦🇪
দুবাই টু রোমানিয়া 🇦🇪🇦🇪🇦🇪❤️❤️

রোমানিয়া সরাসরি কাজের ভিসা বা ভিজিট ভিসা যেতে চাইলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন
শতভাগ বিশ্বাসের সাথে কাজ করে থাকি, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।

কাজের ভিসা - সময় ৪ মাস
কাজ - কিচেন হেলপার
কাজ - ওয়ার হাউজ
কাজ - ফুড ডেলিভারি

ভিজিট ভিসা সময়( ১-২) মাস

শতভাগ কাজের নিশ্চয়তা এবং বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে থাকি, সরাসরি চলে আসুন আমাদের অফিসে এসে ডিটেইলস জেনে আলোচনা করে ভাল লাগলে কাজ করবেন আমাদের মাধ্যমে।
ইনশাআল্লাহ হতাশ হবেন না। আপনার ইচ্ছা আর আমাদের প্রচেষ্টা দুটোর মিলে আপনার সফলতার সপ্নের দেশে পাড়ি জমান।

যোগাযোগ: +971509822731
হোয়াটসঅ্যাপ +9710543601509
Naif building 207 Room , Deira Dubai , UAE

18/02/2024

দুবাই টু রোমানিয়া সরাসরি কাজের ভিসা, কনসালটেন্ট টিম সরাসরি দুবাই এ ইন্টারভিউ নিবে আমাদের অফিসে, আপনার ভিসা টি নিশ্চিত করতে খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের অফিসে

যোগাযোগ :+971509822731 / 0543601509 (what's app)
Naif building 207 Room , Deira Dubai , UAE

আলহামদুলিল্লাহ আজকে দুবাইয়ে আমাদের অফিসে রোমানিয়ার লোইআর ( Lawyer ) সাথে নতুন বছরের স্কিল ও আনস্কিলদের বিষয়ে গুরুত্বপূর্...
18/02/2024

আলহামদুলিল্লাহ
আজকে দুবাইয়ে আমাদের অফিসে রোমানিয়ার লোইআর ( Lawyer ) সাথে নতুন বছরের স্কিল ও আনস্কিলদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। যোগাযোগ +971509822731
Naif building 207 Room , Deira Dubai , UAE

16/02/2024

দুবাই থেকে ইন্দোনেশিয়া ভিজিট স্টিকার ভিসা 📍
আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়াতে আমরা আছি আপনার পাশে 🫂

ডকুমেন্টস লাগবে 👇
👉 অরিজিনাল পাসপোর্ট
👉 আইডি কপি / ভিসা কপি
👉 কোম্পানি NOC লেটার
👉 ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট

🕑 সময় লাগনে ৭/১০ কার্যদিবস

অফিসঃ Sadika Tour & Travel Ltd
ডেইরা দুবাই
ইমার্জেন্সি কল +971509822731
হোয়াটসঅ্যাপ 0543601509

06/02/2024

📍আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আরব আমিরাত,(দুবাই) মালয়েশিয়া- থাইল্যান্ড- সিঙ্গাপুর- কাতার- ভিয়েতনাম- জাপান- সৌদি আরবের মাল্টিপল ভিসা- তুর্কী- সাউথ আফ্রিকা সহ ইনভাইটেশন দিয়ে কানাডা এবং অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার ফাইল প্রসেসিং করি।

📍আপনার স্বপ্ন পুরন হোক Sadika Tour & Travel Ltd এর মাধ্যমে 💞

🏫অফিসঃ Sadika Tour & Travel LTD
নাইফ সেন্টার, দুবাই
হোয়াটসঅ্যাপ +971 0543601509
হোয়াটসঅ্যাপ +971509822731

Address

Dubai

Opening Hours

09:00 - 17:00

Telephone

+971509822731

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadika Tour & Travel Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadika Tour & Travel Ltd:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Dubai

Show All