NaJoom Travels and Tourism

NaJoom Travels and Tourism We offers fast and reliable documents clearance services like Dubai all visa & Business set-up.

👉 যারা দুবাইতে ক্যানসেল ভিসায় আছেন অথবা ভিসা ক্যানসেল করে নতুন ভিসা করবেন কিন্তু লেবার কার্ড এপ্রুভড আসছে না তারা আমাদের...
10/02/2025

👉 যারা দুবাইতে ক্যানসেল ভিসায় আছেন অথবা ভিসা ক্যানসেল করে নতুন ভিসা করবেন কিন্তু লেবার কার্ড এপ্রুভড আসছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সহজে।

20/10/2024

🇯🇵 আলহামদুলিল্লাহ আমরা কাজে বিশ্বাসী, গত এক সপ্তাহে আমাদের বেশ কিছু অ্যাপোয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ইতিমধ্যে প্রায় লোকের ভিসা চলে আসছে, জাপান ভিজিট ভিসা মাত্র ৪৯৯ দিরহাম করে ফেলুন কারণ এখন রেসিও খুবই ভালো যাচ্ছে । 🇯🇵
𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 & 𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:
Whatsapp:- 0501831190
𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: 304, AL SHAMSI BUILDING, MOZA SUWAIDAN, Dubai, United Arab Emirates
#জাপান

17/10/2024

Egypt 🇪🇬 Travel package available
✈️ ✈️ ✈️

কানাডা ভিজিট ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। এখানে বিস্তারিতভাবে প্রতিটি ধাপ বর্ণনা করা হল...
04/07/2024

কানাডা ভিজিট ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। এখানে বিস্তারিতভাবে প্রতিটি ধাপ বর্ণনা করা হলো:
# # # ধাপ ১: যোগ্যতা যাচাই
আপনি কানাডার ভিজিট ভিসার জন্য যোগ্য কিনা তা যাচাই করুন। সাধারণত, আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, আপনি আর্থিকভাবে সক্ষম হতে হবে, এবং কানাডা থেকে ফেরার যথেষ্ট কারণ থাকতে হবে।
# # # ধাপ ২: প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করা
আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো দরকার তা সংগ্রহ করুন:
- বৈধ পাসপোর্ট
- ফটো (কানাডার ভিসার নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী)
- ব্যাংক স্টেটমেন্ট (আর্থিক সক্ষমতা প্রদর্শনের জন্য)
- কাজের নথি বা শিক্ষার নথি (যদি থাকে)
- ট্রাভেল ইন্স্যুরেন্স
- ইনভিটেশন লেটার (যদি কোনো স্পন্সর থাকে)
# # # ধাপ ৩: অনলাইনে আবেদন
কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) এর ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন:
1. [IRCC ওয়েবসাইট](https://www.canada.ca/.../immi.../services/visit-canada.html) এ যান।
2. "Apply for a visitor visa" এ ক্লিক করুন।
3. নির্দেশনা অনুসারে আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
# # # ধাপ ৪: ভিসা ফি প্রদান
অনলাইনে ভিসা ফি প্রদান করুন। ফি সাধারণত ১০০ কানাডিয়ান ডলার (সাথে বায়োমেট্রিক ফি থাকলে অতিরিক্ত ৮৫ কানাডিয়ান ডলার) হতে পারে।
# # # ধাপ ৫: বায়োমেট্রিক তথ্য প্রদান
আপনার আঙুলের ছাপ এবং ছবি (বায়োমেট্রিক্স) সংগ্রহের জন্য নিকটস্থ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (VAC) যেতে হবে। আপনি অনলাইন আবেদন করার পর, আপনাকে একটি বায়োমেট্রিক নির্দেশনা চিঠি পাঠানো হবে, যেখানে বিস্তারিত প্রক্রিয়া দেওয়া থাকবে।
# # # ধাপ ৬: সাক্ষাৎকার বা অতিরিক্ত তথ্য (যদি প্রয়োজন হয়)
কিছু ক্ষেত্রে, কানাডার ভিসা অফিসার আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকতে পারেন বা অতিরিক্ত তথ্য/ডকুমেন্ট চাইতে পারেন।
# # # ধাপ ৭: ভিসা প্রসেসিং এবং সিদ্ধান্ত
আপনার আবেদন প্রসেস করা হবে এবং সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। যদি আপনার আবেদন মঞ্জুর হয়, তবে আপনার পাসপোর্টে ভিসা স্ট্যাম্প করা হবে।
# # # ধাপ ৮: ভিসা পাওয়ার পর
আপনার ভিসা পাওয়ার পর, কানাডায় ভ্রমণের প্রস্তুতি নিন। কানাডা প্রবেশের সময় বর্ডার সার্ভিস অফিসারকে প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে হতে পারে।
# # # পরামর্শ
আবেদনের পুরো প্রক্রিয়াটি সতর্কতার সাথে সম্পন্ন করুন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডকুমেন্টগুলো প্রদান করুন। যদি প্রয়োজন হয়, তাহলে কোনো ইমিগ্রেশন পরামর্শদাতার সাহায্য নিন।
এই ধাপগুলো অনুসরণ করে আপনি কানাডা ভিজিট ভিসার জন্য সফলভাবে আবেদন করতে পারবেন।

শেয়ার করে টাইমলাইনে রেখে দিনকিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন? 🇨🇦 🇪🇺 কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি। প্...
02/07/2024

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন
কিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন? 🇨🇦 🇪🇺
কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি।
প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে।
একাউন্ট খোলার সময় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আসবে। ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চিন এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে। এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন।
তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)
আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো কোশ্চেনের আনসার সিলেক্ট করবেন।
সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।
1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)
Upload Required Documents for visit visa
1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
😎 Schedule1 Form
9) Client Information/Cover Lettter
Certificate of Employee/ Office ID Card/ NOC
সবগুলো অরজিনাল ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
Application fee 100 CAD & Biometrics fee 85 CAD. Total = 185 CAD
পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।
রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় বিএফএস এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।
বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।
একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।
ধন্যবাদ ।

আসসালামু আলাইকুম,Najoom Travel & Documents Clearing👉 আমরা দিচ্ছি ৯৯% ভিসা পাওয়ার নিশ্চয়তা👉 কানাডা 10 বছর মেয়াদি টুরিষ্ট ...
24/06/2024

আসসালামু আলাইকুম,
Najoom Travel & Documents Clearing
👉 আমরা দিচ্ছি ৯৯% ভিসা পাওয়ার নিশ্চয়তা
👉 কানাডা 10 বছর মেয়াদি টুরিষ্ট ভিসা প্রসেসিং এর সকল কাজ আমরা করে থাকি । খুব সহজ টুরিষ্ট ভিসায় গিয়ে কানাডায় স্থায়ী হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে । এই প্রোগ্রামে আমাদের প্রতিষ্ঠান দারুন ভাবে সাফলতা অর্জন করেছে । সঠিক ভাবে ভিসা প্রসেসিং করতে অনেকেই ব্যর্থ হন । কিন্তু আমাদের যথেষ্ট ধারনা থাকায় আমরা সুনামের সাথে কাজ করে আসছি ।

আস্থা এবং ধৈর্যই আপনাকে সফল হতে সহায়তা করবে।

👉 আমি মুসফিকুর রহমান, দীর্ঘ্যদিন যাবত ট্রাবল্স-এর সাথে জড়িত আছি। আমি নিজেও কানাডা ঘুরে আসছি। আমি জানি কিভাবে একটা ফাইল প্রসেস করলে ভিসা হবার চান্স ৯৯%। কাজেই আর দেরি না করে আপনার স্বপ্নের দেশ কানাডার ভিসা প্রসেস আমাদের মাধ্যমে করুন। ইনশাআল্লাহ সফলতা আসবে।

👉 বিস্তারিত জানতে কল করুন অথবা
হোয়াটসঅ্যাপ :+971 050 183 1190
অফিস: ৩০৪, আল সামসি বিল্ডিং, মোজা সাউদান, আল মুরাক্কাবাদ, হায়াত প্লেসের নিকটে, ডুবাই।

Assalamu Alaikum,
Najoom Travel & Documents Clearing
👉 We provide 99% visa guarantee
👉 We do all the work of Canada 10 year tourist visa processing. There is a golden opportunity to settle in Canada on a very easy tourist visa. Our organization has achieved great success in this program. Many people fail to process the visa properly. But as we have enough ideas, we have been working with reputation.

Confidence and patience will help you succeed.

👉 I am Musfiqur Rahman, I have been involved with Troubles for a long time. I am visiting Canada myself. I know how to process a file with a 99% chance of getting a visa. So without further delay process your dream country Canada visa through us. Inshallah success will come.

👉 Call for details or
Whatsapp :+971 050 183 1190
Office: 304, Al Samsi Building, Moza Soudan, Al Muraqqabad, Near Hyatt Place, Dubai.

 #স্বপ্নের_দেশ_ভ্রমণের_যারা_স্বপ্ন_দেখেন_তাদের_জন্য_কিছু_দিক_নির্দেশনা।আপনি যদি বাঙালি বা ভারতীয় উপমহাদেশের নাগরিক হন এব...
23/06/2024

#স্বপ্নের_দেশ_ভ্রমণের_যারা_স্বপ্ন_দেখেন_তাদের_জন্য_কিছু_দিক_নির্দেশনা।
আপনি যদি বাঙালি বা ভারতীয় উপমহাদেশের নাগরিক হন এবং স্বপ্ন দেখেন উন্নত বিশ্বের দেশগুলো ভ্রমণ করবেন তাহলে আপনাকে অনেকগুলো দিকনির্দেশনা অনুসরণ করতে হবে।যা কিছুটা কঠিন হলেও সম্ভব।
যেমন আমরা যদি সাধারণ ছাত্র থেকে সর্বোচ্চ রেজাল্ট করতে চাই তাহলে যথেষ্ট পরিশ্রম করা প্রয়োজন হয়।কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড উচ্চশিক্ষিত তাদের ক্ষেত্রে অতটা কষ্ট হয়না কারন তাদের ভিত্তিই হলো শক্ত।পরিকল্পিত ভিত্তির ওপর তাদের জীবন গড়ে ওঠে।
যা দরকার,
▪️ ডকুমেন্টস।
আপনার পাসপোর্ট,ব্যাংক স্টেটমেন্ট,অফিসিয়াল কাগজপত্র,একাডেমিক ডকুমেন্টস ও পরিকল্পনা একেবারেই নিখুঁত হতে হবে।নিখুঁত হওয়াটাই স্বাভাবিক।কারন সুন্দর পরিবেশে যাওয়ার জন্য সুন্দর সেটাপ,গেট-আপ প্রয়োজন।
▪️ট্রাভেল ইতিহাস।
হঠাৎ করে যেমন ভালো রেজাল্ট এবং ভালো চাকরি পাওয়া যায় না একই ভাবে হঠাৎ করে উন্নত বিশ্বের যেকোনো দেশ ভ্রমণের অনুমতি আপনি পাবেন না।
যার জন্য দরকার আপনি প্রকৃত ট্রাভেলার কিনা তার প্রমাণ দেয়া।এজন্য প্রথমত নিজের দেশের পাশের কিছু দেশ ভ্রমণ করতে হবে।সেটা ভিন্ন ধারার দেশ হলে আরো ভাল।মানে যেখানে সাধারণত নিজ দেশের লোকজন কম যায়।বাংলাদেশের মানুষজন আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে খুব কমই ভ্রমন করে।এ সুযোগ আপনি গ্রহণ করতে পারেন।কিন্তু তার জন্য অবশ্যই প্রতিবেশি দেশ ভ্রমন বাদ দেয়া চলবে না।
বিভিন্ন মেরুর দেশ ভ্রমণ উন্নত বিশ্বের দেশগুলোর ভিসা পেতে সহযোগিতা করে।
▪️পরিকল্পিত ভ্রমণ।
কতগুলো দেশ ভ্রমণ করবেন তার একটি তালিকা তৈরী করা।এদেশগুলো হঠাৎ করেই ভ্রমণ না করে ধারাবাহিকতা বজায়ে রাখা।মানে এক মাসেই ২/৪/৫টি দেশ ভ্রমন না করে প্রতি মাসে ১/২টি করে দেশ ভ্রমণ করা।এভাবে ১/২ বছর নিয়মিত ভ্রমণ করা।মাঝেমধ্যে কোন কোন মাসে ভ্রমণ না করা।
▪️ তথ্য ও অভিজ্ঞতা অর্জন করা।
যে দেশে ভ্রমণ করবেন তার সম্পর্কে আগে থেকে জেনে নেয়া।কোথায় ভ্রমণ করবেন,কোথায় থাকবেন কি খাবন ইত্যাদি।ভ্রমন শেষ করে অভিজ্ঞতা কি কি অর্জন করেছেন তা বিশ্লেষণ করবেন।সম্ভব হলে লিখে রাখবেন।মানে যে দেশ ভ্রমণ করেছেন সে সম্পর্কে কিছু তথ্য যেন দিতে পারেন সে বিষয়ে মনে রাখতে হবে।
▪️সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা।
ফেজবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট দিতে পারেন আপনার ভ্রমণ সম্পর্কিত তথ্যাবলি।যা আপনাকে একধাপ এগিয়ে নিতে সহযোগিতা করবে।মনে রাখতে হবে মানহীন কিছু করা যাবে না।অতিরিক্ত আপডেট দেয়া যাবে না।
💠সবকিছুর মধ্যে মনে রাখতে হবে,,
১. কোন দেশের নিয়মশৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।
২. কোন দেশে ভূলেও সময়ের অতিরিক্ত দিন থাকা যাবে না।
৩. স্থানীয়দের সাথে কোন প্রকার ঝামেলায় জড়ানো যাবে না।
৪. নিজের মধ্যে কোন দু্র্বলতা রাখা যাবে না।
৫. কোন প্রকারের অননুমোদিত জিনিসপত্র সাথে রাখা যাবে না।যেমনঃ তামাক বা নেশা জাতীয় দ্রব্য,ধারালো বা জীবননাশকারী কোন জিনিস ইত্যাদি।
৬. অসামাজিক কিছু করা যাবে না।যেমনঃ নারী সংক্রান্ত কোন জটিলতা ইত্যাদি।
ওপরের তথ্যগুলো আপনার ভ্রমণকে আরো চমকপ্রদ করবে বলে মনে করছি।তবে শুধু এই তথ্যগুলোই সেরা তথ্য নই এজন্য আরো রিসার্চ করতে হবে।
ভ্রমণ সংক্রান্ত যেকোন তথ্য ও পরামর্শের জন্য আমাদের পেজ ফলো করতে পারেন।সরাসরি আমাদের সাথে যোগাযোগ ও করতে পারেন।

Office: 304,Al hawai building,Al Rigga,Near Clock Tower, Deira,Dubai-UAE.

Hotline & whatsapp 050 183 1190

Prithibir onnotomo ekti desh Japan..... Amader oneker e sopner desh... Ei deshe onk Bengali ase jara nijeder sopno puron...
23/06/2024

Prithibir onnotomo ekti desh Japan..... Amader oneker e sopner desh... Ei deshe onk Bengali ase jara nijeder sopno purone besto... R jara Europe, America niye sopno dekhe tara ei deshe travel kore nijer travel history storng kore.... Khubi sundor ekta desh ja nijer chokhe na dekhle bole bujano jabe na

আজারবাইজানের রাজধানী বাকু এই প্রাচীন শহরটির সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়েছে অনেক দিন হয়ে গেছে। বাকু হল একটি জমজমাট মহানগ...
14/06/2024

আজারবাইজানের রাজধানী বাকু এই প্রাচীন শহরটির সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়েছে অনেক দিন হয়ে গেছে। বাকু হল একটি জমজমাট মহানগর যা বিভিন্ন আকর্ষণ এবং কার্যকলাপের আবাসস্থল। আপনি কিছু দর্শনীয় স্থান, সাংস্কৃতিক অন্বেষণ, বা একটু দুঃসাহসিক কাজ খুঁজছেন না কেন, বাকু পর্যটন স্থানগুলিতে প্রত্যেকের জন্য কিছু আছে। পুরানো-বিশ্বের কবজ এবং আধুনিকতার অনন্য মিশ্রন আপনাকে অন্য যেকোনো অভিজ্ঞতার মতো অভিজ্ঞতা দেবে।
যখন বাকুতে যা করার কথা আসে, তখন শহরটি বিস্তৃত বিকল্পের অফার করে। আকর্ষণীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক থেকে চিত্তাকর্ষক আধুনিক বিল্ডিং, শহরটি প্রত্যেকের জন্য কিছু অফার করে। আপনি সমস্ত অবিশ্বাস্য বিকল্পগুলির সাথে কোথায় শুরু করবেন তা আপনি জানেন না, তবে কখনই ভয় পাবেন না! আমরা আপনার পিছনে আছে
✅ আজারবাইজান গ্রুপ ট্যুর প্যাকেজ ৩ রাত/৪ দিন ১১৯৯ দিরহাম
ভ্রমনের তারিখ ১৮ জুলাই, বুকিংয়ের শেষ সময় ০৮ জুলাই
আগে থেকে ভিসা নেওয়ার প্রয়োজন নেই; আইডি'র মেয়াদ ৩ মাস থাকলেই যেতে পারবেন
ফ্লাইটঃ ১৮ জুলাই রাত ৯ টায় যাওয়া; ২১ জুন রাত ১ টায় ফেরার ফ্লাইট,
✅ প্যাকেজে যা যা পাবেনঃ
# আবুধাবী-বাকু শহরে যাওয়া-আসা ফ্লাইট টিকেট (শুধু হাত ব্যাগ পাবেন ১০ কেজি)
# ০৩ রাত বাকু শহরে ৩* হোটেলে থাকা ও সকালের নাস্তা
# বাকু এয়ারপোর্ট থেকে শহরের হোটেলে যাওয়া-আসা'র গাড়ি
# বাকু শহরে একদিন ফুল ডে সিটি ট্যুর
✅ সার্ভিসের খরচের বাইরেঃ
# দুপুর ও রাতের খাওয়া
# ব্যক্তিগত খরচ!ঔষধ বা কেনাকাটা ইত্যাদি।
# কোনো স্পটের এন্ট্রি ফি (যদি লাগে)।
# ভিসা খরচ ৩০ ডলার (১১০ দিরহাম সমপরিমান)
# প্যাকেজে উল্লেখিত নেই এমন কোনো খরচ।
🛄যা যা সাথে নিবেনঃ
১/ কাধেঁ ঝুলানো হাল্কা ট্রাভেল ব্যাগপ্যাক(৭-৮ কেজির বেশি নয়)।
২/ বাকু আবহাওয়া অনুযায়ী পোশাক, সানগ্লাস,ক্যাপ ইত্যাদি।
৩/ পাসপোর্ট ও এমিরেটস আইডি অরিজিনাল ও কপি (কমপক্ষে ৫টি)
৪/ যথাসম্ভব কম কাপড় ও ব্যক্তিগত সাধারণ ঔষধ (যদি লাগে)
🔵 সবচেয়ে বেশি দরকার একটি ভ্রমণ পিপাসু মন।
🔴🔴সতর্কতাঃ
কোনো প্রকার মাদক বহন অথবা খাওয়া যাবে না। প্রমাণিত হলে তৎক্ষণাৎ বহিষ্কার গ্রুপ থেকে।
** কারো সম্মান নষ্ট হয় এমন কোনো আচরন করা যাবে না।
** স্থানীয়দের সাথে কোনোভাবেই ঝামেলায় জড়ানো যাবে না।
** একা একা গ্রুপ লিডারের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না।
** যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মানিয়ে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে।
** অবশ্যই অবশ্যই গ্রুপ লিডারের কথা মেনে চলার মন মানসিকতা থাকতে হবে।নিজে ইচ্ছা করলেই অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না।
** যেহেতু ভিন্ন দেশে যাচ্ছি,তাই সকল নিয়ম কানুন সঠিক ভাবে মেনে চলতে হবে।
** পাসপোর্ট ও এমিরেটস আইডির মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
🛫বুকিং পলিসি: অর্ডার কনফার্ম করার শেষ দিন ০৮ জুলাই ২০২৪।
বাকু ট্যুরের জন্য ৫০০/- দিরহাম জমা দিয়ে রিটার্ন টিকিট বুকিং কনফার্ম করে নিতে হবে।এবং পরে বাকি টাকা দুবাই থেকে পরিশোধ করে হোটেল বুকিং ও ট্রাভেল ইন্সুইরেন্স সহ সমস্ত পেপার সংগ্রহ করে আবুধাবি এয়ারপোর্টে যাত্রা করবেন।
আমাদের সময় সংকুলানের উপর নির্ভর করে প্রতিটি স্পট ঘুরে দেখা হবে, সময় কমবেশির উপরে আমাদের স্পট কিছু বাদ দিতে বা যোগ হতে পারে,এক্ষেত্রে প্রধান প্রধান স্পট গুলো অবশ্যই ভ্রমণ করবো।
#ব্যাংক_একাউন্টের_মাধ্যমেও _বুকিং_দিতে_পারবেনঃ
#পেমেন্ট করে সাথে সাথে +971501831190 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম এবং Transaction Id জানাতে হবে। আর তখনই আপনার আসন কনফার্ম হবে।যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
* বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়।
📌 সিটের সংখ্যা সীমিত, যারা যাবেন দ্রুত কনফার্ম করবেন✅
📌 অন্যান্য দেশের প্রবাসীরাও এই ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন।
✈️ আরও বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের ফোন করুন ⤵️
📞Call & WhatsApp
050 183 1190
Office Address
🏢304,Al Hawai Building,Al Rigga,Near Clock Tower,Deira Dubai-UAE.
বিঃদ্রঃ আমরা প্রতি মাসে টুরিস্ট আবেদনের পরিপ্রেক্ষিতে স্বল্প খরচে #মিশর #আজারবাইজান #আর্মেনিয়া #কাজাখস্তানের #উজবেকিস্তান #তুর্কেমেনিস্তান #তাজিকিস্তান ও #তুর্কিস্তান টুরিস্ট প্ল্যান করে থাকে, যা আপনার #ট্রাভেল_হিস্ট্রি উন্নত করতে এবং বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য জানতে উপযুক্ত সুযোগ প্রদান করবে।
#বাংলাদেশীটুরিস্ট

IFEL TOWER PARIS FRANCE Paris, France ❤  🇫🇷  #🇫🇷
09/06/2024

IFEL TOWER PARIS FRANCE
Paris, France ❤ 🇫🇷
#🇫🇷

If you want to apply schengen tourists visa... Please fill free to contact with meMy WhatsApp 050 183 1190
06/06/2024

If you want to apply schengen tourists visa... Please fill free to contact with me

My WhatsApp 050 183 1190

আসসালামু আলাইকুম,Najoom Travel & Documents Clearingআমরা দিচ্ছি ৯৯% ভিসা পাওয়ার নিশ্চয়তাকানাডা এবং আমেরিকা এই দুইটি দেশের...
01/05/2024

আসসালামু আলাইকুম,
Najoom Travel & Documents Clearing
আমরা দিচ্ছি ৯৯% ভিসা পাওয়ার নিশ্চয়তা
কানাডা এবং আমেরিকা এই দুইটি দেশের 10 বছর মেয়াদি টুরিষ্ট ভিসা প্রসেসিং এর সকল কাজ আমরা করে থাকি । খুব সহজ টুরিষ্ট ভিসায় গিয়ে কানাডা এবং আমেরিকাতে স্থায়ী হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে । এই প্রোগ্রামে আমাদের প্রতিষ্ঠান দারুন ভাবে সাফলতা অর্জন করেছে । সঠিক ভাবে ভিসা প্রসেসিং করতে অনেকেই ব্যর্থ হন । কিন্তু আমাদের যথেষ্ট ধারনা থাকায় আমরা সুনামের সাথে কাজ করে আসছি ।
আস্থা এবং ধৈর্যই আপনাকে সফল হতে সহায়তা করবে।
বিস্তারিত জানতে কল করুন অথবা
হোয়াটসঅ্যাপ :+971 050 183 1190
অফিস: ৩০৪, আল সামসি বিল্ডিং, মোজা সাউদান, আল মুরাক্কাবাদ, হায়াত প্লেসের নিকটে, ডুবাই।

👉 আপনি যদি সিঙ্গাপুর, সৌদি আরাব এবং সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট হন তাহলে জাপান ই-ভিসার জন্য আবেদন করতে পারেন। যারা ট্...
27/04/2024

👉 আপনি যদি সিঙ্গাপুর, সৌদি আরাব এবং সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট হন তাহলে জাপান ই-ভিসার জন্য আবেদন করতে পারেন। যারা ট্রাবল হিস্টিরি করতে চান তাদের জন্য জাপান খুবই ষ্ট্রং একটা কান্ট্রি। আবেদনের প্রসেস খুবই সহজ। যদি নিজে নিজে আবেদন করতে পারেন তাহলেতো আলহামদুলিল্লাহ আর যদি না পারেন তবে আমার সাহায্য নিতে পারে। আবেদন ফি খুবাই সিমীত
☎️ 050 183 1190
🏠 অফিস নং ৩০৪, আল হুয়ায় বিল্ডিং, আল মুরাক্কাবাদ, (আল রিগ্গা মেট্রো ষ্ট্রেশনের একটু সামনে), ডেয়রা, ডুবাই।

Address

304, AL SHAMSI BUILDING, MOZA SUWAIDAN
Dubai
00000

Alerts

Be the first to know and let us send you an email when NaJoom Travels and Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NaJoom Travels and Tourism:

Videos

Share

Category