Eco Roots Travels & Tourism LLC

Eco Roots Travels & Tourism LLC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eco Roots Travels & Tourism LLC, Travel Service, Office/153, Hor Al Anz Plaza, Hor Al Anz, Dubai.

Welcome Eco Roots
We Provide you UAE (Visit, Freelance, Partner, Family) Visa, Visa Change, Visa Extension, Air Ticket, Hotel Booking, Travel Insurance & also all country tourist visa such as US, UK Canada, Australia, Schengen

06/12/2024
✅সব সময় ভিসার রেসিও ভালো চাইলে অবশ্যই ইউরোপের গরিব দেশ গুলোতে এপ্লাই করবেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স বেশি থাকবে✈️➡...
30/11/2024

✅সব সময় ভিসার রেসিও ভালো চাইলে অবশ্যই ইউরোপের গরিব দেশ গুলোতে এপ্লাই করবেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স বেশি থাকবে✈️
➡️➡️এপ্লাই করবেন সার্বিয়া, বুলগেরিয়া,ক্রোয়েশিয়া,মেসিডোনিয়া, আলবেনিয়া, কসোভো কিংবা বেলারুশ এই দেশগুলোতে আমাদের মত দেশের ভিসার রিসিও ভালো থাকে। ভিসা পাইয়া ঢুকেন খাওয়া কার, থাকা কার ,কী কাজ না দেখে শুধু ভিসার দিকে ফোকাস দেন। ভিসা পাবেন কি না সেই বিষয়ে মনযোগ দিবেন। ঢুকতে পারলে শত প্রতিকূলতার পরেও আপনি ভাগ্যবান,কারণ অনেকে ৩ বার ৪ বার রিজেক্ট খেয়েও ইউরোপ যেতে পারে না 🌏
📣কোন ভাবে যদি একবার পৌছে যান আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি আর বের হইতে চাইবেন না, আর আপনাকে কেউ বের করে দিতে পারবে না।
একবার ঢুকতে পারলে ২৯ টা দেশের যেখানে ইচ্ছে চলে যেতে পারবেন। এত করে বুঝাই তারপরও কেউ বুঝে না। 🇪🇺🇪🇺
✅✅আপনি বৈধ ভিসা নিয়ে ইউরোপে ঢুকবেন তাতেই আপনার এত কিছু চিন্তা করতে হয় আর যে মানুষটা লিবিয়া হয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে ঢুকে সে কি কখনো খাওয়ার চিন্তা করে আসে থাকার চিন্তা করে আসে!
একটু ভাবলেই উত্তর পেয়ে যাবেন,মোটকথা ইউরোপ ইউরোপ ই🇪🇺✈️✈️
সবার জন্য শুভকামনা, নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

Miss u my beloved queen I love u 💓 💗 💛
29/11/2024

Miss u my beloved queen I love u 💓 💗 💛

WOWW! Amazing Scenes at Sheikh Zayed Road Record Breaking attendance at Dubai Run 2024🏃‍♀️
24/11/2024

WOWW! Amazing Scenes at Sheikh Zayed Road
Record Breaking attendance at Dubai Run 2024🏃‍♀️

ভিসা ছাড়া ঘুরে ✈️ আসতে পারবেন সুন্দর এই দেশগুলো বাংলাদেশি পাসপোর্ট 🇧🇩এ...সাথে থাকতে হবে দুবাই এর রেসিডেন্সি Card 🇦🇪 (Geo...
22/11/2024

ভিসা ছাড়া ঘুরে ✈️ আসতে পারবেন সুন্দর এই দেশগুলো বাংলাদেশি পাসপোর্ট 🇧🇩এ...সাথে থাকতে হবে দুবাই এর রেসিডেন্সি Card 🇦🇪 (Georgia, Uzbekistan , Kyrgyzstan, Azerbaijan) দেশগুলি ইউরোপের কাছাকাছি মধ্য এশিয়া এবং ইউরোএশিয়ান কান্ট্রি। কালচার সম্পুর্ন ইউরোপীয়। তবে সেগুলোতে যাওয়ার আগে রুট প্ল্যান টা ভালোভাবে করতে হবে। যেমন সবচেয়ে সহজ ইমিগ্রেশন উজবেকিস্তানে, তেমন কিছুই জিজ্ঞেস করেনা, সেখানে প্রথমে যাবেন। তারপর উজবেকিস্তান থেকে কিরগিজিস্থান যেতে পারবেন কম খরচে। এর পরে যাবেন আজারবাইজান। এখানে ট্রাই করবেন ট্রিপ শেষ করার , কারন এক ট্রিপে ৩ টার বেশি দেশ ঘুরলে পাসপোর্ট এর ট্র‍্যভেল হিস্টোরি ফেইক মনে হয়। পরবর্তী ট্রিপে যাবেন জরজিয়া কারন ফ্রেস পাসপোর্ট এ তারা এন্ট্রি দিতে ঝামেলা করে, তাই চেষ্টা করবেন এই দুই দেশে যাওয়ার আগে বাকিগুলি ঘুরে নিতে😊। দুবাই এর রেসিডেন্সি Card হোল্ডারদের জন্য। ভিসা এবং ইমিগ্রেশন নিয়ে আরো নতুন নতুন তথ্য পেতে আজই ফলো করে রাখুন 😊
Highlights

মিশর পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফিরাউনরা (প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের ফিরাউন (Pha...
16/11/2024

মিশর পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফিরাউনরা (প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের ফিরাউন (Pharaoh) বলা হতো)। তাদেরকে কবর বা সমাধী দেয়ার জন্যই পিরামিড নির্মান করা হতো। মিশরে ছোটবড় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষনীয় হচ্ছে গিজা'র পিরামিড যা খুফু'র পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খন্ড দিয়ে। পাথর খন্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন, আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মত। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দুরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হত। চার হাজারের বছরের পুরানো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে; অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে। আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির উপরে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবে নিয়ে যাওয়া হয়েছিল আড়াই টন ওজনের এক একটা ব্লক।

🇪🇺দেখে ইউরোপের কোনো উন্নত দেশ মনে হলেও এটি এশিয়ার একটি ছোট্ট দেশ আজারবাইজান😌 পরিষ্কার পরিচ্ছন্ন,সুন্দর ও আধুনিক একটি দেশ...
15/11/2024

🇪🇺দেখে ইউরোপের কোনো উন্নত দেশ মনে হলেও এটি এশিয়ার একটি ছোট্ট দেশ আজারবাইজান😌 পরিষ্কার পরিচ্ছন্ন,সুন্দর ও আধুনিক একটি দেশ। রাস্তাঘাট ব্যাবস্থাপনা যোগাযোগ ও ইনফ্রাস্টাক্সার এর দিক দিয়ে অনেক সেঞ্জেনভুক্ত ইউরোপীয় দেশ এর থেকে অনেক অংশে এগিয়ে আছে, তুলোনা করতে পারেন ফ্রান্স এর প্যারিস এর সাথে। ১ আজারবাইজান মানাত (মুদ্রা)=(৭১ বাংলাদেশি টাকা)
বাংলাদেশি পাসপোর্ট এ (ওন এরাইভাল ভিসা )নিয়ে ঘুরে আসতে পারেন এই দেশ, যদি আপনার কাছে আরব আমিরাতের Resident Card থাকে।Airport এ ল্যান্ড করার পর ইলেকট্রনিক ম্যাশিন এর সাহায্যে ৫ মিনিটে ভিসা প্রিন্ট করে নিতে পারবেন ✈️

কানাডার ভিজিটর ভিসা নীতির নতুন পরিবর্তন (২০২৪): বিস্তারিত বিশ্লেষণ:=============================================২০২৪ সাল...
15/11/2024

কানাডার ভিজিটর ভিসা নীতির নতুন পরিবর্তন (২০২৪): বিস্তারিত বিশ্লেষণ:
=============================================
২০২৪ সালের নভেম্বরে কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস এবং সিটিজেনশিপ (IRCC) ভিজিটর ভিসা প্রদান নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আগের তুলনায় এবার মাল্টিপল-এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না। এর পরিবর্তে আবেদনকারীর প্রয়োজন এবং ব্যক্তিগত পরিস্থিতির ওপর ভিত্তি করে, ভিসা প্রদান করা হবে। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো আরও সুনির্দিষ্ট এবং কাস্টমাইজড নীতিমালা তৈরি করা, যা ভ্রমণকারীর উদ্দেশ্য এবং আর্থিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আসুন জেনে নিই, এই নতুন নীতির বিশদ বিবরণ।
মাল্টিপল-এন্ট্রি ভিসার মূল ধারণা:
কানাডার মাল্টিপল-এন্ট্রি ভিসা সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য থাকে এবং এই ভিসা থাকলে একজন ভ্রমণকারী সেই সময়ে একাধিকবার কানাডায় প্রবেশ করতে পারেন। এটি সাধারণত ১০ বছর পর্যন্ত বৈধ থাকে, অথবা পাসপোর্ট বা বায়োমেট্রিক তথ্যের মেয়াদ শেষ হওয়ার পর্যন্ত কার্যকর থাকে। তবে, নতুন নীতির অধীনে ভিসা কর্মকর্তারা নির্ধারণ করবেন, আদৌ মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়া হবে কিনা।
মাল্টিপল-এন্ট্রি ভিসার পরিবর্তন:
আগের নিয়ম অনুযায়ী, যদি একজন ভ্রমণকারীর ভিসা অনুমোদিত হতো তবে তা স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল-এন্ট্রি হিসেবে অনুমোদিত হতো। এখন থেকে মাল্টিপল-এন্ট্রি ভিসা পেতে হলে আবেদনকারীর প্রয়োজন, ভ্রমণের উদ্দেশ্য এবং আর্থিক সামর্থ্য যাচাই করা হবে।
ভ্রমণের উদ্দেশ্যের ওপর নির্ভরশীলতা:
নতুন নীতিতে ভিসা প্রদান প্রক্রিয়ায় ভ্রমণের উদ্দেশ্য বড় ভূমিকা পালন করবে। ভিসা কর্মকর্তারা ভ্রমণের উদ্দেশ্য দেখে সিদ্ধান্ত নেবেন, একক-প্রবেশ (সিঙ্গেল এন্ট্রি) বা মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রয়োজন কিনা।
১. স্বল্পমেয়াদী বা এককালীন ইভেন্ট:
যদি ভ্রমণটি একটি নির্দিষ্ট ইভেন্টের জন্য হয়, যেমন কনফারেন্স, প্রশিক্ষণ, বা অন্য কোনও এককালীন কার্যক্রম, তবে একক-প্রবেশ ভিসা প্রদান করা হতে পারে। এটি মূলত স্বল্পমেয়াদী ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য, যারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কানাডা ত্যাগ করবেন।
২. নিয়মিত ভ্রমণ:
যারা নিয়মিত কানাডা ভ্রমণ করেন, যেমন পরিবারের সাথে দেখা করতে বা ব্যবসার কাজে যান, তারা মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য বিবেচিত হতে পারেন। তবে, এটি আর আগের মতো স্বয়ংক্রিয় নয়, এবং নিয়মিত ভ্রমণের প্রমাণ থাকতে হবে।
আর্থিক স্থিতিশীলতা এবং খরচ বহনের প্রমাণ:
নতুন নিয়ম অনুযায়ী, আর্থিক স্থিতিশীলতা ভিসা অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আবেদনকারীর আর্থিক স্থিতি নিশ্চিত করার জন্য কিছু নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
আর্থিক বিবেচনা:
আবেদনকারীর নিজস্ব অর্থায়নের প্রমাণ থাকতে হবে, যাতে বারংবার ভ্রমণের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্যের প্রমাণ দেয়া যায়। যদি পরিবারের কোনো সদস্য কানাডায় অবস্থান করে এবং ভ্রমণের খরচ বহন করতে ইচ্ছুক হন, তবে তাদের মধ্যে সম্পর্কের প্রমাণ এবং ওই ব্যক্তির আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে হবে।
ব্যবসায়িক ভ্রমণকারীদের ক্ষেত্রে, নিয়োগকর্তার কাছ থেকে ভ্রমণের উদ্দেশ্য এবং অর্থায়নের প্রমাণ হিসেবে একটি চিঠি থাকা প্রয়োজন।
অতিরিক্ত বিবেচনা এবং প্রভাব:
কানাডায় ভ্রমণকারীদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বিষয় বিবেচনা করা হয়, যা ভিসা অনুমোদনে সাহায্য করে:
১. নিজ দেশে শক্তিশালী সম্পর্ক:
যদি আবেদনকারীর নিজ দেশে একটি স্থায়ী চাকরি বা পরিবার থাকে, তবে তা মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুমোদনে সহায়ক হতে পারে। এটি প্রমাণ করে যে আবেদনকারী কানাডায় অবস্থানের চেয়ে নিজ দেশেই থাকতে বেশি ইচ্ছুক।
২. পূর্বের ভ্রমণ ইতিহাস:
আগে ভ্রমণকারীরা ভিসা শর্তাবলী মেনে চলেছেন কিনা এবং কোনো ভিসা প্রত্যাখ্যানের ইতিহাস আছে কিনা তা যাচাই করা হবে।
ভিসার মেয়াদ নির্ধারণ:
যারা মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য যোগ্য, তাদের ক্ষেত্রে ভিসার মেয়াদ নির্ধারণ করা হবে আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য এবং আর্থিক স্থিতি অনুযায়ী।
১. স্বল্পমেয়াদী ভ্রমণ:
যদি ভ্রমণের উদ্দেশ্য স্বল্পমেয়াদী হয় বা নির্দিষ্ট কোনো ইভেন্টের সাথে সম্পর্কিত হয়, তবে ভিসা সীমিত মেয়াদের জন্যই প্রদান করা হবে।
২. স্থিতিশীলতা ও সম্পর্ক:
যদি কোনো কারণে আবেদনকারীর নিজ দেশে বা কানাডার সাথে সম্পর্কিত পরিস্থিতিতে পরিবর্তন আসে, তবে তার ভিসার মেয়াদ সেই অনুযায়ী নিয়ন্ত্রণ করা হতে পারে।
৩. দেশীয় পরিস্থিতি:
যদি আবেদনকারীর নিজ দেশে রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয়, তবে তার জন্য ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হতে পারে।
২০২৪ সালের এই পরিবর্তনগুলো কানাডার ভিসা নীতির আরও কঠোর এবং নিয়ন্ত্রিত ব্যবস্থার দিকে ইঙ্গিত করে। আগের তুলনায় এখন আবেদনকারীর ভিসা অনুমোদনের জন্য আরও বেশি প্রমাণ এবং তথ্য প্রদান করতে হবে। নতুন নীতি অনুযায়ী, আবেদনকারীকে তার ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক স্থিতি এবং দেশের সাথে সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে নিয়মিতভাবে IRCC-এর নির্দেশিকা দেখে নিন এবং কোনো অভিজ্ঞ ইমিগ্রেশন পরামর্শকের সহায়তা নিন, যাতে আপনার ভ্রমণের জন্য সঠিক নথিপত্র প্রস্তুত থাকে।

পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি তৈরি বা শক্তিশালী করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে। বিশেষ করে যারা গ্রুপ ট্যুর...
15/11/2024

পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি তৈরি বা শক্তিশালী করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে। বিশেষ করে যারা গ্রুপ ট্যুরে যান, তাদের জন্য এই বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ, কারণ মাঝে মাঝে কিছু ভুল হয়ে থাকে, যা ট্রাভেল হিস্ট্রি তৈরি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।
আমরা সাধারণত থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালদ্বীপ, শ্রীলংকা, দুবাই ইত্যাদি দেশে গিয়ে ট্রাভেল হিস্ট্রি তৈরি করার চেষ্টা করি, তবে সঠিক নিয়ম না জানার কারণে আমরা কিছু ভুল করি। প্রথমত, আপনি যেখানেই যান, সেখানেই নূন্যতম ৭২ ঘণ্টা (৩ দিন) থাকতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি একটি দেশে এক বা দুই দিনের জন্য যান, তাহলে সেটি ট্রাভেল হিস্ট্রির মধ্যে পড়ে না। পাসপোর্টে সীল পড়লেও, মাত্র একদিন থাকার কারণে তা যথেষ্ট নয়।
যদি আপনি থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস বা ভিয়েতনাম ঘুরে আসেন, তাহলে প্রতিটি দেশে অন্তত তিন দিন থাকতে হবে। এছাড়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলোও একইভাবে তিন দিন করে ভ্রমণ করতে পারেন। এতে আপনার ট্রাভেল হিস্ট্রি শক্তিশালী হবে এবং পাসপোর্টে সিলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অপরদিকে, খুব দ্রুত পরপর ট্যুর প্ল্যান করা উচিত নয়। একটি ট্যুরের পর পরবর্তী ট্যুরের মাঝে অন্তত দুই থেকে তিন মাসের গ্যাপ রাখতে হবে। এই সময়ের মধ্যে আপনি ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে আরও শক্তিশালী করতে পারবেন।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার পাসপোর্টে কোন দেশের সিল রয়েছে এবং আপনি সেখানে কতদিন ছিলেন, তা সঠিকভাবে জানাতে হবে। আপনি যে দেশে গেছেন, তার জন্য সঠিক ডেট এবং ডিউরেশন (কতদিন ছিলেন) উল্লেখ করতে হবে এবং সিলের স্ক্যান কপি রাখতে হবে।
এই নিয়মগুলো মেনে চললে, আপনার ট্রাভেল হিস্ট্রি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে বিদেশে ভিসা পেতে সাহায্য করবে।

USA🇺🇲 এবং CANADA🇨🇦দুইটির দেশের মধ্যে আপনার যাওয়ার ইচ্ছা কোনটা?আপনার ইচ্ছা পূরন করার জন্য হোয়াট্সএ্যাপ করুন-📲050 898 7379
02/11/2024

USA🇺🇲 এবং CANADA🇨🇦
দুইটির দেশের মধ্যে আপনার যাওয়ার ইচ্ছা কোনটা?
আপনার ইচ্ছা পূরন করার জন্য হোয়াট্সএ্যাপ করুন-
📲050 898 7379

05/07/2024

সংযুক্ত আরব আমিরাতে যারা ক্যান্সেল ভিসায় আছেন তারা খুব সহজে রেসিডেন্সি ভিসা করতে পারবেন।
বিস্তারিত whatsapp 050 898 7379

নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি 🇨🇦আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। ন...
04/07/2024

নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি 🇨🇦
আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
১. প্রাথমিক প্রস্তুতি
প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।
২. অ্যাপ্লিকেশন শুরু
আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)
আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC
সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
৪. পেমেন্ট
ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100 CAD
বায়োমেট্রিক্স ফি: 85 CAD
মোট: 185 CAD
৫. বায়োমেট্রিক্স
পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।
৬. রেজাল্টের জন্য অপেক্ষা
আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।
৭. রিজেকশন ও পুনরায় আবেদন
যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100 CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।
এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে নিজে নিজে কানাডার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সৌভাগ্য কামনা করছি!

শেয়ার করে টাইমলাইনে রেখে দিনকিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন? 🇨🇦 🇪🇺 কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি। প্...
02/07/2024

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন
কিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন? 🇨🇦 🇪🇺
কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি।
প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে।
একাউন্ট খোলার সময় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আসবে। ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চিন এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে। এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন।
তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)
আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো কোশ্চেনের আনসার সিলেক্ট করবেন।
সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।
1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)
Upload Required Documents for visit visa
1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
😎 Schedule1 Form
9) Client Information/Cover Lettter
Certificate of Employee/ Office ID Card/ NOC
সবগুলো অরজিনাল ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
Application fee 100 CAD & Biometrics fee 85 CAD. Total = 185 CAD
পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।
রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় বিএফএস এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।
বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।
একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।
ধন্যবাদ ।

✅ 𝐔𝐀𝐄 𝟐 𝐲𝐞𝐚𝐫 𝐟𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐯𝐢𝐬𝐚✅ 𝐩𝐚𝐫𝐭𝐧𝐞𝐫 𝐯𝐢𝐬𝐚 ✅ Family Visa✅ New business setup ‼️✅ You Can Sponsor Your Family✅ Our-stay fi...
21/03/2024

✅ 𝐔𝐀𝐄 𝟐 𝐲𝐞𝐚𝐫 𝐟𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐯𝐢𝐬𝐚
✅ 𝐩𝐚𝐫𝐭𝐧𝐞𝐫 𝐯𝐢𝐬𝐚
✅ Family Visa
✅ New business setup ‼️
✅ You Can Sponsor Your Family
✅ Our-stay fine remove‼️
☎️ 050 898 7379


Address

Office/153, Hor Al Anz Plaza, Hor Al Anz
Dubai
00000

Telephone

01753421608

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eco Roots Travels & Tourism LLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category