Protab Travel And Tourism LLC

Protab Travel And Tourism LLC সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আমরা সকল দেশের ভিজিট ভিসার ফাইল করে থাকি এবং টিকেট করে থাকি।

যারা আমার অসুস্থতার কথা শুনে দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ 🙏আলহামদুলিল্লাহ এখন আগের থেকে সুস্থ আছি। 🤲
24/01/2025

যারা আমার অসুস্থতার কথা শুনে দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ 🙏
আলহামদুলিল্লাহ এখন আগের থেকে সুস্থ আছি। 🤲

দুই দিন ধরে অনেক অসুস্থ দোয়া করবেন সবাই।
20/01/2025

দুই দিন ধরে অনেক অসুস্থ দোয়া করবেন সবাই।

19/01/2025

Live concert from Mexico 🇲🇽

আজ আমার জন্মদিন 😊জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেলো। দোয়া করবেন সবাই যেনো পূর্বের ন্যায় সৎ ভাবে বাকিটা জিবন কাটিয়ে দিতে ...
01/01/2025

আজ আমার জন্মদিন 😊জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেলো।
দোয়া করবেন সবাই যেনো পূর্বের ন্যায় সৎ ভাবে বাকিটা জিবন কাটিয়ে দিতে পারি।

কি শুরু হয়েছে আল্লাহ ই ভালো জানেন এর শেষ কোথায় 😥😥
29/12/2024

কি শুরু হয়েছে আল্লাহ ই ভালো জানেন এর শেষ কোথায় 😥😥

আমার ঘোষণা অনুযায়ী থাইল্যান্ড এর ভিসা টিকিট বিজয় হয়েছেন জনাব Mominul Haque Shawon তার শেয়ার করা পোস্টে রিয়াকশন পড়েছে 1.4...
22/12/2024

আমার ঘোষণা অনুযায়ী থাইল্যান্ড এর ভিসা টিকিট বিজয় হয়েছেন জনাব Mominul Haque Shawon তার শেয়ার করা পোস্টে রিয়াকশন পড়েছে 1.4k
Congratulations 💐

খালি ভ্রমণ করি এটাই দেখেন আপনারা, কিন্তু এই ভ্রমণ কর‍তে গিয়ে মাঝে মাঝে বিপদের সম্মুখীন হতে হয়, অসুস্থ হতে হয়, এসব আসলে আ...
01/12/2024

খালি ভ্রমণ করি এটাই দেখেন আপনারা, কিন্তু এই ভ্রমণ কর‍তে গিয়ে মাঝে মাঝে বিপদের সম্মুখীন হতে হয়, অসুস্থ হতে হয়, এসব আসলে আপনাদের অন্তরালেই রয়ে যায়।😥

কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগর---উভয় জলভাগেই তটরেখা আছে। কলম্বিয়ার পূর্ব...
29/11/2024

কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগর---উভয় জলভাগেই তটরেখা আছে। কলম্বিয়ার পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল, দক্ষিণে ইকুয়েডর ও পেরু, এবং উত্তর-পশ্চিমে পানামা। বোগোতা দেশের রাজধানী ও বৃহত্তম শহর।
আমেরিকা মহাদেশদ্বয়ে ইউরোপীয়দের আগমনের আগে বর্তমান কলম্বিয়া যেখানে অবস্থিত, সেই অঞ্চলটিতে বেশ কিছু আদিবাসী আমেরিকান জাতি বাস করত। এদের মধ্যে চিবচা জাতি অন্যতম। ১৬শ শতক থেকে ১৯শ শতক পর্যন্ত কলম্বিয়া স্পেনের একটি উপনিবেশ ছিল। ১৮১৯ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরে এটি একটি নির্বাচিত সরকার-শাসিত প্রজাতন্ত্রে পরিণত হয়।
কলম্বীয় সমাজ উচ্চ ও নিম্ন শ্রেণীতে বিভক্ত এবং এদের মধ্যে বর্ধমান শ্রেণীবৈষম্য বিদ্যমান। ২০শ শতকে দেশটির কফিভিত্তিক অর্থনীতির সাথে সম্পর্কিত ভূমিগুলির মালিকানা সম্প্রসারণের ফলে একটি উল্লেখযোগ্য মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। ১৬শ শতকের স্পেনীয় সমাজব্যবস্থা থেকে কলম্বিয়ার প্রকট শ্রেণীবৈষম্যের বীজ বপিত হয় এবং ঔপনিবেশিক আমলে এটি কলম্বীয় সমাজের সাথে অঙ্গীভূত হয়ে যায়। পারিবারিক বংশপরম্পরা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, এবং জাতিগত পটভূমি কলম্বিয়াতে কোন ব্যক্তির সামাজিক মর্যাদা নিয়ন্ত্রণ করে।

কলম্বিয়া শহর থেকে বলছি, আপনারা ও চাইলে কলম্বিয়ার ই ভিসা নিয়ে সহজে এখানে ভ্রমণ করতে পারবেন।
28/11/2024

কলম্বিয়া শহর থেকে বলছি, আপনারা ও চাইলে কলম্বিয়ার ই ভিসা নিয়ে সহজে এখানে ভ্রমণ করতে পারবেন।

আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিস।
25/11/2024

আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিস।

We provide travel information and visa applications for all countries of the world. form uae

নতুন যারা ইউরোপে আসবে হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Soc...
24/11/2024

নতুন যারা ইউরোপে আসবে হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,

স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Social)

স্পেনে অভিবাসীদের জন্য বৈধকরণের প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে Arraigo Social নামে পরিচিত নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এই নিয়মটি ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিয়মের চূড়ান্ত কার্যকারিতা এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করা আবশ্যক।

নিচে প্রয়োজনীয় শর্তাবলী, প্রক্রিয়া, এবং কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:
সাধারণ শর্তাবলী:

১. স্পেনে বসবাস:
আবেদনকারীকে টানা কমপক্ষে দুই বছর স্পেনে বসবাস করতে হবে।
গত দুই বছরে স্পেনের বাইরে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে।
২. চাকরির চুক্তি:
কাজের সময়সীমা: সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা।
চুক্তির মেয়াদ: মিনিমাম ৬ মাস।
বেতন: ন্যূনতম বেতন স্কেল (Salario Mínimo Interprofesional - SMI) মেনে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
১. ফর্ম EX-10:
বিশেষ পরিস্থিতির জন্য অনুমোদনের আবেদনপত্র। সঠিকভাবে পূরণ এবং স্বাক্ষরিত হতে হবে।

২. পাসপোর্ট:
সক্রিয় পাসপোর্টের সম্পূর্ণ ফটোকপি (সব পৃষ্ঠা, এমনকি ফাঁকা পৃষ্ঠাও)।
৩. এমপ্যাড্রোনমেন্ট সার্টিফিকেট (Empadronamiento):
গত দুই বছর ধরে স্পেনে বসবাসের প্রমাণপত্র।
4. চাকরির চুক্তি:
উভয় পক্ষ (কর্মচারী ও নিয়োগকর্তা) দ্বারা স্বাক্ষরিত মূল ও কপি।
নিয়োগকর্তাকে বেতন প্রদানের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
৫. কোম্পানির নথিপত্র:
নিয়োগকর্তার আইডি (যদি ব্যক্তি হন, তাহলে DNI/NIE; কোম্পানির ক্ষেত্রে NIF)।
IRPF এবং সামাজিক নিরাপত্তার বকেয়া নেই, এই মর্মে প্রমাণপত্র।
৬. সামাজিক সংহতির রিপোর্ট (Informe de Arraigo):
পৌরসভা থেকে প্রদত্ত রিপোর্ট যা আপনার সামাজিক সংহতির পরিমাণ নির্ধারণ করবে।
এটি বাধ্যতামূলক নয়, তবে আবেদন প্রক্রিয়াকে সহজ করতে পারে।
৭. প্রশাসনিক ফি:
মডেল ৭৯০ কোড ০৬২ ফি পরিশোধ করতে হবে।
৮. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট:
নিজের দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
এটি স্প্যানিশ ভাষায় অনুবাদ এবং আইনগতীকরণ করতে হবে।
কোথায় এবং কিভাবে আবেদন করবেন?

১. সশরীরে:
আপনার প্রদেশের বিদেশী দপ্তরে (Oficina de Extranjería)।

২. অনলাইনে:

যদি আপনার ডিজিটাল সার্টিফিকেট থাকে, তাহলে স্পেনের মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য:

এই প্রক্রিয়াটি একটি চূড়ান্ত দিকনির্দেশনা নয়। স্পেনে আইন প্রয়োগ ও পরিবর্তনের বিষয়টি বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে।

কাগজপত্রের সঠিকতা ও আবেদন প্রক্রিয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবেদন জমা দেওয়ার আগে আপনার সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত ও যাচাই করে নিন।
রেফারেন্স এবং তথ্যসূত্র:

স্পেনের অভিবাসন বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইট (Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones): https://extranjeros.inclusion.gob.es

সাম্প্রতিক অভিবাসন নীতি এবং প্রাসঙ্গিক দিকনির্দেশনার জন্য স্থানীয় অভিবাসন অফিস বা আইনজীবীর পরামর্শ নিন।

এই নতুন নিয়মের মাধ্যমে অভিবাসীরা একটি বৈধ অবস্থান তৈরি করতে পারবেন এবং স্পেনে তাঁদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উন্নত করতে পারবেন

ছবিটি ছিলো আমার B.S.S অনার্স ফাইনাল পরিক্ষা চলাকালীন সময়ের।আমার একটা খারাপ অভ্যাস ছিলো আমি পরিক্ষার আগেরদিন রাত ছাড়া সার...
23/11/2024

ছবিটি ছিলো আমার B.S.S অনার্স ফাইনাল পরিক্ষা চলাকালীন সময়ের।
আমার একটা খারাপ অভ্যাস ছিলো আমি পরিক্ষার আগেরদিন রাত ছাড়া সারাবছর পড়াশোনা ই করতাম না 😜।
কিন্তু পরিক্ষায় ঠিকই পাশ করে ফেলতাম, কারন আমার সাথে যাদের সিট পরতো তারা কেউই আমার লিখা শেষ না হলে খাতার পাতা উল্টোতে পারতো না 😂

বি দ্রঃ আমি কিন্তু ব্যাক বেঞ্চার ছিলাম।😜

দুই দিনের জীবন কি হবে এতো ভিসা ভিসা করে? দুনিয়ার সব কিছু মিথ্যা, একমাত্র মৃত্যু চিরন্তন সত্য, আজরাইল এর ডাক আসলে সব শেষ ...
18/11/2024

দুই দিনের জীবন কি হবে এতো ভিসা ভিসা করে?
দুনিয়ার সব কিছু মিথ্যা, একমাত্র মৃত্যু চিরন্তন সত্য,
আজরাইল এর ডাক আসলে সব শেষ 😥😥😥

আজকে যারা আমার পিছনে বদনাম বলে খুঁজ নিয়ে দেখেন তারা সবাই এক সময় আমার খুব কাছের শুভাকাঙ্ক্ষী ছিলো, আমার সাথে যারা ই সম্পর...
15/11/2024

আজকে যারা আমার পিছনে বদনাম বলে খুঁজ নিয়ে দেখেন তারা সবাই এক সময় আমার খুব কাছের শুভাকাঙ্ক্ষী ছিলো,

আমার সাথে যারা ই সম্পর্ক করে শুধু স্বার্থের জন্য।

আর আপনাদের এই ভিসার পর পেমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে, এবং অনলাইনে সত্যটা প্রকাশ করি বলে আমার যত জন শত্রু বানাইছি ততো জন বন্ধু ও নাই।

যাক আল্লাহ ভরসা যতোদিন বেঁচে আছি সৎ পথে ছিলাম আছি থাকবো।

আমাকে ছাড়া দুবাইতে আর একজন মানুষ দেখান যে কিনা এডভান্স ছাড়া কাজ করে??? নিজের টাকা ইনভেস্ট করে, কাজ করে দেয়ার পর যদি আপনা...
11/11/2024

আমাকে ছাড়া দুবাইতে আর একজন মানুষ দেখান যে কিনা এডভান্স ছাড়া কাজ করে???

নিজের টাকা ইনভেস্ট করে, কাজ করে দেয়ার পর যদি আপনারা আবার পাসপোর্ট ডেলিভারি নিতে না পাড়েন, তাহলে আমি কি এডভান্স ছাড়া আপনাদের কাজ করে ভূল করি???
যদি তাই মনে হয় এটা অতিশিগ্রি বন্ধ করে দেয়া উচিৎ কিনা আমার আপনারাই বলেন।

09/11/2024

ভাতিজা মেশিন জমা দিছি ট্রেনিং কিন্তু ভুলি নাই পিছন থেকে ক্ষতি করা ছেড়ে দেও সাহস থাকলে সামনা সামনি আসো 🖕 #প্রতাব_ট্রাভেল #প্রতাব #ট্রাভেল

আয়তনের দিক থেকে পৃথিবীর নবম বৃহত্তম দেশ কাজাখস্তান যা কিনা বাংলাদেশের চেয়ে কয়েকগুণ বড়।কিন্তু জনসংখ্যা মাত্র দুই কোটি। সৌ...
04/11/2024

আয়তনের দিক থেকে পৃথিবীর নবম বৃহত্তম দেশ কাজাখস্তান যা কিনা বাংলাদেশের চেয়ে কয়েকগুণ বড়।কিন্তু জনসংখ্যা মাত্র দুই কোটি।
সৌভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে দেশটি কাজাখস্তান নামে পরিচিত। শীতের সময় এই দেশে আসলে মনে হবে আপনি ইউরোপের কোন দেশে আসছেন।

যার এক পাশে উজবেকিস্তান - কিরগিস্থান - জর্জিয়া - আজারবাইজান অবস্থিত।বাকি তিন পাশেই রাশিয়ার অবস্থান।
ভৌগোলিক ভাবে দেশটি রাশিয়া নির্ভর ।

বিশাল আয়তনের এই দেশটিতে নানান দেশের স্টুডেন্টদের পদচারনা।
আছে শ্রমজীবী মানুষ। বিশেষ করে বাংলাদেশী পাকিস্তান,তাজিকিস্তান, উজবেকিস্তানের মানুষ এখানে কাজ করে।

04/11/2024

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক🤲 #প্রতাব_ট্রাভেল

Address

Muteena Road , Deira Dubai, UAE
Dubai
25570

Undefined variable: isMonitored
    Return to your account

Alerts

Be the first to know and let us send you an email when Protab Travel And Tourism LLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category