Bengal Typing Services in UAE

Bengal Typing Services in UAE Honesty is our capital, your service is our first job
(3)

নিম্নবর্ণিত ১০০ জন জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর স্মার্ট এনআইডি কার্ড কনস্যুলেটের নিকট সংরক্ষিত রয়েছে। আবেদনকারীগণকে সশরীরে...
25/10/2024

নিম্নবর্ণিত ১০০ জন জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর স্মার্ট এনআইডি কার্ড কনস্যুলেটের নিকট সংরক্ষিত রয়েছে। আবেদনকারীগণকে সশরীরে উপস্থিত হয়ে 'কনস্যুলার ভবন' -এর রুম নং- ২২ থেকে নিজ নিজ কার্ডটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। জাতীয় পরিচয়পত্র সংগ্রহের সময় ডেলিভারি স্লিপটি উপস্থাপন করতে হবে।

অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ👉👉👉👉সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সকল ফাইন মওকুফ করে বৈধ হওয়ার সুযোগ যার...
13/10/2024

অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ👉👉👉👉

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সকল ফাইন মওকুফ করে বৈধ হওয়ার সুযোগ যারা পাচ্ছেন তারা যত দ্রুত সম্ভব ভিসা লাগিয়ে বৈধ হোন।।।।।

সময় বাড়ানোর কোন সুযোগ নেই।।।
যারা ভিসা লাগাবেন না তারা ফাইন মওকুফ সুবিধা নিয়ে দেশে চলে যান।ভিসা নিয়ে আবার আসার সুযোগ পাবেন।।।

পার্সপোট সমস্যা থাকলে বাংলাদেশ দূতাবাসে সরাসরি গিয়ে কথা বলুন।।।
জরুরী ভিত্তিতে পার্সপোট সুবিধা দিচ্ছে দূতাবাস।

আপনাদের কারো ভিসা সম্পর্কে তথ্য জানতে আমাকে এসএমএস দিতে পারেন।।।।
ধন্যবাদ।👉👉👉

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ইন্দোনেশিয়ার ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন  :-১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্র...
01/10/2024

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ইন্দোনেশিয়ার ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন :-

১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ইন্দোনেশিয়া দূতাবাসে একটি ইমেল পাঠাবেন - ([email protected])

২ - ফিডব্যাক মেইলে আপনাকে এপোয়েন্টমেন্ট ডেট দিবে এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সকল ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট পাবেন।

৩ - এখন আসি আপনার যে সকল ডকুমেন্টস লাগবে -

➡️ কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা একটি বৈধ পাসপোর্ট

➡️‌ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন

➡️ ৩৫*৪৫ সাইজের ছবি; অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।

➡️ কাভার লেটার / ভিসা রিকোয়েস্ট লেটার - আপনি কে, কি করেন, কেন যেতে চান, কত দিন থাকবেন, কোন শহরগুলিতে যাবেন, আপনার সাথে পরিবারের কে কে যাচ্ছে - এসব লিখবেন, আপনার পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন।

➡️ ব্যাংক স্টেটমেন্ট : এক জনের জন্য মিনিমাম ২০০০ ডলার ব্যালেন্স সহ লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। বিজনেস একাউন্টে অবশ্যই প্রতিমাসে ৫/১০ টা লেনদেন থাকতে হবে।
যদি ৩ জন ফ্যামিলি মেম্বার আবেদন করেন তাহলে একজনের ২০০০*৩ ডলার করে স্টেটমেন্ট দেখাতে হব। সেই সাথে সল্ভেন্সি সার্টিফিকেট দিবেন

➡️ ফ্লাইট বুকিং: শেয়ারট্রিপ অথবা গো জায়ান থেকে নন পেইড টিকেট বুক করবেন আর পেমেন্ট মেথড দিবেন ক্যাশ অন ডেলিভারি। এটা প্রিন্ট করে নিলেই হবে। অন্যথায় কোন এজেন্সি থেকে করে নিবেন।

➡️ হোটেল বুকিং: বুকিং ডট কম অথবা অ্যাগোডা থেকে একটা ননপেইড বুকিং দিবেন; ফিল্টার থেকে বুক উইদআউট ক্রেডিট কার্ড সিলেক্ট করে।

➡️ ট্রাভেল আইটেনারি : আপনি যেই স্থানে ঘুরতে যাবেন এবং যতোদিন থাকতে চাইবেন সে অনুযায়ী সেখানকার ট্রাভেল আইটেনারি দিবেন।

➡️ পেশাগত প্রমান : আপনি জব হোল্ডার হলে অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে।
আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এর নোটারাইজড কপি এবং ভিজিটিং কার্ড ও পেড লাগবে।

➡️স্পাউস সঙ্গে থাকলে স্পাউসের নাম যদি পাসপোর্টে মেনশন না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজড কপি লাগবে।

➡️ ট্রাভেল ইন্সুরেন্স

➡️কোভিড-১৯ টিকার সার্টিফিকেট

➡️লেটার অফ হেলথ ডিকলারেশন

➡️চিকিৎসা ব্যয়ের জন্য সম্মতি পত্র

➡️ যতো বেশি ডকুমেন্টস দিয়ে আপনাকে উপস্থাপন করতে পারবেন ততোবেশি ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৪- সকল ডকুমেন্টস রেডি হলে ইন্দোনেশিয়ার দূতাবাসে চলে যাবেন। ওনারা ফাইল চেক করে আপনাকে ব্যাংক টাকা জমা দেওয়ার রশিদ দিবে।

৫- ভিসা ফি: ১০৮০০ টাকা জমা দিয়ে পুনরায় এম্ভাসিতে আসতে হবে, তাদের কাছে রশিদ জমা দিয়ে পাসপোর্ট ডেলিভারি রিসিট সংগ্রহ করে বাসায় চলে যাবেন। মানে আপনাত্নকাজ শেষ।

৬- পাসপোর্ট কালেক্ট: ডেলিভারি স্লিপে দেওয়া নির্দিষ্ট ডেটে এম্ভাসিতে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করবেন।

যেকোন দেশের ভিসা প্রসেসিং নিজে নিজেই করা সম্ভব।
আলহামদুলিল্লাহ নিজে অ্যাপ্লাই করেই এপর্যন্ত ১১ টা দেশের ভিসা পেয়েছি।

কোন হেল্প প্রয়োজন হলে পোষ্টে কমেন্ট করবেন।

বর্তমানে দুবাইতে লাইসেন্স করা গেলেও, লাইসেন্স এর ইমিগ্রেশন কার্ড এপ্রুভাল হচ্ছে না। যারা নতুন করে লাইসেন্স করার চিন্তা ক...
27/09/2024

বর্তমানে দুবাইতে লাইসেন্স করা গেলেও, লাইসেন্স এর ইমিগ্রেশন কার্ড এপ্রুভাল হচ্ছে না।
যারা নতুন করে লাইসেন্স করার চিন্তা করছেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন।
পরবর্তী আপডেট না দেয়া পর্যন্ত লাইসেন্স না করার পরামর্শ থাকলো।-
#আমিরাত #সাধারণ_ক্ষমা #দুবাইভিসা #ভিসাদুবাই

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন  :-১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ ...
23/09/2024

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন :-
১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ফিলিপাইন দূতাবাসে একটি ইমেল পাঠাবেন - ([email protected])
২ - ফিডব্যাক মেইলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সকল ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট পাবেন। এবং তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য একটি লিংক দিবে‌। ওই লিংকে গিয়ে আপনার বেসিক ইনফরমেশন গুলো দিবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ওখানে সাবমিট করবেন।
৩ - এখন আসি আপনার যে সকল ডকুমেন্টস লাগবে -
#️⃣ #️⃣➡️‌ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন
➡️২*২" সাইজের ছবি; অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।
➡️ ভিসা রিকোয়েস্ট লেটার - আপনি কে, কি করেন, কেন যেতে চান, কত দিন থাকবেন, কোন শহরগুলিতে যাবেন, আপনার সাথে পরিবারের কে কে যাচ্ছে - এসব লিখবেন, আপনার পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন।
➡️ ব্যাংক স্টেটমেন্ট : এক জনের জন্য মিনিমাম ২ লক্ষ টাকা ব্যালেন্স সহ লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। অবশ্যই প্রতিমাসে ৫/১০ টা লেনদেন থাকতে হবে।
যদি ৩ জন ফ্যামিলি মেম্বার আবেদন করেন তাহলে একজনের স্টেটমেন্ট দেখালেই হবে এবং কমপক্ষে ৬ লক্ষ প্লাস ব্যালেন্স দেখাতে হবে। যদি সল্ভেন্সি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও দিবেন।
➡️ ফ্লাইট বুকিং: শেয়ারট্রিপ অথবা গো জায়ান থেকে নন পেইড টিকেট বুক করবেন আর পেমেন্ট মেথড দিবেন ক্যাশ অন ডেলিভারি। এটা প্রিন্ট করে নিলেই হবে।
➡️ হোটেল বুকিং: বুকিং ডট কম অথবা অ্যাগোডা থেকে একটা ননপেইড বুকিং দিবেন; ফিল্টার থেকে বুক উইদআউট ক্রেডিট কার্ড সিলেক্ট করে।
➡️ ট্রাভেল আইটেনারি : যেহেতু আপনাকে ম্যানিলাতেই ল্যান্ড করতে হবে আপনি সহজে ভিসা পাওয়ার জন্য শুধু মাত্র ম্যানিলারই ৪/৫ দিনের ট্রাভেল আইটেনারি দিবেন। ধরেন আপনার অন্য সিটিতে যাওয়ার প্লান আছে, আপনি ট্রাভেল আইটেনারিতে উল্লেখ করলেন কিন্তু ওই সিটিতে যাওয়ার এয়ার টিকেট/বাস টিকেট দিলেন না, এ কারনেই আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আপনি ভিসা পাওয়ার পর যেখানে মন চায় যান সমস্যা নেই।
➡️ পেশাগত প্রমান : আপনি জব হোল্ডার হলে অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে।
আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এর নোটারাইজড কপি এবং ভিজিটিং কার্ড লাগবে।
➡️ সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট ইনফরমেশন পেজ ফটোকপি।
➡️স্পাউস সঙ্গে থাকলে স্পাউসের নাম যদি পাসপোর্টে মেনশন না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজড কপি লাগবে।
৪- সকল ডকুমেন্টস রেডি হলে ফিলিপাইন দূতাবাসের মেইলের রিপ্লাই করবেন ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে এবং অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। ওরা ৭/১০ দিনের মধ্যেই আপনাকে মেইল করবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে।
৫- ফ্যামিলি হলে যে কোন একজন গিয়ে সকলের পাসপোর্ট এবং ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারবেন।
৬- ভিসা ফি: আগে ৪৬০০ ছিলো রিসেন্টলি ৫০০০ হয়েছে ।

যেকোন দেশের ভিসা প্রসেসিং নিজে নিজেই করা সম্ভব।
আলহামদুলিল্লাহ নিজে অ্যাপ্লাই করেই এপর্যন্ত ছয় টা দেশের ভিসা পেয়েছি ।
কোন হেল্প প্রয়োজন হলে পোষ্টে কমেন্ট করবেন।

বর্তমানে আপনারা যারা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয়েছেন তাদের নতুন ভিসার কাজ তাড়াতাড়ি এপোভাল আসতে আরব আমিরাতের সকল স্টেটে।...
12/09/2024

বর্তমানে আপনারা যারা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয়েছেন তাদের নতুন ভিসার কাজ তাড়াতাড়ি এপোভাল আসতে আরব আমিরাতের সকল স্টেটে। সাধারণ ক্ষমা চলবে অক্টোবরের ৩১ তারিখ পযন্ত আরব আমিরাতের ভিসার যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন+971-0502941511
নিয়মিত ভিসার আপডেট নিউজ পেতে আমাদের What's app group join 👇 https://whatsapp.com/channel/0029VaDoG4X1SWsv7TR5et3L

সহজভাবে বলি - শুধুমাত্র যারা ভিজিটে এসে ভিসা লাগাতে পারেননি অথবা কোম্পানি ভিসায় এসে বা কোম্পানি থেকে কেনসেল হয়ে ভিসা লাগ...
08/09/2024

সহজভাবে বলি - শুধুমাত্র যারা ভিজিটে এসে ভিসা লাগাতে পারেননি অথবা কোম্পানি ভিসায় এসে বা কোম্পানি থেকে কেনসেল হয়ে ভিসা লাগাতে পারেননি- জরিমানা আসছে - শুধুমাত্র তারাই এখন সাধারণ ক্ষমায় ভিসা লাগাতে পারবেন। প্রয়োজনে আমাদের কাছ থেকেও ২ বছরের ভিসা লাগাতে পারবেন।

কিন্তু যারা ভিজিট ভিসায় আছেন এবং এখনো মেয়াদ আছে এবং যারা কেনসেল হয়ে ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন তারা এখন ভিসা লাগাতে পারবেন না৷ কেনসেল হলেই বিপদে পড়বেন৷

অপেক্ষা করুন - ভিসা ট্রান্সফার বা বাংলাদেশ থেকে আসার জন্য ভিসা স্বাভাবিক হলে আমি আপনাদের জানিয়ে দেব ইনশা আল্লাহ।

তাই পরবর্তী আপডেট পেতে ফলো করুন 👉 Bengal Typing Services in UAE

#দুবাই

05/09/2024

UAE Amnesty 2024:
Helpline: 600 52 2222
Whatsapp: +97143139999

আরব আমিরাতে যাদের তামিম করা হয়েছে তাদের পাসপোর্ট বাংলাদেশ এম্ভাসি দুবাই রয়েছে তালিকায় নাম দেখে যার পাসপোর্ট তিনি গিয়ে পা...
05/09/2024

আরব আমিরাতে যাদের তামিম করা হয়েছে তাদের পাসপোর্ট বাংলাদেশ এম্ভাসি দুবাই রয়েছে তালিকায় নাম দেখে যার পাসপোর্ট তিনি গিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন। পাসপোর্ট মেয়াদ না থাকলে রি-নিউ করে নিন।।
#দুবাইভিসা #বাংলাদেশএম্ভাসিদুবাই

সাধারন ক্ষমায় যারা যারা বৈধ হতে চাচ্ছেন বা ভিসা লাগাতে চাচ্ছেন তাদের আপডেট পাসপোর্ট দরকার। আপনার পাসপোর্ট হারিয়ে গেলে কি...
03/09/2024

সাধারন ক্ষমায় যারা যারা বৈধ হতে চাচ্ছেন বা ভিসা লাগাতে চাচ্ছেন তাদের আপডেট পাসপোর্ট দরকার।
আপনার পাসপোর্ট হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে পুলিশ রিপোর্ট করার জন্য চলে আসুন আমাদের অফিসে।
আমাদের অফিস এর ঠিকানা 050 294 1511 ( Call/WhatsApp )

"আপনি কি ফ্লাইট মিস করতে চান?যদি না করতে চান তবে আসুন জেনেনি ফ্লাইট মিস না হওয়ার করণীয়সমুহ:** অনাকাঙ্খিত ঝুঁকি এড়াতে, ফ্...
03/09/2024

"আপনি কি ফ্লাইট মিস করতে চান?

যদি না করতে চান তবে আসুন জেনেনি ফ্লাইট মিস না হওয়ার করণীয়সমুহ:

** অনাকাঙ্খিত ঝুঁকি এড়াতে, ফ্লাইটের কমপক্ষে ২ থেকে ২:৩০ ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকুন।

** যাত্রার আগে পাসপোর্ট ও টিকিটসহ ভ্রমণের সকল প্রয়োজনীয় ডকুমেন্টস ভালোভাবে যাচাই করুন।

** যানজটের সম্ভাবনা মাথায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাড়ি থেকে বের হন।

** বিমানবন্দরে থাকা নির্দেশনা মনিটরগুলোর দিকে তাকালেই আপনার চেক ইন কাউন্টার খুঁজে পাবেন।

** অতঃপর যত দ্রুত সম্ভব আপনার নির্ধারিত এয়ারলাইন্সের চেক ইন সম্পূর্ণ করুন।

** আপনাকে অবগত থাকতে হবে যে এয়ারলাইন্সের বোর্ডিং কাউন্টার, আন্তর্জাতিক ফ্লাইটের ১ ঘন্টা আগে বন্ধ হয়ে যায়, সুতরাং এর পরে আসলে চেক ইন করা সম্ভব নয়।

** আপনার লাগেজ ট্যাগ –টি চেক ইন করার সময় বুঝে নিন।

** চেক ইন কাউন্টার ত্যাগ করার পূর্বে আপনার পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং লাগেজ ট্যাগ গ্রহন করতে ভুলবেন নাহ।

** চেক ইন কার্যক্রম শেষ করার পর যত দ্রুত সম্ভব সময় নষ্ট না করে ইমিগ্রেশন সম্পূর্ণ করুন।

** ইমিগ্রেশন সম্পূর্ণ করার পর নির্দেশক মনিটরগুলোর দিকে পুনরায় নজর দিন এবং আপনার বোর্ডিং গেট ব্যবহার করে উড়োজাহা

29/08/2024

UAE Amnesty 2024: Those wish to leave UAE will get discounted tickets to fly back home countries.

পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"শুধুমাত্র বিদেশ যাবার প্...
27/08/2024

পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?
★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"

শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।

পাসপোর্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন দেখে নিই:⤵️

১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:

★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।

★★অর্থাৎ, শুধুমাত্র লন্ডন-আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না। ঐসব দেশ ছাড়াও অনেক দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায়।

২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:

★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।

৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:

★★আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।

৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:

★★বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় আপনি যে কলেজ-ভার্সিটিতে পড়েন, সেখানকার উদ্যোগেও ঐসব কনফারেন্সে যাবার সুযোগ মিলে।

এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।

অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারেনি।

৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:

★★বাংলাদেশে থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।

৬. ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড:
দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।

#দুবাইভিসা #দুবাই #আমিরাত #বাংলাদেশএম্ভাসি

📄 Is the process of getting your UAE Residence Visa becoming a headache because of the complex Medical Fitness examinati...
25/08/2024

📄 Is the process of getting your UAE Residence Visa becoming a headache because of the complex Medical Fitness examination requirements? At Amazon Attestation And Documents Clearing, we streamline the cumbersome task with our specialized Medical Fitness application typing services!

Heres why you should choose us for your Medical Fitness typing needs:

- 🏢 Centrally located in Dubai, we cater to clients across Abu Dhabi, Sharjah, Ajman, Umm Al Quwain, Ras Al Khaimah, and Fujairah.
- 🖋 Our team of experts has in-depth knowledge of the UAE Residence Visa process and will ensure that all your documents are filled accurately and efficiently.
- ⌚ Save precious time and avoid long queues with our quick and hassle-free service.
- 📋 We offer end-to-end assistance, from document typing to the final submission, ensuring a smooth journey towards your visa approval.
- 💼 Benefit from our comprehensive range of services including Business Setup, PRO services, Family Visa services, and more, all under one roof!

Dont let the intricacies of Medical Fitness examinations slow down your visa application. Trust Amazon Attestation And Documents Clearing to handle all the formalities with precision and care.

📞 0502941511,0528164604

UAE humanitarian initiatives continue to provide relief to Ukraine 🇺🇦
25/08/2024

UAE humanitarian initiatives continue to provide relief to Ukraine 🇺🇦

UAE National carriers fly to 606 destinations ✈️
25/08/2024

UAE National carriers fly to 606 destinations ✈️

We provide Emirates ID services for you. If you want to change your name, profession, or mobile number, or if you have l...
25/08/2024

We provide Emirates ID services for you. If you want to change your name, profession, or mobile number, or if you have lost, damaged, or stolen your ID card, no worries; you can get a replacement ID card with us.

Follow our page and contact us for more details.
📲 0502941511, 0528164604

এখনো আরব আমিরাতের অনেক  প্রবাসী আমাদের ফোন করে বাংলাদেশ কনস্যুলেট এর আল-কারামা, Dubai শাখার লোকেশন জানতে চান। আপনাদের জন...
20/08/2024

এখনো আরব আমিরাতের অনেক প্রবাসী আমাদের ফোন করে বাংলাদেশ কনস্যুলেট এর আল-কারামা, Dubai শাখার লোকেশন জানতে চান।
আপনাদের জন্য কারামা শাখার লোকেশন এর লিংক নিছে দেয়া হলো।

আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন।
আপনার না হলেও অন্য কারো উপকারে আসবে।

BANGLADESH CONSULATE AL KARAMA LOCATION:
https://www.google.com/maps/place/Foshwa+Global%2FBangladesh+Passport+Renewal/@25.2360008,55.3042333,21z/data=!4m6!3m5!1s0x3e5f43005b297979:0xde2f9f7cefd7fbee!8m2!3d25.2359075!4d55.304187!16s%2Fg%2F11vjrqqxx4?entry=ttu

Consulate General of Bangladesh - Dubai, UAE (DAIRA):
https://www.google.com/maps/place/Consulate+General+of+Bangladesh,+Dubai,+UAE/@25.2877474,55.3336184,19z/data=!4m10!1m2!2m1!1sbangladesh+consulate+dubai!3m6!1s0x3e5f5ca2495f308d:0xd84f5261a2394aac!8m2!3d25.2880274!4d55.3341369!15sChpiYW5nbGFkZXNoIGNvbnN1bGF0ZSBkdWJhaVocIhpiYW5nbGFkZXNoIGNvbnN1bGF0ZSBkdWJhaZIBEWZvcmVpZ25fY29uc3VsYXRlmgEkQ2hkRFNVaE5NRzluUzBWSlEwRm5TVU5sTFU0M2VUZEJSUkFC4AEA!16s%2Fg%2F12hkgg13t?entry=ttu
#বাংলাদেশএম্ভাসি #আমিরাত #দুবাই #দুবাইভিসা

Address

Sharjah
5153

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Typing Services in UAE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Typing Services in UAE:

Share