FARBI Travel and Tourism

FARBI Travel and Tourism Your Happiness Is Our Success Farbi Travel provides corporate, leisure, and retail travel services.

We are just not a travel agency, we help you weave your travel dreams Farbi Travel makes sure to cater to all their travel requirements. As one of the leading tour operators based in UAE - a destination not to be missed- we offer a dynamic and modern approach to travel and destination management. Farbi Travel made it our duty to impress our clients by providing them with a reliable, comfortable an

d safe travel experience. We deliver accurate planning, professional services, and group tour operations in different parts of the world and have cemented our place in the travel and tourism industry. Our aim is to provide you with a one-stop-shop for all your travel and tourism needs as an established Travel Management Company in sharjah

SHARJAH TO CHATTOGRAMDUBAI TO DHAKA
27/03/2022

SHARJAH TO CHATTOGRAM
DUBAI TO DHAKA

10/03/2022
আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের ফিস।
07/02/2022

আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের ফিস।

আন্তর্জাতিক রুটের বিমান টিকেটের জন্য যোগাযোগ করুন
04/02/2022

আন্তর্জাতিক রুটের বিমান টিকেটের জন্য যোগাযোগ করুন

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে থেকে আসা যাত্রীদের জন্য রয়েছে ফ্রি টেলিফোন সুবিধা।  ফলে বিদেশে থেকে এ...
03/02/2022

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে থেকে আসা যাত্রীদের জন্য রয়েছে ফ্রি টেলিফোন সুবিধা। ফলে বিদেশে থেকে এসে প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেন যাত্রীরা।
ইমিগ্রেশনের আগে উত্তর পাশে, কাস্টম জোনের আগে সহ কয়েকটি জায়গায় ফ্রি টেলিফোন বুথ আছে। বিনা মুল্যে এই ফোন ব্যবহার করে কল করতে পারবেন।
এছাড়া, কাস্টম শেষে বিমানবন্দর থেকে পাসপোর্ট দিয়ে সিমও কিনতে পারবেন।

Dubai
03/02/2022

Dubai

আপনি যে দেশের বিমানবন্দর ব্যবহার করুন না কেন, আপনাকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। বিমানবন্দরের এই নিরাপত্তা তল...
03/02/2022

আপনি যে দেশের বিমানবন্দর ব্যবহার করুন না কেন, আপনাকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। বিমানবন্দরের এই নিরাপত্তা তল্লাশী করা হয় প্রতিটি যাত্রীর নিরাপদ ভ্রমণের জন্য, সার্বিক ভাবে মানুষের জান, মালের নিরাপত্তা নিশ্চিত করতে। বিমানবন্দর, উড়োজাহাজ নিরাপদ ভাবে পরিচালনার জন্য।
** অনেকেই নিরাপত্তা তল্লাশীকে হয়রানি মনে করেন, নিরাপত্তা কর্মীদের সঙ্গে অযাযিত ব্যবহার করেন, যা মোটেও ঠিক নয়। যাত্রী হিসেবে নিরাপত্তা কর্মীদের সহায়তা করা আপনার দায়িত্ব। কোনও কোনও দেশে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অযাযিত ব্যবহার বা খারাপ ভাষা ব্যবহার করলে শাস্তির আওতায় আনা হয়। তাই আপনি যে বিমানবন্দরে দিয়ে আসুন না, কেন নিরাপত্তা কর্মীকে তল্লাশিতে সহায়তা করুন।
** অনেকে দেশের বিমানবন্দরে জুতা, কোমরের বেল্ট, কোর্ট/জ্যাকেট, ক্যাপ খুলে নিরাপত্তা আর্চওয়ে পার হতে হয়। তাই ভ্রমণের সময় এ বিষয়ে মানসিক ভাবে প্রস্তুত থাকুন। এমন জুতা পড়ুন যা খোলা সহজ।
** নিরাপত্তা তল্লাশি কিংবা ইমিগ্রেশনের সময় আপনার যদি মনে হয় দায়িত্বরত ব্যক্তি আপনাকে হেনস্তা করছে কিংবা টাকা পয়সা চাইছে। সেক্ষেত্রে তার সঙ্গে বির্তক বা খারাপ আচরণ করবেন না। আপনি সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা বলুন, অভিযোগ দিন।
** সঙ্গে হাত ব্যাগ রাখুন। সেখানে পাসপোর্ট, টিকিট, টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখবেন। জরুরি প্রয়োজনে যেন নিরাপত্তা কর্মীদের দেখাতে পারেন। ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র লাগেজে রাখবেন না।
** পিস্তল, গুলি, বিস্ফোরক জাতীয় বস্তু, কাচি, ছুরি, ব্লেড, নেইল কাটারসহ ধারলো কোন বস্তু হাত ব্যাগ, মানিব্যাগ, পকেটে রাখা যাবে না।
** ১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ সঙ্গে রাখা যাবে না। হোক সেটি পানি কিংবা কোমল পানীয়।
আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক।
Travel and Tourism

03/02/2022

শুধু মাত্র যেসব যাত্রী সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করবেন তাদের বিমানবন্দরে ফ্লাইটের ৬ ঘন্টার মধ্যে করোনা টেষ্ট করতে হয়। অন্য কোন দেশে যেতে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হয় না।
সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য
সংযুক্ত আরব আমিরাতের শর্ত অনুযায়ী দেশটিতে প্রবেশ করতে হলে ফ্লাইটের ৪৮ ঘন্টা আগে করোনা পরীক্ষা করতে হয়। এরপর ফ্লাইটের দিন বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার ৬ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হয়। ঢাকায় বিমানবন্দরেরর করোনা পরীক্ষা এখন বিমানবন্দরের বহুতল কার পার্কিং ভবনের ২য় তলায় করা হচ্ছে। যা আগে টার্মিনালের ভেতরে ছিলো।
তবে কোন ভাবেই চালাকি করে ৬ ঘন্টার আগে পরীক্ষা করলেও কোন কাজে আসবে না। তাই ফ্লাইট শিডিউল অনুযায়ী পরীক্ষা করবেন। আপনার ফ্লাইটের তথ্য ল্যাব ও প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মীদের অবহিত করুন।
পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলে আরব আমিরাতের ফ্লাইটে যাওয়া যাবে। যারা আরব আমিরাতে ট্রানজিট হয়ে অন্য দেশে যাবেন তাদের ঢাকায় বিমানবন্দরের করোনা টেস্ট করার প্রয়োজন নেই। অন্য দেশের যাত্রীদেরও বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হয় না।
আরব আমিরাতগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৭/৮ ঘন্টা আগে বিমানবন্দরে আসতে হবে। কেউ যদি সময়মত বিমানবন্দরে না আসেন তাহলে ফ্লাইট মিস করবেন। যারা বৈধ প্রবাসী কর্মী তাদের করোনা পরীক্ষার ফি সরকার পরিশোধ করবে। যারা প্রবাসী কর্মী নন, তাদের ১৬০০ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। যেহেতু দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করতে হবে তাই সাথে খাবার পানি ও শুকনো খাবার রাখতে পারেন।
Travel and Tourism travel and tourism

প্রিয় প্রবাসী, আপনার পাসপোর্ট, ভিসা, ইকামা, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনী কাগজপত্রের ছবি/কপি আপনার পরিবারের সদস্যদের দিন।...
03/02/2022

প্রিয় প্রবাসী, আপনার পাসপোর্ট, ভিসা, ইকামা, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনী কাগজপত্রের ছবি/কপি আপনার পরিবারের সদস্যদের দিন। একই সাথে আপনি প্রবাসে যেই এলাকায় বসবাস করেন, যেখানে কাজ করেন সেখানের ঠিকানাও দিন। প্রবাসে আপনার কাছের ২/১ জন বাংলাদেশির ফোন নাম্বারও দিন।
আপনি প্রবাসে যে কোন দূর্ঘটনায় পড়লে বাংলাদেশ থেকে আপনার আত্মীয় স্বজন আপনার খোঁজ করতে সহজ হবে।

UAE Labour LAW 2022 to starts from Tomorrow.
02/02/2022

UAE Labour LAW 2022 to starts from Tomorrow.

UAE Labour Law, UAE Labor Law, UAE new Labour Law 2022 pdf, UAE new labour law 2022, UAE Labour Law pdf, Dubai Labour law, uae new labour law 2022 pdf

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরে কর্মীদের যে পরিমানে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে !
02/02/2022

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরে কর্মীদের যে পরিমানে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে !

সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৭৪ শতাংশ সংস্থা নিয়োগকর্তা তাদের র মধ্যে বেতন বৃদ্ধির আশা করছেন। বিপরীতে, মঙ্গলবার ...

02/02/2022

বিদেশ গমনের জন্য কোভিড টেস্টঃ যা জানা প্রয়োজন
★ বিদেশ যেতে হলে আরটি পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে বিমানবন্দরে আসতে হবে৷ বাংলাদেশ সরকারের নির্ধারিত শর্ত হচ্ছে আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পরীক্ষা করাতে হবে৷
★ তবে এক্ষেত্রে শুধু বাংলাদেশ সরকারের শর্ত মানাই যথেষ্ট নয়। আপনি যে দেশ বা দেশগুলিতে ট্রানজিট করবেন এবং শেষ পর্যন্ত যে দেশে পৌছাবেন, তাদের কোভিড সংক্রান্ত শর্তও মানতে হবে। যেমনঃ বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে যারা কাতার যাবেন অথবা কাতারে ট্রানজিট নিয়ে অন্য কোন দেশে যাবেন, তাদেরকে আকাশযাত্রা শুরুর ৪৮ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে কোভিড পরীক্ষার নমুনা দিয়ে টেস্ট করাতে হবে। আপনি সে শর্ত মানছেন কিনা তা দেখেই সংশ্লিষ্ট এয়ারলাইন্স আপনাকে বোর্ডিং কার্ড ইস্যু করবে৷
★ বাংলাদেশ সরকারের বেধে দেয়া শর্ত অনুযায়ী দশ বছরের কম বয়সী শিশুদের কোভিড পরীক্ষা করার দরকার নেই। তবে আপনি যে দেশে যাচ্ছেন বা যে দেশসমূহে ট্রানজিট করছেন তারা এর চেয়েও কম বয়সী শিশুদের কোভিড পরীক্ষা করানোর শর্ত আরোপ করে থাকতে পারে। যেমনঃ যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দুই বছরের বেশি বয়সী সব যাত্রীকেই কোভিড টেস্ট করাতে হয়। এছাড়া কাতারে যেতে বা সে দেশে ট্রানজিট করতে সব যাত্রীর জন্যই কোভিড পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট সাথে নিয়ে যাত্রা শুরু করার নিয়ম।
★ বিদেশ যাওয়ার জন্য কোভিড পরীক্ষা সরকার নির্ধারিত সরকারি বা বেসরকারি ল্যাবেই করাতে হবে৷ সারাদেশে সরকার অনুমোদিত আরও অনেক ল্যাবে কোভিড পরীক্ষা করানো হলেও বিদেশগামী যাত্রীরা সেখানে পরীক্ষা করালে কাজ হবে না৷
★ বিদেশগামী যাত্রীরা যেসব সরকারি ও বেসরকারি ল্যাবে কোভিড পরীক্ষা করাতে পারবেন তার তালিকা নীচে দেয়া হল। (বেসরকারি তালিকায় লাল রঙে চিহ্নিত ৫ টি ল্যাবে কোভিড পরীক্ষা স্বাস্থ্য অধিদপ্তর স্থগিত করেছে।) ল্যাবে গিয়ে বলতে হবে যে আপনি বিদেশ যাওয়ার জন্য পরীক্ষা করাচ্ছেন৷ পরীক্ষা করার আগে ল্যাব কতৃপক্ষ আপনার বর্তমানে ব্যবহৃত পাসপোর্ট নাম্বার ও মোবাইল নাম্বার জানতে চাইবে৷ এছাড়া আপনার কনফার্মড টিকেটও দেখতে চাইবে৷
★ যারা ঢাকায় সরকারি ল্যাবে কোভিড টেস্ট করাতে ইচ্ছুক তাদেরকে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টার মধ্যে বনানীতে অবস্থিত আর্মি স্টেডিয়ামে যেতে হবে৷
★ কোভিড পরীক্ষার ল্যাব এমনভাবে নির্বাচন করতে হবে যেন পরীক্ষার নেগেটিভ ফল হাতে পাওয়ার পর যথাসময়ে বিমানবন্দরে এসে পৌছানো যায়৷
★ বিদেশগামী যাত্রীর কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসলে পরবর্তী সাত দিনের মধ্যে বিদেশযাত্রার উদ্দেশ্যে আর কোভিড টেস্ট করানো যাবে না৷ সাত দিন পর কোন সরকারি ল্যাবে পরীক্ষা করিয়ে ফল নেগেটিভ আসলে বিদেশ যাওয়া যাবে৷
★ বিদেশযাত্রার পূর্বে যাত্রীর কোভিড পরীক্ষার ফল পজিটিভ (অর্থাৎ যাত্রীর শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি রয়েছে) আসার পর অনেক যাত্রী বিভিন্ন বেসরকারি ল্যাবে গিয়ে আবারও পরীক্ষা করান৷ অনেকে দালালের খপ্পরে পড়ে বিবিধ চাতুর্যের আশ্রয় নেন৷ তবে এসব করে কোন লাভ নেই। যাত্রীর সাথে আনা কোভিড সনদটি কয়েক জায়গায় ভ্যারিফাই করা হয়৷
★ বাংলাদেশে কোভিড সংক্রমণ বাড়ছে। এর ফলে এখন বিদেশ যাওয়ার উদ্দেশ্যে যারা কোভিড পরীক্ষা করাচ্ছেন, তাদের অনেকেই কোভিড পজিটিভ হিসাবে সনাক্ত হয়ে যাচ্ছেন৷ এর ফলে তারা যথাসময়ে বিদেশে যেতে পারছেন না৷ এ বিপদ এড়ানোর জন্য বিদেশগামী যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ নাক মুখ ভালভাবে ঢেকে মাস্ক পরতে হবে এবং যথাসম্ভব ভিড় এড়িয়ে চলতে হবে৷ এছাড়াও পরিবারের সদস্যদেরকেও স্বাস্থ্যবিধি মানতে বলতে হবে৷

ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন করার পর বিমানবন্দরে লাগেজ সংগ্রহ করেন যাত্রীরা। এরপর আপনাকে যেতে হবে কাস্টম জোনে। সেখানে রেড ...
02/02/2022

ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন করার পর বিমানবন্দরে লাগেজ সংগ্রহ করেন যাত্রীরা। এরপর আপনাকে যেতে হবে কাস্টম জোনে। সেখানে রেড চ্যানলে ও গ্রীন চ্যানেল আছে।
যাদের কাছে কোনো ধরনের শুল্ক পরিশোধযোগ্য পণ্য/আইটেম নেই গ্রিন চ্যানেলের মাধ্যমে বিমানবন্দর থেকে বের হবেন।
অন্যদিকে যাদের কাছে শুল্কযোগ্য মালামাল/পণ্য থাকবে তারা সরাসরি চলে যাবেন রেড চ্যানেলে। সেখানে ঘোষণা দেবেন কী কী মালামাল আছে। তখন কাস্টমস কর্মকর্তা ওই মালের শুল্ক কত টাকা সেটি জানিয়ে দিবে। বিমানবন্দরের ভেতরে ব্যাংকে গিয়ে শুল্কের টাকা পরিশোধ করে লাগেজ নিয়ে চলে যাবেন।
আপনি গ্রীন চ্যানলে দিয়ে বের হচ্ছেন কিন্তু তল্লাশিতে ধরা পড়লো আপনি শুল্ক পরিশোধযোগ্য পণ্য নিয়ে যাচ্ছেন, তখন আপনাকে শুল্ক পরিশোধ করতেই হবে। সাথে জরিমানাও দিতে হবে।
নির্ধারিত পরিমানের বেশি, আমদানীর অনুমতি নেই এমন কিছু আনলে কাস্টম সেই মালামাল আটক করবে।
অন্যদিকে শুল্ক পরিশোধ যোগ্য পণ্য থাকার পরও শুল্ক না দিলে কাস্টম সাময়িক ভাবে আটক করবে। পরবর্তীতে শুল্ক পরিশোধ করে সেই মালামাল ফেরত পাবে।
আপনার কাছে থেকে যে কারণেই হোক কাস্টমস কোন পণ্য আটক করলে আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। সেখানে লিখিত থাকবে কি পণ্য, কি পরিমানে আটক করা হয়েছে। এটি প্রমাণপত্র যে আপনার কাছ থেকে কোন কিছু আটক করা হয়েছে। কাস্টমসে আপনার কাছ থেকে কোন কিছু আটক করলে আটক রশিদ (Detention Memo) দিতে বাধ্য। একই সাথে কাস্টমের শুল্ক পরিশোধ করতে হয় ব্যাংকের মাধ্যমে। কাউকে নগদ অর্থ দিবেন না।
কেউ অনৈতিক ভাবে টাকা দাবি করলে এবং কোন কিছু আটক করার পর আটক রশিদ (Detention Memo) না দিলে- অবশ্যই বিমানবনন্দর কর্তৃপক্ষকে অভিযোগ দিন।
# Farbi Travel and Tourism

রতিদিন গড়ে ৫ জন প্রবাসী ভুয়া সনদ নিয়ে আসেন। তারা বিমানবন্দরে এসে অন্য যাত্রীদের ঝুঁকিতে ফেলছেন। প্রতারণা করা এমন যাত্রীদ...
02/02/2022

রতিদিন গড়ে ৫ জন প্রবাসী ভুয়া সনদ নিয়ে আসেন। তারা বিমানবন্দরে এসে অন্য যাত্রীদের ঝুঁকিতে ফেলছেন। প্রতারণা করা এমন যাত্রীদের জরিমানাও করছে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট।

হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিদেশে যেতে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হয় বিমানবন্দরে। ত....

ঢাকা-শারজাহ ফ্লাইট শুরু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। রবিবার রাতে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শারজা...
02/02/2022

ঢাকা-শারজাহ ফ্লাইট শুরু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। রবিবার রাতে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উদ্বোধনী ফ্লাইট ঢাকা ত্যাগ করে।
রবিবার রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ আন্তর্জাতিক রুট হিসেবে ঢাকা থেকে শারজাহ-তে ফ্লাইট পরিচালনা শুরু করে।
প্রাথমিকভাবে সপ্তাহে ছয়দিন ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। শনিবার ব্যতিত সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে সরাসরি শারজাহ-তে স্থানীয় সময় রাত ১২টা ৩০মিনিটে পৌঁছাবে। অপরদিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে।। এছাড়া সোম, বৃহস্পতি ও শনিবার রাত ১টা ৩০ মিনিটে শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ৮টায় চট্টগ্রামে অবতরণ করবে।
Travel and Tourism

26/01/2022

GDRFA Return Permit Service, ICA Approval, GDRFA Entry Permit, GDRFA Returning Residents Entry Permit, ICA Smart Service, GDRFAD Approval

26/01/2022

আগামী ৩০ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৩০ জানুয়ারি (রোববার) পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে একাদশ আন্তর্জাতিক রুট হিসেবে প্রাথমিকভাবে সপ্তাহে ছয়দিন ঢাকা-শারজাহ-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা।

শারজাহ-তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ-তে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দু’দেশের বন্ধনকে আরো বেশি সুদৃঢ় করবে।

বেসরকারি খাতের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা কোভিড-১৯ এ নির্দেশিত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ফ্লাইট ছেড়ে সরাসরি শারজাহ-তে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে পৌঁছাবে।

অপরদিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে। এছাড়া সোম, বৃহস্পতি ও শনিবার রাত ১টা ৩০ মিনিটে শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ৮টায় চট্টগ্রামে অবতরণ করবে।

ইউএস-বাংলা ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে শারজাহ রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নতুন গন্তব্য বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেয়। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে।

শারজাহ-তে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন, ইউএস-বাংলা কর্তৃপক্ষ মনে করছে দুবাইয়ের মতো শারজাহ-তে সে সব যাত্রীদের কাছে ঢাকা-শারজাহ রুট অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই, মাস্কাট ও দোহা, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই, কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

করোনা মহামারির কারণে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে খুব শিগগিরই কলম্বো, দিল্লি, জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মাম রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

26/01/2022

Address

Industrial Area 3, Opp. Khan Saheb Builiding
Sharjah

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Telephone

+971509803017

Website

Alerts

Be the first to know and let us send you an email when FARBI Travel and Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FARBI Travel and Tourism:

Share

Category


Other Travel Agencies in Sharjah

Show All