Jasmin Typing and Travels

Jasmin Typing and Travels We process online applications for UAE Immigration, Labour, Economy, Judiciary, Traffic, Home Affairs.

As a Public Relation Services Provider We helps to bring the benefits of the services to the common people.

25/11/2024

✅✅আমিরাতে ভিজিট ভিসাপ্রার্থীদের জ্ঞাতব্য:
------------------------------------------------------------------------------------
সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল এজেন্টরা ভিজিট ভিসার জন্য আবেদন করার আগে তাদের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে ভিজিটরদের অনুরোধ করছে। তারা বলছেন আমিরাতে ভ্রমণকারীদের অবস্থানের প্রমাণ - যেমন হোটেল বুকিং বা আত্মীয়দের বাসস্থানের ঠিকানা ইত্যাদি,পর্যাপ্ত ফান্ডের প্রমাণ, রিটার্ন টিকেট এখন ভিসা আবেদনের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আগে যাত্রীদের বিমানে ওঠার সময় ইউএইতে থাকার প্রমাণ, ফিরতি টিকিট এবং ৩ হাজার দিরহাম এর সমতুল্য মুদ্রা দেখাতে হতো।
এখন, তাদের ভিসার জন্য আবেদন করার সময় এসব নথি জমা দিতে হবে।
ট্রাভেল এজেন্টরা বলেছেন যে এই কড়াকড়ির উদ্দেশ্য হল ভিজিট ভিসার সম্ভাব্য অপব্যবহার রোধ এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালীন সময়ে আবেদনকারীরা যেন নিজেদের ব্যয় বহন করতে পারেন তা নিশ্চিত করা।
এজেন্টরা জানিয়েছেন যে ভিসার অনুমোদন নিশ্চিত করতে তাদের সিস্টেমে আবেদনকারীর অবস্থানের প্রমাণ, রিটার্ন টিকিট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে হবে।
আগে ভ্রমণকারীদের ইউএইতে ফ্লাইট করার পূর্বে নগদ অর্থ,একটি বৈধ রিটার্ন টিকিট এবং থাকার জায়গার প্রমাণ সাথে বহন করার পরামর্শ দেওয়া হত। এখন ট্রাভেল এজেন্টরা স্পষ্ট করেছে যে এই প্রয়োজনীয়তাগুলি এখন ভিসা আবেদন প্রক্রিয়ার কালে পূরণ করতে হবে।
স্থানীয় একটি ট্রাভেল এজেন্সি বলেছে “আমরা প্রতিদিন হাজার হাজার ভিসা প্রসেস করি, কিন্তু সম্প্রতি, আমাদের কিছু ট্রাভেল পার্টনার আমাদের জানিয়েছেন যে 'অসম্পূর্ণ নথি'র কারণ দেখিয়ে এখন ভিসা প্রত্যাখ্যান করা হচ্ছে।”
ভ্রমণ বিশেষজ্ঞরা এ কথা বলছেন যে ভ্রমণ ভিসার জন্য আবেদনকারীদেরকে তাদের নথিগুলি সাবধানতার সাথে প্রস্তুত করে একটি মসৃণ আবেদন প্রক্রিয়ার জন্য ট্রাভেল এজেন্সিগুলোর পরামর্শ নিতে পারেন।
✅ভিজিট ভিসার জন্য আবেদনকালে যা লাগবেঃ
👉আবেদনকালে ভ্রমণকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের পাসপোর্টের বৈধতা কমপক্ষে ছয় মাস আছে।
👉আমিরাতে তাদের অবস্থান স্থলের তথ্য
👉 রিটার্ন টিকিট
👉 এক মাসের ভিজিট ভিসার জন্য ৩ হাজার দিরহাম এবং দুই মাসের জন্য ৫ হাজার দিরহাম এর সমতুল্য নগদ অর্থ বা ক্রেডিট কার্ডে সমপরিমাণ ফান্ড থাকতে হবে।
★কৃতজ্ঞতাঃ খালিজ টাইমস

শারজাহ সিটিতে পার্কিং নিয়ম পরিবর্তন!শারজাহ সিটিতে পার্কিং করার নিয়মে বড় পরিবর্তন আসছে! * নতুন সময়: 1 নভেম্বর থেকে নী...
02/11/2024

শারজাহ সিটিতে পার্কিং নিয়ম পরিবর্তন!
শারজাহ সিটিতে পার্কিং করার নিয়মে বড় পরিবর্তন আসছে!
* নতুন সময়: 1 নভেম্বর থেকে নীল চিহ্নিত পেইড পার্কিং জোনে গাড়ি রাখতে চাইলে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পার্কিং ফি দিতে হবে।
* সব দিন: সরকারি ছুটিও এই নিয়মের মধ্যে পড়বে।
* কারণ: পার্কিং ব্যবস্থাকে আরও ভালোভাবে পরিচালনা করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে।
কিভাবে নিজেকে প্রস্তুত রাখবেন:
* নোটিশ দেখুন: পার্কিং জোনে গাড়ি রাখার আগে সবসময় নোটিশগুলো ভালো করে পড়ুন।
* অ্যাপ ব্যবহার করুন: শারজাহ সিটির অফিশিয়াল অ্যাপ ব্যবহার করে পার্কিং ফি দিতে পারেন।
* সাবস্ক্রিপশন নিন: যদি আপনি নিয়মিত এই এলাকায় পার্কিং করেন, তাহলে সাবস্ক্রিপশন নেওয়া ভালো হবে।
আরও জানতে:
* শারজাহ সিটি কর্তৃপক্ষের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখুন।
* শারজাহ সিটির ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করুন।
মনে রাখবেন: এই নতুন নিয়ম মেনে চললে আপনি জরিমানা এড়াতে পারবেন এবং শারজাহ সিটির সুন্দর পরিবেশ বজায় রাখতে সাহায্য করবেন।
#শারজাহ #পার্কিং #নতুননিয়ম
আপনার সুবিধার জন্য এই তথ্যটি শেয়ার করুন।

যারা অলরেডি আউটপাস নিয়ে ফেলছেন,তারাও ভিসা লাগাতে পারবেন।যোগাযোগ: 0522905736Those Who already obtained Exit Permit Can Is...
02/11/2024

যারা অলরেডি আউটপাস নিয়ে ফেলছেন,তারাও ভিসা লাগাতে পারবেন।
যোগাযোগ: 0522905736
Those Who already obtained Exit Permit Can Issue New Visa.
Contact : 0522905736

আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য গত ২ মাসের চলমান সাধারন ক্ষমার মেয়াদ বাড়িয়ে আরো ২ মাস  অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্...
31/10/2024

আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য গত ২ মাসের চলমান সাধারন ক্ষমার মেয়াদ বাড়িয়ে আরো ২ মাস অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হইছে।

আরব আমিরাতের ভিসা সংক্রান্ত যেকোন জটিলতায় ও ভিসা নবায়নের জন্য সহযোগীতার প্রয়োজন হলে।
যোগাযোগ করতে পারেন।

+971522905736 (Official Whatsapp)

Jasmin Typing Services

28/08/2024

📣আলহামদুলিল্লাহ,
আমিরাতে সাধারণ ক্ষমা কর্মসূচিতে ভিজিট ভিসা এবং মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি ভিসা সহ সকল ধরনের ভিসা অন্তর্ভুক্ত রয়েছে যা ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ২ মাসের জন্য কার্যকর থাকবে।
সূত্রঃ খালিজ টাইমস।
যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন ধন্যবাদ:
0522905736

আলহামদুলিল্লাহ, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ আসছেUAE আবাসিক ভিসা লঙ্ঘনকারীদের জন্য 2 মাসের...
01/08/2024

আলহামদুলিল্লাহ,
সংযুক্ত আরব আমিরাত দুবাইতে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ আসছে

UAE আবাসিক ভিসা লঙ্ঘনকারীদের জন্য 2 মাসের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে

গ্রেস পিরিয়ড শুরু হবে আগামী মাসে, 1 সেপ্টেম্বর থেকে

আবাসিক ভিসা লঙ্ঘনকারীদের জরিমানা মওকুফের জন্য দুই মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হবে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছে।

1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া গ্রেস পিরিয়ড, বিদেশীদের প্রবেশ এবং বসবাসের ফেডারেল আইন অনুসারে লঙ্ঘনকারীদের যেকোনো আর্থিক জরিমানা থেকে অব্যাহতি
দেবে।

কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে, যার মধ্যে জরিমানা মওকুফ করা এবং আইনি পরিণতি, লঙ্ঘনকারীদের হয় তাদের অবস্থা সামঞ্জস্য করতে বা স্বাচ্ছন্দ্যে দেশ ত্যাগ করার অনুমতি দেওয়া।

একটি বিবৃতিতে, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (ICP) বলেছে যে এই সিদ্ধান্তের লক্ষ্য হল লঙ্ঘনকারীদের আইন অনুযায়ী তাদের অবস্থা নিয়মিত করার জন্য একটি নতুন সুযোগ প্রদান করা, একটি অঙ্গভঙ্গি যা সহানুভূতির মূল্যবোধকে প্রতিফলিত করে এবং সহনশীলতা যার উপর সংযুক্ত আরব আমিরাত গড়ে উঠেছে।"

শেয়ার করে সবাই কে জানিয়ে দিন

পাসপোর্ট রিনিউ বা রিইস্যু সম্পর্কে যে বিষয় গুলো সবার জানা জরুরী।পাসপোর্ট রিনিউ করার গুরুত্ব:আপনার পাসপোর্ট এর যদি মেয়াদ...
03/06/2024

পাসপোর্ট রিনিউ বা রিইস্যু সম্পর্কে যে বিষয় গুলো সবার জানা জরুরী।

পাসপোর্ট রিনিউ করার গুরুত্ব:

আপনার পাসপোর্ট এর যদি মেয়াদ শেষ হয়ে যায়, অবশ্যই মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে আপনি কোন দেশে ভ্রমণ করতে পারবেন না। যেহেতু পাসপোর্ট আপনার পরিচয় এবং নাগরিকত্ব প্রমাণের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই কিংবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে পাসপোর্টটি অবশ্যই রিনিউ করে নিবেন। আর অনেক দেশে ভ্রমণের জন্য বৈধ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস হতে হয়।

পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?

1. আবেদনপত্রের প্রিন্ট কপি

2. পাসপোর্ট ফি পরিশোধের রশিদ

3. জাতীয় পরিচয় পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ

4. পূর্ববর্তী পাসপোর্ট এর মেইনকপি অথবা ফটোকপি

পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে যে ভুলগুলো মানুষ বেশি করে:

১. ভুল তথ্য প্রদান – আবেদন করার সময় ব্যক্তিগত কিংবা অন্যান্য তথ্য জাতীয় পরিচয়পত্রের সাথে গরমিল হলে আবেদন বাতিল হতে পারে।

২. প্রয়োজনীয় কাগজপত্রের অভাব – রিনিউ করার জন্য পর্যাপ্ত কাগজপত্র না থাকলে আবেদন বাতিল হবে

৩. অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতা – অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এটি না জেনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে আবেদন করে নিবেন।

৪. পাসপোর্ট ফি পরিশোধে বিলম্ব বা ভুল করা – আপনি যদি পাসপোর্ট ফি পরিশোধ ছাড়াই আবেদন সম্পন্ন করতে চান তাহলে এটি সম্ভব না, আপনাকে প্রাথমিকভাবে ফি পরিশোধ করে চালান কপি কিংবা ব্যাংক কপি প্রয়োজনীয় কাগজপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অবশ্যই আবেদন করার সময় আপনি যত পৃষ্ঠার এবং যত বছর মেয়াদী পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন আপনাকে সেই নির্দিষ্ট পরিমাণ ফি করতে হবে।

03/06/2024

দেশ থেকে সরাসরি লেবার/এমপ্লয়মেন্ট ভিসায় আসতে চাইলে যোগাযোগ করুন অথবা আপনি লাইসেন্স হোল্ডার হলে লেবার এপ্রোভাল করে দেওয়া যাবে। (শুধুমাত্র ডুবাই ইমিগ্রেশন )
গর্ভমেন্ট ফি বাদে,লেবার এপ্রোভালের পর বাকী টাকা ✈️

Jasmin Typing Services

ফ্যামেলি/স্পন্সার ভিসা।
03/06/2024

ফ্যামেলি/স্পন্সার ভিসা।

Limited Offer.

🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না।১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা প...
27/05/2024

🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না।
১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস।R
২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।
৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।A
৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।
৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।B
৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।
৭: মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।B
৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)
৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।
১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।
১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।
১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।I
১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।
১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।
১৫:বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় অইখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে।এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।

আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আফ্রিকার এই দেশের প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।

সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যেই শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। 😰

আরব আমিরাতের ভিজিট ভিসা নিয়ে আপডেট নিউজ !!!‼️গত সপ্তাহে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা সাময়িক সময়ের জ...
11/05/2024

আরব আমিরাতের ভিজিট ভিসা নিয়ে আপডেট নিউজ !!!‼️

গত সপ্তাহে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। এখনো ভিজিট ভিসা বন্ধ রয়েছে। ৫ তারিখের পরে ভিজিট ভিসা নিয়ে আপডেট আসার গুঞ্জন শুনা গেলেও এখনো কোনো ধরনের আপডেট পাওয়া যায়নি।

সকলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপাতত বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। তাই কারো সাথে কোনো ধরনের আর্থিক লেন দেন করে বিপদে পরবেন না।

ভিসা সংক্রান্ত কোনো ধরনের আপডেট পেলে আমরা ইনশাআল্লাহ জানাবো। আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করবেন।🥰

নিউজটি সবাইকে জানাতে অবশ্যই সেয়ার করবেন।🗣️

09/05/2024







সংযুক্ত আরব আমিরাতের সব ধরনের ভিসা নিয়ে আপডেট নিউজ !!!বর্তমানে আরব আমিরাতে ট্রান্সফার ভিসা চালু আছে যারা কোম্পানি পরিবর্...
04/05/2024

সংযুক্ত আরব আমিরাতের সব ধরনের ভিসা নিয়ে আপডেট নিউজ !!!

বর্তমানে আরব আমিরাতে ট্রান্সফার ভিসা চালু আছে যারা কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছেন তারা অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তাদের সাথে ১০০% কনফার্ম করে ভিসা লাগাতে পারেন।

এছাড়া যারা অলরেডি ক্যানসেল অবস্থায় আছেন তারা এখন ভিসার জন্য এপ্লাই করতে পারেন। ইনশাআল্লাহ ভিসা হওয়ার ৯০% চান্স আছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরের এর ভিজিট ভিসাও সাময়িক বন্ধ রয়েছে। আপাতত কারো সঙ্গে ভিজিট ভিসার লেনদেন করা থেকে বিরত থাকুন।

আর যারা বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট ভিসায় আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে:- বর্তমানে বাংলাদেশের লেভার ভিসা বন্ধ আছে, তবে পার্টনার ভিসা হচ্ছে। এছাড়া ডিগ্রির সাটিফিকেট থাকলে দুবাইতে হাইপ্রফেশনের ভিসা হচ্ছে।
🗣️সেয়ার করে সবাইকে নিউজটি জানিয়ে দিন।

#দুবাই #আবুধাবি

01/05/2024

অনির্দিষ্টকালের জন্য দুবাইয়ের ভিসিট ভিসা বাংলাদেশীদের জন্য বন্ধ।

Jasmin Typing Services

আরব আমিরাতের ট্রান্সফার ভিসা নিয়ে আপডেট নিউজ !!!!বর্তমানে আরব আমিরাতে একটি নিউজ ছড়িয়েছে যেটা হচ্ছে আবর আমিরাতে সকল ক্যাট...
25/04/2024

আরব আমিরাতের ট্রান্সফার ভিসা নিয়ে আপডেট নিউজ !!!!

বর্তমানে আরব আমিরাতে একটি নিউজ ছড়িয়েছে যেটা হচ্ছে আবর আমিরাতে সকল ক্যাটাগরির ট্রান্সফার ভিসা চালু হয়ে গেছে।
এটি আসলে কতটুকু সত্য?

হ্যাঁ ঠিকই শুনেছেন বর্তমানে আরব আমিরাতে সকল প্রদেশে কেনসেল ভিসা টাইপ হচ্ছে। তবে দুবাইতে একটু ধ্রুত এপ্রুভাল আসলেও বাকি প্রদেশ গুলোতে অনেক দেড়ি করে এপ্রুভাল আাসতেছে।

যারা অলরেডি কেলসেল আছেন তারা ভিসার জন্য এপ্লাই করতে পারেন।
আর যেহেতু গভর্নমেন্ট থেকে ক্লিয়ার কোনো তথ্য পাওয়া যায়না। তাই যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে চাচ্ছেন। তারা আর একটু অপেক্ষা করে সিদ্ধান্ত নিন। কারন হটাৎ আবার আগের মতো বন্ধ হয়ে গেলে বিপদে পরতে পারেন।

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

19/01/2024

পরামর্শ
সংযুক্ত আরব আমিরাতে যারা বেকার অবস্থায় আছেন পরামর্শ তাদের জন্য --

প্রথম আপনি যদি দুবাই অবস্থান করেন।
আল কুজ একটি বাঙালী বাজার আছে এবং সেখানে দৈনিক ৩৫ দিরহাম ভাড়ায় দোকান নিতে পারবেন।
দোকান নিয়ে কি করবেন?
আপনি যদি ঝালমুড়ি বানাতে পারেন তাহলে মুড়ি ও আনুষঙ্গিক উপকরণ কিনেন এবং ঝালমুড়ি বিক্রি করা শুরু করুন। এতে পুঁজি লাগবে আনুমানিক ২০০/২৫০ দিরহাম। প্রতিদিন বিকেলে থেকে রাত ১০ টা পর্যন্ত বিক্রি করলে এবং ১৫০ থেকে ২০০ জনের কাছে ১ দিরহাম করে ঝালমুড়ি বিক্রি করলেন। ধরেন ১০০ জনের কাছে বিক্রি করলেন ১০০ দিরহাম। চালান যাবে আনুমানিক ৩০ দিরহাম, দৈনিক ভাড়া ৩৫ দিরহাম ও মোট ৬৫ দিরহাম। দৈনিক লাভ থাকবে ৩৫ দিরহাম। মাসে ১০৫০ দিরহাম। প্রতিদিন অসংখ্য বাঙালী আল কুজ এই বাজার থেকে সদাই কিনে থাকে। নিজে সারভাইভ করতে পারবেন এবং সামান্য কিছু হলেও দেশে পরিবারকে সহযোগিতা করতে পারবেন। এটি একটি উদাহরণ দিলাম ঝালমুড়ি দিয়ে। এছাড়া আপনি অন্য কিছু নিয়ে বিজনেস শুরু করতে পারেন যেমন, আবির পাইকারী বাজার থেকে সবজি কিনে সবজি বেচতে পারেন, দেইরা থেকে পাইকারি মোবাইল এক্সেসরিস কিনে সেগুলো বেচতে পারেন, কসমেটিকস বেচতে পারেন, একটি চায়ের ফ্লাক্স কিনে চা, পান, বিড়ি, সিগারেট বেচতে পারেন। যেটা আপনার কাছে সহজ মনে হয়। কিন্তু অবশ্য যদি আপনার এই কাজ করার মানসিকতা থাকে। যারা সোনাপুর এর আশেপাশে থাকেন, সোনাপুরেও এমন বাঙালী বাজার আছে, সেখানে করতে পারেন।

যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা দৈনিক ৩০/৪০ দিরহাম ভাড়ায় গাড়ি নিতে পারেন। গাড়ি কোথায় পাবেন? ফেসবুকে বাংলাদেশীদের গ্রুপে চেক করুন অনেকেই গাড়ি ভাড়া দেয়। ভাড়া মারবেন কোথায়? প্রথম - সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশন দুটি একটি দুবাই ও অন্যটি আবু ধাবি। আবুধাবির লেকদের দুবাইয়ে আসার প্রয়োজন হয়না। দুবাই, শারজাহ, আজমান, আল আইন, ফুজাইরাহ, রাস আল খাইমাহ ও উম আল কুইন থেকে অসংখ্য বাঙালী প্রতিদিন এমবাসি রিলেটেড কাজে দুবাই আবু হেইল এ অবস্থিত বাংলাদেশ মিশনে আসে। বিভিন্ন জায়গা থেকে এমবাসিতে বাসে করে আসা সময় সাপেক্ষ ও যার যার লোকেশন থেকে বাস এভেইলেবল থাকেনা। এবং অনেকেই কাজ ফেলে আসে তাই তারা কিছু টাকা খরচ হলেও দ্রুত সার্ভিস খোঁজে। যেমন দুবাই থেকে যদি ১ জন পেসেন্জার শারজায় নিয়ে যান তাহলে ৪০/৪৫ দিরহাম ভাড়া। গাড়িতে সামনে ও পিছনে মিলে ৪ জন নিতে পারবেন। তেল একই খরচ হবে। আনুমানিক ২০ দিরহাম এর তেল খরচ হবে। না বুঝলে একদিন বাংলাদেশ মিশনের গেট দিয়ে ভিতরে ঢুকে বাইরে বের হলেই বুঝতে পারবেন। কতজন ডাকবে আপনাকে শারজাহ, আজমান বলে। আরও রুট আছে যেমন বার দুবাই থেকে আবু ধাবি, আল আইন। ঘুবাইবা থেকে আবু ধাবি, আল আইন, শারজাহ, আজমান। তবে এতে সমস্যা হলো এটি বেআইনি এদেশে। কিন্তু অসংখ্য লোক করতেছে এই কাজ। চোখ কান খোলা রেখে করতে হয়।
বাইক লাইসেন্স থাকলে ৩০ দিরহাম করে দুবাই থেকে শারজাহ ও আজমান ভাড়া মারতে পারবেন। নতুন নয়, সেকেন্ড হ্যান্ড একটি বাইক ৪০০/৫০০ দিরহাম দিয়ে কিনতে পারবেন। কোথায় পাবেন বাইক? দুবিজল এপে সার্চ দিলে অসংখ্য বাইক পাবেন। আপনার বাজেট অনুযায়ী কিনে নিন।

অসংখ্য কাজ আছে করার মত শুধু করার মত মন মানসিকতা থাকতে হবে।
দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলো কিনে লেবার ক্যাম্প গুলোতে ঘুরেন। কিছু না কিছু বিক্রি হবে। যেমন পারফিউম, নেল কাটার, লাইটার, বেল্ট, মোবাইল এক্সেসরিস, জায়নামাজ, তালা চাবি, ওয়ালেট আরও কত কিছু আছে।

শুধু পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।

যারা এডুকেটেড আছেন তারা বিভিন্ন অফিসে গিয়ে ভিজিটিং কার্ড, স্টেশনারি আইটেমের অর্ডার নিন। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে অনেকেই এটা করে মাসে ২/৩ হাজার দিরহাম ইনকাম করতেছে। তবে শুরুতে কঠোর পরিশ্রম করতে হবে। ভাবছেন ভিজিটিং কার্ড ও স্টেশনারি কোথায় পাবেন? দুবাই - দেইরা অথবা বার দুবাই অনেক প্রিন্টিং প্রেস আছে তাদের গিয়ে বললেই আপনাকে ফ্রীতে তাদের নাম দিয়ে সেলসম্যান এর কার্ড বানিয়ে দিবে। এবং কোন স্টেশনারি দোকানে গিয়ে বলেন তাদের মাল বেচে দিবেন, তারাও রাজি হবে। তারা যে রেট দিবে সে রেট থেকে ১০/২০ দিরহাম বেশি নেন। এখানে কোন অফিসের এত সময় নেই যে বাইরে বের হয়ে নিজে গিয়ে নিয়ে আসবে। সবাই অনলাইন অর্ডার করে। আপনি সেই সার্ভিসটা দিন। আপনার যদি ১০০ অফিস তৈরি হয়ে যায় ও প্রতি অফিসের কাজ থেকে যদি ২০ দিরহাম করে লাভ হয়, হিসাবটা আপনি করেন।

কত কিছু আছে করার মত শুধু মাথাটা কাজে লাগান।

কাপড়ের হোলসেল মার্কেট পাবেন আজমান। হোলসেল থেকে কাপর কিনে দোকানে দোকানে বিক্রি করুন। ২০০ দিরহাম দিয়ে শুরু করুন।
যেটাই করুন না কেন যেখানেই যাবেন সবার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন। নতুন মাল আসলে গ্রুপে পোস্ট করে দিন। ২০০ জনের গ্রুপ হলে ৫ টা দোকান থেকে অর্ডার পাবেন। তবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনাকে তৈরি করে নিতে হবে।

ব্রোকার শব্দটা আমাদের দেশে খারাপ হলেও এখানে ব্রোকারি একটি চমৎকার বিজনেস। ফেসবুকে অসংখ্য গ্রুপ আছে যেমন, রুম রেন্ট ও সেল, রেস্টুরেন্ট রেন্ট ও সেল, সেলুন রেন্ট সেল, বিভিন্ন ধরনের রেন্ট ও সেল গ্রুপ আছে। বিক্রেতার সাথে যোগাযোগ করুন বিস্তারিত জানুন তারপর আপনিও গ্রুপ গুলোতে বিক্রির পোস্ট দিন। কমিশন একটি কমন বিষয় এ দেশে। বিক্রি করে দিয়ে ২/৩ % কমিশন নিন।

আবু ধাবি হলে, আল কুজ ও সোনাপুর এর মত আবু ধাবি মুসাফফাতে এমন বাঙালী বাজার আছে। সেখানে শনিবার ও রবিবার অনেক বড় বাজার বসে। অবাক করা বিষয় লোকাল আরবিরাও সেখানে বাজার করতে যায়। সেখানকার নিয়ম হলো ১০০ দিরহাম দিয়ে ২ দিনের জন্য দোকান নিবেন। ২ দিন দোকানদারি করে আপনার দোকানের জায়গা পরিষ্কার করে ১০০ দিরহাম ফেরত নিয়ে যাবেন। এখানেও আল কুজ বাঙালী বাজার এর মত বিজনেস করতে পারেন।

প্রবাসীদের জন্য সবচেয়ে কষ্টের কাজ হলো রান্না করা। ৮/১০ বা যত জনকে সার্ভিস দিতে পারেন তাদের সাথে কথা বলে তাদের রান্না করে খাওয়ান। জন প্রতি ৬০/৭০ দিরহাম চার্জ হয়।

অনেক মেয়েও বেকার আছেন আরব আমিরাতে।

মেয়েদের জন্য পরামর্শ হলো। যদি আপনি মেহেদী ও নক কাটতে পারেন। বিনা পুঁজিতে বিজনেস আছে। এ দেশের প্রত্যেকটা আবাসিক এলাকায় পাবলিক পার্ক আছে। পার্ক গুলোতে বাচ্চাদের খেলার ব্যবস্হাও আছে। তাই ছুটির দিন বা অবসরে বা অফিস শেষে পরিবার নিয়ে অনেকেই পার্কে বসে আড্ডা দেয়। আপনার কাজ হলো। ৫ দিরহাম দিয়ে একটি মেহেদীর প্যাক কিনুন। আগেই পাবলিকের কাছে যাবেন না। সাথে পরিচিত কোন মেয়েকে সঙ্গে নিয়ে যাবেন। তাকে বলবেন, পার্কে যত মহিলা বা মেয়ে বসে আছে তাদের সবার কাছে গিয়ে জিজ্ঞেস করা যে, এই পার্কে একটি মেয়ে মেহেদী লাগিয়ে দেয়, তাকে দেখেছেন? আপনি এক জায়গায় বসে থাকুন। এটি হলো বুদ্ধি খাটিয়ে নিজের প্রচার নিজে করা। সবাইকে জিজ্ঞেস করা হলে আপনার কাছে চলে আসলে তাকে আপনি মেহেদী লাগিয়ে দিন। সবার নজর তখন আপনার দিকে আসবে। এমনো হতে পারে সেই দিনই ২/৪ জন কাস্টমার পাবেন। সপ্তাহ খানেক এভাবে করুন। প্রতি জনে মাত্র ৫ দিরহাম নিবেন। মাসে ২/৩ হাজার দিরহাম আর্ন করতে পারবেন। বাসায় ডেকে নিয়ে মেহেদী লাগিয়ে নিবে।

এর ওর কাছে ধর্না না দিয়ে, আরও অনেক ক্রিয়েটিভ আইডিয়া আছে। এতকিছু লিখে শেষ করা কঠিন। শুধু মাথা খাটিয়ে পরিশ্রম করুন, কষ্ট লাঘব হবে।

দুবাই আল ক্যাসিস এরিয়াতে কোন ভাই যদি খুবই সমস্যার মধ্যে থাকেন যোগাযোগ করবেন। উপকার করার চেষ্টা করবো।

ভালো থাকবেন। আল্লাহ সবার সহায় হোক।

Mohammad Anamul Haque Raaz
Managing Director
Burooz Alhayat Documents Clearing Service
Dubai, UAE.

17/01/2024

সময় থাকলে মনোযোগ দিয়ে পড়ুন।
ভিসার ব্যাপারে কারো সাথে লেনদেন করে প্রতারিত হবে না প্লিজ।
লেবার ভিসা সাময়িক ভাবে ওপেন হয়েছিল সেটা ওদের ওয়েবসাইটের আপডেট করার সময় হয়ে গিয়েছিল,বলতে পারেন সিস্টেম প্রবলেম ।
এখন তা বন্ধ।
দেশ থেকে দুবাইতে আসতে আগ্রহী হলে তাহলে ভিজিট ভিসায় এসে পার্টনার ভিসা লাগাতে পারেন কিংবা অর্জিনাল ডিগ্রী /মাস্টার্স/সমমান সার্টিফিকেট থাকলে হাই প্রফেশনাল ভিসা লাগাতে পারেন।
এর বাইরে আরবীর ঘরের ভিসা খোলা আছে।
তবে একটা কথা স্পষ্টভাবে বলছি ,যেই ভিসাই আপনি আসুন না কেনো আপনাকে যদি কাজ দেওয়ার মতো,স্থান দেওয়ার মতো পরিচিত কেউ না থাকে তাহলে এখানে এসে পস্তাবেন। চোখের জল ফেলতে বাধ্য হবেন।
তাই কাজ দেওয়ার মতো বিশ্বস্ত কেউ থাকলে আপনাকে দেরহামের দেশ দুবাইতে স্বাগতম।

জনস্বার্থে দয়া করে পোস্টটি শেয়ার করুন।

(বিশেষ দ্রষ্টব্য :আমরা পার্টনার ভিসা,ফ্যামিলি ভিসা ,হাই প্রফেশনাল ভিসা করে দিই। তবে কাজ দেওয়ার মতো আপনার বিশ্বস্ত কেউ না থাকলে ভিসা করে লাভ নেই )

আলহামদুলিল্লাহ, আরব আমিরাতের সব ধরনের ভিসা খুলে দেওয়া হইছে বাংলাদেশীদের জন্য।ট্রান্সফার/রিপ্লেসমেন্ট সহ সব ধরনের কাজ সিস...
17/01/2024

আলহামদুলিল্লাহ,
আরব আমিরাতের সব ধরনের ভিসা খুলে দেওয়া হইছে বাংলাদেশীদের জন্য।
ট্রান্সফার/রিপ্লেসমেন্ট সহ সব ধরনের কাজ সিস্টেমে হচ্ছে।
আমাদের টাইপিং সেন্টারে Jasmin Typing Services
লেবার ভিসা,প্রফেশনাল ভিসা,পার্টনার ভিসা,ফ্যামেলি ভিসা,ভিসিট ভিসা সহ -
ইমিগ্রেশন,লেবার,ইকোনমির যেকোন কাজ করে থাকি।
🇦🇪🇧🇩

Address

Industrial Area 1, UAE
Sharjah

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 05:00 - 21:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 17:00

Telephone

+971522905736

Alerts

Be the first to know and let us send you an email when Jasmin Typing and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jasmin Typing and Travels:

Share