অস্ট্রেলিয়ার পথে প্রান্তরে -Around Australia BD.

অস্ট্রেলিয়ার পথে প্রান্তরে -Around Australia BD. I am a Bangladeshi-born Australian Traveller, who is travelling around the world and capturing rare

Celebrating first summer in Melbounre, Australia
16/11/2024

Celebrating first summer in Melbounre, Australia

"মাত্র ৫ বছরেই পর্তুগালের পাসপোর্ট⁉️"পর্তুগাল: ইউরোপের এই ছোট্ট দেশটি তার সুদৃশ্য স্থাপত্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং...
08/11/2024

"মাত্র ৫ বছরেই পর্তুগালের পাসপোর্ট⁉️"

পর্তুগাল: ইউরোপের এই ছোট্ট দেশটি তার সুদৃশ্য স্থাপত্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং নিরাপদ ও সুন্দর পরিবেশের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। সম্প্রতি, পর্তুগালের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া সহজ হওয়ায়, বিশ্বের নানা দেশের মানুষের মধ্যে এটি বসবাসের একটি আদর্শ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। এখন মাত্র ৫ বছরের মধ্যেই পর্তুগালের পাসপোর্ট পাওয়া সম্ভব হচ্ছে।

পর্তুগালের নাগরিকত্ব প্রক্রিয়া:
১. বিনিয়োগ বা ব্যবসা শুরু: পর্তুগালের নাগরিকত্ব লাভের প্রথম ধাপ হল দেশটিতে বিনিয়োগ করা বা ব্যবসা শুরু করা। আপনি যদি পর্তুগালে ৫ লক্ষ ইউরোর বেশি বিনিয়োগ করেন, তবে আপনি গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
2. বাসস্থান প্রাপ্তি: গোল্ডেন ভিসা প্রাপ্তির পর, আপনাকে পর্তুগালে কিছু নির্দিষ্ট সময় বাস করতে হবে। এই সময়ে আপনাকে পর্তুগালের ভাষা এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে হবে।
3. নাগরিকত্ব আবেদন: ৫ বছরের বাসস্থান পর, আপনি পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর, আপনি এবং আপনার পরিবার ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন।
পর্তুগালের নাগরিকত্বের সুবিধা:
১. ভ্রমণের স্বাধীনতা: পর্তুগালের পাসপোর্টে আপনি ১৮৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন, যা আপনার ব্যবসা ও ব্যক্তিগত ভ্রমণকে আরও সহজ করবে।
2. উচ্চমানের জীবনযাত্রা: ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে আপনি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং উচ্চমানের জীবনযাত্রার সুবিধা পাবেন।
3. বিনিয়োগের সুযোগ: পর্তুগালে বিনিয়োগ করার মাধ্যমে আপনি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন এবং এর সুফল ভোগ করতে পারবেন।
4. নিরাপদ পরিবেশ: পর্তুগাল ইউরোপের অন্যতম নিরাপদ দেশগুলির মধ্যে একটি, যা আপনার এবং আপনার পরিবারের জন্য একটি নিরাপদ ও সুখী জীবন নিশ্চিত করবে।
পর্তুগালের নাগরিকত্ব প্রক্রিয়া সহজ ও সরল হওয়ায়, এটি বিশ্বের নানা দেশের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই, আজই আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করুন এবং পর্তুগালের নাগরিকত্ব লাভের সুযোগ গ্রহণ করুন।
তবে, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে বেশি সুবিধা l কারন, পর্তুগালে প্রবেশের এক থেকে তিনমাসের মধ্যেই Temporary Residence Card (TRC) কার্ড পাওয়া যায় l

https://youtu.be/nQck-MzmcfI?si=19orF12kV85evOKD
08/09/2023

https://youtu.be/nQck-MzmcfI?si=19orF12kV85evOKD

Welcome to another vlog of -অস্ট্রেলিয়ার পথে প্রান্তরে.Today we will do a full home tour of the Australian modern double-story house. Plea...

07/05/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে আমি আশা করি। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ ...
07/10/2022

আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে আমি আশা করি। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক আপনার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো এবং আপনি আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সে ভাল কাজটুকু করার তৌফিক দান করুন আমায় এটুকু প্রার্থনা।
(তথ্য সংগৃহীত)

সর্ষে ফুলে আবৃত এখন অস্ট্রেলিয়ার চারপাশ . Canola fields in Australia
27/09/2022

সর্ষে ফুলে আবৃত এখন অস্ট্রেলিয়ার চারপাশ . Canola fields in Australia

23/06/2022
10/05/2022

এলাকায় সাধারন এক মসজিদ ছিল। সিলিং ফ্যানগুলোও সাধারন। মসজিদে তেমন দামি কিছু নেই, তাই চুরি যাওয়ার ভয়ও নেই। বলতে গেলে সারাদিনই মসজিদ ওপেন থাকতো। মুসল্লিরা যখন তখন এসে নামাজ, কোরআন পরতে পারতেন। গরীব মানুষেরা একটু গা এলিয়ে বিশ্রাম নিতে পারতেন।
তারপর শুরু হলো মসজিদের উন্নয়ন কর্মসূচী। গরমে মানুষের কষ্ট হয় তাই এসি কেনা প্রয়োজন। মিম্বর থেকে হুজুরের আবু-বকর (রা), ওমর (রা) এর দানের ইমোশনাল কাহিনী দিয়ে টাকা কালেকশন।
মাশাল্লাহ পুরো মসজিদ এখন দামি টাইলস, এমনকি বাইরের ওয়াল পর্যন্ত কারুকার্যে ভরা। দামি দামি কার্পেট। তারপর আবার ২ পাশে সারি সারি চেয়ার তো আছেই, আগে মসজিদে ২-৩ জন দায়িত্ব নিলেই হয়ে যেতো, আর এখন মসজিদ কমিটিও অনেক বড়.!

প্রায় মসজিদে এলাকার টপ ঘুষখোর, চোর, সুদখোর, অত্যাচারী, ক্ষমতাধর প্রকৃতির লোকেরাই সেই কমিটির সদস্য, আবার সভাপতিও।

মসজিদের ভ্যালু এখন অনেক। চুরি যাওয়ার ভয় তো আছেই। অতএব সারাক্ষণ মসজিদ খোলা রাখা যাবে না।তাই এখন প্রায় অনেক মসজিদই নামাজ ব্যতীত অন্যান্য সময় তালাবদ্ধ থাকে, মসজিদে টাইম মেনে মুসল্লিদের আসা যাওয়া করতে হবে। গরীবেরা এখন ভয়ে ভয়ে মসজিদে ঢুকে টাইলস কার্পেট অপরিচ্ছন্ন হয়ে যায় কিনা। তাদের পরিচিত আল্লাহর ঘর এখন পুরোটাই অচেনা।আগের দিনে মানুষ এ দায়িত্ব নিতে ভয়ে কাঁপত কোন ভুল হয়ে যাচ্ছে কিনা। এখন মসজিদে চেয়ারম্যানের সংখ্যা বেড়ে গেছে। সারা পথ হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে এ ব্যাপারে ইমাম, খতিবদের কোনো ফতোয়া নাই। সুদখোর, চোর,ঘুষখোরদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। আস্তে আস্তে কেয়ামতের দিকে এগোচ্ছি আমরা। নামাজিরা নামাজ শেষ করার আগে মসজিদ তালাবদ্ধ করার জন্য ইমাম মুয়াজ্জিন দাড়িয়ে থাকে দরজার গোড়ায়।ওদের ও সময় নাই নিজের দায়িত্ব পালনে। ভবিষ্যতে আরো কতকিছু দেখার অপেক্ষায় আছি আমরা।

- কাহিনিটা সম্ভবত সব এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য।

সংগ্রহীত

12/04/2022

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!
কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।
প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।
তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেননা।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটা নিশ্চিত!

26/03/2022
26/03/2022
Time to go home
26/03/2022

Time to go home

31/01/2022

Net Fishing from our Village pond in Bangladesh

14/09/2021

করোনা ভাইরাস টিকা শেষ করে কি উপহার পেলাম ?

01/06/2021

Australian Dolphin show 2021. Seaworld, Gold coast. Australia BD-অস্ট্রেলিয়ার পথে প্রান্তরে

30/05/2021

New Hollywood Stunt Driver 2 Show, Movie World, Gold Coast Australia 2021

19/05/2021

সততার দোকান, যেখানে কোনো বিক্রেতা নেই

Address

Dandenong, VIC

Alerts

Be the first to know and let us send you an email when অস্ট্রেলিয়ার পথে প্রান্তরে -Around Australia BD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অস্ট্রেলিয়ার পথে প্রান্তরে -Around Australia BD.:

Videos

Share

Category


Other Dandenong travel agencies

Show All