![ধৈর্য একেবারেই আমার মধ্যে নেই! ছোটবেলায় গোলাপ গাছে কলি এলে ফুল ফুটতে না ফুটতেই আমি সেটা নিজের হাতে ফোটানোর চেষ্টা করতাম।...](https://img3.travelagents10.com/075/926/1244569700759261.jpg)
12/02/2025
ধৈর্য একেবারেই আমার মধ্যে নেই! ছোটবেলায় গোলাপ গাছে কলি এলে ফুল ফুটতে না ফুটতেই আমি সেটা নিজের হাতে ফোটানোর চেষ্টা করতাম। বাগান করা প্রচুর পরিশ্রমের কাজ আর আমি খুবই অলস মানুষ। তাই আমার দ্বারা বাগান করা কখনই হয়ে উঠেনি । কিন্তু ফুল ছিল আমার খুব পছন্দের।
৯০ দশকে দেশে হাতে গোনা কয়েকটি ফুলের দোকান ছিল তার মধ্যে শাহবাগের জাতীয় জাদুঘরের উল্টো দিকে "মালঞ্চ" ছিল আমাদের একমাত্র ভরসা। প্রথম রজনীগন্ধার দেখা পেয়েছিলাম সেখানেই। গোলাপ, রজনীগন্ধা, দোলনচাঁপা আর শিউলি এই চারটি ছিল আমার খুব পছন্দের।
মনে আছে অস্ট্রেলিয়া এসে ইন্দোনেশিয়া থেকে শিউলির আর রজনীগন্ধার বীজ এনেছিলাম, কিন্তু মেলবোর্নের আবহাওয়া আর আমার পরিচর্যার অভাবে আর গাছের দেখা মিলে নাই।
এর মধ্যে ফেসবুকের কল্যাণে নিউইয়র্কে এক বড় ভাইয়ের বাগানে নানা রঙের রজনীগন্ধা দেখতে পাই। ভাইয়ার পরামর্শ আর উৎসাহে গত নভেম্বর মাসে আবার রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাসের বাল্ব সংগ্রহ করে নতুন বাসার পেছনে রোপণ করলাম।
অবশেষে দীর্ঘ ৩ মাসের ধৈর্যের অবসান ঘটিয়ে তাদের কাঙ্খিত দেখা মিললো। অতি উৎসাহে আমিতো রজনীগন্ধা ঘরের ভিতর নিয়ে এসেছি। আহা, আগামী কয়েক মাস আর কোনো এয়ার ফ্রেশনারের দরকার হবে না!